আরশি পর্ব-০৪

0
2457

#আরশি
#Part_04
#Writer_Asfiya_Islam_Jannat

“Finally got married to Fahad Hasan. Please pray for our happy married life.”

ক্যাপশনটা পড়ার সাথে সাথে থমকে গেলাম। শক্ত মনটা কেমন চুপসে গেল। শুরু হলো অস্বস্তি। চোখ দুটি জ্বালা করে উঠলো। মস্তিষ্কের স্নায়ুগুলো যেন অবশ হয়ে আসলো। কেন এমন হচ্ছিল তার উত্তর আমার জানা নেই। কষ্ট পাচ্ছিলাম নাকি তাও বুঝতে পারলাম না। নির্বাক হয়ে কিছুক্ষণ বসে রইলাম। কথা আসলে আমার জন্য তিক্ত হলেও সত্য যে, ” স্বল্প হলেও খারাপ লাগছে আমার। লাগাটা কি অস্বাভাবিক কিছু? তার সাথে আমার সংসার তো আর স্বল্প দিনের না। বছরের পর বছরের। ভালবাসার টান না থাকলেও দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়ে একটা টান ঠিকই আমাদের মাঝে সৃষ্টি হয়েছিল। যার রেশ হয়তো আমার মধ্য থেকে এখনো কাটেনি। কিন্তু কাটতে আর কতক্ষণ?”

এইসব ভেবে কতক্ষণ এইভাবেই বসে ছিলাম তা জানা নেই। অহনার ঝাঁকুনিতেই সজ্ঞানে ফিরে আসি। নিজেকে সামলে নিয়ে পাশে তাকাতেই দেখি অহনা মুখ ফুলিয়ে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি মোবাইলটা পাশে উল্টো করে রেখে ঠোঁটের কোনে মিথ্যে হাসি টেনে বলি,

— কি হয়েছে আমার মামনীটার? এইভাবে দাঁড়িয়ে আছে কেন?

অহনা গাল ফুলিয়ে বলে,

— আমি তোমার সাথে রাগ করেছি৷

— ওমা তাই? তা আমার মামনীটা আমার সাথে কেন রাগ করেছে তা জানতে পারি?

— তুমি না বলেছিলে আজ বিকেলে আমায় পার্কে ঘুরতে নিয়ে যাবে?

অহনার কথায় মনে পড়লো আজ আমি ওকে বলেছিলাম যে বাইরে নিয়ে যাব। আমি ঠোঁটের কোনে হাসি ঝুলিয়ে রেখে বলি,

— ইশশ! একদম ভুলেই গিয়েছিলাম। তুমি না থাকলে যে আমার কি হতো?

— কি আর হতো? চকলেট খাওয়া হতো।

এই বলতে অহনা দাঁত বের করে একটা মিষ্টি হাসি দেয়। আমি ওর কথা ফিক করে হেসে দেই। ওর নাক টেনে বলি,

— হাইরে আমার চকলেট পাগলি মেয়েরে। তা আমার মামনীটার চকলেট লাগবে বুঝি?

অহনা দ্রুত গতিতে মাথা দুলিয়ে বলে,

— হাম! হাম!

— আচ্ছা আসার সময় নিয়ে আসবো নে। এখন চল তোমায় রেডি করে দেই। পার্কে না যাবে তুমি।

সাথে সাথে অহনা পা উঁচু করে আমার গলা জরিয়ে বলে,

— থেংক ইউ আম্মু।

আমি মুচকি হেসে ওর মাথায় হাত বুলিয়ে দেই। অতঃপর ওকে রেডি করিয়ে আয়নার সামনে দাঁড়াই হিজাব পড়ার জন্য। তখন আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে কিছুক্ষণ তাকিয়ে রই। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। চোখ দুটি রাত জাগার কারণে ডেবে গিয়েছে। কালি পড়ে গর্ত হয়ে গিয়েছে। হাল্কা গোলাপি ঠোঁটগুলো শুকিয়ে কালচে হয়ে এসেছে। ফুলা গালগুলো চেপে এসেছে। মুখের গড়ন পরিবর্তন হয়েছে। লাবণ্যহীন লাগছে চেহেরাটি। এখনকার আমি আর ১০ বছর আগের আমি এর মধ্যে যেন কোন মিল নেই। সংসারের টানাপোড়েনে নিজের দিকে তাকানোর সময়ই পাই। এই কাজ ওই কাজ করতে করতেই তো সময় চলে যেত। রূপচর্চা করার মত সময় কি আর আমার ছিল?হুট করে ফাহাদের সেই কথাটা টনক নাড়লো, “না আছে রুপ, না আছে ক্লাস।”

তার মানে কি ফাহাদ আমার সেই লাবণ্যময় চেহেরা দেখে বিয়ে করেছিল? রুপ দেখে আমাকে পছন্দ করেছিল? আমার রুপ হারিয়ে যাওয়ার সাথে সাথে কি আমার প্রতি ফাহাদের ভালো লাগাটা ফুরিয়ে এসেছিল? অনিহা জন্মেছিল আমার প্রতি? বোরকা হিজাব পড়তাম বলেই কি আমার ক্লাস ছিল না? তার নজরে কি আমি খ্যাত ছিলাম? আমারটা না হয় বুঝলাম কিন্তু অহনা? অহনার সাথে ওমন ব্যবহার কেন করেছিল সে? শুধু মাত্র ও মেয়ে বলে? একবার তো ফাহাদ বলেছিলই ওর ছেলে চাই। মেয়ে তার চাই না। ছেলেরা হচ্ছে বংশের প্রদীপ আর মেয়েরা হচ্ছে বোঝা। এমনই তো ছিল তার চিন্তা ধারা। কিন্তু অহনার সেই মায়াভরা মুখখানিটা দেখে তো যে কেউ ওর মায়া জড়াতে বাধ্য। তাহলে ফাহাদ কেন জড়ালো না? তাহলে কি সে পিতৃত্বের স্বাদ বুঝতেই পারে নি? কখনো পিতা হওয়ার শ্রেষ্ঠ অনুভূতিটি অনুভবই কর‍তে পারে নি? অবশ্য পারবেও কিভাবে? সে তো আমার গর্ভকালীন কখনো পাশে ছিলই না। অহনার বেড়ে উঠার সেই টুকরো টুকরো মূহুর্তগুলোর সময় সে ছিল না। সে তো কখনো আমার মাঝে অহনার অস্তিত্ব অনুভবই করে নি। তাহলে সে বুঝবে কিভাবে পিতৃত্ব স্বাদ ও এর মর্ম? মাঝে মধ্যে উত্তর সামনে থাকার পরও তা না বুঝে বোকার মত প্রশ্ন করে বসি। অতঃপর নিজেই তার উত্তর খুঁজে বের করি। আর তখন নিজের উপরই হাসি পায়।

বোরকায় টান অনুভব করতেই ধ্যান ভেঙ্গে যায় আমার। ভ্রুকুটি কুঞ্চিত হয়ে আসে। আমি নিচের দিকে তাকাতেই দেখি অহনা ছোট ছোট চোখ করে তাকিয়ে থেকে বলে,

— যাবে না?

আমি মিষ্টি হাসি হেসে বলি,

— হ্যাঁ। এইতো পাঁচ মিনিট।

____________________________________________

বিকেলের প্রহর গড়িয়ে চলেছে। সূর্যমামা ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে ঝুঁকে পড়ছে। হলদে আকাশে বুকে বেসামাল ভাবে ঘুরে বেরাচ্ছে হলদে রাঙ্গা মেঘ। দূর আকাশে এক ঝাঁক কবুতরের দোল বৃত্তাকারের বৃহত্তম রেখার ধার ধরে ঘূর্ণিপাকের মত গোল গোল ঘুরেই চলেছে। পার্কে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘন সবুজ বৃক্ষের দল। তারই ফাঁক ফুঁকুর দিয়ে দুই জোড়া চড়ুই পাখি মেতে উঠেছে ছোটাছুটির খেলায়। বেশ আনন্দে আছে মনে হয়। তাই তো আজ তাদের কিচিরমিচির শব্দে পরিবেশটাও মেতে উঠেছে। কয়েকটি ডালের মধ্যে খুবই অলস ভঙ্গিতে বসে আছে বেজোড় সংখ্যার কাক গুলো। মাঝে মধ্যে চড়ুই পাখিদের কিচিরমিচির শব্দে বিরক্ত হয়ে শাসনের সুরে কা কা করে উঠছে। পার্কের পরিবেশটা আজ বেশ স্নিগ্ধ লাগছে। মন ভালো করার মত একটি পরিবেশ।

পার্কের এক বেঞ্চিতে বসে আমি পরিবেশটা উপভোগ করছি। সামনেই বেশ কিছু বাচ্চাদের সাথে অহনা খেলছে আর খিলখিলিয়ে হাসছে। অহনার হাসি কানে গুঞ্জিত হতেই মনে প্রশান্তি হাওয়া বয়ে যায়। আমিও মুচকি হেসে ওকে দেখছি। এমন সময় দেখলাম অহনা খেলছে না। স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। আমিও ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই দেখি একজন পিতা তার মেয়েকে কোলে তুলে নিয়ে আদর করছে। যত্ন সহকারে কিছু একটা খায়িয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখা মাত্র বুকটা মোচড় দিয়ে উঠে। বার বার মনে প্রশ্ন জাগতে থাকে, “অহনা সেইদিকে কেন তাকিয়ে আছে? ওর কি সেই দৃশ্য দেখে কষ্ট হচ্ছে?”
না আমাকে জানতে হবে ওর মধ্যে কি চলছে। আমি নিজেকে কোন মতে সামলে অহনাকে ডাক দেই। অহনা আমার ডাক শুনে এক দৌঁড়ে আমার কাছে চলে আসে। আমি অহনাকে নিজের কোলে নিতেই সে জিজ্ঞেস করে,

— কি হয়েছে আম্মি? ডাকলে কেন?

আমি শুকনো মুখে ওকে জিজ্ঞেস করি,

— তুমি ওইদিকে তাকিয়ে কি দেখছিলে?

অহনা বুঝতে না পেরে বলে,

— কোন দিকে?

— ওই যে ওই আঙ্কেল আর বাচ্চাটির দিকে? বাবার কথা মনে পড়ছে? তার কাছে যেতে চাও?

অহনা মাথা নেড়ে বলে,

— না! আমি বাবার কাছে যেতে চাই না। বাবার কাছে গেলে সে বকবে,মারবে। কিন্তু এই কথা জিজ্ঞেস করলে কেন? আমরা কি বাবার কাছে চলে যাচ্ছি?

— না যাচ্ছি না। আর যাবও না। আমরা মামাবাড়িতেই থাকবো।

অহনা খুশি হয়ে বলে,

— ইয়েএএ!! কি মজা।

— আর শুনো ওই লোককে আর বাবা বলতে হবে না। সে আর তোমার বাবা নেই।

— তাহলে সে আমার কে?

— কেউ না। আর কেউ যদি তোমার বাবার কথা জিজ্ঞেস করলে বলবে, “তোমার বাবা নেই।”

— ঠিক আচে।

— “আচে” না “আছে” বলতে হয়। তুমি তো “ছ” উচ্চারণ করতে পারো। তাহলে বার বার আচে বলো কেন?

অহনা দাঁত বের করে বলে,

— মজা লাগে।

আমি মুচকি হেসে অহনার গালে ছোট চুমু খাই। হঠাৎ টনক নাড়ে সে ওইদিকে তাহলে কেন তাকিয়ে ছিল? প্রশ্নটা মাথায় আসতেই আমি সাথে সাথে অহনাকে জিজ্ঞেস করি,

— আচ্ছা তুমি সেইদিকে তাকিয়ে কি দেখছিলে?

— সত্যি বলবো?

— সবসময় সত্যিই বলতে হয় মামনী। মিথ্যা বললে আল্লাহ পাপ দেয়। এইবার বলো কি দেখছিলে?

— আমি না ওই আঙ্কেলের হাতে থাকা চকলেট গুলো দেখছিলাম।

কথাটা শুনে আমি স্বস্তির নিঃশ্বাস নেই। যাক আমি যা ভাবছিলাম তা না। আমি মুচকি হেসে বলি,

— চকলেট খাবে।

অহনা হ্যাঁ সূচক মাথা নাড়ে। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বলি,

— তাহলে চল।

— আম্মি আরেকটু খেলি প্লিজ।

এই বলে অহনা কিউট ফেস করে আমার দিকে তাকায়। আমি আশেপাশে তাকিয়ে দেখি বেশ মানুষই আছে চারদিকে। মাঝেই বেশ কয়েকটা বাচ্চা খেলছে। রাস্তার দিকে তাকিয়ে দেখি বেশ ব্যস্ত। চকলেট কিনতে হলে রাস্তা পার হতে হবে। অহনাকে সাথে নিয়ে এত ব্যস্ত রাস্তা পার হয়ে যাওয়াটা সুবিধার না। সকল কিছু বিবেচনা করে আমি এক দীর্ঘ নিঃশ্বাস নেই। অতঃপর বলি,

— আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে ওদের সাথেই খেল আমি চকলেট কিনে নিয়ে আসছি। আর শুনো এইখান থেকে কোথাও যাবে না কিন্তু। কাউরো দেওয়া কিছু খাবে না। আম্মি এই যাব আর এই আসবো।

— আচ্ছা।

আমি অহনার কপালে এক চুমু দিয়ে ওকে কোল থেকে নামিয়ে দেই। সে দৌঁড়ে ওই বাচ্চাগুলোর কাছে চলে যায়। আমিও চলে যাই চকলেট কিনতে।

______________________________________

চকলেট কিনে ফিরে এসে আমি বিচলিত হয়ে পড়ি। উন্মাদ প্রায় হয়ে উঠি। হুট করেই মন কু ডাকতে শুরু করে। চোখ দুটি নরম হয়ে আসে। কেন না যেই বাচ্চাদের মাঝে আমি ওকে রেখে গিয়েছিলাম সেখানে ও নেই। চারদিকে চোখ বুলিয়েও ওর দেখা মিলছে না।

#চলবে