DeVil & Secret Lovers😍
লেখিকা – Shultana akther
Part – 7 +8+9
……
রুহান খবর পেয়েছে রিয়ার বাবার অবস্থা ভাল না,, তাই সে লোক লাগিয়ে খুজ নিয়েছে,,
তবে কোন হেল্প করবে তার কোন ব্যবস্থা নেই,,
তাও সে আরাল থেকে লোক দিয়ে হসপিটালের বিল কিছুটা কম করেছে,,
রিয়া তার বাবাকে বাসায় নিয়ে এসেছে,,
এখন পড়াশোনা ছেড়ে সে পরিবারের কথাই ভাবছে,,,
আগামী কাল ভর্তি পরীক্ষার কথা মনেই নেই
হঠাৎ রিয়ার বাবা রিয়াকে ডাকল রিয়া পড়িস না কেন
কাল তর পরীক্ষা
রিয়া মুখ ফুটে তার বাবাকে কিছু বলছে না,
বলছে বাবা যাচ্ছি,,
তার পর রিয়া পরীক্ষা দিয়ে আসল
পরপর কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিল,,
এর মাঝে রুহান আড়াল থেকে রিয়াকে দেখতো,,
আর যতটুকু পারে রিয়াকে আড়াল থেকেই হেল্প করতো,,
তার মাঝে পরীক্ষার ফলাফল হলো রিয়া একটাতে চান্স ও পেয়ে গেল,,,
তবে সমস্যা বাধল,, যখন ভর্তি হতে গেল
সেদিন যখন ডুকছে আনমনে হোচট খেয়ে পড়ে নিতে গেলে কেউ ধরে ফেলল😱
আর একটুর জন্য রিয়া পড়েনি,, রিয়া লোকটাকে ধন্যবাদ বলে চলে আসল
তবে সে রিয়ার দিকে এক মনে তাকিয়ে রইল,
( সে হলো তানবীর,, এই ভার্সিটির শিক্ষক,,)
তানবীর ভাবছে এত কিউট দেখতে,,
গেলাপী কামিজে একদম হুর পরীর মত লাগছে,,
এই হুরকে আমার চাই,, প্রতিক্ষনে,,
(ভিলেন একজনের এনট্রি)
রিয়া কলেজের সব কাজ করে বাসায় ফিরে এল,, এর পর
অন্যদিকে রুহান রিয়াকে কিছুতেই মনের কথা বলতে পাড়ছে না,,
রিয়ার সামনে গেলেই ঝামেলা হচ্ছে
রিয়া ভুল বুঝছে,,নানা ভাবে ঝগড়া হয়ে যাচ্ছে
রুহান আছে মহা টেনশনে,,
এর মাঝে প্রথম দিন রিয়া মা বাবাকে বলে ভর্সিটি যাচ্ছে রুহান দূর থেকে রিয়াকে দেখছে,,
আজ আর সে কোন ঝামেলা চায় না,
রিয়া ক্লাসে গিয়ে একটা সিটে বসল,,কিছু মেয়ে অধিক স্মার্ট,,
রিয়া সাধারণ একজনের পাশে গিয়ে বসল,,
আর পরিচিত হলো,,
হাই আমি রিয়া,, ওহ আমি রিমা
দেখো কী সুন্দর মিল,, হুম অনেক,, ফ্রেন্ড হুম
☺😊,,,,,
তখনি স্যার ক্লাসে আসল,, রিয়া স্যারকে দেখে ভাবল এতো কালকের লোকটা,,ছি স্যার কী ভাববে,,
যা ভাবুক,, স্যা সবার পরিচয় জানল,, এবার রিয়ার পালা,,
রিয়া সব বলল,, তানবীর ক্লাসে রিয়াকে একটু বেশিই প্রাইবেসি দিয়েছে,, সবাই জলছে
তা দেখে,,
কারন তানবীর অনেকের ক্রাশ,,
দেখতে যেমন সুন্দর তেমনি হেনডসাম,,
লোকিং হিরো,, সব মেয়েরা গিলো খাচ্ছে,,
রিয়ার এসবে কোন দেন নেই,,,,
সে মন দিয়ে ক্লাস করছে,,,
ক্লাস শেষে যে যার বাড়ি,,তখনি রিয়াকে স্যার ডাকল,, হে ইউ,, রিয়া।।
জী,, বাসায় যাচ্ছো,,
জী স্যার,, আমি তোমাকে নামিয়ে দেয়,,
না স্যার ধন্যবাদ,, আপনি স্যার আর আমি স্টুডেন্ট,, এটা বেমানান,,
কামঅন রিয়া,, স্যার আর স্টুডেন্ট বন্ধুর মত,,
জী কিন্তু,, না লাগবে না
বলে চলে আসল,,
রিয়া রিকশা নিয়ে বাসায় আসছে,,
আর রুহান কার নিয়ে পিছে পিছে,,।।
হঠাৎ রুহান গাড়ীটা রিকশার সামনে গিয়ে থামল,,
রিকশা ওয়ালা বেলেন্স করতে লাগল,,
আর রিয়া আর একটু হলেই পড়ে যেত,,
রিয়া নেমে বলল,,ঐ কে নামেন।। চোখে কম দেখেন,, গাড়ী কিনে মাথা কিনে নিয়েছেন
রুহান বের হয়ে এল,, রিয়া রুহানকে বলল
ওহ আপনি,,আপনও ছাড়া আর বকাটে কে হবে,,অসভ্য লোক।।
যা আসছে মুখে রিয়া বলছে,,
রুহান হাসছে,,, রাস্তা প্রায় খালি,,আচমকা রুহান রিয়াকে টেনে কাছে এনে গালে চুমু দিয়ে দিল
রিয়া অবাক,,সে ভাবছে কী হলো এটা,,
রুহান বলল পাগলী এটা আপনার বেশী কথা,, ও বকার শাস্তি,,
রুহান এই বলে আরেক গালে চুমু দিয়ে,, রিয়াকে টেনে রিকশায় তুলে দিল আর বলল
মামা দেখে যাবেন,,
রিয়া এখনো ঘোরেয় আছে কি হচ্ছে
,
এই বলে রুহান চলে এলো,,,😍😍
কুচ কুচ হোতা হে,, বেচারা রুহান আর কত অপেক্ষা করবে,,,
Devil & Secret Lover😍
লেখিকা – Shultana akther
Part – 8+9
!
……রিয়া আনমনে ভেবেই চলেছে,
একটু আগে এটা কী হলো,
এই লোকটা আমাকে ছি ছি,,,
হাঠাৎ রিকশাওয়ালার ডাকে রিয়ার হোস এল
আপামনি আয়া পড়ছি
ওহহ,,আচ্ছা,, এইনিন ভাড়া,,
না আপা স্যার ভাড়া দিয়া দিছে,,বলে রিকশা চলে গেল,,,,
রিয়া; এসবের মানে কি,,বকা দিছি তাই বলে কিস করে দিবে,,
সালা ডেবিল,, লুচ্চা,, কাটাস,, গন্ডার,, হাতি,,ইন্দুর(মনেমনে)
অন্যদিকে,, রুহান,, হেই মায়াপরী সরি গো আজ এটা আমি করতে চায়নি,, তবে তোমাকে এত কিউট বাচ্চাদের মত লাগছিল তাই কিস করে দিলাম,,,
এসব ভেবে রুহান আনমনে হাসছে,,
আবার রাগ ও লাগছে
মায়াপরী যদি আমাকে ভুল বুঝে,,,,
ওহ শীট রুহান এটা তর ভাবার দরকার ছিল,,
এই ভেবে রুহান একটা ফুলদানি আচার দিয়ে ভেঙে ফেলল,,
শব্দ শুনে রুহানের মা দৌড়ে আসল,,বাবা কী হলো তর,,
কিছু না মা,, যাও খাবার দাও খুদা পেয়েছে,,
এখনি যাচ্ছি বাবা,,,
রিয়া সোজা বাসায় ডুকে গাল ঘষতে লাগল,,ডেবিলের বাচ্চা তর ভাল হবে না
তখনি রিয়ার ভাই,, আপু কী করছিস
কী বকবক করছিস তুই
কিছু না যা এনতে নয় মাইর খাবি,, যা
পরেরদিন রিয়া কলেজে গেল,, কলেজে ক্লাস করছিল,, তখনও তানবীর স্যার এর সাবজেক্ট,,
স্যার সব বিষয়েই রিয়াকে বেশী প্রাইবেসী দিচ্ছে
কিছু ছেলে রিয়াকে আড়চোখে দেখছে আর ফিসফিস করছে,,,
ক্লাস শেষে,, রিয়া রিমার সাথে কানটিনে যাচ্ছিল,,
তখনি কয়েকটা ছেলে রিয়াকে বাজে কতা বলছিল,, কাছে এসে বলল স্যার এর সাতে কী গো,,,আমাদেরও একটু সময় দাও বেবি
তা শুনে রিয়ার চোখে পানি চলে আসে,,
সে চলে আসে,,,
রুহান রিয়ার কলেজে এসেছিল রিয়াকে দেখতে,,কলেজ গেইটে এসে দেখে,,
রিয়া কান্না করতে করতে বের হচ্ছে
রিমা ডাকছে তাও শুনছে না,,
কী হয়েছে দেখতে রুহান ভিতরে যায়,, আর রিমাকে জিজ্ঞেস করে,,
এই মেয়ে হঠাৎ কান্না করছে কেন,,
রিমা সরল মনপ সব বলে দেয়
সব শুনে রুহান রেগে যায়,,তারপর
গার্ডদের দিয়ে,, ঐ ২টা ছেলেকে ডেকে বাহিরে নিয়ে আসে,,
এনেই রুহান হকিস্টিক বের করে ইচ্ছে মত পিঠায়,,
ছেলেগুলো ভাই আমাদের মারছেন কেন,,কী দোষ ওহ আহ,,আর মাইরেন না ভাই,,
রুহান ; তোরা একটু আগে রিয়াকে কী বলেছিস,, বলেই আবার মাইর,,
ভাই ভুল হয়ে গেছে ছেড়ে দিন,,আমারা মাফ চেয়ে নিব জীবনে কোন মেয়েকে কিছু কমু না,,
তাও রুহান মারতে তাকে,, পরে রাগ কমলে ছেড়ে দেয় বলে ওদের হসপিটালে এডমিট করিয়ে দিতে
বাসায় এসে রিয়া রুমেড ডোর লক করে কান্না করতে থাকে,,
পরেরদিন রিয়া কলেজে গেল,,
হঠাৎ কালকের ছেলেগুলো এসে মাফ চাওয়া শুরু করে,, বইন মাফ করে দাও
ভুল হয়ে গেছে,,,
রিয়া অবাক,, কে করল এদের এই অবস্থা,,
মাফ করে দিছি বলল,,
এবার বল, কে তোমাদের এমন মেরেছে,,
ছেলেগুলো না বলেই চলে যায়,,,,
রিয়া লাইভেরিতে যায়,,তানবীর স্যার রিয়াকে ডেকে পাঠায়,,
স্যার আসব,, আস
স্যার নানা বিষয়ে কথা রিয়াকে জিজ্ঞেস করছে,,
একটু বেশিই বলছে স্যার,,
তাই রিয়া বলল স্যার আমি আসি আমার কাজ আছে,, বাসায় যাব,,
তানবীর ; চল তেমাকে নামিয়ে দেয়,,
নো স্যার ধন্যবাদ,,
হঠাৎ তানবীর রিয়ার হাত দরে..
.
Devil & Secret Lovers😍
লেখিকা – Shultana Akther
Part – 9
….রিয়া গিয়ে ভাইবার জন্য,, ওয়টিং রুমে বসে আছে,,কখন তার ডাক আসবে
মনে মনে আল্লাহকে ডাকছে
আসার পথে বাধা পড়ল
সয়তান ডেবিল
অন্যদিকে,, রুহান গিয়ে ভাইবা রুমে জয়েন করেছে,,,
তবপ মনে মনে ভাবছে,,মায়াপরী এখানে কেন,,
তার মন শুধু মায়াপরীর কথাই ভাবচে,,
রুহানের ডেড ; রুহান তোমার মন কই,,কাউকে কিছু জিজ্ঞেস করছ না,,
যাইহোক, তোমার পিএ তুমি দেখে রাখ,,
ওকে ডেড দেখছি,, তবে মনমত না,,,
ওকে মাই সান দেখ,, আরও কেনডি ডেড বাকি আছে,,
অনেকের প্রায় শেষ,, হটাৎ রিয়ার ডাক পড়ল,,
রিয়া ভিতরে গিয়েই আবাক,, এ এখানে
রিয়া হা প্রায়,, না জেনপ কত কী লোকটাকে বলল,,
এই লোক তো কখনও আমাকে চাকরি দিবে না,,কী হবে আর গিয়ে,,তাও গেল
গিয়ে সালাম দিল,,বসল,,
রুহান নিজও অবাক,, মায়পরী চাকরির জন্য,,
তাও আমি জানি না,, গার্ড গুলো কাজের না,
রুহানের ডেড ; কিছু প্রশ্ন করল
রিয়া সবকটাই বলল,,
রুহানকে তার বাবা বলল,,
রুহান তুমি কিছু বলবে,,না
তারপর রুহান তার বাবার কানে কী বলে বের হয়ে গেল,,
রিয়া ভাবছে,, হয়ত চাকরি না দিতে বলছে,,
ম্যানেজার কিছু বলতে যাবে
তখনি,, রুহানের বাবা,,বলল ইউ সিলেক্টেড
রিয়া তো ভাবতেই পারছে না,,
মিরাক্কেল নাকি,, রুহানের বাবা ম্যানেজারকে বলে জয়েন লেটার আনতে বলল
রিয়া অনেক খুশি,,ভাবতেই পারছে না,,তার জন্য কী অপেক্ষা করছে,,
রিয়াকে জয়েন লেটার দিয়ে দিল,,,
আর বলল,, কাল থেকে জয়েন করতে,,
রুহানের বাবা রিয়াকে যে কজন ছিল
সবার সাথে পরিচায় করিয়ে দিল
রিয়া ভাবছে,, ঐ লোকটা কে ওটা বলল না,,ঐ লোকটা যে ডেবিল না জানি কী করে ( মনে মনে)
রিয়া বাসায় মিষ্টি নিয়ে গেল,,
রিয়ার বাবা ঃ কিসের মিষ্টি,,
বাবা আগে খাও পরে বলছি,,
সবাইকে মিষ্টিমুখ করে পরে বলছে,,
মা – বাবা,, আমার চাকরিটা হয়ে গেছে
ওমা খুশির খবর,, কিন্তু মা পারবি তুই
বাবা পারব,, এতবড় কোম্পানি
তাই ভাবছি বাবা,, আমি পারব,,তোমার মেয়ে তাই,,
আমি সরব্বোর্চ চেষ্টা করব।।
দোয়া করি পারবি,,
পরেরদিন,,,
রুহানের কথায়,, রিয়াকে অনেকে শুভেচ্ছা জানাল,
তখন,, রুহানের বাবা ; চল এবার যার পিএ তুমি তার সাথে পরিচা করিয়ে দেয়,,
জী স্যার,,
আস,,,,
কেবিনে ডুকে রিয়া অবাক ডেবিল,,
রুহানের ডেড ; রিয়া এই তোমার স্যার,, আর রুহান তোমার পিএ,, হুম বাবা
রিয়া ছোট সো তুমি,, ওকে শিখিয়ে নিবে বকবে না
হুম বাবা,,( বাঁকা হেসে)
তে মামনি আমি আসি,, ওহ তুমি ছোট,, আমার মেয়ের মত,,তাই মামনি বললাম কিছু মনে কর না
না স্যার,, আমার আরো বালো লেগেছে,
রিয়া ; স্যার আপনি খুব ভাল,,
ওকে থাক,,আমি আসি,,
রুহান ; তো মিস রিয়া,,তুমি,, তোমার কেবিন ওটা,, ওখানে আইডি কার্ড আছে,,
আর যে সাদা ফোনটা আছে,, ওটাতে শুধূ আমার কলের জন্য,,
আর কালো ফোনটা কাউকে দরকারি কল দিতে
বুঝেছেন,, জী স্যার,,
শেষ মেষ ডেবিলের হাতে,,না জানি কপালে কী আছে( মনেমনে)
তো যাও কেবিনে,,,
রিয়ার কেবিনটা একদম রুহানের কেবিনের সাতে,,
মাঝে শুধূ সাদা কাচ,,,
রুহান সব দেখতে পারবে,,
রিয়া কেবিনে যেতেই,, কিছু সময় পর
রুহান কল করল,, মিস রিয়া কেবিনে আসুন
রিয়া জী স্যার,, যাব এককাপ কফি নিয়ে আসুন
স্যার আমি,,, তো আর কেউতো নাই,,
পিএ মানে বুঝেন সব কাজ,, আমার ওকে,,এবার জান,,
জী স্যার,,সালা লুচ্চা,, কানা,,ডেবিল,,
স্যার কফি,,
হুম কিছু মিশাননি তো,,না স্যার
একটু খেয়ে দেখান,, স্যার
হুম খান,, খেলাম স্যার,,এবার টিক আছে যাও,,
তেমার ঠোঁটের ছোয়া এতে,,এখন তো ঠিক হবেই রিয়া,,
রিয়া,, স্যার আমার মুখ লাগানোটা খাবে,, মেন্টাল নাকি যাক গা,,
রুহান হাসছে রিয়ার বিড়বিড় দেখে
রুহান বলছে ভালবাসা এমনি বুঝি
সব পাগলামি,, হাহাহা,,
কিউট মায়াপরী,,লাভইউ,,
কবে যে তোমাকে বলতে পারব,,
শুরু হলো romantic torture 😍😍😍
চলবে,,,,,