নিশি পর্ব: 21+22+23+24+25

0
1819

নিশি
লেখিকা : অন্না
পর্ব: 21+22+23+24+25
পর্ব:২১
,
,
নিশি কিছু বলতে যাবে তার আগেই নিশি পরে যায়,,, রাজু নিশিকে তুলতে গেলেই নিরব দৌড়ে এসে নিশিকে তুলতে লাগে,,,
,
রাজু;::: স্যার থাকনা,, আপনার ব্যস্ত হতে হবে না,, আমি ওকে নিজে যাচ্ছি,,,,
,
নিরব:::: বউ ও আমার,,, ওর থেকে দুরে থাকো,,,,,,
,
রাজু ‘::: আর ইউ ক্রেজি স্যার??
,
নিরব :::::: তোমার সাথে কাল কথা হবে,,,,
,
নিরব নিশিকে তুলে গাড়িতে নিয়ে বেরিয়ে যায়,,,
,
,
,
নিশি চোখখুলে নিজেকে নিজের বিছানায় দেখতে পেলো,, নিশি তাকিয়ে দেখে নিরব ফ্লোরে লেপ্টে বসে আছে,,,নিশি তাকিয়ে দেখে নিরব হাতে কোনো কাগজ নিয়ে দেখছে,,, নিশি শুয়ে থেকে বুঝতে পারলো না কাগজ টা কিসের,,,, ,, নিশি আস্তে করে উঠে নিরবের পাশে গিয়ে দাড়ায়,,, নিরবের পাশে দাড়িয়ে নিরবের হাতের কাগজ টা দেখেই নিশির মাথায় আকাশ ভেঙে পরে,,নিশি ধপ করে নিরবের সামনে বসে পরে,,,,
,
নিশি:::: এটা তুমি কোথায়,,,,,,,,
,
নিরব নিশিকে টেনে বুকের মধ্যে জরীয়ে নিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে,,আজ নিশি ও নিজেকে আটকাতে পারলোনা,, নিরবকে জরীয়ে ধরে কান্না করে শুরু করে দেয়,,,, নিশির মা দৌড়ে এসে ওদের দেখে দরজার পাশে ধপ করে বসে উনিও কাদতে শুরু করে,,,,,
,
,
,
নিরব:::; আমি এটা মানি না,, মানি না এই রিপোর্ট,, সব মিথ্যা বলো সব মিথ্যা,,,, আমাকে এতো বড় শাস্তি তুমি দিতে পারো না,,, এই অধিকার নেই তোমার,,,,
,
নিশি:::::…..
,
নিরব ;;;::: কথা বলছোনা কেনো তুমি,, চুপ করে আছো কেনো,,,,এই নিশু ,,, নিশু,,বলোনা সব মিথ্যা,,,,বলোনা এই রিপোর্ট মিথ্যে,,,,বলোনা নিশু,,,,,প্লিজ বলোনা,,,, তুমি এসব আমার সাথে মজা করার জন্য করছো,,,বলোনা নিশু,,, তোমার পায়ে পরি বলোনা,,,, তুমি আমার কাছে সারাজীবন থাকবে বলো তাইনা??? কথা বলছোনা কেনো ড্যামেট কথা বলো,,,,
,
নিশির মা আর বসে থাকতে পারলো না দৌড়ে বেরিয়ে এলো,,,,
,
নিশি নিরবকে আরো শক্ত করে জরীয়ে ধরে জোরো জোরে কাদতে থাকে,,,,
,
নিশি::::: সব সত্তি নিরব সব সত্তি,,,,আমি আর বেশি দিন বাচবো না,, আমি আর বাচবো না,,,,,
,
নিরব:::::: না বিশ্বাস করিনা আমি,,সব মিথ্যা,,,সব মিথ্যা,,, মিথ্যা বলছো তুমি,,,, আমি মানি না এই রিপোর্ট,,, আমি মানি না,,,,
,
নিশি::::: মানতে হবে নিরব,,,, মানতে হবে,, এটা কোনো গেম নয়,, জীবন,,,আর জীবনের চরম সত্তি টা তোমাকে মেনে নিতেই হবে,,,
,
নিরব:::: একদম বোঝাতে আসবে না আমায়,,, চলো আমার সাথে,,,,
,
নিশি:::: কোথায়?
,
নিরব:::: ডাক্তারের কাছে,,,,আমি আছিতো,,,সব ঠিক করে দিবো,,,,তোমার কিচ্ছু হবে না,,,
,
নিশির নিরবের হাত টা ছারিয়ে নেয়,,,,
,
নিশি:::: এখন আর কিচ্ছু সম্ভব নয়,,
,
নিরব:::::: তুমি কেনো আমার সাথে এমন করছো নিশু কেনো? তুমি আগে কেনো একথা বলোনি,,,তুমি জানো না আমি তোমাকে ছারা বেচে থাকতে পারবো না,, তার পরেও তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো,,,,,কেনো,,,,,
,
নিশি:::::: নিরব তুমি এটা বলতে পারলে?
,
নিরব::::: কেনো বলবোনা হ্যা কেনো বলবোনা??? এই মেয়ে তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি,,,, আমার ভালোবাসার ওপর বিশ্বাস নেই তোমার,,, আমাকে কেনো এভাবে মেরে ফেললে তুমি কেনো,,,,, আমি তোমাকে ছারা থাকতে পারবো না,,,, আল্লাহ্ আমার সাথে এটা করতে পারে না,,,, আমি তোমার কিচ্ছু হতে দিব না,,,, আমি যে কোনো মূল্যে তোমায় সুস্থ করে তুলবো,,,
,
নিশি:::: পাগলামো করছো কেনো,,,, একদম পাগলামো করো না, আমার দিকে তাকিয়ে দেখো,একবার তাকাও,,,দেখো আমি একদম ঠিক আছি,,,আগের মতই,,,,
,
নিরব :’:::আমি এরকম কিচ্ছু চাই না,, আমার শুধু তোমাকে চাই,,শুধু তোমাকে,আমি কিচ্ছু জানিনা, কিচ্ছু বুঝিনা,,, আমি এটা হতে দিবো না,,, আমি ভালোবাসি তোমাকে নিশু,,,, ভালোবাসি,,,,,
,
নিশি’:::: চুপ অনেক হয়েছে,,,, আর একটা কথাও না,,, এসো আমার কাছে,,,,,
,
নিরব:::: আমি কি এমন দোষ করেছি আল্লাহর কাছে, তিনি কেনো আমায় এতো বড় শাস্তি দিচ্ছেন,,,,,, এটা কেনো হলো কেনো??
,
নিশি গিয়ে নিরবকে টেনে বুকের সাথে জরীয়ে নেয়,,,
,
নিশি:::: এই ছেলে তোমাকে বলছিনা চুপ করো,, আবার চুপ করো,,,, নিরব,,,, চুপ করতে বলেছি আমি,,,
,
নিরব কিছুতেই রিল্যাক্স হচ্ছিলো না,,, নিশি নিরবকে টেনে নিরবের ঠোটে নিজের ঠোট ডুবিয়ে দেয়,,,, নিরব নিশিকে খামচে নিজের টানে জরীয়ে নেয়,,,,,,
,
নিশি:::: আমার কসম লাগে প্লিজ তুমি এমন করো না, তুমি ভেঙে পরলে আমি নিজেকে কি করে সামলাবো বলো তো ,,,, আল্লাহ্ যা করে ভালোর জন্য করে,,, এতে সবার ভালো হবে দেখো,,,,
,
নিরব::: চুপ কোনো শান্তনা দিতে আসবা না আমায়,,,তুমি চাইলে এমনটা হতো টা,,,সব অন্য রকম হতো,,তুমি কেনো আমাকে বলো নি নিশু আমি কি এতটাই পর তোমার কাছে???
,
নিশি:::: আমি কারো কাছ থেকে দয়া নিতে চাই নি নিরব,,, আর আমি তোমার সাথে যেটা করেছি তার পরে তোমার সামনে দাড়ানোর মুখ আমার কাছে ছিলো না,,,,
,
নিরব::: কি বললে তুমি???? দয়া???/ তুমি আমার কাছে দয়ার পাত্রী,,,,, আর ইউ ক্রেজি নিশু???
,
নিশি:::: আমার ভালো লাগছে না,,প্লিজ এই টপিকটা বাদ দাও,
,
নিরব:::: কিহ, কি হয়েছে বলো,,,,কোথায় খারাপ লাগছে,, কোথায় কষ্ট হচ্ছে,,,,,, চলো ডাক্তারের কাছে,,,না আমি ফোন দিচ্ছি,,,,
,
নিশি:::: তোমার বুকে মাথা রেখে আমায় ঘুমুতে দিবে নিরব?? আমার খুব ঘুম পাচ্ছে,,,, প্লিজ
,
নিরব নিশির কথাতে চুপ মেরে যায়,,,চোখ বেয়ে নিরবে পানি পরে যাচ্ছে,,, নিরব নিজেকে সামলে নেয়,,,, একপায়ে দুপায়ে নিশির কাছে গিয়ে নিশির হাটুতে মাথা রেখে ফ্লোরে বসে পরে,,
,
নিশি:::: একটা কথা রাখবে?
,
নিরব :::: না,,,,
,
নিশি*::: প্লিজ
,
নিরব:::: আমি তোমাকে ছেরে থাকতে পারবো না নিশু,, প্লিজ আমাকে রেখে কোথাও যেও না ,, তুমি তো জানো তোমার নিরব তোমায় ছারা কতটা একা,,, আমি কি করে বেচে থাকবো বলো,,,প্লিজ নিশু আমায় একা করে দিও না,,,
,
নিশি::’: আমাে জীবন থাকতে তোমায় ছেরে কোথাও যাবো না,,,কথা দিলাম
,
নিরব :::: তোমার কিছু হলে আমি মরে যাবো , , আল্লাহ্ আমাকে যেনো তুলে নেয় তবুও তোমাকে,,
,
নিশি:::: আর একটা কথা বললে এমন জায়গায় চলে যাবো আর কখনও খুজে পাবে না বলে দিচ্ছি
,
নিরব:::: তুমি এতো নিষ্ঠুর কেনো নিশু,, তুমি কি করে আছো এভাবে চুপ করে থাকতে,,,,
,
নিশি::::: আমি ভালো বাসি তোমাকে নিরব,,,
,
নিরব কিছু বললোনা নিশিকে আলতো করে জরীয়ে ধরলো,,,,
নিশি
পর্ব:২২
writer: অন্না
,
,
,
,
,নিশি::::: আমি ভালো বাসি তোমাকে নিরব,,,
,
নিরব কিছু বললোনা নিশিকে আলতো করে জরীয়ে ধরলো,,,,
,
,
,
সকালে নিশি ঘুম থেকে উঠে নিরবকে দেখতে পায় না,,, নিশি উঠে সাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হতে থাকে,,,, আজ নিশি একটা সবুজ পাড়ের শাড়ি পরে, চোখে গাড় কাজল, ঠোটে হালকা লিপস্টিক,আর কপালে একটা ছোট্ট সবুজ টিপ পরে নেয়,,,,
,
নিশির মা;::: কি রে উঠে পরেছিস??? খেয়ে নিবি আয়,,,
,
নিশি;::: মা আসলে আমি আজ নিরবের সাথে নাস্তা করবো,,,
,
নিশির মা:::: আচ্ছা ঠিক আছে, ,,,
,
নিশি::: হুম
,
নিশির মা:::: ইয়ে একটা কথা,,
,
নিশি::::: তুমি যেটা বলছো সেটা সম্ভব নয় মা,,,,
,
নিশির মা:::: কিন্তু,,,,
,
নিশি:::: আমি এই কদিন এর জন্য নিরবের হাত ধরতে পারবো না মা,,,,আমি ওকে ভালোবাসি মা,,কিন্তু ওে জীবন নষ্ট করার কেনো অধিকার আমার নেই মা,,,,,,,
,
নিশির মা:::: নিরব যদি চায়,,,
,
নিশি:::: তবুও না,,,,
,
নিশির মা:::: তুই
,
নিশি বের হয়ে আসে কোনো কথা শোনে না,,নিশি চায় না আর কোনো সমস্যার সৃষ্টি করতে,,, ও চায় জীবনের বাকি দিন গুলো এভাবে থাকতে,,, কদিন এর জন্য নিরবের জীবনে গিয়ে ওর দুনিয়াটা উলট পালট করে দিতে,,, নিরব এখন যে কষ্টে আছে সেটা সেই কষ্টের তুলনায় কম,,, নিশি চায় না নিরবকে সে কষ্ট দিতে,,, কিন্তু নিশি এটা বুঝতেছে না ওর এই ভাবনাটা একদমই ভুল,নিরব নিশির ভালোবাসা চায়,নিশিকে পাশে চায়,,,নিশির সব কষ্ট ভাগ করে নিতে চায়,,কিন্তুু নিশি তার কষ্টের ভাগ কাউকে দিতে রাজি নয়,,,,,কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রাখতে নিশির কোনো সমস্যা হয় না,কারন কষ্ট কিভাবে লুকিয়ে সবার সাথে হাসিমুখে কথা বলতে হয় নিশি তা খুব ভালো করেই জানে,,,,
,
নিশি বাসা থেকে বের হয়েই থেমে যায়,,, কারন নিশি একটা বড় ফুলের তোরার সামনে দাড়িয়ে আছে,,,, লাল টকটকে গোলাপ দিয়ে পুরো তোরাটা সাজানো,,,নিশির না চাইতেও এগিয়ে গিয়ে ফুলের তোরাটা জরীয়ে ধরে,,,হঠাৎ কিছু মনে হতেই নিশি তোরা ছেরে দুপা পিছিয়ে এসে দাড়ায়,,, নিশি খেয়াল করে দেখলো তোরাতে ছোট্ট একটা চিরকুট,,,, নিশি চিরকুট টা হাতে নিয়ে পরে,,,,
,
নিশি::::my love.,, just for you sweetheart, i love you,,,,,,,,,,,
,
এত্ত বড় সাহস আমায় আবার এই সব পাঠাতে শুরু করেছে,,,, আজ তোর কপালে দুঃখ আছে i love you my foot,,, ,,,,
,
নিশি হনহন করে বেরিয়ে পরে,,,, নিশি সেই হোটেল এ যায় যেখানে সেদিন ওই লোকটার সাথে কথা বলেছিলো,,,, আশ্চর্য হলো আজকেও নিশি যাবার সাথে সাথেই একটা মেয়ে নিশিকে সেই জায়গায় সমাদরে নিয়ে যায়,,,, নিশি আজ ও দেখে সেই লোকটি পিছে ফিরে দাড়িয়ে আছে,,,,,
,
লোকটি:::: আমি জানতাম তুমি আসবে,,,,,মাই লাভ
,
নিশি::: মাই লাভ এর,,,,,,,, আপনাকে বারন করেছিলাম না আমাকে এভাবে বিরক্ত করবেন না,,,,
,
লোকটি:::’ চাইলেই কি আর তোমাকে ছারতে পারি বলো,,, আমি যে তোমাকে ভালোবাসি,,,
,
নিশি:::: আল্লাহ্ বাচা্ও আমায়,,,,,এ কে রে আপনি,,,,
,
লোকটি;;;;; এটা কি রকম কথার ছিরি নিশি,,,,তোমার মিষ্টি মুখে এ ধরনের কথা মানায় না তো,,,
,
নিশি:: আমার মুখে আরো মিষ্টি মিষ্টি কথা আছে বলবো???
,
লোকটি::: আমি সারাজীবন তোমার এই মিষ্টি কথা শুনতে রাজি আছি,,,,আমার সুইটহার্ট
,
নিশি:::: কে ভাই আপনি??সারাজীবন আমার কথা শুনবেন??
,
লোকটি;::: আরেহ্ ভাই বলছো কেনো হ্যা,,,,আমি তোমার কোন জন্মের ভাই লাগি হ্যা,,,,
,
নিশি:::: বাজে কথা রাখেন আপনার,,সকাল সকাল আমান মুড টাই নষ্ট করে দিছেন,,,, সাহস কি করে হয় আমাকে আবার ফুল পাঠানোর???
,
লোকটি:::: যারা ভালোবাসে তাদের সাহস সব সময় থাকে,,,,। জানু
,
নিশি:::: আপনি কি চাইছেন হ্যা?
,
লোকটি:;: তোমাকে
,
নিশি:::: মানে,,
,
লোকটি::;; মানে আমি তোমাকে বিয়ে করতে চাই,,,
,
নিশি:::: হা হা হা হা আর ইউ ক্রেজি মি,,,,,,,
,
লোকটি’:::: নো আই এম ইন লাভ উইথ ইউ,,,
,
নিশি:::: আমি বিবাহিত,,,,
,
লোকটি;;;:; তো,,,
,
নিশি’::: তো মানে,,,বুঝেন নি আমি বিবাহিত,,,,,
,
লোকটি’::: ফর হোয়াট? তুমি তো আর সংসার করছো না তাি না?
,
নিশি::::: আপনাকে কে বললো এসব কথা,?
,
লোকটি:::: যাকে ভালোবাসি তার সম্পর্কে জানবো না তা কি হয় বলো নিশু,,,,,
,
নিশি:::: আপনি কি,,,,,( মনে মনে,,,,, এক মিনিট,,,উনি কি বললো নিশু,,,,, এটা তো াআমায় নিরব ছারা কেউ বলে না,,,, আচ্ছা তাহলে তুমি সেই যে আমাকে এতো দিন ধরে গিফ্ট,ফুল পাঠাতে , ,,, আবার আমাকে এভাবে হ্যানস্থা করছো,,, আচ্ছা ঠিক আছে তোমার জালে তোমাকেই ফাসিয়ে দিচ্ছি,,,)))
,
লোকটি:::: আমি কি নিশি,,,,,,
,
নিশি:::: আমার হার্ট
,
লোকটি:::: কি বললে তুমি???
,
নিশি:::: আমার হার্ট তুমি জানু,,,,
,
,
লোকটি:::: কিহ্,,,, কি বলছো তুমি এসব??
,
নিশি::: পাগল তো আমি এতেদিন ছিলাম সোনা,,, তুমি কোথায় ছিলে এতোদিন। ,,,, এত কাছে থেকে তোমায় আমি চিনতে পারি নি,,,হায় খোদা এই পাপ আমি কোথায় রাখবো,,,, তুমি কি ভাগ নিবে??
,
লোকটি;::: ফাজলামো হচ্ছে আমার সাথে? হ্যা কি বলছো,,, আসলে আমি তো,,,
,
নিশি:::: তোমার আর কিচ্ছু বলতে হবে না জান,,,,,,
,
লোকটি::: হোয়াট,,,,,,জান,,,,,,
,
নিশি:::: জানু চলো আজকেই আমরা বিয়ে করে ফেলি,,,,
,
লোকটি:::: বিয়ে???নিশি তুমি কি করে আমায় বিয়ে করতে পারো তুমি তো বিবাহিত,,,
,
নিশি:’: তুমি তো বললে এতে তোমার কোনো অসুবিধে নাই,,,তোমার সমস্যা না থাকলে আমার সমস্যা কি করে হবে,,, তুমি সামনে ঘুরছো না কেনো জানু,,,আমার দিকে তাকাও,,,
,
লোকটি;::: কি বলছো,, আমি বলেছি তাই তুমি মেনে নিবে??
,
নিশি;:::: ভালোবাসার মানুষের কথা কেউ না রেখে পারে বলো ডার্লিং,,,,
,
লোকটি:::: তুমি,,,,,,
,
নিশি:::: ভালোবাসি গো,,,, এসো আমায় জরীয়ে ধরো জানু,,,,
,
কথাটা বলেই নিশি লোকটিকে পিছে থেকেই জরীয়ে ধরে,,,,
,
সাথে সাথেই লোকটি নিশিকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সামনে ঘুরে দাড়ায়,,, নিশি লোকটির দিকে এক নজর তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ভয় পাবার ভান করে,,,,,
কারন লোকটি আর কেউ নয় নিরব,, নিরব রাগি লুকে নিশির দিকে তাকিয়ে আছে,,,
,
নিশি:::: ইয়া আল্লাহ্ নিরব,,, তুমি???? তার মানে তুমি??
,
নিরব:::: কি হচ্ছিলো এসব হ্যা,,, কি হচ্ছিলো,,,,
,
নিশি:::: আমি তো জানতাম না তুমি,,,
,
নিরব:::: সাহস কি করে হয় অন্য কাউকে জানু,সোনা,, আর কি যেনো সুইটহার্ট,,,,হার্ট এসব বলার,,,,, আবার জরীয়েও ধরেছো,,,,, খুব সখ অন্য কাউকে বিয়ে করার,,,,,
,
নিশি:::: হুম গো খুব সখ,,,,
,
নিরব:::: নিশু তুমি কিন্তু আজ আমাকে খুব রাগিয়ে দিয়েছো হ্যা,, আমি এসব একদমই আশা করিনি,,,তুমি আমার সাথে এরকম করবে ভাবতেও পারিনি,,,,
,
নিশি::::: হুম গো জানু আমি ও ভাবতে পারিনি ,, আমাকে অচেনা একটা মানুষ নিশু,,, বলে ডাকবে,,,,
,
নিরব এ কথা শুনে একটা লজ্জার হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নেয়,,,,
,
নিশি::: এতটা ভালো কাউকে কেউ কি করো বাসতে পারে নিরব,,,,, তোমার সাথে আমি যেটা করেছিলাম তার পরেও তুমি গোপনে আমার সাথে ছিলে,,,, আমাকে ভুলে যাও নি,, আর এই তোমাকে আমি অন্য কাউকে নিয়ে সন্দেহ করেছি,,,,,,,,,,,,,,,,,
,
নিরব:::::এত্ত গুলা সরি নিশু,,আমার ইন্টেনশন তোমাকে কষ্ট দেবার জন্য ছিলো না নিশু,,,
,
নিশি:::: কষ্ট কিসের,,, আমার মত ভাগ্য কটা মেয়ের আছে বলো তো,,, নিঃস্বার্থে ভালোবাসে যাচ্ছো তুমি এতোটা দিন ধরে,,,, এতোটা কাছে ছিলে তুমি তবুও তোমাকে আমি চিনতে পারি নাই,,,,,আমি তোমার ভালোবাসা পাবার যোগ্য নই নিরব।,,,
,
নিরব:::: ধ্যাত,,, কি হচ্ছে এসব হ্যা,, কি কথা এসব,,,,, আমি এত্তদিন ধরে যে কাজটা করে তোমাকে সারপ্রাইজ দিতে চাইলাম আর তুমি সব নষ্ট করে দিলে,,,,,,তোমার সাথে কথা নাই যাও,,,,
,
নিশি:::: আরে,,,, সুইটহার্ট কই যাও?
পর্ব:২৩
,
নিরব:::: ধ্যাত,,, কি হচ্ছে এসব হ্যা,, কি কথা এসব,,,,, আমি এত্তদিন ধরে যে কাজটা করে তোমাকে সারপ্রাইজ দিতে চাইলাম আর তুমি সব নষ্ট করে দিলে,,,,,,তোমার সাথে কথা নাই যাও,,,,
,
নিশি:::: আরে,,,, সুইটহার্ট কই যাও??
,
নিরব:::: নিশু,,,,,
,
নিশি:::: আচ্ছা হয়েছে,,,, চলেন এবার
,
নিরব::: কই?
,
নিশি:::: ক্ষুদা লাগছে,,,
,
নিরব::: আরে আগে বলবেনা???
,
নিশি:::: তোমার কি হয়েছিলো নিরব??
,
নিরব::: কবে?
,
নিশি:::: হসপিটালে এডমিট ছিলে কেনো?
,
নিরব ::: মানে ছিলাম কিন্তু আমি না ,,,, আম্মু অসুস্থ,,
,
নিশি::: কিহ্,, কি হয়েছে আন্টির? , তুমি আমায় বলোনি কেনো?
,
নিরব::::.পরে বলবো,,আর বললে কি করতে?
,
নিশি:;:: এটা কি ধরনের কথা?
,
নিরব :::: কেনো ভুল কিছু বলেছি???,,তুমি তো আর আমার বাসায় যাবে না,,, আর তোমাকে তো ফোর্স ও করবো না তাই না?কারন তুমি চাও না,,,
,
নিরবের কথা শোনার সাথে সাথেই নিশির মুখটা শুকিয়ে যায়, নিরব এটা খেয়াল করে,
,
নিরব::: হয়েছে আর মন খারাপ করতে হবে না,,, চলো আগে পেট ঠান্ডা করে নেই,,,
,
নিরব নিশিকে নিয়ে গিয়ে নাস্তা করে নেয়,,
,
নিশি:::অফিসে যাবে না?
,
নিরব::: কেনো আমার সাথে থাকতে খুব খারাপ লাগছে?
,
নিশি:::,,,,,
,
নিরব ::::: আচ্ছা এতোটা খারাপ লাগছে যখন চলো,,
,
নিশি নিরবের হাত টেনে ধরে,,,নিরব বসে পরে
,
নিশি::: তুমি আমার থেকে দুরে সরে যাও নিরব,,,
,
নিরব’::::: কি বললে তুমি?
,
নিশি:::: এভাবে আর কতো কষ্ট পেতে চাও তুমি?
,
নিরব:::: ভালোবেসে তুমি আমাকে যা দিবে আমি হাসিমুখে তা গ্রহন করবো নিশু,,,,,,,
,
নিশি কিছু না বলে উঠে হাটা শুরু করলো,,,,,নিরবও নিশির পিছে হাটতে শুরু করলো
,
নিরব::::এভাবে কতদিন তোমার পিছু হাটলে তুমি আমার হবে?
,
নিশি:::: আমার পিছু ছেরে দাও নিরব,,,
,
নিরব :::: তাহলে তো আমায় মরতে হবে,,,
,
নিশি:”’ ঠাস করে একটা থাপ্পর মেরে দিবো,,,
,
নিরব :::: এতো মিষ্টি করে কেউ বকা দিতে পারে জানা ছিলো না,,
,
নিশি:::: আমি মজা করছি না নিরব,তুমি সব কিছুই জানো তার পরেও,,,
,
নিরব :::: আজ আমার যদি হতো ব্রেইন টিউমার,, আমার ও বাচার কোনো আশঙ্খা না থাকতো,,, আমি ও যদি তোমার মতো নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে চাইতাম,, তাহলে কি আমাকে তুমি ছেরে চলে যেতে?
,
নিশি:::: আল্লাহ্ না করুক এমনটা কখনও, আমি থাকতে কখনও তোমার কিচ্ছু হতে দিবো না,,,
,
নিরব:::: তাই?
,
নিশি::: কোনো সন্দেহ আছে??
,
নিরব;::: আমার তো তোমাকে সন্দেহ,, তুমি সেই কি না,, ,,
,
নিশি:::: মানে?
,
নিরব:::: তুমি সেই আমার আগের নিশু না,,,সে নিশু কখনও আমাকে একটু কষ্ট দিতো না,, আর তুমি এখন আমায় কষ্টের সমুদ্রে ফেলে দিয়েছো, আমি জানি তুমি ভাবছো তুমি আমার কাছে আসলে পরে আমার কষ্ট হবে,,,,,
,
নিশি:::…….
,
নিরব:::: একটা কথা কি জানো,,, পরে যা হবার হবে , যতদিন পারো তোমার প্রতিটি নিঃশাসে আমি জরীয়ে থাকতে চাই নিশু,,,, তোমার প্রতিটি হৃদপিন্ডের শব্দ আমি শুনতে চাই,,, তোমার হতে চাই আমি নিশু প্লিজ,, আজ যদি তুমি আমায় ফিরিয়ে দাও তাহলে সত্তি বলছি আমায় আর কখনও খুজে পাবে না,,,,
মরে যাবো আমি,,,,,
,
নিশি:::: নিরব কি বাজে কথা বলছো তুমি হ্যা??
,
নিরব:::: আমি কোনো মজা করছি না নিশু,,,তুমি ভালো করেই জানো আমি সত্তি বলছি,,, আমি অনেক বার বলেছি,, ভালোবেসে বলেছি,রিকুয়েস্ট করেছি,,,,কিন্তুু তুমি আমার কথা শোনোনি,,,, তোমাকে ছারা আমার েকক মুহুর্ত থাকা অসম্ভব,,, তো যা করার আমাকেই করতে হবে ,,,, সো নিশু মাই লাভ,,,, এখন দুপুর বারোটা বাজে,,,, রাত বারোটার মধ্যে যদি তুমি আমার কাছে না আসো তো,,
,
নিশি::::: ব্যাস আর একটা কথা না,,, ব্ল্যাকমেইল করছো তুমি?
,
নিরব::: তুমি যদি ভাবো তাহলে তাই,,,
,
কথাটা বলে নিরব চলে যেতে লাগলো, একটুখানি গিয়ে আবার ফেরত আসলো নিরব,,এসে নিশির সামনে দাড়ালো,,,
,
নিরব :::: আর একটা কথা নিশু,,,,, তুমি আমার বিয়ে করা বউ,,আমি চাইলেই এই মুহুর্তেই তোমাকে আমার কাছে নিয়ে আসতে পারি,, কিন্তু আমি তা করবো না,,,,, আমি ভালোবাসি তো তোমাকে,,,
,
নিশি:::: তুমি কিন্তুু,,,,
,
নিরব:::: তারাতারি অফিসে যেতে হবে,,,ফলো মি,
,
নিশি:::: যাবোনা আমি,,,,,
,
নিরব’::: আরে আই এ্যাম ইওর বস,,, রিকুয়েস্ট করছি না,,, অর্ডার। করছি,,,,
,
নিশি;::: আল্লাহ্,,,,,,,,,,,,,
,
নিরব:::: হয়ে গেছে???
কোনো অযুহাত নয় তারাতারি চলো,,,,
,
নিশি::::: তুমি হঠাৎ হঠাৎ এমন করে পালটে যাও কেনো???
,
নিরব :::: নিশি যেমন নিরবকে তো তেমনই হতে হবে,,, তাই নয়?( আমি চাই না নিশু এই সময় তুমি এই অসুখ এর কথা সব সময় মনে করে কষ্ট পাও, আমি চাই তুমি আমাকে মনে করো সব সময়, আমার কথা ভেবে তুমি তোমার সময় কাটাও,,তুমি আমায় নিয়ে ব্যস্ত থাকো,,,,,,, আমি সব ঠিক করে দিবো,,, আছি তো আমি,তোমার মন থেকে এই ভয় দুর করে দিবো আমি,,)
,
নিশি::: এই যে? কোনো ভাবনাতে গেছেন হ্যা? গাড়িটাকি ভাবনাতে চালাচ্ছেন হ্যা?
,
নিরব:::: তুমি পাশে থাকলে আমি কি করে ড্রাইভ করি বলো,,,,আমার তো মনে হয়,,,,
,
নিশি:(ভ্রু কুচকে) কি??
,
নিরব :::: রাতে বলবো,,,
,
নিশি;::: কেনো?
,
নিরব:::বর কে কেউ এত্ত প্রশ্ন করে?
,
নিশি:::: আল্লাহ্ বাচাও আমায়,,,
,
নিরব :::: এই মেয়ে এ কথা বলছো কেনো? আমি টর্চার করছি তোমায়?
,
নিশি:::: না,,,,,, না
,
,
অফিসে এসে নিরব ওর কেবিনে চরে যায়,,আর নিশি কেবিনে ঢুকতে যাবে তার আগে রাজু এসে নিশির সামনে দাড়ায়,,,
,
রাজু:::: নিশি তোমার সাথে আমার কিছু কথা আছে,,,,
,
নিশি:::: কি বলেন,,
,
রাজু’:::: তুমি আমার কথার কোনো উত্তর দাও নি,,,
,
নিশি:”’ আসলে আমি,,,
,
রাজু::: বিবাহিত?
,
নিশি:::: আপনি জানলেন কি করে?
,
রাজু::: আমি সব জানি,আর এটাও জানি বস তোমার হাসবেন্ড,,,
,
নিশি:::: হুম
,
রাজু:::: আমি খুব ভালোকরেই বুঝতে পেরেছি তোমার আর বস এর মধ্যে রিলেশন ঠিক ঠাক নাই,,,,সো
,
নিশি:::: সো?
,
রাজু:;:: তুমি চাইলে আমার কাছে আসতে পারো,,,আমি তোমাকে গ্রহন করে নিবো,,, আমি তোমাকে অনেক ভালোবাসি,,,,
,
নিশি::: আপনার ট্রিটমেন্ট এর দরকার,,এ নিয়ে আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না,,,
,
রাজু:::: কিন্তু আমার উত্তর টা লাগবে,,,
,
নিরব:::: উত্তরটা আমি দিলে হবে মি, রাজু??
,
রাজু:::: স্যার আপনি,,,
,
নিরব:::: আর একটা কথা বললে আস্ত ফিরে যেতে পারবে না,,,,
,
নিশি:::: নিরব তুমি,,,
,
নিরব:::: আমার কেবিনে যাও,,,
,
নিশি::: কিন্তুু,,
,
নিরব :::: এক্ষুনি,,,,
,
নিশি চলে আসলো,,,
,
নিরব:::: এক মিনিট এখানে দাড়িয়ে থাকো,,
,
নিরব চলে আসলো,,তারপর একটা কাগজ নিয়ে রাজুর হাতে ধরিয়ে দিলো,
,
রাজু:::: এটা কি স্যার
,
নিরব”’:::: রেজিগনেটার লেটার,,, দেখো লেখা আছে তো,,
,
রাজু:::: সরি স্যার আমাকে,,
,
নিরব :::: একটা কথা না,,,আমি কাল তোমাকে বলেছি নিশি আমার ওয়াইফ,তার পরেও তোমার সাহস কি করে হয় ওকে এই রকম প্রপোজাল দেবার,,,,
,
রাজু:::: সরি স্যার আমার ভুল হয়ে গেছে,,,
,
নিরব:::: শোনো রাজু আমার মাথাটা খুব গরম আছে,, চুপচাপ চলে যাও,,,আমাকে আর রাগিও না,,তোমার ক্ষতি হবে,,,, যাস্ট গো,,,
,
কথাটা বলেই নিরব ওর কেবিনে চলে আসে,,,নিরব আসার সাথে সাথে নিশি বের হয়ে যেতে গেলো,,
,
নিরব:::: তোমাকে যেতে বলেছি আমি?
,
নিশি::: না,,,মানে
,
নিরব::: আমার মাথা এমনি গরম আছে,, চুপচাপ এখানে বসে থাকো,,,
,
নিশি চুপ করে নিরবের সামনে বসে পরে,,,
,
নিরব প্রচুর রেগে আছে,,,নিশি কিছু বলার সাহস পাচ্ছে না,
,
নিশি::::: নিরব,,,,
,
নিরব’::: একটা কথাও বলবেনা তুমি,,,
,
নিশি::” আমি কি করলাম?
,
নিরব:::: আজ যা হলো সব তোমার জন্য হলো,,,আজ যদি তুমি আমার কাছে থাকতে তাহলে কেউ আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতো না,,,,,, আজ পর্যন্ত কেউ জানলো না আমি তোমার বর,,, সবাই তো কুনজরে দেখবেই তোমায়,,,,,,, বাজে প্রস্তাব দিবেই,,,,
,
নিশি:::’ আল্লাহর দুনিয়াতে যা কিছু হবে সব দোষ তো আমার,,,
,
নিরব :::: হ্যা তোমারই তো,,,
,
নিশি:::: উফ্
,
নিরব::: যাচ্ছো যাও,,,আমার কথাটা মনো রেখো কিন্তুু,,,,,
,
নিশি:::: কোন কথা,?
,
নিরব:::: ২ টো বাজে,,,,
,
নিশি:::* আল্লাহ্
,
নিরব:::: যাবার সময় শুভ কে আমার কাছে পাঠিয়ে দিও,,,
,
নিশি ভ্রু কুচকে নিরবের দিকে তাকিয়ে বের হয়ে শুভর কাছে চলে আসে,,,
,
শুভ:::: কি ব্যাপর চাঁদ আজকে নিজে পায়ে হেটে আমার কাছে চলে আসলো,,,
,
নিশি:::: থাক হয়েছে,,,,আর নয়,,, আপনার ভাই ডাকছে আপনাকে,,,,
,
শুভ:::: ভাই নাকি স্যার,,,,???
,
নিশি::: উফ্ আমি ক্লান্ত হয়ে গেছি,,,আর ভালো লাগছে না,,,,
,
শুভ:::: তাই??? তাহলে চলো আমার বাসায়,,,আজ লিজা আসবে আমাদের বাসায়,,,রাতে থাকবে ভাই এর সাথে,,,,
,
নিশু;:: ওর সাথে থাকবে মানে?
,
শুভ:::: আরে বাজে ভেবো না,,,,থাকবে মানে থাকবে,,,বিয়ে ঠিক হয়ে আছে বুঝনা,,,,ভাবি,,
,,
,
নিশি:::: ও কি করে এসব করতে পারে,,,,,
,
শুভ:::::: কেনো করতে পারে না?
,
নিশি:::আপনি জানেন না আপনার ভাই আর আমার।,,,,,,
,
শুভ:::: হুম আমার ভাই আর তোমার??
,
নিশি::: কিচ্ছু না,
,
,বলেই নিশি হনহন করে চলে আসলো,,,,,এসে নিজের কেবিনে বসে পরে ,,,,
,
নিশি’:::: কি ভাবে কি নিজেকে হ্যা,, আমায় ছারা নাকি বাচবে না আবার অন্য মেয়ের সাথে সময় কাটানোর প্ল্যান হচ্ছে,,,,,থাক তুই ওকে নিয়ে যাবোনা আমি,,,,, হুহ্
,
,
শুভ:::: ভাই আমি আগুন লাগিয়ে দিয়েছি,,,
,
নিরব :::: ভালো করেছেন,,, আপনার মতো ভাই থাকতে আমার শত্রুর কোনো দরকার আছে বলেন,,,
,
শুভ:::: এমন করে বলিস না,,,মেয়েরাতো তার স্বামীকে নিয়ে সেন্সিটিভ থাকেই,,,, আমি তো একটু মজা করার জন্য,,,,
,
নিরব:: ভালো কথা,,তাই বলে আমার ক্যারেকটার লুস করে দিবি,,,কি বলেছিলি ওরে,, আমি ইরার সাথে ১০ দিন এর জন্য বাহিরে আছি,,,মাথা খারাপ তোর?
,
শুভ::::: ওমা এদেখি,,,, যার জন্য করি চুরি সেই বলে চোর,,,দেখ ভাই,,,তোর বউ সোজা রাস্তার মেয়ে নয় তুই বলেছিলি,,,ওকে ওর স্টাইলে বোঝাচ্ছি,,,,,আর দেখ না আজ কি করে ও,,,,,
,
নিরব :::: মানে,,,,
,
শুভ:::: রাতে দেখিস,,, তুই শুধু একটা কাজ কর,,,,,,
,
,
,
,
নিরব :::: নিশিকে পাঠিয়ে দে,,,
,
শুভ:::: অল দা বেস্ট ভাই,,,
,
নিরব::: দুর হ্
,
শুভ:::: আচ্ছা,,,,, দেখা যাবে,,,,
,
,
,
নিশি”:”’ জ্বি বলেন কি করতে পারি আপনার জন্য
,
নিরব ::::: এসো নিশু বসো এখানে,,
,
নিরব টেনে নিশুকে বসালো,তার পর নিরব নিশির দুহাত ধরে নিশির সামনে বসে,,,
,
নিশি ::: এতো ঢং কেনো হচ্ছে?
,
নিরব::: নিশু আমি ভুল ছিলাম, তুমি ঠিক,,,
,
নিশি’:::: কি জন্য?
,
নিরব:::: আসলে জোর করে তো আর কারো ভালোবাসা পাওয়া যায় না,,আমি ও পাবো না,,,, আজ তোমাকে আমার কাছে আসতে হবে না,,,, তুমি তো চাও না আমার কাছে আসতে,,,তো তাই বলছিলাম কি,,,
,
নিশি:::: আমার সব বোঝা হয়ে গেছে,,,,
,
নিরব :::: এতো তারাতারি সব বোঝাতে পারবো ভাবতেই পারিনি,,,,
,
নিশি::::আমি সব জানি, আর সব বুঝি,,আমাকে কিছু বোঝাতে আসবেন না আপনি,,,আপনার যার সাথে ইচ্ছা তার সাথে থাকেন।, আমার কি হ্যা,,,,
,
নিরব:::: সেটাই তো,,তোমার তো কিছু না,,,, আচ্ছা চলো তোমাকে বাসায় ড্রপ করে দেই,,,
,
নিশি::: থাক আমাকে এই মেহেরবানি না করলেও হবে,,,আপনি যান,,, আপনার দেরি হয়ে যাবে,,,,
,
নিরব:::: হ্যা,,, আসলে,,,,
,
নিশির রাগ চরমে উঠে গেছে,,,,নিশি ধুপ করে উঠে নিরবের চোখের চশমাটা খুলে সজোরে ফ্লোরে আছার মেরে কেবিন থেকে বেরিয়ে গেলো,,,,নিরব নিশির যাবার দিকে তাকিয়ে আছে,,,,
,
নিরব:::::: আগুনটা তাহলে ঠিকঠাক ই লেগেছে,,,,,
,
পর্ব:২৪
,
,
নিরব:::::: আগুনটা তাহলে ঠিকঠাক ই লেগেছে,,,,,
,
নিশি ঠাস করে দরজা লাগিয়ে বের হয়ে সোজা নিজের কেবিনে চলে গেলো,,,
,
নিশি:::: এত্ত বড় সাহস আমায় যেতে বারন করে,,,যাবনা আমি,,, থাক তুই ওই ডাইনিটাকে নিয়ে,,আবার কখনও বলে দেখিস আমায়,,, দেখে নিবো তোকে,,,আমায় রেখে অন্য মেয়ের সাথে,,,,, ছি,,,,ছি,,,ছি,,, বদমাইশ ছেলে কোথাকার,,,,,বজ্জাতের হাড্ডি,,,,
,
,
অফিস থেকে বের হয়ে নিশি গাড়ির জন্য দাড়িয়ে আছে,,,এর মধ্যে শুভ নিশির সামনে গাড়ি এনে দাড় করায়,,,
,
শুভ:::: নিশি চলো আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দেই,,,
,
নিশি::::একদম আমার সাথে কথা বলবেন না,,,,
,
শুভ:::: ওমা,আমি আবার কি করলাম?
,
নিশি::: আপনারা দু ভাই এক রকম,,,, ইচ্ছা করছে আপনাদের দুজনকে ইচ্ছা মতো পিটাইতে,,,,,
,
শুভ:::: আমি করলাম টা কি ,,,
,
নিশি::: কি করেন নি,,,মিথ্যা বলেছেন আমায়,,,
,
শুভ’::::: আমি??? তাও মিথ্যা কথা,,,তাও তোমাকে??? কবে,,,,,,,, কখন,,,,,,,,
,
নিশি;::: একদম নাটক করবেন না আমার সাথে,,,আপনি মিথ্যা বলেন নি,, যে আপনার ভাই ইরার সাথে টাইম পাস করতে গেছে,,,,
,
শুভ:::: হ্যা তাই তো,,,,
,
নিশি:::: মিথ্যা কথা,,,,, আপনার ভাই সব বলেছে আমায়,,, আন্টি অসুস্থ ছিলো,,,
,
শুভ:::: আন্টি বলতে আমার মা?
,
নিশি:::: হ্যা,
,
শুভ:::: আরে আমার মা অসুস্থ হলে আমি জানবো না??? বাই দা ওয়ে,,, তোমার স্যার হয়তো কিছু লুকাচ্ছে তোমার কাছে,,,, আর যাই হোক,,চলো আমার বাসায়,,, লিজা ভাবি আসবে,,, তুমি থাকলে খুব ভালো হবে,,,,
,
নিশি:::: দরকার নাই,,,আপনি াআপনার ভাইকে নিয়ে গিয়ে আপনার লিজা ভাবির মুখের সামনে নিয়ে গিয়ে বসিয়ে রাখেন,,,,
,
শুভ:::: সে তো এমনি থাকবে,,,,,, যতই হোক ভাই এর হবু বউ বলে কথা,,,,, ,,,
,
নিশি শুভর কথা শুনে প্রচন্ড রেগে যায়,, হনহন করে হেটে বাড়ির পথে রওনা দিয়ে দেয়,,, তখনই নিরব এসে নিশির সামনে দাড়ায়,,,
,
নিরব::: কোথায়,যাচ্ছো এভাবে?
,
নিশি:::: জাহান্নামে,,,, তোর কি হ্যা,,,,,
,
নিরব:::: আরে আমি আবার কি করলাম???,,,,
,
নিশি::;: আমার সামনে একদম অবোলা সাজবি না,,,, বুঝিনা আমি কিছু? আমি সব বুঝি,,,,,,,
,
নিরব ;:::: নিশু,,,,,,
,
নিশি’:::’ আর একবার নিশু বললে একটা বারি দিয়ে মুখ ভেঙে দিবো হ্যা,,,
,
আবার আমার পিছে আসে,,,,, েএকদমই আমার পিছু করবি না,,,,যা তোর কলিজার লিজার কাছে,,,, কোলে নিয়ে বসে থাক ডাইনিটাকে,,,,,
,
নিরব:::’ রাস্তার মধ্যে কি বলো এসব জান,,,,,,
,
নিশি’:::: একশবার বলবো,হাজার বার বলবো,,,,,
,
নিরব:::: বলো তুমি তো বলবে,তুমি ছারা কে আছে বলো,,,
,
নিশি::’: কেনো ওই রাক্ষসীটা তো আছেই,,,,
,
নিরব:::: রাক্ষসী কে?
,
নিশি:::: কেনো তোমার লিজা,,,
,
নিরব::: ওকে তো কোনোদিন আমার রাক্ষসী বলে মনে হয় নি,,,,
,
নিশি:::: হবে কি করে,, চোখের মাথা খেয়ে ফেলেছে না ওই চুন্নি বিলি টা,,,,
,
নিরব:::: আরে কি বলছো এসব,,,
,
নিশি::::: দেখে নিবো আমি তোকে,,,,হুহ্
,
নিশি তারাতারি একটা টাক্সিতে উঠে চলে গেলো,,,নিরব হো হো করে রাস্তায় দাড়িয়ে হাসতে থাকে,,,,,,,,,,
,
বাসায় গিয়ে নিশি সোজা নিজের রুমে গিয়ে বিছানার ওপর বসে পরে,,,, নিশির চিন্তা এখন নিরবকে নিয়ে,, নিশি এক মুহুর্ত স্থির থাকতে পারছে না,,,
,
নিশির মা::: কি রে এভাবে পাইচারি করছিস কেনো? কি হয়েছে?
,
নিশি::::: কিছুনা,,,
,
নিশির মা:::: আচ্ছা,,,,, খাবিনা?
,
নিশি:::: পরে,,,তুমি এখন যাও,,,
,
নিশির মা:::: ঠিক আছে,,,,
,
নিশি:::: আচ্ছা মা,, একটা কথা বলি,,,
,
নিশির মা:::: হ্যা বল
,
নিশি::::: না কিছুনা,,,তুমি যাও
,
নিশির মা চলে আসে,,,,
,
নিশি:::: সত্তিই কি নিরব লিজাকে বিয়ে করবে? না না না ও কখনই এ রকম কাজ করবে না,,,, ও অনেক ভালোবাসে আমায়,,,, ও কখনও আমায় রেখে অন্য কারো সাথে নিজেকে জরাবে না,,,,, ওর ওপর সেটুকু আস্থা আছে আমার,,,, ও অনেক ভালোবাসে আমায়,,, শুধু আমায়,,,,
,
তখন ও রকম ব্যবহার করাটা উচিৎ হয় নি,,,, না জানি কত কষ্ট পেয়েছে,,,, ঠিকই তো রাস্তার মধ্যে আমি যা নয় তাই বলেছি ওকে,,,,, নিশি তুইও এমন সব কাজ করিস না,,, মনে হয় তোকে তুলে আছার মারি,,, নাহ্ আর হচ্ছে না আমি ফোনটা করে সরি বলি,,,,,
,
নিশি নিরবের কাছে ফোন দেয়,,, কিন্তু এদিকে নিরব নিশির ফোন রিসিভ করে না,, চুপচাপ ফোন হাতে নিয়ে বসে থাকে,,
,
শুভ;::: কি রে ভাই,,, ভাবির ফোন?
,
নিরব :::: হ্যা,,,,
,
শুভ:::: দেখি আমার কাছে দে, ,,,
,
নিরব::: দেখ ভাই অনেক রাগিয়েছিস,,, আর রাগানোর দরকার নাই,,,,,
,
শুভ:::: আরে কি বলিস,,,আম্মু রেডি হয়ে আছে উনার বউমাকে বরন করার জন্য আর তুই এখন কি বলিস,,, ভাবিকে আনার ব্যবস্থাটা করতে হবে না?
,
নিরব:::: হ্যা কিন্ত,,,
,
শুভ:::: কোনো কিন্তুু নয়,,, তুই রেডি হ মার খাবার জন্য আমি ভাবিকে দেখছি,,,, দেখছিস তো ফোন টা রিসিভ না করলে ফোন দেওয়া বন্ধ করবে না,,,
,
নিশি:::: আরে এতই রাগ করেছে যে ফোন রিসিভ করছে না,,,, প্লিজ নিরব ফোনটা ধরো,,,,,
,
নাহ্ ও তো এমন করে না কোনোদিনও,,,,
আচ্ছা সত্তি ও আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে না তো,,, সত্তি ওই ডাইনিটা আমার বরটাকে বস করে নেয় নি তো,,,,
,
না না না,,, নিশি তুই এতো ভাবছিস কেনো,,,নিশ্চই ও কাজ এ ব্যস্ত,,, ,,,, প্লিজ ফোন ধরো ডিয়ার প্লিজ,,,,,,
,
ারর এদিকে শুভ নিরবের ফোন নিয়ে বাহিরে চলে আসে ,, তারপর নিশির ফোন রিসিভ করে ,,
,
নিশি:::: এই ছেলে কখন থেকে ফোন করছি রিসিভ করছোনা কেনো?
,
শুভ:::: আরে নিশি যে,,, আমি শুভ,তোমার ওই ছেলে না,,,,,
,
নিশি:::: ওহ্ আচ্ছা উনি কোথায়?
,
শুভ:::: উনি কে?
,
নিশি:::: আরে,,,,,
,
শুভ:::: ওহ্ আচ্ছা আচ্ছা তোমার স্যার??
,
নিশি::: হ্যা
,
শুভ::::: ও তো খুবই ব্যস্ত
,
নিশি:::: ও আচ্ছা কাজ করছে,,,, ঠিক আছে,,,,
,
শুভ::::: আরে না,,,,,না,,,, কাজে ব্যস্ত
নয়
,
নিশি::::: তাহলে????
,
শুভ’::::: আসলে লিজা ভাবি রান্না করছে,, আর তোমার স্যার ভাবিকে হেল্প করছে,,,,
,
নিশি:::: কিইইইইইইইহ্
,
শুভ::::; হ্যা কি মিল ওদের মধ্যে জানোনা,,, ভাই তো রান্না নিজের হাতে রান্না শিখিয়ে দিচ্ছে,,,, তুমি থাকলে খুব মজা হতো,,,
,
নিশি:::: কিহ্ এত্ত দুর,,,, ওর সাহস কি করে হয় অন্য মেয়ের হাত ধরার,, রান্না,,,,, রান্না বের করছি আমি , আমাকে চিনে নাই ও,,,আজ যদি ওর মাথা ফাটিয়ে না দিয়েছি তো আমার নাম ও নিশি না হুহ্,,,,,,,,
,
শুভ:::: আরে কি বলো এসব,,,ভাই তো ভাবির,,,
,
নিশি:::: থামেন আপনি, আর একটা কথাও বলবেন না,,, আজ কপালে অনেক দুঃখ আছে আপনার ভাই এর,,,,
,
নিশি ফোন টা কেটে দিয়ে ব্যাগ টা হাতে নিয়েই দৌড় দিয়ে বের হয়,,,,
,
নিশির মা’::: কি রে কি যাচ্ছিস?
,
নিশি::: তোমার জামাই এর মাথা ফাটাতে,,,
,
নিশির মা:::: কি বলছিস যাতা,,,,, আরে শোন,,,,, নিশি,,,,, নিশি,,,,, এই মেয়েটা কি যে করে আল্লাহ্ জানে,,,,,,
,
,
নিশি বাসা থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে নিরবের বাসার সামনে আসে,,, বাসার সামনে নামতেই নিশি থমকে যায়,,, কারন পুরা বাড়ি ফুল লাইটিং দিয়ে ডেকোরেট করা ,,,
নিশি মাথায় কিছু নেয় না কারন ওর মাথার মধ্যে লিজা নাচানাচি করছে,,,, নিশি হনহনকরে বাড়ির ভেতরে ঢুকে দরজায় দাড়িয়ে জোরে জোরে কলিং বেল চাপতে থাকে,,,,
,
শুভ::::: ভাই,,,,,, ভাবি এসে গেছে,,,,
,
নিরব:::: কি,,,,,, আল্লাহ্ রক্ষা করো,,,,,, কি হবে এখন??
,
শুভ:::: তোরে যা বলছি তাই কর,,,, লিজা কিচেনে আছে,,,তুই যা,,,,
,
নিরব:::: আজ ও আমায় মেরেই ফেলবে,,,,,,
,
শুভ:::: আরে যাবি তো,আমি আছি তো,,,,,,
,
,
শুভ গিয়ে দরজা একটু ফাকা করে মুখ বের করে নিশির দিকে তাকায়,,,,
,
শুভ:::: আরে নিশি যে,,, এতো রাতে তুমি? কোনো সমস্যা??
,
নিশি;::: ওই শয়তান টা কই,, আজ ওরে আমি মেরেই ফেলবো,,,,
,
শুভ:::: শয়তান?? কার কথা বলছো?
,
নিশি:::: কার আবার াআপনার ভাই এর। ,,,, কত্ত বড় সাহস আমায় বিয়ে করে আবার অন্য মেয়েকে বিয়ের চিন্তা করে ,,,, শুধু চিন্তা নয় হাতে হাত দিয়ে রান্না করা,,, ওর হাত আমি কেটে কুচি কুচি করে কাটাচামচ দিয়ে তুলে চিবিয়ে খাবো,,,,
,
শুভ:::: ইয়া খোদা কি বলো ভাবি এসব,,,
,
নিরবের মা:::: দেখি সরে দাড়া দরজা থেকে,,,, মেয়েটার সাথে কি করছিস হ্যা,,,,,
,
শুভ:::: আরে আম্মু তোমার ছেলের বউ দেখো কি বলে এসব,,,
,
নিরবের মা:::: যা বলেছে ঠিক বলেছে,,,তোরা দুভাই এরই উপযুক্ত,,,, সর,,,,দেখি মা এসো ,
শুভ::: বাহ্ বাহ্ এটাই হবার ছিলো , দিলে তো পর করে,,,, হুহ্
,
নিশি;::: াআন্টি আমি,,
,
নিরবের মা:::: চুপ একটা কথা না,,,
,
নিরবের মা নিশির মাথায় শাড়ির আচলটা তুলে দিয়ে ঘোমটা দিয়ে দেয়,, ,
,
নিরবের মা::: দেখি আমার ঘরের লক্ষিটাকে,,,
,
নিশির থুতনিতে হাত দিয়ে নিশির মুখ উচু করে দেখে,,,
,
নিরবের মা:::: মাশাল্লাহ্ বউমা আমার বড্ড সুন্দর,,,,
,
নিশি:::: আন্টি আমি,,,,
,
নিরবের মা:::: আবার কথা বলে,,,চুপ করতে বলেছি,,,,,
,
নিরবের মা নিজের হাত থেকে বালা খুলে নিশির হাতে পরিয়ে দেয়,,, তারপর একটা গলার নেকলেস নিশির গলাতে পরিয়ে দেয়,,,,,নিশি পরতে না চাইলেও নিরবের মা এর ধমকানিতে চুপচাপ পরে নেয়,,,,,
,
নিরবের মা:::: বাহ্ এখন আমার বাড়ির বউ বলে মনে হচ্ছে,,,,
,
শুভ;::: আচ্ছা ঠিক আছে,,, ভাবি তো ভাই এর সাথে দেখা করবে,,,,, ভাবি কিচেন ওইদিকে যাও,,,,,
,
নিশি দৌড় দেয় কিচেনের দিকে,,, নিশি চুপ করে কিচেনের দরজার সামনে দাড়িয়ে যায়,,, নিশি দেখে লিজা কোমড়ে শাড়ি গুজে রান্না করছে,,,আর নিরব ওর সাথে হেসে হেসে কিছু বলছে,,,,,নিশি এটা দেখে বিষম রেগে যায়,,,, নিশি চেচিয়ে ওঠে,,, ওর মনেই নাই ও নিরবের বাসায়,,,,,,,
,
নিশি:::: কি হচ্ছে এখানে এসব,,,,,
,
নিশির চিল্লানিতে লিজার হাত থেকে থালা ঠাস করে পরে যায়,, আর নিরবও লাফিয়ে ওঠে,,,,
,
নিরব:::: নিশু তুমি,,,,,(আল্লাহ্)
,
লিজা:::: আরে নিশি যে,,,কখন এলে,,,
,
নিশি:::: আমার শশুর বাড়ি আমি যখন খুসি আসবো,,,তুই বলার কে রে,,,,
,
নিরব;::: নিশু তুমি,,,
,
নিশি :::: চুপ একদম চুপ ,,, কি হচ্ছে এখানে হ্যা,,, বাহিরে বউ রেখে ঘরে অন্য মেয়ের সাথে কি হচ্ছে এখানে হ্যা,,,,,
,
বলেই নিশি নিরবের বুকে কিল দিতে শুরু করে,,,,
,
নিরব::: আহ্ নিশু লাগছে তো,,,,
,
নিশি:::: লাগছে?? খুব লাগছে??
,
নিরব:::: হ্যা খুব,,,
,
নিশি::: লাগুক,,, লাগার জন্যই দিচ্ছি,,,খুব ভালো লাগছে আমার মারতে,,, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ,,,,,,
,
তখনই শুভ এসে পিছে থেকে লিজার কোমড় ধরে লীজাকে জরীরে ধরে,,,
,
শুভ:::: চলো ডার্লিং এখানে তোমার আর কাজ নাই,,,,
,
নিশি এটা দেখে তো হা হয়ে গেলো,,,,,
,
,
পর্ব: 25
,
নিশি এটা দেখে তো হা হয়ে গেলো,,,,,,,,
,নিশি একবার নিরবের দিকে তাকাচ্ছে একবার শুভর দিকে একবার লিজার দিকে ,, নিশির এ অবস্থা দেখে সবাই হো হো করে হেসে ওঠে,,,,
,
নিশি:::: এখানে কি খিচুরি পাকাচ্ছো তোমরা???
.
,
শুভ:::: তুমি ছারা খিচুড়ি টা জমছিলো না তাই তো তোমাকে আনতে হলো,,,,
,
নিশি:::: তুমি ওকে ওভাবে জরীয়ে ধরেছো কেনো???
,
শুভ:::: আমার বউকে আমি ছারা কে জরীয়ে ধরবে পারার লোক,,,
,
নিশি:::: মানে,,,,
,
নিরব:::: মানে হলো লিজা ওর বিয়ে করা বউ যেমন তুমি আমার বউ,,,,
,
বলেই নিরব নিশিকে জরীয়ে ধরতে গেলো ,,,
,
নিশি:::: একদম।ছোবে না আমায় বলে দিচ্ছি,,,, আর বউ মানে,,,ও যদি তোমার বউ হয় তাহলে আমায় কেনো,,,,,
,
বলেই নিশি চুপ মেরে গেলো,,কারন ও বুঝতে পারলো নিজে বোকা বনে চলে গেছে,,,,,,
,
নিশি:::: তার,,,,,, মানে,,,,,,,
,
শুভ:::: লিজা আমার বউ ভাবি তোমার ছোট জা,,,,
,
নিশি:::: তাহলে,,,,,,
,
শুভ:::: তোমাকে এখানে আনার জন্য এতো কিছু,,,,,
,
লিজা:::: হয়েছে আর কিছু বলতে হবে না,,বাকি কথা পরে ,,,, ভাবি আপনি ফ্রেস হয়ে নিন,,,,, সরি আসলে ও আমাকে এসব করতে বাধ্য করেছে,,,, আপনি একদম টেনশন করেন না নিরব ভাই এর সাথে আমার কিছু চলছে না ,,,,,
,
নিরব;;:: আচ্ছা তোমরা যাও তো,, ওর সাথে আমার কথা আছে ,,,,
,
নিশি::::: আমি বাসায় যাবো,,,,,
,
শুভ:::: তাই নাকি মগের মুল্লুক,, এত্ত কষ্ট করে মিথ্যা কথা বলে বলে তোমাকে এ বাড়িতে আনলাম বাপের বাড়িতে যাবার জন্য,,,,হুহ্ ভুলে যাও যাবার কথা,,,,, এই লিজা চলো তো,,,,,,
,
নিশি:::: আরে,,,আরে,,,
,
নিরব:::: নিশু,,,,, ভয় পেয়ে গেছিলে???
,
নিশি:::: তুমি আমার সাথে এরকম করতে পারলে?
,
নিরব:::: আমি তো কিছু করিনি,,,,,,
,
নিশি:::: জানো আমার কি অবস্থা হয়েছিলো???
,
,
নিরব::::: তুমি তো আমাকে ভালোই বাসোনা,,,
,
নিশি:::: হুম বাসিনা তো,,,,
,
নিরব;:::হুম,,,,
,
নিশি:::: আমায় একটু জরীয়ে ধরবে,,,, আমার খুব খারাপ লাগছে ,,,,,
,
নিশি হঠাৎই নিরবকে জরীয়ে ধরলো,,,,,
,
নিরব:::: আমি কখনও এমন কোনো কাজ করবোনা যাতে তোমার মনে কষ্ট লাগবে,,,,, সে টুকু বিশ্বাস রেখো আমার ওপর, ,,,,,,,
,
নিশি::::: বড্ড ভালোবাসি আমি তোমাকে ,,,,,,,,
,
নিশি:::: আচ্ছা ছারো এখন,,,
,
নিরব::: তোমার নাক দিয়ে রক্ত,,,,,,
,
নিশি নাকে হাত দিয়ে দেখে নাক দিয়ে রক্ত বের হচ্ছে,,,, নিশি কিছু বলতে যাবে তার আগেই ধুপ করে ফ্লোরে পরে গেলো,,, নিরব নিশু বলে চিৎকার করে ওঠে,,,,,,
,
,
,
কয়েক ঘন্টা পরে নিশির সেন্স ফিরলো,,, নিশি চোখ মেলে তাকিয়ে দেখে নিরব চুপ করে ওর হাত ধরে বসে নিরবে কান্না করছে,,,,নিশির দিকে তাকিয়ে নিরব চোখের পানি তারাতারি করে মুছে একগাল হেসে নিশির দিকে তাকায়,,, কিন্তুু নিশির কাছ থেকে নিরব নিজের চোখের পানি লুকাতে পারলো না,,,,, কিন্তুু নিশি নিরবকে কিছু বুঝতে দিলো না,,,
,
নিরব:::: নিশু এখন কেমন আছো??/
,
নিশি;::: আচ্ছা তুমি কদিন হলো না খেয়ে আছো বলো তো,,,,
,
নিরব:::: কেনো বলো তো?
,
নিশি:::: জানো আমি পরে গিয়ে কতটা ব্যাথা পাইছি,,,,
,
নিরব:::: আমি কি করলাম এতে??
,
নিশি:::: তোমার গায়ে জোর ছিলোনা,,,আমায় ধরে ফেলোনি কেনো হ্যা???
,
নিরব:::: সরি জান,,,বড্ড ভুল হয়ে গেছে,,,আর কখনও এমন হবে না,,,,
,
নিশি:::আচ্ছা দেখা যাবে,,,,এখন চলো আমায় বাসায় নিয়ে যাবে,,,ামি এখানে থাকতে পারবো না ,,,,,,,
,
নিরব:::: আচ্ছা থাকো তুমি আমি ডক্টর আংকেলের সাথে কথা বলে আসি,,,,
,
নিশি:::: হুম,,,,,
,
নিরব কেবিন থেকে বের হয়ে ডক্টরের রুমে না গিয়ে সোজা ছাদে চলে যায়,,,, সেখানে গিয়ে হাউমাউ করে কেদে ওঠে,,,,,
,
নিরব:::: কেনো এমনটা হলো কেনো,,,, আমি এটা চাইনি,,,, আমি কি করে বলবো আমার নিশু আর বাচবে না,, ওর অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে,,,এই মেয়েটা এতো কষ্ট কেনো সহ্য করে,,কেনো বলেনা ওর কষ্ট হয়,, কেনো বলেনা,,,, কেনো আমাকে এতো কষ্ট দিচ্ছে ও,,, আমি, কি করে ওর সামনে যাবো,,,, কি দোষ করেছি আমি আল্লাহ্ আমায় এতো বড় শাস্তি দিচ্ছে,,,, আ মি ওকে ছারা বাচতে পারবো না,,, আমি কেনো মরে যাচ্ছি না,,, আল্লাহ্ আমার জান এর বদলে আমার নিশুর জান ফিরিয়ে দাও,,,,,,,,,,
,
,
নিশি::::: কখন গেলো ও একনও আসছে না কেনো,,,,, আমি জানি নিরব তুমি কেনো এমন করছো,,,,,
,
নিশি উঠে গুটিগুটি পায়ে কেবিন থেকে বেরিয়ে আসে,,,,,,,,
,
নিশি ডাক্তারের কেবিনে ঢুকতে যাবে তার আগেই নিরব এসে নিশির সামনে দাড়ায়,,,
,
নিশি::: কোথায় ছিলে তুমি?
,
নিরব :::’ নিচে গেছিলাম একটু,,,,
,
নিশি:::: তুমি ঠিক আছো???
,
নিরব:::: আমার কি হবে???
,
নিশি;::: সত্তি বলছো???
,
নিরব::: হ্যা রে ময়না পাখি,,,,চলো বাসায়,,,,,
,
নিশি ঠিকই বুঝতে পারলো নিরব কান্না করেছে,,,,, নিশি কিচ্ছু বললোনা,,,,
,
নিরব হঠাৎ করে নিশিকে কোলে তুলে নেয়,,,
,
নিশি;::: কি করছো,,,সবাই দেখছো তো,,,,
,
নিরব”” চুপ,,,,
,
নিরব নিশিকে কোলে তুলে বাহিরে নিয়ে এলো,,,, নিরব নিশির সাথে কোনো কথা বলছে না,, নিশির দিকে তাকাচ্ছেও না,,,,
,
নিশিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গাড়ি চালিয়ে বের হয়ে পরলো,,,,
,
নিশি:::: কটা বাজে এখন?
,
নিরব:::: ১০ টা,,,,
,
নিশি:::: আমার খুব ক্ষুদা লেগেছে,,,,
,
নিরব কিছু না বলে একটা রেস্টুরেন্ট এ গাড়ি পার্ক করে নিশির হাত ধরে ভেতরে এসে একটা চেয়ার টেনে নিশিকে বসিয়ে পাশের চেয়ারে নিজে বসে পরে,,,,, নিশি হালকা কিছু খেলেও নিরব কিছু খায় না,,খাবার হাত দিয়ে নাড়াচাড়া করে ফেলে চলে আসে,,,,, নিশি নিরবকে স্বাভাবিক করার চেষ্টা করে ,,,
,
নিশি:::: নিরব তুমি আমায় ভালো করে দেখোনি তাই না???
,
নিরব:::: দেখবোনা কেনো?
,
নিশি::: তাহলে বললে না একবার ও,,,
,
নিরব:::: কি???
,
নিশি:::: আমাকে কেমন লাগছে???
,
নিরব:::: আমার নিশুকে সব সময় ভালো লাগে,,,,
,
নিরব আবার চুপ মেরে গেলো,,,,
,
নিশি::: এই রেস্টুরেন্ট এর রান্না তেমন ভালোনা তাই না?
,
নিরব:::: হুম,,,,
,
নিশি:::: আচ্ছা কাল যা হলো তুমি সব জানতে তাই না??/
,
নিরব:::: হুম,,,
,
নিশি ;:::: আমাকে একবার ওই যায়গাতে নিয়ে যাবে???
,
নিরব;::: হুম,,,
,
নিশি:::: হুম মানে কি হ্যা???
,
নিরব&:::: নিয়ে যাবো তো
,
নিশি’::: আচ্ছা কই নিয়ে যাবে???
,
নিরব:::: আসলে,,,,
,
নিশি আর কিছু বললোনা,,,,
,
নিশি:::: যেখানে আমরা রোজ দেখা করতাম সেখানে,,,,,
,
নিরব কিছু না বলে গাড়ি পার্কের সামনে পার্ক করে নিশির হাত ধরে পার্কের ভেতরে যায়,,, ওরা দুজনে সেই চিরোচেনা যায়গায় গিয়ে ব্রেন্ঞে বসে পরে,,,, নিরব আনমোনে অন্য দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে,,,,নিশি নিরবের দিকে তাকিয়ে আছে,,,,, নিরব ব্যাপারটা খেয়াল করলো,,,তখন নিজেকে সামলানোর জন্য নিজে নিজেই কথা বলতে শুরু করলো,,,
,
নিরব::: এই নিশু তোমার মনে আছে এখানে আমরা আগে রোজ বসে থাকতাম,কত্ত গল্প করতাম,,,কত্ত বাদাম খেতাম,,,, আর এখানে অনেক পিচ্ছি খেলতো আর ওখানে অনেক বসে থাকতো,,,,, আর। ,,,,
,
নিশি:::: এমন করছো কেনো তুমি??
,
,
নিরব :;:: কই,,, আমি একদম ঠিক আছি,,, আমার কি হবে,,,কিচ্ছু হয় নি,,,আসলে অনেকদিন পরে এসেছি তো তাই একটু এক্সসাইটেড হয়ে পরেছি,,,,,,,,
,
নিশি হঠাৎই নিরবকে জরীয়ে ধরলো,,,,,,
,
be continue ♥♥♥