#Devil & Secret Lover😍
লেখিকা- Shultana akther
Part -35
……
রুহান রিয়াদের বাসায় পৌঁছে গেলো,,,
রুহান বাসায় কলিং বেল বাজালো,,রিয়ার মা এসে দরজা খুলে দিলো,,
রিয়া মা ; আরে বাবা তুমি,,,আসো আসো ভিতরে এসো,,রিয়া যে বললো তুমি কাজে ব্যস্ত আসতে পারবে না,,
রুহান ; আসলে মা,, রিয়া তো শুধু মাকে বলে চলে এসেছে রাগ করে,,তাই আমাকে আসতে হলো।অভিমানে না বলেই চলে এলো
রিয়া মা ; দেখো মেয়ের কান্ড,, রাগ করে কেউ এইভাবে চলে আসে। আসলে বাবা ছোট তো বুঝতে পারেনি। বাচ্চামো করার স্বভাবটা এখনো রয়েই গেলো। রিয়া রিয়া কই তুই
রিয়া ; ওহ মা চেচাচ্ছো কেনো।বাসায় কি ডাকাত পড়লো নাকি।।কি হলো? রিয়া তো রুহানকে বসার রুমে দেখে অবাক,তার উপর ভয় ও পাচ্ছে,, রুহান রেগে আছে দেখেই বুঝা যাচ্ছে।
আ আপনি,,এখানে??
রুহান ; হুম কেনো, খুশি হওনি,,দাঁতে দাঁত চেপে রাগে বললো।।
রিয়া ; হুম 😴
রিয়ার বাবাও এলো আরে জামাই বাবাজি,, তুমি কখন এলে,,কেমন আছো বাবা
রুহান ; জী বাবা ভালো।
রিয়ার মা ; আর বলো না তোমার গুনবতি মেয়ে নাকি অভিমান করে চলে এসেছে,,তাই রুহান বাবা এসেছে
রিয়া বাবা বললো রিয়া এটা কিন্তু একদম ঠিক না,,তুমি রুহানকে না বলে চলে এসোছো।
রিয়া ; 😴😴
রুহান ; বাবা ওরে বকা দিয়েন না,,থাক।ছোট তো তাই।
রিয়ার বাবা বললো রিয়া যাও রুহানকে ঘরে নিয়ে যাও,,ওও আগে ফ্রেশ হোক পরে কথা বলবো।
রিয়া বললো চলেন,,
রুহান রিয়ার পিছে পিছে যাচ্ছে।।।
রুহান রুমে গিয়েই ডোর লক করে দিলো।।।
রিয়া বললো আরে আরে রুমের দরজা লাগালেন কেনো 😴😂
রুহান ; জামাই বউ কি দরজা খুলা রেখে রুমান্স করনে নাকি।।তাও শশুর বাড়িতে😀রুহান রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে
রিয়া ; মানে কি কিসের রুমান্স,,একদম আমার দিকে আসবেন না,,এটা আপনার বাড়ি না।।আমার বাড়ি সো সাবধান😴ভালো হবে না কিন্তু
রুহান হেচকা টানে রিয়াকে নিজের কাছে নিয়ে এলো,,বলো বউ কি জানি বলছিলে কি ভালো হবে না,,,আমি না করার পরেও কোন সাহসে বাড়ি থেকে বের হলে উত্তর দাও,,রেগে বললো
রিয়া তো ভয়ে শেষ,,কান্না করে দিলো,,,রিয়া বললো কেনো থাকবো? আমি আপনার কে?? নিলা মেমকে নিয়ে থাকেন,আমি কেনো যাবো😠
রুহান রিয়াকে আরো কাছে টেনে নিলো,,রুহানের শ্বাস রিয়ার কাদে পরছে।।
রিয়ার হার্ট বীট ফাস্ট দৌড়াচ্ছে।। রিয়া কিছু বলতে চাইলেও পারছে না।।
রুহান রিয়াকে সামনে দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়,,, আর পরম যত্নে রিয়ার ঠোঁটে কিস করতে থাকে।।রুহান যেনো এতক্ষনে প্রান ফিরে পেলো।রিয়াকে কাছে পেয়।
রিয়া চাইলেও রুহানকে সরাতে পারছে না,,রিয়া রাগে রুহানকে সরাতে চাইলেও,,মনে রুহানের জন্য অন্যরকম ফিলিল কাজ করছে,,যা এক ভালোবাসার অনুভূতি।।
রুহান পাক্কা দশমিনিট পর রিয়াকে ছাড়লো,,
রুহান ; পিচ্চি বউ শুধু শুধু জোর খাটাও,,আমি না ছাড়লে তুমি সরাতে পারবে না।।।সো নেক্সট টাইম আমার রুমান্সে ডিসটার্ব করবে না,,তো আরো বেশি সময় আদর করবো।।😍আর হুম আমার থেকে পালাতে চেয়ে লাব নাই,,আমার মৃত্যুর আগে পযন্ত তোমাকে আমার কাছেই থাকতে হবে মায়াপরী💞
রুহান ফ্রেশ হতে ওয়াশরুমে ডুকে গেলো।
রিয়া রুহানকে ইচ্ছে মতো বকা দিচ্ছে,, খাটাশ ডেবিল লুচ্চা,, তর কয়জনকে লাগে,,বকবেও আবার আদরও করবে।।ঐ ডায়নিকে রেখে আমার কাছে কি,,যা না যা ঐ ডায়নির কাছে যা।বদ লোক,,যখন তখন আমার ঠোঁটের উপর টরচার করে😠
রুহান বের হয়ে দেখো রিয়া একা একা বকছে,
রুহান বললো বকা চেষ হলে নাকি আরো বাকি,, আর একটু আদর লাগবে নাকি যে বকা দিচ্ছো
রিয়ার রুহানের কথায় হুস এলো,,এ্যা মানে না না আমি,, রিয়া দৌড়
রুহান হাসছে পাগলি একটা,,ভেবো না মায়াপরী খুব তাড়াতাড়ি সব মিটিয়ে দিবো।।যে এসব করছে তাকে আমি ছাড়বো না
রুহান ও বাসার রুমে গেলো,,রুহান রিয়ার বাবা ভাই সবাই আড্ডাতে মাতলো,,,
আর রিয়া তার মাকে টুকটাক সাহায্য করছে রান্নায়,,জামাই এসেছে যা নয় তা দিয়ে তো খাওয়ানো যায় না,,তাই আবার রান্না বসিয়েছে।
কিছু সময় পর,, সবাই একসাথে খেতে বসলো,,
রিয়ার ভাই বললো আচ্ছা দুলাভাই আপু আপনার উপর রাগ কেনো করলো,,যে রেগে মেগে টমেটো হয়ে চলেও এলো?
রিয়া ঃ তুই চুপ করবি নাকি দিবো কয়েকটা ফাজিল।।মাইরের সক হয়ছে
রুহান ; আরে তোমার আপু চকলেট আর ফুলের কতা বলেছিলো আরোও কিছু কথা নিয়ে আরকি তাক, তুমি ছোট মানুষ এসব জানা লাগবে না
রিয়ার ভাই ; আরে আপু তুই এখনও পিচ্চি নাকি যে চকলেট নিয়ে ঝগড়া করিস হিহিহি
চুপ করবি ফাজিল নাকি লাগাবো কয়টা
রিয়ার ভাই ; দেখলেন দুলাভাই আপুর কতো রাগ
রিয়া বললো বাবা ওরে চুপ করতে বলো নয় মাইর একটাও বাদ পরবে না,,
এইভাবেই খাওয়ার পর্ব শেষ হলো,,
খাওয়া শেষে রুহান রুমে গিয়ে রিয়ার জন্য অপেক্ষা করছে,,তবে রিয়ার আসার নামই নেই
রিয়া ভয়ে রুমে আসছে না,,রিয়ার মা জোর করে রিয়াকে রুমে পাঠালো।।
রিয়া রুমে ডুকতেই রুহান বললো,, কই ছিলা এতক্ষনে আসার সময় হলো
রিয়া সাহস নিয়ে বললো আমার যখন ইচ্ছে আসবো আপনার কি😕
রুহান বললো দেখাচ্ছি আমার কি,,রুহান রিয়ার দিকে এগিয়ে যাবে তখনি রুহানের পোন বেজে উঠে,,
রুহান ; হ্যালো,,……………… ওর বাসা থেকে ওরে তুলে আনো,,দেকি কত বড়ো কলিজা ওর,,রুহানের সাথে গেইম খেলে।ওরে তো আমি জেন্ত মাটিতে পুঁতে রাখবো
রিয়া ভাবছে কাকে আবার তুলে আনবে,,আবার কোন মেয়েকে নাতো??আর কাকে মারবে কেনই বা মারবে??
রুহান আসতেই রিয়া বললো আপনি কাউকে কেনো তুলে আনবেন,,বা মারবেনই কেনই
রুহান ; সময় হলে বুঝতে পারবে,, বলেই রিয়াকে জরিয়ে ধরে শুয়ে পড়লো,,
রিয়ার ভয় করছে না জানি কি হয়৷ রুহানের বুকে শুয়ে রিয়া নানা ভাবনা ভাবছে।।
রুহান ঘুমিয়ে গেলো,,তবে রিয়ার ঘুম নেই,রিয়া পোন খুজে নেট অন করলো,,যদি ঐ আইডি থেকে আনার কিছু পায়,বা কে সে জানতে পারে।
রিয়া নেটে ডুকতেই দেখে আবার এসএমএস,সাথে একটা ভিডিও,,রুহানের মতো ছেলেটা আর মেয়েটা কে বুঝা যাচ্ছে না।।(এসএমএস গুলো নিলা ইডিট করে পাটিয়েছে,,),এসএমএস লিখা রুহান ভালো লোক নয়,,রুহান শুধু মেয়েদের ব্যবহার করে,,মেয়েদের সপ্ন দেখিয়ে ঠকায়,,আমিও তার শিকার,,তুমি হয়ো না রিয়া।রুহান যেকোনো সময় আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে পারে,, আমি বেঁচে আছি রুহান জেনে গেছে,,রিয়াতুমি ভয় পেয়ে না,,তো রুহান বুঝে যাবে,,ওর উপর নজর রাখো হালকা,, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।
রিয়ার তখনি রুহানের ফোনে বলা কথাগুলো মনে পড়ে যায়,,রিয়া ভয়ে গামছে
রিয়ার এসএমএস পরে মাথায় আকাশ ভেঙে পরলো।।না না এ কি করে হতে পারে,,এসব ভাবতে ভাবতে রিয়া ঘুমিয়ে পড়লো।।
সকাল বেলা রিয়ারই আগে ঘুম ভাঙলো,, রিয়া ঘুমন্ত রুহানকে দেখছে,,কি কিউট বর। না স্যার আর পারবেন না কারো জীবন নষ্ট করতে,,আমি দিবো না,,যে করেই হোক আপনার মুখোশ আমি খুলবো,,ভয় পাবো না।
রিয়া উঠে ফ্রেশ হয়ে তার মায়ের কাছে চলে গেলো।
রুহানের ঘুম ভাঙলো,, উঠে বিছানায় রিয়াকে পেলো না,,ভাবলো মা বাবা ভাইয়ের সাথে হয়তো
রুহানের ভিষন ইচ্ছে হচ্ছিলো,,মায়াপরীর আদরে বা তার ভিজা চুলের পানির ছিটায় ঘুম ভাঙবে,অনেক দিনের সপ্ন তবে তা হলো কই,,মায়াপরী শুধু শুধু ভুল বুঝে।।না এইভাবে আর না সব ঠিক করতে হবে দ্রদ্রুত।
চলবে,,,