তুমি_প্রেম_আমার পর্ব-১১

0
4923

#তুমি_প্রেম_আমার❤️
#part:11💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
“ফুড়ফুড়ে বাতাস বইছে চারপাশে’!!চারদিকে রয়েছে ইয়া বড় বড় কিছু গাছপালা’!!এদের পাশ বেয়ে বয়ে চলেছে একটা নদী’!!নদীর কিনারার একপাশে একটা গাছের নিচে বসে আছে আকাশ আর মেঘলা’!!দুপুর বেলা তাই তেমন কেউ নেই বললেই চলে’!!চারিদিকের ফুড়ফুড়ে বাতাসে ক্লান্ত মাখা মুখ নিমিষেই চলে যাবে সবার’!!তেমনি মেঘলারও ক্লান্ত মাখা মুখ নিমিষেই চলে গেছে’!!আকাশ তো এই কাজটা করার জন্যই এখানে নিয়ে এসেছিল মেঘলাকে’!!

“মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আকাশ মেঘলার দিকে সাদা সেলোয়ার-কামিজে অসম্ভব সুন্দর লাগছে মেঘলাকে’!!বাতাসে মেঘলার চুলগুলো উড়ছে ভীষণ এতে করে আরো বেশি সুন্দর লাগছে মেঘলাকে’!!আকাশ আনমনে তার হাত দিয়ে মেঘলার চুলগুলো কানের পাশে গুঁজে দিল’!!আচমকা এমনটা হওয়াতে মেঘলা কিছুটা অবাক হলেও পরক্ষণেই মুচকি হাসল সে’!!!!প্রায় ১ ঘন্টা হয়ে গেছে তারা এখানে এসেছে’!!জায়গাটা এতটাই সুন্দর যে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারল না আকাশ আর মেঘলা’!!!

” হর্ঠাৎই আকাশ বলে উঠলঃ

——–“তাহলে এখন যাওয়া যাক’!!

——-“হুম চল’!!!

“তারপর দু’জনেই গাছের নিচে থেকে উঠে দাঁড়ালো তারপর দুজনেই দুজনের হাত ধরে চলতে লাগল’!!!

“তারপর গাড়ি করে চললো তারা’!!

“তারপর তারা একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে তারপর আকাশ মেঘলাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে নিজেও চলে গেল তাদের বাড়িতে’!!

__________________________________________


“আয়নার সামনে দাঁড়িয়ে আছি’!!ঘাড়ের দাগটা একদম লালচে হয়ে গেছে’!!” ভাঙা টেপ রেকর্ডার” এত জোরে কামড় দিল’!!ভাবতেও অবাক লাগছে কি করে পারল আমার মতো ভোলা-ভুলা নিষ্পাপ বাচ্চা মেয়েটার সাথে এমন করতে’!!শালা তোর কোনোদিন বিয়ে হবে না দেখিস’!!এমন সময় দরজা নক করল আপু’!!এক প্রকার ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে দাগটাকে ঢেকে ফেললাম তারপর নিজেকে স্বাভাবিক করে চললাম দরজা খুলতে’!

“দরজার খোলার সাথে সাথে আপু বলে উঠলঃ

——“এতক্ষণ দরজা আঁটকে কি করছিলি’!!

——-“কিছু করি নি তুমি আগে বল এত খুশি খুশি ভাব নিয়ে কোথা থেকে আসছো’!!

——-“কোথা থেকে আসছি মানে??অফিস থেকে’??(ঘাবড়ে)

——-“হুম না না রহস্য ময় গন্ধ পাচ্ছি’!!

——-“কচু পাচ্ছিস সর আমি ওয়াশরুমে যাবো’!!

“তারপর আর কি আপু আমাকে টপকে চলে গেল’!!আর আমিও কিছু না ভেবে বসে পরলাম বিছানায়’!!

__________________________________________


“রাত ৮ঃ০০টা…….
বিছানায় শুয়ে আছে রিতু’!!সারাদিনে শুধু একটা কথা মাথায় আসছে তার হর্ঠাৎ করে “ফাটা ডিসপ্লে” এমন কেন করল যার উওর এখনো মিললো না রিতুর’!!চোখ বন্ধ করলেই শুধু আরুশের দেওয়া স্পর্শগুলো অনুভব করে রিতু’!!কিন্তু কেন এমনটা তো আগে কখনো হয়নি তার’!!!প্রতিবারই প্রশ্নগুলো মাথায় এসে নাড়া দিচ্ছে রিতুর’!!এমন সময় ফোনটা বেজে উঠল রিতুর’!!নাম্বারটা অচেনা লাগছে রিতুর কাছে ফোনটা তুলবে কি তুলবে না এটা ভাবতে ভাবতেই ফোন কেটে গেল’!!কিছুক্ষণ পর আবারো ফোনটা বাজল রিতুর’!!আর কিছু না ভেবেই ফোনটা তুলে বললো সেঃ

——-“হ্যালো কে???

——–“কেমন আছো “বিরিয়ানির প্যাকেট”!!!

——–“What বিরিয়ানির প্যাকেট কে বিরিয়ানির প্যাকেট’!!

——-“কেন তুমি”

——-” আপনি মনে হয় রং নাম্বারে ফোন দিছেন এই বলে ফোনটা কেটে দিল রিতু””

“কিছুক্ষন পর আবার ফোন বাজল রিতুর’!!একপ্রকার বিরক্ত মাখা মুখ নিয়ে বললঃ

——-“ওই মিস্টার কানা হনুমান আপনি কি একবারের কথা বুঝতে পারছেন না আপনি রং নাম্বারে ফোন দিছেন’!!

” ওপর পাশের ব্যক্তিটি বলে উঠলঃ

——–“আরে কোনো রং নাম্বারে ফোন দেই নি’!!একদম ঠিক জায়গার ঠিক নাম্বারের ঠিক মানুষের কাছেই ফোন দিছি’!!এখন শোনো আজকে ভার্সিটিতে কলা পাতা রঙের শাড়িতে তোমাকে কিন্তু অনেক সুন্দর লেগেছে’!”

“এইবারের কথা শুনে রিতু অবাক হয়ে বলে উঠলঃ

——“মানে আপনি আমাদের ভার্সিটিতে পরেন’!!”

——-“সব কিছু জানার কি খুব দরকার আছে “মিস বিরিয়ানির প্যাকেট”!!!!আরেকটা অবাক করার কথা বলবো”!!

——–“কী”

———“আমি কিন্তু তোমাকে আর আরুশকে একসাথে একরুমে দেখেছি’!!তবে আরুশের করা কাজটা কিন্তু সত্যি অসাধারণ লাগছিল তোমাকে’!!!এখন বলো তোমরা দুজন একসাথে কী করছিলি’!!

“ছেলেটির কথা শুনে রিতু অনেকটাই ঘাবড়ে গিয়ে বললঃ

———“”কে আপনি”

——–“আমি কে তা না হয় পরে জানাবো এতটুকু বলে ফোনটা কেটে দিল ছেলেটি’!!এদিকে রিতু ঘাবড়ে গিয়ে কয়েকবার ঢক গিললো’!!তারপর ছেলেটির বলা কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি দিল’!!!
.
.
.
.
“এদিকে অচেনা ছেলেটি ফোনটা কেটে মুচকি হেসে ঘুমিয়ে পরল’!!!

__________________________________________


“রাতের ফুড়ফুড়ে আলোতে বেলকনিতে দাঁড়িয়ে আছে আরিয়ান’!!আকাশে থাকা চাঁদটার দিকে তাকিয়ে আছে আরিয়ান আর মুচকি হাসছে কারন চাঁদের হাসির মাঝে আরিয়ান যে তার প্রিয়সীর মুখ খুঁজে পাচ্ছে’!!আবারো হাসল আরিয়ান’!!এমন সময় রুমে ঢুকলো আকাশ’!!আরিয়ানকে বেলকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে ধীরে ধীরে সেও সেদিকে পা বাড়ালো’!!

“আরিয়ানের কাছে এসে আকাশ বলে উঠলঃ

——-“কি হলো এখনো ঘুমাস নি আর উপরে তাকিয়ে কী দেখছিস’!!

——-“আমার প্রিয়সীকে”!!

———“মানে”

———“ইয়ে না মানে ওই আকাশের চাঁদটাকে দেখছিলাম’!!

——–“ওহ”

——–“হুম”

“তারপর দুই-ভাই মিলে কিছুক্ষন একসাথে গল্প করে তারপর দুজনেই একসাথে ঘুমের দেশে পাড়ি দিল’!!!

__________________________________________


“দেখতে দেখতে একসপ্তাহ কেটে গেল’!!এই একসপ্তাহে অনেকবার ঝগড়া হয়েছে আমার সাথে আরিয়ানের আর রিতুর সাথে আরুশের”!!! তবে অদ্ভুত ব্যাপার হলো রিতুর বলা অচেনা নাম্বার’!!ছেলেটি প্রায় রিতুকে ফোন দিয়ে ডিস্টার্ব করে কিন্তু এখন পর্যন্ত পরিচয়টা দিল না কি অদ্ভুত’!!!

“আজকে থেকে আপুর বিয়ের সব কাজ শুরু হবে’!!আজকে বিকেলে আমরা সবাই মিলে যাবো আপুর বিয়ের শপিং করতে উফ ভাবতেই মজা লাগছে’!!আজকে বিকেলে আবার “ভাঙা টেপ রেকর্ডার” আর “ফাটা ডিসপ্লে” আসবে’!!তার সাথে আঙ্কেল, আন্টি আর আাকশ ভাইয়াও’!!তাই আজকে আর ভার্সিটি যাবো না বাসায় থাকবো এমন ইচ্ছে নিয়ে এখনো বিছানায় ঘুমিয়ে আছি’!!এমন সময় রুমে প্রবেশ করল “মাই মাতাজী”!!!এসেই বলে উঠলেনঃ

——–“আজকে ভার্সিটি যাবি না’!!!

——-“না আজকে শপিং এ যাবো না’!!

——–“শপিং এ যাবি তো বিকেলে তবে এখন ভার্সিটিতে না যাওয়ার কি দরকার’!!

——–” এমনি যাবো না ভালো লাগছে না এই বলে কাঁথা মুরি দিয়ে ঘুমিয়ে পরলাম আমি’!!

“কিছুক্ষন পর……..

“আবার আপু এসে ডাকাডাকি শুরু করল’!!

“একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলে উঠলামঃ

——-“উফ আপু এখন তুমিও ভাষন দিতে শুরু করো না’!!

——–“আরে ভাষন দিলাম কোথায় বলছি ঘুম থেকে উঠে চা’টা খেয়ে নে’!!

——–“ওহ এই ব্যাপার ওকে চা’টা রেখে যাও আমি খেয়ে নিবো পরে’!!এই বলে আবারো ঘুমিয়ে পরলাম’!!তারপর আর কি চা আর খাওয়া হলো না’!!!
.
.
.
.
দুপুর ৩ঃ০০টা____
সবাই তৈরি হচ্ছে শপিং যাওয়ার জন্য আর আমি বসে বসে তা দেখছি কারন আমার সাজা হয়ে গেছে আরো আধা ঘণ্টা আগে কিন্তু এখনো আপুর হলো না’!!এমন সময় ব্লাক চুড়িদার পড়ে রুমে ঢুকলো রিতু’!!কারন ও তো যাবে আমাদের সাথে’!!রিতু মুচকি হেসে বললঃ

——-“কি তুই তৈরি হয়ে গেছিস”

——-“তা তো কখনিই হয়ে গেছি এখন আপু আর আম্মুর হলেই চলবে…….

“বলতে বলতে দুজনেই তৈরি হয়ে আসল’!!তারপর আমরা চারজন মিলে চললাম শপিং করার উদ্দেশ্যে’!!আকাশ ভাইয়াও আসবে শপিং মলে’!!

“তারপর কি আমরা বসতেই ড্রাইভার কাক্কু গাড়ি চালাতে শুরু করলেন’!!!

__________________________________________


“শপিং মলে পৌঁছাতেই দেখতে পেলাম সবাই চলে এসেছে’!!তারপর সবাই মিলে চলে গেলাম শপিং মলে ভিতরে……….
!
!
!
!
#চলবে………..