গ্যাংস্টার লাভ পর্ব-২৭+২৮

0
845

#গ্যাংস্টার_লাভ
#নুসরাত_জাহান_অংকুর
#পার্ট_২৭

রিহা রেগে তাকিয়ে আছে কিন্ত সামনের মানুষ রিহার দিকে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে । টা দেখে রিহা আরো রেগে যায়।

রিহা : অসভ্য লোক ওভাবে তাকিয়ে আছেন কেনো চোখে দেখতে পান না যতসব

রিহা কটমট করতে করতে উঠে চলে যায় আর রাইহান রিহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ।

রাইহান : বাহ মিস ধানিলঙ্কা (বকে বাকা হাসে)
তোমাকে তো আমার চাই যে করেই হোক

বলে উঠে যায় আর এইদিকে এক জোড়া চোখ ওদের দেখে ডেভিল হাসি দেয়। মনে হয় সে এমন কিচু পেয়েছে যার খোজ সে ছিল

এদিকে রিহা রাগে কটমট করতে করতে রুমে ঢুকতে গেলে রেহান এর সাথে খায় ধাক্কা । রিহার তো রাগ ছিল এখন আবার দ্বিগুণ হয়ে গেছে

রিহা : আজ কি ধাক্কা খাওয়া ডে সবাই এসে কেন আমায় ধাক্কা মারছেন হা আমার কি বেথা লাগে না (রাগে রিহার চোখ লাল হয়ে গেছে )

রেহান অবাক হয়ে দেখছে এতো রাগতে আগে দেখেনি

রেহান: কি হইছে তুমি এভাবে রেগে আছো কেনো হা ?
রিহা : আপনি আমায় ধাক্কা মারলেন কেনো হা ?
রেহান: আরে আমি তো বের হচ্ছিলাম তুমি তো
রিহা : এখন সব দোষ আমার তাই না

রেহান রিহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে
রেহান : কি হইছে এতো রেগে আছো কেনো হা তবে যাই বলো রাগলে কিন্ত তোমায় খুব কিউট লাগে মনে হয় খেয়ে ফেলি
রিহা : আপনি মজা করছেন আমার সাথে ?
রেহান : মোটেও না আমার রাগিণীর সাথে কি আমি মজা করতে পারি

বলে হাত ধরে আয়নায় নিয়ে আসে।
রেহান : এই দেখো তোমাকে কতো কিউট লাগছে চোখ লাল নাক ও লাল হয়ে গেছে পুরাই টমেটো ইচ্ছা করছে খেয়ে ফেলি

রিহা আয়নায় নিজেকে দেখছে হটাৎ রিহা বলে।

রিহা : আচ্ছা আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি অন্তরা আপুকে

রিহা কথায় রেহান অবাক কিসের মধ্যে কি রেহান বুঝতে পারছে এই মেয়ের মাথায় সমস্যা আছে। রেহান কে চুপ থাকতে দেখে রিহা আবার বলে

রিহা : কি হলো বলছেন না কেনো ?
রেহান : তুমি কি ঠিক আছো
রিহা : আছি আপনি আপনার প্রশ্নের উত্তর দেন।
রেহান : আরে তোমার সাথে কারোর তুলনা করা যায় তুমি আমার wife আর অন্তরা আমার বোন আমার লাইফ বলতে তুমি আর আম্মু আছো আর কেউ না বুঝছো
রিহা : সত্যি তো ?
রেহান : সন্দেহ আছে তোমরা আমার সব
রিহা : আচ্ছা ঠিক আছে এখন খেতে চলুন
রেহান : হুম কিন্ত হটাৎ এই কথা কেনো?
রিহা : এমনি চলুন

রিহা রেহান এর হাত ধরে খাবার খেতে যায় ।

সবাই খাওয়া শুরু করছে রেহান এর পাশে রাইসা এর অন্তরা বসে আছে আর রিহা মাইশা চৌধুরী এক সাথে বসে আছে

মাইশা চৌধুরী রিহা কে মাছ বেচে দিচ্ছে
দাদী : এতো বড়ো মেয়ে মাছ বেচে খেতে পারে না এ কি করে রেহান কে সামলাবে

রিহা মন চাচ্ছে মাছ তুলে বুড়ির মুখে মারতে কিন্ত কিছু না বলে চুপ করে আছে

রেহান নিজের পেলেট থেকে মাছ রিহার পেলেটে দিয়ে বলে

রেহান : আমাকে ও সামলাবে আমি ওকে সামলাবো এভাবে তো সংসার হবে তাই না
মাইশা চৌধুরী : আমি যত দিন বেচে আছি আমার মা কে আমি দেখবো আমি না থাকলে তখন
রিহা : মামনি কি বলছো
রেহান : আম্মু এই ধরনের কথা বলবে না বলে দিলাম তোমরা ছাড়া আমার আছে কে
মাইশা চৌধুরী : আচ্ছা ঠিক আছে ওতো কষ্ট পেতে হবে না খেয়ে নাও
রিহা : মনে থাকে যেনো তুমি সব সময় আমার সাথে থাকবে
মাইশা চৌধুরী : আচ্ছা ঠিক আছে

সবাই খাচ্ছে রুশ বার বার রিহাকে চোখ মেরে বুঝিয়ে দিচ্ছে রিহা বুঝতে পেরে মুচকি হাসছে

অন্তরা : রেহান আমাকে একটু মাছ বেচে দাও না প্লিজ

রেহান একবার রিহার দিকে তাকিয়ে বলে
রেহান : আমার খাওয়া শেষ খালা মনি তুমি বেচে দাও আমি গেলাম

রেহান উঠে যেতেই রিহা ও উঠে যায় । যাওয়ার আগে বলে

রিহা : এতো বড়ো মেয়ে যখন মাছ বাঁচতে পারবে না বলছিলেন তো এখন কই গেলো (অন্তরার দাদীর দিকে তাকিয়ে)
অন্তরা : রিহা তুমি আমাকে বললে।
রিহা : আমি কাউকে বলিনি যদি কেউ ভেবে নেয় তো আমার কিছু করার নেই

বলে রিহা চলে যায় মাইশা চৌধুরী ও মুচকি হেসে চলে যায় ।

রিহা ঘরে গিয়ে দেখে রেহান ল্যাপটপ নিয়ে বসছে

রিহা : এখানে এসেও আপনার কাজ তাহলে আসতে কে বলছে অসহ্য
রেহান : আরে একটা কাজ ছিল
রিহা : রাখেন আপনার কাজ ওতো কাজ কাজ করেন কেনো বলেন তো ঘুরতে এসে ও আপনার কাজ
রেহান : তো কি করবো ?
রিহা : কি করবেন মানে ঘুরতে এসে ও কাজ বিয়ের পর কোথাও নিয়ে গেছেন এখন এখানে এসে ও কাজ তাহলে কাজকে বিয়ে করতেন (রেগে)

রেহান ল্যাপটপ রেখে রিহাকে জড়িয়ে ধরে বলে
রেহান: তুমি তো বিয়ে মেনে নাওনি তাহলে কেনো ঘুরতে নিয়ে যাবো
রিহা : আচ্ছা নিয়ে যাবেন না তাহলে কেনো ধরছেন আমাকে হা কেনো ছাড়েন
রেহান : ইচ্ছা তাই আগে বলো আজ কইদিন তোমার ঝগার কেমন একটা চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে বেপার কি হুম (ভ্রু কুচকে)
রিহা : ওটা আপনার মনের ভুল এখন সরুন ঘুমাবো।
রেহান : আচ্ছা ঠিক আছে কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাবো কেমন
রিহা : কেমন নিয়ে যাবেন জানা আছে
রেহান : দেখে নিও।
রিহা : ওকে এখন ঘুমান
রেহান : ঘুম পাড়িয়ে দাও
রিহা : চুপ চাপ ঘুমান

রেহান আর কি শুয়ে পরলো আর রিহা মুচকি হেসে রেহান এর পাশে ঘুমিয়ে পরলো

পরের দিন সকালে
রিহা উঠে সবার সাথে পুকুরে গেছে আজ সবাই ওখানে গোসল করবে রিহা সাঁতার জানে না তাই কিনারায় বসে আছে

রুশ : রিহা আয়না না
রিহা : তোমরা কর আমি করেছি ।
রুশ : আচ্ছা ঠিক আছে আমার কইটা পিক তুলে দে।
রিহা : ওকে

রিহা কিনারার একদম আছে এসে পিক তুলছে আর রুশ পোজ দিচ্ছে। রুশ গোসল করে চুল মুছছে আর রিহা নিজের পিক তুলছে হটাৎ রিহা কে ধাক্কা khe রিহা পুকুরে পড়ে যায় পুকুর অনেক গভীর রিহা ছটপট করছে কিন্ত কেউ দেখছে সবাই নিজের মতো বেস্ত হটাৎ রুশ এর চোখ যায় রুশ চিৎকার করে উঠে

রুশ : রিহা

রুশ এর চিৎকারে সবাই তাকিয়ে দেখে রিহা ডুবে যাচ্ছে অন্তরা সবাই যে ডাকে হটাৎ কোথা থেকে রাইহান এসে ঝাঁপ দেয়

রিহাকে কোনো মত তুলে নিয়ে আসে রুশ অন্তরা রিহার কাছে ছুটে আসে।

রুশ : ওর পেট থেকে তাড়াতাড়ি পানি বের করতে হবে যে করেই হোক

রাইহান রিহার পেতে চাপ দেয়।

অন্তরা : ওকে বাসায় নিতে হবে
রুশ: হা
রাইহান : ও যখন সাঁতার জানে না তাহলে নামতে গেলো কেনো আর তোমরা কি করেছিলে (চিৎকার করে)

রুশ : এখন এসব বলার টাইম না ওকে তাড়াতাড়ি নিতে হবে

রাইহান রিহাকে কোলে করে নিয়ে যায় রুশ আর অন্তরা ও পিছনে পিছন যায় । রাইহান বাসায় নিয়ে রিহাকে সোফায় শুয়ে দেয়। রিহাকে দেখে মাইশা চৌধুরী কেদে উঠে মেয়েতার মুখ সাদা হয়ে গেছে

মাইশা : কি হলো রিহার হা তোমরা থাকতে ওর এই অবস্থা হয় কি করে
রাইহান: আন্টি ওকে ডক্টর দেখাতে হবে নাহলে অনেক দেরি হবে
মাইশা চৌধুরী : কেউ রেহান কে ডাকো (চিৎকার করে)

রুসা তাড়াতাড়ি রেহান কে ডাক দেয়। রাইহান রিহার পেতে চাপ দিয়ে অনেকটা পানি বের করে ফেলেছে । রুশ এর ডাকে রেহান আর অনির্বাণ ছুটে আসে রিহাকে এভাবে দেখে রেহান ছুটে রিহাকে ধরে

রেহান : কি হইছে আমার রিহার ও ঐভাবে শুয়ে আছে কেনো হা কি হইছে
রাইহান : সরেন ওকে চেঞ্জ করতে হবে কেউ এসে ওকে চেঞ্জ করে দাও
রেহান : আমি করাচ্ছি
রাইহান : আপনি কেনো করবেন
রেহান : রিহা আমার wife ওকে (চোখ লাল করে)

রেহান কোনো কথা না বলে রিহাকে কোলে তুলে উপরে যায় পিছন পিছন সবাই যায়।

কিছুক্ষণের মধ্যে ডক্টর আসে রেহান তো প্রায় পাগল হবার মত অবস্থা মাইশা চৌধুরী তো কান্না করছে কিছুক্ষণের মিধ কি হয়ে গেলো

ডক্টর রিহাকে দেখে ইঞ্জেকশন দিয়ে বলে বেশি কিছু হইনি অনেকটা পানি খেয়ে ফেলছে কিছুক্ষণের মধ্যে সেন্স ফিরবে

রেহান রিহার জামা চেঞ্জ করিয়ে দেয়। রিহার সেন্স ফিরলে দেখে রেহান আর মাইশা চৌধুরী বসে আছে

মাইশা চৌধুরী : রিহা মা শরীর খারাপ করছে কিছু হবে না মা আমরা তো এখানেই আছি
রিহা : আমি ঠিক আছি মামনি (অস্পষ্ট স্বরে)
রেহান : তুমি কি করে পরলে হা (রেগে)

রিহা কিছুক্ষণ চুপ থেকে বলে
রিহা : পা পিছলে
রেহান : সাঁতার যানো না তাহলে কেনো নামতে গেলে আমাকে কি একটু শান্তি দেওয়া যায় না

মাইশা চৌধুরী রেহান কে শান্ত করে সবাইকে নিয়ে বাইরে চলে যায় এখন ওদের একটু একা থাকতে দেওয়া দরকার

সবাই চলে যেতেই রিহা উঠে বসে
রিহা : আমি তো
রেহান : তুমি কি হা বলো কি আমাকে না কষ্ট দিলে তোমার ভালো লাগে না তাই না এভাবে কষ্ট না দিয়ে মেরে ফেলো

রিহা রেহান কে জরিয়ে ধরে বলে।
রিহা : আপনার কিছু হলে আমি কার সাথে ঝগড়া করবো কাকে জ্বালাবো হুম
রেহান …..
রিহা : বাচ্চা দের মত কাদছেন কেনো হুম

রেহান এবার রিহাকে জড়িয়ে ধরে কেদে উঠে
রেহান : তুমি জানো না তোমার ওভাবে দেখে আমার কত কষ্ট হইছিলো যানো না মনে হচ্ছিল জান টা চলে যাবে যাবে
রিহা : হ্ন জানি এখন এভাবে না কেদে বলেন কখন ঘুরতে নিয়ে যাবেন আপনি কিন্ত বলছিলেন

রিহার কথায় রেহান রিহাকে ছেরে দিয়ে রিহার দিকে তাকিয়ে আছে ।

রিহা : এখন অন্য কথা বললে কিন্ত আপনার সাথে কথা নেই (গাল ফুলিয়ে)

রেহান হাসবে না কাঁদবে নিজের বুঝতে পারছে না একটু আগে মেয়েটা কিভাবে ছিল আর এখন সেন্স ফীরার সাথে সাথে দুষ্টুমি শুরু

রেহান : তুমি তো তুমি তোমার মত কেউ নেই
রিহা : হি হি হি জানি তো আমার মত কেউ নেই আমি খুব unque

চলবে

#গ্যাংস্টার_লাভ
#নুসরাত_জাহান_অংকুর
#পার্ট_২৮

রেহান : এখন তুমি রেস্ট করো আমি খাবার আনছি কেমন (রিহার গালে হাত দিয়ে )
রিহা : আচ্ছা

রেহান বের হতে গেলে রুশ আসে
রেহান : ওর কাছে বসো আমি আসছি
রুশ : জী

রেহান চলে যেতেই রুশ রিহার পাশে বসে

রুশ : এখন কেমন লাগছে রে?
রিহা : ঠিক আছি তোকে একটা কথা বলার ছিল
রুশ : আমি ও তোকে বলতে চাইছি
রিহা : ওকে তুই বল
রুশ : তুই বল
রিহা : ওকে আমি সেই সময় পা পিছলে পড়ে যাইনি আমাকে ধাক্কা মারছিল
রুশ : কে সেটা কি জানিস ?
রিহা : হুম অন্তরা আপু আমি যখন পিক তুলছিলাম তখন ক্যামেরায় আমি অন্তরা আপুকে দেখছি আমি পিছন ফিরে তাকানোর আগেই ধাক্কা মারে
রুশ : আমার ও সন্দেহ হচ্ছিল আর যখন আমি তোকে দেখি তুই ডুবে যাচ্ছিস তখন অন্তরা হাসছিল
রিহা : কিন্ত অন্তরা আপু এমন কেনো করবে আগে কখনো তো আমার সাথে খারাপ ব্যাবহার করে নি আমাকে নিজের বোন এর মত দেখতে
রুশ : আরে জানিস না ছিনেমায় তো হয় দেখিস না হিরোর জন্য লড়াই
রিহা : চুপ থাক আমার তো টা মনে হয় না
রুশ : তাহলে দেখতে হবে কি কারণ তোকে ও বলছি রেহান ভাইয়া কে ওতো সহজে হারাতে দিস না বুঝলি রেহান ভাইয়ার মত মানুষ হয় না আজ কাছে আছে বলে দাম দিচ্ছিস না কিন্ত যেদিন থাকবে না
রিহা : হইছে অনেক বড়ো দের মত কথা শিখেছিস এখন চুপ যা
রুশ : ভালো কথা বললে গায়ে লাগে না

রেহান : কিসের কথা গায়ে লাগে না হুম ?

রিহা আর রুশ তাকিয়ে দেখে রেহান দরজায় খাবার হাতে হেলান দিয়ে দাড়িয়ে আছে

রুশ : আরে ভাইয়া তেমন কিছু না আমার বোন কে বলছি সাবধানে থাকতে
রেহান : তাই বুঝি
রিহা : তাই নই তো কি আমরা কি মিথ্যে বলি
রেহান : আমি কখন বললাম ?
রিহা : হইছে অনেক বলছেন এখন খেতে দিন খুদা লাগছে
রুশ : আচ্ছা তুই খা আমি পরে আসবো
রেহান : কেনো বসো নাকি আমার বন্ধু কে একা রাখতে ইচ্ছা করছে না
রুশ : আপনি ও না

রুশ হাসতে হাসতে বেরিয়ে যায়

রিহা : অনেক হইছে এখন খাইয়ে দিন
রেহান : কেনো পানি খেয়ে পেট ভরে নি
রিহা: 😒
রেহান : দিচ্ছি

রেহান রিহাকে খাইয়ে দিচ্ছে তখন অন্তরা আসে

অন্তরা : রিহা এখন কেমন লাগছে ?
রিহা : মিরিনি এখন ও (দাতে দাত চেপে)
রেহান : রিহা কি ধরনের কথা
অন্তরা : আরে বাদ দাও বাচ্চা মানুষ
রিহা : হুম আপু হটাৎ আসলে যে
অন্তরা : তোমাকে দেখতে যা ভয় পাইয়ে দিয়েছিলে না কি বলবো
রিহা : শুধুই কি আমাকে দেখতে (আড় চোখে)
অন্তরা : না মানে
রিহা : আসল কথা বলে ফেলুন কেনো করছেন ?
অন্তরা : কি ?(অবাক হয়ে)
রিহা : আরে আসছেন কিসের জন্য তাই বলছি এতো কষ্ট করার দরকার আছে আমাকে ডাকলেই আসতাম
অন্তরা : না মানে রেহান আমরা ছাদে আড্ডা দিচ্ছি তুমি কি আসবে

রেহান বলার আগেই বলে
রিহা : হা আপু আমরা আসছি
অন্তরা : আরে তুমি তো অসুস্থ তোমাকে
রিহা : আমার তেমন কিছু হইনি ঠিক আছি
রেহান : অন্তরা তুমি যাও আমি আসছি
অন্তরা : আচ্ছা

অন্তরা দরজার কাছে গিয়ে রেহান দের দিকে তাকালো রেহান রিহার মুখে খারাব ধরে রিহা মুখে না ধরে রেহান কে জড়িয়ে ধরে। অন্তরা কিছু না বলে চলে যায়।

রিহা একটা ডেভিল স্মাইল দিয়ে যখন বুঝতে পারে ও কি করছে তখন রেহান কে ছেরে মাথা নিচু করে বসে থাকে । রেহান তো অবাক

রেহান : আমি কি ঘুমিয়ে আছি ?
রিহা : কেনো বলুন তো
রেহান : না তুমি আমাকে জড়িয়ে ধরলে এটা কি আমি স্বপ্ন দেখছি
রিহা : কেনো ধরতে পারি না। নাকি অন্য কারোর ধরার কথা হুম কোথাও কি আফেয়ার করছেন নাকি সত্যি বলবেন
রেহান : করলে ও কি তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে আমি যার সাথে করি

কথা টা শেষ করার আগেই রিহা রেহান এর কলার ধরে বলে

রিহা : এক গুসি দিয়ে নাক ফাটিয়ে দেবো বুঝছেন আমার ক্যারাটে কি ভুলে গেছেন
রেহান : বাপরে স্বামী কে মারলে কিন্ত আল্লাহ পাপ দেবে
রিহা : আল্লাহ ও বুঝবে এখন চলুন ছাদে গিয়ে দেখি কি নাটক দেখায়
রেহান: নাটক ?
রিহা : ওটা আপনি বুঝবেন না
রেহান : ওকে তুমি বুঝলে হচ্ছে

রেহান রিহাকে নিয়ে উপরে যায় । সবাই মিলে ট্রুথ আর dare খেলছে

সবার পালা শেষ অন্তরার পালা আসলে অন্তরা ট্রুথ নেয়। রিহা বলে

রিহা : আচ্ছা আপু আপনি এমন কিছু কি লুকিয়েছে যা কেউ জানে না আর সেটা কি?

রিহার কথায় অন্তরা কিছুক্ষণ রিহার দিকে তাকিয়ে বলে

অন্তরা : না আমি এমন কিছু লুকাইনি
রিহা : সত্যি তো?
অন্তরা : এখানে মিথ্যে বলার কি আছে
রুশ : সেটা আপনার মন আর আপনি জানেন
আনিকা : হইছে এবার দেখি কার পালা আসে

খেলার পর এবার রেহান এর পালা আসে
রেহান : আমি কি নেবো?
রুশ : আমি বলছি আপনি dare নেবেন
রেহান : খাইছে রেহান তুই তো শেষ (বির বির করে)
রিহা : ওতো কথা না বলে যান

রেহান এর পাশে রিহা ছিল তাই রেহান এর কথা কেউ না শুনলে রিহা শুনে ।রেহান একটা নিশ্বাস ছেড়ে বললো

রেহান : কি করতে হবে ?
রুশ : বেশি কিছু না just আপনার বউ কে প্রোপজ করতে হবে হিরো স্টাইল এ আর একটা কিস করতে হবে

রুশ এর কথায় রেহান আর রিহা একে অপরের দিকে তাকিয়ে আছে ।

অন্তরা : এটা কি ধরনের dare
রুশ: ভাইয়ার যদি প্রবলেম না হয় তাহলে আপনি কেনো বলছেন
অন্তরা : আমি

অন্তরা কে বলতে না দিয়ে রেহান বলে

রেহান : আচ্ছা ঠিক আছে

রেহান উঠে ছাদ থেকে একটা ফুল ছিড়ে রিহার সামনে দাঁড়ায় । রিহা যে উঠিয়ে বলে

রেহান : তোমাতে পরিপূর্ণ আমি,তোমাতে সীমাবদ্ধ ,
মাছ যেমন পানি ছাড়া ছটপট করে তেমনি তুমি হিন আমি অসমাপ্ত ,বাঁচতে ঠিকই পারবো তবে সেটা জীবন্ত লাশ হয়ে , অনেক অপেক্ষা করেছি আর পারছি না ক্লান্ত খুব আমার এই মন তোমার তোমার ভালোবাসার জন্য ছটপট করছে দেবে কি সুজক ধরবে কি হাত বাঁধবে কি তোমার মায়ার বাঁধনে । একটা বার শুধু হাত টা ধরে দেখো আমার সব ভালোবাসা তোমায় উজাড় করে দেবো একটা বার বিশ্বাস করে দেখো ঠকতে দেবো না

রেহান ছলছল চোখে রিহার দিকে তাকিয়ে আছে রিহা চুপ করে দাড়িয়ে আছে । রেহান মাথা নামিয়ে নেয় ভাবছে রিহা হইতো ফিরিয়ে দেবে কিন্ত রিহা অবাক করে রেহান এর হাত থেকে ফুল নেয়। এটা দেখে রেহান খুশি হয়ে উঠে দাড়ায়

পাস থেকে রুশ বলে
রুশ : ভাইয়া কিস

রেহান রিহার দিকে তাকিয়ে আছে হইতো রিহার চোখ পড়তে পারছে । রেহান রিহার কপালে আলতো করে একটা ভালোবাসার ছোয়া দেয়

রেহান : এখন অল্পে ছেরে দিলাম যেদিন আমার ভালোবাসার কাছে তুমি হারবে সেদিন আমার সব ভালোবাসা দেবো (রিহার কানে ফিসফিস করে)

রুশ ছিটি বাজায়। অন্তরার সব ফ্রেন্ডরা হাত তালি দেয়।

রাতে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে । রিহা আর রেহান পাশাপাশি রেহান রিহাকে মাছ বেচে দিচ্ছে।

রিহা আড়চোখে বার বার অন্তরা কে দেখছে ।অন্তরা ও রিহাকে দেখছে

দুইজনের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে কিন্ত একজনের দৃষ্টি যে ওদের দিকে সেটা ওরা কেউ খেঁয়াল করেনি । তিনজন নিজেদের মতো করে ভাবছে

খেলা তো সবে শুরু হইছে দেকা যাক এই খেলায় কে বাজিমাত করে। লাস্ট মোমেন্ট এ ও খেলা ঘুরে যেতে পারে। সব নির্ভর করছে খেলোয়াড়ের উপর।

খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়।

চলবে