নিশি পর্ব:১

0
3369

নিশি
পর্ব:১
অন্না
,
নিশি:::: কতটাকা বেতন পাও তুমি? সামান্য বিশ হাজার টাকা, এই টাকাতে কি হবে বলো, এই টাকাতে তো আমার হাত খরচটাই যাবে না, সংসার চালাবে কি নিয়ে বলো,,,
,
নিরব:::: নিশু তুমি এমন করছো কেনো বলো, আমি অনেক কষ্ট করবো, ওভারটাইম করে আরো কিছু রোজগার করবো,, আর খুব মন দিয়ে কাজ করবো বেশি দিন অভাব থাকবে না আমাদের বিশ্বাস করো,,,,
,
নিশি:::: আমি ওতোদিন কষ্ট করতে পারবো না,,, আর আমি ওতো কিছু শুনতে পারবো না, আমি বলেছি তোমাককে বিয়ে করতে পারবো না সো পারবোনা,, দয়া করে আমায় আমার মতো থাকতে দাও,,,
,
নিরব::: নিশু প্লিজ ৫ বছরেে সম্পর্ক আমাদের এভাবে ভেঙে দিও না , আমি সইতে পারবো না,,, আমি তোমাকে ছারা অন্য কাউকে বিয়ে করতে পারবো না,, নিশু বোঝার চেষ্টা করো,, আমি তোমার কোনো কষ্ট হতে দিবো না,,, বিশ্বাস করো নিজের সবটা দিয়ে তোমাবে ভালো রাখার চেষ্টা করবো তবুও প্লিজ এমন কথা বলোনা,,,
,
নিশি::::প্লিজ নিরব মেয়ের তো কম পরেনি,, আমি কিছু শুনতে চাই না,,, আমি তোমাকে বিয়ে করতে পারবো না,,,, আমি কোনো বড় বিসনেসম্যান বা কোনো টাকা ওয়ালা কাউকে দেখে বিয়ে করে সুখে শান্তিতে কাটাতে চাই,, তুমি আমার সুখের পথে কাটা হয়ে দাড়িও না,,,,
,
নিরব::: নিশু,,,,,,,
,
নিশি::: হ্যা,,, আমায় যদি সত্তি ভালোবাসো তাহলে অন্য কাউকে বিয়ে করে দেখাও,,,কারন তুমি বিয়ে না করলে আমি শান্তিতে বিয়ে করতে পারবো না ,, আর তুমি নিজেই বলেছো আমার সুখের জন্য তুমি সব করতে পারবে,,, তাহলে প্লিজ আমার পিছু টা ছেরে দাও,,,,
,
নিরব ;;;:; কোনো দোষ দিবোনা তোমায় আমি,,, দোষ টা আমার তোমার মতো মেয়েকে ভালোবেসেছি,,,,, তুমি যেমনই হও তোমায় আমি ভালোবাসি,, কথা যখন দিয়েছিলাম তোমায় খুসি রাখবো,, তাহলে আমার কথাটা রাখবোই,,,,, বিয়ে করবো,,,, যতই হোক তোমার পথের কাটা তো আমি সেটা তো আর ফেলে রাখতে পারি না,,, চলে যাবো তোমার জীবন থেকে,,, ,,,, তোমার সুখের পথে বাধা হবো না,,, শুধু তুমি ভালো থেকো,,,,,
,
নিরব আর কিছু বললোনা,,, চোখে জল নিয়ে নিরবে চলে গেলো,,,,, নিশি ধপ করে বসে পরে চিৎকার করে কান্না করতে থাকে,,,,,
,
নিশি::::: আমি তোমাকে ভালোবাসি নিরব,,, ভালোবাসি তোমাকে,, আমার কিচ্ছু চাই না নিরব আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই , কিন্তুু আমি তোমাকে কি করে আমার কষ্টের জিবনের সাথে জরাই বলো,,, আমার জন্য তোমাকে আমি কষ্ট দিতে পারিনা,,, আমি কি করে তোমাকে ছারা থাকবো বলো,,,, তুমি আমাকে ঘেন্না করো নিরব ঘেন্না করো,,, আমাকে ঘেন্না না করলে তুমি সুখে থাকতে পারবে না,,, তোমাকে আমি সুখে দেখতে চাই,,,,, তোমার সাথে এমন ব্যবহার না করলে তুমি আমাকে কনোদিনই ছারতে না।। আমার এই জীবনে তোমাকে জরাতে চাই না,,,,,, তুমি সুখে থাকো,,সুধু তুমি সুখে থাকো,,,
,
,
এতো সময় যাদের কথা হলো তারা আমার এই গল্পের হিরো, হিরোইন,,,,, নিশি,,, ওকে নিয়েই গল্পটা লেখা,, নিরবের সাথে ওর পাচ বছরের সম্পর্ক, কিন্তুু হঠাৎ করে নিশির বাবা মারা যাওয়াতে ওদের সংসার অতলে মিশে যায়,,, আত্নীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়,,,, মা, ছোট দু বোনকে নিয়ে নীরা ভাড়া বাসায় এসে উঠে,,, ও ছারা সংসার চালানোর মতো কেউ নাই,, এই অবস্থায় ও নিরবকে নিজের জীবনের সাথে আটকে রাখতে চায় না,,, নিরব নিশির মা, ভাই, বোনের দ্বায়িত্ব নিতে চায় কিন্তুু নিশি কারো ওপর বোঝা হতে চায় না,,, তাই নিরবকে নিজের জীবন থেকে সরিয়ে দেয়, যাতে নিরব বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারে,, নিরবকে নিশি কিছুতেই ওকে নিজের থেকে আলাদা করতে পারতো না, তাই আজ নিশি এমন ভাবে কথা বলে নিরবকে নিজের কাছ থেকে সরিয়ে দেয়,,,,
,
নিশি বাসায় আসে ,,,,
,
নিশির মা:::; কি রে মা কোথায় ছিলি?
,
নিশি::: না মা কাজ ছিলো,,, খেয়েছো তোমরা? ওরা কোথায়?
,
নিশির মা::: ওরা খেয়ে ঘুমিয়েছে,,, আমি তোর জন্য বসে আছি,,,
,
নিশি::: মা আজ আমি খেয়ে এসেছি,, যেখানে পরাই ্ওদের বাসায়,( মিথ্যা কথা), তুমি খেয়ে নাও না,,, আমি ঘরে গেলাম,,,
,
নিশির মা:::: তোর কি কিছু হয়েছে? চোখ ফুলে গেছে,,, আমার কাছ থেকে কিচ্ছু লুকাচ্ছিস?
,
নিশি::: কি যে বলো মা, আমার কি হবে,,, এলাজর্জি হয়েছে,,,
,
নিশির মা:::: শোন না,, বলছিলাম ঘরের চাল তো বারন্ত,,, কি করি বলতো,,, আর পাশের বাসার ভাবি বলছিলো ওদের বাসায় টুকিটাকি কাজ করতে,, আমি যদি,,,
,
নিশি:::: আমি এখনও মরে যাই নাই মা যে তোমাকে অন্যের বাসায় কাজ করতে হবে,,, টিউশনি করাচ্ছি,, আর চাকরিও খুজছি,, খুব তারাতারি আমি কিছু একটা করবো,, আর কোনো কথা বলবা না,,, আমি থাকতে তোমাদের কোনো কষ্ট হতে দিবো না,, আমার ওপর একটু বিশ্বাস রাখো,, আমি সব ঠিক করে দিবো,,,,,,
,
নিশি রুমে গিয়ে দরজা আটকিয়ে বালিশে মুখ গুজে চিৎকার করে কাদতে থাকে,,, ওর মাথার ওপর ছাদ ও নাই আর ওর পা এর নিচের মাটি টাও আজ নিজের হাতে সরিয়ে দিয়ে আসলো,,, আকরে ধরে বাচার মতো আর কিছুই নাই ওর,,, অনেক দ্বায়িত্ব ওর,,, পরিবারটাকে বাচাতে হবে ওর।, অনেক কষ্ট করতে ওর,, অনেক কষ্ট,, যেভাবেই হোক,,,,,
,
রাতে সবাই ঘুমানোর পরে নিশি বাসা থেকে বের হয়ে যায় ,,, নিজের গলার চেইনটা বিক্রি করে চাল,ডাল কিনে এনে রাখে,,, নিশি খুব সকালে উঠে টিউশনি পরাতে বের হয়ে যায়,,, কারন নিশি হেটে পরাতে যায়,,, তাই সময় বেশি লাগে,,,,, সারাদিন না খেয়ে টিউশনি পরিয়ে আর চাকরি খুজে নিশি ক্লান্ত হয়ে যায়,, বিকালে বাসায় এসে সাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দেবার সাথে সাথেই ঘুমে তলিয়ে যায়,,,, রাতে ওর ঘুম ভাঙে ফোনের টোনে,,, নিশি ঘুম ঘুম চোখে ফোন টা নিয়ে দেখে নিরবের ফোন,, নিরবের ফোন দেখে নিশি চট করে উঠে বসে,,, নিজেকে সামলিয়ে ফোন টা রিসিভ করে,,,
,
নিশি;::: হ্যালো কে বলছেন?
,
নিরব:::: ওহ্ নাম্বার টাও ভুলে গেছো? ভালো খুব ভালো,,,
,
নিশি:;: ওহ্ তুমি? আবার কেনো ফোন করেছো?
,
নিরব::: লাস্ট বারের মতো,, আর কখনও তোমাকে বিরক্ত করবো না , একটু বাসার সামনে আসতে পারবে?
,
নিশি::: কেনো?
,
নিরব::: ভয় পেওনা,, বেশি সময় নেবনা তোমার,,,,
,
নিশি::: আসছি,,,
,
নিশি ফোন টা রেখে বাহিরে গিয়ে দেখে নিরব মলিন মুখে দাড়িয়ে আছে,, নিরবকে ওই ভাবে দেখেই নিশির বুকের মধ্যে কেপে উঠে,,,, তাও নিজেকে সামলিয়ে নিরবের সামনে এসে দাড়ায়,,,,
,
নিরব একটা কার্ড এগিয়ে দেয় নিশির দিকে,,,,
,
নিশি::: এটা কি??
,
,
নিরব::: আমার বিয়ের কার্ড,, দুদিন পরে আমার বিয়ে,,,
,
নিরবের কথা শুনে নিশির দুনিয়াটা ওর মাথায় ভেঙে পরে,,, নিজেকে সামলাতে বেশ কষ্ট হয় নিশির,,, নিশির পা কেপে উঠে,,,, নিশি পরে যেতে নিলে নিরব নিশিকে জরিয়ে ধরে,,,,
,
নিরব:::: এমন কেনো করছো নিশু,, একবার বলো তুমি আমাকে ছারা থাকতে পারবে না,, আমি শুধু তোমাকে ভালোবাসি নিশু শুধু তোমাকে,,,, আমায় একবার বলো তুমি কেনো এমন করছো? আমি কথা দিচ্ছি সব ঠিক করে দিবো আমি,,, নিশু আমাকে ছেরে দিওনা নিশু প্লিজ বড্ড ভালোবাসি আমি তোমাকে,,,,
,
নিশি::: con….. con…congra,,,
,
নিরব;;;; congratulations নিশি congratulations ,,,,,
,
continue