জোর করে বিয়ে পার্টঃ ৭

0
2384

#জোর_করে_বিয়ে
পার্টঃ ৭
লেখকঃ সিয়াম হোসেন

এদিকে সিয়াম বাড়িতে আশায় বসে আছে তার বাবা কখন আসবে সানজিদার বাসা থেকে । অবশেষে সিয়ামের অপেক্ষার অবসান ঘটলো ।
-আব্বু তুমি এসেছো । (সিয়াম)
-হুমম
-কি বললো তারা । (সিয়াম)
সিয়ামের বাবা কিছুক্ষন চুপ থেকে বললেন ।
-আমি গিয়েছিলাম ওদের বাসায় কিন্তু হঠাৎ করে সানজিদার বাবার অসুখ হয়ে পড়ায় ও বাসায় চলে গিয়েছে আসতে কয়েকদিন দেড়ি হবে । (বাবা)
-কি হঠাৎ করেই অসুখ হয়েছে নাকি তুমি আমাকে মিথ্যা বলছো । (সিয়াম)
-আমি কেনো তোকে মিথ্যা কথা বলতে যাবো । (বাবা)
-আমি মানতে পারছি না দাড়াও গিয়ে দেখে আসি । (সিয়াম)
-তুই এখন সেখানে গিয়ে কি করবি এর থেকে বাসায় থাক কয়েকদিন বাদে যখন ও আসবে তখন না হয় বিয়ের কথা বলবো । (বাবা)
-ঠিক আছে । (সিয়াম)
-হুমম এখন যা নিজের রুমে গিয়ে শুয়ে থাক আর বাসা থেকে বের হবি না । (বাবা)
-কেনো বাসা থেকে বের হবো না । (সিয়াম)
-আরে তোর বিয়ের কথা যদি জানতে পেরে যাই কেউ তাহলে তোর সাথে মজা করবে । (বাবা)
-কে মজা করবে তার নাক ফাটিয়ে দিবো । (সিয়াম)
-দেখ এখন আর কোনো ঝামেলা করবি না । নাহলে কিন্তু আমি সানজিদার কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো না । (বাবা)
-আচ্ছা যাচ্ছি । (সিয়াম)
সিয়াম নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো । তারপর সিয়াম আর কয়েকদিন বাসা থেকে তেমন একটা বের হয় না ।
অপরদিজে সিয়ামের বন্ধুরা । ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে ।

-এই আজ কয়েক দিন ধরে সিয়ামকে দেখছি না সিয়াম কই । (রাফি)
-আসলেই তো কোথায় ও । (আশিক)
-দাড়া ফোন দিয়ে দেখি কি বলে । (রাফি)
রাফি সিয়ামের কাছে ফোন দিলো কিন্তু দুর্ভাগ্যক্রমে ফোনটা বন্ধ ।
-আরে ফোন দেখি বন্ধ । (রাফি)
-আচ্ছা বাদ দে আজকে সিনেমা হলে একটা নতুন ছবি মুক্তি পাচ্ছে চল যায় । (সোহাগ)
-তোর কাছে তো থাকেই এই খবর কখন নতুন ছবি আসবে । (আশিক)
-হি হি হি চল । (সোহাগ)
-হুমম চল । (আশিক)
সবাই মিলে সিনেমা হলে যাচ্ছে ।

-এই দাড়া । (আশিক)
-কেনো রে কি হলো । (রাফি)
-এইটা আমাদের ভাবি মানে সানজিদার বান্ধবীদের মামার বাসা না । (আশিক)
-হুমম তো । (রাফি)
-আরে দেখ বাড়িটা সাজানো হচ্ছে তার মানে আমাদের ভাবির বান্ধবীর মনে হয় বিয়ে । (আশিক)
-ও তাহলে তো বিয়েতে আসতে হবে শত হোক ভাবির বান্ধবী বলে কথা । (রাফি)
কথাটা বলার সাথেই সবাই হেঁসে উঠলো । কিছুক্ষন বাদে সানজিদা বাসা থেকে বের হলো ।

-ওই দেখ ভাবি বাসা থেকে বের হচ্ছে । (রাফি)
-চল যাই ।(আশিক)

-আসসালামু ওয়ালাইকুম ভাবি । (আশিক)
-ওই কে ভাবি । (সানজিদা)
-কেনো আপনি জানেন না । (আশিক)
-ওই আমি তোদের ভাবি হলাম কবে হু । (সানজিদা রেগে গিয়ে)
-যেদিন থেকে সিয়াম আমাদের বলেছে আপনি আমাদের ভাবি সেদিন থেকে । (আশিক)
-চুপ বেয়াদপ । (সানজিদা)
-যাই হোক আপনার বান্ধবীর বিয়ে আর আমাদের দাওয়াত দিলেন না । (আশিক)
-আপনাদের কে বললো আমার বান্ধবীর বিয়ে । (সানজিদা)
-বলতে হয় নাকি সাজানো দেখলেই তো বোঝা যায় (আশিক)
-অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না আবার যেটা হয় সেটা দেখা যায় না । (সানজিদা)
-মানে । (আশিক)
;-মানে এখানে মিমের বিয়ে হচ্ছে না । (সানজিদা)
-তাহলে কার বিয়ে আপনার । (আশিক)
-হুমম আমার । (সানজিদা)
-হি হি ভাবি দেখি ভালো মজা করতে পারেন । (আশিক)
-ওই আবার ভাবি । আর আপনাদের সাথে মজা করে আমার লাভ কি । (সানজিদা)
-আছেই তো হয়তো সিয়ামকে ভয় পান সেই জন্য মিথ্যা কথা বলছেন । (আশিক)
-হি হি হাঁসালেন আমি সিয়াম কে ভয় পায় কখনই না আর এই নিন । (সানজিদা)
-কি এটা । (আশিক)
-আমার বিয়ের কার্ড সিয়ামকে গিয়ে দিবেন দাওয়াত রইলো চাইলে আপনারাও আসতে পারেন । (সানজিদা )
কথা গুলো বলে চলে গেলো
-কিরে সানজিদার বিয়ে মানে কি সিয়ামকে তো বলতে হয় । (আশিক)
-হুমম । (রাফি)
-চল ওর বাসায় যায় । (আশিক)
-আচ্ছা চল (সবাই)
সবাই মিলে সিয়ামের বাসায় চলে গেলো ।
-আন্টি সিয়াম কোথায় । (রাফি)
-ও তো রুমে আছে । (সিয়ামের মা )
সবাই সিয়ামের রুমে গেলো ।
-কিরে তোরে এখানে । (সিয়াম)
-ভাই তোর জন্য একটা গরম খবর আছে । (আশিক)
-কি গরম খবর শুনি । (সিয়াম)
-সানজিদার বিয়ে হচ্ছে আগামী পরশু । (আশিক)
-মানে কি বলছিস । (সিয়াম)
-সত্যি ।
-না এটা কি করে হয় আব্বু যে বললো ও নাকি গ্রামের বাড়ি গিয়েছে । (সিয়াম)
-কে বলছে আংকেল তাহলে তোকে মিথ্যা কথা বলছে এই দেখ সানজিদার বিয়ের কার্ড তোকে দিতে বলেছে । (আশিক)
-ঠিক আছে তোরা এখন যা আমি আব্বুর সাথে কথা বলছি আর যখন লাগবে তোদের ফোন দিবো । (সিয়াম)
-আচ্ছা । (আশিক)
ওরা সবাই চলে গেলো । সিয়াম তো রেগে সোজা গেলো তার বাবার কাছে
-আব্বু । (সিয়াম জোরে করে ডাক দিয়ে )
-কি হয়েছে এতো জোরে ডাকছিস কেনো (বাবা)
-তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেনো । (সিয়াম)
-আমি তোকে মিথ্যা কথা বলছি কে বললো । (বাবা)
-তুমি যে বললে সানজিদা বলে ওর গ্রামের বাড়ি গেছে । (সিয়াম)
-হুমম এখানে মিথ্যার কি আছে । (বাবা)
-ও গ্রামের বাড়ি যায় নি আর আগামী পরশু ওর বিয়ে । (সিয়াম)
-কি কি বলছিস এসব । (বাবা)
-হ্যা আমি ঠিকই বলছি এই যে ওর বিয়ের কার্ড । কেনো তুমি আমাকে মিথ্যা কথা বললে । ঠিক আছে এখন আর তোমাকে কিছুই করতে হবে না যা করার আমিই করবো । (সিয়াম বলেই বেড়িয়ে গেলো )
-দেখ সিয়াম তুই কিন্তু কিছু করবি না । (সিয়ামের বাবা )
কে শোনে কার কথা ।

সিয়াম ফোন বের করে আশিকের কাছে ফোন দিলো ।
-ওই আশিক তোরা কই । (সিয়াম)
-এই যে রাস্তার মাথায় আছি । (আশিক)
-ওখানেই দাড়া আমি আসছি । (সিয়াম)

-হুমম সিয়াম বল এখন কি করবি । (আশিক)
-কি করবো ভাবা হয়ে গেছে সন্ধ্যার পরে সবাই যাবো । (সিয়াম)
-কোথায় । (আশিক)
-কোথায় আবার সানজিদাকে তুলে আনতে (সিয়াম)
-কি ।
-অবাক হবার দরকার নেই এখন চল (সিয়াম)
সবাই মিলে ঘুরতে বের হলো । সন্ধ্যার সময় সিয়াম আর ওর বন্ধুরা সবাই মিমের মামা বাড়ির সামনে দাড়িয়ে আছে । মিমের মামা এখনও অফিস থেকে আসেনি আর ওর মামি রান্না ঘরে । সানজিদার বাবা মা অন্য একটা রুমে । আর এক রুমে মিম ও সানজিদা বসে গল্প করছে ।
সিয়াম আর আশিক জানালা দিয়ে সানজিদাদের ঘরে ঢুকে আশিক মিমের মুখ চেপে ধরে আছে যাতে চিৎকার দিতে না আর আর সিয়াম সানজিদাকে অজ্ঞান করে জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে । আশিকও মিমকে অজ্ঞান করে দিয়ে বিছানায় শুয়ে দিলো । সবাই মিলে সানজিদাকে নিয়ে কাজি অফিসে হাজির । সিয়াম আর সানজিদার বিয়ে সাক্ষী আছে সিয়ামের বন্ধুরা । কিন্তু সানজিদার এখনও জ্ঞান ফিরে নাই । জ্ঞান ফিরছে না দেখে সিয়াম সানজিদার মুখে পানি ছিটিয়ে দিলো ।
-আমি এখানে কেনো এটা কোন জায়গা । (সানজিদা জ্ঞান ফেরার সাথে)
-এটা কাজি অফিস আর এখন তোমার আর‌ আমার বিয়ে (সিয়াম)
-কি আপনার আর আমার বিয়ে কখনই না আমি আপনাকে বিয়ে করতে পারবো না । (সানজিদা)
-বিয়ে তো করতেই হবে আপসে না করলে জোর করে করবো নাও সাইন করো এখানে । (সিয়াম)
-আমি সাইন করবো না দেখি কি করতে পারো । (সানজিদা)
-সাইন না করলে তোমার আব্বুর সাথে কি হবে বুঝতেও ‌পারবে না । তুমি কি মনে করছো তোমাকে তুলেছি আর তোমার আব্বু কে তুলতে পারবো না । (সিয়াম)
-মানে কোথায় আমার আব্বু । (সানজিদা)
-আগে এখানে সাইন করো তারপর । (সিয়াম)
সানজিদা নিজের বাবাকে নিয়ে ভয়ে আছে সেই জন্য সাইন করে দিলো ।
-তোমার বাবা সুস্থ আছে কারণ আমরা তাকে কিছু করেনি হি হি হি । (সিয়াম)
কথাটা বলেই আবার সানজিদাকে অজ্ঞান করে দিয়ে বাসায় নিয়ে আসলো ।
-এটা কে । (সিয়ামের মা )
-তোমার বউ মা । (সিয়াম)
-মানে আমি বিয়ে করেছি এখন সরো । (সিয়াম)
সিয়াম সানজিদাকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলো ।

চলবে