Dangerous_Girl পর্ব-৯

0
1212

#Dangerous_Girl
পর্ব-৯
দুষ্ট পাগলীর মিষ্টি বর

জানেন এখনো না আমার এসব ভাবলেই অবাক লাগে। আগে কখনো ভাবিনি আমার দ্বারা সাংসারিক কাজ হবে। কিন্তু সেই সময়গুলোতে আমি সংসারের স্বপ্ন দেখতে শুরু করলাম।

: বাহ ভালোই করছে বিজয় ভাইয়া।

: ভালো না ছাই। আমাদের রিলেশনের কয়েক মাস পর আমি জানতে পারলাম বিজয় ছাত্র রাজনীতির সাথে জড়িত। তাও আবার ছোট মোট কেউ না,,, বলা যায় পাড়ার ক্যাডার। অনেক মারামারি নাকি করেছে ও। সব সময় নাকি সাথে অস্ত্র নিয়ে ঘোরে।

: তারপর।

: প্রথম দিকে আমি এটা বিশ্বাস করতাম না। তাই একদিন সাহস করে ওকে জিজ্ঞেস করলাম,,,,

: তো কি বললো বিজয় ভাইয়া….

: বিজয়ের সততা দেখে আমি অবাক হলাম। আমার কাছে কিছু না লুকিয়েই সব কিছু শেয়ার করলো। ও হয়তো চাইলে আমার কাছে ব্যপারটা লুকাতে পারতো। কিন্তু তা করলো না ও।

: তারপর

: ও আমাকে এটাও বললো দেখো আমি যদি আজকে তোমাকে সত্য কথা গুলো না বলি তবে তুমি অন্য কারো কাছে কথা গুলো কখনো জানলে,,, আমাকে আর হয়ত বিশ্বাস করতে পারতা না।

: তো আপনি কিছু বললেন না।

: কি আর বলবো? আর বললেও বা কতটুকু মানতো ও।

: মানে কি?

: মানে কিছুই না। ও ওর মত আমি আমার মত।

: তার মানে ব্রেক আপ।

: ব্রেক আপ কেনো হবে। আপনার মাথায় কি ব্রেকআপ ছারা আর কিছু আসে না।

: হাহাহা

: ছেকা খোর কোথাকার। ঘুসি মেরে দাত ভেঙ্গে ফেলবো। নিজের ব্রেকআপ হইছে জন্য এখন সবারি ব্রেকআপ হবে এটা ভাবেন কেন। সবাইকে নিজের মত ভাবেন তাই না।

: আল্লাহ,,,,, এত বড় অপবাদ।

: আমি ওকে মারামারি করতে নিষেধ করলাম। তবে ও বললো ধীরে ধীরে ছেড়ে দিবে। সব থেকে অবাক করার মত বিষয় কি ছিলো জানেন?

: কি?

: বিজয় আমার থেকে এক ক্লাশ জুনিয়র ছিলেন।

: মারডালা।

: তো ওর খুব ইচ্ছা ছিলো ডিফেন্সের চাকুরী করবে। ওদের পরিবারের অনেকেই নৌ-বাহিনীতে চাকুরী করে। ওরো তাই করার ইচ্ছা।

: তারপর

: আমি HSC পাস করলাম । ততদিনে ওর বাবা মা সহ সবাই আমাদের রিলেশনের ব্যপারটা জেনে গেছিলো। তবে আমার পরিবারের কেউই জানতো না আমাদের রিলেশনের ব্যাপারটা।

: তারপর।

: ২০১৬ সালটা আমার জীবনের সব থেকে ভালো বছর ছিলো।

: কি রকম?

: সেই বছরেই বিজয়ের নৌবাহিনীতে চাকুরী হয়, মানে ওর স্বপ্ন পুরন হয়। আমার HSC এর রেজাল্ট টাও ভালো হয়। আর আমি ভার্সিটিতেও চান্স পাই।

: ওহহহ আচ্ছা।

: সেই সাথে ২০১৬ সাল থেকে আমার কষ্টও শুরু হয়। কারণ বিজয়ের সাথে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়।

: মানে ব্রেকআপ?

: ধুর,,,,, বিজয় ট্রেনিং এ যায়।