আমি গোপনে ভালোবেসেছি পর্ব-০২

0
431

#আমি_গোপনে_ভালোবেসেছি
#পর্বঃ২
#writer: Mishmi_muntaha_moon

সকালে উঠেই মাথা টা খারাপ হয়ে গেলো।মুখ কালো করে খোলা বইয়ের পাতায় তাকালাম।সবই নতুন কিচ্ছুটি পড়া হলো না বরং ঘুমালাম পড়ে পড়ে।

ক্ষুদায় পেট মুচড়ে উঠতেই মনে পড়লো কালকে রাত্রে কিছু খাওয়া হয় নি।ফ্রেশ হয়ে বাহিরে যেতেই সোফায় আমার ছোট ভাই ফায়াজকে চোখে পড়লো খাচ্ছে বসে।তীক্ষ্ণ দৃষ্টির ঝলকানি দিয়ে রান্নাঘরে পা ফেললাম।আম্মু আমাকে দেখে হাতে রুটির থাল ধরিয়ে দিলো। রুটি নিয়ে সোফায় গিয়ে বসে খাওয়া দাওয়া শেষ করে উঠে দারাতেই আম্মু বলল

“তোমার বাবা আসছে আজকে। আজকে কোথাও যাবা না বলে দিলাম।”

আম্মুর কথায় বড়বড় চোখ করে তাকিয়ে বললাম

“আমার এক্সাম সামনে। বাহিরে তো যেতেই হবে আমার লাইব্রেরি তে যেতে হবে কিছু বইয়ের জন্য। আমি এখনি বের হবো।”

মার চাহনি দেখে আবারও বললাম

“জিয়া যাবে আমার সাথে”

আম্মু যেমো কিছুটা ভরসা পেলো। টিভির দিকে নজর রেখে বলল

“তারাতাড়ি ফিরবে।

আম্মুর কথা শুনে মন কিছুটা ভালো হলো।রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটা স্কাই ব্লু রঙের গাউন পরে নিলাম সাথে ওড়না দিয়ে ঘোমটা টেনে ব্যাগ নিয়ে বাহিরে পা ফেললাম।

নিচে যেতেই রাস্তার ধারে জিয়াকে দেখে মুচকি হেসে ওর দিকে পা বারালাম।কাছে গিয়ে দারাতেই মুখ বাকিয়ে বলল

” আমার কাজের সময় ধারে কাছেও পাওয়া যায় না।নিজেরটার সময় ঠিকই কল করে ডাকা। ”

ওর কথা শুনে কিছুটা মন খারাপ হলো কিন্তু ঠিকই বলেছে মেয়েটা আমার প্রতিটি কাজে সবার আগে হেল্পিং হেন্ড হিসেবে ওই এগিয়ে আসে।

আমি ওর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বললাম

“হেল্প করে খোটা দেয়া একদমই ভালো কথা নয়।”

আমার কথায় মুখ ভেংচি কেটে হাত দুটো বুকে বেধে দারালো।ওর মুখ দেখে মুচকি হেসে রিকশা থামাতে ব্যস্ত হয়ে পরলাম।

~~~~

দুপুর গড়িয়ে বিকেল হয়েছে।কিন্তু এখনো বাড়ি ফিরা হয় নি।আম্মুর রাগান্বিত মুখ মুখে ভেসে উঠতেই বইয়ের উপর মাথা রেখে সামনের বড় জানালা দিয়ে বাহিরে তাকালাম।
দেড় মাস এর মত আছে পরীক্ষার কিন্তু আমার প্রিপারেশন তেমন ভালো না।
আম্মুর কথা মাথায় আসতেই বুক ধক করে উঠলো।উনি সোজা কথা আমার সামনে রেখেছেন।
জিপিএ ভালো না আসলে পড়ালেখা আর এগানো হবে না।উনাদের কথ্যমত পাত্রকে বিয়ে কিরে সংসার পাতানোর দায়িত্ব সম্পূর্ণ আমার।

চোখ বন্ধ করতেই টেবিলে কিছু বই রাখার শব্দে চোখ খুলে মাথা উঠালাম।সামনে উনাকে অর্থাৎ মহাশয় রুদ্ধ সাহেব কে দেখে অনুভূতি শুন্য দৃষ্টিতে তাকালাম।

আমাকে দেখে উনি গভীর দৃষ্টি ফেললো আমার দিকে।এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ফিরিয়ে বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করলাম।
মাথাটা ধরে গেছে।কিন্তু কিছুই মাথায় ঢুকছে না তার উপর উনি সামনে এসে বসাতে আরও অসস্তি লাগছে।
কিছুক্ষনেই জিয়া ও বাহির থেকে এসে আমার পাশে বসতে কিছুটা স্বাভাবিক লাগলো।

“আরে ভাইয়া আপনি।”

জিয়ার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালাম।ওর এমন খুশি খুশি কন্ঠের কারন খুজে পেলাম না।
জিয়ার কথা শুনে উনার দিকে তাকালাম।উনিও বইয়ের থেকে চোখ সরিয়ে জিয়ার দিকে তাকিয়ে মুখটাকে হাস্যজ্বল করে মিষ্টি করে জবাব দিলো।

“আরেহ জিয়া নাকি।ভালো আছো?”

“হুম ভালো আছি আপনি ভালো আছেন”

“অবশ্যই ভালো একদিনের ব্যবধানে কি হতে পারে”

উনার কথা শুনে জিয়া আর কিছু না বলে আমার দিকে নজর দিলো।তারপর চিন্তিত কন্ঠে বলল

“কিরে ফিয়ানা তুই টিউটর ছাড়া কিভাবে পড়বি বল তো। সামনে পরীক্ষা।আমি তোকে বলেছিলাম আমির স্যারকে বল। এইকয়দিন উনার কাছেই পড়তে পারতি।

জিয়ার কথায় বাম হাত দিয়ে মাথাটা চেপে ধরে মৃদুস্বরে বললাম

” নাহ উনার কাছে পড়বোনা।তুই চিন্তা করিস না আমি সামলে নিবো।”

বল্লামতো ঠিকই কিন্তু চিন্তিত আমিও বেশ।আমার কথা শেষ হতেই উনি গম্ভীর কন্ঠে বলল

“আপনি একা পড়ছেন টিচার ছাড়া মিস ফিয়ানা?প্রিপেরেশন তো ভালো মনে হচ্ছে না আপনার মুখ দেখে।”

উনার কথা শুনে মুখ ফুলিয়ে তাকালাম উনার দিকে।তারপর আবার দৃষ্টি বইয়ের দিকে রেখে বললাম

“এখন কি করার আমারই সব সামলাতে হবে আর এখন নতুন কোনো টিচারের কাছ থেকে তো শুরু করার সময় নেই।কি যে করবো পরীক্ষায় আল্লাহ মালুম।এইবার নিশ্চিত বিয়েটা হয়েই যাবে।”

লাস্ট কথাটা বিরবির করে বললাম।আমার কথার প্রতিউত্তরে উনি কিছুক্ষন চুপ থেকে উনার সামনে থাকা বইটা অফ করে বললেন

“আপনি চাইলে আমি আপনাকে পড়ায় হেল্প করতে পারি।এভাবে তো আমি কাউকে পড়াইনা অনেকে পড়তে চায় কিন্তু এই গল্ডেন অফার শুধু আপনার জন্য। ”

উনার কথা শুনে অবাক হলাম।এতো ভালো কথা উনার মুখ দিয়ে শুনে অবাক লাগছে।অবশ্য এইটা আমি জানি উনি পড়ায় অনেক ভালো।আম্মু অলওয়েজ পড়ালেখার ব্যাপারে একজন ব্রাইট স্টুডেন্ট এর এক্সাম্পাল দিলে উনার কথাই বলবে।

কিন্তু কালকের বিষয়টার পর ভিতর থেকে ইগো নামক ফিলিংসটা জেগে উঠলো।শক্ত কন্ঠে বললাম

“প্রয়োজন নেই।আমি সামলে নিতে পারবো।”

আমার কথা শুনে উনি এক ব্রু উঁচু করে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন।তারপর বললেন।

“এস ইউর উইশ।”

বলে আর কিচ্ছু বললেন না সামনে থাকা অনেক গুলো বই থেকে কোনো একটা বই খুজতে লাগলো।

না তো বললাম কিন্তু এখনও সিলেবাসের সব যে আয়ত্তে আনতে পারি তা মাথায় আসতেই মাথায় চিন্তার দানা বাধলো।নিজের ইগোর জন্য যে এতোবড় একটা সুযোগ পা দিয়ে ঠেলে দেওয়া ঠিক হয় তাও বুঝলাম।আমার ভাবনার মাঝেই জিয়া ওর কনুই দিয়ে আমার হাতের উপর পাশটায় ধাক্কাদিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল

“কি করলি তুই পাগল্ কোথাকার এত্তোবড় একটা চান্স কি করে ভেস্তে যেতে দিতে পারিস।তুই পড়লে আমিও পড়তে পারতাম রুদ্ধ ভাইয়ার কাছে আহা,,,,!কেনো না বললি”

ওর কথা শুনে বাকা চোখে তাকালাম ওর দিকে তারপর আবার সামনে বসে থাকা মানুষটির দিকে তাকালাম উনি উনার কাঙ্ক্ষিত বইটি খুজে এতেই উঠে দাড়ালেন।আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাতেই আমি চোখ নামিয়ে নিলাম।উনি বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই জিয়া আমাকে আরেকদফা বুঝাতে লাগলো

“দেখ তুই কিন্তু সুযোগ এর সৎ ব্যবহার করছিস না।আর মনে আছে তো এই পরীক্ষা তোর জন্য কত ইম্পর্ট্যান্ট। তুই এখন নিজের ভালোটা ভেবে নে।নিজের ভালো তো ছাগলও বোঝেরে”

ওর কথায় দীর্ঘশ্বাস ফেলে গলা ঝাড়লাম।উনাকে ডাকতে একদম ইচ্ছে করছে না উনার হেল্প নেওয়ার ইচ্ছে তো আরও আগে নেই কিন্তু নিজের স্বার্থ টা কে না বোঝে।
সাত পাচ না ভেবে গলা উচিয়ে ডাকলাম।

“রুদ্ধ সাহেব!”

বলে নিজেই বোকা বলে গেলাম নিজের জিহবা দাত দিয়ে কাটলাম।
উনার সাথে বেশি একটা কথা বলতে হয় নি আমার আর বললে উনি এই যে বলে সম্বোধন করেছি। মনে মনে অবশ্য আমি রুদ্ধ সাহেবই বলতাম কিন্তু উনাকে কখনো বলি নি।

“জ্বী।আমাকে ডাকলেন?”

উনার কথায় সামনে তাকালাম।ঠোটের কোনে এক চিলতে হাসি।কি বলবো মুহূর্তেই গুলিয়ে ফেললাম। আমতা আমতা করতেই পাশ থেকে জিয়া বলল

“আমি বলছি ভাইয়া ও আপনার অফারটা এক্সেপ্ট করতে চাইছিলো আরকি।”

ওর কথা শুনে চোখ মুখ কুচকে ওর দিকে তাকালাম।আস্ত এক্টার বিরক্ত এই মেয়েটা আমার ইজ্জতের ফালুদা বানাতে এক মিনিট সময় ও নিলো না।আমাকে গুছিয়ে বলতেও দিলো না।

ভাবনার মাঝেই সামনে থেকে মৃদু হাসির রেখা ভেসে আসতেই উনার দিকে তাকালাম।উনি আগের জায়গায় দাঁড়িয়ে থেকেই বলল

” আসলে কেউ হেল্প চাইলে আবার আমি না করতে পারি না।কাল সাড়ে ৪ টায় লাইব্রেরিতে আমার অপেক্ষা করুন আমি এখানেই আপনার সাথে দেখা করবো আই মিন ফর স্টাডি।”

বলে সামনের চুল গুলো পিছের দিকে ঠেলে দিকে ধপাধপ পা ফেলে চলে গেলো।
আর আমি উনার যাওয়ার পথে তাকিয়ে রইলাম।দেখা যাক কালকে কি হয়! উনার কাছে পরতে হবে ভাবলে কেমন যেনো আজব লাগে।কিন্তু কি করার একবার উনার কাছেও পড়ে দেখি।

~~~~~
যেইটার ভয় ছিলো ওইটাই হলো। বাড়িতে ফিরতে ফিরতে মাগরিবের আযান দিয়ে দিলো। রিকশার ভাড়া মিটিয়ে বাড়িতে ঢুকলাম।
দরজার কড়া নাড়তেই আম্মু এসে দরজা খুলে দিয়ে গম্ভীর মুখে চাইলেন।উনার চাহনি দেখেই মাথা নিচু করলাম।
কিন্তু অবাক করার বিষয় আম্মু কিছুই বলল না।ঘরে ঢুকে আব্বুর কন্ঠ পেয়ে উনার রুমে গিয়ে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে রুমে গিয়ে বসলাম।
আর ঘর শান্ত থাকার পিছনে যে আব্বুর হাত এইটাও বুঝলাম।
প্রশান্তির শ্বাস ফেলে বিছানায় গা এলাতেই আম্মু রুমে খাবার নিয়ে আসতেই আমি আমতা আমতা করে বললাম

“না মা খাবো না খেয়েছিলাম আমি বাইরে”

মিথ্যা বললাম আম্মুর বকার ভয়ে।নাহলে আবার কিচ্ছু খাই নি সারাদিন, এইটা নিয়েও বকাঝকা। আমার কথার পরিবর্তে আম্মু শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল

“ঢং করতে হবে না খেয়ে নাও তারাতারি।খেয়ে প্লেট পরিষ্কার করে রাখবে।”

বলে চলে গেলো।ক্ষিদে আমারও অনেক লেগেছিলো।কিছু খেয়ে নিতাম বাহির থেকে কিন্তু আমার কাছে বেশি টাকা ছিলো না। জিয়া খাওয়াতে চেয়েছে কিন্তু আমিই খাই নি অসস্তি লাগে অন্যের টাকা ব্যবহার করতে এই অভ্যাসের জন্যই পেটে কিছুই পড়ে নি।

খাবার খেয়ে নিতেই চোখ রাজ্যের ঘুম এসে ধরা দিলো।কিন্তু ঘুমালাম না রুমের বাহির থেকে একটা চক্কর দিয়ে এসে কিছুক্ষন পড়ার পর ঘুমালাম।
পরীক্ষার আগে কলেজ বন্ধ এই ব্যাপারটা আমার একদমই পছন্দ হয় নি।পরীক্ষার আগে স্ট্রিক্টলি কলেজ চলবে একদিন ও কলেজে বন্ধ যেনো না দেয় স্টুডেন্ট রা, সেই বিষয়ে বিশেষ খেয়াল দেয়া জরুরি কিন্তু তার পরিবর্তে উনারা কলেজে অফ করে রেখেছে।
ভাবতে ভাবতেই চোখ বন্ধ করলাম।

~~~~

ছাদে বসে আছি।কানে হেডফোন গুজা।গোসল সেরে ছাদে এলাম।রোদ নেই মেঘলা আকাশ।কিছুটা দূরের বড় ব্রিজটা দিয়ে সাই সাই করে একের পর এক গাড়ি চলছে বড় বড় বাস ও চোখ পড়ছে কিছুক্ষন পর পর।
অলসতাই ঘেরা শরীর টা কিছুটা মুচড়ে দোলনায় উঠিয়ে রাখা পা দুটি নিচে ঝুলিয়ে মোবাইলের স্ক্রিন অন করে টাইম দেখলাম।
৪ টা বাজে।কানের হেডফোন খুলে মোবাইকের স্ক্রিন অফ করে ওড়না ঠিক করে ধীড় পায়ে ছাদের গেটের দিকে পা বাড়াতে নিতেই সামনে থেকে দ্রুতগামী একটি ব্যাক্তির সাথে ধাক্কা লাগতেই স্টিলের গেটটিতে থাকা খসখসে কিছুর সাথে হাত লেগে হাত ছিলে গেলো।
মৃদু স্বরে আর্তনাদ করে কনুই চেপে ধরব দুপা পিছিয়ে গেলাম।
রাগে মাথাটা ধপ করে উঠলো। রিরি ভাব পাশে ফেলে গাল ফুলিয়ে সামনে তাকাতেই লম্বা করে একটা সুদর্শন যুবক নজরে এলো।

“ওপস সরি! ব্যাথা পেয়েছেন?

কথাটা কানে যেতেই মুখ ফিরালাম।এতো জোরে গেটের সাথে ধাক্কা খেলে যে কেউ ব্যাথা পাবে আমি তো সেখানে ছোটখাটোএকটা মেয়ে ব্যাথা পাবো স্বাভাবিক। কিন্তু উপরে কিছু বললাম না। বিরক্তি ভাব টা পাশে ফেলে মাথা নিচু করে বললাম।

” নাহ! ঠিক আছি আমি।”

আমার কথা শুনে উনি মৃদু হেসে বললেন

“ওহ তাহলে তো ভালোই।”

ছেলেটার কথা শুনে চোখ তুলে তাকালাম।গায়ে নেভিব্লু রঙের একটা শার্ট সাথে কালো ট্রাউজার।একঝাক চুল এলোমেলো হয়ে আছে।

আমার তাকিয়ে থাকার মাঝেই উনার কন্ঠস্বর ভেসে আসে।

” এক্সকিউজ মি!আপনার কিছু না হলে একটু সাইড দিন ছাদে যাবো।”

উনার কথা শুনে তারাহুরো করে চেপে দারালাম। উনি গেট পেরিয়ে ছাদে যেতেই দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে উনাকে নির্দয়ের সার্টিফিকেট দিয়ে নিচে যাওয়ার জন্য পা বারালাম।

চলবে,,,,,

(ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ❤️❤️)