তুমি_প্রেম_আমার পর্ব-২০

0
3810

#তুমি_প্রেম_আমার❤️
#part:20💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
-হর্ঠাৎ কী হলো আপনার “ভাঙা টেপ রেকর্ডার”!!একরাশ প্রশ্ন মাখা মুখ নিয়ে কথাটা বলে দিলাম আমি’!!এদিকে আরিয়ান এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়’!!ওনার হর্ঠাৎ করে এমন কাজ করার অর্থ বুঝতে পারলাম না আমি’!!এই মুহূর্তে মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে আমি কী হলো হর্ঠাৎ আরিয়ানের’!!হর্ঠাৎই আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে বললোঃ

——-“কিছু না চল নিচে…….

“ওনার এমন উওর শুনে হা হয়ে গেলাম আমি’!!পরক্ষনেই ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম আমিঃ

——“তা তো যাবো তার আগে আপনি বলুন আপনার হর্ঠাৎ করে হলো কী??

——-“কিছু হয়নি'”!

——–“কিছু হয়নি মানে কিছু তো একটা হয়েছেই না হলে আপনি……আর কিছু বলার আগেই আরিয়ান দমকের স্বরে বলে উঠলঃ

———“একটা কথা একবার বললে কানে যায় না তোমার বললাম তো কিছু হয় নি’!!

“আরিয়ান দমক শুনে ভয়ে ঘাবড়ে গেলাম আমি’!!তারপর আর কিছু না বলেই চললাম নিচে’!!আর আমার পিছনে আরিয়ান’!!

__________________________________________

*
“রিতুও চুপ করে বসে আছে আর ওকে জড়িয়ে ধরে বসে আছে আরুশ’!!দুজনের মধ্যেই একরাশ নীরবতা কেউ কথা বলছে না’!!এদিকে রিতু এতক্ষণে অনেককিছুই হয়তো ভেবে ফেলেছে’!!কেন এই রুমের অবস্থা এমন হয়েছে’!!হর্ঠাৎই রিতু আরুশকে বললঃ

——–“খুব ভালোবাসো আমায়’!!

“ওপাশ থেকে আরুশও বলে দিলঃ

——-“হুম অনেক ভালোবাসি’!!

——–“ভালোবাসলে এভাবে সব কিছু ভেঙে চুরে ফেলেছো কেন আর হাত কাটলে কেন???

——-“তুমি তো অন্য কাউকে ভালোবাসো’!!

——–“কে বলেছে অন্যকাউকে ভালোবাসি’!!

——–“কেন কাল রাতেই তো তুমি বলেছিলে অন্যকাউকে ভালোবাসো’!!

——-“ওহ তাহলে আমি ঠিকই ভেবে ছিলাম ফাটা ডিসপ্লে ওইটা তুমি ছিলে তাই না’!!

——–“হুম আমি ছিলাম’!!

——-“তাহলে তুমি যখন ছিলে এতদিন পরিচয় দেও নি কেন???আর ভালোবাসো তা সরাসরি বলা যেত না নাকি???

———“সাহসই পাচ্ছিলাম না’!!তাইতো এমন করে ছিলাম’!!কিন্তু কাল রাতে তোমার কথা শুনে আমার খুব কষ্ট হয় যার কারনে রাগের মাথায় এমন সব করে ফেলেছি’!!

———“তবে আমি এখন কিছু কথা বলি “ফাটা ডিসপ্লে”!!মোবাইলে যার সাথে আমি কথা বলেছি সেটা যে তুমি ছিলে তা অনেক আগেই জেনে গিয়েছিলাম আমি’!!আর কাল রাতে যাকে ভালোবাসার কথা বলেছিলাম সেটাও তুমি ছিলে’!!তারপর রিতু ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে বললঃ

——-“আই লাভ ইউ আরুশ না আমার “ফাটা ডিসপ্লে”

“এতক্ষণ ওদের মাঝখানে যতকথা হয়েছিল সবই দু’জনে নীরবভাবে বলেছিল'”!!! আর আরুশ রিতুকে জড়িয়ে ধরে খুব ঠান্ডা ভাবে কথাগুলো শুনতে ছিল’!!আরুশ রিতুকে ছেড়ে দিয়ে বললোঃ

——–“তুমি সত্যি বলছো পঁচা পান্তা ভাত তুমি আমায় ভালোবাসো’!!

——–“হুম ভালোবাসি’!!আচ্ছা ওয়েট এই বলে রিতু আরুশের হাতে ব্যান্ডেজ করে দেয়’!!তারপর টেবিলে রাখা একটা গোলাপ আরুশের হাতে দিয়ে বললোঃ

——–“এখন প্রপোজ করো’!!আরুশ রিতুর কথামতো গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেরে বসে পরল তারপর বললোঃ

———“আমি সত্যি বলছি পঁচা পান্তা ভাত তোমায় যে কখন কোথায় কিভাবে ভালোবেসে ফেলেছি আমি’!! জানা নেই আমার’!!শুধু এতটুকু বলবো নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায় আমি’!!আই লাভ ইউ মাই “পঁচা পান্তা ভাত”!!!এই বলে গোলাপ ফুল টা রিতু দিকে বারিয়ে দিল আরুশ’!!রিতুও মুচকি হেঁসে ফুল টা হাতে নিয়ে বললঃ

———“আই লাভ ইউ টু মাই “ফাটা ডিসপ্লে”

“তারপর আরুশ উঠে দাঁড়ায় তারপর রিতু আরুশকে আর আরুশ রিতুকে শক্ত করে জড়িয়ে ধরল’!!

__________________________________________

*
“মুখ চেপে ধরে আরিয়ান ভার্সিটির বাহিরে বপর করে নিয়ে যাচ্ছে আমায়’!!!

“কিছুক্ষন আগে………

“নিচে নামতেই অবাক হলাম আমি আর আরিয়ান কারন আরুশ ভাইয়ার রুমে ঢুকতেই দেখলাম আরুশ আর রিতু একে অপরকে ভালোবাসার কথার বলছে’!!এতক্ষণ ওদের মাঝে হওয়া সব কথাই শুনেছি আমি আর আরিয়ান’!!ওদের এভাবে দেখে প্রচন্ড বেগে খুশি হলাম আমি’!!খুশি হয়ে যেই না চিৎকার দিতে যাবো সাথে সাথে আরিয়ান আমার মুখ চেপে ধরে রুম থেকে বাহিরে বের করে নিল”!!ভার্সিটির বাহিরে আসতেই আরিয়ান আমার মুখ ছেড়ে দিয়ে বললোঃ

——–“তুমি আসলেই একটা পাগল’!!

“আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমিঃ

———-“কি আমি পাগল, আপনি কি তাহলে একটা ছাগল’!!!আর কি করতে চাইলাম শুধু ওদের একটু শুভেচ্ছা জানাতে চাইছিলাম আর আপনি কিনা সেখান থেকে নিয়ে আসলেন আমায়’!!

———-“ওই সময় কেউ কোনো কথা বলে ওরা ওদের মতো কিছু সময় কাটাক আমরা ততক্ষণ অন্য কোথাও যাই’!!

———“অন্য কোথাও কোথায় যাবেন’!!

———“ভয় নেই তোমায় বেচে দিবো না কারো কাছে???এই বলে আরিয়ান তার বাইকটা নিয়ে আসলো আমার সামনে’!!!

——–“আশ্চর্য আমি তা কখন বললাম যে আপনি বেচে দিবেন আমায়’!!তারপর আর কিছু না ভেবেই বসে পরলাম আরিয়ানের বাইকে’!!তারপর আরিয়ান বাইক চালাতে শুরু করল’!!চললাম আমরা এক অজানা গন্তব্যে……….

__________________________________________

*
“শপিং করার উদ্দেশ্যে গাড়ি করে শপিং মলে যাচ্ছে আকাশ আর মেঘলা’!!আজকে মেঘলা একটা সুন্দর শাড়ি পড়েছে’!কারন আকাশ বলেছে শপিং শেষে ঘুরতে যাবে তারা’!!আজকে মেঘলা আকাশ দুজনেই খুব খুশি’!!এমন সময় হর্ঠাৎই আকাশের চোখ গেল বাইকে করে যাওয়া আরিয়ান আর মীমের দিকে’!!এমন কিছু দেখবে তা হয়তো আকাশ ভাবতেই পারে হর্ঠাৎই কিছু একটা ভেবে মুচকি হাসল আকাশ’!!তারপর আর কিছু না বলেই চললো আকাশ তাদের নিজেদের গন্তব্যে আর মীম আরিয়ান তাদের নিজেদের গন্তব্যে……….

“আকাশ আর মেঘলাদের গাড়ি এসে থামল ইয়া বড় একটা শপিং মলের সামনে তারপর আকাশ আর মেঘলা বের হয়ে চললো ভিতরে……..

__________________________________________

*
বেশকিছুক্ষনপর আরিয়ান বাইক থামালো একটা বড় ব্রিজ এর উপর হর্ঠাৎ করে এমন মাঝ রাস্তায় গাড়ি থামানোর কারণ বুঝলাম না আমি’!!একরাশ প্রশ্ন মাখা মুখ নিয়ে আরিয়ানকে জিজ্ঞেস করলাম আমিঃ

———-“আমরা এখানে কেন আসলাম………

———“এমনি এসেছি চল এই বলে আরিয়ান চমার হাত ধরে হাঁটতে লাগল’!!ওনার এমন কাজে অবাক হলাম আমি তারপর কিছু বললাম না আমি’!!

“চারিদিকের বাতাস বইছে খুব তার সাথে আছে সূর্যের হালকা কিরন মাখা আলো সব মিলিয়ে অসম্ভব রকম সুন্দর পরিবেশ’!!ব্রিজের নিচে রয়েছে সুন্দর একটা নদী’!!যার অর্ধেক জায়গা জুড়ে রয়েছে শুধু সবুজের সমারোহ’!!ইয়া বড় সুন্দর গাছ’!!হর্ঠাৎ খেয়াল করলাম ব্রিজ নিচেও রয়েছে কিছু মানুষের বসবাস’!!হর্ঠাৎই আরিয়ান বলে উঠলঃ

——-যাবে নিচে……..

“আমিও মাথা নাড়িয়ে হ্যা সমর্থন দিলাম’!!

“তারপর আরিয়ান আমার হাত ধরেই নিয়ে যেতে লাগল ব্রিজের নিচে’!!!ব্রিজের নিচে আসতেই দেখলাম অল্প কিছু মানুষ আছে এখানে’!!আরিয়ান হর্ঠাৎই বললোঃ

——-“নৌকায় উঠবে “ঝাঝ বতী লবঙ্গ”

“আরিয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমিঃ

——-“নৌকা কোথায়’!!আরিয়ান কিছু না বলেই হাত দিয়ে দেখালো আমায়’!ওইখানে নৌকা আছে’!!তারপর আমি আর আরিয়ান চললাম নৌকার কাছে তারপর আমি আর আরিয়ান উঠে বসলাম নৌকায়’!!নৌকায় এক কিনারায় পানি পা দিয়ে বসে আছি আমি আর আরিয়ান’!!আর আমরা বসতেই মাঝি নৌকা চালাতে শুরু করলো’!!সত্যি অসম্ভব রকম ভালো লাগছে আমার’!!আরিয়ান এখনও আমার হাত শক্ত করে আছে’!!কিন্তু এই সেদিকে খুব একটা নজর দিলাম না আমি কারন এই মুহুর্তে আমি প্রকৃতি দেখতেই অনেকটা ব্যস্ত হয়ে পরলাম’!!!আশে পাশে আরো কিছু নৌকা আছে যারা জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত’!!সত্যি প্রকৃতি দেখতে খুবই সুন্দর’!!!

__________________________________________

*
“এদিকে আরুশ আর রিতুও আজকে খুব খুশি’!!আরুশ আর রিতু একে অপরকে ছেড়ে দিয়ে ভার্সিটির বাহিরে বের হয়ে বাইকে করে চললো অজানা গন্তব্যে…….রিতু পিছন থেকে জড়িয়ে ধরে আছে আরুশকে’!!তারা এই মুহুর্তে কিছুক্ষন ঘুরাঘুরি করে তারপর চলে যাবে যে যার বাসায়’!!
.
.
.
.
.
“পাক্কা দুই ঘন্টা শপিং করে বের শপিং মল থেকে বের হলো আকাশ আর মেঘলা’!!তারপর গাড়িতে গিয়ে বসে পরল তারা’!!গাড়ির পিছনের সিটে সব শপিং ব্যাগ গুলো রেখে তারাও চললো অজানা গন্তব্যে………..

”হর্ঠাৎই আকাশের চোখ গেল আরুশ আর রিতুর দিকে’!!রীতিমতো আরুশ আর রিতুকে এই ভাবে বাইকে করে যেতে দেখে অবাক হলো আকাশ’!!কিন্তু পরক্ষণেই হয়তো সে বুঝতে পেরেছে কি চলছে এদের মাঝে এই সব ভেবে আকাশ হাসলো’!!ততক্ষণে আরুশ আর রিতু আকাশদের গাড়ি ছেড়ে অনেকদূরেই চলে গেছে’!!আকাশকে হাসতে দেখে মেঘলা বলে উঠলঃ

———“কি হলো তুমি হাসছো কেন???

“বিনিময়ে আকাশ কিছু বললো না’!!আকাশ কিছু বলছেনা দেখে মেঘলা আবার জিজ্ঞেস করলোঃ

——–“কি হলো কিছু বলছো না কেন??

——–“আমার মনে হয় আরিয়ান মীম আর আরুশ রিতুর মাঝে কিছু চলছে……..

আকাশের কথা শুনে মেঘলা অবাক হয়ে বললোঃ

——-“কিসব আবোল তাবোল বলছো……..

———“আমি জানতাম তুমি বিশ্বাস করবে না’!!তাই আমি বলতে চাই নি তবে আমিও পুরোপুরি শিওর নই আগে শিওর হই তারপর………(মনে মনে)

———“কি হলো কথা বলছো না কেন??//

———-“না কিছু না চল……..

“তারপর মেঘলাও কিছু বললো না’!!চললো তারা তাদের গন্তব্যে………..

__________________________________________

*
“বেশ কিছুক্ষন পর নৌকা থেকে নামলাম আমি আর আরিয়ান তারপর আবার চললাম আমরা একটা রেস্টুরেন্টে’!!সেখান থেকে খাবার খেয়ে চলছি বাসায় উদ্দেশ্যে’!!সারাদিন প্রচুর ঘোরাঘুরি করলাম আমরা’!!

“আরিয়ান বাইক থামালেন আমাদের বাসার সামনে’!!বাইক দেখে নেমে আরিয়ান দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম আমিঃ

——–“থ্যাংকু সো ম্যাচ “ভাঙা টেপ রেকর্ডার”

——–“আর তোমাকেও ধন্যবাদ “ঝাঁঝ বতী লবঙ্গ”!!

———-“আবার কালকে দেখা হবে বাই “ভাঙা টেপ রেকর্ডার”

——–“ওকে বাই “ঝাঁঝ বতী লবঙ্গ”!!!তারপর আমি চললাম বাড়ির ভিতরে আর আরিয়ান তাদের বাড়ির উদ্দেশ্যে……..এই মুহূর্তে আরিয়ানের খুব ভালো লাগছে’!!তার ফিলিংস আরো গভীর ভাবে আকড়ে ধরেছে তাকে’!!এখন শুধু অপেক্ষা কবে আসবে সেই দিন যেদিন সব কিছু বুঝে যাবে তার প্রিয়সী’!!এসব ভেবে চললো আরিয়ান তাদের বাড়িতে……….
.
.
.
.
“অন্যদিকে আরুশও রিতুকে নিয়ে ঘুরাঘুরি করে রিতুকে বাড়ি পৌঁছে সেও চলে গেল তাদের বাড়িতে……….’!!এই মুহূর্তে সত্যি নিজেকে বোকা মনে হচ্ছে আরুশের’!!দুই লাইন শুনে ১৪ লাইন ভেবে ফেলেছিল সে’!!আর যার পরিনাম হিসেবে তার হাতটাই কেটে গেল’!!!

__________________________________________

*
“রাত ৯:০০টা………..
আরিয়ান বিছানায় শুয়ে আছে’!!এমন সময় আকাশ আসলো তারা রুমে’!!!আকাশ আসতেই আরিয়ান শোয়া থেকে উঠে বসলো’!!!

———“ভাইয়া তুমি বসো…….

“আকাশ আরিয়ানের পাশে বসে পরল তারপর বললোঃ

———“ঘুমিয়ে ছিলি নাকি??

———“না একটু শুয়ে ছিলাম’!!!

———“তা একটা কথা বলি????

———“হুম বলো’!!

———-“ভালোবাসিস মীমকে তুই????

“আকাশের কথা শুনে অবাক হয়ে আরিয়ান বললোঃ

———“কি ভাইয়া’!!তুমি বুঝলে কিভাবে??

“আরিয়ানের কথা শুনেই আকাশ পেয়ে গেছে তার উওর………!!হালকা হেসে আকাশ বললোঃ

———বলেছিস তুই মীমকে………

———“না বলা হয়নি তো”

———-“তাহলে দেরি করছিস কেন বলে দে তাড়াতাড়ি………

———-“কিন্তু ভাইয়া’!!!

———-“এই কিন্তু করলেই কিন্তু পাখি হাত থেকে ছুটে অন্য ডালে বসে পরবে’!!তাই বলছি মনে যা আছে মন খুলে বলে দে পরে যা হবে দেখা যাবে……এতটুকু বলেই চলে গেল আকাশ’!!আর আরিয়ান আবার বিছানায় শুয়ে ভাবতে লাগল কি করবে সে’!!বলবে কি বলবে না’!……………

__________________________________________

*
“বিছানায় শুয়ে আছি আমি কিছুতেই ঘুম আসছে না’!!চোখ বন্ধ করলেই শুধু আরিয়ানের সাথে কাটানো আজকের দিনটার কথা খালি ভেসে আসছে চোখের সামনে কিন্তু কেন………….
!
!
!
!
!
#চলবে…………….


#TanjiL_Mim❤️