অভিমানেই আছো তুমি পর্ব-০৪

0
3487

#অভিমানেই_আছো_তুমি💚
#Writer:—#TanjiL_Mim
#part:04
.
.
🍁
কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে বুঝতেই ঘুম ভাঙল আমার’!!পাশে আদিত্যকে দেখে কি রিয়েকশন দেওয়া উচিত ছিল ভুলে গেছি’!!রাগ অভিমান সব একসাথে মাথার ভিতর ভন ভন করছে’!!হুট করেই আদিত্যকে সরিয়ে উঠিয়ে পরলাম আমি’!!বিরক্ত লাগছে সবকিছু’!!আনমনেই বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি”!!তারপর শাড়ির কুঁচি ধরে হাঁটতে শুরু করলাম’!!আদিত্যের রুমটা বিশাল বড়’!!চারিদিকে রয়েছে সব দামিও জিনিসপএ’!!হর্ঠাৎই চোখ গেল বিছানা থেকে কিছুটা দূরে থাকা একটার আয়নার দিকে’!আনমনে হাঁটতে হাঁটতে সেখানে চলে গেলাম আমি’!!পুরো শরীর ব্যাথা করছে আমার’!!কালকের সাজে এখনো সজ্জিত আমি’!!আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম আমি’!!চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে’!!গায়ের গয়নাগুলো সব উলোটপালোট হয়ে রয়েছে’!কাজল সব লেপ্টে গেছে!!এক কথায় বলতে গেলে পাগলের মতো দেখাচ্ছে আমায়’!!সব একে একে খুঁলতে শুরু করলাম আমি’!!কানের ভাড়ি দুল,গলায় থাকা ভাড়ি নেকলেস’!!শাড়ির অবস্থাও যাচ্ছে তাই হয়ে গেছে,কিন্তু কথা হলো এটা খুললে পড়বো কি আমি,আনমনেই প্রশ্নটা করে বসলাম নিজেকে…..

“এমন সময় চোখ বন্ধ করেই আদিত্য বলে উঠলঃ

———-“ওই আলমারিতে অনেকগুলো শাড়ি সেলোয়ার-কামিজ সহ আরো অনেক জিনিসপএ আছে যেটা ভালো লাগে পড়ে ফেলতে পারো…..

“আদিত্যের কথা শুনে কিছু বললাম না আমি’!এই মুহূর্তে কোনোকিছু বলার মুডে নেই আমি’!!হাঁটতে হাঁটতে আলমারির সামনে দাঁড়ালাম’!!কিন্তু আলমারির চাবি…….

“আদিত্য তার হাত এগিয়ে দিয়ে বললোঃ

————“এই চাবি……

“এইবারের আদিত্যের কাজে অবাক আমি’!!বুঝলো কেমনে’!!আমার ভাবনার মাঝে আদিত্য চোখ খুলে বলে উঠলঃ

————“এতে না বোঝার কি আছে আলমারির কাছে যাচ্ছো চাবি ছাড়া খুলবে কি করে….

”আদিত্যের প্রশ্নের উত্তর না দিয়েই হাত থেকে চাবিটা নিয়ে নিলাম আমি’!!তারপর আলমারি খুলতেই চোখ বড় বড় হয়ে গেল’!!এত জামাকাপড়’!!তাদের মাঝখান থেকে একটা রেড কালার শাড়ির দিকে চোখ গেল কেমন আনমনেই ওটা হাতে নিয়ে চলে ওয়াশরুমে’!!

||

“এদিকে আদিত্য হাসলো’!!তারপর আবার চোখ বুঝে নিলো সে’!!হর্ঠাৎই কারো চেঁচানো শুনে লাফ দিয়ে উঠলো আদিত্য’!!বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যাওয়ার আগেই আরুশি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বললঃ

———“আরশোলা…..

||

“এদিকে আচমকা এমনটা হওয়াতে আদিত্য প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষনেই হাসলো সে’!তারপর আরুশির কানের কাছে ঝুঁকে বললোঃ

———-“সকাল সকাল এই ভাবে চমকে দিলে আমি তো থার্ড এটাক করবো ডারলিং’!!

||

“এতক্ষণ পর কারো মুখ এমন কথা শুনে চমকে উঠলাম আমি’!!ছোট বেলা থেকেই আরশোলা খুব ভয় পাই আমি’!!কিছুক্ষন আগে শাওয়ার অন করতেই আচমকা একটা আরশোলা দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম আমি’!!এই মুহূর্তে এক বিচ্ছিরি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি’!!লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার’!!আস্তে আস্তে চোখ খুললাম আমি’!!আদিত্যকে হাসতে দেখে রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না’!!আচমকাই আদিত্যকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে আবার দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম আমি’!!ভয় করছে এখন…..চোখ খুলতে আবারো আরশোলাকে দেখে আবারো চেঁচিয়ে উঠলাম আমি’!!আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম’!!ওয়াশরুমের দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পরলাম আমি’!!আজকের গোসল করা হবে না মনে হয় আমার’!!

||

“এদিকে আমার কান্ড দেখে আদিত্য হাসতে হাসতে শেষ’!!কি করবো কিছু বুঝতে পারছি না’!!আমি চেঁচিয়ে বলে উঠলামঃ

———-“এতো হাসার কি আছে হুহ….

“আদিত্য তার হাসি থামিয়ে বললোঃ

———–“হাসবো না আদিত্যের মতো একজন সাহসী ছেলের বউ হয়ে তুমি কিনা সামান্য আরশোলা দেখে ভয় পাচ্ছো…..

———–😒😒😒

———-“ওভাবে তাকানোর মতো কিছু বলি নি,তবে যাই বলো আরশোলাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত…..

————“ধন্যবাদ দিবেন মানে ওটাকে তো ধরে এনে পিটানো উচিত…..

“হাসলো আদিত্য’!!

“কিছুক্ষণের জন্য হলেও আদিত্যের হাসির দিকে চোখ আঁটকে গেল আমার,কি সুন্দর হাসি’!!ছেলেটা এতো সুন্দর কেন,হর্ঠাৎই আবার পুরনো কথা ভেবে রাগ উঠলো আমার’!!একটু গম্ভীর গলায় বললাম আমিঃ

————“হাসা শেষ হলে হয়ে গেলে এখন বলা হোক আমি গোসল করবো কোথায়……

“আমার কথা শুনে আদিত্য তার হাসি থামিয়ে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগোতে লাগলো’!!আচমকা আদিত্যের এমন কাজে ঘাবড়ে গেলাম আমি’!!তবে প্রকাশ করলাম না স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে পরক্ষণেই আবার চোখ নামিয়ে ফেললাম…..

||

“এদিকে আদিত্য এগোতে এগোতে আমার একদম কাছে চলে এসেছে’!!শরীরের পরম দাঁড়িয়ে উঠলো আমার’!!শ্বাস বেরিয়ে আসার উপক্রম’!!আদিত্য ওয়াশরুমের দরজার দিকে হাত লাগিয়ে দাঁড়ালো’!!তার এমন কাজে প্রায় ঘাবড়ে গেছি আমি’!!ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার….

“আচমকা আদিত্য ঝুঁকে পরলো আমার দিকে’!!সাথে সাথে খিঁচে চোখ বন্ধ করে নিলাম আমি’!!

||

“এদিকে আদিত্য আরুশির কাজে হাসলো’!!তারপর আরুশির কানের কাছে ঝুঁকে বলে উঠলো সেঃ

———“এইভাবে ভেজা অবস্থায় সামনে আসলে নিজেকে কন্ট্রোল করা যে দায় হয়ে দাঁড়াবে সুন্দরী…..

“আদিত্যের মুখে এমন একটা কথা শুনে পুরোই শকট খেলাম আমি’!!এতক্ষণ পর মনে পড়েছে আমি যে ভিজে গেছিলাম’!!ছিঃ ছিঃ কি একটা বিচ্ছিরি অবস্থা’!!আমি রাগী লুক নিয়ে আদিত্য দিকে তাকালাম’!!ইচ্ছে করছে শালার মাথাটা বারি মেরে ভেঙে দেই……

“হুট করেই আদিত্য ওয়াশরুমের দরজা খুলে ভিতর ঢুকে পরলো’!!আশেপাশে তাকিয়ে কোথাও আরশোলা না দেখে বলে উঠল সেঃ

———-“চলে গেছে এখন গোসল করে নেও….

“আদিত্যের কথা শুনে আদিত্যের পিছন থেকে টিপ টিপ চোখে তাকালাম আমি আশেপাশে’!!সত্যি নেই কি পাজি আরশোলা মাইরি…..

“উফ বাঁচা গেল……

“তারপর আর কি আদিত্য চলে গেল’!!আমিও ওয়াশরুমের দরজা বন্ধ করে দিলাম….

||

“এদিকে আদিত্য হাসতে হাসতে শেষ’!!আসলেই পাগলী একটা……

__________________________________________

_______________________

“বিকেলে আনমনেই বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি’!!কষ্ট হচ্ছে খুব’!!পরিবারের সবাই আমাকে ঘৃনা করছে’!!কোথাও না কোথাও এসবের জন্য আমি দাই’!!কিন্তু এখনো বুঝলাম আদিত্য এমন কিছু কেন করলো’!!এই প্রশ্নটা মাথা খারাপ করে দিচ্ছে আমার’!!এমন সময় আকাশে কালো মেঘ এসে ঢেকে দিলো পুরো শহরটা’!!আকাশের গর্জন করছে’!!হয়তো তুমুল বেগে বৃষ্টি হবে’!!হর্ঠাৎই মনে পড়ে গেল এই বৃষ্টির দিনে ছোট ভাইয়ের সাথে করা দুষ্ট মিষ্টি মজা গুলো’!!ছাঁদে উঠে লাফালাফি’!!দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি’!!

||

“কিছুক্ষণের মধ্যেই মেঘের কোল থেকে বৃষ্টি পড়তে শুরু করলো’!!গাছের পাতা সহ আশেপাশের জায়গায় থেকে টপ টপ করে বৃষ্টির শব্দ এসে কানে বাজতে শুরু করল’!!আনমনেই বেলকনির রেলিং এর বাহিরের হাত চলে গেল আমার’!!বৃষ্টি বরাবরই পছন্দের আমার’!!আজকেও ভালো লাগছে’!!বেলকনিতেও বৃষ্টির পানি ছিটকে আসছে ভিতরে’!!বৃষ্টিতে ভিজে যাচ্ছি আমি’!!হুট করেই ঠোঁটের কোনে এক চিলতে হাসি ফুটে উঠলো’!!আনমনেই দাঁড়িয়ে আছি আমি আর বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে আমার পুরো শরীর’!!চোখ বন্ধ করে বৃষ্টির পানির গায়ে মাখাচ্ছি আমি’!!!

_______________________

“এদিকে আদিত্য রুমে ঢুকে দেখলো…..

“পুরো রুম অন্ধকারে ঢেকে গেছে’!!তবে বাহিরের মৃদু আলোতে সবটা দেখা যাচ্ছে’!!আশেপাশে তাকিয়ে কোথাও আরুশির দেখলো না আদিত্য’!!হর্ঠাৎই আর চোখ গেল’ বেলকনির দিকে’!!মৃদু আলোতেই আদিত্য হেঁটে চললো আরুশির কাছে’!!

||

“পুরনো কথাগুলো সব ভেসে আসছে সামনে’!!পরিবারের কথা ভেবে কষ্ট হচ্ছে, আবার আদিত্যের অবহেলাগুলোও সব একে একে বেরিয়ে আসছে’!!চোখ বেয়ে পরছে পানি’!!কেন এমন হলো আমি তো ভুল কিছু করি নি আনমনেই ভালোবেসেছিলাম আদিত্যকে’!!আর ভালোবাসা মানুষকে এতো কষ্ট দেয় জানা ছিল না আগে’!!ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছি আমি’!!বৃষ্টির পানি আর চোখের পানি মিশে এক যাচ্ছে…..

~ “হুট করেই কেউ পিছন থেকে হাত দিল কাঁধে’!!হর্ঠাৎ কি হলো জানা নেই হুট করেই তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি’!!তারপর কেঁদে কেঁদে বলে উঠলাম আমিঃ

———–“কেন এমন করলে তুমি,আমি তো শুধু ভালোবসেছিলাম তোমায়,হাজার হাজার স্বপ্ন বুনেছিলাম তোমায় নিয়ে,তোমায় তো শুধু ভালোই বেসেছিলাম আর ভালোবাসলে বুঝি এতো কষ্ট পেতে হয়,কেন এমন করলে আদিত্য,ডুকরে কথাগুলো বলে কেঁদে উঠলাম আমি’!!আদিত্যকে জড়িয়ে ধরে……

||

“এদিকে আরুশির প্রশ্নের উত্তর কি দিবে জানা নেই আদিত্যের’!!এতক্ষণ চুপটি করে শুধু আরুশির কথা গুলো শুনতে ছিল আদিত্য’!!

“সে জানে সে ভুল করেছে বড় ভুল করে বসেছে তার নিজেকে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে’!!আর তার এই ভুলের জন্য সে নিজেও কষ্ট পাচ্ছে আর আরুশিকেও কষ্ট দিচ্ছে’!!কিছু না বলেই আদিত্য আরুশিকে শক্ত করে জড়িয়ে ধরল’!!দুজনেই বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে’!!কিন্তু সেদিকে তাদের কোনো হুস নেই’!!আনমনেই দুজনে দুজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে’!!দুজনের মনেই কষ্ট আছে’!!কারোটা প্রকাশ পাচ্ছে আর কারোটা বুকের গহীন অতলে ডুবে আছে,হয়তো কোনো একদিন প্রকাশ পাবে হয়তো না………

__________________________________________

_______________________

~ রাত_১১ঃ০০টা………

“কাঁথা মুড়ি দিয়ে গুটিশুটি মেরে ঘুমিয়ে আছে আরুশি’!!আর তার পাশে তার হাত শক্ত করে ধরে আছে আদিত্য’!!নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তর’!!কিন্তু সে কি করতো যদি সত্যি সত্যি আরুশির অন্য কারো সাথে বিয়ে হয়ে যেত তাহলে সে কি করে বাঁচতো’!!ছোট বেলা থেকেই সে একা থাকে হর্ঠাৎ যখন কাউকে নিয়ে বাঁচতে চাচ্ছে তখনি সে দূরে সরে যাচ্ছে কেন??উওর মেলে না আদিত্যের…….
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
চলবে………….

❤️❤️❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ আর গল্প কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে’!!]😊😊😊😊

#TanjiL_Mim♥️