#Dangerous_Girl
দুষ্ট পাগলীর মিষ্টি বর
পর্ব-৭
কি এত্ত বড় সাহস। আপনাকে আমি একদম গুলি করে মেরে ফেলবো।
: উচিৎ কথা বললে দোস্ত বেজার
: ওই ওই আপনাকে আমি কি উচিৎ কথা বলতে বলছি। একদম পানিতে চুবাবো।
: সাতার পারি।
: আপনার সাতারের আমি নিকুচি করি।
: আচ্ছা সরি,,, তারপর কি হলো বলেন।
: গান গাবার সখ ছোট থেকেই ছিলো। আর সেই সুযোগটা পেয়ে গেলাম কোচিংয়ের ফাংশনের কারনে। আর যুক্ত হয়ে গেলাম একটা ব্যান্ডের সাথে। পুরো ব্যান্ড দলে আমিই একমাত্র মেয়েছিলাম।
: তারপর
: ব্যান্ডের সবাই সিগারেট খাইতো প্রাক্টিসের সময়। আর আমি তাদের দেখা দেখি সিগারেট টানতে শুরু করি। একটা সময় আমি ফুল সিগারেটে আসক্ত হয়ে গেলাম। দিনে ৮-১০ টা সিগারেট লাগতো।
: মারডালা।
: আমার জীবনের মোরটা এভাবে বদলে যাবে তা কখনো ভাবিনি। কিন্তু এমন কিছুই ঘটলো আমার সাথে। ঝড়ের মত বিজয় আমার জীবনে আসলো আর সব কিছু লন্ড ভন্ড করে দিলো আমার জীবন।
: কি রকম।
: বিজয় এর সাথে আমার প্রথম দেখা রাজশাহী থেকে জামালপুর যেতে বাসে।
: তারপর প্রেম শুরু?
: আরে ধুর না।
: তাহলে
: প্রথম দিনতো বিজয় আমার আব্বুকে ভাই বলছিলো।
: মানে
: বিজয় আব্বুকে বলছিলো ভাই একটু সরেন ওটা আমার সিট। আমার আব্বু কে দেখলে মনেই হয়না ওনার ছোট মেয়েও কলেজে পরে। একদমি বয়স বোঝা যায় না।
: তারপর কি হলো…..
: ওকে প্রথম থেকেই বলছি। আমার আন্টির বাসা জামালপুরে।
: হুম
: কলেজে ২ বর্ষে উঠার পর, একদিন আব্বু আর আমি জামালপুর যাচ্ছিলাম আন্টির বাসায়।
: তারপর
: বাসে আমাদের সিটের পাশের সিটেই বসেছিলো একটা ছেলে, দেখতে বেস স্মার্ট। কানে এয়ারফোন লাগিয়ে গান শুনছিলো।
: তারপর
: তো ছেলেটার হেয়ার কাটটা আমার খুব ভাল লাগছিলো। তাই সেটা মনোযোগ দিয়ে দেখছিলাম। কিন্তু হঠাৎ ছেলেটা আমার দিকে তাকাতেই ধরা খেয়ে গেলাম।
: তারপর
: জীবনে প্রথম বারের মত বিব্রতকর পরিস্থিতির স্বীকার হলাম আমি,,,, কেমন যেনো লজ্জা লজ্জা লাগছিলো। যদিওবা আমার লজ্জা বলতে কিছু নাই। কারণ লজ্জা থাকে মেয়েদের,,,,,,
: তার মানে আপনি কি মেয়ে না।
: না আমি ছেলে।
: কি
: না মেয়ে,,,, আসলে আমি কনফিউস আমি কি। আমার দেহের গঠন মেয়েদের মত। কিন্তু মনমানুষিকতা একদম ছেলেদের মত।
: OMG এটা আবার কি রকম ব্যাপার।
: আমি জানি না।
: যাই হোক তারপর কি হলো বলেন।
: সেই দিন থেকেই আমার জীবনে একের পর এক কো-এক্সিডেন্ট ঘটা শুরু হলো।
: কি রকম?
: ব্যপারগুলো ম্যাজিকের মত হতে লাগলো।
: বুঝলাম না।