#বৃষ্টি_মাখা_রোদ্দুর💖
#Writer:—#TanjiL_Mim💖
#part:22
.
.
🍁
“দেখতে দেখতে কেটে গেল পুরো একসপ্তাহ’!!একসপ্তাহে এখন আমি পুরোপুরি সুস্থ’!! এক কথায় বলতে গেলে পুরো ফিট’!!সবকিছুই আবার আগের নিয়মে হয়ে গেছে’!!রোজ ভার্সিটি আর বাসা আর মাঝেমধ্যে রিয়াদ ভাইয়ার সাথে এখানে ওখানে ঘুরতে যাওয়া’!!বিষয়টা খুব ভালো লাগে আমার’!!যতটুকু সময় রিয়াদ কাছে থাকে ততটুকু সময় এক অদ্ভুত অনুভূতিতে জড়িয়ে যাই আমি’!!এক কথায় বলতে গেলে তাকে অসম্ভব ভালোবাসি আমি’!!কিন্তু কখনো বলা হলো না’!!
||
“সকাল_৯ঃ০০টা……..
“আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি আমি’!!উদ্দেশ্য হচ্ছে ভার্সিটি যাওয়ার’!!নিচ থেকে অলরেডি পাঁচবার ডাকা হয়ে গেছে আমায়’!!এই বলতে না বলতে আবারো ডাক দিল রিয়াদ ভাইয়াঃ
———–“ওই তোর হলো তাড়াতাড়ি কর!আমায় অফিস যেতে হবে…..
“আমিও চেঁচিয়ে বলে উঠলামঃ
————“এই তো আর দু’মিনিট…..
“এদিকে……
“এই দু’মিনিট বলে বলে তো পুরো ১ ঘন্টা বসিয়ে রেখেছিস আমায়’!!রিয়াদের কথায় আম্মু হাসলো’!!ডাইনিং টেবিলে বসে ছিল’!!আর তার পাশেই খাবার নিয়ে আম্মু’!!আম্মুর হাসি দেখে রিয়াদ বলে উঠলঃ
———-“তুমি হাসছো মামুনি,,আর তোমার মেয়ে কতোক্ষণ যাবৎ বসিয়ে রেখেছে আমায়….
“আম্মু হাসতে হাসতে বলে উঠলঃ
———–“তোরই তো বউ হবে একটু মানিয়ে নে….
“আম্মুর কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল রিয়াদ’!!সেদিনের পর থেকে প্রায় সবাই রিয়াদের পিছনে লাগে তানজুকে নিয়ে’!!বেশি করে দিহান….!!রিয়াদ লাজুক লুক নিয়ে বলে উঠলঃ
————“মামুনি তুমিও…..
“হাসলো আম্মু!তারপর চুপটি করে চলে আসলো সে…….
……..
“সিঁড়ি বেয়ে নিচে নামলাম আমি’!!এক প্রকার দৌড়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ার সামনে’!!তারপর বলে উঠলঃ
———–“চল চল আমি তৈরি!
———-“যাবো মানে খাবি না তুই?
————“আজকে আর খেতে হবে না চলো তুমি এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে!
————-“বেশি কথা বললে ঠাস করে একটা দিবো আমি বসে আছি তাড়াতাড়ি খা!
“বিনিময়ে আমিও আর কিছু বলতে পারলাম না!চুপটি করে বাধ্য মেয়ের মতো টেবিলে বসে তাড়াতাড়ি খেতে শুরু করলাম!চটজলদি খেতে লাগলাম আমি…..
___________
“এদিকে আরেকজন চুপটি করে নীবরে তাকিয়ে আছে তানজুর মুখের দিকে’!!ঠোঁটে তার রহস্যময়ী হাসি’!!কি মায়াবী লাগছে রিয়াদের কাছে তার তানজুকে’!!টানা টানা চোখ,, চোখে কাজল,,হাল্কা মেকাপ!!পড়নে হলুদ রঙের জর্জেট ফ্রি-পিছ,,অল্প কিছু চুল সামনে বের করে পিছন দিয়ে সুন্দর করে লম্বা বেনুনি করা!!কানে রয়েছে ছোট্ট ঝুমকো’!!যেগুলো দেখে বড্ড হিংস্রে হচ্ছে রিয়াদের’!!এক মুহূর্তের জন্য হলেও সে ভাবছে সে যদি তানজুর কানের ঝুমকো হতো বার বার সুন্দর ছুঁয়ে দিতে পারতো তানজুর কাঁধ’!!আনমনে হাসলো রিয়াদ’!!কি সব ভাবছে সে’!!আবারো লক্ষ করলো রিয়াদ…..
অল্প কিছু চুল সামনে থাকায় যেগুলো বার বার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে তানজু’!!বিষয়টা খারাপ লাগছে না রিয়াদের কাছে’!!আচমকা রিয়াদ জোরে একটা ফুঁ দিলো সাথে সাথে তানজুর চুলগুলো উড়ে পিছনে চলে গেল!!আবারো হাসলো রিয়াদ….
||
“আচমকা এমনটা হওয়াতে আমি অবাক হয়ে তাকালাম রিয়াদ ভাইয়ার দিকে’!!দেখলাম হা করে তাকিয়ে আছে আমার মুখের দিকে’!!আশ্চর্য এতো তাকিয়ে থাকার কি আছে’!!(মনে মনে)
———–“অনেক কিছু আছে তুই চুপচাপ খা….
———–😳😳😳
“বুঝলো কেমনে……
“আবারো হাসলো রিয়াদ’!!যেন তানজুকে হতভম্ব হতে তার দারুণ লাগছে……
______________________
“প্রায় দেড় ঘন্টা পর আমাদের গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে’!!আমিও চুপটি করে গাড়ি থেকে বেরিয়ে আসলাম’!!কিন্তু এই মুহুর্তে কোনোভাবেই ভার্সিটি যেতে ইচ্ছে করছে না’!!তারপর অবাধ্য মন নিয়ে রিয়াদ ভাইয়াকে বলে উঠলামঃ
———-“ওকে ভাইয়া বাই…..
“বলেই চলে আসলাম আমি’!!রিয়াদও চলে গেল….
“ভার্সিটি ঢুকতেই রুহি তিশাকে দেখতে পেলাম’!!ব্যস তিনজন মিলে নাচতে নাচতে ভিতরে চলে গেলাম’!!তারপরও ভিতর থেকে মনটা একটু খারাপ কিন্তু কারনটা বুঝলাম না…….
___
“ভার্সিটির রুমের মধ্যে বসে আছি আমি”!!আর জানালা ভেদ করে রুমে ভিতর বাতাস আসছে’!!বাহিরে…..
“হালকা রোদ্দুরের মাঝখানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি’!!তবে বিষয়টা খারাপ না’!!কিছুটা বলতে গেলে ” বৃষ্টি_মাখা_রোদ্দুর”💖হালকা রোদ্দুরের মধ্যে বৃষ্টি হচ্ছে!অনেক মিষ্টি তাইতো বাহিরে হচ্ছে রোদ্দুর মাখা বৃষ্টি!!আনমনে হাসলাম আমি’!!তারপর গালে হাত দিয়ে বাহিরের বৃষ্টি দেখতে ব্যস্ত হয়ে পড়লাম’!!ধীরে ধীরে বৃষ্টির গতি বাড়তে লাগলো সাথে পুরো জায়গাটাও ঘনকালো অন্ধকারে ডুবে গেল’!!হুটহাট বৃষ্টি বিষয়টা খুবই সুন্দর…….
____________
“ভার্সিটির দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি’!!কারন রিয়াদ ভাইয়া আমায় নিতে আসবে’!!বৃষ্টি শেষ হয়ে গেছে অনেক আগেই’!!শুধু আকাশে থাকা কালো মেঘটা এখনো আছে’!!সাথে ঠান্ডা শীতল বাতাস’!!রুহি তিশা অনেক আগেই চলে গেছে এখন শুধু আমি দাঁড়িয়ে আছি’!!কিন্তু রিয়াদ এত লেট কেন করছে……
“কিছুক্ষন পর……
“ভাইয়া গাড়ি নিয়ে এসে থামলো আমার সামনে’!!তাকে দেখে মুখ সরিয়ে নিলাম আমি’!!রাগ করছি না…..
“গাড়ির ভিতর বসে থেকে রিয়াদ বুঝে গেছে তানজু তার ওপর রাগ করেছে’!!চুপিচুপি রিয়াদ বের হলো গাড়ি থেকে’!!তানজুর সামনে দাঁড়িয়ে বলে উঠলঃ
———-সরি “প্রিয়সী”…….
আমি চুপ……
————-“কথা বলবি না আমার সাথে……
“বিনিময়ে এবারো কিছু বললাম না আমি’!!আমাকে চুপ থাকতে দেখে রিয়াদ এক রহস্য ময়ী হাসি দিয়ে বললোঃ
————–“বুঝতে পেরেছি মহারানীর সরিতে কাজ হবে অন্য কিছু করতে হবে….
“রিয়াদের কথা শুনে আমি কোনো রিয়েকশন দিলাম না’!!হুট করেই রিয়াদ কোলে তুলে নিলো আমায়’!!আচমকা এমনটা হওয়াতে আমি থাবড়ে গিয়ে আর শার্টের হাতা খামচে ধরলাম’!!রিয়াদ কিছু না বলেই আমায় কোলে নিয়েই হাঁটা শুরু করল’!!ভিতরে ভিতরে প্রচন্ড অবাক হলাম আমি’!!কিন্তু তা বাহিরে প্রকাশ করলাম না’!!
“রিয়াদ আমায় কোলে তুলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল’!!আচমকা আমার দিকে ঝুঁকে গেল রিয়াদ’!!হুট করে জিনিসটা হওয়াতে ঘাবড়ে গেলাম আমি’!!রিয়াদ গাড়ির সিট বেল্টটা লাগিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বললোঃ
———-“তোমার এই হুটহাট ঘাবড়ে যাওয়া বেশ লাগে আমার প্রিয়সী,,বলেই চটজলদি সরে আসলো রিয়াদ…..
“তারপর ঘুরে এসে নিজেও ড্রাইভিং সিটে বসে পরলো’!!গাড়ি স্টাট দিলো দ্রুত তাদের গাড়ি চলতে শুরু করল আপন গতিতে……
______
“রিয়াদদের গাড়ি থামলো একটা খুব সুন্দর দেখতে জায়গার সামনে’!!খোলামেলা পরিবেশটা আশেপাশে তেমন কোনো মানুষ নেই বললেই চলে গাছ দিয়ে ভরা জায়গাটা’!!সাথে অনেক ফুলের আনাগোনা’!!অনেক ফুল থাকায় তার গন্ধ অলরেডি চলে আসছে নাকে’!!ইয়া বড় বড় সব গাছ,,গাছের ডালেও আছে বসা অনেকগুলো পাখি,,আকাশটা এখন পুরো পরিষ্কার হয়ে গেছে'”! হাল্কা হাল্কা রোদ্দুরের তাপ এসে লাগছে গায়ে’!!এমন একটা জায়গায় এসে অবাক হয়ে তাকিয়ে আছি আমি’!!আমি কিছু বলার আগেই রিয়াদ বলে উঠলঃ
————“নাম…..
————-“আমিও কিছু না বলে নেমে গেলাম….
“রিয়াদ তার গাড়িটা একটা গাছের আড়ালে রেখে আসলো’!!তারপর দ্রুত পায়ে চলে আসলো সে তানজুর কাছে’!!তারপর রিয়াদ তানজুর হাত ধরে হাঁটা শুরু করল’!!
“আচমকা রিয়াদ তানজুর হাত ছেড়ে দিয়ে গায়েব হয়ে গেল’!!আর তানজু সে তো এত সুন্দর পরিবেশ দেখে সেদিন এক ধ্যানে তাকিয়ে আছে’!!যেন তার প্রকৃতি থেকে চোখই সরছে না’!!হর্ঠাৎ অনুভব করলাম আমি কেউ কিছু একটা গুঁজে দিচ্ছে চুলে’!!একটু নড়তেই রিয়াদ বলে উঠলঃ
———–“একদম নড়ো না…..
“আমিও চুপটি করে দাঁড়িয়ে রইলাম’!!রিয়াদ তার প্রিয়সীর চুলে গুঁজে দিচ্ছে বেলি ফুলের মালা’!!তার কথা বেনুনির পুরোটা জুড়েই রয়েছে বেলি ফুলের মালা…..রিয়াদ তার কাজ শেষ করে চুপ করে হাঁটু গেড়ে বসে পরলো নিচে….
____
“চুল ছেড়ে দিয়েছে অনেক সময় হলো কিন্তু ভাইয়া সামনে কেন আসছে না’!!হুট করেই পিছন ঘুরলাম আমি’!!রিয়াদকে এইভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেসাসূচক তাকালাম তার দিকে’!!রিয়াদ হাতে তার একটা সুন্দর টকটকে লাল গোলাপ হাতে নিয়ে বললোঃ
———–“তুমি আমার দুষ্ট মিষ্টি স্বপ্নে দেখা প্রিয়সী’!!তোমায় আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি’!!হয়তো কখনো প্রকাশ করা হয় নি,,হয়তো কখনো বলা হয় নি মুখে কতোটা ভালোবাসি তোমায়’!!সবসময় প্রকাশ করলেই যে ভালোবাসি আর প্রকাশ না করলে ভালোবাসি না এমনটা কিন্তু নয় প্রিয়সী’!!তোমায় কতোটা চাই, কতোটা ভালোবাসি বোঝাতে পারবো না’!!শুধু বলবো তুমি কাছে থাকলে হাজারো যন্ত্রণার মাঝেও আনন্দিত আমি’!!দূরে গেলে মনে হয় নিশ্বাস বন্ধ হয়ে যাবে এখনই’!!তোমায় যে বড্ড ভালোবাসি প্রিয়সী’!!তাই এই “বৃষ্টি_মাখা_রোদ্দুর”💖দিনে তোমায় বলছি আমি….
————-“আই লাভ ইউ মাই প্রিয়সী”……
“বলেই মুচকি হেঁসে এগিয়ে দিল গোলাপটা তানজুর দিকে’!!
||
“এদিকে অবাক হয়ে তাকিয়ে আছি আমি’!!যেন বিশ্বাসই হচ্ছে রিয়াদ আমায় প্রপোজ করলো’!!মুহূর্তেই সব রাগ ধুয়ে পানি হয়ে গেল’!!এখনো তাকিয়ে আছি আমি রিয়াদের দিকে…
“রিয়াদ তানজুকে হা করে তাকিয়ে থাকতে দেখে বললোঃ
————“আর কতোক্ষন বসে থাকবো এখন তো নে…..
“আমি চট করে বলে উঠলামঃ
———–“নিবো না….
“রিয়াদ অবাক হয়ে বললোঃ
————“কেন….
————“তুমি এতো লেট কেন করলে….
————“তারজন্য সরি বললাম তো অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম…..
————“তোমার সরিতে কাজ হবে না,,আগে কান ধরে বলো,,তারপর ভেবে দেখছি….
“তানজুর কথা শুনে রিয়াদের চোখ অটোমেটিক বড় বড় হয়ে গেল’!!মিনমিন করে বলে উঠল সেঃ
————-“ধরতেই হবে….
————-“হুম এটা হলো আমায় আধা ঘণ্টা দাঁড় করিয়ে রাখার শাস্তি….
“রিয়াদও কোনো উপায় কান ধরে দাঁড়িয়ে পরল’!!তারপর তানজুর কানের কাছে তার মুখ এনে একটু ঝুঁকে বললোঃ
————–“সরি আর এমন ভুল হবে না…..
“রিয়াদের কাজে হাসলো তানজু’!!তারপর হুট করেই পিছন ঘুরে রিয়াদকে জড়িয়ে ধরে বললো সেঃ
————-“আমিও তোমায় এওতো এওতো ভালোবাসি “প্রিয়”…….
“তানজুর কথা শুনে রিয়াদও খুশি হয়ে তাঁকে জড়িয়ে ধরল’!!আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল এই পুরো পরিবেশটা,,হাজারো ফুল,,মেঘের আড়াল থেকে উঁকি মারা রোদ্দুর,,সাথে ঝিরিঝিরি বৃষ্টি….গাছে থাকা পাখিরা আর মস্ত বড় আকাশ….
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………
#TanjiL_Mim♥️