#Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther
Part – 31/32
…
রুহান রিয়াকে আসতে না দেখে আরো রেগে গেলো,,
রিয়া ফোন রাখতে চাইলেও পারছে না,,জাহিদ বলচে রিয়া একটু পরে যাও কি হবে বর তোমার,,বরের অফিস তোমার,,তো সমস্যা কি,,জাহিদ কথা পেচাচ্ছে,,,রিয়া পড়ছে মহা মুসকিলে,,,
রুহানকে রাগিয়ে দিলো আরো নিলা,,
নিলা ; তুমি এতো ডাকছো তাও রিয়া আসছে না,,কার সাথে এতো কথা বলছে,,যার দাম তোমার থেকে বেশি,,,
রুহান দাতে দাত চেপে রাগ কন্ট্রোল করতে চেষ্টা করছে,,
রিয়া তাড়াতাড়ি করে ফোন রেখে দৌড়ে আসলো,, বললো হুম বলেন,, কেন ডাকছেন
রুহান ; এতো ক্ষনে আসার সময় হলো তো কার সাথে এতো ব্যস্তো ছিলে,,বসে খাবার জন্য তোমাকে চাকরি দেওয়া হয়নি,,বা এখানে এসে ফোনে ডেটিং মারতে আনা হয়নি, কাজের জায়গায় কাজ,,রুহান রেগে ধমকাচ্ছে রিয়াকে,,রিয়া তো কান্না চেপে রাখছে,,
নিলা ভিষন খুশি রিয়াকে বকা খাইয়ে,,নিলা বললো রুহান আমি আসছি কাজ আছে তোমাদের ব্যাপার তোমরা মিটিয়ে নাও,,
নিলা যেতেই রুহান টেবিলের সব ছুরে মারলো,,বললো আগে যা করেছো ভুলে যাও,,ভালো হয়ে যাও নয় পস্তাতে হবে,,,
রিয়া কান্না করছে,,নিলা ডায়নির সামনে তাকে এইভাবে অপমান করলো,,,
রুহান রাগ কন্ট্রোল করতে চাইছে পারছে না,,হঠাৎ,, রিয়াকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল,, ঠোঁটে ইচ্ছে মতো কিস করছে রাগে কিস গুলো কামড়ে পরিনত হচ্ছে,,,
রিয়ার কষ্ট হচ্ছে,, ছাড়াতে চাইলেও পারছে না,,অনেক ক্ষন হয় গেলো,,রিয়া সকাল থেকে না খাওয়া তার উপর এই টরচার রিয়ার শরীরে আর সহ্য হলো না,,সেন্সলেস হয়ে গেলো।।
কিছু সময় পর রুহান এর রাগ কিছুটা কমেছে,,রুহান রিয়ার সারা না পেয়ে রিয়ার দিকে তাকালো,,,দেখে রিয়া সেন্সলেস হয়ে গেছে,
ওহো সীট এটা কি করলাম রাগে,,রিয়ার ঠোঁটে এমন ভাবে কিস এর বদলে কামরে দিলাম,
রিয়া রিয়া রুহান ডাকছে রিয়াী কোনো সারা নেই,,রুহান ভয় পেয়ে গেলো,,
রুহান ভয়ে কি করবে ভাবতে পারছে না,,পাগলের মতো রিয়াকে ডাকছে,,তবে রিয়ার সারা নেই,,
রুহান তাড়াতাড়ি করে ডক্টরকে কল দিলো,,আর অফিসে আসতে বললো,,,
রুহান রিয়াকে নিয়ে তার কেবিনে শুয়ে দিলো সোফায়,
কিছু সময় পর ডক্টর এলো,
অফিসের সাবাই ডক্টর দেখে অবাক,,কার কি হলো,,?
ডক্টর ; রুহান এতো জরুরি তলব,,, রুহান কার কি হয়েছে,,আর কে হয় তোমার,,
রুহান ; ও আমার ওয়াইফ,, আর আপনি দেশে না থাকায় বলা হয়নি, আঙ্কেল আপনাকে,,আর জানি না হঠাৎ সেন্সলেস হয়ে গেছে কোনো সারা পাচ্ছি না,, প্লিজ কিছু করেন তাড়াতাড়ি
ডক্টর ; দেখছি আমি, কি হয়েছে,,ওহ হো প্রেসার লো?? সকাল থেকে খায়নি মনে হয়,,আর বেশি চিন্তা বা চাপের কারনে এমন হয়েছে।। নতুন বউমার এই অবস্থা,, একটু কেয়ার বেশি করো,,আমি ইনজেকশান দিয়ে দিচ্ছি জ্ঞান ফিরে আসবে,,চিন্তার কারন নেই,,পর ওকে খাইয়ে দিয়ো,,,আমি এবার আসি কেমন
রুহান ; হুম
রুহান ভাবছে সত্যি বেশি করে ফেলেছে, ওর আর যাই হোক মায়াপরীর খাওয়া খেয়াল রাখার দরকার ছিলো,,সকাল থেকে বড্ড বেশিই রিয়েকট করে ফেলেছি,,এমন কি করে করলাম ছি রুহান,
রুহান রিয়াকে কোলে করে অফিস থেকে বের হলো,,বের হয়ে গাড়িতে বসিয়ে দিল,,
রুহানও ড্রাইভিং সীটে বসে,, রিয়ার মাথা নিজের কাদে রেখে গাড়ি চালু করলো,,,
কিছু সময় পরই,,রিয়ার জ্ঞান ফিরলো,,
রিয়া ; রিয়া নিজেকে,, রুহানের কাঁদে আবিষ্কার করলো,,সে ভাবছে সে এখানে কেনো,,আর তখনি রিয়ার রুহানের কিসের কথা মনে পড়লো সে নড়ে উঠলো,, রিয়া বলছে আমরা কোথায় যাচ্ছি,,
রুহান ; চুপচাপ শুয়ে থাকো,,জাহান্নামে যাচ্ছি,, একদম চুপ ,, রুহান রিয়ার জ্ঞান ফিরা দেখে নিশ্চিত হলো,,
রিয়া ভয়ে চুপসে গেলো,,রুহান গাড়িটা একটা রেস্টুরেন্ট এর সামনে থামালো,,রিয়াকো কোলে করে ভিতরে ডুকলো,,।সবাই হা হয়ে তাকিয়ে আছে,,কেউ কেউ বললো ওয়াও লাভ কাপল 😍
রিয়া লজ্জা পেলো আবার খারাপও লাগলো,,লাভ না ছাই
রুহান ভিতরে গিয়ে খাবার ওর্ডার করলো,,খাবার আসলে রিয়াকে খেতে বললো
রিয়া ; না খাবো না,,আপনি খান আমার খিদে নেই,,
রুহান ; রুহান নিজে মেখে নিজের হাতে খাইয়ে রিয়ার সামনে ধরলো,,বললো চুপচাপ খাও,,এখানে কোন সিনক্রিয়েট করতে চাই না
রিয়া বাধ্য মেয়ের মতো খাইয়ে দিলো,,,রুহান নিজেও খেয়ে নিলো,,পরো আবার রুহান কোলে করে নিয়ে বের হলো,,রিয়া না করলেও শুনলো না,,
বাসায় রুহান রিয়াকে কোলে নিয়েই ডুকলো,,,তার মা বাবা কিছু বললো না,,,মুশকি মুশকি হাসছে দুজনে,,,
রিয়া লজ্জা পলো ওনাদের সামনে এইভাবে নিয়ে যাচ্ছে,,
রুহান রিয়াকে খাঠে বসিয়ে ফ্রেশ হতে গেলো,,
এসে দেখে নিলার ফোন,,,রুহান ফোন নিয়ে কথা বলতে বলতে বেলকনিতে গেলো,,
রিয়া মুখ ভেঙছি মারলো,,আমার সামনে কতা বললে কি হতো,,,
রুহান অনেক সময় ধরে কথা বলছে,,আর নানা বিষয়ে হাসছে,,
রিয়া রাগে ফুসছে,,রিয়া চুপচাপ নিচে গিয়ে শাশুড়ীর সাথে কথা বলে এসে শুয়ে পড়লো,,,
রুহান কথা শেষ করো এসো দেখলো রিয়া শুয়ে পড়েছে,,
রুহান ভাবলো হয়ত শরীর ভাল লাগছে না তাই,,তাই আর ডাকলো না,,সেও রিয়ার শরীরে কাথা টেনে দিয়ে রিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো,,,
রুহান নিলার কথা ভাবছে,, নিলাই হয়তো ঠিক বলেছে,, রিয়াকে শাসনে রাখলে হয়ত এসব থেকে দুরে রাখবে,,
নিলা রুহানের ফোন রেখে,,নিরবের সাথে মদ খাওয়ায় মেতেছে,,,নিলা আর নিরব ভিষন খুশি,,
#Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part – 32
…..
রুহান নানা ভাবনা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলো,,
কিছুতেই সে রিয়ার আর ঐ ছেলের ভাবনা মাথা থেকে ফেলতে পারছে না,
নিরব ; তা নিল আমাদের প্লেন কাজ করছে এবার রিয়াকে নিজের করতে হবে,,তুলে এনে বিয়ে বা অন্য কিছু করে ফেললেই শেষ,,হা হা হা
নিলা ; না নিরব তাড়াহুড়ো করা ঠিক হবে না,,রুহানের এখনো রিয়ার প্রতি টান কম না,,সো সময় নিতে হবে একটু,,ধৈর্য্য ধরো৷
নিরব ; হুম, চলো নিলা তোমাকে নামিয়ে দেই
নিলা হুম চলো,,চিল ইয়ার ধৈর্য্য ধরো,,সবুরে মেওয়া ফলে
পরে নিলা নিরব যে যার বাসায়,,,
সকালবেলা,,
রিয়া আগে উঠলো,,রুহানের বুকে সে,,কি ফর্সা ছোটছোট লোম বুকে, মিষ্টি বর,,ডেবিল খালি বকে, রিয়ার কালকের কথা মনে হতেই,না তাড়াতাড়ও উঠি নয় আবার,,না না,, রিয়া উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলো,,
রহানের গুম ভাঙলো,,ঘুম ভেঙে রিয়াকে পেলো না,,রুহান ভাবলো হয়তো নিচে গেছে,,
রিয়া ; নিচে গিয়ে সব নাস্তা বানানো শুরু করলো,,শাশুড়ী না করলেও শুনলো না
হঠাৎ রিয়ার ফোনে একটা এসএমএস আসলো,,
রুহান রিয়ার ফোন না চাইলেও ধরলো,,ফোন দেখে রুহানের মাথা গরম হয়ে গেলো,,জাহিদের এসএমএস,,
রিয়া ; আপনার কফি,,
রুহান রিয়ার কথার কর্নপাত না করে,,রেডি হতে চলে গেলো,,যাওয়ার আগে বললো রেডি হয়ে নাও,,রাগ চেপে
রিয়া ; হুম
রুহান রেডি হয়ে নিচে নামলো,,সাথে রিয়াও,
দুজনেই খাওয়া শুরু করলো,,
খাওয়া শেষে রুহান রিয়াকে বললো তাড়াতাড়ি করো,,সময় নেই, বলে গাড়িতে চলে গেলো
রিয়াও তার শাশুড়ীকে বলে বের হয়ে গেলো,,
রুহান কোনো কথা বলছে না,,রিয়াও চুপচাপ কোন কথা নেই কারো,,,
হঠাৎ জাহিদ ফোন দিলো,,
রিয়া ; হ্যালো জাহিদ কি খবর,,কেমন আছো,,হঠাৎ কোন সমস্যা কি
জাহিদ ; আরে না ইটস ওকে,,ভালো তুমি কেমন আছো,,
রিয়া ; হুম ভালো
জাহিদ ; সকালে এসএমএস উত্তর দিলে না,,ভাবলাম কোনো সমস্যা
রিয়া,, আরে না দেখিনি
এইভাবেই রিয়া আর জাহিদ নানা টপিকে কথা বলছিলো,,হাসাহাসি করে
রুহানের সহ্য হলো না, রাগে গাড়ি ব্রেক কষলো
রিয়া ভিষন ভয় পেয়ে গেলো,,
রুহান ; আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে,, আপনার ডেটিং এবং অন্য কথা পরে বইলেন৷
রিয়া ; মানে কি কিসের ডেটিং এর কথা😠যা মুখে আসে তাই বলে দিন😠😠
রুহান ; টিকই বললাম৷
রিয়া ; না ঠিক না,,
রুহান ; গাড়ি থেকে নামো, গেট আউট
রিয়া ; আমি অফিস যাবো না৷
রুহান ; নিজে গাড়ি করে আসো,,নয় হেটে আসো গেউ আউট 😠
রিয়া ; রিয়ার ও ভিষন অপমান বোধ করলো,,তাই নেমে গেলো,,,
রুহান গাড়ি করে চলে গেলো
রিয়া পড়েছে বিপদে,,মেইন রোডে মাঝ রাস্তায় গাড়ি পাচ্ছে না,,,অনেকক্ষন গাড়ি থামাতে চেষ্টা করছে তাও পারছে না,,বাধ্য হয়ে হাটা শুরু করলো
হঠাৎ একটা গাড়ি রিয়ার কাছে এসে থামলো,,
রিয়া ; ভয় পেয়ে গেলো, বললো কানা নাকি চোখে দেখেন না,,আজব এত জায়গা থাকতে এদিকে কেনও কানা লোক আবার কথাও বলছে না
তখনি জাহিদ গাড়ির কাচ নামলো
রিয়া কিছু বলতে যাবে তখনি জাহিদকে দেখে থেমে গেলো,,জাহিদ তুমি
জাহিদ ; হুম এইদিক দিয়েই যাচ্ছিলাম,,তোমাকে দেখে গাড়ি থামালাম,, তা এখানে কেন আর এইভাবে
রিয়া ; আসলে কিছু কাজ ছিলো,,তাই,,
জাহিদ ; চলো তোমাকো লিফট দিই
রিয়া ; হুম চলো,,,
জাহিদ অনেক আসতে গাড়ি চালাচ্ছে,, আর নানা বিষয়ে কথা বলছে,, তো রিয়া যাবে কোথায়?
রিয়া; অফিসে নামিয়ে দাও,,
হুম রিয়া চলে এসেছি,,
হুম বায় জাহিদ ধন্যবাদ,,
হুম ইটস ওকে
রুহান রিয়া আসছে কিনা সিসি ক্যামেরা দিয়ে দেখছিলো কিভাবে রিয়া অফিসে আসে,,
রুহান রিয়াকে জাহিদের সাথে দেখে আরো রেগে গেলো,,,,
রুহান ; মনেমনে এই আমি নামিয়ে চলে আসতেই নাগরকে নিয়ে আসলে,,বাহ রিয়া বাহ, তুমি এখন আমার আরো খারাপ রুপ দেখবে,,দেখি তোমার ভালোবাসা কতোদিন চলে এইভাবে,,
রিয়া কেবিনে ডুকতেই রুহানের ডাক,,
রিয়া হুম বলেন,,
রুহান রিয়াকে কতগুলো কাজ দিলো বললো সব তাড়াতাড়ি শেষ করো,,যাও😬😠
রিয়া কিছু বললো না,,,
এইভাবে রুহান রাগে রিয়াকে দিয়ে নানা কাজ করাচ্ছে,, রিয়া নাও বলতে পারছে না,,
কিছুসময় ওর নিলা আসলো,,হাই রুহান হোয়াটসঅ্যাপ,,,
রুহান ; হুম ভালো,, তুমি এসোছো ভালোই হলো বোর হচ্ছিলাম,,রিয়াকে শুনিয়ে শুনিয়ে রুহান বলছে,,
রিয়া রাগে ফুলছে,,,,
রুহান রিয়াকে দেখিয়ে দেখিয়ে নানা কথা বলতে লাগলো নিলার সাথে,,নিলাও গায়ে পরে কথা বলছে,,আটার মতো লেগে আছে নিলা,,
নিলা ভিষন খুশি,,
রিয়া ; ফাইলগুলো নিন
রুহান ফাইল দেখে এসব কি কাজ কাজ পারো না তো চাকরি নিয়েছিলে কেনো, এতো ভুল,ফাইল ছুড়ে মারলো
রিয়ার ভিষন কান্না পেলো,,নিলার সামনে আবার অপমান,,যা নয় তাই বলছে,,আমি তো ওনার বউ,,রিয়া নিচ দিকে ফিরে চোখের জল ফেলছে
রুহান ; ন্যাকা কান্না বন্ধ করো,,যাও ফাইলগুলো কমপ্লিট করো,,আমি যেন সব ফাইল পরে গুছানো পাই গট ইট😠😠চলো নিলা তোমাকে নিয়ে ঘুরে আসি,, তোমাকে তো সময়ই দেয়া হয়নি,,
নিলা ; হুম চলো
নিলা ; কান্না করেই যাচ্ছে,, ওনি এমন করতে পারলেন,, আগে তো এমন করতেন না,,আসলে আমিই ভুল ওনি তো দয়া করে আমাকে বিয়ে করেছেন,,আর ভালোবাসা তো দূর,,আমার সব ভাবনা ভুল,,কই ওনি আর কই আমি,,😢😢😢
যাই ফাইলগুলো দেখি গিয়ে নয় এসে আবার বকবে,,,অপমান করবে 😢
রুহান ; রুহান রিয়াকে রাগে কষ্ট অপমান করেছে,,কিন্তু অফিস থেকে বের হয়ে শান্তি পাচ্ছে না,তারও কষ্ট হচ্ছে
নিলা ; রুহান কামঅন রুহান মন খারাপ করো মা চলো চিল,,আমাকে ঘুরাবে বললে তো
রুহান ; হুম চলো,,
চলবে,,,