সেলিব্রেটি লাভার পর্ব-১৯

0
1346

#সেলিব্রেটি_লাভার❤
#part:19
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
“ঘন কালো অন্ধকার চারপাশ!! খুব বেশি হলে এখন রাত-২ঃ০০টা বাজে…..
“এখনো আমি আয়ানের বাসায়!!কি অদ্ভুত তাই না!!বহুত কষ্টে আয়ানকে নিজের থেকে সরিয়ে বিছানাতে শুয়ে দিলাম!!এতদিন পর খুব গভীরভাবে আয়ানের দিকে তাকালাম আমি!!!আয়ানের চুলগুলো অসম্ভব সুন্দর লাগছে এই মুহুর্তে, সিল্কি কালো চুল,ফর্সা মুখ,চোখ দুটো অসম্ভব সুন্দর, চোখের পাশে ছোট্ট একটা দাগ আছে তার,,এই মুহূর্তে আমার কাজে মনে হচ্ছে এই দাগটার জন্য তাকে আরো বেশি সুন্দর লাগছে,ঠোঁটগুলো অসম্ভব লাল হয়ে আছে তার!!অল্প কিছু চুল তার কপালে পড়ে আছে!!এই মুহুর্তে ইচ্ছে করছে চুলগুলো সরিয়ে দেই!!আনমনে হাসলাম আমি!!কেমন যেন ঘোর লাগানোর মধ্যে চলে গেছি আমি!!আয়ানের কপালে হাত দিতেই পুরো শকড আমি!!প্রচন্ড বেগে গরম হয়ে আছে!!তাড়াতাড়ি করে জল পট্টি দিলাম আয়ানের মাথায়!! কাঁথা মুরি দিয়ে ঘুমিয়ে আছে সে!!খুব অদ্ভুত লাগছে!!একটা ছেলে কি করে একা একা থাকতে পারে!!সত্যি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই সবাই সুখে থাকে না!!সবার জীবনেই কিছু না কিছু কমতি থাকেই!!!এই মুহুর্তে খুবই ভয়ে আছি মনে মনে হাজার বার বলে ফেলেছি আয়ানের যেন জ্বর টা তাড়াতাড়ি কমে যায়!!!এসব নানা কিছু ভেবে আয়ানের মাথায় জল পট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পরেছি তা বুঝতেই পারলাম না!!

__________________________________________


“সূর্যের আলোয় ভরে গেছে পুরো রুম!!হালকা তাপ তাপ লাগছে রুম টা!!ভোরের শীতল ভাব কমে এখন সূর্যের কিরন ভরা আলো!!হর্ঠাৎই ঘুম ভাঙল আয়ানের কপালে কাপড় জরানো দেখে হাত দিয়ে সরালো কাপড়!!এই মুহূর্তে নিজেকে কিছুটা স্বাভাবিক লাগছে তার!!তবে পুরোপুরি সুস্থ হয় নি সে!!আশেপাশে তাকালো আয়ান হর্ঠাৎ চোখ গেল তার পাশে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে!!মেয়েটি তার হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে!!চুলগুলো মুখে পরাতে খুব একটা মুখ দেখা যাচ্ছে না!!কিন্তু আয়ানের এই মুহুর্তে একটুও বুঝতে অসুবিধা হচ্ছে না মেয়েটি কে???মুচকি হাসল আয়ান!!হর্ঠাৎই কাল রাতে ঠিক কি কি হয়েছিল তা ভাবতে লাগল আয়ান!!সবকিছু মনে না পরলেও হালকা হালকা আবছা আবছা করে অনেক কিছুই মনে পরল তার!!ঘড়ির দিকে তাকালো আয়ান!!ঘড়ির কাটায় ৯ঃ০০টা বেজে গেছে!!মীমের দিকে তাকিয়ে তার বাম হাত দিয়ে মীমের চুলগুলো সরিয়ে দিল আয়ান!!আনমনে মুচকি হেসে বলল সেঃ

——“আমার প্রেয়সী”

“এভাবে কিছুক্ষন যাওয়ার পর…….

“হর্ঠাৎই ঘুম ভাঙল আমার!!সামনে আয়ানকে দেখে চোখ ডলতে ডলতে বললাম আমিঃ

——“গুড_মর্নিং মিস্টার সেলিব্রেটি”

“আয়ানও হালকা হেসে বললঃ

——“গুড_মর্নিং মিস…..কাল রাতে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন তাই না!!তার জন্য সরি “মিস”

——“সরি বলার কোনো দরকার নেই,, কাল যা হয়েছে তার জন্যও আমি নিজেই দায়ী ছিলাম!!তাই ওটা নিয়ে ভাবা লাগবে না!!আপনি বসুন আমি ফ্রেশ হয়ে আসছি!!

“এই বলে চললাম আমি ওয়াশরুমে……
আয়ানও আর কিছু না চুপটি শুয়ে রইল কাঁথা গায়ে জড়িয়ে!!!

“বেশকিছুক্ষন পর ওয়াশরুম থেকে বেরোলাম আমি!!!তারপর চলে গেলাম কিচেনে!!উদ্দেশ্য গরম গরম চা বানানো!!!

“কিছুক্ষন পর চা বানিয়ে নিয়ে আসলাম আমি!!!তারপর আয়ানের চায়ের কাপ এগিয়ে দিয়ে বললামঃ

——-“খেয়ে নিন “মিস্টার সেলিব্রেটি”!!

“আয়ানও আমার কথা মতো বিছানা থেকে উঠে চায়ের কাপে চুমুক দিলেন!!!

“আয়ানের মুখের দিকে তাকিয়েই বললাম আমিঃ

——“আমাকে এখন যেতে হবে “মিস্টার সেলিব্রেটি”!!! আপনি কষ্ট করে ডাক্তারকে ফোন দিয়ে ডেকে নিবেন আর রুহানকে আমি ফোন করে বলে দিবো!!তারপর তাড়াতাড়ি করে কিছু ঔষধ খেয়ে নিবেন!!

“আয়ান কিছুক্ষন ভেবে বললঃ

——-“এখনই যাবেন!!!

——–“এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে!!!

“আয়ান তার চায়ের অর্ধেক কাঁপ চা খেয়ে বাকিটা টেবিলে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন!!!

“ওনার এমন কাজে অবাক হয়ে বললাম আমিঃ

——-“উঠছেন কেন????পড়ে যাবেন এখনো সুস্থ হন নি আপনি????

“আয়ান নিজেকে সামলে রেখে বললেনঃ

——–“আমি ঠিক আছি “মিস”!!আমার কিছু বলার আছে!!

———“পরে শুনবো এখন শুয়ে থাকুন মিস্টার সেলিব্রেটি”!!! এই বলে আয়ানকে ধরে আবার শুয়ে দিলাম আমি!!আয়ানের কাছে কিছুটা ঝুঁকে কানে কানে বললাম আমিঃ

——“এখন ঘুমান সুস্থ হয়ে আমাকে ফোন দিয়েন আমি চলে আসব!!তখন আপনার সব কথা শুনবো “মিস্টার সেলিব্রেটি”!!

“বিনিময়ে আয়ান কিছু বললো না!!শুধু তাকিয়ে রইলেন আমার চোখের দিকে!!হয়তো চোখ দিয়েই কিছু বুঝাতে চাইছেন উনি!!!

“আমিও আর কিছু না বলে আয়ানকে বাই জানিয়ে চলে আসলাম নিচে!!তারপর গাড়ি করে চললাম বাসার উদ্দেশ্যে…. তার সাথে ফোনটা নিয়ে কল করলাম রুহানকে……….

__________________________________________


“গভীর ঘুমে কাতর হয়ে আছে রুহান!!!ফোনের শব্দে ঘুম থেকে লাফ দিয়ে উঠল সে!!নাম্বারটা অচেনা লাগছে তার কাছে!!একরাশ বিরক্ত নিয়ে ফোনটা তুলল সে!!!!

“বিরক্ত মাখা মুখ নিয়ে ফোন তুলে বললঃ

——–হ্যালো কে????

“কলে মীমের কথা গুলো শুনে ঘুম তার উধাও হয়ে গেল!!!তাড়াতাড়ি করে বলে ফেললো সেঃ

——-“আমি এখনো যাচ্ছি “মিস জার্নালিস্ট”!!এই বলে তাড়াতাড়ি করে ফোন কেটে ওই কাপড়েই গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল রুহান!!কারন তার প্রান প্রিয় বন্ধু অসুস্থ কাল রাত থেকে ওহ নো!!!

“এসব ভেবে তাড়াতাড়ি করে চলল সে আয়ানের বাসায়!!!

“বেশকিছুক্ষন পর……….

“হতভম্ব হয়ে আয়ানের বাসায় ঢুকলো রুহান!!!
আয়ানের রুমে ঢুকে দেখলঃ

“আয়ান বিছানায় শুয়ে আছে!!তাড়াতাড়ি করে আয়ানের সামনে গিয়ে বলল সেঃ

—–“দোস্ত তুই এখন কেমন আছিস!!!

“হর্ঠাৎ কারো আওয়াজ শুনে চোখ খুলল আয়ান!!সামনে রুহানকে দেখে হালকা হেসে বললঃ

——–“তুই হুম ভালো এখন!!!

———“তুই কাল রাত থেকে অসুস্থ আমাকে একটা ফোন করতে পারতিস না!!

“রুহানের কথা শুনে আয়ান বুঝতে পেরেছে যে রুহান তার প্রতি রাগ করেছে!!তাই আয়ান ছোট্ট শ্বাস ফেলে বললঃ

——-“বিশ্বাস কর আমার কিছুই মনে নেই যে কাল রাতে ঠিক কি কি হয়েছিল!!কাল রাতে তো মীম ছিল শুধু!! আমার শুধু এতটুকু মনে ও আমাকে রুমে নিয়ে আসতেই আমি পরে যাই বিছানায় দেন তারপর আর কি হয়েছিল মনে নেই!!সে যাই হোক এখন বল কাল রাতে কী কী হলো!!!

“রুহান হালকা শ্বান্ত হয়ে বললঃ

——-“সব বলব আগে চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব!!আর যতক্ষণ না তুই সুস্থ হচ্ছিস ততদিন আমার বাসায় আমার সাথে থাকবি তুই!! আর সোহেলকে আমি ফোন দিয়ে বলে দিবো!!ও বাকিটা বুঝে নিবে!!

“এই বলে আয়ানকে উঠিয়ে নিয়ে তাড়াতাড়ি চললো সে!!তারপর আয়ানকে ডাক্তার দেখিয়ে সোজা তাদের বাসায়!!!!

__________________________________________


“বাসায় ঢুকতেই অবাক আমি!!পুরো ঘরে মিউজিক সিস্টেমে গান বাজছে!!এটা নিশ্চয়ই নিতুর কাজ!!!

“দরজা খুলে আম্মু বললঃ

——-“কাজ শেষ হয়েছে তোর!!!

——-“হুম হয়েছে এখন ঢুকতে দেও খিদে পেয়েছে খাবার নিয়ে আসো!!আমি ফ্রেশ হয়ে আসছি!!!

——–“আচ্ছা যা আমি আনছি!!!!

“রুমে ঢুকে আরো অবাক হলাম আমি!!!কারন নিতু লুঙ্গি আর টিশার্ট পরে নাচছে!!!!ওর এমন নাচানাচি দেখে “হা” হয়ে গেছি!!!

“এদিকে নিতু চোখে কালো চশমা পরে!!লুঙ্গি ড্যান্স গানে নাচছে “সে”!!!

“কিছুক্ষণ পর নিতু আমায় দেখে তাড়াতাড়ি গান বন্ধ করে দিল!!দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললঃ

——–“আপু তুমি এসেছো আজকে আমি খুব খুশি আপু, খুব খুশি!!!

“ওর কথা শুনে বুঝতে পেরেছি রুহান হয়তো তার মনের কথা বলে দিয়েছে!!!!আনমনে হাসলাম আমি!!তবে এই মুহুর্তে কিছু বলা বা শোনার মুডে নেই আমি!!তাই নিতুকে পাশ কেটে কিছু জামাকাপড় নিয়ে চললাম আমি ওয়াশরুমে!!!!!

“ওয়াশরুম থেকে বেরোতেই খাবার নিয়ে হাজির আম্মাজান!!খাবার গুলো খেতে খেতে নিতুকে নিতুকে বললাম আমিঃ

—–এখন বলঃ

“নিতুও ছোট্ট শ্বাস ফেলে বলল কাল রাতে কি কি হয়েছিল!!!দেন বুড়ি তো সব বলে লজ্জায় লাল হয়ে গেছে!!ওর এমন কান্ডে হাসলাম আমি!!আর আমার হাসি দেখে লজ্জায় রুম থেকে বেরিয়ে গেল নিতু!!!
.
.
.
.
.
.
এদিকে রুহানও আয়ানকে কালরাতের সব কথা বলছিল এতক্ষণ!!আয়ান সবশুনে খুব অবাক!!কতো সহজেই রুহান সব বলে ফেললো!!!হাসলো আয়ান!!আয়ানের হাসি দেখে রুহানও চলে গেল বাহিরে……..একটু হলেও তো লজ্জা পেয়েছে নাকি😁

_________________________________________


“দেখতে দেখতে ১০ দিন কেটে গেল!!

“এই ১০ দিনে আয়ান এখন অনেকটাই সুস্থ আর ফিট!!এই ১০ দিনে নিতুও অনেকটা বদলে গেছে!!এখন আর রুহানের সাথে দেখা বা কথা বলতে কোনো সমস্যা হয় না তার!!

“এই কয়েকদিনে অনেকটাই বিজি ছিলাম আমি!!!এই গতকাল আয়ান ফোন করে বলেছিল দেখা করবে!!কিছু বলতে চায় সে!!!এ মুহূর্তে আয়ানের বলা একটা জায়গায় যাচ্ছি!!সময় টা এখন “বিকেলবেলা”!!!

“ড্রাইভার কাক্কুর ডাক শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলাম আমি!!কারন উনি বলছেন আমরা এসে গেছি!!তারপর গাড়ি থেকে নেমে এগোতে লাগলাম সামনে!!


“সুন্দর একটা মাঠ!! যার চারপাশে রয়েছে ইয়া বড় বড় গাছ!!আশেপাশে শুধু গাছপালা ঘেরা!! মাঠের চার দিকে ঘিরে রয়েছে ছোট বড় বিভিন্ন রকমের গাছ!!পরিবেশটা খারাপ না!!খুবই সুন্দর প্রায় নীরবতা!!চারদিকে তাকিয়ে দেখতে পেলাম আয়ান কোথাও নেই!!হয়তো এখনো এসে পৌঁছায় নি!!ব্যাগ থেকে ফোনটা বের করে কল করলাম আমি আয়ানকে!!!

“প্রথম কলেই ফোন তুললো আয়ান!!আমি কিছু বলার আগেই বলল সেঃ

——“আসছি আমি “মিস” আর মাএ পাঁচ মিনিট!!!

“আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল আয়ান!!!আমিও আর কিছু ভাবলাম না ফোনটা রেখে আশেপাশের সৌন্দর্য দেখতে লাগলাম!!!!

“বেশকিছুক্ষন পর………

“হর্ঠাৎ কেউ পিছন থেকে বলে উঠলঃ

——“সরি মিস….একটু দেরি হয়ে গেছে!!

“পিছনে ঘুরে আয়ানকে দেখে হালকা হেসে বললাম আমিঃ

——“it’s okk এখন বলে ফেলুন কি বলবেন!!!!

“আমার কথা শুনে আয়ান কিছু বললো না চুপটি করে তাকিয়ে রইলেন আমার দিকে!!

“বেশকিছুক্ষন পর………

“হর্ঠাৎই আয়ান কাছে এগোতে লাগলেন!!ওনার এমন কাজে অবাক আমি!!

“ঘাবড়ে গিয়ে বললামঃ

——“সামনে এগোচ্ছেন কেন মিস্টার সেলিব্রেটি……

“আয়ান কিছু বললো তার মতো সে এগোতে লাগলেন!!

“এদিকে ওনার চোখের চাহনি দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে পিছনে এগোচ্ছি আমি!!

“একটা সময় এগোতে এগোতে গাছের সাথে লেগে গেছি!!!এদিকে আয়ান এগোতে এগোতে আমার অনেকটা কাছেই চলে এসেছে সে……

“আয়ান কিছুটা ঝুঁকে আমার কানের কাছে ওনার মুখ এনে বললেনঃ

——“অনেক ভেবে দেখেছি “মিস”!!আগে এমন কিছু হয় নি কাউকে দেখে যতটা তোমায় দেখলে হয়!!কখনো কোনো মেয়ে কাছে আসাতে যে অনুভূতি কোনোদিন আসে নি সেই অনুভূতি এসেছিল তুমি কাছে আসাতে!!!তুমি যতবারই কাছে এসেছো এক অন্যরকম ফিলিংসে আঁটকে গেছি আমি!!তোমার একটু খানি কাছে আসা আমাকে অনেকটা ভালোবাসার পরশ এনে দেয় “প্রিয়সী”!!তোমাকে দেখলেই অনেকটা আপন বলে মনে হয় আমার!! জানি না আমার কথা শুনে তুমি কী বলবে!!!কিন্তু খুব করে বলতে ইচ্ছে হচ্ছে এখন তোমায়””

——“আই লাভ ইউ মিস “প্রিয়সী”!!!

“এতটুকু বলে দূরে সরে গেলেন আয়ান!!ওনার কথাগুলো এখনো বাজছে আমার কানে!!

.

——–“আই লাভ ইউ মিস “প্রিয়সী”!!! এর মানে তো আয়ান আমাকে ভালোবাসে!!!কি বললেন উনি!!!

.

“এদিকে আয়ান আমার চিন্তিত মুখ দেখে বললেনঃ

——“বেশি ভেবো না এখন “প্রিয়সী”!!তোমাকে সময় দিলাম তুমি ভেবে পরে আমার উওর দিও!!শুধু এতটুকুই বলব……

“জীবনে অনেক একা থেকেছি আমি!!কিন্তু যেদিন থেকে তোমার সাথে পরিচিত হয়েছি মনে হয়েছিল আর একা থামব না আমি!!এতটুকু বলে আয়ান আমার দু’হাত ধরে বললঃ

——“আর একা থাকতে দিও না “প্রিয়সী”!!!!এতটুকু বলে আমার হাত ছেড়ে দিয়ে চলে গেলেন “আয়ান”!!

“আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি!!কি হলো এতক্ষণ!!!কি বললেন “আয়ান”!!!

__________________________________________


“গাড়িতে বসে আছে আয়ান!!এই মুহূর্তে নিজেকে অনেকটাই হালকা লাগছে তার!!অনেক দিনের জমানো কথা বলে দিয়েছে সে!!!এখন শুধু

অপেক্ষা উওরের তার “প্রিয়সীর”!!!!

এখন দেখা যাক আয়ানের “প্রিয়সীর”উওর কি হয়!!!
!
!
!
!
#চলবে……….