ভালোবাসার অভিনয় পর্ব-৩+৪

0
3879

#ভালোবাসার_অভিনয়
#Anuridhi_Rahman
#পর্ব ৩

রেদ-আর আপনাদের বলছি কিছু করতে না পারলে সরে যাবেন তাহলেই হবে,,,, এতোক্ষন তো দাড়িয়ে থেকে কিছু করতে পারলেন না এবার নিজ নিজ রাস্তা মাপুন,,,,

বলে রেদ পরীকে নিয়ে নিজের গাড়িতে ওঠলো,,,পিচ্ছি টার কোলে পরীর মাথা রেখে গাড়িতে উঠে স্টার্ট দিলো,,,,

এতো জোরে হর্ন দিলো যে রাস্তার সবাই সরে দাড়ালো আর রেদ কে যাবার রাস্তা ছেড়ে দিলো,,,,
.
.
.
.
.
.
.
১০ মিনিট পর রেদ পরীকে নিয়ে হাসপাতালে পৌছালো

ডাক্তার বলল বেশি কিছু হয়নি শুধু মাথায় আর হাতে একটু ব্যাথা পেয়েছে,,,,কিছুক্ষন এই জ্ঞান ফিরবে,,,,

ডাক্তার এর সাথে কথা শেষ করে রেদ পিচ্ছি টার দিকে তাকিয়ে দেখলো পিচ্ছিটা কাদছে,,,তাই রেদ পিচ্ছি টার পাশে বসে ওকে জিজ্ঞেস করলো,,,,

রেদ-নাম কী তোর,,,

-ভাইয়া নাইম,,,

রেদ-তা মেয়েটা কে হয় তোর,,,,

নাইম-কেও না কিন্তু আপুটা সব সময় আমাদের দোকান থেকেই ফুল নেয়,,,আজ সকালেও ৭টা গোলাপ ফুল নিছে,,,

রেদ ৭ টা গোলাফ ফুলের কথা বলতে তার সাকালে তার কেবিনে পাওয়া ৭গোলাপ এর কথা মনে পরে যায়,,,

রেদ উঠে গিয়ে আর এক লোক কে কল দিয়ে হাসপাতালে আসতে বলে,,,,লোকটা এলেই নাইম কে তার বাড়ি পৌছে দিতে বলে,,,

লোকটা নাইম কে নিয়ে বেরিয়ে পরে,,,রেদ বাড়ি না গিয়ে হাসপাতালে মেয়েটিকে নিয়ে আসলো কেনো সেটা নিজের বুঝতে পারছে না,,,,,হঠাৎ রেদ এর কল আসে,,,,

রেদ-সরি দিদা আজ লেট হবে,,,

রেদের দিদা-জানতে পানি কেনো,,,,

রেদ তার দিদাকে সব খুলে বলে,,,তারপর কথা শেষ করে আবার সিট এ বসে,,,,

রেদ নিজেকে নিজে বলে-না জানি আর কত ক্ষন বসে থাকতে হবে,,,,

১১ টার দিকে ডাক্তার বলে মেয়েটির জ্ঞান ফিরেছে,,দেখা করতে পারবেন,,,রেদ মেয়েটির কেবিনে গেলো,,,পরী মাথা নিচু করে বসে আছে,,,

রেদ-এখন কেমন আছেন মিস.

রেদ এর কতা পরী মাথা তুলে তাকালো পরীর চোখে রেদ চোখে পরতেই রেদ এর হার্ট বিট ফাস্ট হয়ে যায়,,,চোখ যেনো আটকে গেছে এই চোখের মায়ায়,,,,

পরী-জ্বী আগের থেকে ভালো,,,আর ধন্যবাদ,,,

হঠাৎ পরীর কথায় রেদ এর ঘোর কাটে,,,আর রেদ নিজেকে সাভাবিক রেখে বলে,,,,

রেদ-ধন্যবাদ এর দরকার নেই আর আপনার রেস্ট দরকার চলুন আপনাকে বাড়ি পৌছেদেই,,,,,

পরী বেড থেকে নামলো,,,একজন নার্স পরীকে বাইরে পর্যন্ত দিয়ে গেলো,,,রেদ আর সাথে গাড়িতে উঠলো পরী,,,

পরী-আচ্ছা আমার বেগটা কোথায়,,

রেদ-ওয়েট দিচ্ছি,,,,

রেদ পেছন সিট থেকে পরীর বেগ টা বের করে দেয়,,,,পরী বেগ থেকে ফোন বের করে দেখে ৫১ মিস কল,,,,মিম কল দিয়েছে,,,,

রেদ-তা মিস.

পরী-পরী

রেদ-ওহ তা মিস.পরী আপনাকে আমি কোথায় পৌছে দিবো,,,

পরী মিম কে কল দেয় আর রেদকে বাড়ির ঠিকানা বলে,,,,রেদ গাড়ি স্টার্ট দিলো,,,কল ২রিং হতেই কল রিসিভ হয়,,,,,

মিম-পরী কই তুই সেই কখন থেকে কল করছি তোকে,,,আর কই তুই,,, তুই ঠিক আছিস তো,,,,

পরী-একটু শ্বাস নে,,কত প্রশ্ন করিস,,,কোনটা রেখে কোনটার উওর দিবো,,,

মিম-আচ্ছা এক এক করে বল,,,

পরী-আমি ঠিক আছি,,,,বাড়ি আসছি,,,বাড়ি এসে সব বলবো,,,,

মিম-আচ্ছা তাইলে তারাতারি আয়,,,

পরী-হুম এখন রাখ,,,

বলে পরী কল কেটে দিলো,,,রেদ বার বার পরীকে আড়চোখে দেখছে,,,একটা অদ্ধুদ মায়া আছে পরীর মুখে যা রেদ এর কাছে বেশ ভালো লাগছে,,,,,

রেদ-তা এই ঘটনা কী করে ঘটলো,,,,

পরী-আর বলবেন না আজ যদি টাইমলি বাড়ি যেতাম তাইলে এমন কিছুই হতোনা,,,আজকের দিনটাই খারাপ,,,,

রেদ-তা আপনার দিন খারাপের কারন জানতে পারি কী,,,যদি কিছু মনে না করেন,,,

পরী-আরে কিছু মনে করার কী আছে আপনি শুনতেই তো চেয়েছেন,,,তাইলে শুনেন,,,,

আজ আমি অফিসে লেট পৌছে ছিলাম তাও ফাস্ট টাইম বাট আমার বেড লাক ৪মাস পর দেশে ফিরে আজ আফিস এ আসেন আমাদের বস মানে তিতা নিমপাতা আমাকে সেই লেভেল এর আপমান করলো,,,,

আপমান যেমন তেমন আগের বছর এর হিসাব এর ৫টা ফাইল ধরিয়ে দিলো সেই কাজ করতে করতে এতো দেরি,,,আর বাড়ি ফেরার পথে অঘটন টা ঘটলো,,,

রেদ পরী কথা শুনে বেশ বুঝতে পেরেছে তিতা নিমপাত আর কেও না সে নিজেই,,,,কথা গুলোশুনে রেদ হাসবে কাদবে নাকি রাগবে,,কিছুই বুঝতে পারছে না,,,,

রেদ মনে বলল-তিতা নিম পাতা সিরিয়াসলি😕,,,,
,,,আচ্ছা আপনি নিজের বস এর চেহারা দেখননি,,,

পরী-কী ভাবে দেখবো,,,,মাথা নিচু করে ছিলাম তো,,,ভাবছিলা গোলাপ ফুল গুলো দিয়ে সরি বলব বাট তিতা করালা তিতা নিম পাতা,,,এতো এতো কাজ দিয়ে দিলো,,,তাই রাগকরে টেবিলে রেখে এসে পরেছি

রেদ কিছুটা রাগ হচ্ছে,,,তাও নিজেকে কান্ট্রল করে বলে-ওহ ভেরি সেড আপনার বস একদম ভালো কাজ করে নি,,,খুব খারাপ,,,

পরী-হুম,,,মনটা হালকা লাগছে কথা গুলো কারো সাথে শেয়ার করে,,,,

রেদ হঠাৎ গাড়ি ব্রেক করে,,,তাই পরী বলে,,,

পরী-আরে কী হলো,,,

রেদ-আপনাদের আপার্টমেন্ট,,,,

পরী-ওহ থ্যাংস মি.

রেদ-রেদ,,,

পরী-Thank you Mr.Red

পরী গাড়ি গেট খুলে মাটিতে পা রাখতে চোখ গুলো বুজে আবার সিট এ বসে পরলো,,,,

রেদ-আর ইউু ওকে,,,

মিম কিছু দূরে দাড়িয়ে আছে,,,পরীকে দেখে পরীর বলে দৌড়ে তার কাছে এলো,,,,মিম এর পিছু পিছু আয়ান ও এলো,,,

পরীর জন্য চিন্তা করছিলো তাই আয়ান মিম এর সাথেই পরীর ওয়েট করে,,,

মিম-পরী এই এগুলো কী করে হলো,,আর তোর হাতে পায়ে বেন্ডেজ কেনো,,,কী হলো বল,,,

পরী কিছু বলতে পারছে না মাথাটা ঘুরছে,,,মিম কী বলছে তা কান পর্যন্ত পৌছালে না,,চোখ বুজে এলো,,,,চারদিক অন্ধকার নেমে গেলো,,,,

♠♠♠

সকাল ৮টায় পরীর ঘুম ভাংলো,,,,ঘড়ির দিকে তাকিয়ে চোখ চাকল গাছ ,,,, ঘড়ি স্পষ্ট জানান দিচ্ছে,,৮:১৯ বাজে,,,

পরী-আল্লাহ আজ আমি শেষ এই খাটাস টা আজ আবার বকবো,,,,আজ এতো দেরি যে কী করে হয়ে গেলো,,,,,

তখনি মিম খাবার নিয়ে রুমে ডুকলো-গুড মনিং…

পরী-মনিং বনিং পরে আগে আমাকে একটু ওয়াসরুমে দিয়ে আয় রেডি হব এমনি অনেক লেট হয়ে গেছে,,,,

মিম-কই যাবি তুই এ শরিল নিয়ে,,,

পরী- আফিস যাবো বোন নাইলে ওই তিতা নিমপাতা আমারে আফিস বের করে দিবো,,,

মিম-নাহ বের করে দিবে না,,,,ওনি নিজে তোকে ২দিন রেস্ট এ থাকতে বলে গেছেন,,,,

পরী-কী…….কখন আর ওই তিতা নিমপাতা এর সাথে তোর কই দেখা হলো,,,

মিম-এই তিতা নিমপাতা তিতা নিমপাতা করছিস কেনো ওনার ও তে একটা নাম আছে কী না হ্যা,,,আর তোর তো ওনাকে ধন্যবাদ বলা উচিত কাল উনি তোর লাইফ সেফ করেছে,,,,

পরী-আরে ওই তিতা নিমপাতা কই আমার জান বাচালো আমাকে তো মি.রেদ বাচা….

হঠাৎ পরীর রেদ নামটা কেমন জেনো পরিচিত পরিচর লাগছে,,,,তারপর হঠাৎ মনে পরতেই চমকে ওঠে পরী,,,

পরী-মানে রেদওয়ান আহামেদ রেদ আর মি.রেদ একই লোক😲😲,,,,আল্লাহ কাল ওনাকে কত কিছুই না বললাম,,,,আমি তো শেষ,,,,

মিম পরী কোনো কথার আগা মাথা বুঝছে না,,,হাবলার মতো পরী কে দেখছে,,,,,

রেদের আজ সকাল এ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে,,,রেডি হয়ে নিচে নামতে নামতে ৯:৪৮ বেজে যায়,,

তাদেখে রেদের দিদা বলে উঠে-আজ সূর্য কোন দিকে ওঠলো রে মিনা,,,,

মিনা টেবিলে খাবার সাজাচ্ছিল দিদার কথায় একবার দিদার দিকে তাকিয়ে দিদার নজর ফলো করে শিড়ির দিকে আবাক হয়ে বলে,,,,,

মিনা-ভাই জান আপনি এখনো বাড়িতে,,,,

রেদ নিচে নামতে নামতে বলল-কাল রাতে ঘুমাতে লেট হয়ে গেছে তাই,,,,আর তুই এমন ভাবে বলছিস যেনো আমি বাড়িতে থাকতেই পারি না,,,,,

দিদা-হুম তা কালকের মেয়েটার খবর কীরে,,,,

রেদ-মোটামুটি ভালো ২দিন রেস্ট এ থাকলে সুস্থ হয়ে যাবে,,,,

দিদা-ভালো,,, তা মেয়েটা দেখতে কেমন,,,

রেদ বলে-পরীর…..

আর কিছু বলার আগেই বলে উঠলো-এতো সুন্দর,,,পরীর মতো দেখতে,,,

রেদ ভ্রু কুচকে তার দিদার দিকে তাকালো,,,,আর কিছুটা রাগি কন্ঠে বলল-ওর নাম পরী,,

বলে উঠে চলে গেলো খাবার শেষ করে,,,

#ভালোবাসার_অভিনয়
#Anuridhi_Rahman
#পর্ব ৪

আর কিছু বলার আগেই বলে উঠলো-এতো সুন্দর,,,পরীর মতো দেখতে,,,

রেদ ভ্রু কুচকে তার দিদার দিকে তাকালো,,,,আর কিছুটা রাগি কন্ঠে বলল-ওর নাম পরী,,

বলে উঠে চলে গেলো খাবার শেষ করে,,,
.
.
.
.
.
.
.
রেদ অফিস গিয়ে তার ম্যানেজার কে ডাকে,,,,,ম্যানেজার কিছুটা ভয় পেয়ে যায় একে তো স্যার নিজে লেট এসেছে তারওপর পরী আজ অবার আফিস আসেনি,,,,

তাও নিজের মনকে শান্ত করে রেদ এর কেবিন এর সামনে এসে দরজায় নক করে বলে,,,,

ম্যানেজার -স্যার আসবো,,,

রেদ-কাম অনিক সাহেব,,

ম্যানেজার সাহেব রুম এ আসতেই রেদ তাকে বসতে বলল,,ম্যানেজার সাহেব একটা চেয়ার টেনে বসতেই রেদ আবার বলল

রেদ-আচ্ছা এই মিস.পরী

রেদ কথা শেষ করার আগেই ম্যানেজার সাহেব বলে ওঠলো-স্যার আমি সরি বাট আজ মিস.পরী আসেনি যে মেয়ে একদিন লেট আসেনি সে কাল লেট এলো আর আজ আসেই নি,,,

বাট স্যার মেয়েটা কাজ কে একদমই হেলফেল করে না,,,কী যে হলো এই ২দিন ধরে মেয়েটার,,,,,স্যার মেয়েটস খুব ভালো কাজ করে আর ওর সব…..

রেদ ওনাকে আর কিছু বলতে না দিয়ে থামিয়ে দিয়ে একটু জোরে বল-আরে অনিক সাহেব কথাটা আগে শুনুন

ম্যানেজার-ওহহ সরি স্যার,,,, আপনি বলুন,,,,

রেদ-কাল বাড়ি ফেরার পথে মিস পরীর একটা ছোট্ট এক্সিডেন্ট হয়েছিলো,,,তাই আমি তাকে দুদিন রেস্ট এ থাকতে বলেছি আমি,,,আর আপনাকে এখানে ডেকেছি কারন মিস পরীর কাজ গুলো অন্য কোনো স্টাফ কে দিয়ে দিন,,,,

ম্যানেজার-ইসস মেয়েটা এখন কেমন আছে স্যার জানেন কী কিছু,,,

রেদ আনমনেই বলে ফেলে-বাড়ি পৌছে দিয়েছি ভালোই আছে হয়তো,,,,

ম্যানেজার-আপনি পরীকে বাড়ি পৌছে দিয়েছেন,,,,

অনিক সাহেব এর কথায় রেদ বুঝতে পারে ও কী বলে ফেলেছে তাই ও বলল-আপনাকে আমি একটা কাজ দিয়েছি যায় সেটা করেন,,,,আর আজকের মিটিং এর টাইমিং গুলো আমাকে মেসেজ করে দিবেন,,,

ম্যানেজার-জ্বী স্যার,,,,

বলে অনিক সাহেব বেরিয়ে গেলেন রেদ নিজের কাজে মন দিলো হঠাৎ কী যেনো নিতে টেবিল এর ডয়ের খুলে দেখে সেখানে ৭টা গোলাপ ফুলল কিছুটা শুকিয়ে গেছে,,,,

ফুল গুলো দেখেই পরীর কথা মনে পরে যায়,,, পরীর কথা ভাবতে ভাবতে একটা গোলাপ ফুল হাতে নিয়ে পরী বলা কথা গুলো ভাবছে,,,,

(পরী-কী ভাবে দেখবো,,,,মাথা নিচু করে ছিলাম তো,,,ভাবছিলা গোলাপ ফুল গুলো দিয়ে সরি বলব বাট তিতা করালা তিতা নিম পাতা,,,এতো এতো কাজ দিয়ে দিলো,,,তাই রাগকরে টেবিলে রেখে এসে পরেছি)

রেদ এর ঠোটে আপনাআপনি স্মাইল চলে এলো,,,আর বলল-তিতা নিমপা নামটা খুব একটা খাবাপ না মিস পরী উপসস মিস পরী না শুধু পরী,,,,,,

২দিন বাড়িতে শুয়ে বসে থাকতে থাকতে পরী টায়ার্ড,,, তাই সকাল সকাল পরী উঠে অফিস এর জন্য তৈরি হয়ে গেলো,,,পায়ের বেথ্যা নেই বাট হাত এ একটু বেথ্যা আছ,,,

মিম-এই পরী তুই রেডি কেন হচ্ছিস,,, কই যাবি,,,

পরী-অফিস যাবো,,, আজ আর মানা করতে পারবি না ২দিন হয়ে গেছে,,,এই ভাবে ঘরে শুয়ে বসে আমি আর থাকতে পারবো না,,,

মিম-তাই বলে অফিস যাবি একদম না,,,,

পরী-তুই আজ আমাকে বেধে রাখলে ও আটকাতে পারবি না,,,আর এই তুই অফিস যাস না কেন হ্যা তোর হবু বর এর অফিস বলে এই ভাবে তার শুযুগ নিবি,,

মিম-না মানে আয়ানই তো যেতে মানা করলো তুই অসুস্থ তাই,,,

পরী-এইতে আমি অফিস যাচ্ছি আবার তুই ও অফিস যা,,,যা যা রেডি হয়ে যা,,,

পরী মিম কে আর কিছু বলার শুযুগ না দিয়ে বেগ নিয়ে ভোদৌড়,,,,,

মিম-পরী শোন তো আমার কথা,,,,

পরী এপার্টমেন্ট থেকে নেমে একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে গেলো আর বলল-ভাগ্য ভালো পা টা ঠিক হয়ে গেছে নাইলে এখন মিম কিছুতেই আসতে দিলো না,,,,,

রাস্তায় জাম না থাকায় তারাতারি অফিস পৌছে গেলো পরী,,,,

মিমের আর কী করার মিম ও রেডি হয়ে অফিস চলে গেলো,,,,পরী অফিস ডুকে দেখলো এখনো কেও আসেনি,,,,

পরী-কী বেপার সবাই এখনে আসেনি কেনো কয়টা বাজ,,,,

পরী ঘড়ির দিকে তাকিয়ে হা হয়ে গেলো মাএ ৭:২৫ বাজে,,,এই সময় অফিস পিউন ছাড়া আর কেও আসে কী না সন্দেহ কারন আ
অফিস টাইম ৮:৩০ থেকে,,,,

পরী এসব ভাবতে ভাবতে নিজের কেবিনে গেলো,,,টেবিল টা একদম পরিস্কার,,, পরী টেবিলে বেগ রেখে ফোনটা বেড় করলো,,,

মিম এর মেসেজ দিয়েছে মেসেজ ওপেন করে দেখে তাতে লেখা-গাধ আমি আজ পর্যন্ত কাওকে ৭টা বাজে রেডি হয়ে অফিস যেতে দেখিনি,,,

পরী নিজেকে নিজে বলে-আমি গাধা ধুউর এখন কী করবো,,,,পরী টেবিল এর ফাইল গুলো দেখলো না সব কাজ কম্পিলিট,,,, কী করবে এসব ভাবছে তখনি ফোন এ একটা মেসেজ আসে,,,,

পরী মেসেজ টা ওপেন করে দেখে ম্যানেজার স্যার একটা ইনভিটেসন,,,,

আমাদের কাম্পানি এই ৩মাস এ ৪টা বড় ডিল ঠিক ভাবে সাক্সেসেফুল হয়েছে,,, সেই খুশিতে আগামী কাল আমাদের MD মানে রেদওয়ান আহামেদ রেদ এর বাড়িতে একটি পার্টি আয়োজন করা হয়েছ,,,তাই কাল সবাই সন্ধ্যা ৭টায় (——) এই ঠিকানায় পৌছে যাবেন,,,,এবং

নোট:পার্টির কারনে কাল অফিস হাফ ডে হবে,,,ধন্যবাদ,,,

পরী পার্টির কথা শুনে একটু খুশিই হলো অনেক দিন পার্টিতে যাওয়া হয়না ভেবে বাট লাস্ট লাইন পরে পরী বলতে লাগলো,,,,

পরী-বেটা খচ্চর,,, কাল কের দিন টা ও ছুটি দেয় না,,,পার্টি দিলো ছটি দিবে না,,,,তিতা নিমপাতা কী সাধে বলি নাকী,,,,

এসব ভাবতে ভাবতে ৮টা বেজে যায়,,,,পরী বসে বসে লেপ্টপ এ ডরিমন দেখতে,,,,,অফিসে সবাই চলে এসেছে,,,সবাই কালকের পার্টি এর বেপার নিয়ে কথা বলছে,,,,

বাইরে কথা বলার শব্দ শুনে পরী লেপ্টপ ওপ করে বাইরে এসে বলে-এতো হইচই কিসের,,,,

পরীর কথা শুনে সবাই তারদিকে তাকায়,,,আজ ২ দিন পর তারা সবাই পরীকে দেখছে,,,

সবাই পরী কেমন আছে জানতে চাইলে পরী বলে সে ভালো আছে,,,,ম্যানেজার সাহেব আসে নি এখনো,,,তাই পরী বলল-যার যা কাজ আছে সে সেই কাজে লেগে পরো,,,আর নিলিমা তুমি আমার কেবিন এ আসো একটু,,,,

সবাই পরীর কথা শুনে কাজে লেগে পরলো,,,,পরী নিজের কেবিনে গেলো পিচু পিছু নিলিমা নামের মেয়েটা,,,,

পরী-আই থিংক আমি এই দুই দিন ছিলাম না তাই আমার কাজজ গুলো তোমাকে করতে হয়েছে,,,যেই টুকু হয়েছে তুমি সেই কাজ এর ফাইল গুলো আমাকে দিয়ে যাও,,,,

নিলিমা-ওকে মেম,,,,

পরী-নিলিমা কত বার বলবো পরী বলবা আমাকে,,,,

নিলিমা-ওহহ সরি ওকে পরী,,,

তারপর নিলিমা পরীকে কাজ এর ফাইল গুলো দিয়ে চলে গেলো,,,পরী কাজ এ মন দিলো,,,,রেদ অফিস এসে দেখে সবাই কাজ করছ,,,রেদ কে দেখে সবাই তাকে গুড মনিং বলে,,,,

রেদ তার উত্তর দিয়ে নিজের কেবিনে চলে যায়,,,কিছু ক্ষনা বাদে পিউন তাকে কফি দিয়ে যায়,,,,,

পরী দুদিন আগের ঘটনা ভুলেই গেছে প্রায়,,,তাই রেদ এর আজকের মিটিং সেডিউল নিয়ে তার কেবিনের সামনে এসে ডোর নক করে বলে মে আই কাম স্যার,,,

রেদ-কাম ইন,,,,

পরী ভেতরে ডুকে রেদ এর দিকে না তাকিয়েই বলল-স্যার আজ আপনার ১২ টা বাজে একটা ভিডিও কল এ একটা মিটিং আছে দুবাই এর শেখ আহসান এর সাথে আর আজ দুপর ২টায় একটা মিটিং আছে মল্লিক ব্রাদার্স কম্পানির সাথে,,,

ভেয়েজ টা চেনা চেনা লাগছে তাই রেদ সামনে তাকিয়ে থমকে যায়,,,,,

এক হাতে নোট বুক এক হাতে একটা কলম ঠোট গুলো অনাগত নরছে,,,,নীল 3 পিস পড়া চোখে কাজল পরা মেয়েটার মায়ায় আটকে গেছে রেদ,,,,

যেই রেদ আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালো করে তাকায় নি সে এই মেয়েকে দেখে কেনো যে তার চোখ পরলে চোখ এর পলক ফেলতেই ভুলে যায়,,,,

পরীর কথা শেষ হতেই পরী রেদ এর দিকে তাকিয়প চমকে ওঠে,,,,২আগের কথা এএক পলকে মনে পরে গেলো,,,,

আর হাত থেকে কলম টা পরে যায়,,,কিছু পরার শব্দে রেদ এর ঘোর কাটে,,,,রেদ নিজেকে কিছুটা সাভাবিক করে বলল-ওয়াট হেপেন,,,

পরী নিচ থেকে বসে কলম টা ওঠিয়ে বলল-I am sorry sir am really sorry,, আসলে সেদিন আমি আপনাকে ওই ভাবে বলতে চাইনি,,,,,

রেদ এবাব বেপার টা বুঝতে পেরে একটু মজা নেওয়া জন্য বলল,,,,,
,