অ্যারেঞ্জ_ম্যারেজ পর্ব-২০+২১

0
169

#অ্যারেঞ্জ_ম্যারেজ
#অবন্তিকা_তৃপ্তি
#পর্ব_২০ |১৮+ এলার্ট|

ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করলে, ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কললিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে; শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। এই নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লে করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে একপ্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান; সে মেয়ে কী করে শুভ্রর সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে। সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে।

দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছেন। শুভ্র এসব ভাজা মাছ, ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো। তারপর বললো,

‘তুমিও বসো, আম্মু। ইনসুলিন নিয়েছো এখন?’

আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়তে ছাড়তে বললেন;

‘দিয়েছি। সুই ছাড়া কী ডায়বেটিসের আর কোন ঔষধ নেই রে শুভ্র। সুঁই গাঁ থতে হাত কাঁপে আমার।’

‘দিতে হবে আম্মু। কিছু করার নেই। তোমার ডায়বেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না।’

কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছড়াল। তারপর কাঁটা ছড়ানো মাছ তুলে দিল আবার আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজ দু-চোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সবসময় করে। ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর। নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে; সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজা প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। ওটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কী যে গায়ে লাগলো; তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন; ছেলেরা এসব কাজ করে না; আরও কত কী বলেন। শুভ্র বুঝে না। আফরোজা এরপর দমে যান; মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না। কিম্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন: শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে। নাহলে বুড়ো বয়সে এক হাতে ঘরের ষোলো আনা কাজ আফরোজার একার পক্ষে করা সম্ভব হতো না।

শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই, তার আজ ইলিশেও মন নেই। সে খামোকা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকে এই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল। মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন দুদিন ধরে তার ঠিক হয়েছেটা কী? মায়ের মন তো? ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্রর চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন। ডাকেন;

‘শুভ্র?’

শুভ্র শুনে না। সে এখনো অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কী হয়েছে; শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানে টা কী সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন। পরপর শুভ্রর কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন;

‘অ্যাই শুভ্র।’

‘ঊ? ওহ, হ্যাঁ আম্মু। কি, বলো?’

শুভ্র এবার ফিরে তাকায়। আফরোজা থামেন। গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছুসময়। শুভ্র হয়তো আফরোজার চাওনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবার খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছুই জানাতে চায় না। সে চায় না; আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোকা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছি তুলির বাসায়। ঘাড়ত্যাড়া তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে; সব।

আফরোজা কিছুসময় পর চিন্তিত কণ্ঠে বলেন;

‘শুভ্র? তোর কী হয়েছে? বল আম্মুকে। তুই এত আপসেট কেন, বাবা?’

শুভ্র থামে। মায়ের আদুরে কথায় শুভ্রর গলায় যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিক ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন; শুভ্রর কেনো মন খারাপ। ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অজথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারেও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেলো। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনোরকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে বললো,

‘কিছু না তেমন। চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু; আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিয়ো।’

শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলের চলে যাওয়া দেখেন।
______________
শুভ্র সেদিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করল। পথে থেকে কিনে আনা চিপস, মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বললো;

‘আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম; ভাবলাম আপনাদের দেখে যাই।’

শুভ্র মিথ্যা বলেছে। তার এদিকে কোনো কাজ ছিলো না। সে একমাত্র তুলির জন্যই এসেছে এ বাড়ি। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে। কিম্তু ঘুরেফির বারবার চোখ চলে যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বলেন;

‘তুলি তো ঘুমাচ্ছে শুভ্র। এত ডেকে এলাম আমি; উঠলোই না। তুমি একবার নাহয় ডাকো গিয়ে; দেখো উঠে কিনা। কখনো তো এত বিকেল অব্দি ঘুমায় না। একবার ডাকলেই উঠে। আজ কি হয়েছে কে জানে? যাও বাবা; যাও।’

শুভ্র যেন এ কথারই আশায় ছিল। চায়ের কাপ ট্রে তে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না; বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কোলবালিশ খামছে ধরে আছে যেন শুভ্রর কোন কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরও শক্ত করে কোলবালিশ খামছে ধরে। শুভ্র এগিয়ে আসছে; তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি।
শুভ্র বিছানায় বসেছে। তুলি চোখ খিঁচে রেখেছে। তুলি যে ঘুমায় নি; সেটা শুভ্র তুলির আচার-আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসলো। যে মেয়ে শুভ্রর জন্যে মরিয়া; তার এত পালাই পালাই ব্যবহার শুভ্র কাছে অবিশ্বাস্য ঠেকল। শুভ্র পা থেকে ধীরেসুস্থে স্যান্ডেল খুললো। তারপর সোজা তুলির বুকে মাথা রেখে একটানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পরলো। তুলি আচমকা এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দুহাতে ঝাপটে ধরে আছে। তুলি শুভ্রর ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। যখন শুভ্র ধরে; নিজের সঙ্গে একদম পি ষে ধরে। এ কেমন অভদ্রতা। তুলি ছটফট করা শুরু করল। বলতে লাগলো;

‘ছাড়ুন আমায়; কাঁচা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়া এটা কেমন অভদ্রতা? ছাড়ুন বলছি।’

তুলি রেগে কি বলছে নিজেও জানে না। শুভ্রর কান ধরে গেলো একদম। এতদিন শুভ্রর সামনে ভিজে বিড়াল হয়ে থাকা তুলি,এখন শুভ্রকে শাষাচ্ছে? ভালোই উন্নতি হয়েছে উনার। শুভ্র তুলির বুক থেকে মাথা তুলে সরাসরি তুলির চোখের দিকে চাইল। সঙ্গেসঙ্গে তুলি শুভ্রর গরম চাওনি দেখে চুপ হয়ে গেল। ছটফট বন্ধ হয়ে এলো মুহূর্তেই। শুভ্র ভ্রূ বাকালো। ইশারায় জানতে চাইল, তুলি কী চায়। তুলি কিছুসময় চুপ থাকল। পুরনো তেজ আবারো ছড়িয়ে গেল সর্বাঙ্গে। তারপর জোরেজোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে শুভ্র দিকে চেয়ে চোখ পাকিয়ে বললো;

‘আমি কী বলেছি, শুনেন নি? ছাড়ুন আমায়; নাহলে ভালো হবে-‘

তুলি বাকি কথা শেষ করতে পারে নি আর। তার আগেই ব্যগ্রভাবে শুভ্র তুলির ঠোঁটে ঠোঁট চেপে ধরে। এতটাদিন তুলিকে দেখেনি,স্পর্শ করেনি, কণ্ঠ শুনতে চেয়েও পারেনি। তার ফলাফল হচ্ছে, শুভ্র নিজের এতদিনের ছটফট করা আবেগ তুলির ঠোঁটে সবটুকুই ছড়িয়ে দিচ্ছে। তুলি ব্যথা পাচ্ছে। কিম্তু এতোদিন পর কাঙ্ক্ষিত স্পর্শে ব্যথাটুকু ভুলে; আরামে ভেসে যাচ্ছে। মুহূর্তেই সব রাগ পানি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে তুলি ডান হাতের আঙুলে শুভ্রর মাথার চুল খামছে ধরে; বাম হাত রাখে শুভ্রর প্রশস্ত পিঠে। শুভ্র দুহাতে তুলির পিঠটা আঁকড়ে ধরে আরও গভীর ভাবে স্পর্শ করতে লাগল তার তুলিকে।
তুলি হারিয়েই যাচ্ছে শুভ্রর স্পর্শে। চাইলেও পারছে না, শুভ্রকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে। জাদু করতে কিভাবে জানে শুভ্র? তুলি হাঁপিয়ে উঠচি বারবার। ভেতরে ভেতরে কান্নায় ফোপাচ্ছে। একটাপর্যায়ে শুভ্রর বুকের নিচে চোখ বন্ধ করে পড়ে থাকা তুলির মনে পড়ে যায় সবকিছু। এত সহজে সে শুভ্রর কাছে ধরা দিবে না ও।শুভ্রকে বুঝতে হবে; তুলি অভিমান করে ছিলো। নিজের মূল্যটুকু শুভ্রকে বোঝাতে হবে। ভাবনার মধ্যেই তুলির চোখ বেয়েজল গড়ায়। শুভ্র চোখ বন্ধ অবস্থায় তার গালে অশ্রুর স্পর্শ পায়। তুলি কাঁদছে, শুভ্র অবাক হয়ে তুলির ঠোঁট ছেড়ে দিয়ে বিস্ময় নিয়ে তুলির কান্না দেখে। তুলি শুভ্রর থেকে মুখটা সরিয়ে নিয়ে অন্যপাশে ফিরে চোখ মুছে।

শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের; এরমধ্যে শুভ্র তুলিকে কাদিয়ে ফেলেছে? শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে,

‘তুলি, তুমি কাঁদছো? কেনো? আমি কিছু করেছি?’

তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য্য হয়ে ধমকে উঠে,

‘তুলি? অ্যাই মেয়ে, তাকাও আমার দিকে। লুক অ্যাট মি।’

#চলবে

#অ্যারেঞ্জ_ম্যারেজ
#অবন্তিকা_তৃপ্তি
#পর্ব_২১

শুভ্র এবার ভয় পেয়ে যায়। তুলি শুভ্রর উপর রাগ করেছে। কদিন হয়েছে তাদের বিয়ের; এরমধ্যে শুভ্র তুলিকে কাদিয়ে ফেলেছে? শুভ্র ভীষণ অপরাধবোধে ভুগে। তুলির মুখটা ধরে নিজের দিকে ফিরিয়ে নিয়ে চোখের জল মুছে ব্যস্ত হয়ে প্রশ্ন করে,

‘তুলি, তুমি কাঁদছো? কেনো? আমি কিছু করেছি?’

তুলি উত্তর দেয় না। শুভ্র এবার অধৈর্য্য হয়ে ধমকে উঠে,

‘তুলি? অ্যাই মেয়ে, তাকাও আমার দিকে। লুক অ্যাট মি।’

তুলি চায় না। সরাসরি অগ্রাহ্য করে শুভ্রকে। শুভ্র হাফ ছেড়ে তুলির নাছোড়বান্দার মতো কাজটুকু দেখে। তুলি অন্যপাশে চেয়ে শুয়ে আছে। নাইবা শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র অনেক চেষ্টা করল, তুলির সঙ্গে কথা বলার। কিম্তু তুলি, ও কোন সুযোগই দিল না। শুভ্র একটাসময় রেগে গেল। রেগে বিছানা থেকে উঠে টেবিলে জোরে ঘু ষি মারল। মুহূর্তেই তার হাত লাল টকটকে হয়ে এলো। তুলি ভদ্র শুভ্রর এমন রাগান্বিত রূপ দেখে ভড়কে গেল। শুভ্র একমুহূর্ত অপেক্ষা করলো না। হাত দিয়ে টেনে তুলিকে বিছানা থেকে উঠিয়ে নিজের মুখোমুখি দাড় করাল। তুলির মুখটা ধরে নিজের মুখের দিকে ফিরিয়ে তীক্ষ কণ্ঠে প্রশ্ন করলো,

‘তুলি? আমাকে তোমার আর ভালো লাগছে না? আমাদের সাজেকের ওই দিনগুলো কী বাই চান্স তুমি ভুলতে চাইছ?’

তুলি চোখে চোখ রাখলো। তারপর সোজাসাপ্টা জবাব দিলো,

‘হ্যাঁ।’

‘হোয়াট?’

শুভ্র একদম বোকা হয়ে গেলো। বিস্ময় নিয়ে বললো,

‘আমার কাছে আসার তাড়া সবচেয়ে বেশি তোমার ছিলো তুলি।’

ফুটন্ত তেলে পানি ছাড়লে যেমন ছ্যাত করে উঠে, শুভ্রর এই কথা এভাবেই তুলির গায়ে ছ্যাত করে উঠল। তুলি তেতে উঠে বললো,

‘তো? এখন কী করবেন? ফাঁ সিতে ঝুলাবেন আমায়? না বলবেন, তোমাকে দিয়ে আমার শেষ। নাও, তুমি তোমার মতো, আমি আমার মতো। কোনটা?’

তুলির কথা শুভ্রর প্রথমে বোধগম্য হল না। কিম্তু যখন শুভ্র দুইয়ে দুইয়ে চার মেলাল, তখন বুঝতে পারলো তুলির রাগটা মূলত কোথায়। শুভ্র সব বুঝে এবার হালকা হাসলো। তুলি শুভ্রর হাসি দেখে চরম পর্যায়ে বিরক্ত হলো। ছ্যাত করে বললো,

‘হাসছেন কেন? আপনি হাসবেন না।’

শুভ্র তুলির কপালের চুল আঙুলে পেছনের দিকে ঠেলে দিয়ে মৃদু স্বরে বলল,

‘তুলি? আমার সংসার করবে? এইজন্যে এত রাগ? ও রে বাবা।’

তুলি হকচকিয়ে গেল। পরপর মুখটা অন্যদিকে সরিয়ে বললো,

‘মোটেও নয়।’

শুভ্র হাসল। কিছু ভাবল। বুঝল, হিসেব মিলালো। বিয়ে তো হয়েই গেছে তাদের। সংসার করার জন্যে দুজনেই প্রাপ্তবয়স্ক। শুভ্র নিজে ডক্টর হওয়ায় তুলির পড়াশোনা তাদের বাসায় খুব একটা খারাপ হবে না। তুলিও এখন শুভ্রর জন্যে বিক্ষিপ্ত আচরণ করছে। পড়াশোনায় কোন মন নেই। একসঙ্গে থাকলে এই সমস্যাগুলো আর থাকবে না। শুভ্র ভাবে। তারপর চোখ বন্ধ করে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে তুলির কোমরটা চেপে ধরতেই তুলি শুভ্রর দিকে চায়। শুভ্র হালকা হেসে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে কপালে কপাল ঠেকায়। তুলি শুভ্রর বুকের কাছের শার্ট দু আঙুলে খামছে ধারে। শুভ্র এভাবে কাছে আসলে, তুলি ভেতরে ভেতরে চুরমার হয়ে যায়। কেন বারবার এমন হয়? তুলি কেন শুভ্রর সামনে নিজেকে আটকাতে পারেনা। নিজের মনটাই কেন বারবার তুলির সঙ্গে বে ইমা নি করে বসে? তুলি উত্তর পায়না। হয়তো পায়, কিন্তু স্বীকার করে না। কারণ তুলি এখনো রেগে আছে।

শুভ্র তুলির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। একটাসময় তুলির কোমরে হাতটুকু গাঢ় করে ডাকল আলতো স্বরে;

‘তুলি? শুনছো?’

উফ, কী মারাত্মক একটা ডাক। তুলির মনে ফুলঝুরি কে ছেটায়? তুলি জবাব দিল নিজের অনিচ্ছায়, আপনা আপনি;

‘হু?’

শুভ্র তুলির কপালে চুমু খায়। তারপর আবার কপালে কপাল ঠেকায়। মিষ্টি করে এক মারাত্মক প্রশ্ন করে;

‘আমার ঘরটায় যাবে, তুলি? আমার ছোট্ট ওই ঘরটায়? যেখানে আমি, তুমি আর আম্মু মিলে আমাদের ছোট্ট এক সংসার সাজাব। সংসারের রানী থাকবে তুমি। আমি রাজা। ভালোবাসা দিয়ে সাজাবো আমাদের ওই ছোট্ট ঘর, যাবে তুলি?’

তুলির শরীরটা নৃত্যের ন্যায় ঝংকার দিল। তুলি চোখ বন্ধ করে জোরেজোরে নিঃশ্বাস ফেলল। শুভ্র হাসল তুলির ছটফটানি দেখে। একটাসমও তুলি খুশি হলো। কিন্তু শুভ্রর কাছে ছোট হয়ে যাবে ভেবে খুশিটুকু গোপন করে গম্ভীর হয়েবললো,

‘আপনার ইচ্ছে, আপনার বউ ঘরে তুলবেন কী না। আমার এসবে তাড়া নেই।’

কথাটা বলে তুলি কিছুসময় শুভ্রর দিকে চেয়ে নিজেই বোকা হয়ে গেল। তার তাড়া নেই? এ কথাটা নিজের কাছেই মারাত্মক হাস্যকর শোনাল। গত কয়েকদিন শুভ্রের সঙ্গে যেমন ব্যবহার করেছে, তাতে কোন পাগলেও বুঝবে কার তাড়া বেশি ছিল। শুভ্র ভ্রু বাঁকিয়ে তুলির দিকে চেয়ে আছে। তুলি অস্বস্থিতে হাঁসফাঁস করে অন্যদিকে চেয়ে নিজের বোকা ভাবটুকু আড়াল করার জন্যে মিনমিন করে বললো,

‘এভাবে তাকান কেন? আপনার মনে হচ্ছে, আমি মিথ্যা বলছি? আমার সত্যি তাড়া নেই।’

তুলি নিজেই নিজের সাফাই গাইছে বারবার। শুভ্র এভাবে তুলিকে দেখে শব্দ করে হেসে ফেলল। হুট করে মুখটা এগিয়ে এনে তুলির ডান গালে চুমু খেয়ে মিষ্টি হেসে বললো,

‘হ্যাঁ আপনার কোনোই তাড়া নেই আমার কাছে আসার। যা তাড়া সব আমার। আমি মেনে নিলাম। নজর লুকাতে হবে না আর।’

তুলি গালে হাত দিয়ে শুভ্রর দিকে চেয়ে চোখ সরিয়ে নিলো লজ্জায়। গালটা শুভ্র একদম গরম করে ফেলেছে। স্পর্শটা এখনো তরতাজা। যেন শুভ্রর ঠোঁট এখনো তুলির গাল ছুয়ে বসে আছে। তুলি লজ্জা পাচ্ছে। লজ্জায় ইতি ওতি চেয়ে হাঁসফাঁস করে তারপর না পেরে এগিয়ে এসে শুভ্রর বুকেই মূখ লুকালো। শুভ্র তুলির এমন ব্যবহারে হা হা করে হেসে তুলিকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই পাগলকে নিয়ে কই যাবে শুভ্র?
_____________
বাসায় এসে শুভ্র সেই কখন থেকে আফরোজার কোলে মাথা রেখে মেঝেতে হাঁটুগেড়ে বসে রয়েছে। আফরোজা শুভ্রের ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। আফরোজা শুভ্রের চুলে হাত বুলিয়ে বললো,

‘শুভ্র, কখন থেকে এভাবেই বসে আছিস। কিছু বলবি? বললে বল।’

শুভ্র মিছে রাগ দেখিয়ে বললো,

‘আমি এভাবেই আছি। তুমিও বসে থাকো। মাথায় হাত বুলাও, ভালো লাগছে।’

আফরোজা হেসে উঠলেন। শুভ্র চওড়া কাঁধে হালকা করে চাপড় বসিয়ে বললেন,

‘একদম কথা লুকাবি না। তুই এমনি এমনি এখানে বসে আছিস না। তোর পেটে কিছু আছে। জলদি বল।’

শুভ্র বুঝল, আফরোজার থেকে কিছুই লুকাতে পারবে না সে। মা, মা-ই। মায়েরা সব নিমিষেই বুঝে ফেলে। শুভ্র কোল থেকে মাথা তুললো। বাচ্চাদের মতো আফরোজার কাছে চেয়ে বসল,

‘তুলিকে আমাদের ঘরে একেবারে নিয়ে আসি, আম্মু? প্লিজ।’

আফরোজা শুরুতে শুভ্রর কথা শুনে অবাক হয়েছেন। পরপরই টিপ্পনী কেটে বললেন,

‘অ্যাই, তুই না তুলিকে বিয়েই করতে চাস নি? এখন দুই মাসেই এত পাগল হচ্ছিস কেন?’

শুভ্র মাথা চুলকে অন্যদিকে চাইল। আফরোজা হাসলেন শুভ্রর লজ্জা দেখে। তারপর শুভ্রর মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন,

‘ভালোবেসে ফেলেছিস, নাহ?’

শুভ্র হাসলো। মুগ্ধ গলায় মাকে বললো,

‘তুলি এমন একটা মেয়ে আম্মু, ওকে ভালো না বেসে পারলামই না। ওর মধ্যে সব আছে, যা আমি জীবনসঙ্গী হিসেবে একজন মেয়ের মধ্যে সবসময় চেয়ে এসেছিলাম। আর ও তোমাকেও-‘

শুভ্র থামল। মায়ের জন্যে শুভ্র ভালোবাসা কখনই বলে-কয়ে বেড়ায় না। শুভ্র মৃদু হেসে কথা এড়িয়ে বলল,

‘ও ভীষণ পারফেক্ট আমার জন্য, আম্মু। সবদিকে, সবভাবে।’

আফরোজার মনে কী যে শান্তি বোধ হলো। তার রাজা শুভ্রর জন্যে তুলিকে বেছে আফরোজা কোন ভুল করেন নি। আফরোজা লুকিয়ে চোখের কোণে থাকা জল মুছলেন। তারপর কিছু একটা চিন্তা করে গম্ভীর গলায় বললেন;

‘ইয়াসমিন রাজি হবে না, শুভ্র। ইয়াজিদ ভাই তোদের এভাবে তুলে নেওয়ার আগে সাজেক যাওয়াটাও ভালো চোখে দেখেন নি।’

শুভ্র অবাক হয়ে বলল,

‘কিন্তু কেন? আমি যাওয়ার আগে উনার পারমিশন নিয়েছিলাম।’

‘তুই বলেছিলিস দেখে মানা করতে পারেন নি। এখন বাই চান্স সাজেক থেকে ফিরে যদি তুলির কিছু একটা হয়ে যায়, বুঝতে পারছিস তুলির পড়াশোনায় কতটা এফেক্ট পরবে?’

শুভ্র ভ্রু বাকালো। চট করে মায়ের ইঙ্গিত ধরে ফেলে বললো,

‘ইউ মিন তুলি যদি প্রে-প্রেগন্যান্ট—‘

শুভ্র চালাক মন মায়ের কথার অর্থ ঠিক ধরে ফেলল।

#চলবে