Devil & Secret Lover😍
লেখিকা -Shultana Akther
Part – 19+20
…রিয়া আর রুহান অফিস থেকে প্রয়োজনিও ডকুমেন্টস নিয়ে বেরিয়ে গেল,,মিটিং এর জন্য,,মিটিং স্থানে,,
মিটিংটা আহমেদ ইন্ডাস্ট্রি সাথে,,আর সাথেও অন্য একটা কম্পানি আছে তবে কার,,সেটা রুহান জানে না,,
রুহান আর রিয়া গিয়ে হোটেলে,,নামল যেখানে মিটিং টিক করা হয়েছে,,
রুহান ভিতরে হিয়ে দেখে হাসান আহমেদ বসে আছে,
রুহান গিয়ে হাত মিলালো,,আর ডিল নিয়ে কথা বলছে,,রুহানের কম্পানির ডিলটা দরকার,,নয় কিছুটা লস হবে,,তাই এত কিছু,,
রিয়া শুধু বসে আছে,,
রুহান রিয়াকে ডিটেইলস গুলো দিতে বললে রিয়া বের করে দেয়,,
হাসান আহমেদ সব দেখছে,,বসে
রুহান বলল তো মি, আহমেদ এবার ডিলাটা সাইন করুন,,
হাসান বলল,,একটু অপেক্ষা করুন,,আমার এই কম্পানির যে অর্ধেক শেয়ার ওনি আসছে,,
রুহান বলল ওকে,,
একটুপর হাসান আহমেদ বলল,,ঐ তো মি. চৌধুরী চলে এসেছে,,
রুহান রিয়া তো অবাক,নিরব😱
রিয়া তো ভয়ে জমে যাচ্ছে,, রুহান রিয়ার হাত ধরে আসশস্ত করল,,আমি আছি,,
তখন রিয়া সাহস পেল,,
নিরব বলল হে রুহান,,কেমন আছিস
রুহান মনেমনে ভাবছে নিরব সব ভুলে গেছে কী,,এত ভালভাবে কথা বলছে
নিরব বলল হে রুহান আমি সব ভুলে গেছি,, সো চিল ইয়ার,,বন্ধু বলে কথা,,
রুহান ও হাসল বলল হুম ওকে,,
রুহানের ডিলটা খুব জরুরি তাই নাও করতে পারছে না, যে করবে না,,
নিরব রিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল,মনেমনে বলল আগের থেকে সুন্দরী হয়েছো,,তোমাকে তো আমার চাই,,
পরে বলল হে রিয়া কেমন আছো,,
রিয়া ভয়ে বলল ভালো,,
রুহান তখন নিরবকে বলল ওরে ভাবি বলে ডাক,,ও আমার বউ এখন😍
নিরব সক😱বিয়ে কবে করলি,,বললি না
রুহান বলল গতকাল,,কাল রিসিপশান,,তর দাওয়াত,আসবি কিন্তু
নিরব হুম আসব অবশ্যই,
যাই হোক রিয়া তোমাকে তো নিরবের হতেই হবে,,একদিনের জন্য হলেও,,(মনেমনে)
তার পর ওরা ডিলটা সাইন করল
রিয়া ভয়ে রুহানের হাত ধরে আছে,,রুহান বুঝলো রিয়া ভয় পাচ্ছে, তাই সেও আর কিছু বলল না,,
কিছু সময় কথা বলে,, ওরা বলে বের হয়ে গেলো,,নিরব শুধু বাঁকা হাসল,,তা রিয়ার চোখ এড়ালো না,,
রিয়া গাড়িতেও চুপচাপ,, রুহান কিছু বলল না আর,,বাড়ি ফিরল,,
বাড়ি ফিরতেই দেখলো রিয়া,,রুহান বাসায় ডুকতেই নিলা গলা জড়িয়ে ধরল,,বলল রুহান মিস ইউ সো মাচ,,
রিয়া রাগে ফায়ার তবে মুখে কিছু বলল না,,
সে গটগট করে উপরে চলে আসল
রুহানের বেশ লাগছে রিয়াকে রাগতে দেখে,,সে রিয়াকে দেখিয়ে দেখিয়ে বলল হুম নিলা আমিও মিস করেছি,,নিলা থাক আমি ফ্রেশ হয়ে আসি
নিলা,,ওকে রুহান
রিয়া রুমে এসে চুপচাপ বসে আছে,,
রুহান কিছু বলল না,,ওয়াশরুমে চলে গেল,,রুহান রিয়াকে বলল খাব,, নিচে আস,,
রিয়া বলল খাব না আমি,,রেগে😠
রুহান রিয়াকে কোলে নিয়ে হাঁটা ধরে,,
রিয়া চেঁচিয়ে যাচ্ছে তবে নামাচ্ছে না,,তাই রিয়া চুপ হয়ে গেল,,
নিলা ওদের এইভাবে দেখে রেগে গেল,,তবে মুখে কিছু বলল না,,
আর রুহানের মা মুখ চেপে হাসল,,রিয়া পড়ল লজ্জায়,,
সবাই খেতে বসল,,নিলা গিয়ে ধপ করে রুহানের পাশে বসে গেল,,
রিয়ার আরো রাগ হলো,মনেমনে বলল ডায়নি রাক্ষসি আমার বরের দিকে নজর দেওয়া বার,,তকে আমি দেখে নিবো,,
রুহান আর নিলা খেতে বসে নানা কথা বলছে,,নিলা তো আটার মত লেগে আছে রুহানের সাথে,,,
নিলা আর রুহান বার বার নিলাকে এটা ওটা দিতে বলছে,,,রিয়া আর খাওয়ার টাইপ পাচ্ছে না,,
নিলা বলল রিয়া মাছটা দাও তো,,রিয়া মাছের তরকারির বাটি নিয়ে মাছ দিতে নেয়,,তখন ইচ্ছে করেই নিলার জামায় ফেলে দেয়,,
তখনি নিলা বলে হঠাৎ দ্যা হেল,,কি করলে এটা,,আমার জামার বারটা বাজিয়ে দিলে,,কই থেকে এসেছো,, যে সার্ভ করতেও পারো না,,এই শিক্ষা
রুহানের মা বলল নিলা থাম ব্যাস,,ও ইচ্ছে করে করেনি,,আর এমন না দেখে হতেই পারে,,
রুহান বলল রিয়া দেখে কাজ করতে পার না,,এটা কি করলে,,দিলে খাওয়া নষ্ট করে😠
রিয়ার এসব কথা শুনে চোখে জল চলে আসল,,তার চেয়ে খারাপ লাগে রুহান কিছু বলল না নিলাকে,,উল্টো আমাকে বকছে,,
রিয়া দৌড়ে উপরে চলে গেল,,আর দরজা বন্ধ করে শুয়ে কাঁদছে,, স্যার আমাকে বকলো,,স্যার আমাকে ভালবাসে না😰😢
রুহানের মা রুহানকে বলল,,রুহান এটা ঠিক করলে না,,রিয়া তো আর ইচ্ছে করে করেনি,,
নিলা তো মনেমনে বেজায় খুশি,, রিয়াকে বকা খাওয়াতে পেরে,,
রুহান ভাবছে সত্যি বেশি বলে ফেললাম,,মায়াপরীকে
তখনি নিলা রুহানকে টেনে নিয়ে গেল গল্প করতে,,এর মাঝে রুহান আর সময় পেল না রিয়ার কাছে আসতে,,নিলা আসতে দেয়নি,,
কিছু সময় পর নিলা চলে গেল,,
রুহান নিজের ঘরে আসল,,এসে দেখে দরজা বন্ধ
রিয়াকে ডাকছে,,তবে রিয়া দরজা খুলছে না,,
রুহান বলল রিয়া দরজা খুল নয় ভাঙে ফেলব,রুহান চিৎকার করে ডাকছে,,
রিয়া উঠে এসে দরজা খুলে দিল,,রিয়ার চোখ ফুলা,,
রুহান বুঝলো রিয়া কান্না করেছে,,রুহান কিছু বলতে যাবে তার আগেই রিয়া ওয়াশরুমে চলে গেল,,
রুহান রিয়াকে কিছু বলতেই পারছে না,,কারন রিয়া কোন উত্তর দিচ্ছে না,,
রুহান না পেরে রিয়াকে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল,,রুহান ইচ্ছে মত রিয়ার ঠোঁটের সাদ নিতে থাকে,,পাক্কা ১০ মিনিট পর ছাড়ল,,
তবে রিয়ার কোন রেসপন্স নেই,,রিয়া চুপচাপ তাট শাশুরি মায়ের ঘরে চলে আসল,,,
রুহানের ভিষন খারাপ লাগছে,,ঐ সময় এইভাবে না বকলেই হতো,,
অন্যদিকে নিরব মদ খাচ্ছে আর বলছে,,রুহান আমি চরের প্রতিশোদ নিব,,ছাড়ব না তকে,,,
চলবে,,,,,
Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part 20
….
রিয়া আর উপরে আসেনি,,তার শাশুড়ীর সাথে কথা বলছে,, আর টুকটাক কাজ করে দিচ্ছে
রাতে সবাই খেতে বসল,,রিয়া সবাইকে কে খাবার দিচ্ছে,, রুহানের মা বলল রিয়া মা তুমিও বস,,
রিয়াও খেতে বসে গেল৷,,
রুহান খাচ্ছে আর আড় চোখে রিয়াকে দেখছে,,
রিয়া একবারও রুহানের দিকে তাকাচ্ছে না,,
রুহান খেতে খেতে হঠাৎ টেবিলের নিচ দিয়ে,,তার পা দিয়ে রিয়ার পায়ে স্লাইড করছে,,
রিয়া চমকে উঠে,, পরে বুঝে এটা রুহানের কাজ,,
রুহান রিয়ার পা চেপে ধরে পায়ে পা লাগাচ্ছে
রিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে,,
না কিছু বলতে পারছে, না খেতে পারছে,,
রিয়া হঠাৎ রহানের পায়ে অন্য পা দিয়ে দিল নখ বসিয়ে,,
রুহান আহ আহ করে উঠল,
রুহানের বাবা মা বলল কি হলো রুহান,,
রুহান বলল কিছু না কি জানি,,পায়ে কামড় দিল,,
রুহান রিয়ার দিকে রেগে তাকাল,,
রিয়া মুখ ভেঙছি মারল,,
খাবার শেষ করে রুহান তার বাবার সাথে কালকের বিষয় নিয়ে কথা বলছে
রিয়া উপরে গেল,,গিয়ে রাগে সোফায় শুয়ে পড়ল,
বলল বিছানায় শুবো না,,স্যার তো আমাকে ভালবাসে না,,
রুহান এসে দেখে রিয়া সোফায়,,তবে ঘুমায়নি,,রুহান কথা বলতে গেলে মুখ ঘুরিয়ে শুয়ে পরে,,
রুহান গিটার হাতে নিয়ে গান ধরে,,বেলকনি তে গিয়ে,,,
ও৷ ও…..ও….🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
ওহো……..
আমি আছি বৃষ্টি মাঝ রাতে,,
ভিজে নে,,
আমি আছি গল্প তর সাথে
বুঝে নে,,,💹🎵
আমি আছি বৃষ্টি মাঝ রাতে
ভিজে নে
আমি আছি আয়না হয়ে তোর
দেখে নে,,,
আমি আছি এক মোঠো আদর হয়ে
মেখে নে….
আমি আছি বৃষ্টি মাঝ রাতে ভিজে নে,,,
ও হো ও হো,,ও,,,
হতে পারে না কোন গল্প তোকে ছাড়া,,
,,,হতে পারে না কোন ইচ্ছে তোকে ছাড়া
…….
রুহান এক মনে গান গাইছে,,,
তর কারনে শিখেছি গান আমি🎵🎵
তর আলোতে করেছি স্নান,,,,,
,,ও ও ও,,,,, ও
তর পাশেতে লিখেছি নাম আমার,,,
….
রিয়া একমনে রুহানের গান শুনছে,,বলছে স্যার গান ও পারে,,
বাহ কি মিষ্টি গলা,,,,স্যার এর কত গুন
আচ্ছা স্যার কি কষ্ট পেয়ে গান গাইছে,,স্যার তো আমাকে ভালোবাসে না,,তো কষ্ট কেন পাবে
রুহান খুব কষ্ট পাচ্ছে,, রিয়াকে শাস্তি দিতে গিয়ে নিজেই শাস্তি পাচ্ছে,,
ভালবাসা ভালো আবার কষ্টের,,,
রুহান কিছু সময় পর এসে দেখে,,রিয়া ঘুমিয়ে গেছে
রুহান রিয়াকে কোলে করে,,বিছানায় শুয়ে দিল,,আর নিজেও মায়াপরীকে জরিয়ে ধরে ঘুমিয়ে গেল
সকালবেলা,,রিয়ার আজও একি অবস্থা,, সে বুঝতে পারল,,সে রুহানের বাহুডোরে,,
সে ঘুমন্ত স্যারকে দেখছে,,আর রুহানের গালে হাত বুলায়,,রিয়া হঠাৎ রুহানের কপালে চুমু খেল,,
রুহান রিয়ার ছোঁয়ায় সজাগ হয়ে গেল,,তবু ঘুমের ভান ধরে রইল,,রিয়ার আদর খাচ্ছে,,
রিয়া আসতে আসতে উঠে ফ্রেশ হতে চলে গেল,,গিয়া সাওয়ার নিয়ে নিল,,
রুহান ও উঠে শুয়ে আছে,, রিয়া বের হতেই রিয়াকে আড় চোখে দেখতে লাগল,,
পরে সেও উঠে ওয়াশরুমে চলে গেল,,
এর মাঝে রুহানের মা এল,,বলক খেয়ে নাও আজ ঘরেই,,নিজে ডেকোরেশনের কাজ চলছে,,আর হুম পরে পার্লার থেকে লোক আসবে সজাতে,,
রিয়া বলে ওকে মা,,
রুহান বের হয়েই বলল,, খাবার ওহ খেতে দাও খিদে পেয়েছে,,
রিয়া রুহানকে বেরে দিল,,।তবে রুহান বলল খাইয়ে দিতে,,,
রিয়া বলল পারব না,,
রুহান বলক ওকে,,তো একটু আদর করি,,
রিয়া বলল না না দিচ্ছি খাইয়ে
রিয়া রুহানে খাইয়ে দিচ্ছে,, আর রুহান রিয়াকে জালিয়ে মারছে,,
খাওয়া শেষে রুহান নিচে চলে গেল,,
রিয়াও খেয়ে নিল,,
কিছ সময় পর,, রুহানের মা কিছু গহনা,,শাড়ি নিয়ে আসল,,আর সাথে সাজানোর লোক,,
পার্লারের লোকেরা রিয়াকে সাজাতে বসে গেল,,,
রুহাম এর মাঝে আসল,,এসে বলল এত ময়দা মাখবেন না,,হালকা সাজাবেন
জী স্যার,
রিয়াকে সাজানো শেষে,, গোল্ডেন কালারের লেহেঙ্গা আর গহনা পড়িয়ে দিল,,,
রিয়ার সাজ শেষ হতেই রুহানের মা আসল,,বাহ মাশাল্লাহ,, করো নজর যেন না লাগে,,
এর মাঝে রুহান ও রেডি হতে এল,,রুহান তো রিয়াকে দেখে হা হয়ে গেল,,চোখ ফিরাতেই পারছে না,,
রুহানের মা বলল,, রুহান বউকে নিয়ে নিচে এসো একসাথে,,পড়ে বউকে দেখো,,
রুহান লজ্জায় মাথা চুলকায়,,হুম মা আসছি
রিয়া বসে রইলো,, রুহান কালো আর গোল্ডেন কালার পানজাবী পড়ল,,রিয়া বলল মাশাল্লাহ,, আমি শেষ,,কি মিষ্টি লাগছে,,
পরে রুহান রিয়ার হাত ধরে নিচে নামছে,,নামর মধ্যে ফুল জড়ে পড়ল,,রিয়া ভিষন খুশি,,ববার ফটো শুট ও হচ্ছে,,,
রিয়াকে বসার আসনে বসিয়ে,,রুহান অন্য দিক দেখতে লাগল,,
সবাই রিয়াকে নানা গিফট দিচ্ছে,, রিয়ার চোখ দরজার দিকে কখন মা বাবা আসবে,,সে মা বাবা ভাইকে দেখবে,,
রুহান ওনাদের আনতে গাড়ি পাঠিয়েছে,,
নিলাও চলে আসল,,সব দেখে ফুলছে,,মাঝে মাঝে সুযোগ পেলে রিয়াকে অপমান করছে,, রিয়া কিছু বলছে না,,,
রিয়ার মা বাবা চলে আসল,,রিয়া ওদের দেকে কান্না শুরু করল,,আর ভাল মন্দ জিজ্ঞেস করল,,
রিয়ার ভাই বলল,,আপু কাদিস না পরে পেতনীর মত লাগবে,,
রিয়া বলল ওরে পাজি,,কান টেনে দিল,,
রুহান ওনাদের বলল কোন অসুবিধা হয়নি না,,
রিয়ার বাবা না বাবা,,তুমি তো গাড়ি পাঠিয়েছিলে,,
রিয়া গাড়ির কথা শুনে অবাক,,
রুহান তার মম ডেড এর সাথে সবাইকে আলাপ করিয়ে দিল,,ওনারা খুব ভাল
রুহানের মা বলল,,ভাগ্য করে এমন শাশুরি পেলি,,ওনাদের কষ্ট দিস না,,খুব ভাল ওরা,,
আর রিয়া তুই ভালো তো??
হুম মা ভালো আছি,,
নিরব চলে এল,,দুর থেকে রিয়াকে দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছে,,,
পরে কাছে গিয়ে গিফট দিল,,রুহান ও নিরবকে দেখে এগিয়ে এল,,,
কতা বলছে ওরা,,রুহান বলল তাক আমি আসছি
রুহান যেতেই নিরব রিয়াকে বাজে নজরে দেখছিল,,আর কিছু কথাও
রিয়া কিছু বলতেও পারছে না,,যদি আবার জামেলা হয় এই ভয়ে,,
রুহানের মা আসল হঠাৎ,,, রিয়া বাচল,,
নিরব সরে গেল রুহানের মা কে দেখে,,
নিরব গিয়ে নিলার পাশে দাড়াল,,নিলা একটু জুড়েই রিয়াকে বকছিল,,
নিরব শুনে বলল হে ইউ আই এম নিরব,,
নিলা বলল তো কি হলো,,
নিরব বলে,,এতো রাগ করো না,,রিয়ার উপর রাগ কেন বলতে পার বন্ধু
নিলা বলল আপনাকে কেন বলব,,
বলালাম যে বন্ধু,,, রিয়া আমার ও শত্রু
কি,, হুম বল এবার,,
নিলা বলল ও রুহানকে আমার থেকে কেরে নিয়েছে,,আমার রুহানকে চাই,,
নিরব বলল তো,,তোমার রুহানকে চাই,,আর আমার রিয়াকে
হাত মিলাও,,নিলা হাত মিলায়,,
বলে বন্ধু,, এক হয়ে ওদের আলাদা করব,,
তোমার রুহান,, আর আমার চাই রিয়া,,
চলবে,,,
গল্পে দুই ভিলেন 😱বাবা গো বাবা,,