#আমার_শুধু_তোমাকেই_চাই🍁🍁
#লেখিকা;সুমাইয়া_সুলতানা_সুমী
#পর্ব;৯
২৬,,,,
আপনি আমাকে ভালোবাসেন না(কেঁদে বলল মেঘলা)
মেঘলার কথা শুনে মেঘ তো পুরাই থ,, যে মেয়ে কোনোদিন ভালোবাসার কথা বলা তো দূরে থাক মাথা তুলেই কথা বলতো না সে মেয়ে আজ এসব বলছে নিশ্চয়ই কিছু হয়েছে। তাই ওকে জিগেস করলাম।
তাই নাকি তা তোমায় কে বলেছে আমি তোমায় ভালোবাসি না (মেঘ)
আমি জানি আপনি আমায় ভালোবাসেন না আপনি খুব খারাপ। (কেঁদে মেঘকে জরিয়ে ধরে মেঘের বুকে মুখ গুজে বলল)
বারে,, আমার বুকে থেকে আমাকেই বলছো যে আমি খারাপ(মেঘ)
হুম,,,
আচ্ছা এখন তো বলো কি হয়েছে (মেঘ)
আ,,,আমি দেখছি আপনি সেদিন একটা মেয়েকে বাইক এ করে নিয়ে যাচ্ছিলেন আর ওই মেয়ে আপনাকে জরিয়ে ধরে ছিলো(কেঁদে বলল)
মেঘলার কথা শোনে মেঘ কিছু সময় চুপ করে কিছু একটা ভেবে হঠাৎই হাহাহা হেসে উঠল।
কি হলো আমি কি কোনো হাসার কথা বলেছি নাকি,, আপনি হাসছেন কেনো(,মেঘলা)
হাসবোনা বলছো?? কিন্তু তুমি তো হাসার কথাই বলছো।আরে পাগলি সেদিন তুমি যাকে আমার সাথে দেখেছো ও তো শেফা,,আমার ফ্রেন্ড ওর শশুর বাড়ি আর বাবার বাড়ি প্রায় কাছাকাছি তাই ও শশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলো আর রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেলো এই জন্য ওকে পোঁছে দিলাম (মেঘলা)
তাহলে ওনি আপনাকে ওমন করে জরিয়ে ধরে ছিলো কেনো আর আপনিও তো ওনাকে ধরে ছিলেন(মেঘলা)
আরে বাবা ও ৮ মাসের প্রেগনেন্ট ছিলো কেনো তুমি ওকে দাখোনি??(মেঘ)
আমি তো শুধু পিছন থেকে দেখছি আর পিছন থেকে দেখে কি বোঝা যাই??(মুখ ফুলিয়ে বলল)
হুমম আর ওইটুকু দেখেই মহারানির এই অবস্থা,, তুমি যদি আর একটু ওখানে থাকতে তাহলে দেখতে ওখানে ওর বর ও ছিলো কিন্তু তুমি তো ভালো করে না দেখেই উল্টা পাল্টা ভেবেছো।বাই দ্যা ওয়ে শেফাকে আমার সাথে দেখে তুমি কাঁদছিলে কেনো(কপাল কুচকে বলল মেঘ)
জানি না।(মাথা নিচু করে মেঘ এর বুক থেকে সরে আসতে আসতে বলল মেঘলা)
না না তুমি তো জানোই বলো বলছি (মেঘলা কে বুকের সাথে শক্ত করে ধরে বলল মেঘ)
ক,,কি করছেন ছ,,,ছাড়ুন আমায় মাহি চলে আসবে (মেঘলা)
না ছাড়বো না আগে বলো। (মেঘ)
সব কিছু বলে দিতে হবে কেনো আপনি বোঝেন না??(মেঘলা)
উমম,, কিছু কিছু কথা বুঝেও না বুঝার ভান করে থাকতে হয়। তুমি বোঝায় দাও(মেঘ)
আমি কেমনে বোঝাবো আপনি জানেন না মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না(লজ্জা পেয়ে)
ওকে তাহলে যেটা ফুটেছে সেটাতেই বলো(দুষ্ট হেসে মেঘলার কানে বলল)
ছি ছি আপনি কত খারাপ ছাড়ুন আমায়(মেঘলা)
ভালোবাসি,,, অনেক ভালোবাসি তুমি বোঝো না আর আমি কিন্তু ওতোটাও রোমান্টিক নয় কিন্তু ভালোবাসার মানুষ কে কীভাবে ভালোবাসতে হয় তা খুব ভালো করেই জানি(মেঘ)
আমিও ভালোবাসি (মেঘের চোখের দিকে তাকিয়ে লজ্জায় ওর বুকে মুখ গুজে)
হুম বুঝলাম তা মেডাম নিশ্চয়ই আমার উপর অভিমান করে কিছু না খেয়েই চলে আসছেন??(মেঘ)
ইয়ে,, না,মানে,,হুম(মাথানিচু করে বলল)
ওকে কোনো সম্যসা নেই চলো(এই বলে মেঘলা কে কোলে তুলে নিলাম তারপর ডাইনিং এ গিয়ে ওকে কোলে নিয়েই চেয়ারে বসলাম)
আরে কি করছেন মাহি চলে আসবে তো (ছুটার চেষ্টা করে)
আসবে না এখন চুপচাপ খেয়ে নাও তারপর মাহিকে নিয়ে ভার্সিটী যাবে ওকে।
হুম।
এরপর মেঘ আর আমি একসাথে খেয়ে আমি উপরে চলে গেলাম মাহির কাছে দেকলাম মাহি রেডি হয়ে বসে আছে।
কিরে রেডি হয়ে বসে আছিস কেনো নিচে নামিস নাই কেনো(মেঘলা)
নামবো কীভাবে আপনারা যা শুরু করেছেন,, যেখানে সেখানে প্রেম শুরু করে দেন। আরে ভাই আমার কথা মাথায় রেখে প্রেম কর আমিও এই বাড়িতেই থাকি না কি??(মাহি)
হসস কি যে বলিস (মেঘলা)
হয়ছে এবার চলেন। তারপর আমরা ভার্সিটীতে চলে আসলাম
২৭,,,,
,,,,,,ভার্সীটিতে,,,,
এতোক্ষণে মেডামের আসার সময় হলো কিন্তু ও ওরকম করে আমার দিকে তাকিয়ে আছে কেনো যেনো মনে হচ্ছে কাচা চিবিয়ে খাবে(মেহরাব)
ভার্সিটীতে ঢুকেই মেজাজ খারাপ হয়ে গেলো খুব তো বলে আমাকে নাকি ভালোবাসে তাহলে এখন ওই প্রিয়ার সাথে ওমন চিপকে বসে আছে কেনো। আর ওই মেয়েটাও যেমন শুধু গায়ে পড়ে যত্তসব,, আরে মেয়েদের ভালোবাসি বললেই কি ওরা হ্যাঁ বলে নাকি একটু তো সময় নিবেই,, মেয়েরা তো চাই যে তার ভালোবাসার মানুষ তার পিছনে একটু ঘুরক আমিও তো তাই করার জন্য ওনাকে ঘুরাচ্ছি আর ওনি আমি একটু পাত্তা নাই দিতে ওমনি অন্য মেয়ের কাছে চলে গেছে কি ভালোবাসা (মনে মনে বলল মাহী)
ও তাহলে এই কথা মেডাম প্রিয়াকে দেখে জেলাস হচ্ছে কিন্তু কেনো তারমানে কি সাম থিংক সাম থিংক,, হুম হতে পারে,,,(মেহরাব)
আরে মাহি যে কেমন আছো,,, তা এই দুই দিন আসো না কেনো(জয়)
জি স্যার৷এমনি তেই একটু সম্যসা ছিলো তাই(মাহি)
কি বলো শরিল খারাপ নাকি?? ডাক্তার দেখাইচ্ছো??(অস্থির হয়ে বলল জয়)
না স্যার তেমন কিছু না আমি ঠিক আছি(মাহি)
আচ্ছা তাহলে ক্লাসে যাও??
এরপর স্যার এর কাছ থেকে বিদায় নিয়ে ক্লাসের দিকে গেলা।
হুম তোমার পিছে ঘুরে আমার কোনো লাভ হবে না যা বুঝতেছি। তাই আমায় অন্য রাস্তা দেখতে হবে আর তা হলো তোমার ভাই মেঘ চৌধুরী,,, ওকে আমায় ইমপ্রেস করতে হবে তাহলেই তুমি আমার হবে। আমি জানি তুমি তোমার ভাই এর কথা ফেলতে পারবক না (বাঁকা হেসে জয় চলে গেলো)
ওকে নিষেধ করার পরেও আবার ওই জয়ের সাথে কথা বলল ওকে তো,,,না না এখন না ভার্সিটী শেষে তোমায় দেখবো মাহী চৌধুরী।
,,,,ছুটির পর,
মেঘলা তুই চলে যা আমার মাহির সাথে কথা আছে(এই বলে মাহীর হাত ধরে বাইক এর কাছে নিয়ে আসলাম)
আরে,,,
বাইকে উটো(মেহরাব)
কেনো আমি কেনো উঠব যান না আপনার প্রিয়ার কাছে যার সাথে চিপকে ছিলেন সকালে(মাহি)
হুৃমম,,, তুমি তো আমায় ভালোবাসো না তাহলে প্রিয়ার সাথে দেখে রাগ করছো কেনো।। কোনো ভাবে কি তুমি জেলাস প্রিয়াকে(দুষ্ট হেসে)
মোটেও না ছাড়ুন আমায় আমি বাড়ি যাবো(মাহি)
নো মাই ডিয়ার বিউটি কুইন আজ নো ছাড়াছাড়ি অনলি ধরাধরি। আর আজকে তো আমার প্রশ্নের উত্তর দিবা তুমি সো চলো বাইকে উঠো আর না উঠলে কিন্তু কোলে করে উটাবো (মেহরাব)
খরুচ একটা কোনো কথায় ভালো করে বলে না শুধু জোর করে বেটা বজ্জাত(মনে মনে)
মনে মনে আমায় না বকে বাইকে উঠো (তারপর ওনার বাইকে উঠলাম আর ওনহ আমায় নিয়ে পাড়ি দিলো অজানা এক পথে)
২৮,,,,
এই রিকসাও না সময় মতো পাওয়া যাই না। আর কতখন যে এখানে দাড়িয়ে থাকতে হবে কে জানে (মুনিরা)
কলেজ ছুটির পর বাড়ি যাওয়ার জন্য রাস্তায় দাড়িয়ে আছি কিন্তু কোনো রিকসার টিকিটাও দেখা যাচ্চে না। হঠাৎই সামনে একটা গাড়ি এসে থামলো।
আরে চোখে দেখেন না কি??? গায়ের উপর উঠাবেন নাকি(মুনিরা)
তুমি চাইলে গাড়ি কেনো অন্য কিছুও উঠাতে পারি( গাড়ি থেকে নামতে নামতে বলল শান্ত)
এই কেরে এমন বাজে কথা বলে। ভালো করে তাকিয়ে দেখে শান্ত,।আরে আপনি এখানে??(মুনিরা)
হুম আমি বাড়ি যাবে বুঝি চলো পৌঁছে দিয়(শান্ত)
আমি আপনার সাথে যাবো কেনো?? আর তাছাড়া আমি তো আপনাকে ভালো করে চিনিও না যদি আপনি মেয়ে ধরা হন তাহলে (মুনিরা)
কিহ?? আমি মেয়ে ধরা?? আর কয়দিন পর পুলিশে জয়েন করবো আর তুমি কি না বলছো আমি মেয়ে ধরা ও আল্লাহ তুমি এ কি চিজ বানাইছো(মাথায় হাত দিয়ে বলল শান্ত)
চলবে,,,,,
(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর গঠনমূলক কমেন্ট আশা করছি)