#রূপসীর_আচল
#লেখক_আকাশ_মাহমুদ
#পর্ব_৬
আকাশ,অনেকটা সময় পরে ছাদ থেকে নিচে নামে,ছাদ থেকে নেমে যখন রুমে ঢুকবে হটাৎ কেউ একজন দৌড়ে এসে ধুপধাপ মারতে শুরু করে…!
এই এই কি করছিস কি মারছিস কেন…..?
এমন সময় হিয়া এই এই মেয়ে তুমি উনাকে মারছো কেন…?
মিলি,সেটা আপনার না জানলেও চলবে আমি আমার ভাইকে মারবো না কাটবো সেটা আমার ব্যাপার,আর কুত্তা তুই বিয়ে করেছিস আমাকে বলিসনি কেন,বাহ ভালোই তো আমি তো তোর বোন না,আমায় বলবি কেন,যাহ তোর সাথে আজ থেকে সব সম্পর্ক শেষ,
আকাশ,মিলি কলেজ থেকে মাত্রই এসেছে,প্লিজ বোন আমার শোন,তোকে সব খুলে বলছি প্লিজ এমন রাগ করিস না…!
মিলি,কি শুনবো হা,কি শুনার আছে আর যা করার তো করে নিয়েছিস,তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিলো,কিন্তু তুই সব ভেস্তে দিয়েছিস..!
আকাশ,মিলি আগে তুই একটু শান্ত হ সব বলছি..!
মিলি,ওকে বল…?
আকাশ,তারপর সব খুলে বললাম..!
মিলি,ওকে সবিই বুঝলাম,কিন্তু আমার কত প্লান ছিলো তোর বিয়েটা নিয়ে সেটার কি হবে..?
আকাশ,পকেট থেকে মানিব্যাগটা বের করে পাঁচ হাজার টাকা দিলাম ধর যাহ আমার বিয়েতে মজা করতে পারিসনি বলে তোকে ঘুষ দিলাম,যা মনে চায় করিস…!
মিলি,তুই জানিস আমি অল্প টাকার ঘুষ নেই না,আরো পাঁচ হাজার দে..?
আকাশ,কিহহ আরো পাঁচ হাজার..??
মিলি,হা দে বলছি বলে হাত থেকে খপ করে মানিব্যাগটা নিয়ে আরো পাঁচ হাজার টাকা নিয়ে নিলো..!
আকাশ,আল্লাহ আমার টাকা?
মিলি,চলে গেলো..!
আকাশ,চুপ করে খাটে বসে বসে গান শুনছে,নিচে নামার পর হিয়ার সাথে একটা কথাও বলে নাই..!
হিয়া,এই যে শুনছেন..?
আকাশ,গান শোনায় ব্যস্ত..!
হিয়া,এই যে শুনছেন বলে জোরে চিৎকার দিলো..?
আকাশ,এই মেয়ে কি হয়েছে এভাবে ষাঁড়ের মত চেঁচাচ্ছো কেন…?
হিয়া,আমার খিদে পেয়েছে,আমি কিছু খাবো…??
আকাশ,তো আমি কি করবো…?
হিয়া,কেন আমাকে কিছু খাইয়ে দিবেন…!?
আকাশ,আমার এত ঠেকা পড়ে নাই তোমাকে খাইয়ে দিতে,নিচে গিয়ে আম্মুকে বলো..!
হিয়া,এমন করেন কেন..??
আকাশ,দেখ তোমার সাথে রসিকতা করার মুড নাই,এখন চোখের সমানে থেকে যাও..!
হিয়া,মন খারাপ করে নিচে চলে গেলো,লোকটাকে খাইয়ে দিতে বলেছি,তাই বলে লোকটা আমার সাথে এমন করলো..?
আকাশ,এবার বুঝো কেমন লাগে,ভালো তো বেসেছিলাম,কিন্তু বাসতে দাও নি,তো এত কিসের আদিক্ষেতা?
হিয়া,নিচে গিয়ে রান্না ঘরের সামনে দাঁড়িয়ে আছে..!
আকাশের আম্মু হিয়াকে দেখতে পেয়ে,কিরে মা কি হয়েছে কিছু বলবি..?
হিয়া,আসলে আমার না খুব খিদে পেয়েছে?
আকাশের আম্মু,ইশরে আমার তো খেয়াল এই ছিলো না,তোরা এসেছিস তোদের নাস্তা দিতে,আচ্ছা এদিকে আয় আমি খাবার বেড়ে দিচ্ছি খেয়ে নে..!
হিয়া,আমি তো একা খেতে পারি না,বাসায় সব সময় আম্মু খাইয়ে দিতো, এখন তো উনিও খাইয়ে দিচ্ছে না কি ভাবে খাবো..!
আকাশের আম্মু,আচ্ছা এদিকে আয় আমি খাইয়ে দিচ্ছি,তারপর আকাশের আম্মু হিয়াকে খাইয়ে দেয়,কিন্তু আজ কেন জানি হিয়া খাবার খেয়ে তৃপ্তি পাচ্ছে না, কারন এ কয়দিন আকাশের হাতে খেতে খেতে,তাই অল্প একটু খেয়ে রুমে চলে আসে,তখনো আকাশ গান শুনছিলো..!
হিয়া,রুমে এসে চুপচাপ বসে আছে,একটু পর দুপুর হয়ে আসে,সবাই এক সাথে খাবার খেয়ে নিজের রুমে রুমে রেস্ট করছে,আকাশ ও রেস্ট করছে,খাটে হাত পা মেলে শুয়ে আছে..!
হিয়া,এই হাত পা গুছান আমিও রেস্ট করবো..!
আকাশ,এখানে জায়গা পাবে না এখন,অন্য কোথাও গিয়ে রেস্ট করো..!
হিয়া,মনে কি..?তো আমি কোথায় যাবো..?
আকাশ,যেখানে মনে চায় সেখানে যাও কিন্তু এখানে জায়গা পাবে না…!
হিয়া,ধুর লাগবে না আমার জায়গা বলে সোফায় গিয়ে বসে পড়ে..!
আকাশ,বিকাল বেলা ঘুম থেকে উঠে দেখে হিয়া সোফায় ঘুমিয়ে পড়েছে,ইশ দেখতে কি মায়াবী লাগছে,কিন্তু দেখতে যতটা কিউট মনের দিক দিয়ে তার বিপরীত,মন বলতে কিছু নেই মেয়েটার….!
আকাশ,ঘর থেকে বের হয়ে এলাকয় ঘুরতে বের হয়,আবার ঘুরাফেরা করে সান্ধায় আসে,বাসায় এসে হিয়ার সাথে কোন কথা বলে না,পুরোপুরি এভোয়েট করে এখন হিয়াকে,এভাবে আরো দুইদিন চলে যায়,হিয়ার সাথে কোন কথাই বলেনা আকাশ এখন,হিয়া যদি কোন কথা বলে তার উত্তর দেয়..!
হিয়া,তা ভালো করেই উপলব্ধি করতে পেরেছে,আকাশ তার সাথে ভাড় ভাড় হয়ে চলে,ধুর যেমন ইচ্ছে হয় করুক আমার কি,আর কয়েকটা দিন মাত্র তারপর আম্মুরা আসলে উনাদের সাথে চলে যাবো খচ্চর টাকে ডিভোর্স দিয়ে…!
আকাশ,আম্মু আমার অফিস ছুটির সময় প্রায় ফুরিয়ে এসেছে,কাল থেকে অফিসে যেতে হবে,আজ চলে যাবো আমি…!
আম্মু,সে কি রে আর কয়েকটা দিন থেকে গেলে হয় না..?
আকাশ,নাহ আম্মু আবার কিছুদিন পর ছুটি নিয়ে আসবো..!
আম্মু,আচ্ছা বউমাকে সাথে করে নিয়ে যাবি নাকি..?
আকাশ,তোমরা ভালো জানো,আমার সাথে যাবে না থাকবে…!
আম্মু,আচ্ছা নিয়ে যা, কারন একা একা থাকিস কথা বলার একটা সঙ্গী হলেও হবে…!
আকাশ,মনে মনে হুহ ওর মত মেয়ে হবে আবার আমার কথা বলার সঙ্গী আর মেয়ে খুজে পেলে না তুমি?
আম্মু,তো কখন যাবি..?
আকাশ,এই তো খেয়েই রওনা দিবো..!
আম্মু,আচ্ছা দাড়া আমি খাবার রেডি করছি,তারপর খেয়ে দেয়ে রেডি হয়ে নিলাম,তারপর সবার থেকে বিদায় নিয়ে হিয়াকে সাথে করে নিয়ে চলে আসলাম,গাড়িতে বসে আছি আর মনে মনে ভাবছি যাক ভালোই হয়েছে হিয়াকে আমার সাথে দিয়ে,এতদিন তো আম্মু খাইয়ে দিয়েছে কিন্তু এখন কে খাইয়ে দিবে,সেই আমার কাছেই ঘুরেঘুরে আসতে হবে…!
বাসায়,পৌঁছে কিছুটা সময় রেস্ট নিলাম,পরে বিকালে সাজ্জাদকে ফোন দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম দুজন মিলে,বেশ রাত করে বাড়িতে ফিরে এসেছি,আর আসার সময় বাহির থেকে কিছু খাবার নিয়ে এসেছি,কারন আজ রান্না করবার মত কোন শক্তি নাই শরীরে,
হিয়ার খাবার গুলো টেবিলে বেড়ে রেখে নিজে খেয়ে শুয়ে পড়েছি..!
ঘুমে চোখটা প্রায় লেগে এসেছে,এমন সময় হিয়া ডাক দিলো,মেজাজটা পুরা বিগড়ে গেলো একদম তাও কিছু বললাম না,
ডেকেছো কেন কি হয়েছে..?
অবশ্য কি হয়েছে সেটা আমার অজানা নয়..!
হিয়া,একটু খাইয়ে দিন না.??
আকাশ,কিহহ তুমি আমার ঘুম নষ্ট করেছো তোমায় খাইয়ে দেওয়ার জন্য..?
হিয়া,?
আকাশ,এই মেয়ে সমস্যাটা কি হা বুঝলাম না…?
হিয়া,দিন না একটু খাইয়ে এমন করেন কেন…??
আকাশ,নাহ পারবো না আমি খাইয়ে দিতে নিজের খাবার নিজে গিয়ে খাও,না হয় না খেয়েই থাকো..!
হিয়া,মন খারাপ করে চলে যায়,হিয়া খাবার গুলা নিয়ে বসে আছে কিন্তু আকাশ তো খাইয়ে দিবে না, তাই সে নিজেই শুরু করে খেতে,
কিন্তু ঠিক ঠাক মত খেতে পারছে না,এক লোকমা দিলে তার বেশির ভাগ বাহিরে গিয়ে পড়ছে…!
আকাশ,নাহ গিয়ে দেখি মেয়েটা কি করে,আস্তে আস্তে ডাইনিং টেবিলের দিকে যায়,গিয়ে দেখে হিয়া পুরো দুনিয়াদারী করেছে ভাত ছিটিয়ে ছুটিয়ে,আকাশের মায়া লাগে হিয়াকে দেখে,আকাশ কিছু না বলে গিয়ে হাত ধুয়ে আসে,আর খাবার টা হাতে নিয়ে এই হা করো..?
হিয়া,কান্না করে দিছে,আজ খেতে পারিনা দেখে এমন করছেন,থাক সমস্যা নেই আর কয়েকটা দিন সহ্য করুন তারপর আর কষ্ট দিবো না আপনাকে,তারপর আকাশের হাত থেকে খাবার টা মুখে নিয়ে নেয়..!
আকাশ,হুহ এখন কেমন লাগে,কষ্ট আমি পাচ্ছি তোমার ও তো কিছুটা প্রাপ্য,..!
হিয়া,নাক টেনে টেনে কান্না করছে আর খাবার খাচ্ছে!
আকাশ,এই মেয়ে চুপ কান্না করবা না একদম, না হয় এখনি উঠে যাবো আমি,পরে তোমার খাবার তুমি কি ভাবে খাবে সেটা তুমি জানো..!
হিয়া,এই না না, আর কান্না করবো না..!
তারপর,
আকাশ হিয়াকে খাইয়ে দেয় আর হিয়া চুপচাপ সমস্ত খাবারটা শেষ করে গিয়ে শুয়ে পড়ে,আকাশ ও গিয়ে শুয়ে পড়ে..!
সকাল বেলায়,
আকাশ, নাস্তা রেডি করে হিয়াকে ডাক দেয়,
হিয়া উঠে নাস্তা করে নেয়..!
রেডি হও..?
হিয়া,কেন..?
আকাশ,কারন আমার সাথে অফিসে যাবে তুমি..!
হিয়া,কেন সেদিন তো রেখে গেছেন, আজ কেন নিয়ে যাবেন..?
আকাশ,হা সেদিন রেখে গিয়ে আমার শিক্ষা হয়ে গেছে,পুরো ফ্লোর রক্তে ভাসিয়ে ফেলেছো,আর নাহ রেডি হও তাড়াতাড়ি আমার অফিসের জন্য লেইট হচ্ছে…!
আকাশ,হিয়াকে নিয়ে অফিসে চলে যায়,সবাই তো থথথথ হিয়াকে দেখে,মন হয় মেয়ে কোন দিন দেখে নাই অফিসের কলিগ গুলা,আকাশের তো সেই লেভেলের রাগ উঠছে, তাও ঝিম ধরে আছে,আকাশ হিয়াকে নিয়ে নিজের কেবিনের পাশে একটা জায়গা আছে,সেখানে বসিয়ে দিয়ে সে নিজের কেবিনে চলে যায়,আর কাজে মন দেয়..!
একটু পর
আকাশের কেবিনে মারিয়া আসে,সে অফিসের বসের মেয়ে,
মারিয়া,আকাশ মেয়েটা কে…?
আকাশ,কোন মেয়েটা…??
মারিয়া,তুমি যাকে সাথে করে নিয়ে এসেছো..?
আকাশ,ওহ ওটা কেউ না আমার ফ্রেন্ড..! মিথ্যা বললো কারন মারিয়া আকাশকে পছন্দ করে,তবে আকাশ করে না,আর এখন যদি সত্যিটা বলে দেয় তাহলে মারিয়া সিনক্রিয়েট করবে..!
মারিয়া,তাহলে ঠিক আছে বলে আকাশের কোলের উপরে গিয়ে বসে..!
আকাশ,কি করছো কি মারিয়া..?
এগুলা কিন্তু ঠিক হচ্ছে না, কেউ যদি এখন এসে এই সব দেখে তাহলে কেলেংকারী হয়ে যাবে..!
মারিয়া,এই তুমি চুপ থাকো তো একদম কোন কথা বলবে না বলে আকাশের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকবে,শুনো আর মাত্র কয়েকটা দিন তারপর আমি আব্বুকে বলে তোমায় বিয়ে করে নিবো,আর তোমায় অনেক গুলো বাবু উপহার দিবো..!?
এমন সময় হটাৎ হিয়া আকাশের কেবিনের দিকে আসে,আর যখন কেবিনের দরজা খুলে ভিতরে ঢুকে তখন দুজনকে এই অবস্থায় দেখে না বলে চোখে হাত দিয়ে ফেলে….!
চলবে….?
আর ভুল ত্রুটি গুলো ক্ষমার নজরে দেখবেন…..!