প্রেয়সী পর্ব-৩২

0
1092

#প্রেয়সী 🤎🥀
#moumita_mehra
#পর্বঃ৩২

৬২.

—-” রাফিদ তোমার উপর দয়া দেখাচ্ছে নিধি! একটা অনাথ মেয়ের উপর দয়া দেখিয়ে মহান সাজছে রাফিদ। তুমি ওকে এখনও ভালো করে চিনতে পারোনি! আমি বলছি তোমায় তুমি কখনও ওর সাথে সুখী হবেনা। কিছুদিন গেলেই তোমার উপর থেকে ওর সব দয়া চলে যাবে! তখন তোমার ফিরে আসার আর কোনো পথ থাকবেনা। জীবনটাকে নরক করে বাঁচতে হবে তোমাকে! আমি তোমার ভালো চাই! বড় বোনের মতো ছোট্ট একটা সাজেশন দেই, বিয়েটা তুমি করো না! ক্যানসেল করে দাও! বেটার হবে তুমি কেশবকে বিয়ে করে নাও। হি ইজ আ সাচ্চা গুডবয়। এন্ড হি লাভস ইউ সো মাচ! কেশব তোমায় রাজরানির মতো করে রাখবে। কি নেই ওর টাকা, পয়সা,বাড়ি-ঘর! ইভেন আমেরিকার মতো একটা দেশে সে নিজের ক্যারিয়ার গড়েছে। সুখই সুখ! তুমি সব পাবে নিধি! রাফিদের সাথে নরকে পোড়ার চেয়ে বুদ্ধিমতী মেয়ের মতো কেশবের হাত ধরো। সময় থাকতে বুঝতে চেষ্টা করো নিধি! আমি বলছি তোমায়, কেশবের থেকে স্বর্গ সুখ পাবে তুমি! আমার কথা শোনো নিধি, বিয়েটা ভেঙে দাও তুমি!”

—-” রাহিয়ানের সাথে বিয়ে করে আমার জীবন নরকে পরিনত হলেও তাতে আপনার কি যায় আসে? হঠাৎ আপনি কেন আমাকে নিয়ে এতটা চিন্তিত?”

আমার প্রশ্নে কফির মগটা পাশে নামিয়ে রাখল অরিন আপু। চিন্তাক্লিষ্ট কন্ঠে বলল,

—-” কারন তুমিও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে! আর আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের কিছুতেই খারাপ চাইতে পারিনা!”

আমি হাসলাম। প্রথম চুমুকেই বুঝলাম কফির স্বাদটা বিকৃত। আমার সামনে বসে আমার হবু স্বামীর বিরুদ্ধে ভাষন দিয়ে চলা এই মানুষটার মতোই বিকৃত!

—-” হঠাৎ এতোটা ভালো চাওয়া কি সন্দেহবাতিক নয়?”

কফি খেতে নিয়ে এবার কেশে উঠল অরিন আপু। গলা খাঁকারি দিয়ে বার কয়েক ঢোক গিলল। সে তার লক্ষ স্থীর রেখে কথা বলতে পারছে না। তা তার মুখের ভাব ভঙ্গিতেই বোশ স্পষ্ট! উনি ভীষণ ক্ষেপে আছে আমার উপর! কিন্তু এই মুহুর্তে উনি রাগ দেখিয়ে নয় বরং ভালোবাসা দেখিয়ে কথা বলার প্রচেষ্টায় লিপ্ত। কিন্তু উনি বারে বারে স্বভাবের কাছে হার মেনে যাচ্ছে! চেয়েও নিজের রাগটা বারবার সংযত করতে ব্যার্থ হচ্ছে! কফির মগটা শক্ত করে চেপে ধরে মাথা নীচু করে নিজেকে শান্ত করছে অরিন আপু! আমি তার কান্ড দেখে না হেসে পারছি না! মানুষ সবসময় অযথাই অপকর্মে কেন সময় ব্যয় করে ভেবে পাইনা আমি! এই দুনিয়াতে ভালো কাজের তো অভাব নেই! তবে কেন তারা সেগুলো রেখে অযথাই এসবে সময় নষ্ট করে বেড়ায়?

—-” কেশবের আগেও রাহিয়ান আপনার ফ্রেন্ড অরিন আপু। এ’কদিনে আমি উনাকে যতটা দেখেছি বা চিনেছি তার থেকেও অনেক বছর আগে থেকে আপনি উনাকে দেখে আসছেন। উনাকে খুব ভালো করেই চিনেন আপনি। তবে কেন হঠাৎ করে তার প্রতি এতো আক্রোশ? তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র! আচ্ছা এর মূল কারন কি আমি? দেওয়া নেওয়ার অফার চলছে নাকি?”

অরিন আপু চোখ মুখ শক্ত করে তাকাল! রাগান্বিত কন্ঠে বলে উঠল,

—-” ভালো কথা বলছি বুঝতে পারছো না তাই না? রাফিদের সাথে তোমার কিছুতেই যায় না! ওকে আমি ভালোবাসি! আর ওকে বিয়েও এই আমিই করবো। লুক এট ইউ এন্ড লুক এট মি নিধি! কোথায় সুন্দরীদের রানী আমি আর কোথায় কোন বনের কালো জঙ্গলীরে মতো দেখতে তোমায়! তুমি ভেবো দেখো, রাফিদের মতো এমন একজন ড্যাশিং ছেলে তোমার মতো একটা কালো মেয়েকে কেন বিয়ে করতে চাইবে? এখানে দয়া নয়তো কি? তোমার মা নেই, বাবা ছিলো সেও মরে ভূত হয়েছে! তোমার পরিবার বলতে কেউ নেই কিচ্ছু নেই!! তুমি অনাথ নিধি! তাই ও ওর পরিবারের চাপে পড়েই তোমায় দয়া করছে! বুঝতে পারছো না তুমি? নাকি বুঝতে চাইছো না? আরে বোকা মেয়ে রাফিদের মতো একটা ড্যাশিং, হ্যান্ডসাম ছেলের সাথে আমার মতো সুন্দরী কাউকেই মানাবে নিধি! ট্রাই টু আন্ডারস্ট্যান্ড! রাফিদ তোমায় ভালোবাসে না! কিন্তু কেশব তোমায় ভালোবাসে! রাফিদের সাথে বিয়ে করে তুমি কিছুই পাবেনা কিন্তু কেশবের সাথে বিয়ে করে তুমি সব পাবে সব!”

না দেখলেও বেশ বুঝতে পারছি আমার মুখ খানা শুঁকিয়ে শুঁকনো কাঠে পরিনত হয়েছে! অরিন আপুর কথা গুলো অবান্তর বলেও ভাসিয়ে দেওয়া যায় না! রাহিয়ান বিয়ে করলে অরিন আপুর মতো কোনো সুন্দরীকেই বিয়ে করা উচিৎ। কেননা কোন সুন্দরী মেয়েই উনার সাথে ম্যাচ করবে। আমার মতো কোনো শ্যামা মেয়ে উনার সাথে স্যুট করে না! কিছুতেই না! উনাকে বোঝাতে হবে। বলতে হবে, যদি উনি পরিবারের চাপে পড়ে আমার উপর দয়া দেখাতে চান তবে যেন সে কাজ হতে বিরত থাকেন! উনার কোনো দয়া ছাড়াও আমি টিকে থাকতে পারবো। কারন, অনাথ কেবল একমাত্র আমিই নই! যে কি না দমকা হাওয়া সইতে না পেরে মিলিয়ে যাবো। যে মানুষ গুলো জন্ম থেকেই অনাথ তারাও কিন্তু বেঁচে রয়। বেঁচে আছে! আমিও বেঁচে থাকব।

অরিন আপুর থেকে আর কোনো কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই বলেই উঠে পড়লাম আমি। ক্যানটিনের মেইন গেট থেকে বের হতে হতে মাঠের দিকে চোখ পড়তেই দেখা মিলল রাহিয়ানের। বন্ধুদের সাথে আড্ডায় আছেন। আমাকে যেন দেখতে না পান সেভাবে করেই সরে এলাম ওখান থেকে। সোজা ক্লাসে এসে ব্যাগ নিয়ে বের হয়ে আসতেই সামনে এসে দাঁড়ালো রাই। চোখে মুখে সন্দেহের ছাপ। মনে মনে নিশ্চয়ই তার অসংখ্য প্রশ্ন, কেন অরিন আপু আমাকে হঠাৎ আলাদা করে ডেকে নিয়ে গেলেন? কি কি বললেন? ওর প্রশ্ন গুলো থেকে বাঁচার ছলেই বলে উঠলাম আমি,

—-” বাসা থেকে কল এসেছে! খালামনি বাসায় ফিরতে বলল।”

রাই ভ্রু কুঁচকে বলল,

—-” ক্লাসের মাঝখান থেকে চলে যাবি? এটলিস্ট শেষ ক্লাসটা করে যা?”

আমি শুঁকনো হাসি দিয়ে বললাম,

—-” না রে। রিম্মি আপু আর আসিফ ভাইয়ার দাওয়াত আজ আমাদের বাড়িতে। বিয়ের পর এই প্রথম কাপল হয়ে আসছেন আমাদের বাড়িতে। কত আয়োজন আছে। তাছাড়া বউমনি একা একা কয়দিকে দেখবে বল? তুই বরং ক্লাস শেষ করে সোজা বাসায় ফের। ফিরে টেক্সট করে জানাস ঠিক মতো পৌঁছেছিস কি না! আমি জলদি করে যাই কেমন?”

—-” ভাইয়া যাবে না? ভাইয়া কোথায়?”

আমি থমকে দাঁড়ালাম! গলার কাছে অভিমান গুলো দলা পাকিয়ে আসতেই ঢোক গিলে বললাম,

—-” দেখলাম ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে তাই আর ডাকি নি। সমস্যা নেই,আমি একাই ফিরতে পারব।”

—-” তোর মুখটা ওমন শুঁকনো লাগছে কেন রে? কেউ কিছু বলেছে?”

আমি জোরপূর্বক হাসতে লাগলাম। কথায় কথায় রাই ঠিকই পেটের কথা মুখে এনে ছাড়বে। তাই রাইকে তাড়া দিয়ে বললাম,

—-” ক্ষিদে পেয়েছে তাই ওমন লাগছে। তুই থাক আমি আসছি।”

—-” খেয়ে যা কিছু!”

—-” বাসায় খাবারের তোড়জোড় চলছে। এখানে খেলে বাসায় গিয়ে আর কিছু খাওয়া হবে না। যা দেখে উনিও রাগবেন আর খালামনিও রাগবে। আসছি রে।”

—-” সাবধানে যাস।”

রাইয়ের শেষ কথাটা কানে আসতেই জড়ানো গলায় ফের ঢোক গিললাম। নিজেকে আজ বড় অসহায় লাগছে। অরিন আপুর কথা গুলো বড্ড ভাবাচ্ছে। সত্যিই তো আমি অনাথ! মা নেই, বাবাও নেই! সবাই চলে গিয়েছে আমায় অনাথ করে। আচ্ছা অনাথরা বড্ড অসহায় হয় তাই না? সবার দয়া পেয়েই তাদের গোটা জীবনটা পার করে দিতে হয়। আমিও কি তার ব্যাতিক্রম? এই যে চারপাশে এতো এতো মানুষ আমায় এতো ভালাবাসে এগুলা কি সত্যিই ভালোবাসা? নাকি দয়া? কি করে বুঝবো? কাকে জিজ্ঞেস করবো? কার থেকে জানবো সবাই কি আদৌও আমাকে ভালোবাসে নাকি সবটাই দয়া করে!

বাসায় ঢুকতেই বড় খালামনিকে রান্নাঘরে দেখতে পেলাম! রান্নাবান্না হচ্ছে বোধহয় রিম্মি আপুদের জন্য। আমাকে শুঁকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই মিষ্টি করে হাসল সে। পরক্ষণেই আবারও হাসির সমাপ্তি ঘটিয়ে মন খারাপ সুরে বলল,

—-” মুখটা ওমন শুঁকনো কেন আমার মায়ের? মন খারাপ মা?”

বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল খালামনির স্নেহভরা কন্ঠে। মুহুর্তেই গলায় চিনচিনে ব্যাথা আরম্ভ হলো। কান্না আসছে খুব। কিন্তু এই মুহুর্তে আমি কাঁদতে চাইছিনা! আমাকে একই ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গ্যাসের পাওয়ার একদম অল্প করে কাপড়ে হাত মুছতে মুছতে আমার দিকে এগিয়ে এলো খালামনি। আমার সামনে দাঁড়িয়ে আহ্লাদী গলায় বলল,

—-” সকালে খেয়ে বের হলি না কেন মা? দেখ মুখটা কেমন শুঁকিয়ে আছে? ক্ষিদে পেয়েছে খুব তাইনা? আয়,,, এখানে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসি। খেয়ে নিবি। আয় জলদি আয়।”

খালামনি দ্রুতপায়ে এগোলেও আমি ধীরেসুস্থে এগোলাম ডাইনিং টেবিলের কাছে। চেয়ারে বসতে বসতে ততক্ষণে খালামনি প্লেট ভর্তি খিচুড়ি নিয়ে হাজির হলো। আমার সামনে প্লেট রেখে গ্লাসে জল ভর্তি করে আমার সামনে রেখে আমার পাশের চেয়ারটা টেনে বসল।

—-” রাহিয়ান ভাইয়ার মতো এমন সুদর্শন একজন ছেলের সাথে আমার মতো মেয়েকে মানায় না! তুমি আমাদের বিয়েটা দিওনা খালামনি! তুমি চাইলেই তোমার ছেলের জন্য রাজকন্যা নিয়ে আসতে পারবে!”

আমার কথা শুনে খালামনি থমকে গেল। আমাকে সামনে বসিয়ে খাওয়ানোর উৎসাহটুকু তার মুহূর্তেই মিলিয়ে গেলো! চোখে মুখে ভর করল এক আকাশ কালো মেঘ! খালামনির কালো মুখটা দেখে আমার ভেতরটাও কেঁপে উঠল! আমি আর বসে থাকতে পারলাম না মানুষ টার সামনে! চেয়ার ঠেলে বের হয়ে দৌড়ে চলে এলাম নিজের রুমে। ভেতরটা ক্রমশই ডুকরে উঠছে কান্নায়! কান্না গুলো আটকানোর বৃথা চেষ্টা চালিয়েও কোনো লাভ হলো না! বিছানার পাশে ধপ করে বসে পড়েই হেঁচকি তুলে কাঁদতে লাগলাম!!
অরিন আপু রাহিয়ান কে ভালোবাসে সে কথা কি রাহিয়ান জানেন? হয়তো জানেন। হয়তো সেও তাকেই ভালোবাসে! কেবল আমার জন্যই প্রকাশ করতে পারেনি! অরিন আপুর সাথে উনাকে সত্যি ভীষণ মানাবে! ওমন রাজপুত্রের মতো দেখতে ছেলের সাথে কি আমার মতো কালো মেয়ে মানায়? ঠিকই বলেছে অরিন আপু। আমায় দেখতে কোনো বনের জঙ্গলীদের মতোই লাগে। আমিও বোকার মতো কত স্বপ্ন দেখেছি উনার সাথে! একবারও বুঝতে চাইনি মানুষ আজও সৌন্দর্যের পূজারী!

বিছানার চাদর খামচে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছি। অভিমানটা আজ নিজের উপর নয় বাবার উপর হচ্ছে! বাবা যদি আজ আমার সাথে থাকতো তাহলে হয়তো, আমায় কখনও এই কথা শুনতে হতো না! কিন্তু যা শুনতে পারবো না তাই-ই তো লোকজন বলা বলি করবে। নিধি অনাথ! অনাথ বলে সবাই দয়া দেখাতে আসবে! নাহ্ আমি কারোর দয়া নিবো না! আমার কারোর দয়ার দরকার নেই! আমি চলে যাবো নিজের বাড়িতে। ওখানে গিয়ে বাবা আর মায়ের ছবি আগলেই বাকি জীবন পার করব। কখনও কারোর দয়া আমি চাই না! কারোর দয়ার প্রয়োজন নেই আমার।

৬৩.

দুপুর ৩টা। মাথার উপর কাঠফাটা রোদ। গা পোড়ানো গরম। ছাদের মধ্যে পায়চারি করছি বাসার সবার নজর এড়াতে। সবাই যখন যে যার রুমে প্রবেশ করবে আমিও সুযোগ বুঝে ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাবো। রিম্মি আপুরা এসেছেন সাড়ে বারোটার দিকেই। আমি কেবল একবারই গিয়েছি তাদের সামনে! তারপর থেকেই নিজের রুমে আছি। তাদের খাওয়া দাওয়া এতক্ষণে হয়ত কমপ্লিট হয়ে গেছে। রাহিয়ান এখনও বাসায় ফেরেননি। এই সুযোগ! আল্লাহ্ রক্ষা করলে উনার সামনে পড়তে হবে না। দোয়াদরুদ পড়তে পড়তে নিজের রুমের উদ্দেশ্য হাঁটা ধরলাম। ছাদের সিঁড়ি বারোটা। গুনে গুনে পাঁচ টা সিঁড়ি পেরোতেই মনে হলো শূন্যে ভেসে উঠলাম। আঁতকে উঠে চোখ মুখ খিঁচে বন্ধ করে পায়ের নীচে জমিন খোঁজার বৃথা চেষ্টা চালালাম। পেলাম না তো কিছুই উল্টে হাওয়ায় ভাসতে ভাসতে কারোর পেছনে ছুটতে লাগলাম যেন। ভয়ে সারা শরীরে কাটা দিয়ে উঠছে বার-বার। সামনের মানুষটার মুখটা দেখার জন্য সেকেন্ডের চেয়েও কম সময় মিলছে না আমার! এমন গাঁজাখুরি কাজকারবার রাহিয়ান ছাড়া কারোর করার কথা নয়! বুঝলাম বাবা সবাই দয়া করছে, কিন্তু এটাকে কেমন দয়া বলে? আমি তো বলব উনি জীবনকালে এই পোড়ামুখীকে দয়া বাদে সবই করেছেন!

টানতে টানতে নিজের রুমে এনেই ক্ষান্ত হলেন উনি। ঠিক ক্ষান্ত হলেন না! আরও বাকি আছে, আমাকে ছুঁড়ে ফেললেন বিছানার উপর! অতঃপর রাগে দিশেহারা হয়ে দরজা লক করে দিলেন। আজ আমার একেবারে বাঁচার আশা শূন্য! রাগে উনার মাথার প্রত্যেক টা চুল কাটা কাটা হয়ে আছে। কপালের দুই পাশের রগ গুলো মোটা হয়ে ফুলে উঠেছে। চোখের মধ্যে রক্ত যেন টগবগ করছে। লালচে চোখ জোড়া সূর্যের তেজকেও হার মানাবে। পুরো মুখ-মন্ডলে রাগে কঠিন আকার ধারন করেছে! হাত জোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছেন। দৃষ্টি কঠিন ভাবে আমাতেই নিবদ্ধ। চড় থাপ্পড় খাওয়ার অনেক চান্স আছে। যেভাবে রেগে আছেন তাতে গলা চেপে মেরে দিতেও সময় বেশি লাগবেনা বলেই মনে হচ্ছে। ভেতরটা খুব তেজে ছটফট করছে আমার। আমার সাথে কোনো অনাচার তো নিশ্চিত ঘটবে আজ!

আমি দু’হাতে ভর করে উঠতে নিলেই ঝড়ের বেগে এসে উনি আমাকে বিছানাতেই চেপে ধরলেন তিনি। ভয়ে আমার আত্মা ছোটাছুটি করছে বেরিয়ে আসবে বলে। উনি রাগকে সংযত করতে পারছেন না! রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে উঠলেন উনি,

—-” আমার থেকেও ভালো ছেলে পেয়েছিস তাই তো? আর সেই ভালো ছেলেটা কে? কেশব! মাকে বলছিস তোমার ছেলের জন্য চাইলেই রাজকন্যা নিয়ে আসতে পারবে! আমার যদি মায়ের খোঁজা রাজকন্যাই লাগত তবে আমি তোকে কেন ভালোবাসলাম? তোর সাথে কেন ঘর বাঁধার স্বপ্ন দেখলাম? কেন আমার জন্য মরে যাওয়া মেয়েগুলোকে আমি আপন করলাম না? বল? কেন করলাম না? এই আজকের দিনটার জন্য? আজকের দিনটা দেখার জন্য, তোর জন্য আমি এতো মরি হু? এতো ভালাবাসার পরও যদি শুনতে হয় আমার জন্য তোকে নয় যেন কোনো সো কল্ড রাজকন্যা দেখতে মেয়েকে নিয়ে আসা হয় বিয়ে করানোর জন্য তবে তোর জন্য এতো মরি কেন আমি? বল??”

তার কন্ঠে রাগ নয় চাপা কষ্ট গুলো যেন উপচে পড়ছে। চোখজোড়াও ছলছল করছে! মানুষ টা কষ্ট পাচ্ছে। কিন্তু আমি কি করব? অরিন আপু যে তাকে ভালোবাসে। আর অরিন আপুর মতো কেউই তার জন্য যোগ্য। আমার মতো কেউ নয়।

—-” আপনার মতো পার্ফেক্ট কারোর জীবনে আমার মতো মেয়েরা কেবল উড়ে এসে জুড়েই বসতে পারে। আমিও তাই! ব্যতিক্রম নই,আমিও আপনার জীবনে উড়ে এসে জুড়ে বসেছি৷ আমার জন্য আর পাঁচটা মেয়ে কেন ভুক্তভোগী হবে বলুন তো?”

উনি আমার হাত ছেড়ে গলা চেপে ধরলেন! আমি দমবন্ধ করে উনার দিকে তাকাতেই উনি ফুঁসে উঠে বললেন,

—-” তোকে আর পাঁচটা মেয়ের কথা কে ভাবতে বলেছে? এতো মানবদরদী হতে কে বলেছে? আমি তোকে ভালোবাসি না? আমি তোকে কাছে টানি না? নাকি তোর উপর দয়া করি বল? তোর কি মনে হয় আজ পরিস্কার করে বল? আমি দয়া করি তোর উপর?”

আমার শ্বাসকষ্ট হতে ছটফট করতে লাগলেই রাহিয়ান আমার গলা ছেড়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আমার উপর থেকে সরে গিয়ে পাগলের মতো করে জলের গ্লাস খুঁজতে লাগলেন! আমি কাশতে কাশতে উঠে বসতে জলের গ্লাস নিয়ে হাজির হলেন তিনি। আমার মুখের সামনে জলের গ্লাসটা ধরে জড়ানো কন্ঠে বলে উঠলেন,

—-” স,,,সরি সরি জান! ক্ষমা করে দাও আমায়। আ,,আমি ইচ্ছে করে তোমায় কষ্ট দিতে চায়নি! আমায় ক্ষমা করে দাও! আমা,,,য়য়য় ক্ষমা করে দাও প্লিজ!”

—-” একটা অনাথ মেয়েকে সবাই দয়াই করবে রাহিয়ান! আপনিও তা-ই করছেন! অস্বাভাবিক তো কিছু নয়!”

স্পষ্ট গলায় আমি কথাটা বলে উঠতেই রাহিয়ান থমকে গেলেন। চোখের মাঝে এক আকাশ সমান বিস্ময় নিয়ে শান্ত কন্ঠে বললেন,

—-” আমি তোমায় দয়া করছি নীলাদ্রিতা?”

আমি টলমল করা চোখ নিয়ে উনার দিকে তাকাতেই উনি ছুঁড়ে মারলেন হাতের গ্লাসটা। বিকট চিৎকার পেড়ে খন্ডে খন্ডে বিভক্ত হলো কাঁচের টুকরো গুলো। আমি চমকে উঠে উনার দিকে তাকাতেই হেঁচকা টানে তুলে দাঁড় করালেন আমাকে। আমার হাতটা শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে উনার ঘরের বড় আয়নাটার সামনে দাঁড় করালেন আমায়। এটাই সেই রহস্যময়ী আয়না! যেটাতে ভূতের থ্রিডি আর্ট দেখে আমি ভয় পেয়ে ছোটাছুটি করে কেলেংকারী কান্ড করেছিলাম! কিন্তু উনি আমাকে হঠাৎ এই আয়নার সামনে এনে কেন দাঁড় করালেন? আমি আয়না থেকেই উনার দিকে দৃষ্টিপাত করলাম। আজ বিচ্ছেদের আগুনে দু’জনেই জ্বলেপুড়ে খাক হয়ে যাচ্ছি। কিন্তু প্রকাশ করার বেলায় দু’জনেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। কেউ কোনো কথা বলছি না! প্রতিত্তোর করছিনা! উনি আমার হাত ছেড়ে আয়নার মাঝখানে ঝুলে থাকা সাদা ফিতেটা ধরে টান দিতেই উদ্ভট এক শব্দ করে ভেসে উঠলো খুব বিভৎস দেখতে এক ভূতের ছবি! আমি আঁতকে উঠে দৌড় দিতে নিলেই উনি আমায় আঁটকে ফেলেন! বুঝতে পারছিনা, উনি কি এখন ভূতের ভয় দেখিয়ে আমায় পাগল বানাতে চাচ্ছেন?

—-” দ,,দেখুন আ,,আমার কিন্তু খুব ভ,,,য়য় লাগছে! প,,প্লিজ আ,,,মায় ছেড়ে দিন! প্লিইইইইইজজজজজ!!! মাআআআআআ………”

উনি আমার একটা কথাও কানে তুলছেন না! আমার হাতটা চেপে ধরে কেমন করে পাষানের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন ছবিটার দিকে। ভয়ে আমার কলিজা পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। বুকের ভেতরটা ছ্যাঁত ছ্যাঁত করে ভয়ংকর ভাবে পুড়ছে! ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম আমি। বার-বার ঢোক গিলেও গলা ভেজাতে পারলাম না। উনি এমন পাষান কেন? দুঃখিত! প্রশ্নটা উল্টো হবে, আমি এতো বোকা কেন? আয়নার উপর আমার হাত পড়তেই ছবিটা পাল্টে আমার হাস্যজ্বল একটা ছবি ভেসে উঠলো! আমার মস্তিষ্ক অবাক হয়ে কুল পাচ্ছে না! এই ছবি টা তো….

উনি আমায় ছেড়ে দিয়ে পিছিয়ে গেলেন ক’পা। আমি আমার বিস্ময় কাটিয়ে উঠতে ব্যর্থ হচ্ছি।

—-” দেখো ভালো করে, ছবিটা দেখে কিছু মনে পড়ছে? ঠিক দুই বছর আগের এই ছবি! সেদিন রাস্তার পাশে কিছু অনাথ বাচ্চাদের সাথে তোমার এই মনোরম দৃশ্য! সাথে কিন্তু সেদিন তোমার বাবাও ছিলো! বাচ্চাগুলোর সাথে হেসে খেলে তোমার কথা বলা। ওদের খাওয়ানো ওদের পড়ানো! এত সুন্দর মনোরম দৃশ্যটা আমার মন কেড়েছিলো নীলাদ্রিতা। সেদিন তোমার এই হাস্যজ্বল মুখ খানা দেখে আমার বুকের পা পাশটা খুব করুন ভাবে চিনচিন করে ব্যাথা করছিলো! জানান দিচ্ছেিলো প্রকৃতির সবচেয়ে মায়াবী মেয়েটা আমার মন কেড়েছে। আমি কয়েক মুহুর্তের জন্য এই দুনিয়া থেকে হারিয়ে গিয়েছিলাম! বুকের মধ্যে তোলপাড় করে জানান দিচ্ছিলো এই নিষ্পাপ হাসিটার প্রেমে পড়েছি আমি। প্রথম দেখাতেই তোমায় ভালোবেসে ফেলেছিলাম। তাই তোমার থেকে পারমিশন না নিয়েই তোমার ছবিটা ক্লিক করি। সেদিন থেকে আজও অব্দি সেই ছবিটা বুকের বা পাশটায় ঠিক আয়নার ছবিটার মতোই জলজ্যান্ত হয়ে ভাসছে। সেদিন কিন্তু তুমি অনাথ ছিলেন না নিধি! তাই তোমার উপর দয়া করে ভালোবাসার কোনো প্রশ্নই আসেনি। সেদিন হঠাৎ করে তোমার দেখা মিললেও টানা দু’দুটো বছরে তোমার দেখা আমি আর পায়নি! পুরো শহর তন্নতন্ন করে ফেলেছি তোমায় খুঁজতে কিন্তু তোমার খোঁজ মিলেনি! ঠিক দু’বছর বাদে তোমায় আবারও খুঁজে পেলাম! তোমার আমার সম্পর্কের একটা নাম খুঁজে পেলাম! নিধি, তুমি কিন্তু সেদিনও অনাথ ছিলেনা! সেই দু’বছর আগে থেকে তোমার প্রতি আমার যে অনুভূতি সবটাই ভালোবাসার কোমল অনুভূতি ছিলো! বিলিভ মি নিধি, আমি তোমায় কখনও দয়া করে ভালোবাসিনি! তাহলে আজ কেন প্রশ্ন উঠছে আমি তোমায় দয়া করছি! তুমি অনাথ হয়েছো বলো তোমায় আমি দয়া করছি! কি করে ভাবলে বলো তো?? মনে এক সেকেন্ডের জন্যও প্রশ্ন জাগল না এই মানুষটা কি করে আমাকে দয়া করতে পারে? ভালো তো তুমিও আমায় একই ভাবে বাসো নীলাদ্রিতা? তবে?”

নিজেকে অসহায় নয় বরং ছন্নছাড়া লাগছে বড়। অনুভূতি গুলোও বড় ছিন্ন-বিছিন্ন লাগছে। কান্না পাচ্ছে খুব! কিন্তু এই মানুষটাকে জড়িয়ে ধরার সাহস হচ্ছে না!

—-” অরিন আপু আপনাকে ভালোবাসে….”

—-” আর আমি?”

—-” জানিনা!”

—-” আজ আমার থেকে অরিন তোমার কাছে বড় হয়ে গেলো নিধি?”

—-” অরিন আপুও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে! একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অনুভূতি বুঝবো না?”

—-” কেশবও তো তোমাকে চায়? তাই বলে কি আমি একটা ছেলে হয়ে অন্য একটা ছেলের অনুভূতি বুঝে নিজের ভালোবাসার মানুষটাকে দিয়ে দিবো? এতো ইজি? নিজের ভালোবাসার এই মূল্য? তাহলে ভালোবাসলাম কেন?”

আমি হেঁচকি তুলে এবার কেঁদে ফেললাম! উনি আর কিছু না বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন! গালে কপালে ভালোবাসার পরশ একে বললেন,

—-” আর কত বোকা থাকবে বলোতো? এবার তো নিজের অধিকারটা শক্ত হাতে ধরতে শিখো? সামনেই বিয়ে আমাদের। বিয়ের একবছরের মাথায় দেখবে তোমার কোল জুড়ে ফুটফুটে এক রাজকন্যা এসে গেছে। তখন কি হবে বলো তো? দেখা যাবে মা, মেয়ের চেয়েও বেশি বাচ্চামো করছে! তখন কি মেয়েকে সামলাবো নাকি মাকে?”

আমি লজ্জায় তার বুকে মুখ লুকিয়ে ফেললাম! সত্যিই তো ভালোবাসার মানুষটাকে কেউ চাইলেই বুঝি এতো সহজে দিয়ে দেওয়া যায়? সে তো অসম্ভব তাই না?

#চলবে____________________