এক রক্তিম শ্রাবণে পর্ব-৩৩

0
843

#এক_রক্তিম_শ্রাবণে❤️
#লেখিকা_মালিহা_খান❤️
#পর্ব-৩৩

ঝিরিঝিরি হাওয়া বইছে।রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব।রাস্তার ওপারের সারিবেঁধে দাড়িয়ে থাকা নারিকেল গাছগুলো এঁকেবেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে।মাঝেমধ্য থেমে যাচ্ছে তারপর হঠাৎ হঠাৎ আবারো দুলতে শুরু করছে।আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি।পূর্ণিমা চাঁদের আলোর ঝলকানিতে পুরো উঠোন-বারান্দা আলোকিত।
বারান্দার রেলিংয়ে দুহাত রেখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা।তবে কেনো যেনো এই নির্মল প্রকৃতিও কোনোক্রমেই তার মন ছুঁতে পারছেনা।তার এই মনটা খুব একরোখা স্বভাবের।সেই যে একটা মানুষের কাছে পরে আছে তো পরেই আছে।তাকে ছাড়া কিছুই আর ভালোলাগেনা।

ঘড়ির কাঁটা প্রায় বারোর ঘরে ছুঁইছুঁই।গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত।আশেপাশে একটা কাকপক্ষীও চেঁচাচ্ছেনা।সেই সন্ধ্যা থেকে ঘরে কোনঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিলো না তোহার।বের হয়ে একটু প্রাণভরে শ্বাস নেয়ার জন্য আঁকুপাঁকু করছিলো ছোট্ট মনটা।তাই স্বর্ণালি ঘুমিয়ে পরতেই ধীরপায়ে কোনরকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাড়িয়েছে সে।
চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাড়িয়েছে।না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিলো পাশে তিহান আছে।কিন্তু..কেনো যেনো তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছেনা।
পাশের মানুষটার হাল্কা কাশির শব্দে চমকে চোখ মেললো তোহা।চকিতে পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠলো সে।পাশে তার বাবা দাড়িয়ে আছেন।এই সময়ে একেবারেই অনাকাঙ্খিত মানুষটাকে দেখে প্রবল অসস্তি
জাঁপটে ধরলো তোহাকে।মাথায় ওড়নাটা আরো একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কন্ঠে বললো,
—“আব্বু,তুমি এখানে?”

আরমান সাহেব হাসলেন।মেয়ের কাঁপা কাঁপা কন্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি।এতো স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেনো তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসেনা।তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে।কেমন একটা অপরাধীর মতো দাড়িয়ে আছে সে।যেন রাত বিরেতে এখানে দাড়িয়ে থাকা একটা অন্যায় আর আরমান সাহেব তাকে হাতনাতে ধরে ফেলেছেন।

আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন।পরিবেশটা একটু সহজ করার জন্য নরম কন্ঠে বললেন,

—“চোখ বন্ধ করে কি ভাবছিলে?”

তোহা যেন আরো একটু লজ্জায় পরে গেলো।কি উওর দিবে?সে তিহানের কথা ভাবছিলো?এটাকি আর বলা যায় নাকি।তথাপি একটু মুচরে গেলো সে।আরো একটু গুটিয়ে দাড়িয়ে আঁটসাঁট স্বরে উওর দিলো,
—“কিছু ভাবছিলামনা আব্বু।”

আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন।তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি।বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে।কথাগুলো জানা তার খুব দরকার।নয়তো কোন সিদ্ধান্তে আসতে পারছেন না।
কিছুক্ষন নিরবতায় কাটলো।আরমান সাহেব গলা ঝেড়ে নিরবতা ভাঙলেন।বললেন,

—“দেখো মা,আমি তোমার বাবা।যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের তিন ভাই-বোনকে বড় করেছি।তুমি সবচেয়ে ছোট।আর সবচেয়ে আদরের।আমার কাছে ভয়ের কিছু নেই।বুঝতে পেরেছো?”

তোহা উপরনিচে মাথা নাড়ালেও ভয়টা এতক্ষণে দ্বিগুন হয়েছে তার।একটু পরে হয়তো তিনগুন চারগুণ অবধি ছাড়িয়ে যাবে।
আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন,
—“তোমার সাথে কিছু জরুরি কথা ছিলো।”

—“বলো আব্বু।”বিনীত গলায় উওর দিলো তোহা।তবে এবারো বোধহয় না চাইতেও তার কন্ঠটা একটু কেঁপে গেছে।

—“তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার অধিকার আমার নেই।আমি কখনোই চাইনা আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক।আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করবোনা।তাইনা?”

তোহাকে এবার একটু বিচলিত দেখালো।বাবার কথার মানে গুলো তার মাথায় ঢুকছেনা কোনোভাবেই।এই রাতের বেলা বাবা এসব কেনো বলছে তার অর্থোদ্ধার করা মোটেই সম্ভব হচ্ছেনা।ক্ষণে ক্ষণে পরিবেশটা আরো ভারি লাগছে।

—“তুমি এসব কেনো বলছো আব্বু?কোনো কারণ আছে?”

আরমান সাহেব আর দেরি করলেন না।কোনোরকম অসস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন,
—“তুমি কি তিহানকে পছন্দ করো?”

প্রশ্নটা শুনতেই যেনো কয়েকসেকেন্ড থম মেরে থাকলো তোহা।অত:পর বজ্রহতের ন্যায় একপলক তাকিয়ে মাথা নামিয়ে ফেললো।গলা শুকিয়ে কাঠ।বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত?তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত?নাকি বাবাকে উওর দেয়া উচিত?
বুঝতে পারছেনা।গলার কথাগুলো কেমন জটলা পাঁকিয়ে যাচ্ছে।

—“লজ্জার কিছু নেই মা,নিশ্চিন্তে বলো।”

তোহা বলতে পারলোনা।নিরব হয়ে গুমড়ে রইলো।কেনো সে বলতে পারছেনা কিছু?কেন মনে হচ্ছে সে মুখ খুললেই অনর্থ হয়ে যাবে।উল্টাপাল্টা বকে ফেলবে।

মেয়ের নিরবতা দেখে কিছুক্ষন চুপ রইলেন আরমান সাহেব।অত:পর মাথা ঝুকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন,
—“তবে কি আমি উওরটা “হ্যাঁ” ধরে নিবো?”

এবার আর চুপচাপ থাকতে পারলোনা তোহা।এখনও চুপ থাকলে”তিহান”নামক প্রেমিকটার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে!এই অন্যায় সে করতে পারবেনা।কখনোই না।
উপরন্তু মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা।লজ্জার রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে।
আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন।যেনো বুকের কোনো একটা পাথর নেমে গেলো নিমিষেই।তোহাকে ঘুমাতে যেতে বলতেই একছুটে জায়গা প্রস্থান করলো তোহা।আরমান সাহেব আরো কিছুক্ষন নির্নিমেষ চেয়ে রইলেন কালো আকাশের পানে।
_________________
পরেরদিনটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিলো তোহার।দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিলো।তিহানের ফোন গেছে নষ্ট হয়ে।অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে।সেই
সাথে তোহার জন্য ছিলো একঝাঁক বকা।মূলত তারজন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে।তোহা কিছু বলেনি অবশ্য।বিকেল পর্যন্ত সব ঠি কঠাকই ছিলো তবে একটা বড় ঘটনা ঘটে গেলো বিকেলের পরপরই।

ঘুরে-টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো।তখনই আতিয়া সহাস্য মুখে তার রুমে প্রবেশ করে বললেন,
—“তোহা,তোকে ডাকছে।নিচে আয়।”

—“কে ডাকছে আম্মু?যেয়ে বলো আমি ঘুমাচ্ছি।”বিরক্তি সমেত উওর দিলো তোহা।উওর দিয়েই শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বললো,

—“তোর বাবা ডাকছে।আয় জলদি।”

বাবার কথা শুনে একটু থমকালো তোহা।বাবার বলা কালরাতের কথাগুলো ভাসছে কানের কাছে।বাবা কেন তাকে নিচে ডাকছে?নিচে হয়তো সবাই আছে।সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি?আচানক একটা ভয় ঢুকে গেলো তোহার মনে।তবুও যথেষ্ট স্বাভাবিক কন্ঠে সে উওর দিলো,
—“আচ্ছা আসছি।যাও তুমি।”
____________
হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য।কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র।তোহার পরণে হাল্কা গোলাপী রংয়ের থ্রিপিস।মাথায় সাদা ওড়না।একেবারেই সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক।
সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি।
এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালির পাশে বসে পরলো তোহা।সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আসলে হচ্ছেটা কি।সবার মুখেই মিটিমিটি হাসি।সবাই যেভাবে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করা হচ্ছে।তোহাও চুপচাপ বসে রইলো।তবে বেশিক্ষন অপেক্ষা করতে হলো না।মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি-শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেলো সিঁড়ি বেয়ে।তার মুখে চাপা গোছানো হাসি।

জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা।তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে গেলো তোহা।লোকটা শুরুটা করেছে কি সবার সামনে?পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে?আশ্চর্য!
তবে তাকে যারপরনাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন।উঠলেন তিহানের বাবা আমজাদও।
তিহান হেসে ফেলেছে ততক্ষনে।তোহা আড়চোখে তাকালো।লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশিই মানিয়ে যায়।তাকিয়ে থাকতে ইচ্ছে হয় খালি।নিজেকে সামলে চোখ নামালো তোহা।
আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন।বললেন,”পরিয়ে দাও।”

মূহুর্তেই হতবুদ্ধি হয়ে পরলো তোহা।হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকলো।আচমকা এমন একটা ঘটনাটা বুঝে উঠে,মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে।যখন বুঝে উঠলো তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে।লোকটার মুখের ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য।বাস্তবিকই ঘটছে।কোন সপ্ন নয়।
মনে মনেই কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করলো তোহা।তার জীবনের এই অতি আকাঙ্খিত মূহুর্তটা যে এভাবে অনাকাঙ্খিত একটা সময়ে হুট করেই সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেইনি।

তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিলো ঠি ক সেভাবেই আজও নিজের হাত মেলে দিয়ে বললো,
—“হাতটা..”

এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠলো।মাথা ঝুঁকিয়ে ফেললো সে।কাঁপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙ্গুলটা মূহুর্তেই জলজল করে উঠলো একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে।হাতের সাথে জলজল করে উঠলো তোহার চোখও।
তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন।তবে তোহাকে হাত মেলতে হলোনা।তিহান নিজেই হাত এগিয়ে দিলো।তিহানের হাত স্পর্শ করলোনা তোহা।দু আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিলো।আরো চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা।
তিহানের হাত সরানোর আগেই একফোঁটা নোনাজল টুপ করে গড়িয়ে পরলো সেই হাতের উপর।তিহান বললোনা কিছু।সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে।তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই।

~চলবে~