#ভালোবাসার_অভিনয়
#Anuridhi_Rahman
#পর্ব ৯
-স্যার যেই ভাবো তোকে কোলে করে নিজের কেবিনে নিয়ে গেলো কত কেয়ার করলো,,,,দেখে মনে হচ্ছিল তার খুব কাছের কেউ,,,,
শিলা-একদম ঠিক,,,,আচ্ছা এসব বাদ দে পার্টিতে জাওয়ার কী প্লেন,,,,
তিন জন আরো অনেক কথা বলল শিলা বর মিলি চলে যেতেই পরী কিছুটা ভাবনায় পরে গেলো,,,,কী বলল ওরা
.
.
.
.
.
.
.
পরী বাড়িতে বসে বসে সকালের কথা ভাবছে,,,,পরী অফিস থেকে ফিরে ফ্রেস ও হয়নি,,,,বিকেলে মিম বাড়ি ফিরে পরী পার্টিতে যাবে তাই আয়ান কে বলে তারতারি ছুটি নিয়ে বাড়ি ফিরেছে,,,
মিমি ফ্লাট এ ডুকে দেখে পরী সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পরেছে,,,,মিম ফ্রেস হতে চলে যায়,,,, কিছুক্ষন বাদে রান্নাঘর এ গিয়ে দেখে পরী কিছু রান্না করে খায় নি,,,,
তারমানে ও এখনো না খাওয়া,,,,মিম চাল ধুয়ে রান্না বসিয়ে দেয় এ তারপর ২পিছ ইলিশ মাছ ভেজে নেয়,,,,ভাত হয়ে গেলে ভাত এর মার ফেলে ডাল ধুয়ে চুলায় বসিয়ে পরীর কাছে গেলো,,,,
মিম পরীকে ডেকে তুলল আর বলল-এই তুই এসে কী ফ্রেস হয়েছিলি,,,,আর রান্না করিসনি কেন,,,
পরী চোখ চুলকাতে চুলকাতে বলল-না,,,,,
মিম-তাইলে যা ফ্রেস হয়ে আয়,,,,খাবার দিচ্ছি,,,,
পরী রুমে চলে গেলো ফ্রেস হতে,,,মিম ২প্লেট এ খাবার বেরে টেবিলে নিয়ে আসে,,,, পরী একটা গোলাপি কুর্তী আর সাদা ধুতি পাজাম পরে ফ্রেস হয়ে বের হয়,,,,
পরী টেবিলে বসেতে বসতে বলল-পার্টিতে যাবো না,,,,
মিম-কেনো যাবি না,,,
পরী সকালের সব ঘটনা খুলে বলল মিমকে,,, মিম সব শোনার পর কিছুক্ষন চুপ থেকে বলল,,,,
মিম-খেয়ে তারাতারি রুমে আয়,,,
মিম খাবার শেষ করে রুমে চলে যায় পরীর একটু টাইম লাগে মাছের কাটা বেছে খেতে,,,
পরী খাওয়া শেষ করে প্লেট গুলো ধুয়ে রান্না ঘর এ রেখে রুমে গিয়ে দেখে মিম বিছানায় ২ টা শাড়ি একটা গোল জামা আর একটা গাউন রাখা,,,আর মিম আর কী যেনো আলমারি থেকে বের করছে,,,,
পরী-এসব কী!!! তুই কী কোথাও যাবি???
মিম-ওহ তুই এসে গেছিস এদিক আয় দেখ কোনটা পরবি,,,,
পরী-মানে??
মিম-মানে তুই পার্টি তে যাচ্ছিস,,,, এটা ফাইনাল
পরী-বাট তকে তো সব বললাম,,,,
মিম-হুম তাই আমি তোকে যেতে বলছি এখন আয় রেডি হ,,,,
মিম পরীকে ড্রেসিং টেবিল এ সামনে বসায়,,,আর তৈরি করে দেয়,,,,
৭টার পরেই গেস্ট আসা শুরু হয়ে গেছে আহামেদ ভিলায়,,,, মোটামুটি অনেকেই চলে এসেছে,,,, বেস জমে উঠেছে পার্টি
রেদের দাদি জান আর মিনা সব গেস্ট দের দেখছে,,, কিছু ওয়েটার ঘুরে ঘুরে সবাইকে জুস কোল ড্রিং দিচ্ছে,,,,
৮টার সময় পরী পার্টিতে পৌছায়,,,পরী পার্টিতে ডুকতেই সবার নজর তার দিকে যেনো কোনো পরী আকাশ থেকে নেমে এসেছে,,,
একটা বেবি পিং কালার শাড়ি পরেছে,,,চুল গুলো কোমর পর্যন্ত অবাধ্য ভাবে পরে রেয়েছে,,,,হাতেরর মোঠ ভড়া চুড়ি,,,,চেখে কাজল ঠোট এ মিষ্টি হাসি,,,,
পরীকে দেখে পার্টির সব ছেলেরা ডেপ ডেপ করে চেয়ে রয়েছে,,,,পরী দেখ কিছু দূরে মিলি শিলা আর কিচু অফিস কালিগ দাড়িয়ে রয়েছে,,,,
পরী সোজা তাদের গিয়ে জয়েন করলো,,,পরীকে দেখে সজল বলল-পরী ইউ লুক ডেম কিউট,,,,
সজল এর এই কথা শুনে রুনা সজলকে একটা খোচা দিয়ে বলল-বাহ তাই নাকি,,,,(রুনা সজল এর ফিয়ন্সে)
সজল-তার থেকে ও বেশি কিউট আমার রুনা বেবি😁😁,,,,
সবাই সজল এর কথা শুনে হেসে দিলো তখন পরী বলল-শুধু রুনা না আজ সবাই কেই অনেক কিউট লাগছে😊,,,,
মিলি-বাট আমরা তো মেকাপ সুন্দরি বাট তুই নেচরাল সুন্দরি,,,,
রুনা-এটা একদম সত্যি কথা,,,,
তখনি সারারুম এর লাইট ওফ হয়ে যায় আর একটা লাইট জলে ওঠে সিড়ির দিকে,,,রেদ ফুল ব্লাক সুট পরেছে ব্লাক সু ব্লাক রয়েল ওয়ার্চ আর চুল গুলো বাতাসে হালকা উরছে,,,,
তার পাশে তার দিদা তার কিনে দেওয়া শাড়ি আর আগের দিন এর সাজ,,,একদম কুইন লাগছে,,,
দুজনে সিড়ি বেয়ে নিচে নেমে এলো একটা স্লো মিউজিক বাজতে লাগলো,,,,রেদ নিজের দাদিজান এর সাথে সবার সাথে কথা বলছে,,,,
হঠাৎ রেদ এর চোখ যায় পরীর দিকে পরীকে দেখে রেদ একদম থমকে যায়,,,এ কাকে দেখছে,,, একদম পরীর মতো লাগছে পরীকে,,,,
রেদের দাদিজান রেদকে ২/৩ বার ডাকে বাট কোনো সারা পায় না তাই রেদ এর দিকে তাকিয়ে দেখে রেদ একদিকে তাকিয়ে আছে,,,,
তিনি রেদ যে দিকে তাকিয়ে আছে সে দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে শাড়ি পড়া দাড়িয়ে আছে,,,,মেয়েটার চেহারি উনি দেখতে পারছেন না,,, তাই তিনি রেদ কে কিছু না বলে সোজা পরী কাছে চলে গেলেন,,,,
রেদ এর দাদি পরীকে পিছন থেকে গিয়ে ডাকতেই পরী পিছন ফিরে তাকায়,,,,পরীকে দেখে রেদর দাদির চোখ কপালে উঠে যায়,,,,ও উনি কাকে দেখছে,,,,এ যে অবিকল তৃনা,,,,,
পরী পিছর ঘুরে দেখে রেদ এর দাদি দাড়িয়ে আছে ওনার সম্পকে ৫মিনিটে বেস ধারনা পেয়ে গেছে,,,বাট উনি এই ভাবে অবাক হয়ে তাকে দেখছে কেনো কোনো মানেই খুজেই পেলো না,,,,
পরী-কেমন আছেন দাদিজান
দাদি-তুমি তৃনা কে চিনো,,,,
পরী এই কথা শুনে কি বলবে বুঝতে পারলো না কারন ও তৃনা নামের কাওকে চিনে না,,,,
রেদর ঘোর ওয়েটার এসে কাটিয়ে দিয়ে গেছে,,,,ঘোর কাটতেই দাদিজানকে পরীর পাশে দেখ কিছুটা অবাক হয়,,,,
পরী দাদি কে বলল সে কোনো তৃনা কে চিনে না,, উনি আর কিছু না বলে চলে গেলো,,,তখনি রেদ পরীর কাছে এলো আর বলল
রেদ-দিদা কী জিজ্ঞাস করলো,,,
পরী তখন কিছুটা ভাবনায় ছিলো রেদ এর কাথা শুনে চমকে সামনে তাকিয়ে দেখে তার সামনে একজন ক্রাশ খাবার উপযোজ্ঞ পাএ দারিয়ে আছে,,,,
পরী নিজেকে সামলে নিলো ছোটো খাটো ক্রাশ খেয়,,,,
#ভালোবাসার_অভিনয়
#Anuridhi_Rahman
#পর্ব ১০
রেদ-দিদা কী জিজ্ঞাস করলো,,,
পরী তখন কিছুটা ভাবনায় ছিলো রেদ এর কাথা শুনে চমকে সামনে তাকিয়ে দেখে তার সামনে একজন ক্রাশ খাবার উপযোজ্ঞ পাএ দারিয়ে আছে,,,,
পরী নিজেকে সামলে নিলো ছোটো খাটো ক্রাশ খেয়,,,,
.
.
.
.
.
.
.
রেদ-কী হলো বলো দিদা কী বললেন,,,,
পরী-উনি বললেন…
পরী কথা শেষ করার আগেই সব লাইট ওফ হয়ে যায় আর একটা লাইট পরী আর রেদ এর উপর পরলো,,,,
এর একজন লোক তাদের দুজনকে উদ্যেশ করে বলল-লেডিস এন্ড জেন্টেলমেন্ট আমরা চাই আমাদের স্যার আর কিউটি পাই পরীর একটা কাপাল ডান্স করুক,,,,
কী বলো সবাই,,,,সবাই এক সাথে চেয়ার আপ করে বলে ইয়েস,,,,
তাদেখে রেদ ও পরী সামনে হাত বারিয়ে দিয়ে বলে -will you dance with me???
(মিম-শোন তুই রেদ ভাইয়ার আসে পাশে থাকবি আর ওনার বিহেব কেমন তোর সাথে সেটা আমাকে এসে বলবি,,,
পরী-কেন
মিম-বুঝার জন্য,,,
পরী-কী বুঝতে চাস,,,,
মিম-তোকে যা বলছি তা কর শুধু,,,এখন চল রেডি হবি)
পরী মিম এর কথা গুলো ভাবছিলো তখনি পরীর মুখের সামনে চুটকি বাজায় রেদ আর বলে-কই হারিয়ে গিয়েছিলেন মেম,,,
পরী নিজেকে সামলে নিয়ে বলল-কোথাও না,,,,এইতো,,,
রেদ-কী হলো বলো ডান্স করবে কী না,,,,
বলে আবার হাত বারিয়ে দিলো পরীর দিকে পরী হালকা হেসে রেদ এর হাত ধরে বলে-ইয়েস
রেদ পরী কে নিয়ে স্টেজ উঠলো,,,,তাদের পিছনে আরে ২জন কাপাল স্টেজ এ উঠলো,,,,
বেখেয়ালি গান টা বাজলে লাগলো,,,,আর সবাই নাচতে লাগলো,,,, রেদ আর পরী খুব ক্লোজলি ডান্স করছে,,,ওপর থেকে রেদের এর দাদিজান সব দেখছে,,,,
ওনি মিনা কে ডেকে বলল আমার সাথে চলতো একটু,,,,মিনা আর রেদ এর দাদিজান রুমে চলে এলো উনি আর মিনা একটা পুরোনো ডাইরি খুজতে লাগলো,,,,
মিনা-ওহ দাদি কী ডাইরি নিয়া পরলেন,,,বাইরে কী সুন্দর ভাইজান আর ওই আফায় নাচতাছে,,,,নাচ টাই দেখতে দিলেন না,
দাদিজান-ছাড় তোর নাচ ডাইরিটা খোজ খুব দরকার,,,,,
এদিকে পরী এর রেদের নাচ শেষ হতেই চারদিকে তালির শুর বেজে ওঠলো,,,,নাচতে নাচতে ২জন ২জন এর মাঝে এতোটা মগ্ন হয়ে গিয়েছিলো যে নাচ যে শেষ তা বুঝেয়নি
তালির শব্দে রেদ আর পরীর ঘোর কাটে দুজন দুজনের থেকে এজটু সরে দারায়,,,,,,, পরী স্টেজ থেকে নেমে যায়,,রেদ ও স্টেজ নেমে যায়,,,
সবাই পার্টি ইনজয় করছে রেদ দেখলো পার্টিতে দাদিজান না মিনা কেও নেই,,, রেদ দাদিজান এর রুমে গিয়ে দেখলো,,,দাদিজান আর মিনা কী যেনো খুজছে,,,,
রেদ-দিদা কী খুজছো,,,,
রেদ এর দাদিজান চমকে পিছনে তাকায়,,,মিনা রেদ কে দেখে ফট করে বলে ফেলে,,,,
মিনা-আর বইলেন না ভাইজান সেই কখন থেকে আমারে দিয়ে কিসের ডাইরি খুজাইতাছে,,,,
রেদ-কিসের ডাইরি???
দাদিজান-মিনা চুপ থাক তুই,,,যা তোর খুজতে হবে না যা তুই নাচ গান দেখগে,,,
মিনা-আর কিসের নাচ দেখুম ভাইজান আর ওই সুন্দুরি আফার নাচ তো শেষ,,,,ওহন গিয়া কী করুম,,,খুজতাছি,,,,
কিছুটা রাগ নিয়েই কাজে মন দিলো মিনা,,,রেদ মিনার কথা শুনে একটু হাসলো তারপর দাদিজানের কাছে গিয়ে বলল -কিসের ডাইরি বললা না দিদা,,,
দিদা-তেমন কিছুনা পুরান একটা ডাইরি এই আর কী,,,
রেদ-বেশি দরকারি কী আমি কী খুজতে হেল্প করবো,,,
দিদা-না আমি খুজে নিবো তুই যা পার্টির দিকে দেখ কার কোনো প্রব্লেম হলো নাকী,,,,
একপ্রকার জোর করে রেদ কে পার্টিতে পাঠিয়ে দিলো,,,,মিনাকে ও পাটিয়ে দিলো,,,
রেদ এসে পার্টি জয়েন করে রেদ পার্টিতে পরীকে খুজছে বাট কোথাও পেলো না তাই রেদ শিলা আর মিলির কাছে গেলো,,,, তারা পরীকে নিয়েই কথা বলছিলো,,,,,
রেদ-কী নিয়ে কথা হচ্ছে গার্লস
শিলা-নাথিং স্যার,,,আমরা জ্যাস্ট কথা বলছিলাম
রেদ-পরীকে নিয়ে কী কথা বলছিলে জানতে পারি কী,,,,
শিলা আর মিলি একে ওপরকে একবার দেখে তারপর মিলি বলল-আসলে স্যার,,,,,
মিলি আর শিলা রেদকে সব খুলে বলল কী হয়েছে তা শুনে রেদ বেশ রেগে যায় ১০মিনিট পার্টিতে ছিলোনা এতেই এতো কিছু হয়ে গেলো,,,,
রেদ-পরী কখন বেরিয়েছে,,,
মিমি-এইতো ৫ মিনিট হবে,,,,,
রেদ খুব জোরে বলে-পার্টি ওফ সবাই ডিনার করে বাড়ি ফিরে জান আর কাল আরফান সাহেব আমার অফিসে দেখা করবেন,,,,
বলে রেদ বাড়ি থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে,,,পরী কাঁদতে কাঁদতে একটা পার্কের কাছে এসে একটা বেঞ্চের ওপর বসে পরলো,,,,,
পরী-সব তোমার দোষ নিলয় সব তোমার দোষ 😭😭😭😭,,,,,আজ হয়তো গল্পটা অন্য রকম হতো,,,,
পরী চিৎকার করে কান্না করছে,,,আকাশ মেঘলা ছিলো,,,পরীর কান্না দেখে মেঘ ও যেনো সমান তালে কাঁদতে লাগলো,,,,,
রেদ গাড়ি করে পরীকে খুজছিলো হঠাৎ রেদ দেখলো পার্কের বেঞ্চে কে যেনো বসে আছে,,,,
রেদ গাড়ি থামিয়ে কোট টা খুলে শার্টের হাতা ফোল্ড করে গাড়ি থেকে নেমে পরলো,,,গাড়ি থেকে নামতেই বৃষ্টির পানি রেদকে ভিজিয়ে দিলো,,,,
পরী কান্না করছিলো তখনি পরী নিজের পাশে করো উপুস্থিতি টের পেয়ে ভয় পেয়ে পাশে তাকিয়ে দেখে রেদ আরাম করে তার পাশে বসে রয়েছে,,,,,
চলবে,,,,,