অন্তরালের অনুরাগ পর্ব-৪৪+৪৫

0
691

গল্পঃ #অন্তরালের_অনুরাগ
লেখনীতেঃ #নাহিদা_নীলা
#পর্বঃ ৪৪

গায়ে উচ্চমাত্রার জ্বর, পা কেটে রক্ত গড়গড়িয়ে বের হচ্ছে এমতাবস্থায় বিয়ের শেরওয়ানি পরিহিত অবস্থায়, সাদিদ এলোমেলো পায়ে ঢাকার রাস্তায় নিজের প্রিয়তমার খোঁজে বের হয়েছে। নিজের বর্তমান করুণ পরিস্থিতিতে তার বিন্দুমাত্র খেয়াল নেই। কেননা নিজের দিকে নজর দেওয়ার সময় কোথায়? এতটাই দিশেহারা যে প্রিয়তমার খোঁজে বের হওয়ার জন্য যে পকেটে টাকা লাগবে সেই খেয়ালটুকু তার মধ্যে এখন নেই৷ আর না আছে সুশীল মানবজাতীর অতিপ্রয়োজনীয় জিনিস পায়ের জুতো। তার অবস্থা এইমুহূর্তে একেবারে খাপছাড়া। পিচ ঢালা রাস্তায় কাটা নগ্ন পা-জোড়া যেন সামনে এগুতেই চাইছে না। তারপরও সে পা-জোড়া টেনে টেনে খুঁড়িয়ে সামনের দিকে হেঁটে চলেছে। তার দৃষ্টি ভীষণ এলোমেলো। তাই সামনে যে তীব্র বেগে গাড়ি ছুটে আসছে সেদিকে তার খেয়াল নেই। গাড়ির হেডলাইটের আলো চোখ ঝলসে দিতেই সে হাতদুটো দিয়ে চোখ বন্ধ করলো। কিন্তু ভয় পাওয়ার বিন্দুমাত্র লক্ষ্মণ তার মধ্যে প্রকাশ পেল না। আর না ভয়ের প্রতিধ্বনি হয়ে মুখ ফুটে কোনো করুণ আর্তনাদ বের হলো। বর্তমান পরিস্থিতি যেন তার নিকট সকল ডর-ভয়ের উর্ধে।
সেকেন্ড সময় ব্যয় হতেই লাস্ট মোমেন্টে এসে থেমে যাওয়া গাড়িটে হতে উল্কার গতিতে কেউ বেড়িয়ে আসলো৷ আর চোখের পলকেই ধিরিম-ধারিম সাদিদের পিঠে কয়েকটা লাগিয়ে দিলো।

— ‘ হারামি, আর একটু হইলেই গাড়ির চাক্কার নিচে পরতি। মন্ডা কইতাসে এহন ইচ্ছা কইরাই চাক্কার নিচে ফালাইয়া দেই। ‘

সাদিদ ঝাপসা চোখে তানবীরের মুখপানে তাকালো। মেয়ে হলে বোধহয় কাছের মানুষের সান্নিধ্যে পেয়ে এইমুহূর্তে ডুকরে কেঁদে উঠত। কিন্তু সে যো ছেলে। আর এই সমাজে ছেলেদের কান্না করা নিষিদ্ধ। বুকে পাথর চেপে মরে গেলেও তার কান্না করা যাবে না। জন্মের পর থেকে এমনটাই তারা জেনে এসেছে।
তাই সাদিদও কাঁদলো না। শুধু প্রাণপ্রিয় বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরল। সাথে সাথেই যেন মাথাগরম তানবীরের মাথাটাও ঠান্ডা হয়ে গেল। রাগটা কমে আসলো। কিন্তু প্রকাশ করলো না। শুধু হালকা করে পিঠ চাপড়ে বিনাবাক্যে স্বান্তনা দিলো। ভাঙা গলায় সাদিদ বাচ্চাদের ন্যায় বলে উঠল,

— ‘ দোস্ত আমার কলিজাটা কই? আমি যে আর পারছি না। কতটা সময় পেরিয়ে গিয়েছে অথচ সে আমার সাথে নেই। কোথায় সে? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। ‘

তানবীর তার এমন কথায় কষ্ট পেলেও বুঝতে দিলো না। বরাবরের মতোই অনুভূতিহীন কন্ঠে তেঁতে উঠল,

— ‘ আসছে আমার মজনু। তোর কলিজা কলিজার জায়গাতেই আছে। বিশ্বাস না হইলে বল, বুকের পাঁজর ভেঙে কলিজা বাহির করে দেখাই। ‘

সাদিদকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে কােমড়ে হাত বেধে তানবীরের এমন খাপছাড়া কথাতে কষ্টের মধ্যেও সাদিদ মৃদু হেসে ফেলল। বুকে পরপর কয়েকটা ধাক্কা দিয়ে বলল,

— ‘ শালা, তুই আর শুধরাইলি না। ‘
— ‘ কলিজা বাহির করে দিতে পারলাম না বলে দোস্ত থেকে শালা হইয়া গেলাম? এতো জলদি পদন্নোতি! কিন্তু বোনতো নাই। আর বিনা পাওনাতে এই তানবীর স্বান্তনা বাক্য গ্রহণ করবে না৷ আগে বইন বিয়া দে তারপর শালা-মামা সব ডাইকো৷ ‘

বলেই সে দাঁত কেলিয়ে হাসল। সাদিদ হাসতে হাসতেই তাকে আরও কয়েকটা উত্তম-মাধ্যম লাগালো।

— ‘ আরে থাম ভাই, থাম। সারাদিন না খাইয়াও এতো জোর কোথায় থেকে আহে? শরীর তো না যেন হাতি। ‘
— ‘ আর তুই হইলি হাতির চিরন্তন শত্রু কুমির৷ বিনা দাওয়াতে চলে আসিস। ‘
— ‘ এই ছেলে, কি বলতে চাও? তানবীর আর বিনা দাওয়াত? ওহ্ এসব শুধু স্বপ্নে কল্পনা করা যায়। ‘

তানবীরের ভাব দেখে সাদিদ ঠোঁট কামড়ে হাসল। কিন্তু পরমুহূর্তেই আবারও চোখজোড়া ঝাপসা হয়ে গেল। তানবীর তার মুখশ্রী দেখে ভিতরের মনোভাব আঁচ করতে পারল। কিন্তু সান্ত্বনা বাক্য না বলে আবারও খানিকটা রাগীস্বরে বলল,

— ‘ শালা তোর লাইগা রাতে ঘুমাইয়াও শান্তি নাই। সারাদিন জ্বালাইয়া রাতেও জ্বালাইতে চইলা আহছ। ‘
— ‘ তোকে কখন জ্বালাইলাম? ‘
— ‘ বাহ্ বহুত সুন্দর। খুন কইয়া বলছে আমি অপরাধী নই। লাথি দিমু হারামি। আন্টির ফোন পাইয়া ঘুৃম থেকে দৌড়াইয়া আইছি। দেখ হয়তো পুরো ঢাকার রাস্তায় ইতিমধ্যে তোকে খোঁজে বের করার গ্যাং বার হইয়া পরছে। ‘

মায়ের কথাটা শুনে সাদিদের মনটা আবারও তিক্ততায় ভরে উঠল। কানগুলো যেন এখনও সেইসব কটু বাক্য হজম করতে পারছে না। গলায় এসে আটকে রয়েছে। না হজম করা যাচ্ছে না গিলে ফেলা যাচ্ছে।
সে কোনো প্রতিউত্তর না করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। তানবীর সবটাই পরখ করেছে। শায়লা রহমান ফোনেই তাকে বাড়িতে কি কি করে এসেছে কান্না মিশ্রিত গলায় লাগাতার বলেছে। তাই বুঝার আর বাকি নেই। তাই ঐদিকে না গিয়ে সরাসরি বলল,

— ‘ পায়ের অবস্থা ভালো না। গাড়িতে উঠ। ‘
— ‘ লাগবে না। আমি ঠিক আছি। ‘
— ‘ দেখ সাদি, মাথা এমনিতেই গরম৷ তাই তুই আর ত্যাড়ামি করে গরম করিস না। ‘

সাদিদ তার সাথে কথা বাড়াতে চাইল না। আপাতত তার নীলাকে প্রয়োজন। একটা সেকেন্ডের মূল্যও অনেক। সাদিদকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যেতে দেখেই তানবীর ক্ষেপে গেল। কিন্তু পরমুহূর্তেই সাদিদের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করলো। আর সে সফলও। তাই কয়েককদম এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। সাদিদ মলিন চোখে-মুখে তার দিকে ফিরে তাকাতেই সে শীতল কন্ঠে বলল,

— ‘ পাগলামি করিস না ইয়ার। এভাবে পাগলের ন্যায় রাস্তায় রাস্তায় ঘুরলে নীলাকে খোঁজে পাবি? তাকে খোঁজে বের করার জন্য প্রথমে নিজেকে সুস্থ রাখতে হবে। এভাবে কোনো কিছুর সমাধান হবে না। উল্টো নিজেই অসুস্থ হয়ে পড়বি। ‘

এমন কথার পরিপ্রেক্ষিতে সাদিদ আর কিছু বলতে পারল না৷ সে যথেষ্ট বুঝদার একটি ছেলে। খারাপ পরিস্থিতিতে নিজেকে সামলিয়ে নেবার যথেষ্ট দৃঢ় মনোবল রয়েছে। কিন্তু অতি আপন মানুষ অর্ধাঙ্গিনীর অনুপস্থিতি যেন তাকে বাচ্চাদের ন্যায় অবুঝ হতে বাধ্য করছে। সে চোখদুটো সরু রাস্তায় সীমাবদ্ধ করে রাখল। তানবীর এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। একপ্রকার জোরপূর্বক গাড়িতে টেনে এনে সামনে বসালো। গাড়িতে থাকা ফাস্ট এইড বক্স থেকে নিজেই হালকা ভাবে সেনিটাইজেশন করে ব্যান্ডেজ করে দিলো। পুরো সময় সাদিদ কেবল নির্বাক শ্রুতা হয়ে ছিল। যেন আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কিছু যায় আসে না। কাটা জায়গায় যে ব্যাথানাশক পরাতে জ্বলছে এটাও যেন তার মুখভঙ্গিতে প্রকাশ পেল না। সর্বদা হাসিখুশি, দুরন্ত- চঞ্চল স্বভাবের ছেলেটার আকস্মিক এমন চুপসে যাওয়া যেন তানবীরের বুকে ভীষণ গাঢ় ক্ষত সৃষ্টি করছে। সহ্য হচ্ছে না ভাইয়ের এমন কষ্টে জর্জরিত মুখশ্রী। জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সবকিছু। তারসাথে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে করছে এর পিছনে জড়িত প্রত্যেকটা অস্তিত্বকে।

_____________________

মাথাটা বড্ড ভনভন করছে। মনে হচ্ছে কেউ বিশ কেজির মালামাল ছোট্ট মাথাটার উপর চাপিয়ে দিয়েছে। শরীরটাও বড্ড মেজমেজ করছে। চোখদুটো খোলা সম্ভব হচ্ছে না৷ তারপরও নীলা জোরপূর্বক টেনে টেনে চোখগুলো খুলতে চাইল। ঝাপসা চোখে কিছু দেখতে পারছে না। যখনই হাত ঢলে চোখ পরিস্কার করার চেষ্টা করলো বুঝতে সক্ষম হলো এটা সম্ভব নয়। তার হাতদুটো পিছন দিক নিয়ে কোনো কিছু দিয়ে শক্ত পোক্ত ভাবে বাঁধা। মুখ দিয়ে কথা বের করতে গিয়েও আটকা পরলো। কেউ নির্দয়ভাবে তার মুখটাও শক্ত কাপড়ে বেঁধে দিয়েছে। শরীরের যন্ত্রণা বেড়ে মস্তিষ্কে নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু হালকাভাবে স্মৃতির পাতায় ভেসে উঠতেই সে আতংকে উঠল।
আশেপাশে চোখ ঘুরাতেই নিজেকে এক অচেনা-অজানা, নির্জীব স্থানে আবিষ্কার করলো।
দিন না-কি রাত সেটা অনুমান করা যাচ্ছে না। বন্দি ঘরের পুরোপুরি স্বার্থকতা যেন এখানে রচিত। দরজা-জানালা এমনকি ভেন্টিলেটরের উপরও পর্দা দ্বারা ঢাকা। এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে নীলার যেন দমটা গলায় এসে আটকেছে। চোখজোড়া জলে টইটম্বুর। মুখ দিয়ে আপ্রাণ চেষ্টা করে মা-বাবাকে ডাকতে চাইছে। প্রিয় মানুষটাকে কাছে টেনে বুকটা জুড়াতে চাইছে। কিন্তু কিছুই পারছে না। মুখফুটে শুধু অস্ফুটস্বরের বুলি বের হচ্ছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত-পায়ের বাঁধন আলগা করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে। একসময় শরীর আর কুলিয়ে উঠতে পারল না। দীর্ঘ সময়ে অনাহারে শরীর একেবারে নিস্তেজ হয়ে পরেছে। গলাটা কাঠফাটা দুপুরের ন্যায় শুকিয়ে গিয়েছে। মাথাটা চেয়ারে হেলিয়ে দিয়ে সে এবার অস্ফুটস্বরে বলে উঠল,

— ‘ পা.. পা. আ.. নি..

কিন্তু কেউ তার ডাকে এগিয়ে আসলো না। সে ঐভাবেই নিঃসঙ্গ তৃষার্ত অবস্থায় পরে রইল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বন্ধ দরজার অপরপাশ থেকে মৃদু আওয়াজ ভেসে আসতেই নীলা দুর্বল চোখজোড়া মেলে তাকালো। দরজা খুলেই কয়েকজন সুঠামদেহের পুরুষ অবয়বকে ভিতরে আসতে দেখেই নীলার বুকটা অনাকাঙ্ক্ষিত ভয়ে মুচড় দিয়ে উঠল। তবে কি প্রিয়মানুষটার আমানত সে আর রক্ষা করতে পারবে না? তার আমানতে অন্য কেউ ভাগ বসাবে? নীলার কলিজা পর্যন্ত বোধহয় ভয়ে তটস্থ হয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আর না দেহভঙ্গিতে কিছু প্রকাশ করা যাচ্ছে। শুধু মলিন ঝাপসা চোখগুলো দিয়ে যেন সামনের মানুষগুলোর কাছে ভিক্ষা চাইছে। তার সতিত্ব রক্ষা করার ভিক্ষা। নতুবা তাকে জানে মেরে দেবার ভিক্ষা। এই জীবনে যে সাদিদ নামক পুরুষ ব্যতিত আর কারো কাছে নীলা নিজেকে সর্পে দিতে পারবে না। তার থেকে যে মৃত্যু উত্তম। তার দেহের প্রত্যেকটা লোমকূপের উপরও যে সাদিদের অধিকার। আর নীলা জীবন থাকতে সেই অধিকারে অন্য কারো ভাগ সহ্য করতে পারবে না৷
কিন্তু তার এতো চাওয়া-পাওয়ার মূল্য কি তারা দিবে? কোমল হৃদয়ের নিষ্পাপ চাহনির মায়াতে কি তাদের হিংস্র হৃদয়ে দয়া জন্মাবে?
কালো পোশাক পরিহিত লম্বা চওড়া একটা পুরুষদিপ্ত শরীর নীলার দিকে এগিয়ে আসতেই নীলা অশ্রুসিক্ত চোখে নড়েচড়ে নিজেকে ছুটাতে চাইল। তার এমন হাবভাব দেখে দরজার পাশে দাঁড়ানো পিছনের পুরুষগুলো উচ্চস্বরে হেসে উঠল। সামনের পুরুষটাও মুচকি হাসলো। সে খানিকটা নিচু হয়ে নীলার মুখ বরাবর মুখ নিয়ে আসলো।
কপাল বেয়ে গাল অব্দি ডানহাতের শাহাদাত আঙুল বুলিয়ে নীলার দিকে বিশ্রি নজরে তাকালো। লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে রাসভারী কন্ঠে বলে উঠল,

— ‘ সো হট। ‘

পিছনের বিশ্রি স্বরের হাসিগুলোতে আবারও চারপাশ মুখরিত হলো৷ আর নীলার শরীর ঘৃণায় ঘিনঘিন করে উঠল। সে মাথা ঝাকিয়ে হাতটা দূরে সরালো। তাতে সামনের পুরুষটা যেন বড্ড ক্ষেপে গেল। মেয়ে মানুষের এমন তেজ তার বরাবরই অপছন্দের। তাই সামান্য প্রত্যক্ষাণে চোখ-মুখ লাল করে সজোরে নীলার গালে থাপ্পড় বসালো। শক্ত হাতের থাপ্পড় এতটাই সজোরে পড়ল যে নীলা চেয়ারসহ মেঝেতে লুটিয়ে পড়ল। মুখ বাঁধা সত্বেও ব্যাথায় অস্ফুটস্বরে কুঁকিয়ে উঠল। বোধহয় দাঁতের সাথে ঠোঁটের ঘর্ষনে কোথাও কেটে গিয়েছে। তাইতো গালের সাথে সাথে ঠোঁটের কোণেও ব্যাথার আভাস পাচ্ছে। ঝাপসা চোখজোড়া আবারও নিভে আসতে লাগল। প্রাণপণ চেষ্টা করেও ধরে রাখতে পারলো না। নিস্তেজ শরীরটা নিয়ে সে আবারও জ্ঞান হারালো।

— ‘ পাখি। ‘

পেইনকিলারের সাথে তানবীর বুদ্ধি করে ঘুমের ঔষধও খাইয়ে দিয়েছিল। নতুবা সে তার বন্ধুকে ভালোই চিনে। আবারও পাগলামি শুরু করতো৷ আর এইমুহূর্তে তারও সুস্থতা প্রয়োজন৷ কিন্তু এতো চেষ্টা করেও লাভ হলো না। সাদিদকে ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ এমন হকচকিয়ে বসে পরা দেখে তানবীরও উঠে বসল। পাশ থেকে পানির জগ থেকে গ্লাসে পানি নিয়ে সাদিদের মুখের সামনে ধরল। কাঁধে হাত রেখে বলল,

— ‘ দুঃস্বপ্ন দেখেছিস হয়তো। পানিটা খা। ‘

সাদিদ কাঁপা হাতে পানির গ্লাসটা নিয়েও রেখে দিলো। তার বুকটা অস্থিরতায় ফেটে যাচ্ছে। বারবার মন শুধু কু ডাকছে৷ আর দুনিয়ার যত খারাপ খারাপ ভাবনা এসে মন-মাঝারে ক্রমাগত উঁকি দিচ্ছে৷ এসি চলাকালীনও সে ঘেমে-নেয়ে একাকার। কাঁপা হাতে পুরে মুখ-গলা মুছে নিয়ে সে বিছানা ছেড়ে নামতেই তানবীর আটকে ধরে বাধা দিলো,

— ‘ একদম না। তুই একপাও এই রুম থাইক্কা বাহির করবি না৷ ‘
— ‘ মাথা গরম করিস না। ছাড় তানবীর। ‘
— ‘ কইলাম না কোথাও যাইতে পারবি না৷ আন্টি-আঙ্কেল আমার ভরসায় তোরে ছাড়ছে। আমি দুনিয়া উল্টাইয়া গেলেও তোরে এই অবস্থায় একা ছাড়ুম না। ‘

সাদিদ তার বকবকানির ধার ধারল না। হাত ঝটকা দিয়ে ছুটিয়ে বিছানা ছেড়ে নামল। খুঁড়িয়ে কয়েকপা এগোতে নিলেই তানবীর সামনে এসে দাঁড়ালো,

— ‘ ভাই আমার, দয়া কইরা কথাটা হুন। রাইত এহনও শেষ হয় নাই। এই সময়ে কই যাইবি? সকাল হোক আমিসহ তুই পুরো ঢাকা শহরে রাউন্ড মারমু। ‘

সাদিদ মলিন মুখে তাকালো। তার চোখজোড়া এতো ঝাপসা কেন হচ্ছে? কোনো পোকা-টোকা কি পরেছে? নতুবা এমন হবে কেন? আগে তো কখনও এমনটা হয়নি!
সে তানবীরের ডানহাতটা মুঠিতে নিয়ে ভাঙা স্বরে
বলে উঠল,

— ‘ বাধা দিস না দোস্ত। আমার বুকটা বড্ড ব্যাথা করছে। একবিন্দু শান্তি পাচ্ছি না। প্রাণপাখিটাকে একবার হলেও চোখের দেখা দেখতে চাই৷ সে সুস্থ আছে এটা যতক্ষণ না আমি জানতে পারব, ততক্ষণ শুয়ে-বসে কোনোকিছুতেই শান্তি পাব না। প্লিজ বাধা দিস না৷ ‘

এমন আকুতিভরা কন্ঠ শুনে তানবীরের হাতটা আলগা হয়ে আসলো। সাদিদ মলিন মুখে মৃদু হাসলো। খুঁড়িয়ে কয়েক কদম সামনে গিয়েই পিছনে ফিরল। নির্লিপ্ত ভঙ্গিতে বলল,

— ‘ কিছু টাকা দে। ওয়ালেট-কার্ড সব বাসায় রেখে আসছি। ‘

তানবীর এবার ঠোঁট কামড়ে হেসে ফেলল। বিছানার পাশের ছোট্ট ড্রয়ার থেকে নিজের ওয়ালেটটা নিয়ে পুরোটাই সাদিদের হাতে ধরিয়ে দিলো। আর কার্ডের পিনকোড বলে দিলো।

— ‘ আরও লাগলে বলিস। ভালো কথা, তোর সাথে ফোন আছে? ‘
— ‘ কিছুই নাই৷ ‘
— ‘ এমন পকেটফারা দেবদাস হইয়া তুমি প্রেমিকারে খুঁজতে বাহির হও? আমরা দেইখা বুঝি দুনিয়ার মানুষ এগুলা বুঝবো? ‘
— ‘ কারো বুঝার ধার ধারি না৷ আর না কারো পরোয়া করি। আমার নিকট প্রাণপাখির উর্ধে কিছু নই৷ ‘

তানবীর সাদিদের এমন সহজ স্বীকারোক্তিতে ঠোঁট বাঁকিয়ে হাসল। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বাঁকা কয়েকটা কথাও মুখ উগলে বলে দিতো। কিন্তু আপাতত নিজের নির্লজ্জতাকে সঠিক সময়ের জন্য ধমিয়ে রাখল।
সাদিদ তানবীরের ওয়ালেট থেকে নগদ ক্যাশগুলো আর কার্ডটা নিয়ে সেটা তানবীরের হাতে ধরিয়ে দিলো।

— ‘ প্রিয় জিনিসগুলোকে সবসময় নিজের সাথে আগলে রাখতে হয়। ‘

বলেই সাদিদ দরজার বাহিরে পা বাড়ালো। তানবীর মৃদু হাসলো। আর সাদিদের কথাটার অর্থও ঠিকঠাক বুঝে নিলো। মৃদু হেসে ওয়ালেটটা খুলতেই বাবার ইয়াং বয়সের একটা ছবি চোখের সামনে ভেসে উঠল। মুহূর্তেই চোখজোড়া ঝাপসা হলো। আর তার ঠিক পাশেই শান্তর ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকা রাগী চেহারার একটা ছবি দেখতেই ঝাপসা চোখগুলোতে হাসির রেখা ফুটে উঠল। চিকচিক করা চোখগুলো দিয়ে ছবিগুলোর উপর নজর বুলিয়ে সে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার সংমিশ্রণে গঠিত অনুভূতি নিয়ে নিজ অধরযুগল ছুঁয়ে দিলো। অতঃপর দ্রুতপায়ে আলমারি খুলে ঝটপট দুইটা জ্যাকেট তুলে নিয়ে বেড়িয়ে গেল। সাদিদ দরজার দিকে পা রাখতেই তানবীর পিছন থেকে ডেকে উঠল,

— ‘ মজনু, লাইলির খোঁজে বর সেজে বের হবা না-কি? তাইলে আবাল পাবলিকের খপ্পরে পরে গণদোলাই অব্দি নসিবে পইরা যাইবো৷ ‘

সাদিদ ঘার ফিরিয়ে তাকালো। ততক্ষণে তানবীর বাসার কাপড়ের উপর দিয়েই একটা জ্যাকেট পরে আরেকটা তানবীরের গায়ে ঢিল দিলো। পরমুহূর্তেই রসিকতার স্বরে বলে উঠল,

— ‘ প্রেমিকা পাও আর না পাও এই রাইতের বেলা রাস্তায় বাইর হইলে ডিসেম্বরের শীত প্রেমিকা অবশ্যই পাইয়া যাইবা৷ তাই বেশি মাথা না ঘামাইয়া পইরা ফেলাও। ‘

সাদিদ চুপচাপ পরে নিলো। দুষ্টু তানবীর একবার নিজের আর সাদিদের বেশভূষার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে বলে উঠল,

— ‘ বাহ্ দোস্ত। তোর দেবদাস হওয়াতে আর কিছু লাভ না হইলেও বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক উন্নতি হইয়া গেছে। কালই দেখবি নিউ ফ্যাশন হাউসগুলোতে তোর আর আমার এই ফ্যাশনের রিক্রিয়েট করার দুম পরবো। পাজামার সাথে জ্যাকেট আরেকদিকে টু কোয়ার্টারের সাথে জ্যাকেট। নাইস কম্বিনেশন ডুড। ‘

বলেই সে দাঁত কেলানি দিলো। সাদিদ মুহূর্তেই নিজের পুরোনো ফর্মে ব্রেক করলো। দাঁতে দাঁত চেপে বলল,

— ‘ ফাউল কথা কইয়া সময় নষ্ট আর মাথা নষ্ট করলে একটা দাঁতও দাতের জায়গায় থাকবো না৷ ‘
— ‘ শালা চেতস ক্যান? ভালা কথার দাম নাইক্কা৷ ‘

সাদিদ বিরক্তিকর শ্বাস টেনে দরজা খুলে এগিয়ে গেল। এই ছেলেটা যে তার মুড ভালো রাখার জন্য এতসব আজাইরা আলাপ করছে এটা সে ভালোই বুঝে৷ তারপরও চুপ থাকলো। কি করে বুঝাবে তার মুড, মন, শরীর সবকিছুই একশো তে একশো হয়ে যাবে কেবলমাত্র তার প্রাণপাখির আগমনে৷ যতক্ষণ না সে হাজির হচ্ছে পৃথিবীর কোনোকিছু সাদিদকে শান্ত করতে পারবে না। আর না তার ভিতরকার দহন থামাতে পারবে।
তানবীর নিজেই ডাইভিং সিটে বসল। সাদিদকে এইমুহূর্তে এসবে একদম বিশ্বাস করা যাবে না। নতুবা দেখা যাবে সে গাড়ি নয় পক্ষিরাজ ভেবে উড়াল দিতে চাইবে৷ তানবীর গাড়ি স্টার্ট দিয়ে সাদিদের দিকে তাকিয়ে বলে উঠল,

— ‘ সবতো বুঝলাম। কিন্তু যাবিটা কই? কোথায় থাইক্কা শুরু করুম? ‘
— ‘ যেইদিকে চোখ যায়। নিদিষ্ট কোনো গন্তব্য নাই। বলতে পারিস প্রয়োজন পরলে পুরো বাংলাদেশের আনাচে-কানাচেতে চক্কর কাটবো৷ ‘
— ‘ গাড়ির তেল কি তোর বাপ দিবো? ‘
— ‘ বাপ না দিক তার ছেলে দিবো। ‘

তানবীর বিরক্তির রেশ টেনে মনে মনে সাদিদের চৌদ্দ গুষ্টির পিন্ডি চটকালো। ঘণ্টা খানেকের মধ্যে সায়দাবাদ ক্রস করতেই সে অধৈর্য্য গলায় বলল,

— ‘ হারামি, তুই আসলে কোনদিকে যাইতে চাস বলবি? এমন কইয়া ঘুরলেই কি মাইয়া আইসা রাস্তার সামনে তোর জন্য দাঁড়াইয়া থাকবো? ‘

সাদিদ জানালার বাহির দিয়ে ক্রমাগত অস্থির চোখজোড়া বুলিয়ে নিলো। রাতের শেষভাগের আঁধারে স্পষ্ট কোনোকিছু বুঝা মুশকিল। তারপরও নিয়ন আলোর কৃপায় যতটুকু দেখা যাচ্ছে সেটার সে পূর্ণ উশুল তুলতে চায়৷ এমতাবস্থায় তানবীরের কথাটা শুনে মেজাজটা বিগড়ে গেল। ঘাড় ফিরিয়ে নিজেও বিরক্তিকর
আওয়াজ তুলে বলল,

— ‘ এতকথা কস ক্যান? চুপচাপ থাকলে কি পেটে কৃমি দৌড়াদৌড়ি করে? চুপচাপ ডাইভ কর। তোর গাড়ির চাকার যতক্ষণ হায়াত আছে কন্টিনিউসলি চালাইয়া যা৷ ‘
— ‘ এহন আইসো আমার লাগে তেজ দেহাইতে? এতক্ষণ তো আমারে ছাড়াই দৌড় দিছিলা। শেষমেশ এই তানবীর আর তার গাড়ির কাম লাগলো তো? ‘
— ‘ তুই যে কি পরিমাণ বেহায়া সেটা আমার থেকে কে ভালো জানে? বিনা দাওয়াতে যে হাজির হবি এটা কি নিমন্ত্রণ করে জানতে হইবো? ‘

তানবীর হেসে ফেলল। সামনের থেকে টিস্যু বক্সটা তুলে কথার শাস্তিস্বরূপ সজোরে সাদিদের উপর ফেলল। সাদিদ অন্যমনস্ক থাকায় পিঠে এসে লাগল। চোখ গরম করে তাকাতেই সে ফকফকা দাঁতগুলো দেখালো।
সাদিদ আর কিছু বলল না। আবারও বাহিরে নজর দিলো। বন্ধুগুলো তার ভাইয়ের ন্যায়। ডিপ্রেশন যেন ঘিরে না ধরে তাই তারাই চারপাশ থেকে ঘিরে রয়েছে। সাদিদ আকাশের পানে তাকিয়ে নিঃশব্দে সেই আকাশের প্রতিনিধিত্ব করা অসীম ক্ষমতার অধিকারীর নিকট কৃতজ্ঞতা জানালো। মানুষজাতি বরাবরই লোভি প্রকৃতির। তাই সাদিদও সেই জাতির অভ্যাসসুলভ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও হাত বাড়িয়ে চেয়ে নিলো। চেয়ে নিলো তার পাখিটাকে। একটিবার তার সান্নিধ্যে যাওয়ার জন্য নিঃশব্দে আকুতি জানালো। একটিবার বুক পাঁজরে শক্ত করে আবদ্ধ করার তীব্র মনোভাসনা জ্ঞাপন করলো।

#চলবে…

গল্পঃ #অন্তরালের_অনুরাগ
লেখনীতেঃ #নাহিদা_নীলা
#পর্বঃ ৪৫

— ‘ ভাই সাবধান, ম্যাডাম জানলে কিন্তু রাগ করবো। ‘
— ‘ তোদের ম্যাডামের আমি খেঁতাপুড়ি। এমন গরম মাল সামনে থাকলে সাবধান থাকন যায়? ‘
— ‘ কিন্তু ভাই তারপরও। ম্যাডাম বারবার কইয়া নিষেধ করছে। পরে রাইগ্গা যাইবো৷ ‘

তাদের তর্ক বির্তকের মধ্যেই গায়ে লেদারের লেডিস জ্যাকেট, ব্লু পেনসিল পেন্ট আর কেডস্ চাপিয়ে রুমে একজন প্রবেশ করলো। ছেলেগুলো তাকে দেখেই দরজা ছেড়ে জায়গা দিলো। পুরুষ মানুষের লোভাতুর দৃষ্টি বরাবরই মেয়েদের দিকে তাঁক করে থাকে৷ সেই জায়গায় যদি এমন যুবতী বয়সী রূপসী রমনী নিজের দৈহিক গঠন স্পষ্টরূপে ফুটিয়ে তোলে তবে সেই মেয়ের দিকে চোখ ফিরিয়ে রাখা সাধ্যের বাহিরে। কিন্তু তারা নিজেদের অবস্থান চিন্তা করে জোরপূর্বক চোখ নামিয়ে নিলো৷ নতুবা হিতে বিপরীত হতে পারে। মেয়েটি কয়েককদম এগিয়ে এসে নীলার সামনে দাঁড়ালো। বুকে হাত বেঁধে নিচে বসা ছেলেটির দিকে ভ্রুজোড়া কুঁচকে তাকাতেই সে ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। উঠে দাঁড়িয়ে আবারও একপলক নীলার শরীরে লোভাতুর নজর বুলিয়ে বলে উঠল,

— ‘ সরি সুইটহার্ট। লোভ সামলাতে পারছিলাম না। আই হোপ তুমি মাইন্ড করোনি? ‘

বলেই সে আলতো করে হাতের উল্টোপিঠ দিয়ে তার গাল ছুঁয়ে দিলো। তানহা মুহূর্তেই ঝটকা মেরে তার হাত সরালো৷ প্রচন্ড ক্ষেপে উঠে ঝাঁঝালো স্বরে বলল,

— ‘ ডোন্ট ক্রস ইউর লিমিট৷ আদারওয়াইজ আমিও নিজের লিমিট ভুলে যাব। ‘
— ‘ কুল জান, কুল। এতো হট হচ্ছো কেন? এমনিতেই ইউ আর সো হট এন্ড সে..
— ‘ স্টপ ইমরান। বাকিটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো। ‘

ইমরান তানহার কথায় ঠোঁট এলিয়ে হাসল। চোখের দৃষ্টি এখনও তার তানহার শরীরের কার্ভের ভাজগুলোতে সীমাবদ্ধ। তানহা নিজের শরীরের জ্যাকেটটা আবারও ভালোভাবে দিয়ে নিলো। তারপর ইমরানের দিকে বিরক্তিমাখা দৃষ্টিতে তাকালো। নেহাৎ তার সাহায্য ছাড়া তানহার আর কোনো উপায় ছিল না। নতুবা এই লুচ্চা ছেলেটার সাথে হাত মেলানোর কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। সে নিজের ভালোবাসার জন্য এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু ইমরান? একটা থাপ্পড়ের রেশ ধরে এতো কিছু? তাও সম্পর্কের হিসেবে সে নীলার ভাই। খালাতো হলে কি হবে? ভাই তো ভাই হয়। ছোট বোনের একটা ভুল মাফ করে দিলে কি এমন ক্ষতি হতো? কিন্তু সে করেনি। তার নিজস্ব আইনে অপমানের পরবর্তে অপমান। থাক সেসব কথা এখন ভেবে আর লাভ নেই৷ তার নিজের কাজ হাসিল হলেই হলো৷

— ‘ দেখো ইমরান, আমাদের সম্পর্কটা কেবলমাত্র পার্টনার হিসেবে৷ বিজনেস ঢিল না হলেও তেমনটাই ভাবতে পারো। সো অযথা এসব পারসোনালি নেওয়ার ট্রাই মারবে না। আমি নির্লজ্জ কেবলমাত্র সাদির জন্য। সে ব্যতিত কিন্তু কেউ আমার সাথে নির্লজ্জতা দেখাতে আসলে খুন করতেও পিছুপা হবো না। ‘
— ‘ ওকে ওকে। এতো হাইপার হচ্ছো কেন? ‘
— ‘ হাইপারের কারণ আছে বলেই হাইপার হচ্ছি। ‘

ইমরান কথার পিঠে আর কথা বলতে পারলো না৷ এইমুহূর্তে এই এটমবোমকে না ক্ষেপানোই উত্তম। এই কয়েকদিনে এই মেয়ের মেজাজ সম্পর্কে তার বেশ ভালো একটা ধারণা জন্মে গিয়েছে। তাই প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল,

— ‘ তাহলে ঢিলের কথাতে আসা যাক। তোমার কাজটুকু আমি করে দিয়েছি। তাহলে এখন আমাকে আমার জিনিস নিয়ে যেতে দাও৷ ‘
— ‘ একদম না৷ শর্ত অনুযায়ী এখনও কাজ বাকি রয়েছে। সবটা শেষ না হলে তাকে পাবে না৷ ‘
— ‘ এটাতো ঠিক নয়। আর কতো অপেক্ষা করতে হবে? তোমার পথের কাঁটা সরিয়ে দিয়েছি। এখন আর কিসের অপেক্ষা? আমি ওকে নিয়ে যাচ্ছি। ‘

বলেই ইমরান নিচে ঝুঁকে নীলাকে কোলে নিতে উদ্ধত হতেই তানহা তার হাত আটকে ধরলো। ইমরান ঘাড় ফিরিয়ে তাকাতেই সে বলে উঠল,

— ‘ আমি খারাপ ইমরান৷ এমনকি জঘন্যতম খারাপ। নতুবা তোমার এই শর্তে কখনই রাজি হতাম না। কিন্তু তাই বলে নিজের চোখের সামনে অনৈতিক কাজও হতে দিতে পারব না। নেহাৎ নিজের ভালোবাসার কাছে আটকা পরেছি। তাই বলে একটা মেয়ের সম্মান এভাবে নষ্ট হবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এমনটা চিন্তা করে ভুল করো না। যেটা বলেছি সেটাই হবে৷ নিজের সব রাগ ওর উপর খাটিয়ে নিও। কিন্তু তার আগে সম্পর্কের বৈধতা এনে৷ তারপর নিজের বউকে যত ইচ্ছে শাস্তি দিও। ‘

ইমরান বাঁকা হেসে উঠে দাঁড়ালো। সেও নিজের জীবনে বহুত খারাপ লোকের স্পর্শে এসেছে। কিন্তু শত্রুর এমন কোমল হৃদয় খুব কমই চোখে পরে। তার নিজের মনও কালো৷ কিন্তু এই মেয়েটার কালো হৃদয়েও যেন একটুখানি আলোর ঝলকানি। একটুখানি কোমলতা। কিন্তু সেটা কেবলমাত্র ক্ষেত্র বিশেষ। যেমনটা এখন হচ্ছে। কিন্তু নিজ ভালোবাসার কথা আসলে সে হিংস্র থেকে হিংস্র বাঘিনীর রূপ ধারণ করে।

— ‘ আচ্ছা ঠিক আছে। কিন্তু এমনভাবে আর কতদিন? ‘
— ‘ আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই আমার সীমাহীন ভালোবাসার কাছে সে ধরা দিতে বাধ্য। ‘

কথাটুকু বলেই সে বাঁকা হাসলো। অতঃপর চোখের ইশারায় পিছনের একজনকে ইংগিত দিতেই সে এগিয়ে আসলো। পানির বোতলের মুখ খুলে সেটা নীলার উপর ঢেলে দিতেই সে চোখ পিটপিট করতে লাগল। মুহূর্তেই নাকে-মুখে পানি পরে শ্বাস আটকে যেতে নিলেই সে হুড়মুড়িয়ে উঠে বসল। বারকয়েক শুকনো কাশি দিলো। এভাবে মুখের উপর পানি দেওয়াতে দম আটকে নীলার চোখ-মুখ লাল হয়ে গিয়েছে।
সে চোখ-মুখের পানি মুছে সামনের দিকে তাকালো। আবারও ইমরানের মুখটা চোখের পর্দায় ভেসে আসতে সে ঘৃণাভরা চাহনি নিক্ষেপ করলো। সেটা দেখে যেন ইমরান ভীষণ মজা পেল। সে ঠোঁট চোকা করে চুমু দেখাল। নীলা তৎক্ষনাৎ দৃষ্টি সরিয়ে ফেলল। ঘৃণা হচ্ছে তার। প্রবল পরিমাণের ঘৃণা। ইমরানকে ভাই বলে সম্বোধন করতে তার নিজেরই লজ্জা লাগছে। নতুবা ভাই হয়ে বোনের এতবড় সর্বনাশ কেউ কিভাবে করতে পারে?
কিন্তু চোখের দৃষ্টি অপরপাশে পরতেই যেন নীলা আশার আলো দেখতে পেল। চিকচিক করা চোখযুগল নিয়ে সে তানহার দিকে এগিয়ে যেতে চাইল। কিন্তু হাত-পা বাঁধা থাকাতে সেটা সম্ভব হলো না। সে কান্নাভরা কন্ঠে তাকে ডেকে উঠল,

— ‘ আপু। ‘

আঁধারে ঢাকা কালো মনের মেয়েটারও যেন নীলার ডাকটা সহ্য হলো না। সে তৎক্ষনাৎ অপরপাশে মুখ ঘুরিয়ে নিলো৷
না তাকে কোনোভাবেই দুর্বল হলে চলবে না। পুরোটা জীবন তার একটাই চাওয়া থেকে গিয়েছে। আর এখন এতদূর এসে পিছিয়ে যাওয়া সম্ভব নয়। সাদিদ ব্যতিত সে জীবিত থেকেও মৃত্যু। আর নিজের জীবনের উর্ধে কারো জীবন হতে পারে না৷ তাই সে স্বার্থপর হবে। কিন্তু বিষাদের ভিড়েও একটু মায়াতো থেকেই যায়। সে চোখের ইশারায় গার্ডদের বলল নীলার বাঁধন খোলে দিতে। তারাও দ্রুততার সহিত সেগুলো খোলে দিলো৷ ছাড়া পেয়ে নীলা দৌড়ে চলে আসতে চাইল। কিন্তু শরীর প্রচন্ড পরিমাণে দুর্বল। তাই ধীরে পায়ে এগিয়ে এসে তানহাকে শক্ত করে ঝাপটে ধরল। তানহার সাথে তার কখনোই ঐরকমভাবে সখ্যতা গড়ে উঠেনি। আসলে তানহাই সবসময় নীলার থেকে দুরত্ব বজায় রেখে চলে এসেছে। নীলাও সেটার যথাযথ কারণ সম্পর্কে অবগত। তাই ইচ্ছে পূর্বক আর কাটা গায়ে নুনের ছিটা দিতে চায়নি। কিন্তু আজ? এতগুলো পুরুষ মানুষের ভিড়ে যেন এক তানহা-ই তার নিকট শেষ ভরসা। শেষ আশ্রয়। সে কান্না মিশ্রিত কন্ঠে বলে উঠল,

— ‘ আপু প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া, ভাইয়া আমার সাথে অসভ্যতামী করতে চেয়েছে। আমি বাসায় যেতে চাই৷ প্লিজ আমাকে নিয়ে যাও। মা-বাবা, উনি হয়তো ভীষণ চিন্তা করছে। প্লিজ আপু…

নীলা লাগাতার ভাঙা গলায় তাকে এটা-সেটা বলে যাচ্ছে। তানহা প্রথমদিকের কথাগুলো শুনলেও শেষোক্ত বাক্যগুলো যেন তার গায়ে কাটা হয়ে বিঁধল। নীলা ট্রমাতে পরে তানহার কাছেই সাদিদকে নিয়ে কথা বলা শুরু করেছে। হুঁশে থাকলে হয়তো এমনটা বলতো না৷ তানহা রক্তিম চোখে ঝটকা মেরে তার থেকে নীলাকে আলাদা করলো। নীলা ছিটকে পরে যেতে নিলেই কোনোভাবে নিজেকে ব্যালেস্ করলো৷ আর তা দেখে রুমে অবস্থিত সবকয়টা ব্যক্তি উচ্চস্বরে হেসে উঠল। সবার মুখে হিংস্রতা আর তানহার চোখে-মুখে অগ্নিয়রূপ দেখে নীলা থমকে গেল। কিছুটা যেন অনুমান করা যাচ্ছে। কিন্তু প্রাণপণে চায়ছে যেন তার ভাবনা ভুল প্রমাণিত হয়।
কিন্তু আমরা যা চাই তা কি সবসময় হয়? এবারও চাওয়ার বিপরীতে হলো। তানহা রণমুর্তি ধারন করে চোখ-মুখ কুঁচকে নীলার দিকে আঙুল তুলে শাসালো,

— ‘ খবরদার যদি আর কোনোদিন তোর এই মুখে সাদির নাম শুনেছি তো। তার উপর কেবলমাত্র আমার অধিকার। আর তার নামের উপরও কেবলমাত্র এই তানহার-ই অধিকার। সো মাইন্ড ইট। ‘

নীলার মুখের চমকিত ভাব এখনও কাটেনি। সে বড় বড় চোখ নিয়েই প্রশ্ন করলো,

— ‘ এসব কি বলছো আপু? আর এমনটাই কেন বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ‘
— ‘ আহা আসছে আমার কঁচিখুকি। কিছুই বুঝো না, তাইনা? ‘

তানহা রেগে তেড়ে এসে নীলার গাল চেপে ধরল। এতোজোরে চেপে ধরেছে যে নীলার চোখ দিয়ে মুহূর্তেই পানি বেয়ে গাল গড়িয়ে পরছে। তানহার ধারালো নখগুলো বোধহয় নীলার গালে ডেবে যাবে। নীলা অশ্রুসিক্ত চোখে তানহার দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই দেখে তানহা আরও রাগে তেঁতে উঠে একহাতে তার হাত মুচড়ে ধরল। গালের চাপ আরও খানিকটা দৃঢ় করে ক্ষিপ্ত কন্ঠে বলে উঠল,

— ‘ এই রূপ, এই সরলতা দিয়েই আমার সাদিকে বশ করেছিস? তাইনা? ইচ্ছে তো করছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলতে। ‘

নিজের কথাটা শেষ করে বেশ জোরেই নীলার গালটা ছাড়ল। নীলা ব্যাথায় কুঁকিয়ে উঠে ছলছল চোখজোড়া নিয়ে তানহার মুখপানে তাকালো। সে তানহাকে কখনও ব্যক্তি হিসেবে খারাপ মনে করেনি। বরং নিজেকে কোথাও না কোথাও তার কাছে অপরাধী মনে হতো। কিন্তু সেই তানহার আজ কি রূপ দেখছে নীলা?

— ‘ ওহ্ মাই ডিয়ার এসব কি করছো? এখনই এতো অত্যাচার করলে আমার বেলায় যে হজম করতে পারবে না। অজ্ঞান-টজ্ঞান হয়ে গেলে যে সমস্যা। ‘

ইমরান তার কুদৃষ্টিতে নীলাকে উপর নিচ পরখ করলো। নীলা আর এসব সহ্য করতে পারছে না। এদের সাথে থাকলে তার হয়তো দমবন্ধ হয়ে যাবে। তাই বাঁচার আশায় বোকার মতো এতজনের ভিড়েই পালাতে গেল। তানহার ইশারায় কেউ তাকে ধরল না। সে নিজে গিয়ে নীলার খোলা চুলগুলোতে টেনে ধরল। একমাত্র মেয়েরাই হয়তো বুঝে চুলের টানের কি পরিমাণ ব্যাথা অনুভব হয়। নীলা দুইহাতে চুল ধরে আর্তনাদ করে উঠল,

— ‘ মা। ‘

তানহার রাগ এখন সপ্তম আকাশে। তাই নীলার এমন করুন আর্তনাদও তার কানে পৌঁছাতে পারলো সে। সে আরও জোরে চুল টেনে ধরে বলল,

— ‘ কোথায় পালাবি? এতো সোজা আমার বন্দিশালা থেকে বের হওয়া? এতদিন যাবত এতো কাঠখড় পুড়িয়ে শেষে কি-না তুই পালিয়ে যেতে চাস? নো ডিয়ার। এমন ভুল একদম করবে না৷ নতুবা জীবন নামক প্রাণপাখিটা এখনই হাওয়া হয়ে যাবে। ‘

বলেই সে ডাইনিদের মতো হেসে উঠল। হাসির আওয়াজটা যেন কানে বিঁধছে। সহ্য করা কষ্ট। নীলারও সহ্য হচ্ছে না৷ চারদিকে আলো থেকেও যেন বিশ্বাসঘাতকদের আঘাতে সেখানে অন্ধকার ছেয়ে আছে। অশ্রুসিক্ত চোখের সামনে বারবার এসে খেলা করছে প্রিয়মুখগুলো। প্রিয় থেকে প্রিয়তর তার ব্যক্তিগত মানুষটার মুখশ্রীটা বারবার চোখের সামনে এসে আখিঁদ্বয় ঝাপসা করে দিয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছে, ভীষণ দুশ্চিন্তা। তার প্রাণপাখির যে কষ্ট হচ্ছে। সে কি বুঝতে পারছে না? তাকে কি খোঁজে বের করার চেষ্টা করছে না? কোথায় সে? তার প্রাণপাখির যে তাকে বড্ড প্রয়োজন।

_________________

গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। সাদিদের ক্ষেপা রাগ দেখে তানবীরও আর কিছু বলছে না। শুধু রাতের ঢাকাতে এপাশ থেকে ওপাশ গন্তব্যহীনভাবে ছুটে যাচ্ছে। আধো কি তাতে কোনো লাভ হচ্ছে? কিন্তু সাদিদ সেটা মানতে নারাজ। এতো রাতে রাস্তায় কাকপক্ষীও নেই৷ তারপরও হাতেগোনা যেই কয়েকটা রিক্সা এবং সিএনজি চালককে দেখছে তাদেরকেই নীলার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তাদের খোঁজ থেকে বাস স্টপ, ট্রেন স্টেশনগুলোও বাদ পরছে না। প্রিয়তমার খোঁজে নিজের থেকে কোনোরকম ত্রুটি সাদিদ রাখতে চায় না। এমনকি নিজের সাধ্যের বাহিরে গিয়ে হলেও তার পাখিকে সে খোঁজে বের করতে চায়। কিন্তু এতো চেষ্টাও যেন বিফলের দিকে। এতো খোঁজাখুজি করেও যেন আশার আলো নেই। কেবলমাত্র নিকষ কালো অন্ধকার। সাদিদের মাথাটা বড্ড ভার হয়ে রয়েছে। সে ক্লান্ত শরীরটা সিটে এলিয়ে দিলো। নিজের সাথে ফোন-ওয়ালেট না থাকাতে তানবীরের মোবাইল-ই একমাত্র ভরসা। সেটা দিয়েই এতক্ষণ সবার কাছে নীলার খোঁজ করে গিয়েছে। সাদিদ ফোনটা নিজের সামনে ধরল। ফোনের দুরত্ব একেবারে মুখ ছুঁইছুঁই অবস্থা। চোখের সামনে তাদের দার্জিলিং ভ্রমণের কিছু ছবি। নীলার শান্ত-শিষ্ট, বাচ্চামো মুখটা দেখেই সাদিদ ফিক করে হেসে ফেলল। কি চঞ্চলতা না দেখিয়েছিল মেয়েটা। বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি-লাফালাফি কোনোটাই বাদ দেয়নি। সুখের সুন্দর স্মৃতিগুলো সাদিদের চোখের পর্দায় জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণে তার ঈষৎ মলিন হাসি। সব যেন বাস্তব। তানবীর ডাইভ করা অবস্থায়-ই আড়চোখে সাদিদের দিকে তাকালো। ফোনের দিকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে তার আর বুঝতে অসুবিধা হলো না সাদিদ এই মুহূর্তে কি করছে। তাই সে আবারও নিজের কাজে মনোযোগী হলো।
সাদিদ কয়েকপলক নিষ্পলক দৃষ্টিতে প্রিয়তমার মুখশ্রীতে নজর বুলিয়ে সন্তপর্ণে ছবির পর্দায় চুমু খেল। অনুভূতিটা তার বড্ড প্রখর। যেন সে তার প্রিয়তমাকে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার কৃপায় নয়, বরং স্বয়ং নিজে বাস্তবিকভাবেই প্রাণপাখির ললাটে চুম্বন আঁকছে। দীর্ঘ চুমু খেয়ে সে ফোনের উপর থেকে অধরযুগল সরিয়ে আনলো। আঁখিদ্বয় বন্ধ করে ফোনটা বুকে চেপে ধরল। গাড়ির ভিতরে সম্পূর্ণ নীরবতা। তানবীর অনেকক্ষণ যাবত কিছু একটা ভাবছিলো। কিন্তু সাদিদ কেমন রিয়েক্ট করবে সেই ভেবে আর বলা হচ্ছে না। কিন্তু এবার খানিকটা গলা কেশে সে বলেই উঠল,

— ‘ দোস্ত একটা কথা কইতাম। ‘

সাদিদ চোখ বন্ধ রেখেই উত্তর জানালো,

— ‘ বল। ‘
— ‘ আসলে.. না মানে এভাবে আর কতক্ষণ? আর সবচেয়ে বড় কথা দিকশূন্য হয়ে এভাবে খোঁজলেই যে নীলাকে পেয়ে যাবি এমনটাও কিন্তু নয়। তাই বলছিলাম কি…
— ‘ এতো ভণিতা না করে কি বলার সরাসরি বল। নতুবা চুপ থাক। ‘
— ‘ ধ্যাত রাগস ক্যান? তোর এই রাগের জন্যই এতোক্ষণ ধইরা কইতে পারতাছি না। ‘
— ‘ মাথা খাইলে লাথি দিয়া জানালার বাহিরে ফালামু। ‘
— ‘ ওকে ভাই বলতাসি। আমার মনে হয় এবার আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। ‘

সাদিদের কর্ণকোহরে কথাটা পৌঁছাতেই সে চোখ খুলে তাকালো। সে যে এমনটা চিন্তা করেনি বা তার মাথায় যে এই বিষয়টা আসেনি তেমনটা নয়। কিন্তু কিছু কারণবশত সে এখনও আইনের সান্নিধ্যে যায়নি। সাদিদকে চুপ করে থাকতে দেখে তানবীর আবারও অধৈর্য্য গলায় বলে উঠল,

— ‘ কিছুতো বল। এভাবে আর…
— ‘ নীলাঞ্জনার পরিবারের সাথে এই নিয়ে কথা বলতে হবে। কেননা সে আমার স্ত্রী হলেও সমাজের চোখে এখনও শুধুমাত্র বাগদত্তা। সেক্ষেত্রে নীলার উপর আমার থেকে তাদের অধিকার-ই বেশি। তাই আইনি কোনো প্রধ্যেক্ষেপ নিতে হলে তাদের সাথে কথা বলা অনিবার্য। আর বিষয়টা এইক্ষেত্রে অন্যরকম। তাই আমি চাই না আবারও কেউ নীলাঞ্জনাকে নিয়ে বাজে কথা বলুক। ‘
— ‘ হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। কিন্তু সিদ্ধান্ত যে একটা নিতেই হবে। ‘

সাদিদ আর প্রতিউত্তর করলো না। মনের কুঠিতে প্রিয়তমাকে উদ্দেশ্য করে কটু কথাগুলো আবারও উঁকি দিচ্ছে। যেগুলো সহ্য করা সম্ভব নয়। কিন্তু ব্যক্তিগণে সে নিরুপায়। সাদিদ বুকের বাম পাশে হাত রাখল। হৃদপিণ্ডটা অস্বাভাবিক গতিতে চলছে। সুক্ষ্ম চিনচিনে অসহ্যকর একটা ব্যাথা অনুভব হচ্ছে। এটা বোধহয় ততক্ষণ দূর হবে না যতক্ষণ পর্যন্ত পাখিটা তার বুকে মাথা রাখবে। শক্ত করে প্রিয়তমার ছোট্ট মাথাটা নিজ বুকে চেপে ধরা অব্দি এই ব্যাথা দূর হবার নয়৷

#চলবে…