#ডিভোর্স
পর্বঃ ৪
লেখকঃ আবু সাঈদ
সরকার
সাঈদঃ ভাত গুলো মুখে
দিতেই…
।
মেয়েটাঃ কী হলো..
।
সাঈদঃ ওয়াও ডালটা
অনেক সুন্দর রান্না
হয়েছে আচ্ছা রান্নাটা
কে করেছে..
।
মেয়েটাঃ কে আবার
আমি
।
সাঈদঃ ও এত সুন্দর
রান্না করতে পারো
সেটা আগে তো
জানতাম না.
।
মেয়েটাঃ জানবি কী
ভাবে আগে কখনো তো
এখানে আসিস নি..
।
সাঈদঃ সেটাও তো..
।
মেয়েটাঃ তুই কত দিন
এখানে থাকবি..
।
সাঈদঃ আর ২৮ দিন..
।
মেয়েটাঃ ও আচ্ছা এই
২৮ দিন আমি তোকে
রোজ এসে খাবার দিয়ে
যাবো তোর কাছে তো
আবার টাকা নেই..
।
সাঈদঃ সত্যি কিন্তু এই
ঝ্রণ আমি তখন কীভাবে
পরিশোধ করবো হুম..
।
মেয়েটাঃ ২৮ দিন পর
আমি তোর কাছ থেকে
একটা জিনিস চাইবো
সেটা তুই আমাকে
দিবি..
।
সাঈদঃ কী আবার
চাইবে শাড়ি নাহলে
আলাদা কিছু আচ্ছা যাই
চাইবে তাই কিনে
দিবো…
।
মেয়েটাঃ এখন আমি
আসি তাহলে কাল
সকালে আবার আসবো..
।
সাঈদঃ আচ্ছা..
।
মেয়েটার কন্ঠ টা কিন্তু
খুব সুন্দর কিন্তু কথা
গুলো একটু গুছিয়ে বলতে
পারে না কখন তুই কখনো
তোর আসলে গ্রামের
মানুষের ভাষা এমনি হয়
সব কিছু মিক্স..
।
।
লাইট টা অফ করে শুয়ে
পড়লাম..
।
।
সকাল বেলা পাখির
কোলাহলে ঘুম
ভাঙ্গলো…
।
বিছানা থেকে উঠে
যেই বেড়িয়ে আসলাম
তখনি প্রকৃতির অপরুপ
সৌন্দর্য দেখতে পেলাম
এরকম দৃশ্য শহরে মোটেও
দেখা মিলে না…
।
।
ঠিক তখনি মেয়েটা..
।
মেয়েটাঃ কী করছিস
হ্যা এখানে দাড়িয়ে..
।
সাঈদঃ প্রকৃতির রুপ
দেখছিলাম..
।
মেয়েটাঃ ও তোর জন্য
খাবার নিয়ে আসছি
পান্তা আর মরিচের
ভতা..
।
।
সাঈদঃ কী এগুলো মানুষ
খায়..
।
মেয়েটাঃ তো কে খায়
এগুলাই গ্রামের মানুষের
সকাল বেলার খাবার..
।
সাঈদঃ আমি খেতে
পারবো না
।
মেয়েটাঃ না খেলে
সারা দিন না খেয়ে
থাকতে হবে
।
সাঈদঃ খেতে তো মন
চাইছিলোই না কিন্তু
মেয়েটা জোর করে
খাইয়ে দিলো…
।
।
দেখতে দেখতে ১০ দিন
চলে গেলো মেয়েটার
সঙ্গে সম্পর্কটা
অনেকটা খোলা মেলা
হয়ে গেছে…
।
মেয়েটাঃ কী রে
এভাবে শুয়ে আছিস
কেনো ..
।
সাঈদঃ মাথা ব্যথা
করছে..
।
মেয়েটাঃ কই দেখি..
।
সাঈদঃ কথাটা বলতে
না বলতেই মাথা চাপতে
শুরু করে দিলো..
।
আরে এটা তুমি কী
করছো..
।
মেয়েটাঃ চুপচাপ শুয়ে
থাক একটাও কথা বলবি
না..
।
সাঈদঃ কেনো যে এই
মেয়েটার উপর একটাও
কথা বলতে পারি না
আল্লাহই জানে এক
প্রকার করা শাসনে
রেখেছে আমাকে..
।
।
।
দেখতে দেখতে আরো
১৭ টা দিন কেটে
গেলো..
।
।
সাঈদঃ বারান্দায় বসে
ভাবতেছিলাম আজ
মেয়েটাকে মনে কথা
বলবো কেনো না এই
কয়েক দিনে
মেয়েটাকে এতটাই
ভালোবেসে ফেলেছি
যেটা বলে বুঝাতে
পারবো না..
।
।
ঠিক তখনি মেয়েটা
আসলো..
।
সাঈদঃ আরে তোমার
মুখটা এমন দেখাচ্ছে
কেনো…
।
মেয়েটাঃ কাল আমার
বিয়ে
।
সাঈদঃ মেয়েটা কথাটা
বলতে না বলতেই কেদে
ফেলো..
।
হঠাৎ..
।
মেয়েটাঃ হুম বাবা
আমাকে কিছু না বলেই
সব কিছু করে ফেলেছে
আজকের পর আর দেখা
হবে না রে…
।
সাঈদঃ কিছু বলতে
যাবো তার আগেই
মেয়েটা কাদতে কাদতে
দৌড়ে চলে গেলো..
।
।
সাঈদঃ মেয়েটার কথা
শুনে এতটাই কষ্ট
লেগেছে যেটা
তানিশাকে ডিভোর্স
দিয়েও লাগে নি ..
।
।
কেনো যাকে
ভালোবাসি সেয়
হারিয়ে যায় আমার
কাছ থেকে কেনো কাল
আমাকে চলে যেতে আর
কাল এ মেয়েটার বিয়ে
নিজের মধ্যেই নিজের
ফিলিংস গুলো মাটি
চাপা দিয়ে রাখতে
হচ্ছে..
।
।
।
স্নেহাঃ বাবা আমি
বিয়েটা করবো না..
।
স্নেহার বাবাঃ
কেনো..
।
স্নেহাঃ আমি অন্য
একজনকে ভালোবাসি
তাকে ছাড়া আলাদা
কারো কথা ভাবতে
পারছি না..
।
স্নেহার বাবাঃ ছেলে
কী করে..
।
স্নেহাঃ কিছু না শহরে
চাকরি জন্য গেছিলো
কিন্তু হয় নি..
।
স্নেহার বাবাঃ একটা
বেকার ছেলের সঙ্গে
তোর বিয়ে আমি কোন
মতেই দিবো না বিয়ের
পর তোকে কী খাওয়াবে
সে হ্যা এই জন্য তোকে
পড়াশোনা করিয়েছি..
।
স্নেহাঃ বাবা একটা
বার আমার কথা ভাবো
না আমি এই ছেলের
সঙ্গে খুশি থাকতে
পারবো না ..
।
স্নেহার বাবাঃ সেটা
তোর ইচ্ছে এই সব
বাচ্চামি বাদ দিয়ে
চুপচাপ ঘরে গিয়ে রেডি
হয়ে নেয় এখনি তারা
হলুদ দিতে আসবে…
।
।
।
সাঈদঃ ভাবছিলাম কাল
যাবো কিন্তু কাল
স্নেহার বিয়ে এটা
আমি নিজের চোখে
দেখতে পারবো না তাই
আজ এখনি চলে যাচ্ছি
গ্রাম ছেড়ে শহরে..
।
।
কাপড় চুপড় পেক করে
যেই বেড় হবো ঠিক
তখনি পিছন থেকে কেউ
শক্ত করে জরিয়ে
ধরলো..
।
।
মেয়েটাঃ আমাকে তুই
নিয়ে যায় তোর সঙ্গে
আমি এই বিয়েটা করতে
পারবো না কারণ আমি
তোকে অনেক বেশি
ভালোবেসে ফেলেছি..
।
।
সাঈদঃ কথাটা শুনে
নিজের কানকে বিশ্বাস
করতে পারছি না তবুও
একটা জিনিস মাথায়
কাজ করছিলো সত্যি
কী মেয়েটা আমাক
ভালোবাসে..
সেটা প্রমান করতেই..
।
।
আমি তো বেকার আমার
সঙ্গে গেলে কী
খাওয়াবো তোমাক..
।
।
মেয়েটাঃ না খেয়ে
মারা যাবো তবুও
তোমার সাথে নিয়ে
যাও এখানে থাকলে
ওরা আমাকে জোর করে
বিয়ে দিয়ে দিবে..
।
সাঈদঃ সত্যি এতটা
ভালোবাসো আমাক .
।
মেয়েটাঃ হুম..
।
আচ্ছা আমি একটা
জিনিস চাইবো
বলেছিলাম না আজ
সেটাই চাইছি দিবেন
সেটা আমাক..
।
সাঈদঃ বলো আমার
পক্ষে সম্ভব হলে অবশ্য
দিবো
।
মেয়েটাঃ বিয়ে করতে
চাই আপনাকে..
।
সাঈদঃ না মানে ইয়ে
মানে..
।
মেয়েটাঃ একটাই
জিনিস চাইছি সেটা
দিবেন না…
।
সাঈদঃ কিন্তু তোমার
ফ্যামালি আমাক তো
মেনে নিবে না..
।
মেয়েটাঃ তার মানলো
কী মানলো না তাতে
আমার কিছু যায় আসে
না..
।
চল আজ রাতেই আমার
গ্রাম ছেড়ে শহরে চলে
যাই…
।
।
চলবে..