নিশি পর্ব:26+27+28+29

0
2085

নিশি
লেখিকা : অন্না
পর্ব:26+27+28+29
পর্ব: 26
,
,
নিরব::: এই নিশু তোমার মনে আছে এখানে আমরা আগে রোজ বসে থাকতাম,কত্ত গল্প করতাম,,,কত্ত বাদাম খেতাম,,,, আর এখানে অনেক পিচ্ছি খেলতো আর ওখানে অনেক বসে থাকতো,,,,, আর। ,,,,
,
নিশি:::: এমন করছো কেনো তুমি??
,
,
নিরব :;:: কই,,, আমি একদম ঠিক আছি,,, আমার কি হবে,,,কিচ্ছু হয় নি,,,আসলে অনেকদিন পরে এসেছি তো তাই একটু এক্সসাইটেড হয়ে পরেছি,,,,,,,,
,
নিশি হঠাৎই নিরবকে জরীয়ে ধরলো,,,,,,
নিরব নিমিষেই নিশিকে জরীয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করলো,,,,, নিশি চুপ করে নিরবকে নিজের বাহুডোরে জরীয়ে নিয়ে বসে আছে,,, নিরব কান্না করেই যাচ্ছে,,,, কিন্তুু নিশি নিরবকে বাধা দিচ্ছে না,,,,
,
নিশি::”( কাদো নিরব কাদো,,,, তোমার কাদার প্রয়োজন আছে,এতো কষ্ট তুমি কি ভাবে সহ্য করবে বলো,,,তোমার তো অভ্যেস নাই,,কিন্তুু আমার জন্য তুমি সেটাও সহ্য করে নিচ্ছো,,,,, আমি তোমাকে দেখতে পারছি না,,,তোমাকে শক্ত হতে হবে নিরব)
,
নিরব::::i love you nishi,,, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি নিশু,,, তোমাকে ছারা আমি এক মুহুর্তও থাকতে পারবো না,,, তুমি আমাকে একা রেখে যেওনা নিশু,,প্লিজ প্লিজ প্লিজ,,,,,
,
নিরবের কথা শুনে নিশি থ মেরে গেলো,কারন নিরবের কথার উত্তরে নিশির কোনো কথা জানা নাই,,,
,
নিশি::::: ভালোবাসি,,,,আমিও খুব ভালোবাসি তোমায়,,,, প্লিজ এমন করো না,, আমি তোমাকে এভাবে দেখতে পারছি না,,,,,, আমার খুব কষ্ট হচ্ছে,,,,
,
নিরব:::: তুমি কষ্ট পেওনা জান,আমি একদম ঠিক আছি,,,দেখো আমি আর কাদছি না,,,,,,, তুমি কষ্ট পেয়োনা প্লিজ,,,, তোমার কষ্ট আমার সহ্য হয় না,,,,
,
নিশি:::’ তুমি এতো ভালো কেনো নিরব,,,এতোটা ভালো কেনো বাসো,,, কাউকে এতোটা ভালোবাসা উচিৎ না তুমি জানোনা//?
,
নিরব::::: আমি অন্য কাউকে ভালোবাসতে চাইনা নিশু,,,আমি শুধু তোমাকে ভালোবাসি নিশু,,,আর তোমাকেই বেসে যাবো,,,,
,
নিশি:::: এই পৃথীবিতে অনেক মানুষ আছে যারা একে অপরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেও তারা তাদের ভালোবাসা নিজের করে পায় না,, আবার অনেক এ আছে ভালোবাসলেও মুখ ফুটে বলতে পারে না,,,, আবার অনেক এই আছে অন্যের ভালোর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করে,,,, আবার অনেক এ আছে যাদের কাছে ভালোবাসার কোনো মুল্যই নাই,,, সব সময় ভালেবাসার মানুষের মিল হয় না,,তার জন্য তাদের ভালোবাসাটা মিথ্যা নয়,, ভালোবাসলেই তাকে নিয়ে সারাজীবন কাটাতে হবে সেটার কোনো মানে নাই,,,, দুর থেকে ভালেবাসা হয়,,, সে ভালোবাসা সব ভালোবাসার থেকে মজবুত ,,, তুমি তোমার ভালোবাসায় আমায় বাচিয়ে রাখবে নিরব,,, সব ভালোবাসা সুখের হয় না,,,, এমন করলে হবে না ,,,,
,
নিরব:::: আমি কিচ্ছু জানিনা,,,
,
নিশি:::: আমায় কথা দাও তুমি আর কখনও এভাবে কাদবে না,,,,, সব সময় ভালো থাকবে,,,,, সবাইকে নিয়ে খুসী থাকবে,,,, যেমনটা আগে ছিলে ,,, আমি আমার আগের নিরবকে চাই,,,, দিতে পারবে না আমাকে আমার আগের নিরবকে,,,,,,,,,,প্লিজ,,,,
,
নিরব:::: এভাবে প্লিজ বললে কে তোমার কথা অমান্য করবে শুনি,,,, কথা দিলাম,,,, তুমি যা চাইবে তাই হবে , ,,
,
নিশি::: আচ্ছা???
,
নিরব:::: আমাকে ভুলে যাবেনা তো নিশু??
,
নিশি ::::: মরার পরেও আত্মা হয়ে তোমার ঘাড়ে বসে থাকবো,,, তখন বুঝো কেমন লাগে,,,,,,
,
নিরব:::: তাই,,,,,,,
,
নিশি;::: একই প্রশ্নটা যদি আমি করি??
,
নিরব::::কি মনে হয় তোমার???
,
নিশি নিজের হাতটা নিরবের বুকের বাম পাশ টায় রাখে,,,,, নিরব নিশির হাত টা মুঠো করে জরীয়ে ধরে,,,,
,
নিশি:::’ আমি বেচে থাকবো তোমার এখান টায়,,,, কি করে ভুলবে তুমি আমায়?? এটা কখনও সম্ভব না যে নিরব নিশিকে ভুলে যাবে,,,, এতটুকু বিশ্বাস আছে আমার বর টার ওপর,,,,,
,
নিরব:::: তাই??/
,
নিশি:::’ ভালোবাসি,,,,,
,
নিরব:::: আমি মনে হয় বাসি না,,,,
,
নিশি::::: আমি যখন থাকবো না তখনও তুমি এভাবে আমায় ভালোবাসবে তো নিরব,,,,,
,
নিরব নিশিকে বুকের মধ্যে জরীয়ে নেয়,,, নিশি কান্না করে দেয়,,,,,,,,
,
নিরব::: আরে পাগলি তুমি নিজেই তো বললে তুমি আমার বুকের মধ্যে আছো,,,, আর সেখানেই থাকবে,,,,এ বুকে আর কোনো মেয়ে আসবে না,,,,,
,
আর তুমি এতো ভাবছো কেনো? তোমার কিচ্ছু হবে না,,,, আমি সব ব্যবস্থা করে রেখেছি,,,,দু দিন পরে আমরা,,,,,
,
নিশি:::::: এখনও দু দিন নিরব,,,,,, দু দিন এ তো দুনিয়া এদিক থেকে,,,,,
,
নিরব:::: আর বলোনা প্লিজ,,,, আমি যে কোনো মুল্যে তোমাকে আমার কাছে ফিরিয়ে আনবো,,,, নিরব নিশির ভালোবাসা দুঃখের হবে না,,, ভালোবাসার হবে,,,,,, দেখে নিও তুমি,,,
,
কথাটা বলেই নিরব নিশিকে কোলে তুলে নেয়,,,,,,
,
নিশি নিরবের গলা জরীয়ে ধরে,,,,
পর্ব:২৭
,
,
নিশি নিরবের গলা জরীয়ে ধরে,,,,
,
নিশি:::: আমাকে বাসায় নামিয়ে দিয়ে যাও,,,,মা একা আছে,,,আর মাকে তো কিছু বলা হয় নি,,,,
,
নিরব;::: আরে কি বলো,,, আম্মা জানবে না কেনো,,, আম্মা সব জানতো,,,,
,
নিশি;::: তাহলে, ,
,
নিরব;::: জি আম্মা সব জানতো,,,,, আর এখন আমারা আমাদের বাসায় যাবো,,,তোমার হাসবেন্ড এর বাসায়,,,বুঝলা???
,
নিশি;;:: কিন্তু্ু এভাবে,,,,,,
,
নিরব:::: চুপ,
,
নিরব নিশিকে নিয়ে বাসায় চলে গেলো, নিশি গাড়ি থেকে নেমে আস্তে আস্তে বাসায় ঢোকে,,, তখন নিরবের মা এসে নিশিকে জরীয়ে ধরে,,,,,
,
নিরবের মা:::: কি রে মা এখন কেমন আছিস?
,
নিশি:::: ভালো,,,,
,
নিরব ::: ওকে নিয়ে ঘরে যাও মা,আমি আসছি,,,,
,
নিরবের মা:::: তুই কোথায় যাবি?
,
নিরব :::: একটু কাজ আছে,,,১০ মিনিট এ আসছি,,,,
,
নিরবের মা:::: আচ্ছা ঠিক আছে,,,,
,
নিরবের মা নিশিকে নিয়ে ঘরে চলে আসে,,তখন নিরবের এক চাচি আসে,,,,,
,
নিরবের মা;::: ভাবি যে,,,,আসেন,,,
,
চাচি:::: সুনলাম নিরব নাকি বিয়ে করে এনেছে,,,
,
নিরবের মা:::: হ্যা,,,ঠিকই শুনেছেন,,, এই যে আমাদের বউমা,,,,
,
নিশি গিয়ে নিরবের চাচিকে সালাম করে,,,,
,
চাচি::’ থাক থাক মা,,,মাসাল্লাহ্ বউমা তো খুবই সুন্দরী,,,,
,
নিরবের মা:::: হ্যা ভাবি,,,,,
,
চাচি::” তা মেয়ের মা মেয়েকে খালি হাতে পাঠিয়েছে নাকি সাথে কিছু এনেছে,,, না আমাদের নিরবের শশুরবাড়ি বলে কথা ,,, তা কি এনেছে বউমা সাথে করে ,,,, আমাদের ও দেখান। ,,,,, ,,
,
নিশি::::( আল্লাহ্ এই কথাটা শুনতেই হলো,,,,কি জবাব দিবো আমি,,,এই কারনে আমি নিজের বিয়ের কথা ভাবিনি ,,,, আমি কি বলবো এখন।,,, আমার বাবার সম্মান নষ্ট হয়ে যাবে এখন,,,, আল্লাহ্)
,
এই সময় নিরব এসে দাড়ায়,,
,
নিরবের মা:::: আরে ভাবি কি বলেন, এতো সুন্দর বউমা কার ঘরে আছে দেখেন তো,,, আমার শুধু একটা মেয়ের দরকার ছিলো সেটা আমি পেয়ে গেছি ,,,, আর আল্লাহ্ দিলে আমার সব আছে ,,
,
চাচি:::: যতই থাক,,,তার পরেও পাওনা তো থেকেই যায় তাই না? তা না হলে মেয়ের মুখ থাকবে আমাদের পরিবারে চলার,,,,কি মেয়ে বাবা এমনি পাঠিয়ে দিয়েছে,,,,,,
,
নিরবের মা:::: আমার দুনিয়াতে সব চেয়ে বড় পাওনা আমার ছেলের মুখের হাসি,সুখ,,,,যা আমি পেয়ে গেছি ,,,, এত থেকে বড় পাওনা আমার কিছু নাই,,,,, মা এর কাছে সন্তানের সুখের চেয়ে বড় কিছু হয় না,,,, কি বলেন ভাবি???
,
চাচি:::: হ্যা কিন্তু,,,,
,
নিরব ::::: চাচি যে কখন এলে??
,
চাচি:::: এই তো তোর বউকে দেখতে আসলাম,,,,,তা শশুরবাড়ি থেকে তোকে কি দিলো?
,
নিরব;::: আমার শশুর নিজের কলিজাটা আমায় দিয়ে দিয়েছে,,,,
,
চাচি:::: হ্যা,,,,,
,
নিরব:::: আচ্ছা সেটা বাদ দাও,,,আমি কি পেলাম না পেলাম সেটা পরের কথা,,, তুমি আমার বউ এর মুখ দেখে কি দিলে সেটা বলো ,,,,,
,
চাচি:::: না মানে হঠাৎ করেই আসলাম তাই,,,,,,
,
নিরব:::: শোনো চাচি,,,, ছেলের মা,বাবা যেমন আদরে ছেলেদের বড় করে,,,তেমনি মেয়ের মা,বাবাও মেয়েদের তেমন আদরেই বড় করে,,,,,, ছেলের বাবা মাকে মেয়ের বাবা মা এর মতো সেক্রিফাইজ করতে হয় না,,, একটা মেয়ের বাবা মাকে অনেক কষ্ট সহ্য করে মেয়েকে অন্যে ঘরে পাঠাতে হয়,,,,,, মেয়েকে ভালো রাখার জন্য ছেলের মা,বাবার মন রাখার জন্য তাদের চাহিদা মেটানোর জন্য নিজের সর্বস্ব শেষ করে হলেও সেই চাহিদা মেটায়,,,আর ছেলের বাবা,মা তা হাত পেতে নেয়,,,কেনো বলতে পারো? মেয়েদের কি কোনো সম্মান নাই? কোনো গুরুত্ব নাই? কেনো তাদের ঘরের বউ করে আনতে হাজার হাজার টাকা,জিনিসপত্র,অলংকার নিতে হবে? তোমরা ছেলের মা,বাবা তাই?
,
চাচি:::: আমি তো শুধু,,,,,
,
নিরব:::: তুমি একটা মেয়ে চাচি,,,, তুমি কি করে আরেকটা মেয়ের মনে কষ্ট দিয়ে েসসব কথা বলো,,,, আর আমি তো শুনেছি তোমার বিয়েতে নাকি দেনমোহর নিয়ে ঝামেলা হয়েছিলো,,,,,,,
,
চাচি::::: আমি যাই রে,,,,আমার কাজ আছে,,,,,,,,,,,
,
নিরব::::: চাচি,,,,, ও আমার বউ,,,, ওর দ্বায়িত্ব আমি নিয়েছি,,, ওকে তোমার বাসায় পাঠাবো না,,,, তাই আমি বিয়ে করে কি পেলাম আর কি পেলাম না সেটা তোমার না ভাবলেও চলবে,,,,, ,,,
,
নিরবের চাচি চলে গেলো,,,
,
নিরবের মা;:::: এই মেয়ে কাদছিস কেনো তুই,,,, ছি,,, কাদতে হয় না,,,,আমি আছি তো,,, একটা কথা মনে রাখিস তুই আমার বাড়ির বউ,,,কারো কথা কানে নিবি না,,,,বুঝলি,,,,,
,
নিশি::: হুম
,
নিরবের মা চলে গেলো,,, নিরব গিয়ে দরজাটা আটকে দেয়,,,,
,
নিরব ::*: কি ম্যাম এখনও কি কাদবেন?
,
নিশি:::: উনি তো ভুল কিছু বলেনি নিরব,,,,
,
নিরব::: অবশ্যই,,, যেটা ভুল সেটা ভুলই,,,,আমার শুধু তোমাকে চাই,,,আর সেটা আমি পেয়ে গেছি,,,,
,
নিশি:::: এতোটা ভালোবাসো কেনো আমায়? এতোটা ভালো কাউকে,,,,
,
নিরব:::: বাসতে হয় না,,,আমা জানি,,,, আমার উত্তর ও ওই একই,,,,,, আমি অন্য কাউকে ভালোবাসতে যাই নাই,,,,,
,
নিশি::: হুম।,,
,
নিরব:::: আবার কাদে,,,,,,,,
,
নিশি:::: i love you,,,,,,,,
,
নিরব::::: too বলবো আগে একটা কিসি দাও। ,,,,
,
নিশি:::: কি???
,
নিরব:::: baby love me,,,ooo kiss me,,,
,
নিশি:::: যাহ্ কি সব বলছো হ্যা,,,,, লজ্জা করে না,,,,
,
নিরব::::লজ্জা করবে কেনো? আমি কি পর মেয়েকে বলেছি নাকি,,,
,
নিশি::: যাও বলতে ,,,, গনপিটুনি খাবে
,
নিরব:::: মোটেও না,,,,আমার মতো এতে হ্যান্ডসাম ছেলেকে যে কোনো মেয়েই,,,,,
,
নিশি::::: কি বললে????
,
নিরব:::: না মমানে, আমায় ভালোবাসতে মন চায়না তোমার তাই না?? চাইবে আর কি করে,,,আমি তো আগের চেয়ে অনেক মোটা হয়ে গেছি,,,আর দেখতেও বাজে হয়ে গেছি,,,, এত্ত সুন্দর সুন্দর ছেলে দেখে আমায় কি আর,,,,
,
কথাটা বলতেই নিশি নিরবকে নিজের বাহুডোরে জরীয়ে নেয়,,,,
,
নিরব:::: বাহ্ এত্ত ভালোবাসা,,,,,,,
,
নিশি:::: অপারেশন করালে তো আমার মাথায় চুল থাকবে না,,,, তখন আমায় দেখতে তো খুব বাজে দেখাবে,,,,, তখন কি আমায় এভাবে ভালোবাসবে?
,
নিরব:::: না,,,,,,
পর্ব:২৮
,
নিরব:::: না,,,,,,
,
নিরবের কথা শুনেই নিশি নিরবকে নিজের বাহুডোর থেকে ছারিয়ে নিতে গেলো,,,ঠিক তখনই নিরব নিশিকে শক্ত করে জরীয়ে ধরে,
,
নিরব:::: আমি তোমাকে ভালোবেসেছি,,,তোমার রুপকে নয়,,,, তুমি আমার সামনে যে অবস্থাতেই আসো না কেনো আমি তোমাকে সেভাবেই ভালোবাসবো ,,,, আর তোমার ভাষা অনুযায়ি যখন তোমার চুলগুলো উঠে যাবে,,, তোমাকে দেখতে সুন্দর দেখাবে না ঠিক তখন আমি এমন ভালোবাসবো না এর থেকে বেশি ভালোবাসবো,,,, কারন আমার খুব শখ দেখার যে সুন্দরী মেয়েদের চুল ছারা কেমন দেখা যায়,,,,
,
নিশি:::: তাই???
,
নিরব:::: হুম তাই তো, ,, তোমার ছোট্ট ছোট্ট চুল আমি তেল দিয়ে দিবো, ফিতা দিয়ে চুল বেধে দিবো,,,এত্ত ভালোবাসবো ,,,, আর
,
নিশি:::: আর??
,
নিরব:::: এত্ত গুলা আদর করবো ,,,,,
,
নিশি::::: দেখা যাবে,,,,,ভালোবাসা কমে নাকি বারে,,,,,আর যদি মরে যাই তাহলে তো হয়েই গেলো,,,,,
,
কথাটা শোনার সাথে সাথেই নিরব নিশিকে ছেরে দেয়,,,,,,
,
নিরব :::: তোমাকে বারন করেছি না আমার সামনে মরার কথা বলবা না ,, আমার কোনো কথা শুনবে না তুমি তাই না, ,,, খুব ভালো লাগে আমাকে কষ্ট দিয়ে,,,,,,
,
নিশি::::: আরে আমি তো,,,,,,
,
নিরব হনহন করে রুম থেকে বেরিয়ে যায়,,,,,,
,
নিশি’::::: এটা কি হলো,, আমি তো শুধু,, এ রাগ আমি কি করে ভাঙাবো,,,,, আল্লাহ্,,,,,,,
,
সারাদিন নিরব নিশির সাথে একটা কথাও বললোনা,,,, নিশি নিরবের পিছু পিছু ঘুরলো কিন্তু নিরব নিশির দিকে তাকালোই না,,,, নিশি ধৃপ করে বিছানায়,বসে পরলো,,
,
লিজা::::: কি গো ভাবি কোনো সমস্যা???
,
নিশি”:::: না,,,আসলে,,,,
,
লিজা::::: ভাইয়া রাগ করেছে তাই তো?
,
নিশি::::: হুম,,,,,
,
লিজা::::: তো রাগ ভাঙিয়ে দাও,,,,
,
নিশি::::: সারাদিন তো পিছে পিছে ঘুরলাম,,,তবুও তো তাকালোই না একবার। ,, রাগ ভাঙাবো কি করে???
,
লিজা নিশির কানে কানে কিছু বলে রুম থেকে বেরিয়ে গেলো,,,, নিশি উঠে ওয়াসরুমে চলে গেলো,,,,,
,
রাতে নিরব এসে নিশিকে রুমে দেখতে পায় না,,, ওয়াসরুমের দরজা লক দেখে বুঝে নিশি ওয়াসরুমে,,, নিরব রুমে চেন্জ করে বিছানায় গিয়ে ধপাস করে শুয়ে পরে,,,,,
,
নিরব::::: তুমি কেনো বুঝনা নিশু,,,, আমি তোমাকে কতটা ভালোবাসি,, তোমাকে হারানোর ভয় সব সময় আমার মনকে কটতা কষ্টের মধ্যে রেখেছে তুমি বোঝোনা,,,, কি করে তুমি যখন তখন আমার সামনে মরে যাবার কথা বলো,,,, কিচ্ছু হবে না তোমার। কিচ্ছু হতে দিবো না আমি তোমার,,, সব ঠিক হয়ে যাবে,,,,,,, কিন্তু তোমার ওপর রাগ দেখিয়ে আমি থাকতে পারছি না,,,, বুঝনা আমার কষ্ট হয়,,,সেটা বুঝবেনা তো ,,,, ঘোড়ার ডিম,,,
,
এর মধ্যে নিশি রুমে ঢোকে,,,, নিরব নিশিকে একপলক দেখে চোখ ফিরিয়ে নেয়,,,, নিরব কিছু একটা মনে করে ধরফর করে উঠে বসে নিশির দিকে তাকিয়ে থাকে,,,,,,,,
,
নিশি একটা পাতলা লাল জরজেট শাড়ি পরে, হালকা মেকাপ করে সেজে চুল গুলো ছেরে দিয়ে নিরবের সামনে এসে দাড়ায়,,,, নিশিকে দেখে নিরব থ মেরে যায়,,,,অপলোক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে থাকে ,,,,,,
,
নিশি::::: কেমন লাগছে আমায়??
,
নিরব::::…..
,
নিশি;::: কি হলো?
,
নিরব:::: আমার মেরে ফেলার জন্য এটাই যথেষ্ট,,,,,,,
,
নিশি:::::: যাহ্ কি বলো এসব?
,
নিরব:::: মারার প্ল্যান করেছো আমার???
,
নিরবের কথা শুনে নিশি নিরবের কাছে এগিয়ে গেলো,,,,নিরবের কলার ধরে নিজের কাছে এনে নিরবের চোখে চোখ রেখে বলে উঠে,,,,,
,
নিশি::::: মরে তো আমি গেছি তোমার এভাবে তাকানোতে,,,,
,
নিরব ::::: আচ্ছা,,,,,তো,,,,,,,,,
,
নিশি::::: সরি,,,,,,,
,
নিরব ::::: ওহ্ এখন বুঝলাম এসব আমাকে সরি বলার জন্য???
,
নিশি::::: আমি সেটা কখন বললাম??
,
নিরব:::: বুঝি তো,,,,
,
নিশি:::: কি বোঝো???
,
নিরব:::: আমায় তো একটু ও ভালোবাসো না,,,
,
নিশি:::: কি ভাবে বুঝলে???
,
নিরব:::: ভালোবাসোনা তাই তো এভাবে আমার কাছে এসে কষ্ট দিচ্ছো,,,,,,
,
নিশি;:::: কি ভাবে???
,
নিরব::”: আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, ,,,,,, ইচ্ছে করছে তোমাকে আদর,,,,,
,
কথাটা পুরো বলার আগেই নিশি নিরবকে টেনে নিরবের ঠোট নিজের আয়ত্তে করে নেয়।,,, পাগলের মতো কিস করতে থাকে,,,,,, নিরব নিজেকে কন্ট্রোল করতে পারে না,, নিশিকে টেনে নিজের বুকের সাথে জরীয়ে ধরে,,,,, হঠাৎ কিছু একটা মনে হতে নিরব নিশিকে ছেরে দিয়ে উঠে যেতে লাগে নিশি তখন নিরবের হাত টেনে ধরে,,,,
,
নিশি::’: কি হলো???
,
নিরব :::: না কিছুনা,,,,ওনেক রাত হয়েছে,,,, চেন্জ করে এসে ঘুমাও,,,,
,
নিশি:”’ তুমি আমাকে ছেরে উঠলে কেনো,,,, প্লিজ কাম,,,,,
,
নিরব নিশির কাছে বসে নিশির কপালে চুমু একে দেয়,,,,
,
নিরব””’:::: নিশু এখন এসব বাদ থাক,,,, তোমার শরীরের জন্য এখন এসব ঠিক না,,,,তুমি আগে,,,,,
,
নিশি::::: আমার স্ত্রীর অধিকার চাই নিরব,,,,,
,
নিরব::” বাচ্চাদের মতো করো না নিশু,,,, আমি এমন কিছু করবো না যাতে তোমার ক্ষতি হয়,,,,, আমি তোমাকে দুরে সরিয়ে দিচ্ছি না,,,, ,,,, আমি তোমারই নিশু,,,, কিন্তু এখন না,,, তুমি সুস্থ হয়ে নাও,,,তার পর
,
নিশি:::: আমি যদি আর ফিরে না আসি,,, এ রাত যদি আমাদের জীবনে আর না আসে,,,,,,
,
নিরব:::: এমন কিচ্ছু হবে না জান,,,,সব ঠিক হয়ে যাবে,,,তুমি এসব কেনো ভাবছো,,, এসব একদম ভেবোনা,,,, ,,,,
,
নিশি::: আমি কিছু শুনতে চাই না,,,,, আমি মরার আগে একজন স্ত্রীর পূর্ণ অধিকার পেতে চাই,,,, তুমি আমার এই দাবি টা রাখো প্লিজ,,, আমার ইচ্ছা টা পরূর্ণ করো,,,,,,
,
নিরব কিছু না বলে নিশির দিকে তাকিয়ে থাকে,,,,,
,
নিরব::::( তুমি কেনো বুঝতে চাইছোনা নিশু,,, তোমার এ কান্ডিশন এ এসব ঠিক না,,,, তোমার ক্ষতি হবে,,, তুমি বুঝতে কেনো চাইছোনা,,,তোমাকে ফিরিয়ে দেবার মতো সাহস নাই আমার,,,কিন্তু তোমাকে কাছে টানার সাহস ও নাই,,,)
,
নিশি::::( একজন মানুষ মরার আগে সে বুঝতে পারে,,,পৃথীবিতে তার সময় কমে আসছে,,,,ঠিক আমিও বুঝতে পারছি আমি তোমার কাছে আর বেশি সময় নাই নিরব,,,, সব স্ত্রী চায় তার অধিকার পুরোপুরি নিতে,,,আমিও চাই,,,, আমি তোমাকে স্বামীর অধিকার দিয়ে যেতে চাই নিরব,,,আমি যানি এরাত আমাদের মাঝে আর কনোদিও আসবে না,,,,আমি চাই না আমার এ আফসোস টা থাকুক,,,,আমি তোমার প্রাপ্য টা দিয়ে যেতে চাই,,,,,, প্লিজ আমায় গ্রহন করো),,,,,,,,
,
নিশি
পর্ব:২৯( last part)
writer:অন্না
,
,
,
,
,
,
,
নিশি::::( একজন মানুষ মরার আগে সে বুঝতে পারে,,,পৃথীবিতে তার সময় কমে আসছে,,,,ঠিক আমিও বুঝতে পারছি আমি তোমার কাছে আর বেশি সময় নাই নিরব,,,, সব স্ত্রী চায় তার অধিকার পুরোপুরি নিতে,,,আমিও চাই,,,, আমি তোমাকে স্বামীর অধিকার দিয়ে যেতে চাই নিরব,,,আমি যানি এরাত আমাদের মাঝে আর কনোদিও আসবে না,,,,আমি চাই না আমার এ আফসোস টা থাকুক,,,,আমি তোমার প্রাপ্য টা দিয়ে যেতে চাই,,,,,, প্লিজ আমায় গ্রহন করো),,,,,,,,,,,
,
নিরব ::: নিশু তুমি বুঝতে চেষ্টা করো জান প্লিজ,,,,,,
,
নিশি:::: আমি এতো কথা শুনতে চাই না নিরব,,,, জাস্ট সে ইয়েস অর নো ,,,,
,
নিরব:::: প্লিজ রিল্যাক্স নিশু,,, তোমার সমস্যা হবে,,,প্লিজ রিল্যাক্স,,,,,
,
নিশি::::: ইয়েস অর নো,,,
,
নিরব:::::: ভালোবাসি তোমায় নিশু,,,, কখনও তোমায় ঠকাবো না,,,, একটা রাত এর ভালোবাসার এতোটা মুল্য হয়ে গেলো তোমার কাছে যে আমার ভালোবাসার কোনো মুল্য নাই তোমার কাছে ,,,,,,
,
নিশি ::::: ভালোবাসি আমি তোমাকে,,বউ আমি তোমার,,,, এই অধিকার আমি চাইতেই পারি,,,, তাই বলে তুমি অস্বীকার করবে,,,,
,
নিরব:::: এই মেয়ে পাগল হলে তুমি?? আমার এতো স্পর্ধা নেই তোমাকে অস্বীকার করার,,,,,,,, আমার জীবন যতদিন আছে ততদিন আমি শুধু তোমারই থাকবো,,,,,, প্লিজ জান এভাবে অস্থির হইয়ো না,,,আমি জানি তুমি এমন কেনো করছো,,,,, একটা কথা বিশ্বাস করো আমার কেনো আফসোস নাই তোমার ওপর,,,, ফিজিক্যালি রিলেশন না করে কি ভালোবাসা যায় না? অবশ্যই যায়,,,, আমি অনেক সুখে আছি তোমাকে পেয়ে,,,, এমন করোনা,, তোমার সমস্যা হবে জান,,,প্লিজ
,.
নিশি:::: তোমাকে না বলেছি এতো ভালো কাউকে বাসতে নাই,,,
,
নিরব :::: বাসবোই,,,আমি তোকেই এতো ভালো বাসবো,,,,,
,
নিশি নিরবের বুকে পরে হাউমাউ করে কেদে ওঠে,,,,
,
নিশি:::: আমি জানিনা আমার কেনো এমন মনে হচ্ছে আমি সত্তি আর বেশিক্ষন নাই তোমার সাথে,,, আমার বড্ড কষ্ট হচ্ছে নিরব,, আমি তোমাকে বড্ড ভালোবাসি,,,অনেক বেশি,,,,আল্লাহ্ কেনো এভাবে তোমার কাছ থেকে আমায় সরীয়ে নিচ্ছে কেনো,,,,
,
নিরব:::: নিশু,,,,কিচ্ছু হবে না,,,, বিলিভ মি,,,, কিচ্ছু হব। না,,,, চলো এক্ষনি,,, প্লিজ নিশু তুমি রিল্যাক্স হও,,,,
,
নিশি::::: আমি যখন থাকবো না প্লিজ তুমি কষ্ট পেওনা জান,,,, তুমি কষ্ট পেলে আমি মরে গিয়েও শান্তি পাবোনা,,,,
,
নিরব:::: প্লিজ স্টপ নিশু,,,,ওঠো,,,, এক্ষনি তোমায় নিয়ে,,,
,
নিশি:::’: আমায় বলতে দাও প্লিজ,,,, আমার কিছু হয়ে গেলে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নিও,,,, আমি চাই তুমি সুখী হও,,,….
,
নিরব একটা কথা রাখবে???
,
নিরব;::: হুম,,,,
,
নিশি:::: আমার কিছু হয়ে গেলে আমার মা কে একটু দেখো,,,, আমি ছারা আমার মা কে দেখার কেউ নেই তো,,,,,,
,
নিরব :::: চুপ আর একটা কথাও না,,,,,
,
নিশি:::: আমাকে কখনও ভুলে যেওনা জান, তুমি জানো তো আমার অন্ধকারে খুব ভয় করে,,,, কিছুদিন আমার কবরে একটা করে মোমবাতি জালিয়ে দিয়ে এসো,,,,,,,,,
,
নিশির কথা শুনে নিরব ও হাউমাউ করে কেদে ওঠে,,,,,,
,
নিশি::’: ছি,,,কাদছো কেনো তুমি,,,এতো বড় ছেলে হয়ে কাদছো,,,,জানো তোমাকে কাদলে একদম বাজে দেখায়,,,,
,
আমায় একদম মিস করোনা তুমি,,,, কেনো জানো? কারন তোমার এই বুকে থাকবো আমি,,, তোমার প্রতিটি হৃদস্পন্দনে আমার উপস্থিতি টের পাবে তুমি,,,, খুব ভালো থাকবে,,,,
,
নিরব::: খুব ভালো থাকবো,,,, আমরা দুজনে মিলে,,,,তোমার কিচ্ছু হবে না,,,,,আমি তোমার,,,,
,
নিশি:::: কিচ্ছু করতে পারবে না তুমি,,,,,,
,
নিরব ::::: তোমার কিছু হলে আমি মরে যাবো সত্তি বলছি,,,,
,
নিশি:::: একদম না,,,, বাচতে হবে তোমায়,,,,আমার জন্য,,,,তোমার মধ্যে আমি বেচে থাকবো,,,,,
,
আমাকে একটু জরীয়ে ধরো না প্লিজ,,,অনেক শক্ত করে,,,, যেনো কেউ আমাকে তোমার কাছ থেকে সরীয়ে নিতে না পারে,,,,,
,
নিরব নিশিকে শক্ত করে বুকের সাথে জরীয়ে ধরে ,,,,
,
নিরব:::: কেউ তোমাকে আমার কাছ থেকে সরীয়ে নিতে পারবে না,,,,আমি তোমাকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো,,,,,
,
হঠাৎই নিশি নিরবে ছেরে দেয়,,,, নিরবের গায়ের ওপর নিজের ভর ছেরে দেয়,,,,
,
নিরব:::: নিশু কি হলো,,,,,,
,
নিরব নিশিকে নিজের দিকে ঘুরিয়ে দেখে নিশির নাক বেয়ে গলগল করে রক্ত বের হচ্ছে,,,,,,
,
নিরব আর কিছু না বলে নিশিকে কোলে নিয়ে খালি পায়ে দৌড় দিয়ে নিশিকে গাড়িতে শুইয়ে দিয়ে তারাতারি হসপিটালে নিয়ে যায়,,,,,,
,
অনেক্ষন যাবৎ নিরব অপারেশন রুমের বাহিরে বসে আছে,,,, নিরবের মা,বাবা,শুভ,লিজা,নিশির মা,বোন, ভাই সবাই বসে আছে ,,,,,,,নিরব পাথরের মতো বসে আছে,,,, কিছু বলছে না,,,,
,
নিরবের বাবা::” সব ঠিক হয়ে যাবে,,,,এতো ভেঙে পরিস না বাবা,,,, আল্লাহ্ আল্লাহ কর,,, ও তো হলে ঠিকই তোর কাছে ফিরে আসবে ,,,,,,
,
এর মধ্যে ডাক্তার বেরিয়ে আসে,,, ডাক্তারেে মুখ দেখে সবাই বুঝতে পারে ভালো খবর তার কাছে নাই,,,,
,
নিসির মা::: ভাই আমার মেয়েটা কেমন আছে,,,,ও ঠিক আছে তো???
,
ডাক্তার::,,,,
,
নিরব””’ কি হলো কথা বলছেন না কেনো???
,
ডাক্তার::::,,,,,
,
নিশির মা::::: নেই না আমার মেয়েটা??? আমার মেয়েটা আর বেচে নেই????
,
নিরব::::: কি যা তা বলছেন আপনি হ্যা???আর আপনি কথা বলছেন না কেনো হ্যা,,,বলুন আমার নিশু কেমন আছে,,,,ওকে কেবিনে দেওয়া হয়েছে না???
,
ডাক্তার::::,,,,, সরি মি,নিরব,,,,আমরা আপনার স্ত্রীকে বাচাতে,,,,
,
নিরব :::: জাস্ট স্টপ,,, সাহস হয় কি করে আমার নিশুকে নিয়ে এমন মজা করার,,,,, আমি আগুন লাগিয়ে দিবো এই হসপিটালে আমার নিশুর কোনো ক্ষতি হলে,,,,,
,
ডাক্তার:::: আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা,,,,কিন্তুু আমাদের কিছু করার ছিলো না,,,, উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিলো,,,,
,
নিরব কিছু না বলে দৌড়ে নিশির কেবিনে চলে গেলো,,,নিরব কেবিনে ঢোকার সাথে সাথেই থমকে দাড়ায়,,,, সাদা কাপরে নিশিকে ঢেকে রেখে দিয়েছে,,,,,
,
নিরব:::হচ্ছে টা কি এখানে হ্যা,,,,হচ্ছে টা কি,,,,কার এতো বড় সাহস আমার নিশুকে সাদা কাপরে ঢেকে রেখেছে,,,আমার নিশুর শ্বাস নিতে কষ্ট হবে না হ্যা,,,,,, এই মেয়ে তুমি এভাবে চুপ করে আছো কেনো হ্যা,,,, ওরা তোমাকে এভাবে ঢেকে রেখেছে আর তুমি চুপ করে শুয়ে আছো,,,,,
,
ওহ্ বুঝেছি আমার সাথে মজা করার জন্য তাই না???
,
তুমি জানোনা আমার এ ধরনের মজা পছন্দ না,,,, উঠো তারাতারি কাল তোমাকে নিয়ে বিদেশে যাবো অপারেশন করাতে,,,,কত্ত প্ল্যান আমাদের,,,,,
,
এই নিশু,,,নিশু,,,,,,, রাগ করেছো আমার ওপর,,,,,
,
তুমি এটা ভাবলে কি করে তোমাকে অস্বীকার করেছি আমি হ্যা,,,আমাদের প্রথম রাত অনেক ম্যামোরিব্যাল হবে তুমি দেখো,,,,
,
কি হলো কথা বলছো না কেনো,,,,জান এই জান,,,,
,
নিশু,,,,,,,
,
এই নিশু,,,,
,
স্বার্থপরেরর মতো সত্তি আমায় একা রেখে চলে গেলে??? আমার কথা েকবারও ভাবলে না,,,,
,
নিশু,,,,, রাগ করেছো কথা বলবে না,,,,
,
আচ্ছা ইরাকে নিয়ে ওসব মজা করেছি জন্য এমন করছো,,,,সত্তি বিশ্বাস করো আমি শুধু তোমাকে ভালোবাসি শুধু তোমাকে,,,,,,, প্রমিস করছি এমন মজা আর করবোনা,,, তবুও কথা বলো,,,,,
,
এতোটা রাগ আমার ওপর? জানোনা ভালোবাসার মানুষের ওপর রাগ করতে নাই,,,
,
নিশু,,,,,,,
,
এবার কিন্তু চড় খাবে বলে দিচ্ছি,,,,,,
,
এর মধ্যে নিশির মা এসে নিশিকে জরীয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে দেয়,,,,,
,
নিশি,,,,মা রে তুইও আমাকে ছেরে চলে গেলি,,,
,
নিরব:::: কি জা তা বলছেন হ্যা,,,ওকে ওভাবে জরীয়ে ধরেছেন কেনো হ্যা,,,ওর কষ্ট হচ্ছে,,,,
,
নিরবের বাবা:::’ বাপ রে নিজেকে সামলা, ,, তুই এমন করলে কি করে হবে ,,, মেয়েটা,,,,
,
নিরব গুটিগুটি পায় নিশির বেড এর সামনে গিয়ে দাড়ায়,,,,,
,
আচমকাই নিশিকে টেনে নিজের বুকের সাথে নিয়ে হাউ মাউ করে কেদে ওছে,,,,,
,
নিরব:::: নিশু,,,,আমারে রেখে তুমি সত্তি চলে গেলে,,,,আমাকে রেখে,,,,,, এতো স্বার্থপর তুমি,,,, আমি তোমাকে আর কষ্ট দিবো না,,,আর মিথ্যে বলবো না,,,, ভুল বুঝবোনা তোমায়,,,,, তোমার থেকে দুরে যাবোনা,, , প্লিজ নিশু,,,,তুমি শুধু আমার কাছে ফিরে এসো,,,,আব্বু ওকে বলোনা আমার কাছে ফিরে আসতে,,,,,আম্মা আপনি বলেন না আপনার মেয়েকে আমার কেছে ফিরে আসতে,,,, প্লিজ আমার কাছে ফিরে এসো প্লিজ,,,,,নিশু,,,,তোমাকে ছারা আমি বাচবো না নিশু প্লিজ,,,,,,আমাকে ছেরে যেওনা,,,, আমি তোমাকে ছারা থাকতে পারবো না,,,তুমি জানোনা,, তার পরেও তুমি এটা কি করে করতে পারলে হ্যা,,,, নিশু,,,,,,,,,,,,,,,
,
,
,
,
,
,
,
,
,
,
তিশান::: বড় আব্বু বড় আব্বু এটা কার ছবি,,,,
,
নিরব ::::: এটা,,,,,, তোমার বড় আম্মুর ছবি,,,,
,
তিশান:::: ওহ্ তাহলে বড় আম্মু কোথায় গেছে,,,উনাকে দেখছি না কেনো,,,
,
লিজা:::’ বাবু এতো প্রশ্ন করো কেনো তুমি,,,,চলো খাবে,,,,
,
নিরব:::: তোমার বড় আম্মু আকাশের তারা হয়ে গেছে,,,, এখন যাও তারাতারি খেয়ে নাও,,,,
,
আজ অনেক বছর পরেও নিরব সেই আগের মতই থেকে গেছে,,,,নিশি মারা যাবার পর কিছুদিন কষ্ট পেলেও আস্তে আস্তে সব অভ্যাস হয়ে গেছে নিরবের কাছে,,,,,,,, আজও নিরব নিশির ছবির সামনে দাড়িয়ে মিটিমিটি হাসছে,,,,,
,
নিরব ;:::: কি দেখছো এভাবে তাকিয়ে হ্যা??/ বেচে আছি আমি তোমার জন্য,,,,আমার নিশুর জন্য,,, তুমি বলেছিলে না নিশু আমার খুসী থাকতে,,, দেখো আমি খুসী আছি,,,, তোমায় মিস করতে বারন করেছিলে না,,,দেখো তোমায় মিস করিনা,,,,কেনো যানো,,,,আমার এ বুকে তুমি আজও বেচে আছো,
,
তুমি বলেছিলে না অন্ধকারে তোমার ভয় করে,, তাই তো আমার ঘরের পাশে তোমার কবরটা করেছি,,, সারারাত আলো জেলে তোমার কবরের পাশে শুয়ে থাকি,,,অনেকএ আমায় পাগল বলে জানো,,,কিন্তু এতে তো আমার কিছু যায় আসে না,,, আর একটা কথা কি জানো তোমার কবরের পাশে আমার কবরের ব্যবস্থা করে রেখেছি,,,,,
,
এই তুমি রাগ করোনা,,,মরার কথা বলেছি জন্য,,,মরতে তো একদিন হবেই বলো,,,,
,
,, আমার প্রতিটি হৃদস্পন্দন এ আমি তোমার উপস্থিতি টের পাই,,,বাতাসে তোমার শরীরের গন্ধ পাই,,,আমি জানি তুমি আমার আসে পাশেই আছো,,,, তোমার উপস্থিতি আমি টের পাই,,,, আসলে কি জানো ভালোবাসার মানুষকে ছাড়া কেউ থাকতে পারে না,,,,তুমি আমাকে ছারা থাকলেও আমি তোমাকে ছারা থাকতে পারি না,,,,,
,
আমি চাইলেই আবার বিয়ে করে নতুন করে সব শুরু করতে পারতাম,,,,
বিয়ে করে ঘর সংসার করতে পারতাম।,,, মাঝে মাঝে তোমার কথা মনে করে একটু কান্না কাটি করে আবার বউয়ের কাছে যাইতাম,,,, তোমার জন্মদিনের কথা মনে করে বন্ধ ঘরে একটা কেক কাটতাম। পরে,,,, বাচ্চা কাচ্চা নিয়ে তোমায় ভুলে যেতাম,,,, কিন্তুু সত্তি কি তোমায় ভুলতে পারতাম???
,
আমি তো পারতাম না,,,আর কি করে পারতাম,,,আমার নিশুকে আমি কথা দিয়েছিলাম কোনো শাকচুন্নিকে আমার এ বুকে আসতে দিবো না,,,হাহাহাহা,,,,,
,
নিশু জানো তোমার ভাই বোন এখন খুব ভালো আছে,,, তোমার ভাই বড় বিজনেসম্যান,, আর তোমার বোনের বিয়ে দিয়েছি বড় পরিবার এ,তারা খুব ভালোবাসে তোমার বোনকে,,,, কিন্তু তোমার মা এর জন্য কিছু করতে পারিনি,,, তোমার জাবার পরে উনিও চলে গেলো,,,,,
যাই হোক,,,, এ জন্মে চলে গেছো যাও কিন্তুু আগামী ছয় জন্ম পর্যন্তই তুমি শুধু আমার কাছে থাকবে,,, আমাকে ছেরে কোথাও যাবে না বলে দিচ্ছি হ্যা,,,,,
,
একটা কথা বলি নিশু,,,,,
,
i love you jan,,,,,,,সত্তি অনেক মিস করছি তোমায়,,,,,,,,
,
জান আমার না খুব ঘুম পাচ্ছে,,,, আমাকে ঘুম পারিয়ে দাও না প্লিজ,,,,
,
নিরব বিছানায় শুয়ে পরে,,, নিরব একা বিছানায় নেই,,,নিরবের বুকের ওপর শুয়ে আছে নিশি,,, সে দুনিয়াতে নেই,,, কিন্তুু নিজের ভালোবাসার টানে আজও পৃথিবীর টান মুছতে পারেনি সে,,, আল্লাহর দয়ায় এটুকু পেয়েছে ও,,,,,,,,
,
নিরব:::’ আমি জানি নিশু তুমি আমার পাশেই আছো,, তোমার উপস্থিতি আমি বুঝতে পারছি,,,, তুমি কষ্ট পেওনা জান দেখো আমরা একসাথেই তো আছি,,,, যতদিন বাচি তুমি যেভাবেই আমার কাছে থাকার থেকে শুধু আমার পাশে থেকো,,,,, কারন তুমি শুধুই আমার,,,,, আমার নিশু,,,,,,
,
নিরবের’ নিশি’…….
,
♥সমাপ্ত♥
,