Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part – 21+22
Part- 21
…
নিলা আর নিরব একে অন্যের সাথে মিলে গেছে,,
নিলা নিরবকে জিজ্ঞেস করল,,আপনার রিয়ার উপর কেন রাগ,,
নিরব বলল,, ওরে আমার চাই,,ওর জন্য আমি ঐ দিন সবার সামনে অপমানিত হয়েছি,, এরওর নিরব রিয়াকে সবটা বলে,,
নিলা বলে ওহ আচ্ছা,, ডান আমি আপনাকে হেল্প করব, তবে আমার রুহনের গায়ে জেন আচ না লাগে,,
নিরব,,হুন ওকে,,ডান
😱😱
রিয়া আর রুহানের নিজেদের ও পরিবারের ফটো শুট চলছে,,,
ফটোগ্রাফার কখনও রুহানকে বলে স্যার আর একটু কাছে,,এইভাবে না ঐ ভাবে,,
রিয়া পরছে জামেলায়,,দুর এত স্টাইল এর কি আছে,,,
নিলা বলে না,,রিয়াকে আর এত রুহানের কাছে রাখা যাবে না, ওরে আলাদা করতে হবে,,
নিলা রুহানের কাছে গিয়ে বলে আমিও ছবি তুলব,
রুহান বলে ওকে আস,,নিলা নানা ভাবে রুহানের সাথে জড়িয়ে ছবি তুলছে,,রুহান ছাড়াতে চাইলেও পারছে না,,
রিয়ার এসব দেখে রাগ হচ্ছে,, তবু মুখে কিছু বলল না,,
নিলা রুহানকে রিয়ার কাছেই যেতে দিচ্ছে না,,কোন না কোন কারনে আটকে দিচ্ছে,
রিয়ার মা বাবা খাওয়া দাওয়ার পর চলে যাবে বলতে আসে,,রিয়া তখনি কান্না জুড়ে দেয়,,আর বলে মা কাল তো যাবিই নিয়ম ওটা,,তো আর কান্না করিস না,,আমরা রুহানকে বলে যাব,,
রিয়ার কান্না তাও থামছে না,,
রিয়ার মা বাবা কান্না চেপে বের হয়ে গেল,,,,
নিলাও চলে আসল,,
নিরব যাওয়ার আগে,,রিয়াকে দেখে বাঁকা হাসল,,
রিয়া নিজের ঘরে বসে আছে আজও ঘরটা ফুল দিয়ে সাজানো,,রিয়া ভয় পাচ্ছে,, রিয়া এটাও ভাবছে স্যার তো আমাকে ভালবাসে না,,তো এতকিছু কেন,,নাকি ভালবাসে😱দুর বুঝি না কিছু,,
রিয়ার আজ খুব দখল গেল,,বিছানায় বসে আচমকা ঘুমিয়ে গেল,
রুহান অবাক হয়নি,,রুহান বলছে হাইরে ঘুম পাগলি,,কালও বাসর মাটি৷ আজও😂
রুহান রিয়াকে ঠিক করে শুয়ে দিল,,আর রিয়ার গহনা গুলো খুলে দিল,,
পরে সে ফ্রেশ হয়ে নিজেও ঘুমোতে এল,,
রুহানের ঘুম আসছে না,,রুহান ভাবছে,,রিয়াকে শাস্তি দিতে গিয়ে দুরে সরিয়ে দিচ্ছি না তো,,
না আর না,,সব এবার মিটমাট করে নিব মায়াপরীর সাথে।।
অন্যদিকে নিলা আর নিরব,,এক সাথে মদ খাচ্ছে বারে বসে,,,
আর একেক সময় একেক কথা বলছে,,কি ভাবে ওদের আলাদা করা যায়,,,
সকালবেলা,,
নিলার চিৎকারে রুহানের ঘুম ভাঙে,,নিলা বাসায় এসেই রুহানকে ডাকছে,,
রুহানের মা না করলেও শুনছে না,,
রুহানের ডাকে ঘুম ভেঙে গেল,,কিন্তু রিয়া ঘুমাচ্ছে এখনও,,
রুহান রিয়াকে বুক থেকে সরিয়ে,,দরজা খুলতে গেল,,
এত সকালে চিৎকার কিসের,,দেখছো না ঘুমাচ্ছি,,রেগে বলল,,
রিয়া ঘুমে আসতে কথা বল,,
নিলা বলল রুহান আমাকে বকছো,,ন্যাকা কান্না করে,,তুমি বদলে গেছ
রুহান ওহ নিলা থাম,,রিয়ার ঘুম ভেঙে যাবে,,
নিলা রুমে ডুকতে নিলে,,
রুহান বলে,, বসার রুমে যাও,,ঘরে ডুকা যাবে না,,
নিচে যাও আসছি আমি,,,
নিলার রাগ হলো তাও,, চলে আসল,,
রুহান দেখে নিলা এখনো ঘুমে,,,রুহান ফ্রেশ হয়ে নিচে নামল,,,
নিলা কি হয়েছে এবার বল,,
রুহান কামঅন এমনি আমি তোমাকে ডাকতে পারি না,,
নিলা এটা আবার কী সকাল সকাল,,ঘুম নষ্ট করে বলছো এমনি,,
নিকা আবার বলল,,ন্যাকা কান্না করে,,বাসায় কেউ নেই,,তাই তোমার কাছে এলাম,,আর তুমি বকছো,,
রিয়ার ঘুম ভাঙল,,দেখলো রুহান নেই,,হয়ত উঠে গেছে,,
রিয়া পরে নিচে নামল,,দেখে রুহান সাত চুন্নির সাথে হেসে হেসে কতা বলছে,,রিয়ার রাগ হলো আমার বরের সাথে কেমন চিপকে লেগে আছে ডাইনি মেয়ে,,
রুহান দেখল রিয়া মুখ কালো করে নিচে নামছে,,পরে রান্না ঘরের দিকে যাচ্ছে,,
।রুহান বলল রিয়া দু কাপ কফি দাও তো,,,
রিয়া চলে গেল কফি আনতে,,
কিছু সময় পর,,রিয়া বলল কফি,,
রিয়া রুহান কে কফি দিল,,
পরে নিলাকে কফি দিতে গেলেই নিলা ইচ্ছে করে গরম কফি রিয়ার পায়ে ফেলে দেয়,,রিয়া তো চিৎকার দিয়ে উঠে,,
রুহান বলল কি হলো,,, রুহান তো অসতির হয়ে গেলো,,নিলাকে বকছে হাতে কি হয়েছে,,দিলে তো ওর পা পুরিয়ে,,
রুহানের মাও দৌড়ে আসল,,কি করলে এসব নিলা,,মেয়েটার ওা পুড়ে গেছ,,
নিলা আন্টি আমি দেখে করেনি,,আর রিয়াই তো কফি ধরতে পারেনি,,
রিয়া বলছে কি মিথ্যাবাদী মেয়ে,,(মনেমনে)
রুহান নিলাকে ধমক মারল,
,রিয়াকে কষ্ট দিতে গিয়ে বকাও খেল,,আবার রুহান রিয়ার কাছেও গেল
রুহান রিয়াকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছে,, রিয়া না করলেও শুনলো না
নিলা তা দেকে রাগে ফুলছে,,
রিয়া বেশ মজা পেল রিয়াকে রাগতে দেখে,,
রুহান রিয়াকে ঘরে নিয়ে রিয়ার পায়ে আইস লাগাতে লাগল,,আর পরে পা কোলে নিয়ে ঔষুধ লাগাচ্ছে।।
রিয়া না করলেও শুনলো না,,
নিলা রাগে চলে গেল,,বের হয়ে,,
চলবে,,,
কেমন হলো জানাবেন ☺
Devil & Secret Lover😍
লেখিকা – Shultana Akther
Part -22
….
রুহান রিয়ার পায়ে মলম লাগাচ্ছে আর ফু দিয়ে দিচ্ছে ,,,, ব্যাথাটা রিয়ার না,,জেন রুহানের লাগছে,,
রিয়া ভাবছে স্যার এত অসতির কেন হচ্ছে,, তবে কি সত্যি ওনি আমাকে ভালাবাসে
রুহান রিয়াকে ধমক দিচ্ছে,, এত কেয়ারলেস কেউ হয়,,নিজের খেয়ালটাও রাখও না,,
রুহান অফিসের জন্য রেডি হচ্ছে,,,আর বলছে খাট থেকে নামবে না একদম,,ঘরেই সব দিয়ে যাবে সার্ভেনট রা,,,
রিয়া বলছে কিছু না পারব আমি,,
রুহান রেগে থাকাল,,বলল চুপ আমি বাড়তি কতা শুনতে চাই না,,আমি অফিস যাব,,
রিয়া বলক আমাদের এখানে যাবেন না আজ,,মা ফোন দিয়েছিল
রুহান বলল,,যাব সন্ধায়,, আর আমি বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিব পরে,,
চললাম,রুহান রিয়ার কপালে চুমু খেল,,বলল কথা শুনবে,,কথার অবাধ্য হবে না,,মনে থাকে জেন
রিয়া বলল হুম,,
রুহান বেড়িয়ে গেল,,অফিসের জন্য,,রুহান অফিসে যেতেই নিলা হাজির,,
নিলা বলল রুহান সরি,,আসলে আমি বুঝিনি,,
রুহান বলল,,ওকে,,রিয়ার অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই,, বেচারি,,, ও আমার জীবন,,সো পরের বার খেয়াল রাখবে
নিলা,,হুম জীবন না ছাই,,ওরে তো তোমার থেজে দুরে সরাবই(মনেমনে)
রুহান কাজ করছে,,আর নিলা রুহানকে জালিয়ে মারছে,,,এটা না ওটা
রুহান এর মাঝে রিয়ার খুজ নিয়েছে,,রিয়া কি করে,,
নিলা রাগে ফুলছে,,সামান্য বিষয়ে বাড়াবাড়ি যত,,
নিলা রুহানকে বলল চল ঘুরপ আসি রুহান,,
না কাজ আছে,,বাসায় যাব,,
নিলা বলল তো চল,,আমাকে একটু ড্রপ করে দিও,,
রুহান বলল ওকে চল,,
রুহান নিলাকে নামিয়ে বাসার দিকে যাচ্ছে,, এর আগে নিলার জন্য আইসক্রিম আর চকলেট নিল,,
কারন রিয়া চকলেট খুব ভালবাসে,,আর শশুর বাড়ির জন্য কিছু কেনাকাটা করল সবার জন্য
বাসায় গিয়ে জানল রিয়া খায়নি এখনও,,রুহান বলল খাবার উপরে পাঠিয়ে দাও,,
রুহান রিয়ার পা দেখল,, আর পরে ওয়াশরুমে ডুকল,হাত মুখ দুইতে, ,
রুহান বলল খাওনি কেন,,রিয়া বলছে ভাল লাগছে না তাই,,
রুহান প্লেটে খাবার নিল,,আর বলল হা কর,,
রিয় বলছে আমার হাত আছে,,
রুহান বলল চুপ হা কর,,
রিয়া বাধ্য মেয়ের মত হা করল,,
রুহান রিয়াকে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে,,
খাওয়া শেষে রুহান শুয়ে পরল,,আর সাথে রিয়াকে টান দিয়ে শুইয়ে দিল,,
রিয়া বলছে আমাকে টানছেন কেন আমি ঘুমাব,,
রুহান বলল চুপচাপ শুয়ে থাকও আমি ঘুমাবো,,
রিয়া ; আপনি ঘুমান আমাকে ছাড়েন,,আমার ঘুম পাচ্ছে না,,আমি বাড়ি যাব😂😢
রুহান ; আমার মাথায় হাত ভুলিয়ে দাও,আর শুয়ে থাক চুপচাপ নাহলে,,যাওয়া কেনসেল,,
রিয়া মনেমনে বকছে খাটাস,,বজ্জাত,,ডেবিল
রুহানের সাথে সাথে রিয়াও ঘুমিয়ে পরল,,
বিকেল বেলা রিয়া নিচে নামল,,নেমে শাশুড়ীর সাথে গল্প করছে,,হাসাহাসি করছে,,
রুহান ঘুম থেকে উঠে রিয়াকে পেল না,,গিয়ে দেখে নিচে,,এই পুড়া পা নিয়ে নিচে
রুহান রেগে বলল তুমি নিচে কেন,,তোমাকে না করেছিলাম না আমি রেগে বলল
রিয়া ভয়ে ওর শাশুড়ীর পিছে লুকায়,,আর বলে সারাদিন তো ঘরেই ছিলাম,,মাত্র এলাম,,ভয়ে ভয়ে
রুহানের মা,,রুহান হচ্ছে টাকি,,মেয়েটা ভয় পাচ্ছে,, আর ও তো মাত্রই এল,,একদম বকবি না,,
রুহান রিয়াকে কোলে তুলে উপরে যাওয়া ধরল,,
রিয়া ভয়ে বলছে যাব না আমি,,
রুহান কোন কথা শুনছে মা,,যেতেই তাকল,,
রুহান রুমে গিয়ে রিয়াকে খাটে রেখে ডোর লাক করে এল,,,
রুহান রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে,,
রিয়া খাটে আসতে আসতে পিছিয়ে যাচ্ছে,, যেতে যেতে খাটে ঠেক খেল
রুহান রিয়াকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিল,,আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কামর মারল,,
রুহান বলল আমার কথা না শুনার শাস্তি,, পরের বার এস চেয়ে বেশি হবে
রিয়া বলল ডেবিল খাটাস জুড়েই বলল
রুহান বলল,,কি বললে আবার বলল
রিয়া না না কিছু বলিনি তো😴
কাপর প্যাক কর নাও,,আর উপরের ওয়ারড্রবে দেখ শাড়ি আছে কতগুলো,,ওখান থেকেও নিও জামা শাড়ি,,
রিয়া সব গুছাতে লাগল,,
নিলা আর নিরব একসাথে দেকা করছে,,কি ভাবে কি করবে,,কি ভাবে রিয়াকে কিডনাপ করা যায়,,ওরা এসব প্লেনে ব্যস্ত,,
রিয়া কাপর গুছাচ্চে আর আর চোখে রুহানকে দেখছে,, কি মিষ্টি বর,দেখতে সেই,,কিন্তু ডেবিল বর😂😂মনেমনে
চলবে,,,
ওহে ভালাবাসা ভালাবাসা, আসতে আসতে রিয়া আবার রুহানের প্রেমে পড়ছে