Devil & Secret Lover Part-33+34

0
3698

#Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part – 33+34
.

Part – 33

রুহান নিলার সাথে ঘুরছে তবে মন রিয়ার কাছে পড়ে আছে, কিছুতেই শান্তি পাচ্ছে না,,

রিয়া ; রিয়া কান্না করছে,, আর ফাইল দেখছে,,স্যার এইভাবে বকলো আমাকে,,সামান্য ভুলের জন্য ফাইল ছুড়ে মারলো,😢😢
না আর ওনাকে কিছু বলবো না, তবে ওনাকে উত্তর দিতে হবে কেনো আমাকে বিয়ে করলো,,আর কেনই এমন আচরন,

রুহান আর নিলা ঘুরছে তবে না পেরে, রুহান মুখে যাই বলুক মন থেকে মানতে পারছে না,,রুহান না চাইলেও নিলা জোর করে এটা ওটা করছে,,

অন্যদিকে রিয়া কাজ করতে করতে শেষ এতো ফাইল ও শেষ হয়,,শেষ করতে করতে প্রায় সন্ধা হয়ে গেলো,৷ রিয়া অফিস থেকে বের হলো,,হতেই ড্রাইভার বললো মেম গাড়িতে উঠেন,,আপনাকে নিয়ে যেতে বলেছে আমাকে,,
রিয়া না করবে,,তখনি ভাবলো তার শাশুড়ী শশুর কি ভাববে,,তারা তো আর এসব জানে না,,তাই বাধ্য হয়ে উঠে পড়লো,,
কিছু সময় পরই চলে এলো বাসায়,৷ রিয়াকে তার শাশুড়ী জিজ্ঞেস করলো রুহান কোথায়,,
রিয়া ; মা ওনি তো বললো কি কাজ আছে তাই আমি একা আসলাম,,হয়ত ওনার দেরি হবে

ওহহ যাও ফ্রেশ হয়ে নাও,,ফ্রেশ হয়ে খেতে আসো।
রিয়া ; না মা খিদে নেই,,,ভালো লাগছে না,,
রিয়ার শাশুড়ি ; কেন শরীর খারাপ নাকি। ডক্টর ডাকবো,,আচ্ছা তুমি বরং বিশ্রাম করো,,পরে খাবার উপরে পাঠিয়ে দিবো,,যাও
হুম মা।।

রুহান নিলার সাথে ঘুরছিলো,,পরে আবার নিরবের সাথেও হঠাৎ দেখা,,তাই রুহান আসতে চাইলেও পারছিলো না,,দুজন খালি আটকে দিচ্ছিল,,রুহানের বাসায় আসতে আসতে ৮ টা বেজে গেলো।
রুহান বাসায় আসতেই রুহানের মা বললো,,এতো দেরি হলো যে বাবা,,বউমা বললো কাজে গিয়েছিলি,,তা সব ঠিকটাক তো,,

রুহান ; রিয়া সত্যিটা মাকে বলেনি,,আর কাজ তো নিলার সাথে ঘুরছিলাম(মনেমনে ভাবছে) হুম মা ঠিক আছে,,নিলা কই মা
বউমা তো উপরে বললো শরীর ভালো লাগছে না,,খাবে না শুয়ে আছে,,,
রুহান ; ওহ আমি দেখছি মা,,তুমি বরং লিজাকে দিয়ে খাবারটা উপরে পাঠিয়ে দাও,,
হুম দিচ্ছি।।
রুহান গিয়ে দেকে রিয়া গুটিসুটি মেরে শুয়ে ঘুমাচ্ছে,, একদম কিউট বাচ্চাদের মতো লাগছে,,রুহান রিয়ার কাছে গিয়ে রিয়ার গালে চুমু দেয়,,পরে রাগের ভান ধরে রিয়াকে ডাকছে রিয়া উঠো এই রিয়া
রিয়া ; কে কে,,ওহ আপনি,,😠 শান্তিতে ঘুমাতেও দিবেন না,কি চাই আমি কি আপনার,,কেনও এমন করেন,বলেন😠
রুহান কিছু না বলে ওয়াশরুমে চলে গেলো,,
এর মধ্যে লিজা এলে,,বউমনি আসবো,,
ওহ লিজা আসো,,কি দরকার,,
লিজা ; বউমনি খাবার দিছে খালাম্মা,, বলছে খাইয়া নিতে,,আসি আমি
রিয়ার হঠাৎ ঘুম ভাঙানোতে মাথা ব্যাথা করছে,,মাথায় হাত দিয়ে বসে আছে,,

রুহান ; উঠো উঠে খাবার সার্ভ করো খিদে পেয়েছে, খাবো
রিয়া ; পারবো না,,আমি আপনার চাকর নই যে যা বলবেন তাই করবো,,হুম😠😬অফিসেও খাটাবে আবার বাসায়ও
রুহান ; চেচামেচি করবে না, মম শুনলে কি ভাববে,,
রিয়া ; মা শুনোক,,তার ছেলে কেমন,,সবার সামনে এক বাহিরে এক,,ঘরের বউকে বাহিরের লোকের সামনে অপমান করে,,ওহ হো ভুলে গিয়েছিলাম আপনি তো আমাকে বউ হিসেবেই মানেন না৷ ঐ নিলাই সব,,বাহ কেয়া বাত ঘরে একজন বাহিরে একজন,,,
রুহান ; রিয়া একদম উল্টো পালটা বলবা না,,আগে নিজে ঠিক হও,,পরে অন্যকে নিয়ে কথা বলো৷ দুর খিদে পেয়েছে খাইয়ে দাও, ফাস্ট
রিয়া ; নিজের হাতে খেয়ে নিন নয় নিলা মেমকে ফোন দেন খাইয়ে দিতে,,
রুহান নিজেই প্লেটে খাবার নিলো,,মুখে ভাত একবার নিতেই তার মনে হলো মা বলেছিলো রিয়া খায়নি,,আর অফিসেও তো খায়নি খোজনিয়ে জানেছিলো,
রুহান ; হা করো
রিয়া ; ধন্যবাদ,, আমি খাবো না,,
রুহান ; আমাকে রাগিও না৷ খেয়ে নাও নয় শরীর খারাপ করবে,,পরে তো আমাকেই দেখতে হবে,,
রিয়া ; হোক খারাপ,,আপনাকো দেখতে হবে না,,আর হুম কালই আমি বাসায় চলে যাচ্ছি,, আপনাকে মুক্তি দিয়ে,,পরে নিলা মেমকে নিজের করে নিয়েন,,

রুহানের বুকে মুচোর দিয়ে উঠলো,,ময়াপরী তার থেকে চলে যাবে না না,,আর দুরে থাকা সম্ভব না, অন্য কাউকে ভালোবাসলেও তোমাকে আমার কাছেই থাকতে হবে৷ (মনেমনে)
রুহান জোর করে রিয়াকে খাইয়ে দিলো,,রুহান নিজেও খেয়ো নিলো,,,
সবার সামনে অপমান করবে আবার রুমে আদর করে খাওয়াতে আসবে ডং বুঝিনা আমি,,আমাকে দিয়ে কাজ করাতে এসব আদর সুস্থ রাখতে চায়😕😕খটাস বদ লোক,,ডেবিল,,ওনি নাকি সিক্রেট লাভার,,ভালোবাসলে কেউ এতো কষ্ট দেয় নাকি,,সব মিথ্যে। ওনি লাভার হতেই পারেন না ডেবিল একটা,,😢😢
রিয়া খাওয়া শেষে বসে বসে এসব ভাবছে,,রিয়া নেট অন করে সবার পোস্ট দেখছিলো,,তখনি মেসেনজারে এসএমএস চেক করতে নিলেই একটা অচেনা আইডি থেকে নক দেখে,, চেক করতে নেয়,,আইডি থেকে কিছু পিক পাঠিয়েছে,,আর লিখা আপনার শুভাকাঙ্ক্ষী 😯যে পিক গুলো দিয়েছে তা দেখে রিয়ার কান্না পাচ্ছে,, তবে সব সত্যি স্যার তাহলে নিলা মেমকেই ভালোবাসেন,(পিকগুলো নিলা যখন রুহানকে কিস করছিলো ঝাল কমানোর জন্য),তবে আমাকে কেনও বিয়ে করলেন,,কি দোষ ছিলো আমার,,কেনো স্যার আমার জীবন নিয়ে খেললেন😢,না এইভাবে আর চলতে পারে না,,সবকিছুর উত্তর চাই আমার😠

রুহান নিচে তার পাপার সাথে কথা বলে উপরে আসলো,,এসে রুমে ডুকেই দেখে রিয়া কান্না করছে বসে,,
রুহান ; রিয়া রিয়া কি হয়েছে তোমার বলো আমাকে,,কথা বলো কি হয়েছে কোথাও কষ্ট হচ্ছে কি বলো, রিয়া প্লিজ টেল মি

রিয়া ; কি বলবো আপনাকে,,আমার বুকে কষ্ট হচ্ছে,, কেন এতো অভিনয় করছেন,,কি দোষ আমার,,কেন বিয়ে করলেন??কি অপরাধ ছিলো আমার,, নিলা মেমের সাথে রিলেশান থাকার পরও কেনও আমাকে ঠকালেন??উত্তর দিন

রুহান ; তোমার কোথাও ভুল হচ্ছে। আমার সাথে নিলার কোন রিলেশান ছিলো না,,আর হুম তুমি ভিত্তিহীন কথা বলছো কেনো? আগেও বলেছি নিজের মতো সবাইকে ভাববে না। আর রিলেশানে তোমার কি তুমি তো আমাকে ভালো বাসো না
রিয়া ; সব ভিত্তিহীন। হাহা হা আর আমার মতো মানে কি করেছি আমি?? এই ছবি গুলো কিছুই না তাই না। এইগুলো কি?? এবার বলেন এসব মিথ্যে,,বলেন,,,

চলবে,,,

#Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part – 34
……
রুহান পিক গুলো দেখে ভিষন ভাবে চমকে গেলো,,এটা তো ঐ দিনের ছবি,, এটা কে তুললো আর রিয়াকে কেনো দিলো?

রুহান ; রিয়া প্লিজ বুঝার চেষ্টা করো,,আমি তোমাকে সব বলছি,, আমাকে তুমি ভুল বুঝো না।আমি সত্যি সরি,, কেমনে কি সব বলছি তবে নিলার সাথে আমার কোনো রিলেশান নেই,,বিলিব মি,
রিয়া ; থাক স্যার মিথ্যে নাই বললেন,,আপনাদের সম্পকের কথা আগেই আমাকে বললে পারতেন,,কেনও শুধু শুধু এমন করলেন। যদি ভালোইবাসেন তবে আমাকে কেনো বিয়ে করলেন?কি দোষ আমার।

রুহান ; রিয়া বিশ্বাস করো,,কিছু পিক সত্যি তবে সব গুলো নয়,,হয়ত কেউ ইডিট করে পাঠিয়েছে,,আমাদের সম্পক ভাঙার জন্য।

রিয়া ; স্যার আমাদের সম্পর্ক তৈরি হলো কই যে ভাঙবে??সত্যি বলতে আমি কই আর আপনি কই।।আমার ভাবনাই ভুল।।

রুহান ; এইবার বুঝতে পারছি কেউ ইচ্ছে করে হয়তো এমন করছে। যে আমাকে ছবি দিয়েছে সেও তোমাকেও আমার ছবি দিয়েছে। কেউ একজন আড়াল থেকে আমাদের সমপর্ক ভাঙার চেষ্টা করছে,,প্লিজ রিয়া একটু বুঝার চেষ্টা করো। তোমার ছবি গুলোও তো মিথ্যে না?? তো কি ভাববো তোমার জাহিদের সাথে সম্পর্ক আছে??

রিয়া ; থাক স্যার নিজের দোষ ডাকতে অন্তত আমাকে আর জাহিদকে নিয়ে গল্প বানাবেন না। না জানি আর কজনকে মিথ্যে সপ্ন দেখিয়েছেন।ছি ছি স্যার
রুহানের রিয়ার শেষের কতাগুলো পছন্দ হলো না,,কজনের সাথে মানে??
রিয়া বললো ঠিকই তো বলেছি,,যেমম আমকে বন্ধু মতো করে আপন করতে চেয়েছিলেন,,আবার নিলা মেমের সাথেও,,রিয়া রাগে যা ইচ্ছে বলছে

রুহান রাগে রিয়াকে থাপ্পড় মারলো।।অনেক হয়েছে থামো। বুঝাতে চেয়েছি বুঝছো না উল্টো আমাকে কথা শুনাচ্চো। আর শুনো এই পিকগুলো বিয়ের আগের একদিন,,নিলা ফুসকা খেতে গিয়ে অনেক ঝাল লেগেছিলো,, আর নিলা সহ্য করতে না পেরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়,,, দেটস ইট।। এর জন্য আমি নিলাকে কথাও শুনিয়েছি।।আর কিছু না।।
আমি খুজে বের করবো কে এমন করছে আর কেনই বা,,,বলো রুহান বেলকনিতে চলে গেলো

রিয়া ফ্লোরে বসে কান্না করছে গালে হাত দিয়ে,,স্যার আবার আমার গায়ে হাত তুললেন,,মা বাবা কখনও আমাকে মারেনি😢।কেন হলো এমন আমার জিবনটা।। কি দোষ আমার,,রিয়া কান্না করতে করতে এখানেই ঘুমিয়ে গেলো

রুহান সিগেরেট শেষ করে এসে রিয়াকো এইভাবো দেখে কষ্ট হয়, রুহান রিয়াকে কোলে করে বিছানায় শুয়ে দেয়।।সোফায় বসে রিয়াকে দেখছে,,কি মিষ্টি লাগছে ঘুমন্ত মায়াপরীরকে।।

সব কিছুর সমাধাব আমাকে বের করতেই হবে,,না এইভাবে আর চলে না,,হয়তো সব ভুল কেউ ইচ্ছে করে এমন করছে।।সবার আগে জাহিদ ছেলেটাকে খুজতে হবে।।আসলে কি চলছে।।

পরেরদিন সকাল বেলা,রিয়া গুম ভাঙলে নিজেকো একা দেখে,, রুহান আছে নাকি খুজলেও পায় না।।রুম ফাঁকা।। রিয়া ফ্রেশ হয়ে নিচে যায়,,,নিচে নামতেই দেখে রুহান বেড়িয়ে যাচ্ছে।

রুহানের মম ; বউমা উঠেছো।।এইতো রুহান বেরোলো।তুমি ঘুমে তাই ডাকেনি।।আর বলেছে আজ অফিস যেতে হবে না। যাও নাস্তা করে নাও।।পরে না হয় শাশুড়ী বউমা মিলে গল্প করবো।।
হুম মা,

রুহান লোক লাগিয়ে হন্য হয়ে খুজছে তবে জাহিদের খোজ কেউ দিতে পারছে না

রিয়া তার শাশুড়ীকে বলছে মা আমি একটু আমাদের বাসায় যেতে চাই,,ওদোর ভিষন মিস করছি,,প্লিজ মা না করবেন না,,কাল আবার চলে আসবো,,
রুহানের মম; যাও তবে রুহানকে বলে তার পর যাও,,ওও তো নয় রাগ করবে,,পরে সমলাবো কি করে,,
রিয়া ; মা আমি ওনাকে পরে জানিয়ে দিবো,,ওনি কিছু বলবে না,,
রুহানের মম ; ওকে যাও,,তবে বাসার গাড়ি তোমাকে দিয়ে আসবে,,পরে রুহানকে তুমি জানিয়ে দিয়ো,,
রিয়া ; জী মা,৷

রুহান নিলার সাথে এই বিষয়ে কথা বলছে,,নিলা বললো খোজ নাও কে এমন করবে আর কেনইবা করবে,,দেখো রিয়া নিজেই হয়তো তোমার থেকে দুরে যাবার জন্য এমন নাটক করছে,,নয় তোমার আর আমার পিক কে দিবে,,
রুহান নিলার কথা,,তার মনের কথা দুটেই ভাবছে,,কোন কিনারা পাচ্ছে না,,

রিয়া তার শাশুড়ী মাকে বলে বের হয়ে গেলো,,
অন্যদিকে রুহান রিয়াকে কল করছে রিয়া কল ধরলো না,,রাগে সে বাসার দিকে রওনা হলো,

রুহান বাসায় ডুকেই রিয়াকে ডাকছে,,,
রুহানের মম বললো বাবা তুই,,এইসময়,,
মম রিয়া কই,,
রুহানের মম ; রিয়া তো বাবার বাসায় গেছে,,বললো পরো তোকে জানাতে,,মেয়েটা কান্না করছিলো তাই যেতে দিয়েছি,,তুই রাগ করিস না
মম তাই বলে,,আমাকে জানালে না,,

রুহান রাগে নিজের রুমের দিকে গেলো,,,না মায়াপরী এ হতে পারে না,,তুমি শুধু আমার,,যেখানেই যাও তোমাকে আমার কাছেই আসতে হবে,,

রিয়া বসায় যেতেই,,সবাই খুশি,,
রিয়ার মা বললো জামই আসলো না,,তুই একা সব ঠিক আছে তো মা
রিয়া ; মা এই বাসাতে আসলে জামাই নিয়ে আসতে হবে,,আমি তো পর হয়ে গেলাম,,যাও আসবোই না,
রিয়ার বাবা বললো শুনো পাগলি মেয়ের কথা,,তুই তো আমাদোর নয়নের মনি,,তুই চলে যাওয়ার পর থেকেই সব শুন্য লাগে,,তা জামই আসলো না কেনো
রিয়া ; বাবা ওনার অফিসের কাজ আছে,,তাই আসতে পারেনি,,,

রুহান সন্ধা বেলা রিয়াদের বাসায় যাওয়ার জন্য রেডি হলো,,রুহান মনেমনে বলছে,,মায়াপরী শাস্তি পাওয়ার জন্য রেডি থাকো।।

চলবে,,