তুমি_প্রেম_আমার পর্ব-০৭

0
4142

#তুমি_প্রেম_আমার❤️
#part:07💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
“মাথায় নকল সাদা চুল,চোখে চশমা,হাতে নরমাল চুরি, আর তাতের শাড়ি পরেছি আমি,আমার হাতে আছে একটা লাঠি, আর রিতু পড়েছে সাদা পাঞ্জাবি, নাকে নকল নোস,দাঁড়িতে নকল দাঁড়ি মাথায় টুপি পরে তৈরি সে’!!টোটাল কথা হচ্ছে দুই বন্ধু মিলে স্বামী স্ত্রী সেজেছি তাও আবার কনের দাদা-দাদি’!!

“এদিকে আমাদের এভাবে দেখে মা আর আপু নিশ্চয়ই অবাক হয়ে গেছে’!!হওয়ারই কথা’!!পরিবেশটা এমন হয়ে গেছে যে সবার দৃষ্টি এখন আমাদের দিকে’!!আর আমাদের সামনে আকাশ ভাইয়ার সাথে বসে থাকা দুই ছেলের দিকে’!!তাদের দেখে যেন চরম অবাক হয়ে গেলাম আমরা’!!

——“এ দেখি “ভাঙা টেপ রেকর্ডার” আর “ফাটা ডিসপ্লে”!!

“এদিকে ওদের দেখে ভয়ে ঘাবড়ে গেছি প্রায় যদি চিনে ফেলে তাইলে তো গেছি মান সম্মান সব আলুভর্তা হয়ে যাবে’!!

“এই আইডিয়াটা পেয়েছিলাম একটা বাংলা সিনেমা দেখে’!!যেদিন থেকে মুভিটা দেখেছিলাম সেদিন থেকে ভেবে রেখেছি’!!আপুকে যেদিন দেখতে আসবে সেদিন আমিও বুড়ি সেজে জামাইকে প্রশ্ন করব’!!যেই ভাবা সেই কাজ’!!

“এমন সময় আকাশ ভাইয়ার আব্বু বলে উঠলেনঃ

——-“জ্বী বলুন আপনাদের আপওি কোথায়’??

“ওনার কথা শুনে আমি আর রিতু গুটি গুটি পায়ে সামনে চললাম”!!
.
.
.
.

“এদিকে আরুশ আরিয়ানের কানে কানে বলছেঃ

——“দোস্ত ওনাদের একটু কম বয়সি মনে হচ্ছে না’!!”

——-“কি বলতে চাইছিস’!”

——–“না কেমন যেন চেনা চেনা লাগছে আরকি’!!

“আরুশের কথা শুনে আরিয়ানও এক গভীরভাবে তাকালো তাদের দিকে’!!!
.
.
.
.
“আমি আমার আর রিতু চুপিচুপি করে সোফায় বসতে গেলাম’!!

-“আমি একটু কাশি দিয়ে আরুশের দিকে তাকিয়ে বললামঃ

—-“ফাটা ইয়ে না থুক্কু বলছি তুমি একটু সরে বসো’!!

-“আমার কথা শুনে আরুশ গিয়ে বসে পরল আরিয়ানের কোলে’!!
তারপর রিতুকে ওদের পাশে বসিয়ে আকাশ ভাইয়ার সামনে আমি বসলাম’!!

“আকাশ ভাইয়ার আব্বুর দিকে তাকিয়ে বললামঃ

——“আসলে আপওি বলতে আমি কিছু প্রশ্ন করতে চাই আমার নাতজামাই কে??

“আমার কথায় সবাই কিছুটা অবাকের চোখে তাকালো’!!কিন্তু আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশ ভাইয়াকে বললামঃ

——“বলছি যে আমার নাতির জামাই মানে নাতজামাই মেঘলা আমাকে দাদিমা বলে ডাকে তুমিও তাই বলে ডাকবে’!!ঠিক আছে’!!আর আমরা দুজন হলাম মেঘলা দাদা-দাদি’!!

“আকাশও খুঁশি হয়ে সালাম দিয়ে বললোঃ

——-“ঠিক আছে দাদিমা”!!

“হুম এখন বলোঃ

——–তুমি রান্না করতে পারো তো’!!

——–“এ্যাঁ,

“এদিকে আরুশ আরিয়ানের কানে কানে বললোঃ

——-“দোস্ত এটা কেমন প্রশ্ন’!!

“বিনিময়ে আরিয়ান কিছু বললো না’!!

“আকাশ ঘাবড়ে গিয়ে বললোঃ

——“হুম পারি বিদেশে তো আমি নিজেই রান্না করে খেয়েছি’!!

“আমি চোখের চশমাটা ঠিক করে বললামঃ

——-“হুম খুব ভালো’!!এখন বলোঃ

——“বাচ্চা-কাচ্চা কোলে নিতে পারো তো তারা কান্না কাটি করলে সামলাতে পারো তো’!!

—–“ইয়ে না মানে..’!!

——“না না থাক বলতে হবে না’!!
.
.
.
“এদিকে……
-“আরিয়ানের এখন সন্দেহ সন্দেহ লাগছে’!!তাই সে তাকিয়ে আছে মিমের দিকে’!!

-‘এদিকে আমার অবস্থা তো এখন যায় যায় যা করতে চাইছিলাম সব এখন আলু ভর্তা হয়ে গেছে’!!

-“ভাঙা টেপ রেকর্ডার এমনভাবে তাকিয়ে আছে কেন চিনতে পারলো নাকি’!!না না চিনতে দেওয়া যাবে না’!!চিনে ফেললে সর্বনাশ হয়ে যাবে’!!

“আরিয়ানের দিকে তাকিয়ে বললামঃ

—–“ইউ এভাবে তাকিয়ে তাকার কি আছে আগে কখনো মেয়ে মানুষ দেখেনি নাকি হুহ’!!

“আরিয়ান এইবার একটু সংকোচ বোধ করে বললোঃ

——“না তেমন কিছু না দাদী আসলে আপনাকে এত সুন্দর দেখতে যে আমি তো পাগলই হয়ে গেলাম’!!

“আরিয়ানের কথা শুনে হেঁসে বললামঃ

——“ভালো লাগছে তাই নাকি চলো তাহলে বিয়া করে ফেলি..’!!

“আরিয়ানও মুচকি হেঁসে বললোঃ

——“কেন নয় দাদু যদি রাজি থাকে আপনাকে আমার হাতে তুলে দিতে আমিও রাজি আছি চলুন তাহলে’!!

“এমন সময় রিতু কাশি দিয়ে বললোঃ

—–“এসব কি হচ্ছে’!!
ডারলিং এখানে আমি আছি তুমি দেখতে পারছো না’!!

“আমাদের এমন কথা বার্তা শুনে আশেপাশের সবাই হাসলো’!!

“বেশি হেঁসেছে রিতু “ডারলিং” ডাক শুনে’!!

“আমিও একটু ভাব নিয়ে বললামঃ

——“বুড়ো বয়সে বিমরতি হলো নাকি নাতিদের সামনে কি সব ডাকছো’!!

“আমার কথা শুনে আরো উচ্চ স্বরে হাসলো তারা’!!

“আরুশ তার মাথা চুলকে বললঃ

—–“তা দাদু আর দাদী আর কিছু জিজ্ঞেস করবেন না'”!

“হুম করব তো পরে করব বিয়ের পর’!”

“শালা তোদের জন্য পারলাম কই যা যা বলতে চাইছিলাম সব তো ভুলে গেছি’!!(মনে মনে)

“তাই আর কথা না বারিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পরতে হবে’!!আব্বা জানে দেখলে তো শেষ’!!

“আকাশের আব্বু বললেনঃ

——“তার মানে আপনারা রাজি’!!

“আমি আর রিতু মাথা ঝুলিয়ে হা সমর্থন দিলাম’!!

——“তাহলে আরকি বিয়ানকে ডাকুন
মানে (আব্বুকে)!!!

“এদিকে আমার অবস্থা আরো বিগড়ে গেল আব্বু আমাদের এইভাবে দেখলে তো তাই আমি আর রিতু একে অপরের দিকে তাকিয়ে সবার সামনে বলে উঠলামঃ

——“আমরা তাহলে এখন যাই পরে আবার আসবো’!!

“আরিয়ানের এখন আরো সন্দেহ জাগলো কেমন জানো পালাই পালাই ভাব’!!

——“আরিয়ানঃ কেন দাদী এখনি চলে যাবেন’!!

—–“না তেমন কিছু নয় এমনি একটু কাজ ছিল’!!

“এদিকে রিতুও এখন ঘাবড়ে গিয়ে বললোঃ

——“আরে ডারলিং চল রুমে আমাকে ঔষধ খাইয়ে দিবে’!!

——-“হুম চল’!!বলে রিতুর দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল আমার কারন ওর নকল দাঁড়ি খুলে গেছে’!!

“সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম আমি’!!

——“আরিয়ানঃ কি হলো উঠে দাঁড়ালেন কেন দাদী’!!

——“না তেমন কিছু না’!!এদিকে রিতুকে কয়েকবার ইশারা দিয়েছি কিন্তু ও বুঝতেই পারছে না’!!

“হর্ঠাৎই আরুশের চোখ যায় রিতুর দাঁড়ির দিকে’!!আমি তা দেখে আরুশের দিকে তাকিয়ে বললামঃ

——-“তুমি কি কর নাতি’ মানে পড়াশোনা কর নাকি চাকরি!!

-আরুশ আর খেয়াল না করে বললঃ

——“আমি অর্নাস 4 year এ পড়ি আমি আর ও মানে আরিশানও’!!

——“ওহ ওহ খুব ভালো’!!
.
.
.
.
“এদিকে আরিয়ান বুঝে গেছে এরা নকল’!!কারন রিতুর দাঁড়ি দেখে ফেলেছে আরিয়ান’!!

“আরিয়ান টান মেরে রিতুর দাঁড়ি খুলে ফেললো’!!সাথে সাথে রিতু মুখে হাত দিলো’!!

——“মান সম্মান সব ফালুদা’ হয়ে গেল রে’!!

“এদিকে আরিয়ান উঠে দাঁড়িয়ে আমায় বললোঃ

——“আরে দাদী দাদু দেখি নকল দাঁড়ি লাগাছে’!!আপনি আবার নকল চুল লাগান নি তো’!!

“আরিয়ানের কথা শুনে ঘাবড়ে গিয়ে বললাম আমিঃ

———“কি যে বলো না নাতি নকল হতে যাবে কেন’!!

“এই বলে পিছন এগোতে লাগলাম আমি’!!আর আরিয়ানও সামনে এগোতে লাগল’!!আরিয়ানের এমন কাজ দেখে রিতুকে চেঁচিয়ে বললামঃ

——“দোস্ত ভাগ তাড়াতাড়ি’!!রিতু দৌড়াতে নিলেই আরুশ হাত ধরে ফেলে’!!তারপর কোনো মতে হাত ছাড়িয়ে দিল দৌড়’!!আর আমিও পাশ কেটে দৌড়ে যেতেই আরিয়ান টান মেরে নকল চুল খুলে ফেলল তারপর আর কি দৌড়ে রুমে ঢুকলাম চুলটা আরিয়ানের কাছেই রয়ে গেল’!! আমাদের আর পায় কে??রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিয়ে শ্বাস ফেলতে লাগলাম আমরা’!!
.
.
.
.
“এদিকে আমাদের এমন কাজে…….
সবাই হেঁসে দিল’!!আরিয়ান,আকাশ,মেঘলা,আরুশ,আর আকাশের বাবা মা,হাসলো না শুধু আম্মু’!!মাথা নিচু করে সবার সামনে বললোঃ

——“আমরা সত্যি খুব দুঃখিত আপনারা কিছু মনে করবেন না ওরা আসলে ও আমার ছোট মেয়ে একটু দুষ্ট প্রকৃতির’!!

“আকাশের আম্মু হেঁসে বললেনঃ

——-“না কোনো ব্যাপার আমরা কিছু মনে করি নি আরো ভালোই লেগেছে খুব মজা পেয়েছি’!!বলে হেঁসে উঠলেন সবাই’!!

“এর ভিতর আব্বুও ফোনে কথা বলা শেষ করে চলে আসলেন সবার সামনে’!!সবাইকে হাসতে দেখে আম্মুকে জিজ্ঞেস করলোঃ

——“কি হয়েছে’!!

——“না তেমন কিছু না ‘!!!

“আকাশের আব্বু হাসি থামিয়ে বললেনঃ

——“তাহলে এখন বিয়ে তারিখ ঠিক করা যাক’!!!

“আব্বুও হেঁসে বললেনঃ

——-“হুম অবশ্যই’!!!

__________________________________________


“রুমের মধ্যে পায়চারি করছি আমি আর রিতু’!!ইচ্ছে করছে রিতুকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারি’!!

“মাইডার জন্যই ধরা পড়ে গেলাম’!!!
একপ্রকার চেচিয়ে বললামঃ

—–“তোরে কতোবার বললাম’!!দাড়িটা খুলে গেছে ঠিক কর ঠিক কর’!!

——-“বললি কখন’!!

——“ওই তো ইশারা দিয়েছিলাম না’!!!

——“এখন না বুঝতে পারলে কি করবো বল তো’!!

“এমন সময় দরজায় নক করল কেউ’!!এদিকে দরজার শব্দ পেয়ে ভয়ে আধ মরা হয়ে গেছি আমরা’!!রিতু তো ভয়ে কারনে বাথরুমে ঢুকে গেছে’!!

—-“একটা ভিতুর ডিম কোথাকার এই বলে এক পা এক পা করে দরজার কাছে গেলাম আমি’!!এখনো শাড়ি পড়ে আছি চুলটা তো “ভাঙা টেপ রেকর্ডারই” খুলে ফেললো’!!শালা শয়তান’!!
দরজার কাছে এসে বললামঃ

——“কে???

——“আরে আমি খোল…..

——“ওহ মেঘলা আপু’!!দাঁড়াও”’.

“এই বলে খুললাম দরজা’!!

“তারপর বললামঃ

——-“চলে গেছে আপু’!!

——“হুম যাবে তোদের ডাকছে ওনারা

“এই রে খাইছে নিশ্চয়ই বকাবকি করবে’!!না না জামু না তুমি গিয়ে কিছু একটা বলো আপু’!!

——“কিছু হবে না চল’!!ওনারা কিছু মনে করে নি’!!

——“সত্যি বলছো তো আপু’!!

——“হুম চল’!!

“এর ভিতর রিতুও বাথরুম থেকে বেরিয়ে আসল’!!

——-“আপু ড্রেস চেঞ্জ করবো না’!!

——“না এইভাবেই চল’!!তারপর আরকি আপুর পিছন পিছন চললাম আমি আর রিতু মাথা নিচু করে’!!!

“সবার সামনে এসে অবাক আমরা কারন ওনারা তখনকার বিষয়টা নিয়ে কিছু বললো না শুধু হাসলো’!!আমরাও হাসলাম’!!

“এদিকে আরিয়ান আর আরুশ একে অপরের দিকে তাকিয়ে বললোঃ

——“ওহ নো এরা দেখি “ঝাঁঝ বতী লবঙ্গ” আর “পঁচা পান্তা ভাত”!!!

“দুই বান্ধবী মিলে এতক্ষণ বোকা বানাচ্ছিল দেখছিস’!!!

“তারপর তারা সবাই চলে গেল’!!অবশ্যই যাওয়ার আগে ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে আমার রিতুর দিকে তাকিয়ে ছিল’!,কিন্তু আমরাও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা দাঁত কেলানি হাসি দিলাম..”!!😁😂
!
!
!
!
#চলবে…………