তুমি_প্রেম_আমার পর্ব-১০

0
4641

#তুমি_প্রেম_আমার❤️
#part:10💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
“কাট_ফাটা রোদ্দুরে ঘেরা দুপুরবেলা’!!পুরো আকাশটাই তার হাসি মাখা মুখ নিয়ে ঘুরছে’!!কিন্তু আকাশের এই হাসি খুশি মুখে মানুষের অবস্থা পুরো বিগড়ানো’!!এমন মুহুর্তে ক্লান্ত মাখা মুখ নিয়ে অফিসে কাজ করছে মেঘলা’!!একই প্রচুর গরম তার ওপর কারেন্ট নেই’!!সব মিলিয়ে একটা বিশ্রী মুডে আছে সে’!!এমন সময় ফোনটা বাজলো মেঘলার’!!একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে ফোন টা ধরল সে’!!কিন্তু ফোনের উপর আকাশের নাম দেখে মুহূর্তে খুশি মুড নিয়ে কথা বলতে লাগল মেঘলা’!!

——“তুমি কি এখন একবার বেরোতে পারবে(আকাশ)’!!

——-“এখন(মেঘলা)’!!

——“হুম আমি তোমার অফিসের নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি চলে আসো(আকাশ)’!!

“মেঘলা কিছুক্ষন ভেবে বললোঃ

——“আসছি আমি’!!

“আকাশ খুশি হয়ে বললোঃ

——–“ওকে
“তারপর ফোনটা কাটল আকাশ’!!!

“গাড়িতে বসে আছে আকাশ’!!সকাল থেকে বাসায় থেকে এক প্রকার বোর হয়ে ছিল সে’!!হর্ঠাৎই মেঘলাকে নিয়ে ঘুরতে যাওয়ার ভাবনা আসল তার’!!যেই ভাবা সেই কাজ’!!তারপর গাড়ি নিয়ে চলে আসল সে’!!

“কিছুক্ষণ পর………

“আজকের মতো বসের কাছ থেকে ছুটি নিয়ে চলে এসেছে মেঘলা’!!এমনিতে খুব একটা ছুটি নেয় না মেঘলা তাই বস আর মানা করতে পারে নি’!!খুশি মন নিয়ে আসছে’!!চোখে মুখে ক্লান্ত ভাব তার’!!!

“গাড়ির কাছে আসতেই আকাশ গাড়ি থেকে বের হয়ে গেল’!!তারপর খুশি মনে মেঘলার হাত ধরে বসিয়ে দিল গাড়িতে’!!মেঘলাও খুশি মনে বসে পরল গাড়িতে’!গাড়িতে এসি থাকায় মুহুর্তেই ক্লান্ত মাখা মুখের অবসান ঘটল মেঘলার’!!আকাশও খুশি মনে গাড়ি চালাতে শুরু করল তাদের নিজেদের গন্তব্যে………

__________________________________________


——-“দেখুন আপনি আর যাই করুন প্লিজ কাঁদা দিবেন না’!!একপ্রকার ঘাবড়ে গিয়ে কথাটা বললো রিতু’!!

“এদিকে ফাটা ডিসপ্লে মানে আমাদের আরুশ রিতুর ঘাবড়া নো মুখ দেখে মনে মনে হাসলেও বাইরে তা প্রকাশ করল না’!!

“আরুশ কিছু জোর গলায় বললঃ

——-“কেন তুমি তো আমার পুরো মুখ কাঁদা দিয়ে দৌড় দিলে’!!!

“এবার রিতু আরো কিছুটা ঘাবড়ে গিয়ে বললঃ

——“দেখুন আপনি কালকে আমায় পুরো কাঁদা দিয়ে ভূত বানিয়ে দিয়েছিলেন তার জন্য এতটুকু মজা করিছি আর কি’!!

——-” ওহ এতটুকু মজা করেছো এই বলে রিতুর আরো কাছে আসলো আরুশ’!!

“এদিকে রিতু আরুশ এতটা কাজে আসাতে এক অসম্ভব অনুভূতি ফিল হচ্ছে তার’!!চোখে মুখে হালকা ঘামের আবরন তার সাথে অস্থিরতা’!!

”রিতুর এমন রিয়েকশন দেখে মুচকি হাসল আরুশ”!!মুচকি হেঁসে বললো সেঃ

——“তুমি যা করেছো আমিও তাই করব”!!!

“”রিতু তো পুরো ভয়ে গদো গদো”!!ভয় মাখা মুখ নিয়ে বললঃ

——“”প্লিজ প্লিজ “ফাটা ডিসপ্লে” ইয়ে না না থুক্কু “ফাটা লাইট” আরে দূর আরুশ ভাইয়া এমন করবেন না’!!আমার পুরো সাজ নষ্ট হয়ে যাবে’!!!

—–“ওহ এখন “ফাটা ডিসপ্লে” বাদ সোজা “আরুশ ভাইয়া”!!!

——“সরি সরি আগে যা হয়েছে ভুলে যান আর আমি কোনো ফাইজলামি করবো না’!!মুখে এ কথা বললেও মনে মনে অন্য কথা বলছে রিতু’!!(যেমন শালা একবার মেকাপ বাচিয়ে যাই তারপর তোরে দেখাবো কতো ধানে কতো চাল)’!!
.
.
.
.
“এদিকে আরুশ রিতুর মুখের দিকে তাকিয়ে আছে গভীর ভাবে’!!সকালেই রিতুকে দেখে আকৃষ্ট হয় আরুশ”! শাড়িতে যে “পঁচা পান্তা ভাত” কে এত সুন্দর লাগবে বুঝতেই পারে নি আরুশ”!!কিন্তু এত সাজের মধ্যেও কোথাও কিছু একটা ভুল করেছে রিতু এমনটা মনে হচ্ছে আরুশের”!!হর্ঠাৎ ঘ্যান ভাঙল আরুশের’!!

——–“দেখুন “ফাটা ডিসপ্লে” না না সরি আরুশ ভাইয়া আমাকে যেতে দিন’!!!!

——-“যেতে তো দিবোই তার আগে আমার সাথে ফাজলামি করাটার শোধটা তো নিয়ে নেই’!!এই বলে আরুশ তার পকেট থেকে কিছু একটা বের করতে নিলো’!!

“এদিকে রিতু তা দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে”!!

“আরুশ তার হাতটা বের করে আঙুল দিয়ে রিতুর গালে হাত দিল’!!

“আরুশের স্পর্শে রিতু পুরো কেঁপে উঠল’!!বুকের ভিতর ধুপপুকানি শুরু হয়ে গেছে তার’!!তার সাথে ভয়ে আঁতকে উঠছে সে মনে হয় তার দু-ঘন্টার সাজ সব বৃথা হয়ে গেলো’!!!

-“এদিকে আরুশ তার আঙুল নাড়াতে নাড়াতে রিতুর বাঁধা খোঁপা পর্যন্ত যেতেই রিতুর মুখের দিকে একবার তাকিয়ে রিতুর রিয়েকশন দেখে মুচকি হেঁসে টান মেরে রিতু চুল খুলে ফেলল’!!সাথে সাথে রিতুর মাথার চুল খুলে পুরো কোমড় পর্যন্ত ছড়িয়ে গেছে’!!!

“আরুশ যে এমন কিছু একটা করবে তা হয়তো রিতু কল্পনাও করতে পারে নি’!!রিতু তার চোখ খুলে প্রশ্ন মাখা মুখ নিয়ে তাকালো আরুশের চোখের দিকে যার অর্থ ”

——কেন এমন করলেন আপনি”

“আরুশ হয়তো রিতুর চোখের ভাষা বুঝতে পেরে আরেকটু ঝুকে রিতুর কানের কাছে তার মুখ নিয়ে এসে আস্তে করে বললঃ

——-“এই বার ঠিক আছে “পঁচা পান্তা ভাত”!!আর একটা কথা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে “একদম দোকান থেকে কিনে আনা প্যাকেট করা বিরিয়ানির মতো”!!এই বলে হালকা হেঁসে রিতুর কোমড় ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলো আরুশ’!!

“এদিকে রিতু যেন একটু আগে কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেছে’!!পুরো পাথরের মতো দাঁড়িয়ে রইল সে’!!

__________________________________________


—-“ও মা গো আমারে বাঁচাও এই “ভাঙা টেপ রেকর্ডার” আমারে মনে হয়ে মেরেই ফেলবে একপ্রকার চেচিয়ে কথা গুলো বললাম আমি’!!

“এদিকে আরিয়ান হর্ঠাৎ করে “ঝাঁঝ বতী লবঙ্গের” চিৎকারের কারণটা বুঝতে পারছে না’!!!

“অবাক হয়ে তাকিয়ে থেকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আরিয়ান মীমের মুখ চেপে ধরে বললঃ

——“হেই এভাবে চেচাচ্ছো কেন কেউ দেখে ফেললে কি বলবে’!!

“আরিয়ানের এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার’!!কি করল মানে উনি আমার ঘাড়ে ছিঃ একটা লুচু ছেলে কোথাকার’!!!
.
.
.
“কিছুক্ষণ আগে আরিয়ান আমার কাছে ঝুঁকে আমার ঘাড়ে একটা কামড় দিয়ে দিল’!!ওনার এমন কাজে আমি পুরো বোকা বনে গেলাম আর ব্যাথা পেয়েই তো চেঁচালাম’!!আর বলে কি না কি হয়েছে’!!

“আবারো আরিয়ান বলে উঠলঃ

——-“আরেকবার চেঁচালে কিন্তু এইবার যা করলাম তার উল্টো কিছু করবো’!!

“ওনার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম তার দিকে’!!

——-“অন্যকিছু করবে মানে কি করবে……

“আরিয়ান হয়তো আমার মনের কথা বুঝতে পেরে আমার কানের কাছে তার মুখ নিয়ে এসে বললোঃ

——-কিছু বুঝে না পাগলী মেয়ে কোথাকার এই বলে হেঁসে উঠল আরিয়ান’!!!

“আরিয়ানের এমন কথা শুনে পুরো বোকা বনে গেলাম আমি কি বুঝবো আশ্চর্য’!!এদিকে শ্বাস তো প্রায় বন্ধ হয়ে যাবে মনে হয় তার সাথে শালায় কামড় দিসে সেখানে তো এখন জ্বলছে’!!শালায় মনে হয় পুরো দাঁত বসিয়ে দিয়েছে’!!আমারে চিনো না আমিও এর শোধ পরে নিবো “ভাঙা টেপ রেকর্ডার”!!আরিয়ানের কথায় ভ্যান ভাঙল আমার’!!

——-“এই এত কি ভাবছো’!!নিশ্চয়ই নতুন কোনো ফাইজলামি করার কথা’!!আচ্ছা এত ইডিয়েট মার্কা কাজ কর্ম কোথা থেকে আসে তোমার মাথায়’!!তার চেয়ে বাসায় বসে একটু কাজ কর্ম করলেও তো পারো’!!এই বলে মাথায় একটা চাটি মারল আরিয়ান’!!!

“ওনার এমন কাজে যেন অবাকের উপর অবাক হচ্ছি আমি’!!

“হর্ঠাৎই আরিয়ান আমার মুখ থেকে তার হাত সরিয়ে ফেললেন’!!সাথে সাথে জোরে শ্বাস নিতে লাগলাম আমি’!!আর কিছুক্ষন থাকলে হয়তো মারাই যেতাম’!!!

“একপ্রকার চেচিয়ে বললামঃ

——-“ইউ “ভাঙা টেপ রেকর্ডার” আপনাকে তো আমি পরে দেখে নিবো এই বলে স্ব-জোরে একটা ধাক্কা মেরে সরিয়ে ফেললাম আরিয়ানকে তারপর একপ্রকার দৌড়ে চলে আসলাম ওখান থেকে’!!
.
.
.
“এদিকে আরিয়ান মীমের এমন কাজে মুচকি হেঁসে সেও চলে আসল’!!

__________________________________________


“রুম থেকে দৌড়ে বেরিয়ে আসতেই দেখলাম রিতু চুল খুলে হেঁটে সামনে যাচ্ছে’!!ওকে দেখতে পেয়ে দৌড়ে পিছন থেকে জড়িয়ে ধরে শ্বাস ফেলতে লাগলাম আমি’!!তারপর রিতুকে বললামঃ

——-“দোস্ত চল এখন বাসায় যাবো’!!

“রিতু ও শান্ত গলায় বললোঃ

——চল”

“তারপর আর দু’মিনিট দেরি না করেই দুজনে চলে আসলাম ভার্সিটির বাহিরে তাঁরপর রিকশা করে চললাম আমরা’!!অদ্ভুত ব্যাপার রিতু এত চুপ হয়ে আছে কেন’??

“বিষয়টা মাথা না ঢুকলেও এই মুহুর্তে কিছু জিজ্ঞেস করার মুডে নেই আমি’!! পরে জিজ্ঞেস করে নিবো’!!তারপর আর কি ব্যস্ত রাস্তায় ব্যস্ত মানুষদের দেখতে দেখতেই চললাম আমি’!!তার সাথে আরিয়ানের এমন কাজের পাল্টা জবাবও তো দিতে হবে নাকি এমন ভাবনা নিয়ে’!!!
.
.
.
.
“এদিকে ভার্সিটির ভিতরে আরিয়ান আর আরুশ একে অপরের দিকে তাকিয়ে হেঁসে দিল’!!তারপর তারাও ভার্সিটির বাকি কিছু কাজ শেষ করে চললো তাদের বাড়িতে’!!!

__________________________________________


“পার্কের পাশে থাকা একটা নদীর কিনারার বসে আছে আকাশ আর মেঘলা’!!!
!
!
!
!
#চলবে…………..
❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ]❤️
#TanjiL_Mim🦋