Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther,
Part – 10+11+12
!
…..রুহান ভাবছে,, ভালবাসা মানেই নেশা,,আলাদা অনুভতি,,,
আর ওয়ান সাইড লাভ,, সে তো কষ্ট আর নেশা দুটোই,,আমিও তার মধ্যে,,
রুহান ; আবার রিয়াকে ডাকল,,এসব কী,,এটা কফি,,
স্যার আমি তো ভাল ভাবেই বানালাম,,
যাও আরেক কাপ নিয়ে আস,,
জী স্যার,,
রিয়া আবার কফি নিয়ে আসল,,
এইভাবে নানা অজুহাতে রুহান রিয়াকে জালিয়েছে
তারপর রিয়া কেবিনে গেল,,
আবার ডাক রুহানের,,
নাও রিয়া এই ফাইলটা দেখ,,
জী,,
কই যাচ্ছো,, স্যার কেবিনে,,
নো এখানে বসে দেখ,,
রিয়া জানে কথা বাড়িয়ে লাভ নাই,,তাই ফাইল দেখতে বসে গেল,,
রিয়া একমনে ফাইল দেখছে,,আর রুহান রিয়াকে,,
রিয়ার অবাধ্য চুল মুখে পরছে,,রিয়া বারবার টিক করছে,,
রুহান তা নেশার দৃষ্টিতে দেখছে,, একদম পিচ্চি পরী লাগছে,, মন চাইছে একটু আদর করে দেই( মনে মনে)
রুহান খেয়াল করল,,রিয়ার ওরনা সরে গেছে
রিয়ার গলার নিচের কালো তিলটা রুহানকে টানছে,,
রুহান নিজেকে কন্ট্রোল করতে পারছে না,,তাই তাকে আগে রিয়ার ওরনা টিক করতে বলতে হবে,,
কিন্তু কী ভাবে বলবে,, হঠাৎ বলল
মিস রিয়া ফাইল কত দূর,, এইতো স্যার,,
তখনি রিয়ার খেয়াল হলো ওরনার কথা,,
সে তাড়াতাড়ি করে ওরবা ঠিক করল,,
না জানি স্যার কী বাবল,, ছি ছি এত বে খেয়ালী
স্যার ফাইল,, হুম রাখো,,
লান্সের সময় হয়ে গেছে,, ব্যবস্তা কর,,
রিয়া স্যার আমি,, হুম তো কে,,
আমি কী কাজের লোক ইচ্ছে মত খাটাচ্ছে,, খাটাস গন্ডার ( বিড়বিড় করে)
রুহান,, যাও গো
জী,,,,
সার খাবার,,,, সার্ভ কর,,
রিয়া অসহায়ের মত সব করছে,,
আর রুহান রিয়াকে জালিয়ে বেশ মজা পাচ্ছে,,
তার চেয়ে বড় কথা,, মায়াপরী আজ তার কাছাকাছি,, 😍😍
রিয়া স্যার আমি যাই,, কই যাবা,,,
স্যার কেন্টিনে,,
না,, যাও প্লেট আনো আরএকটা,,
স্যার প্লেট,, খেতে বস,,
কীহ আমি😱 তো অন্য কেউ আছে
না তো বস,,ধমক খেয়ে রিয়া বসে গেল,,
রুহান খাচ্ছে,, আর আড় চোখে রিয়াকে দেখছে,,
অন্যদিকে আজ রিয়াকে কলেজে না পেয়ে তানবীর পাগল প্রায়,,
কেন আসল না,,কী,, তার কিছুতেই মন বসছে না,,
রিয়া খািয়া শেষে সবার সাথে পরিচিত হলে গেল,,
রুহান লেপটপে সব দেখছে,,
হঠাৎ রিয়া কজন ছেলে সটাফ এর সাথে হেসে কথা বলছে,,
তা রুহান সহ্য করতে পারছে না,,তাও চুপ করে আছে সে,,
রিয়া কেবিনে আসল,, তখনি একজন ছেলে সটাফ নিরব,, রিয়ার কেবিনে আসল,, আর নানা বিষয়ে কথা বলছে,,
তারা কতা নিয়ে হাসাহাসি করছে একটু বেশিই,
তা রুহানের আর সহ্য হলো না,,
রাগে রিয়াকে রুহান ফোন করে ১ মি আসতে বলল
রিয়াতো রাগ দেখে ভয়ে শেষ দৌড়ে আসল,,
রুমে ডুকতেই কেউ একজন,, তাকে টেনে দেয়ালে হাত চেপে ধরল,,
কেউ নয় রুহান,,
রিয়া,, স্যার আমি তো কিছু করেনি, ভয়ে,,রুহান একদম রিয়ার অনেক কাছে,, রিয়ার মুখে রুহানের শ্বাস পড়ছে,, হার্টবিট দৌড়াচ্ছে,,
রুহান ; রিয়াকে কাছে এনে রুহান বলল,,এটা অফিস,, হাসাহাসির জায়গা না,,সো নেক্সট আর না হয়,, যাও ফাইল আছে টেবিলে বসে কমপ্লিট কর
আর হা এখানে বসে,,, রাগ কন্ট্রোল করে,,বলল
জী স্যার,,ভয়ে ভয়ে,,
এর পর স্যার শেষ দেখা,, ফাইল রাখল সার আমি কী এবার বাসায় যাব,,বাসায় যাবার সময়,
হুম বস,,আমার সাথে যাবে,,
রিয়া ভয়ে আর কিছু বলল না,, লক্ষি মেয়ের মত বসে আছে,,
রিয়া চল,,
জী,,
গাড়িতে উঠ,, না মানে আমি চলে যেতে পারব,, আমি কিছু শুনতে চায়নি,, উঠ
রিয়া উঠল,, তবে সিট বেল্ট বাধল না,,
তাদেখে রুহান রিয়ার কাছে এসে সীট বেল্ট বেধে দিল,, রিয়ার কাছে আসতেই রুহানের হার্টবিট বাড়ছে,, তাই জলদি সরে গেল,,
এইদিকে,, তানবীর কলেজ থেকে ফিরার সময় রিয়াকে,, এক ছেলের সাথে গাড়িতে দেখে
রাগে কাপছে,, বলছে কলেজ আস বের করব তোমার ঘোরা,,,
আমাকে পাগল করে,, তুমি অন্য কারো হতে পার না
রিয়াকে বাসার সামনে এসে,, নাম,,
জী,,, ওহ রিয়া সরি,,
কেন স্যার,, ঐ সময়ের ভিহেব এর জন্য,,
আসলে বিশৃঙ্খলা পছন্দ না,, তাই
ইটস ওকে স্যার,,
এর পর বাসায় আসতেই,,রিয়ার ছোট ভাই,, আপু কেমম হলো অফিস,,
আর ভালো,, খাটাস বস খাটিয়ে মারল
হাহা হা,,
ঐ হাসবি না যা,,
রিয়ার বাবা ; রিয়া কেমন হলো প্রথম দিন,,
হুম বাবা ভাল,,
রাতে,, রহান বাড় বাড়,, রিয়াকে ফোন দিবে দিবপ বলে দিচ্ছে না,,
পরে দিয়েই দিল,,
রিয়া,, কে,,
আমি বস,,
ওহ স্যার,, বলেন
যে ফাইলটা দিয়েচি দিয়েছি কমপ্লিট কর বাল মতে,,
আর হুম কাল একটু সকালে আসবে,, কাজ আছে,,
হুম স্যার টিক আছে,,
রুহান,, এবার ঘুমিয়ে পড়,, রাত করো না,, টাটা,,শুভ রাত্রি
জী স্যার শুভ রাত্রি,,
চলবে,,,
কেমন হলো জানাবেন,, নেক্সট না লিখে ভাল খারাপ যেমনি হোক বললে ভাল লাগে,,পরের পর্ব তো এমনি দিব,,,
অনেকে আমার ডাক নাম জানতে চেয়েছিলেন,, ডাক নাম, (পপি) ,,
ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য,,
.
Devil & Secret lover😍
লেখিকা – Shultana akther
Part – 11
….রিয়ার কাছে রুহানের আচরন কেমন অদ্ভুত লাগল,,, এই ভেবে রিয়া ঘুমিয়ে গেল,,
রুহান তার মায়াপরী কে ভাবছে,, ভাবতে ভাবতে গুমিয়ে গেল,,,
সকালে,,মিষ্টি রোদে রিয়ার ঘুম ভাঙল,,রিয়ার মনে পড়ল স্যার তাকে তাড়াতাড়ি যেতে বলেছিল,,
সে তাড়াতাড়ি উঠে,,হাতমুখ ধূয়ে খেতে গেল,,
রিয়ার মা; আজ সূর্য কোন দিকে উঠল,,মামনি এত সকালে,,
ওহ মা ভুলে যাচ্ছো এখন আমি জব করি,,
ওহ তাই তো মাহারানি,,
রিয়া খেয়ে,, তার বাবাকে ঔষধ দিল,,
পরে তাকে খায়িয়ে দিল,,,
এর পর রওনা দিল অফিসে,,,
অন্যদিকে রুহানের গুম ভাঙে এলার্মে,,
ওহ গড,,এলামটা আর একটু পরে বাজতো,,
কী সুন্দর সপ্ন দেখছিলাম মায়াপরীকে নিয়ে,, গেল ভেঙে,,
রুহান ভাবল, যাই হোক,, মায়াপরীকে অফিসে দেখব আর তর সইছে না,,
সেও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নামল,,,রেডি হয়ে,,
রুহানের মা বাবা দুইজনেই অবাক,,
রুহান,,তোমরা এমন করে তাকিয়ে আছো কেনো,,রুহানের পাপা,, মাই সান তুমি এত তাড়াতাড়ি,,
হুম পাপা অফিসে কাজ আছে,,
ওহহ আসতে দিরে যাও,,,তো তোমার পিএ কেমন? ভালো নাকি নতুন দেখব,,
না না পাপা,, ইটস ওকে,,
রুহানের পাপা ছেলেকে দেখে হাসছে,
পাপা হাসছো কেন,,হুম😠😠
কিছু না
তুমি যাও,,
যাই হোক মেয়েটার জাদূ আছে,, আমার ছেলেকে মায়ায় বেদে ফেলল,, এমনিও খুব মিষ্টি দেখতে,,(মনেমনে)
তার পর রুহান চলে এল,,,,
রুহান চলে আসতেই,,রুহানের পাপা তার মাকে সব বলল,, সব শুনে রুহানের মা খুশিতে গদগদ,,
বলল যাক,,অবশেষে কাউকে মনে ধরল,,
এবার বাড়িতে বউ আসবে,,
অন্যদিকে,,রুহান এসে অফিসে বসে আছে,,বলছে মায়াপরী কই তুমি,,আমি যে বসে আছি,,
আস তাড়াতাড়ি,,
কিছুসময় পর রিয়া বলল মে আই কামইন স্যার
হুম কাম,,নাও বসে এই ফাইলটা দেখছে,,
হুম স্যার,,,
রিয়াকে রুহান নানাভাবে খাটাচ্ছে,
তার খুব ভাল লাগছে,,
মায়াপরী তার এত কাছাকাছি,, ওহ একদম কিউট বাচ্চাদের মত লাগছে,,মন চায়ছে আদর করে দিই,,
এইদিকে বেচারা রিয়া খেটে শেষ,,নাজেহাল অবস্থা
এইভাবেই রিয়াকে রুহান জালায়,,
হঠাৎ রুহানের থেকে হাফ টাইম ছুটি নিয়ে কলেজ গেল,,
কলেজ যেতেই রিয়া ক্লাসে গেল,,
তানবীর ক্লাসে গেলেই,, তানবীর তাকে আড় চোখে দেখল,,
বলল বের হও,,পরে তোমাকে দেখছি,,
এইভাবেই হাফ টাইম ছুটি নিয়ে মাঝে মাঝে কলেজ যেত,,
তানবীর নানা ভাবে রিয়াকে বুঝাত,
কিন্তু রিয়া এসব পাত্তা দিত না,,
হঠাৎ একদিন লাইব্রেরীতে তানবীর রিয়াকে প্রপোজ করে ফেলল,,
রিয়া খুব গাবরে গেল,,
সে না করে দিল,,,
তাতে তানবীর অনেক রেগে গেল,,রাগে রিয়াকে দেয়ালে হাত চেপে ধরে বলল,
আমার মাঝে কী কম,, যে বার বার ফিরিয়ে দাও
বুঝ না,,
স্যার আমি এসব প্রেম করব না,, দয়াকরে আমাকে ছেড়ে দিন,,রিয়াকে জুড়ে হাত চেপে ধরায়,,হাত লাল হয়ে গেল,, রিয়া ব্যাথায় কুকিয়ে উঠল,,
তানবীর রিয়াকে ছেড়ে চলে গেল,,
বলল দেখে নিব তোমাকে,,তেমাকে তো নিজের করবই আমি মিস রিয়া,,
রিয়া মন খারাপ করে অফিসের দিকে রওনা দিল,,
রিয়া আসতেই রুহান রিয়াকে ডাকল,,,রুহানের মন বলল রিয়া ঠিক নেই,,তাও
বলল বসে ফাইলটা দেখ,,
রিয়া ফাইলের জন্য হাত বাড়াতেই,, রুহান খেয়াল করল,,রিয়ার হাত লাল।,কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলনি,,
তাই রুহান কিছু বলল না আর,,
বলল রিয়া যাও কফি নিয়ে আস,,
রিয়াকে আসতেই এমন কাজ দেওয়াতে রিয়া রেগে গেল,,
রেগেমেগে কফি আনতে গেল,,
রিয়া ইচ্ছে করে কফিতে মরিচের গুড়ো মিশিয়ে দিল,,
বলক স্যার কফি,, হুম রাখ,,
রুহান কফিতে চুমুক দিয়ে বুঝল ঠিক নেই,,
আর রিয়া মনেমনে৷ হাসছে,,
তাও রুহান অর্ধেক খেল,,পরেই জালে শেষ,,ওহ আহ করছে,,পানি খেল তাও জাল কমল না,
তখনি রুহান রিয়ার দিকে এগোচ্ছে,, রিয়া ভয়ে পিছিয়ে যাচ্ছে,,
স্যার সামনে আসছেন কেন,,
তুমি পিছিয়ে যাচ্ছো কেন,,
রুহান আচমকা,,রিয়া ঠোঁট ঠোঁট ডুবাল,,ইচ্ছে মত ঠোঁট শুষে নিচ্চে।।💞💞
রিয়া বেচারি হার্টবিট ফাস্ট দৌড়াচ্ছে,, সারা শরীর ঠান্ডা হয়ে আসছে,,
এ যেন এক আলাদা অনুভুতি,,
রুহান তো নেশায় পড়ে গেছে ছাড়ার নামই নাই,,
এইদিকে রিয়ার দম বন্ধ হয়ে আসছে,,
না পেরে রিয়া রুহানের ঠোঁটে কামড় বসিয়ে দিল,,,
তখনি রুহানের হোস এল,,বলল এটা কী করলে,,
না মানে স্যার,, ৫ মিনিট পর রুহান রিয়াকে ছাড়ল,,
রুহান বলল,,এটা তোমার শাস্তি,, আশাকরি পরেরবার এমন কারার আগে ভাববে,,
রিয়া তো এক দৌড়ে কেবিনে গিয়ে হাঁপাচ্ছে,, ছিছি স্যার কী করল,,
আমার মত পিচ্চিকে নিরিহ পেয়ে 😂
আর রিয়া দোষ তরই,,কেন গেলে এমন করতে,
এসব ভাবতে ভাবতে রিয়া না বলে চলে আসল
রুহান ভাবচে মায়াপরী,, ঠোঁটে কামর দিয়ে কী করলে,,যাই হোক বার বার কফিতে জাল দাও,,সমস্যা নেই,,
আমি তো তোমার ঠোঁটের ছোয়া পাব,,,পরে দেখে রিয়া নেই চলে আসছে,,
অন্যদিকে তানবীর,, বাসায় এসে ভাঙচুর শুরু করেছে,,,আমাকে রিজেক্ট করা,,এর ফল তুমি ভুগবে,,
তখনি তানবীর এর বাবা মা দৌড়ে আসল,,কী হয়েছে বাবা তর,, তাম,, থাম বাবা,,
মা বাবা আমি বিয়ে করব,,মেয়ে আছে,,যে ভাবেই হোক,, ঐ মেয়ের বাবা মা কে রাজি করাবে এনি কস্ট,,
হুম এতো ভালো কথা তো রাগ কেন,, আমরা দেখছি,,
হুম বাবা তর কথাই হবে তুই থাম,,,
এই বলই তানবীর রাগে চলে আসল,,বেরিয়ে,,
অন্যদিকে রিয়া বাসায় ফিরে,, রুহানকে যা ইচ্ছে বলছে,,বকছে খাটাস গন্ডার,,হাতি,,
খালি আমাকে খাটায়,,,
কলেজেও শান্তি নাই,, অফিসেও শান্তি নাই,,
সব ডেবিল এর দল,, খাটাশ😠
হঠাৎ রিয়ার লিপ কিসের কতা মনে হতেই লাজুক মনে হাসছে,, স্যার কাছে আসতেই কেন এমন হলো,,
কেন হার্ট এত দ্রদ্রুত দৌড়ায়,,
খারাপ ভাল দুটোই লাগছে,,রিয়া আনমনেই ঠোঁটে হাত ভুলায়,, ,রিয়া ভাবছে এ কোন অনুভুতি,, কেন এমন হয়,,
আর
রিয়া ভাবছে আড়ালে কে,,কেন গিফট দেয়,,সে কি আমাকে ভালবাসে,, কে সে😱
রুহান লুকিয়ে মাঝ মাঝেই নানা গিফট দেয়,,চকলেট চুড়ি,,কানের দুল ইত্যাদি,,, 😍
রুহাম বাসায় এসে আনমনে হাসছে,, আর ঠোঁটে হাত ভুলায়,,বলে আর কত দুরে থাকব,,
পারছি না আর অপেক্ষা করতে,,,
ভালবাসা এত কাছে তাও,, বলতে পারছি না,,
চলবে,,,..
.Devil & Secret Lovers😍
লেখিকা – Shultana akther,,
Part -12
……..রুহান তার মায়াপরীকে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল,,
সকালবেলা,,রুহান জানতে পাড়ল,, রিয়াকে একজন টিচার বিরক্ত করে,,
রুহান শুনে রেগে গেল,,
রুহান নাম্বার নিয়ে,,তানবীরকে ওয়ার্নিং দিল,,স্যার তাই,,বলল রিয়ার থেকে দুরে থাকতে,,
তবে না,,তানবীর তা শুনে উল্টো রুহানকে বলল দুরে তাকতে,,তা শুনে রুহান রেগে গেল,, বলল তেমাকে দেখে নিব,,
তানবীর বলল আমিও দেখে নিব,,
রুহান রাগে সব ভাঙচে,,কেউ থামাতে পরছে না,,একটা কাচ দিয়ে রুহান ডান হাত কেটে গেল,,
তাও কাটা হাত নিয়েই অফিস গেল,,
তার মম ডেডের কথা শুনল না,,
সকালবেলা,,
রিয়া অফিস যেতে,,লজ্জা পাচ্ছে,,
তাও যে তাকে যেতে হবে,,তাই সে গেল,,
রুহানও অফিসে চলে এল,,
রিয়া অফিসে এসে নিজের কেবিনে গেল,,
একটু পরই রুহানের ডাক,,
রিয়া আসল,,
রুহান রিয়াকে বলল,,এক কাপ কফি,,
রিয়া মাথা নিচু করে বলক,, আনছি স্যার,,
রুহান বুঝতপ পেরেছে রিয়া লজ্জা পেয়েছে,,কালকের বিষয়ে,,
রিয়া বলল,,স্যার কফি,,
হুম রাখ,,
ফাইলটা রাখ,,এটা শেষ কর,,
রিয়া জী স্যার,,রিয়া খেয়াল করল রুহানের হাতে বেন্ডেজ
তাও লজ্জায় কিছু জিজ্ঞেস করতে পারল না,,মুখ দিয়ে কথাই আসছে না,,চলে এল নিজের কেবিনে
রুহান লান্সের সময় বলক,, খাবার আনতে,,
রিয়া কথা ছাড়াই সব করল,,
বলল স্যার খাবার দিয়েছি,,
রুহান,,দেখছো না হাত কাটা,,খাইয়ে দাও,,
রিয়া,, স্যার আমি,,হুম তুমি ছাড়া কে আছে,,
রিয়া জানে কথা বলে লাব নাই,,তাই খাইয়ে দিচ্ছে,,
রুহান খাওয়ার মাঝে রিয়ার হাতে কামর দিচ্ছে
রিয়া,, স্যার আমার হাতে কেন কামর দেন,,
ভাত খান,,হাত কেন,,ছোট বাচ্চাদের মত করে,,
রুহান হাসছে,,বলল আমার খাওয়া শেষ,,
এবার আপনি খেয়ে নিন,,
জী,,
এইভাবেই রুহান রোজ রিয়াকে জালায়,,রিয়া আর এত ভাবে না,,
আস্তে আস্তে রিয়াও রুহানের এসব মেনে নিয়েছে
রিয়াও একটু রুহানের প্রতি দূর্বল হয়ে গেছে,,
রুহানের পাগলামি তার ভাল লাগে,,
এর মাঝে তানবীর হঠাৎ,, তার মা বাবাকে রিয়ার বাসায় পাঠায়,, রিয়ার বাবা,,মেয়েকে এত ছোট থাকতে বিয়ে দিবে মা,,নারাজ না তিনি
তবে তানবীর এর মা বাবা অনেক বুঝাল,,তবে কাজ হলো না,,
রিয়ার মা বাবা বলক,,রিয়া নিজে যা বলবে তাই,,
রিয়া সব শুনে বিয়ের জন্য না করে দেয়,,
তানবীর তা শুনে আরো রেগে যায়,,
বলল দিবে না ঠিক আছে তুলে আনব,,ব্যাস,
তানবীর মা বাবা তানবীরকে এমন রেগে যেতে দেখে ভয় পেয়ে যায়,,
রুহান তানবীরকে শান্ত দেখে,,মাঝে আর কিছু বলেনি,
,তবে এর চেয়ে ভংয়কর কিছু হবে বা হতে পারে,,রুহান বুঝতে পারেনি,,
পরে একদিন,,রুহান,, অফিসে পার্টির আয়োজন করে,,
সব দায়িত্ব রিয়ার উপর ডেকোরেশনের,,
সন্ধায় সবাই প্রায় এসে গেছে,,সব গেস্ট,, রুহানের বন্ধুরা,,
রুহানের চোখ শুধু রিয়াকে খুজছে,,,
হঠাৎ রিয়া একটা কালো শাড়ি পড়ে আসছে দেখে,,মন শান্ত করে,,
বেশির ভাগই রিয়াকে দেখে হা হয়ে আছে,,
রিয়া কালো চুড়ি,, কালো টিপ,,আর গোলাপি লিপস্টিক দিয়েছে,, এক কথায় অসাধারণ লাগছে,,
সবাই রিয়ার প্রশংসা করছে,,
সবার চাহনী রুহানের ভাল লাগেনি,,রুহান রিয়াকে কেবিনে ডাকল,,
রিয়া বলল যার জন্য সাজলাম সেই কিছু বলল না,,
রুহান আচমকা রিয়াকে,,দেয়ালে চেপে ধরে,, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে লিপস্টিক মুছে দিল,,
বলল ঠোঁটে যেন,, আর লিপস্টিক না দেখি,,আর এত সাজার কী হলো😠
বলে রুহান চলে আসল
রিয়া ভয়ে আর কিছু বলল,,, রুহান চলে আসতেই,,সে ঠোঁটে হাত ভুলায়,,তার এক ভাল লাগা কাজ করছে,,
সেও রুহানের পিছু পিছু চলে আসল,,
রুহান সব বন্ধু মেয়ে ছেলে সবার সাথে কথা বলছে,, হালকা মিউজিকে কেউ ডান্স করছে,,
রুহান ও তাল মিলাচচে
রিয়া তা ভাল লাগেনি,রুহানের মেয়েদের সাথে নাচা,,,ফুলে এক কোনে দাড়িয়ে আছে,,
তখনি রুহানের এক বন্ধু,, নিরব চৌধুরী,,
এসে বলক হাই,,আমি নিরব,,তুমি কে বিউটি কুইন,,
রিয়া না পেরে বলল,,আমি রিয়া,,রুহান স্যার এর পিএ,,
নিরবকে রিয়ার ভাল লাগেনি,,কেমন আচরন,,
নিরব রিয়াকে নানাভাবে পটানোর চেষ্টা করছে,,
তবে কাজ হয়নি,,
পরে এক প্রকার জোড় করতে লাগল,,ডান্স এর জন্য
রিয়া না করলে,,হাত টেনে নিতে চায়ছিল,,
তখনি রুহান চলে আসে,,বলল ওকে টানছিস কেন,, ওর হাত ছাড়,
নিরব, আরে কামঅন রুহান,,ডান্স করতে বলছিলাম,,তুই তর কাজে যা,, আমি দেখছি
রুহান; ওর হাত ছাড়,,বলছি রাগে,,
নিরব ; আরে রাগকরছিস কেন,,পরে ছেড়ে দিব,,একটু মাস্তি করি,,
রুহান,,নিরবের নোংরা ভাষা বুঝে বলল,,লাস্ট বার বলছি হাত ছাড়,,
নিরব বলল না ছাড়লে কি করবি,,
রুহান আচমকা নিরবকে গুসি মারল,,
নিরব আর রুহানের ঝগড়া লেগেই গেছে
রুহান ইচ্ছে মত মারছে নিরবকে,,,,
অনেকে টেনে নিরবকে ছাড়াল,,
নিরব বলল,, দুই টাকার পিএ জন্য আমাকে মারলি,,দেখে নিব,,
আর রিয়া এককোনে বসে কাঁদছে ভয়ে,,
রুহান রিয়ার হাত ধরে,,উঠিয়ে
রুহান ম্যানেজারকে সব বুজিয়ে বলে,,চলে আসল,,
রিয়াকে এনে গাড়িতে বসিয়ে দিল,,রিয়া এখনো কাঁদছে,
রুহান ধমক মারল কাদছ কেন,,
রিয়া কান্না থামিয়ে বলল,,আমার জন্য পার্টি নষ্ট হয়ে গেল,,বিশ্বাস করুন স্যার আমার দোষ নেই,,ওনিই,,
রুহান ; রুহান বলল কান্না থামাও,,আমি জানি তুমি লক্ষি মেয়ে,,দোষ ওর,,আসকে ওর চরিত্রে সমস্যা,,
তারপর রুহান রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে চলে আসল,,আর বলল না গিলটি ফিলিং করতে,,
রিয়া বাধ্য মেয়ের মত মাথা নারায়,,পরে চলে আসল,,,
চলবে,,,
রিয়ার মিল যদি তানবীর এর সাথে করি,,বা নিরবের সাথে,,কেমন হবে,,
😐😐😁
যাক দেখি কি হয়,,কেমন হলো ঘটনা মুলক কমেন্ট করবেন
ভালবাসা ভালবাসা কাকে বলে,,
ভালবাসা অনুভব সাথে চলে,,
দুর থেকে বা কাছ থেকে ভালবাসা যায়,, ওহ হো তুক্ক ভুলে গেছি,,,😀 কেমন হলো জানবেন,, দুইবার লিখলাম,,ডিলেট হয়ে গেছিল,, ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন,,,