আমার একটাই যে তুই ২ পর্ব-১৯

0
2161

#আমার_একটাই_যে_তুই❤️
#সিজন-২
#সুরাইয়া_সাত্তার_ঊর্মি

১৯
—” আপনিকি সত্যি তাকে ডিভোর্স দিতে চান?”

কুহুর বুক চিঁড়ে দীর্ঘ শ্বাস বের হলো।রূপা সাথে কুহু এ শহরের বেষ্ট উকিলের সাথে দেখা করতে এসেছে। ইউসুফের সাথে সে সম্পর্ক শেষ করবে বলে।আফতাব সাহেব আবার একই কথা বললেন।ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠলো তার ইউসুফ ভাইয়ার হাস্যজ্বল মুখখানা। জল নয়নে টলমল কুহুর। দৃঢ় কন্ঠে বলল,,

—“হে আমি উনাকে ডিভোর্স দিতে চাই!”

আফতাব সাহেব চশমার উপর দিয়ে কুহুর দিক আবার তাকালেন। হালকা কেশে বললেন,,

—“কিন্তু আপনার বিয়ে ৬ মাস হয়নি! তার উপর আপনি একা এ ডিসিশন কিভাবে নিতে চাইছেন? আপনার পরিবার পড়ে ঝামেলা করবেন না তো?”

কুহুর চোখের জল গড়িয়ে পড়লো টুপ করে হাতের উপর। রূপা কুহু হাতটি আকড়ে ধরে বলল,,

—” কুহু আরেকবার ভেবে নে!”

কুহু চোখের জল মুছে নিলো। বলল,,

—” আমি ঠিক আছি। আপনি কাগজ ঠিক করুন স্যার। যেভাবে পারুন করুন। আই নিড এ ডিভোর্স।”

আফতাব সাহেব ছোট শ্বাস ছেড়লেন। তার ৫০ বছর বয়সে এমন কেশ প্রথম দেখলেন। যেখানে ডিভোর্স দিতে এসে কেউ কেঁদে কুটে শেষ হচ্ছে। ভারবাসার গভীরতাটাই হয়তো এমন।খুব জানতে ইচ্ছে করছিলো এদের ভালবাসার গভীরতাটা কতো। কিন্তু জানা হলো না। জানতে চাইলেও জিগ্যেস করার ইচ্ছে হলো না। তিনি বললেন,,

—“ঠিক আছে বসুন আমি কাগজ তৈরি করে নোটিশ পাঠিয়ে দিব।”

আফতাব সাহেব কিছু মুহূর্তের মাঝে ফিরে এলেন।ডিভোর্সের নোটিশ এগিয়ে দিয়ে বললেন,,

—“পড়ে দেখুন!”

কুহু ঢুকরে উঠলো। রূপা কুহুর পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বলল। কুহু কাগজটির দিক তাকিয়ে ভাবছে। কি অদ্ভুত তাদের সম্পর্ক। চার মাস আগেই যাকে বিয়ে করতে চাইলো না তার সাথেই হলো। প্রেমে পড়লো। নতুন করে ভালোবাসলো। সেই কি না?? কুহু কাঁদতেই থাকলো। কাগজটি তুলে নিয়ে পড়তেই থমকালো।বলল,,

—” আপনি এসব কি লিখেছেন? উনি মোটেও নেশা করেন না, আমার গায়েও হাত তুলেন না, অত্যচারো করে না। বরং আমার অনেক খেয়াল রাখেন।”

—” দেখুন আপনি ডিভোর্স তাড়াতাড়ি চাই? তাহলে এসব লিখতেই হবে!”

কুহু মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এসবে যে ইউসুফের গায়ে দাগ লেগে যাবে? তবুও মনকে ঠিক করলো। বলল,,

—” অন্য কোনো উপায় নেই?”

আফতাব সাহেব বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলেন বললেন,,

—” আপনি কি সত্যি ডিভোর্স চান? তাহলে এভাবেই হবে! নয় তো আমি কেন কেউই এ সম্পর্ক থেকে মুক্ত করতে পারবে না।”

কুহু হাউ-মাউ করে কেঁদে দিলো। সে কিছুতেই পাড়বেনা ইউসুফের শুভ্র মনে কাঁদা লাগাতে।

———-

কুহু তার মায়ের কোলে শুয়ে আছে। আজ পাঁচদিন সে বাপের বাড়ি। কুহুর মা মেয়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন,,

—“ইউসুফের ফোন কেন ধরছিস বলতো? সংসারে ছোট খাটো মনমালিন্য তো হয়ই! তাহলে কেন এসব রাগ গুস্সা করে বসে আছিস?”

কুহু নিরবে চোখের জল ফেললো। মার কথা এড়িয়ে গিয়ে বলল,,

—“মাথা ব্যথা করছে মা টেনে দাও তো চুল গুলো!”

সুমি হতাশ হলেন। মেয়ে তার এ বিষয় কিছুই বলছে না। না বলছে তাদের মাঝে কি এমন হলো? যে কুহু এমন মুর্ছে যাচ্ছে ভিতরে ভিতরে?”

কুহুর মা চুল টেনে দিতে লাগলো। তখনি দৌড়ে এলো কুহুদের বাসার কাজের মেয়ে। বলল,,

—” দুল্লা ভাই আইছে!”

কুহু ভ্রু কুচকালো। ইউসুফ এখানে কেন এলো? ভেবেই পেলো না।

ইউসুফ এক গাদা মিষ্টি নিয়ে হাজির হয়েছে। সাথে সবার জন্য গিফট। কুহুর মা খুশিতে গদ গদ হয়ে বললেন,,

—” কুহু ইউসুফকে চা, পানি দে!এত দূর থেকে এলো ছেলেটা!”

ইউসুফ বলল,,

—” না খালামনি আমি ফ্রেশ হবো তার পর কিছু মুখে দিবো। ধোলা-বালিতে শরীরটা জর্জরিত। ”

—” কুহু ঘরে নিয়ে যা ইউসুফকে!”

কুহু দাঁড়িয়ে রইলো। ইউসুফ আড় চোখে দেখে নিলো কুহু ভার করে রাখা মুখটা। ইউসুফ হেসে বলল,,

—” আমি রুমে যাচ্ছি। তুই বরং চা টা নিয়ে আয়!”

কুহু গেলে আধ ঘন্টা পর চা ছাড়াই। ইউসুফ তখন খাটের মাঝে দু হাত পিছনে দিয়ে মাটিতে পা রেখে হেলে বসে আছে। কুহুকে দেখে সে বলল,,

—-” আমার ফোন কেন ধরছিস না?”
—-” এমনি!”
—-” আমাকে ইগনোর কেন করছিস?”

কুহু ইউসুফের তিক পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। মনে পড়ে গেলো সেদিন রাতে কথা। সে মেয়েটি কিভাবে ইউসুফকে ঝাপটে ধরে ইউসুফ পিঠে চুমু খেয়েছিলো তার কথা। কুহু সেদিন মনে হয়ে ছিলো মেয়েটির চুল টেনে ধরে কত গুলো লাথি গুতো দিতে। তারপর যে ঠোঁট দিয়ে চুমু খেয়েছিলো তা কেঁটে কুচিকুচি করে কুকুরকে খাওয়াতে। কিন্তু হায়! নিজের প্লেটে গর্ত সে কি করবে? সেদিনের কথা মনে
কথা মনে পড়তেই কুহু চোয়াল শক্ত হয়ে গেলো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলল,,

—” আপনি কোন দেশের রাজা, মহারাজ যে ইগনোর করা যাবে না?”

ইউসুফ ভ্রু কুচকালো,,

—” কিভাবে কথা বলছিস তুই?”

—” আপনি এটারি প্রাপ্য শুকরিয়া করুন আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দি নাই!”

ইউসুফ হা করে রইলো। এতো রাগ, এত ক্ষোভ কুহুর মনে।

—” আমি তোকে এক্সপ্লেইন করতে চাই? সেই সুযোগ টা তো দিবি?”

—” না আর কোনো সুযোগ আমি দিবো না আপনাকে! আমি আপনাকে ঘৃণা করি। আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি ঠকবাজ।”

ইউসুফ রেগে গেলো। কুহু টেনে কাছে নিয়ে এলো। মুখ টিপে বলল,,

—” একদম বাজে কথা বলবি না। আমি তোকে ঠকাইনি। ”

কুহু ইউসুফের হাত ছাড়িয়ে নিলো।

—” সেটা সেদিন আমি স্ব চোখে দেখে এসেছি!”

ইউসুফ কুহুকে আবার কাছে টেনে নিলো। কুহুর গালে হাত রেখে আদুরে কন্ঠে বলল,,

—” বিশ্বাস কর বাবুইপাখি আমি তোকে ঠকাইনি। সব সময় আমরা চোখে যা দেখি তা সত্যি নয়!”

—“আমি আপনাকে বিন্দু মাত্র বিশ্বাস করি না ইউসুফ ভাই। আই হেইট ইউ। আপনি আমাকে পুতুল ভেবে শুধু ইউস করে গেছেন। আপনার আমাকে নয় আমার শরীরটাই চাই। আপনার কামনা-বাসনার জন্যই শুধু আমাকে চাই!”

ইউসুফের রাগ এবার মাথায় উঠে গেলো। কুহুর গালে থাপ্পড় লাগলো। কুহু ফ্লোরে পরে গেল। ঠোঁট কেঁটে রক্ত বের হয়ে গেলো। গালে হাত দিয়েই চেঁচিয়ে বলল,,

—” আপনি একটা কাপুরুষ ইউসুফ ভাই। আপনি আমার জীবনটা শেষ করে দিলেন। আমি থাকবো না আপনার সাথে। আমি ডিভোর্স দিবো আপনাকে বুঝলেন!”

ইউসুফের কানে ডিভোর্সের কথা যেতে চোখ মুখ আগুনের পিন্ড হয়ে গেলো। কুহুর দু হাতে বাহু চেপে ধরে তুললো। বলল,,

—” আমি বেঁচে থাকতে তুই কখনো ছাড়া পাবি না।”

পাঁজা কোলে করে কুহুকে নিয়ে বেরিয়ে গেলো ইউসুফ। কুহু এদিকে চিৎকার করতে লাগলো। সে যাবে না ইউসুফের সাথে কখনো যাবে একদম যাবেনা।

চলবে,,