আয়নামতী পর্ব-১২+১৩

0
397

#আয়নামতী
#পর্ব_১২
#পুষ্পিতা_প্রিমা

দুটো মাস পরের কথা।
ফজলু মিয়ার বাগান বাড়ির আঙিনা তখন রজনীগন্ধার সৌরভে সুবাসিত। চারপাশটা মৌ মৌ করছে সাদা শুভ্র রজনীগন্ধার মিষ্টি গন্ধে। স্টিকগুলো কাটার উপযোগী হয়েছে। বাগানের একপাশের গাঁদাফুল গুলো ও তোলার উপযুক্ত হয়েছে। অন্যপাশের ফুলগুলো এখনো কচি। আয়না তার পাশের বাড়ির দুইটা মেয়েকে তার সাথে নিয়ে আসলো ফুল তোলার জন্য । রেণু সহ চারজন হলো। রহমত মিয়ার কাজ পড়লো গ্রেডিং ও প্যাকেজিং। শুক্রবার দিনটা। আয়ান দোকান বন্ধ রাখলো একদিন। নামিরা আবদার করেছিল আয়নার বাগান দেখতে যাবে, আয়ান তাই তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গেল না। আয়শা বেগম খুশি ও হলো। আয়ানকে বলল
‘ বিয়ার পর ঘুরতে যাইতে হয় বাবু। বউরে তো তুই বেড়াতে নিয়া যাসনাই। বউ ও যাইতে চায়নাই। এইবার চাইতেছে, নিয়া যাহ।
আয়ান সায় জানালো। আয়না আগেই চলে গিয়েছে। নামিরা আর আয়ান পরেই গেল। আজকে আয়নার ফুল ডেলিভারি দেওয়ার কথা। বাগানের মালিনী আজ ভারী ব্যস্ত।
বাগান বাড়িতে যাওয়ার পর আয়নাকে বাগানের একপাশে দেখতে পেল আয়ান আর নামিরা। আয়না মেয়েগুলোকে ফুল তুলতে তুলতে কি যেন বলছে। আয়ান ডাকতেই আয়না চোখ ফিরালো। আয়ান আর নামিরাকে দেখে খুশি হয়ে গেল। দৌড়ে এল। বলল
‘ দেখো, কি সুন্দর না আমার বাগান?
আয়ান নাক তুলে বলল
‘ উহু।
নামিরা হেসে ফেলল। আয়না মুখ বেকিয়ে বলল
‘ সুন্দর লাগেনাই?
আয়ান হেসে পিঠ চাপড়ালো তার। বলল
‘ টুনির বাগানবাড়ী বলে কথা। সুন্দর হতেই হবে।
আয়না দুহাতের আঙুল দিয়ে গাল টেনে দিল আয়ানের। আয়ান গালে হাত দিয়ে নামিরাকে বলল
‘ দেখেছ মিরা, আমাকে কপি করছে৷
নামিরা হেসে ফেলল। আয়না কোমরে হাত রেখে বলল
‘ তুমি আমার গাল টানো তখন আমার কেমন লাগে। এবার বুঝো ঠেলা।
আয়ান হেসে ফেলল৷

_________

কুহেলী বাপের বাড়ি ছিল অনেকদিন। প্রায় দু মাসের কাছাকাছি। আজ কাল করে করে আর আসেনি। শেষমেশ আনহিতা বলায় অনুরাগকে তাকে আনতে যেতে হলো। কুহেলী আসলো। আনহিতার সাথে ভালোভাবে কথা বললে ও অনিমার সাথে তার খাপে খাপ মিলেনা কোনোমতে। যেকোনো ইস্যু ধরেই ঝগড়া লেগেই থাকে। এইতো বাপের বাড়ি যাওয়ার আগের দিনই না কত কথা কাটাকাটি হলো। এই ঝগড়ার মূল ইস্যু ছিল কুহেলীর শাড়ি নিয়ে। দুইদিন পর পর শাড়ি কিনার জন্য জেরা করে এই মেয়ে। অনুরাগ ও না পারতে কিনে দেয়। না বলার স্বভাব কোনোকালেই তার ছিল না।
তবে সে জানে মেয়ে মানুষ একটু লাই পেলেই হয়, পুরো পৃথিবীটা হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য আবদার করতে দুবার ভাবেনা। তাদের চাই আর চাই। যত পায় তত চায়। কুহেলীর ও একই অবস্থা। দিনদিন তার আবদার যত তত বিশাল আকার ধারণ করছে। অনুরাগ তাই মেজাজ দেখিয়ে বলেছিল, মাসে একটা শাড়িই পাবে তুমি, এর চাইতে বেশি না। এত শাড়ি আমি মা,আপা আর দাদীকে কখনো কিনতে দেখিনি।
কুহেলী অনুরাগকে তখন কিছু বললো না। তার সব ক্ষোভ গিয়ে পড়লো অনিমার উপর। অনিমা নিশ্চয়ই তার ভাইকে উল্টাপাল্টা বুঝিয়েছে। তাই অনুরাগের অনুপস্থিতিতে কি ঝগড়াটা না হলো অনিমার সাথে। অনিমা ও মুখের উপর বলেছে তুই এককাপড়ে বেরিয়ে যাহ আমার বাড়ি থেকে সামান্যতম মানসম্মান থাকলে। অনুরাগ এলে কুহেলী বাপের বাড়ি যাওয়ার জন্য আবদার করলো, অনুরাগ দিয়ে ও এল। কিন্তু আসল কারণটা তার অগোচরে থেকে গেল। এই যে মাসখানেক পরে এল আনহিতা ভেতরে ভেতরে ভারী চিন্তায় থাকলো। অনিমা গর্ভে সন্তান। সামনেই দিন তারিখ।
মেয়েটা একটু চিল্লাপাল্লা করলেই অসুস্থ হয়ে পড়ে। ক্ষতি হয়। আর কুহেলী থাকলে খাবার টেবিল থেকে শুরু করে যেখানে সেখানে ঝগড়া লেগে যায়। শায়খ চৌধুরী এমনিতে ও ক্ষেপে আছেন। কিছুদিন পরেই ইউপি নির্বাচন। এইবার চেয়ারম্যান পদে তিনি থাকতে পারবেন কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ আছে। পারিবারিক সমস্যা ও দিনদিন জটিল হচ্ছে। মাথা কাজ করছেনা তার।
কুহেলী চৌধুরী বাড়িতে আসার পরপরই শায়লা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লো। গ্রামের হাসপাতালে ভর্তি করানো হলো। শায়লা বেগম উপরে যাইহোক, বেশ শ্বাশুড়ি ভক্তি করেন তিনি। দিন দুয়েক হাসপাতালে ছিল। কিন্তু আর পেরে উঠা যাচ্ছেনা তার অসুস্থতার জন্য। তিনি ও রাত জাগতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। অনুরাগ মাকে নিয়ে আসলো। স্ত্রীকে অনুরোধ করলো যাতে তার দাদীজানের সাথে কিছুদিন থাকে। সুস্থ হলেই নিয়ে আসবে। কুহেলী রাজী হলো। দাদীশ্বাশুড়ির মন জয় করতে হবে তাকে, তাহলে বাইরে যাওয়ার সম্মতি পাবে সে। তার উদ্দেশ্য সফল ও হলো। শায়লা বেগম খানিকটা সুস্থ হয়ে উঠলো। কুহেলী অনুরাগকে বলল ওনাকে যাতে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সে নিজেই সেবা করবে। অনুরাগ খুশি হলো কুহেলীর কথায়। রাগটা ও কমে এল। তবে কুহেলী যে সুযোগ সন্ধানী সেটা টেরও পেল অনুরাগ। কুহেলীর চালাকি ধরতে পেরে নিজেকে বেশ চালাক মনে হলো। যাইহোক উন্নতি হচ্ছে তার, অন্তত কাউকে বেকুব ডাকার চান্স সে আর দিতে চায় না।

শায়লা বেগমের দেখাশোনা,খাওয়াদাওয়া সব কিছু কুহেলীর নখদর্পনে। কাপড়চোপড় ও ধুয়ে দেয় কুহেলী। অবশ্য তার এসব করতে খারাপ লাগেনা। তার দাদীর সব কাজ সে নিজেই করত। দাদী মারা গিয়েছে গত ছয়বছর। দাদীকে সে খুব চোখে হারায়। কত ভালোবাসার এই দাদা দাদীগুলো।
শায়লা বেগমের চোখের মণি হয়ে উঠে কুহেলী। অনিমা দেখে আর মুখ ভাঙায়। এই কুহেলী মেয়েটার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। অনিমার এই মেয়েকে একটু ও ভালো লাগেনা৷ এই মেয়েটা ভালো কথা বললে তার ভালো লাগেনা৷ কেন লাগেনা সে বলতে পারেনা। তার ভাইয়ের সাথে এই মেয়ের যায় না। রূপ দিয়ে কি হবে? ভালো না মেয়ে, কোনোদিক দিয়ে ভালো না। অবশ্য সে নিজে ভালো কিনা সেটা দেখতে অনিচ্ছুক সে।

দশ পনের দিন পরের কথা। শায়লা বেগম সুস্থ হয়ে কুহেলীকে কিছু চাইতে বলল তার কাছে। কুহেলী সৌজন্যতা রক্ষার্থে প্রথমে কিছু বলল না। কিন্তু পরে দেখা গেল শায়লা বেগম নিজেই একটা ছোটখাটো গয়না দিল কুহেলীকে। গলায় পড়িয়ে দিয়ে বলল
‘ আমি এইটা আমার নাতবউয়ের জন্য রেখেছিলাম। এখন মনে হচ্ছে এইটা তোমাকে দেওয়ার সঠিক সময় এসেছে তাই দিলাম।
কুহেলীর চক্ষু চড়কগাছ! কি ভেবেছিল আর কি হলো? তবে গয়না পেয়ে ভারী খুশি হলো সে। শায়লা বেগম বললেন
‘ শোনো নাতবউ একটা কথা বলি। বাচ্চা নিয়ে একটু ভেবো। দাদুভাইয়ের সাথে কথা বলো।
কুহেলী লজ্জায় মিইয়ে গেল। মিহি গলায় বলল
‘ আমাকে একটু শহরে যেতে হবে দাদীজান। তারপর এসে,,
শায়লা বেগম মনঃক্ষুণ্ন হলেন। রাগ সমেত বললেন
‘ আবার শহরে কেন? তুমি আবার নাচগান করবা নাতবউ?
কুহেলী বলল
‘ নাহ নাহ, নাচগান করব না তো। একেবারে সব মিটিয়ে চলে আসব। পরে তো যেতে পারব না তাই।
শেষের কথাটাই লজ্জাজনক ভাব কুহেলীর। শায়লা বেগম বলল
‘ আচ্ছা। আমি বলব বউমাকে যাতে তোমাকে যাওয়ার পারমিশন দেয়।
কুহেলী উপরনিচ মাথা নাড়ালো।

তবে যাওয়ার আগে কুহেলীর সাথে আবার ভয়াবহ ঝগড়া হয়ে গেল অনিমার সাথে। ঝগড়ার বিষয়টা হচ্ছে, কুহেলীর বাইরে যাওয়া নিয়ে। তার মা অসুস্থ, আর ছেলের বউ আছে নাচগান লাফালাফি নিয়ে। আনহিতা শোয়া থেকে উঠে ঝগড়া থামাতে পারলেন না। কুহেলীর এক কথা সে যাবে মানে যাবেই। সে তার দাদীশ্বাশুড়ির অনুমতি নিয়েছে। আনহিতা শোয়া থেকে উঠে দোতলায় যেতে চাইলেন। শায়খ চৌধুরী সংবাদপত্র পড়ছিলেন। চেঁচামেচির আওয়াজ তার কানে আসছিল কিন্তু তিনি পাত্তা দিচ্ছিলেন না। আজ অনুরাগ এলে এই মেয়ের একটা বিহিত করতেই হবে। ঝগড়া থেমে গেল অনেক আগেই । আনহিতা ঘরে যাওয়ার আগমুহূর্তে কুহেলী ব্যাগ নিয়ে নিচে নেমে আসলো। আনহিতাকে বলল
‘ আমাকে ক্ষমা করবেন মা। আমাকে যেতে হচ্ছে কিন্তু আমি কথা দিচ্ছি, আমি চলে আসব শীঘ্রই। আপনার মেয়েকে আমি বুঝিয়ে কূল পাচ্ছিনা। ওনি সবসময় লেগে থাকে ঝগড়া করার জন্য। কিছুক্ষণ আগে ও কি ঝগড়াটানাই করলো।
শায়খ চৌধুরী গর্জে উঠে বললেন
‘ থামো। আর বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কে বলেছে তোমাকে ফিরতে। যাও। নাহলে ধাক্কা দিয়ে বের করব তোমায় বেয়াদব মেয়ে। ফকিরের মেয়ে। একটু লাই পেয়ে আকাশ ছুঁয়েছ ভাব দেখাচ্ছ?যাও। দূর হও।
অপমানে থমথমে হয়ে উঠলো কুহেলীর মুখ। সে বের হয়ে গেল বাড়ি থেকে। অনুরাগকে সে সব বলে দেবে। তার অপমান? এত স্পর্ধা?

আনহিতা নিজের ঘরে যাওয়ার আগে শায়লা বেগমের আর্তনাদ শুনলেন। শায়খ চৌধুরী দৌড় দিলেন, সাথে আনহিতা ও। রক্তাক্ত অবস্থায় মেঝেতে গড়াগড়ি খেতে দেখা গেল অনিমাকে। পেটে হাত দিয়ে মুচড়ামুচড়ি করতে করতে একপর্যায়ে মূর্ছা গেল অনিমা। তার ছেলে অমি চেঁচিয়ে কাঁদছে। অনিমার পড়নের শাড়ি পেটিকোট ভিজে উঠেছে রক্তে। সবাই দিশেহারা হয়ে পড়লো। আনহিতা ঢসে পড়লো। দারোয়ান আর শায়খ চৌধুরী দুজনের সাহায্য গাড়িতে তোলা হলো অনিমাকে। অনুরাগ হন্তদন্ত হয়ে ছুটে এল শহর থেকে। রাতেই জানা গেল অনিমা মৃত বাচ্চা প্রসব করেছে। মেয়ে সন্তান৷ আঘাত পাওয়ায় সন্তান পেটেই মারা গেছে। ভাগ্যিস মা বেঁচে গিয়েছে। সবাই শুকরিয়া জানালো আল্লাহর দরবারে। মা বেঁচে এই যথেষ্ট। তবে জ্ঞান ফেরার পর অনিমা কান্নায় ভেঙে পড়লো। তার যতটুকু মনে আছে সে ঔষধ খেয়ে একটা আপেল নিয়ে খাচ্ছিল। খেতে খেতে ঘর থেকে বের হয়ে কুহেলী আর দাদীজানের ঘরের বারান্দা দিয়ে আসছিল নিচে। আপেলে কামড় দিতেই আচমকা পা পিছলে মাথা ঘুরে পড়ে গেল। আওয়াজ ও করতে পারলো না। ব্যাথায় বাকহীন হয়ে পড়লো সে। যত্নে বড় হয়ে উঠা গর্ভের বাচ্চার শেষ নিশ্বাস ত্যাগ করার শব্দ যেন সে শুনতে পেয়েছিল। কি যন্ত্রণার মুহূর্ত! তার ফুটফুটে বাচ্চা মেয়েটা কেন দুনিয়ার আলো দেখেনি? পাগলের মতো প্রলাপ করতে লাগলো অনিমা। অনুরাগ সামলাতে পারলো না। মা গুলো বোধহয় এমনি হয়?
আশরাফ এমন খবর শুনে ক্ষুব্ধ হলেন শ্বশুরবাড়ির প্রতি। কেমন মানুষ তারা? আজ বাচ্চা মারা না গিয়ে অনিমার কিছু হয়ে যেতে পারতো। অমির কি হতো?
আনহিতা মেয়ের কান্না দেখে নিজেই কান্নায় ভেঙে পড়লেন। সব এত খারাপ হচ্ছে কেন? কারো সাথে কি কোনো অন্যায় করেছে তারা ?

অনিমা স্বাভাবিক হলো অনেকদিন পর। কুহেলীর কথা তখন মনে নেই কারো। পরিবারের উপর এত ধকল গেল অথচ এই দেড়টা মাস কুহেলী একবার ও খোঁজ নিল না। অনুরাগ ব্যাপারটা মাথায় ও নিল না। সুযোগ আসবে তার। সে আপাতত ব্যস্ত বোনকে নিয়ে। অনিমাকে সব ভুলিয়ে দেওয়ার জন্য আশরাফ তাকে তার সাথে ইন্ডিয়া নিয়ে গেল। ছেলে অমিকে ও নিয়ে গেল। দুমাস পর ফিরবে বলেছে। অনুরাগ হাঁফ ছাড়লো। তার বোনটা ভালো থাকুক।

দিনদুয়েক পরে শহরে পাড়ি জমালো সে। শহরে রাস্তায় লাল বাতি জ্বলার সাথে সাথে অনুরাগের চোখে একটি ব্যানার পড়লো। লাল রঙের ওড়না বিহীন একটি কামিজ পড়া কুহেলীর ছবি আছে সেখানে। টুথপেষ্টের বিজ্ঞাপন। অনুরাগ হাসলো ছবিটার দিকে তাকিয়ে। নিজের বউ তার, সে নিজেই এখনো ভালো করে দেখলো না, আর সারা বিশ্ববাসী অনায়াসে দেখছে। সে শুধু ভাবছে এই ব্যানারটা তার দাদীজান দেখলে কি হবে? অনুরাগ ভাবলো কুহেলীর সাথে আজ দেখা করতে যাবে সে। সাথে অন্য কাজ ও আছে। গেল ও সন্ধ্যার দিকে। গিয়ে জানা গেল একটা ছোটখাটো শর্ট ফিল্মের জন্য রূপগঞ্জে গিয়েছে কুহেলী। রাতেই ফিরবে। কুহেলীর স্বামী বলায় বেশ আদরযত্ন ও পেল অনুরাগ। কুহেলী সেই রাতে ফিরলো না। তারা জানালো রাত হয়ে যাওয়ায় ফিরতে পারেনি কুহেলী। অনুরাগ যেই কাজে গেল সেই কাজ করেই ফিরে এল শুধু কুহেলীর সাথে দেখা হলো না।

তার দুইদিন পর বিকেলে দেখা করতে গেল অনুরাগ। সে ভার্সিটির পাশেই একটা বাসা ভাড়া নিয়ে থাকে। সে আবার এলে ওখানের দুইটা মেয়ে এসে জানালো
‘ কুহেলী সাজঘরে। ওর সাজের কাজ চলছে।
অনুরাগ অপেক্ষা করলো। কিছুক্ষণ পর খবর এল কুহেলী এখন কারো সাথে দেখা করতে চাইছে না। অনুরাগ বজ্রগম্ভীর স্বরে বলল
‘ আমি এক্ষুণি দেখা করতে চাই। এক্ষুণি মানে এক্ষুণি।
কেউ যেতে না দিলে অনুরাগ নিজেই ঢুকেই পড়লো। কুহেলী ছুটে এল। অনুরাগকে দেখে হেসে বলল
‘ আমি তো মজা করছিলাম। আপনি তো দেখছি ডেঞ্জারাস। ভেতরে চলে যাচ্ছেন বউ দেখতে?
অনুরাগ শান্ত হওয়ার চেষ্টা করে বলল
‘ চলো।
‘ কোথায়?
‘ বাড়ি।
‘ কিন্তু আমার তো অনেক কাজ। বুঝার চেষ্টা করুন।
‘ কোনো কাজ নেই। চলো৷
কুহেলী যেতে চাইলো না। তার প্রতিদ্বন্ধী মারিয়া অনুরাগকে দেখে হেসে বলল
‘ হাই স্যার।
অনুরাগ ঠোঁট এলালো। কুহেলী ভয়ার্ত চোখে বলল
‘ আপনারা একে অপরকে চেনেন?
মারিয়া হেসে বলল
‘ উনি আমার ভার্সিটির টিচার কুহেলী।
কুহেলী বলল
‘ ওহ। তারমানে আমি তোমার টিচারের ওয়াইফ, তোমার তো আমাকে ম্যাডাম বলে ডাকার কথা।
হাসলো মারিয়া। বলল
‘ অবশ্যই ডাকতাম, কিন্তু।
অনুরাগ থামিয়ে দিয়ে বলল
‘ ধন্যবাদ মারিয়া, আমাকে সাহায্য করার জন্য। তুমি যেতে পারো।
মারিয়া হেসে চলে গেল। কুহেলী তার হাসির রহস্য উদঘাটন করার আগেই শক্ত হাতের বাঁধনে বন্দী হলো তার হাত। সহায়ক পরিচালক মহিবুল হাসান এসে বললেন
‘ মিঃ চৌধুরী একটু ভেবে দেখুন, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে?
অনুরাগ ফেটে পড়লো রাগে। বলল
‘ জাহান্নামে।
কুহেলীকে টেনে নিয়ে গেল অনুরাগ। কুহেলী সারা রাস্তায় এটা ওটা জিজ্ঞেস করলো কিচ্ছু বলল না অনুরাগ। তার বাসায় চলে আসলো কুহেলীকে নিয়ে। অনুরাগের শক্ত চোয়াল দেখে কুহেলীর প্রাণ যায় যায় অবস্থা। তবে সে এবার সাহস করলো। অনুরাগ ঘরে আসতেই কুহেলী রাগ দেখিয়ে বলল
‘ আপনি অশিক্ষিতদের মতো করছেন কেন? আমাকে কাজ করতে দিচ্ছেন না কেন? কেন এমন করছেন?
অনুরাগ শান্ত হতে চাইলো। চোখের কোণায় লাল শিরার দেখা মিলছে। হাতের মুঠো আপনাআপনি নিশপিশ করছে শক্ত হতে। পুরুষালী শক্ত হাত দিয়ে সপাটে চড় বসালো সে কুহেলীর গালে। কুহেলী ঢলে পড়ে গেল। গালে হাত দিয়ে অদ্ভুত চোখে চেয়ে রইলো অনুরাগের দিকে। কান্নায় ভেঙে পড়ে বলল
‘ আমাকে মারলেন?
অনুরাগ পকেটে হাত গুজলো। মারিয়ার দেওয়া প্রত্যেকটা ছবি ছুঁড়ে মারলো কুহেলীর দিকে। কুহেলী চোখ মুছে কুড়িয়ে নিল সেগুলো। ছবিগুলোতে চোখ বুলাতে না বুলাতেই ছুটে গেল অনুরাগের দিকে। অনুরাগ দুপা পিছু হেঁটে গেল। হাত বাড়িয়ে বলল
‘ খবরদার নোংরা হাতে ছুঁবে না আমায়। বিশ্বাসঘাতক। দূর হও।
কুহেলী কান চাপা দিয়ে বলল
‘ এসব মিথ্যে। সব মিথ্যে। আপনি ভুল বুঝছেন আমায়। মারিয়া এগুলো মিথ্যে ছবি,
অনুরাগের ভয়ংকর রূপটা দ্বিতীয় বার দেখলো কুহেলী। অন্য গালে সপাটে চড় বসিয়ে, হাত দিয়ে গাল চেপে ধরলো অনুরাগ। দাঁতে দাঁত চেপে বলল
‘ কোনটা মিথ্যে কুহেলী? দিনের পর দিন আমাকে মিথ্যে বলে, আমাকে ফাঁকি দিয়ে মহিবুল হাসানের সাথে অবৈধ সম্পর্ক গড়া? কোনটা মিথ্যে? মহিবুল হাসানের সাথে তোমার নোংরা ছবি? কোনটা মিথ্যে? রূপগঞ্জ থেকে মারিয়া ফিরতে পারলো, সবাই ফিরতে পারলো, সিনেমার নায়ক ফিরতে পারলো কিন্তু তুমি আর মহিবুল হাসানের জন্য শুধু রাত হয়ে গেল? ফিরতে পারলে না? একা রাত কাটিয়েছ গ্রামে। সব খবর আমি পেয়েছি। কত টাকা দিয়েছে সে তোমায়? টাকার জন্য মানুষ এতটা নিচে কি করে নামতে পারে? তোমাকে ব্যবহার করছে, আর তুমি ও সুযোগ দিলে। বাহ, সাবাশ কুহেলী। সাবাশ। টাকা তোমাকে নোংরা বানিয়ে দিল। তুমি নোংরা কুহেলী। বিশ্বাসঘাতক, প্রতারক।
অনুরাগ চলে গেল। কুহেলী বসে রইলো ঘরের এককোণে। মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে।

অনুরাগ আবার ফিরলো রাত এগারোটার দিকে। খাবারের প্যাকেট এনে ছুঁড়ে মারলো কুহেলীর দিকে তারপর লম্বা হয়ে শুয়ে পড়লো। কুহেলী উঠে দাঁড়ালো। ধীরপায়ে হেঁটে গেল অনুরাগের কাছে। তার পায়ের কাছে বসে হাতজোড় করে কাঁপা-কাঁপা ভাঙা গলায় চোখ মুছতে মুছতে বলল
‘ আমায় ক্ষমা,,,ক্ষমা করেন। আমার বাবাকে কিছু বলবেন না। সইতে পারবে না। মরে যাবে। আমাকে সুযোগ দিন, আমি আর কক্ষণো এমন করব না। আমাকে সুযোগ দিন। আমি আপনার সাথে থাকতে চাই।
অনুরাগ পা সরিয়ে নিল। চোখের উপর হাতের কব্জি রেখে ঘুমানোর চেষ্টা করলো। যদি একটু সময়ের জন্য হলেও শান্তি পায়। কিন্তু না! কুহেলী শান্তি দিল না। পায়ের উপর শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। তার চোখের জলে অনুরাগের পা ভিজলো। অনুরাগ শেষমেশ পা সরাতেই ছিটকে পড়ে গেল কুহেলী। অনুরাগ বলল
‘ খবরদার আমাকে ছুঁবেনা। নিজেকে বিলিয়ে দেওয়ার আগে মনে হয়নি তোমার বাবা কষ্ট পাবে। বিবাহিত হওয়া সত্বেও অন্য পুরুষের সাথে ছিঃ। ছিঃ কুহেলী। মেয়ে মানুষকে আমি সবসময় সম্মানের চোখে দেখে এসেছি। নাহ তোমরা এত সুযোগ সন্ধানী? এতটা? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দূর হও তুমি নইলে সব বলে দেব আমি সবাইকে। বের হও। আমার সামনে জীবনে ও আসবেনা। নইলে খুন করব আমি তোমায়।

কুহেলী দাঁড়িয়ে পড়লো। ছবিগুলো কুড়িয়ে নিয়ে বের হয়ে গেল। বাইরে এসে আগুন ধরিয়ে দিল সব ছবিতে। চোখমুখ মুছে মুঠোফোন দিয়ে কল দিল মহিবুল হাসানকে। রেগে গিয়ে বলল
‘ ইতরের বাচ্চা ইতর, আমি তোকে ছাড়ব না। ছাড়ব না। তুই সব শেষ করে দিলি।
মহিবুল হাসান ওপাশ থেকে বললেন
‘ বাকি টাকা গুলো তাহলে দিতে হবে না।
কুহেলী ফোন কেটে দিল। না টাকা তার লাগবে।

অনুরাগ ঘুমানোর চেষ্টা করলো। বুকের উপর ভার ভার অনুভব হতেই চোখ মেললো সে। কুহেলী আষ্টেপৃষ্ঠে বেঁধে শুয়েছে তাকে। আঁকড়ে ধরে বলল
‘ আমাকে ক্ষমা করে দিন৷ আমি না বুঝে,,,
অনুরাগ চুপ করে রইলো। চোখে ভাসছে ওই ছবিগুলো। কি নোংরা নোংরা অঙ্গভঙ্গি করে কুহেলী কথা বলছে মহিবুল হাসানের সাথে, আর বাকিগুলো?
ঘৃণায় গা গুলিয়ে আসলো অনুরাগের। তার উপর শুয়ে থাকা নোংরা মেয়েটি নারীজাতের কলঙ্ক। সুযোগ দেওয়া যাবেনা কোনোমতেই৷ কিছুতেই যাবে না।
চোয়াল শক্ত হয়ে আসতেই জোরে ধাক্কা দিল অনুরাগ। আচমকা বলে বসলো
‘ গত দুইমাসে তুমি তোমার বাবার বাড়িতে ছিলে নাহ? বাপের বাড়ির নাম করে মহিবুলের সাথে সময় কাটিয়েছ।
কুহেলী আবার কেঁদে দিয়ে বলল
‘ মিথ্যে। একদম না।
অনুরাগ পা দিয়ে ঠেলে দিল তার গায়ে লেগে থাকা কুহেলীর শাড়ি। মাথা চেপে বলল
‘ মারিয়া মিথ্যে বলবেনা আমায়। সে বলেছে আমায় গত দুই মাসে তোমাকে বেশিরভাগ সময় মহিবুল হাসানের বাসায় আসাযাওয়া করতে দেখেছে। তোমার বাসায় ও। উফফ তুমি দূর হও কুহেলী। তোমাকে দেখলেই একটা একটা মনে পড়ছে আমার। দূর হও।
কুহেলী বলল
‘ আমায় ক্ষমা করুন। আমি আর কখনো এমন করব না। ভুল তো হয়ে থাকে মানুষের।

অনুরাগ মাঝরাতেই ফিরে গেল গ্রামে। কুহেলীকে ঘুমন্ত রেখে। কুহেলীকে দেখলেই তার নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে।
ভোররাতে ঘুম ভাঙার পর অনুরাগকে দেখলো না কুহেলী। নিজের চুল নিজে টেনে ছিঁড়তে চাইলো। চিৎকার করে কাঁদলো। ব্লেড দিয়ে নিজের হাত কেটে কাঁদতে কাঁদতে বমি করে ভাসিয়ে দিল বিছানা। তারপর জ্ঞান হারালো। বাড়িওয়ালা অনেক লোকজন ডেকে, দুটো মেয়ে মানুষের সাহায্য হাসপাতালে নিয়ে গেল কুহেলীকে। পুলিশ আসলো সুসাইড কেস ভেবে। ডাক্তার জানালো কুহেলী সন্তানসম্ভবা, অপরদিকে গ্রামের উদ্দেশ্য রওনা দিল পুলিশ। অনুরাগের বিরুদ্ধে অভিযোগ তিনি কেন তার স্ত্রীকে মাঝরাতে ঘুমন্ত অবস্থায় রেখে গ্রামে চলে এসেছেন? তার উপর তারই সন্তানের মা হতে চলেছে কুহেলী৷
অনুরাগ কিছু বলল না। শায়খ চৌধুরী খুশি হয়ে ঘরে নিয়ে এলেন কুহেলীকে। তার বংশধর আসতে চলেছে। আনহিতা আর শায়লা চৌধুরীর চোখেমুখে আনন্দ।

কুহেলী পুলিশকে ভুলভাল বুঝিয়ে পাঠিয়ে দিল। বলল,
‘ তার শ্বাশুড়ির অসুস্থতার খবর শুনে তার স্বামী গ্রামে ফিরে গিয়েছেন মাঝরাতে। আর সে হাত কেটেছে কাল স্বামীর সাথে তার খানিকটা মনোমালিন্য হয়েছে সে ভেবেছে স্বামী এজন্যই চলে গিয়েছে। ভুল বুঝাবুঝি হয়েছে। এগুলো তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। পুলিশের নাক গলানোর দরকার নেই।
অনুরাগ হাসলো কুহেলীর যুক্তি আর বুদ্ধিতে। বাহ তার বাচ্চার মা কি বুদ্ধিমতী! বাহ।
চৌধুরী বাড়িতে উৎসব উৎসব আমেজ চলে এল। কুহেলী সবার মধ্যমণি হয়ে উঠলো।

__________

প্রায় অনেকটা সময় পার হওয়ার পর তৃতীয়বারের মতো ফুল এল আয়নার বাগানে। তখনই ঘটলো বিপত্তি। ফজলু মিয়ার বাগান বাড়ি আর বসতবাড়ি কেনার জন্য তৎপর হয়ে উঠলো শায়খ চৌধুরী। ফজলু মিয়া এমনিতেও কয়দিন বাঁচবেন? রেণু তো তার সব সম্পত্তির মালিক হবে। শায়খ চৌধুরী বললেন ফজলু মিয়াকে জমিজমা দেবে। টাকা ও দেবে। কিন্তু এই জায়গাটা তার চাই। আয়না সেখানে নাক গলানোর কে? সেসব তো তার জমি না। ফজলু মিয়া কিছু বলতেই পারলো না। শায়খ চৌধুরীর উকিল এসে সব কাগজপত্র বুঝিয়ে দিল ফজলু মিয়াকে। ফজলু মিয়া যখন বলল জমি ছাড়বে না, তার পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়বে না। তখন তার পরের দিন মাঝরাতে কে যেন পুরো বাগান আর চালাঘরে আগুন লাগিয়ে দিল। কোনোমতে প্রাণে বেঁচেছিল ফজলু মিয়া আর রেণু। বাকিসব পুড়ে ছাই। আয়না চোখের সামনে দেখলো, নিজের স্বপ্নরাজ্য কেমন যেন মুহূর্তেই ঝলসে গেল। কোথায় বাগান? কোথায় তার ফুলবানু হওয়ার স্বপ্ন? সব তো ছাই!
শক্তপোক্ত আয়নার চোখের কোণায় হয়ত আগুনের দাউদাউ লেলিহান শিখা এসে পড়ায় একটুখানি জলের দেখা গেল। কিন্তু পরক্ষণেই তা আগুন হয়ে উঠলো। সে প্রতিজ্ঞা করলো তার স্বপ্নগুলোকে যারা ছাই করে দিয়েছে তাদের সে ছাড়বে না। কখনোই না।
ফজলু মিয়ার কাগজপত্র সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় শায়খ চৌধুরীর সুবিধা হলো। তিনি নতুন কাগজপত্র বানালেন। ফজলু মিয়াকে অন্য জায়গায় জমি দিয়ে পুরোটা তিনি দখলে নিয়ে নিলেন।

চলবে,,

#আয়নামতী
#পর্ব_১৩
#পুষ্পিতা_প্রিমা

ছাপাখানার ভীড় কমে এল ধীরে ধীরে। আয়নার তখন বাড়ি ফেরার পালা। ভাইয়ের কাজে টুকটাক সাহায্য করে সে। কম্পিউটার শিখছে, ফটোশপের কাজটা শিখে নেবে ধীরে ধীরে। ছাপানোর কাজটা সে এখন পারে। তার বাগান পুড়ে ছাই হওয়ার পর সে আর বাগান নিয়ে আর স্বপ্ন দেখেনা। যেখানে তার ফুলের বাগান ছিল সেখানে ইট সিমেন্টের কারখানা উঠছে। আয়ান বুঝতে পারে বোনের মনের অবস্থা। কিন্তু কি আর করার? অতবড় বাগানবাড়িটা তো তাদের না। ফজলু মিয়ার। সেখানে আয়নারই বা কি বলার আছে?
আয়না উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। আয়ান দোকান থেকে টুকটাক বাজার করে এনে আয়নার হাতে দিল। বলল, আম্মাকে দিস, বাকিগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাব।
আয়না মাথা দুলালো। রিকশা ডেকে রিকশায় উঠে বসলো। আনমনা হয়ে আকাশ পাতাল ভাবতে রিকশার ছুটলো তড়িৎ গতিতে। কিছুদূর গিয়েই রিকশাওয়ালা খুকখুক করে কাশলো। বিদঘুটে গন্ধ আসলো যেন। আয়না ওড়না দিয়ে মুখ চেপে ধরলো। বলল
‘ মামা থামেন। আপনি কি মদ খেয়েছেন? কি গন্ধ আসছে। আল্লাহ!
রিকশাওয়ালা থামলো না। তড়িৎ গতিতে রিকশা চালাতে গিয়ে খেই হারিয়ে ফেলল। টেম্পোগাড়ির সামনে গিয়ে উল্টে গেল রিকশা। বাজারের থলে ছিটকে পড়লো দূরে। আয়না চাপা পড়লো রিকশার নিচে। সাথে সাথেই জ্ঞান হারালো। লোকজন এসে তাকে সরাতেই দেখলো রক্তের ছাপ বসে গেছে পিচঢালা রাস্তায়। রিকশাওয়ালা ও গুরুতর আহত। আশেপাশের কয়েকটা লোকজন ছুটে এল। তাড়াতাড়ি হসপিটাল পাঠালো আয়না আর রিকশাওয়ালাকে। আয়নার কাছে কোনো তথ্য না থাকায় তার বাড়ির কেউ জানতে পারলো না।

তবে দুপুরে আয়ান বাড়ি ফিরতেই দেখলো আয়না নাকি আসেনি। নামিরা বলল
‘ আমি আরও ভাবলাম আয়না তোমার সাথে ফিরবে।
আয়শা বেগম কান্নায় ভেঙে পড়লেন। আজহার সাহেবকে শোনাতে না চাইলে ও শুনে ফেললেন তিনি। আয়ানকে বললেন
‘ মেয়েটাকে একা ছাড়লি কেন? মাথা গরম মেয়ে, কাকে কখন কি বলে ফেলে? একা ফেলে ক্ষতি করবে না? যুগ খারাপ।
আয়ান চলে গেল বাইরে। কোথায় গেল তার বোনটা? রহমত মিয়াকে আসতে দেখলো আয়ান। রহমত মিয়া এগিয়ে এল লম্বা পা ফেলে। বলল
‘ কিতা হইছে ভাই?
আয়ান বলল
‘ আয়না বাড়ি আসেনি।
রহমত মিয়া বলল
‘ কোথায় গেছে?
‘ জানিনা।
‘ আপনে কোথায় যাইতেছেন?
‘ দেখি কি করা যায়? নয়ত পুলিশকে গিয়ে বলব।
রহমত মিয়া বলল
‘ আমি ও যাব আপনার লগে।
আয়ান তাকে সাথে করে নিয়ে গেল।

___________

হাসপাতালের বারান্দায় দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত লেগে গেল অনুরাগের। হাত চেপে সামনে এগোতে একজন নার্স এসে বলল
‘ স্যার আপনি বসুন। রক্ত দিয়েছেন, আপনার এখন রেস্ট দরকার।
অনুরাগ বলল
‘ রোগী কেমন আছে? আই মিন তাড়াতাড়ি সুস্থ হবে তো। রক্ত কি আর ও লাগবে? ডক্টর যে বললো।
নার্স বলল
‘ না স্যার। আপাতত রক্ত লাগবে না। তবে পেশেন্ট হাতে আর মাথায় বেশি আঘাত পেয়েছে। অনেকদিন বেড রেস্ট এন্ড প্রপার ট্রিটমেন্ট দরকার। বাই দ্য ওয়ে স্যার, উনি আপনার কে হয়?
অনুরাগ ভড়কে গেল। নার্স বলল
‘ কে হয় স্যার? পেশেন্টের নাম?
‘ পেশেন্টের নাম আয়নামতী।
নার্স লিখতে গিয়ে থেমে গেল। বলল
‘ আয়নামতী?
‘ জ্বি। হসপিটালের বিলটা দিন। আমাকে যেতে হবে।
‘ কিন্তু স্যার। পেশেন্ট?
অনুরাগ বলল
‘ ওনার ভাই নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছে। চলে ও আসছেন বোধহয়। আপনারা রোগীর অবহেলা করবেন না। আমি যাচ্ছি। আর হ্যা বিলটা?
নার্স বিল দিল। বলল
‘ আর মেডিসিন?
অনুরাগ বলল
‘ আমি মেডিসিন কিনে নিয়ে আসছি। বিলটা ও দিয়ে যাচ্ছি।
নার্স মাথা দুলালো। অনুরাগের যাওয়া থামিয়ে দিয়ে আবার ডাকলো।
‘ স্যার আয়নামতী কে হয় আপনার? বললেন না যে,,,
অনুরাগ ফিরলো। বলল
‘ কিছু হওয়া লাগেনা। মানুষ মানুষের জন্য। এটুকু সাহায্য করতেই পারি। ভালো মেয়ে। চিনতাম, জানতাম। দেখলাম রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। চুপ থাকতে পারিনি। এগিয়ে গেলাম। ভাগ্যবশত রক্ত ও ম্যাচ পড়লো। নইলে আমাকে আবার রক্ত যোগাড় করতে যেতে হতো। আমাকে একটা কাজে যেতে হবে। ভালোই হয়েছে মিলে গেছে।
নার্স হাসলো। বলল
‘ ধন্যবাদ স্যার। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
অনুরাগ বলল
‘ ঠিক আছে। তবে পেশেন্টের কাছ থেকে এসব আড়ালে থাকাই ভালো। পেশেন্ট কারো সাহায্য নেওয়া কম পছন্দ করে। দেখা যাবে, আমি সাহায্য করেছি শুনে আর ও বেশি অসুস্থ হয়ে পড়বে। বুঝেছেন নিশ্চয়ই?
নার্স প্রসন্ন হেসে বলল
‘ ডোন্ট ওয়ারি স্যার। আই উইল ম্যানেজ।
অনুরাগ মাথা নাড়িয়ে চলে গেল।

আয়ান দোকানের দিকে আসতেই মাঝপথে শুনতে পেল একটা রিকশার ঘন্টা খানেক আগে এক্সিডেন্ট হয়েছে। রিকশাওয়ালার অবস্থা খারাপ। একটা মেয়ে ও ছিল। হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আয়ানের মনে কু ডাকলো। এ নিশ্চয়ই তার বোন হবে। সে ও তো রিকশায় উঠেছিল। তারমানে?
দুরুদুরু বুকে আয়ান রহমত মিয়াকে নিয়ে হাসপাতালে গেল। নার্সকে ডেকে বলল
‘ এখানে আয়না নামের কাউকে ভর্তি করা হয়েছে? এক্সিডেন্ট হয়েছে?
নার্স বলল
‘ আয়না নয়, আয়নামতী হবে নিশ্চয়ই।
আয়ান বলল
‘ নাহ নাহ।
রহমত বলল
‘ হ্যা হ্যা। আয়নামতীই। কোথায় আছে আপা?
আয়ান রহমতের দিকে তাকালো। সে কিছুই বুঝলো না। তবে দৌড়ে গেল নার্সের পিছু পিছু। নার্স বলল
‘ জনৈক ভদ্রলোক ভর্তি করিয়ে দিয়ে গেছেন। রক্ত ও দিয়েছেন। ভাগ্যিস ম্যাচ পড়ে ছিল।
আয়ান বলল
‘ উনি এখনো আছেন?
‘ নাহ চলে গিয়েছে। উনার জরুরী কাজ আছে, নইলে থাকতেন৷
আয়ান আয়নার কাছে ছুটে গেল। ব্যান্ডেজ মোড়ানো বোনকে দেখে চোখ ভিজে উঠলো। সুস্থ সবল মেয়েটা রিকশায় উঠেছিল। এরকম হলে সে কখনোই ছাড়ত না বোনটাকে। আয়নার জ্ঞান ছিল। আয়ানকে দেখে নরম গলায় বহুকষ্টে বলল
‘ ভাইয়া ফুল বেঁচার টাকা পাশের বাড়ির চাচীকে দিইনি। ওগুলো হাসপাতালে দিয়ে দিও। আমি চাচীকে বুঝিয়ে বলব।
আয়ান ধমক দিয়ে বলল
‘ ওসব তোর চিন্তা করতে হবে না। আমি দেব।
‘ তোমার কাছে অত টাকা কোথায়? কত হাজার লাগে হিসেব নেই।
আয়ান বলল
‘ বিল তো কে যেন দিয়ে গেল। সে যাইহোক আমি ভদ্রলোককে খুঁজে পেলে টাকাগুলো দিয়ে দেব।
আয়না বলল
‘ কে দিল? কেন দিল?
আয়ান বলল
‘ উত্তেজিত হোস না তো। দিয়ে দেব বলছি তো। তুই ভেঙে পড়িস না। আব্বা আম্মাকে সামলাবো কি করে আমি?
আয়না বলল
‘ আমি কি আব্বার মতো হাঁটতে পারব না?
আয়ান বোনের চোখের কোণায় লেগে থাকা জল মুছে দিল। মাথায় হাত বুলিয়ে ব্যান্ডেজের উপর আদর দিয়ে বলল
‘ টুনি হাঁটবে না৷ উড়বে ডানা মেলে।
আয়না বলল
‘ কেন মজা করো? আমার ভয় লাগছে।
আয়ান বলল
‘ কেন হাঁটতে পারবি না। পারবি।
আয়না চোখ বন্ধ করলো। সাথে দুফোটা জল গড়ালো। আচমকা ডুকরে কেঁদে উঠে সে বলল
‘ আমাদের সাথে কেন সব খারাপ হয় ভাইয়া? আমরা কি দোষ করেছি?
আয়ান সাথে সাথে চোখের জল মুছতে মুছতে বলল
‘ আরেহ নাহ। কোনো দোষ না। এগুলো উপরওয়ালার পরীক্ষা। আমি আছি বোনটা। তুই একদম সুস্থ হয়ে যাবি।

____________

অনুরাগ চটগ্রামের মেইন থানার ওসি আবুল কাশিমের সাথে থানায়। আবুল কাশিম সম্পর্কে তার মায়ের জেঠাত ভাই। তার মামা লাগে। অনুরাগ বিশেষ কারণেই তার মামার কাছে এসেছে।
গরাদে কাছে কারো চিৎকারের চেঁচামেচি কানে আসছে। কাকে যেন রিমান্ডে রেখেছে। উরুধুরা পেটানোর আওয়াজ আসছে। অনুরাগ কৌতুহল নিয়ে বলল
‘মামা এই আসামিটা কে? কেন এভাবে মারছেন?
আবুল কাশিম হেসে ফেলল। দাড়িয়ে বলল,
‘ চলো দেখে আসি। সারপ্রাইজ?
অনুরাগ পিছু পিছু গেল। গরাদের ভেতর চেয়ারে বসা হাত পা বাঁধা মহিবুলকে দেখলো। অনুরাগের কপাল কুঞ্চন হলো। বলল
‘ আমি এমনটা চাইনি।
আবুল কাশিম বলল।
‘ ও সত্যটা স্বীকার না করা পর্যন্ত এভাবে মাইর চলবে।
অনুরাগ বলল
‘ তাহলে তো কুহেলীকে ও এখানে রাখা উচিত। শুধু ওর গর্ভে সন্তান আছে বলে, নইলে।
আবুল কাশিম বলল
‘ চিন্তা করো না। ওই মেয়েকে আমি জব্দ করব। এ আগে সত্যটা স্বীকার করুক।

অনুরাগ সামনে গেল। মহিবুল চিৎকার করে বলল
‘ মিঃ চৌধুরীআপনি ভুল করছেন? কুহেলীর গর্ভে আমার বাচ্চা নয়।
অনুরাগ বলল
‘ তাহলে বাচ্চা কি উড়ে উড়ে এসেছে? কুহেলীর সাথে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠেনি এখনো। কুহেলীর সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছ। প্রমাণ ও আছে আমার কাছে, পুলিশের কাছে। তারপর ও সত্যটা স্বীকার করছো না কেন? বাচ্চার দায়িত্ব নিতে হবে বলে?
মহিবুল কেঁদে বলল
‘ আমাকে ছেড়ে দিতে বলেন। নইলে আমি।
পুলিশ জোরে লাঠির বাড়ি দিল। মহিবুল চেঁচিয়ে বলল
‘ আমাকে মারবেন না। প্লিজ মারবেন না।
অনুরাগ বলল
‘ সত্যটা স্বীকার করো। কুহেলীর বাচ্চাকে স্বীকার করো। নইলে ছবিগুলো আমি সাংবাদিকের হাতে তুলে দেব। তোমার ক্যারিয়ার ও নষ্ট হবে।
মহিবুল বলল
‘ নাহ নাহ এমন করবেন না। করবেন না। অনুরাগ বলল
‘ তাহলে স্বীকার করো। কুহেলীর গর্ভে তোমার বাচ্চা। বলো।
মহিবুল বলল না। পুলিশ উরুধুরা পেটালো। একপর্যায়ে এসে মহিবুল আর না পারতে সব স্বীকার করলো। অনুরাগ হাত ঝাড়লো। ভাবলো
‘ কুহেলীর বিয়েটা কি ধুমধাম করে দেওয়া দরকার? নাকি চুপিচুপি?

চৌধুরী বাড়িতে ফিরে গেল অনুরাগ। কুহেলী সোফায় বসা ছিল। শায়লা বেগম নিজ হাতে এটা ওটা বানিয়ে খাওয়াচ্ছে ছেলের বউকে। কাল কুহেলীর মা বাবা ও দেখে গেল। অনুরাগকে ফিরতে দেখে কুহেলী চলে গেল ঘরে। অনুরাগ শার্ট পাল্টে অন্য শার্ট গায়ে দিতেই পারলো না। কুহেলী দৌড়ে এসে ঝাপটে ধরলো। বলল
‘ আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব আপনার প্রতি।
অনুরাগ হাতের আঙুল ছাড়াছাড়া করে রাখলো কুহেলীর স্পর্শে। জোরে ধাক্কা দিতেই কুহেলী সরে পড়লো। ভয়ার্ত চোখে নিজের পেটের দিকে তাকিয়ে বলল
‘ পড়ে গেলে কি হতো? এমন করলেন কেন?
অনুরাগ ফিরে যেতে চাইলো। কুহেলী আবার দৌড়ে এসে ঝাপটে ধরলো। অনুরাগের মুখে গলায় ঠোঁট ছুঁয়াতেই অনুরাগ আরেক ধাক্কা দিল। কুহেলী তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে অনুরাগ আবার ধরে ফেলল। সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলল
‘ বাড়াবাড়ি করো না। আমি তোমার আর মহিবুলের সন্তানের মৃত্যুর কারণ হতে চাইছি না। মহিবুল আসছে। তৈরি হয়ে নাও যাওয়ার জন্য।
কুহেলী শাড়ির আঁচল টেনে মুখে গুঁজলো। পা আঁকড়ে ধরলো অনুরাগের। বলল
‘ নাহ নাহ এমন করবেন না। অনুরাগ পা সরিয়ে নিল। বলল
‘ তালাকনামা রেডি। তোমাকে আমি তালাক দিলাম। এক, দুই তিন তালাক। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই,ছিল না। তুমি ক্ষণিকের জন্য আমার জীবনে এসেছ অভিশাপ হয়ে। এবার দূর হও। তোমার মতো মেয়েগুলোকে আমি ঘেন্না করি। বের হও। যদি এক্ষুণি আমার সামনে থেকে না যাও, তাহলে চড় মেরে মেরে বের করব। দূর হও। কুহেলী আল্লাহর ওয়াস্তে তুমি দূর হও।

কুহেলী এলোমেলো কেঁদে ঘর থেকে বের হয়ে গেল। আনহিতার কাছে গিয়ে পা ধরে কেঁদে বলল
‘ মা আমি যাব না। কোথাও যাব না। আপনার ছেলেকে বুঝান না? আমার বাবা এসব শুনলে মরেই যাবে। মা,আমি যাব না।
আনহিতা চরম অবাকের পর্যায়ে। অনুরাগ আসলো। কুহেলীর হাত ধরে টেনে তুললো। টেনে ঘরের বাহিরে নিয়ে যেতে যেতে বলল
‘ চুপচাপ চলো কুহেলী। নইলে তোমারে বাবার কানে যাবে।
কুহেলী চুপ হয়ে গেল। অনুরাগ গাড়িতে তুললো তাকে। কুহেলী কাঁদতে কাঁদতে গেল পুরোটা রাস্তা। অনুরাগ কিছু বললো না। কাজী অফিস দেখে হাউমাউ করে কাঁদলো অনুরাগ। আধমরা মহীবুলকে দেখে কুহেলী চেঁচিয়ে কাঁদলো আর ও। বলল
‘ নাহ নাহ। এমনটা করবেন না। আমাকে মেরে ফেলুন কিন্তু এমনটা করবেন না।
অনুরাগ টেনে নিয়ে গেল তাকে। কাজী অফিসে নিয়ে গিয়ে ফিরিয়ে দিল তার লাল শাড়ি,গয়না সমস্ত জিনিসপত্র। যা ড্রাইভার নিয়ে এসেছিল। কুহেলী কাঁদছে। পুলিশ, উকিল আর অনুরাগের সামনে মহীবুলকে মেনে নিতে হলো কুহেলীকে। কুহেলী না কবুল বললো, না স্বাক্ষর করলো। না অনুরাগের তালাকনামায় স্বাক্ষর বসালো। কিছুই করলো না। অনুরাগ তাকে মহীবুলের দিকে ঠেলে দিয়ে তালাকনামা ছুঁড়ে দিয়ে রক্তচোখে বলল
‘ খবরদার কুহেলী। আর কখনো যদি আমার সামনে আসো, তোমাকে খুন করতে দুবার ভাববো না আমি। তোমার মতো বিশ্বাসঘাতককে বেঁচে থাকার সুযোগ দিয়েছি এই বেশি। তোমার এই সন্তানের জন্য বেঁচে গেছ তুমি। নইলে,,
কুহেলী জ্ঞান হারালো সাথে সাথেই। পুলিশ অফিসার মহীবুলকে বলল
‘ যাহ তোর বউকে নিয়ে। সব জানাজানি হওয়ার আগে ম্যানেজ কর নইলে সব শেষ। পথে বসে বসে ভিক্ষা করতে হবে।
মহীবুল বাধ্য হয়ে নিয়ে গেল কুহেলীকে। অনুরাগ কুহেলীর যাওয়ার দিকে তাকিয়ে জোরে লাতি বসালো কাজীর টেবিলে। ছোটখাটো কাগজপেপারে ভর্তি টেবিলটা অনায়াসে এমন জোড়ালো লাতি সহ্য করতে না পেরে উল্টে পড়ে গেল। সবাই বিস্ফোরিত চোখে তাকালো অনুরাগের দিকে। কথা বলার সাহস পেল না। অনুরাগের মাথার চুল খামচে ধরলো একহাতে। অন্য হাতে চেয়ার তুলে ছুঁড়ে মেরে বলল
‘ এরকম কুহেলীর মৃত্যু হোক। মৃত্যু হোক।
আবুল কাশিম গিয়ে হাত রাখলো অনুরাগের মাথায়। অনুরাগ হাতটা ঝেড়ে ফেলে দিল। হনহনিয়ে বেরিয়ে গেল কাজী অফিস থেকে।

আনহিতা আর শায়লা বেগম এদিকওদিক পায়চারি করছেন শুধু। কি হয়ে গেল সব তাদের মাথার উপরে। অনিমার সাথে মুঠোফোনে কিছু আগেই কথা হলো। সে বলল
‘ আমি বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো ঘাপলা আছে। নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে।
শায়খ চৌধুরী এসে সবটা শুনে চিন্তায় পড়লেন। অনুরাগ তো এখনো ফিরলো না।

হসপিটালের করিডোরে বসা অনুরাগকে দেখে নার্স ছুটে এল। বলল
‘ স্যার পেশেন্টকে দেখতে এসেছেন?
অনুরাগকে খিটখিটে মেজাজে বলল
‘ কোন পেশেন্ট? আমি ট্রিটমেন্ট নিতে এসেছি। আমি অসুস্থ। খারাপ লাগছে।
নার্স ভয় পেয়ে গেল। অনুরাগ বলল
‘ তাড়াতাড়ি মেডিসিন দিন। যাতে গত এক সপ্তাহের সবকিছু আমি ভুলে যেতে পারি। কুহেলী নামটা ভুলে যেতে পারি।
নার্স বলল
‘ স্যার এনি প্রবলেম?
অনুরাগ রেগে গেল। বলল
‘ যা বলেছি তাই করেন। আর দূরে দাঁড়িয়ে কথা বলবেন আমার সাথে, মেয়ে মানুষ মানেই প্রতারক।
নার্স ভড়কে গেল। এই লোকটা তো দুপুরে ঠিকঠাক কথা বললো। এখন কি হলো? নার্স ডাক্তার ডেকে আনতে চলে গেল।
অনুরাগের হাতের ভর দিয়ে বেঞ্চে বসে থাকলো। আয়না পা টিপে টিপে আসলো। পায়ে তেমন শক্তি নেই, তবে অনুরাগের গলার আওয়াজ শুনেই আসলো। ধপাস করে বেঞ্চের কোণায় বসে পড়ে বলল
‘ টাকা আপনি দিয়েছেন?
অনুরাগ ফিরে আয়নাকে চাইলো। তারপর চোখ আবার নিচে নামিয়ে ফেলে বলল
‘ আয়নামতী যে! ভারী শক্তপোক্ত মেয়ে তুমি। অন্য মেয়ে হলে কেউ হাত পা ও নাড়াতো না। তুমি তো উঠে দাঁড়িয়ে গেলে।
হাসলো আয়না। বলল
‘ আমার লড়াই অনেক বড় কিছুর সাথে । এই সামান্য ব্যাথা বেদনার কাছে হেরে গেলে তো চলবে না।
অনুরাগ মাথা দুলাতে দুলাতে বলল
‘ তা ঠিক। তা ঠিক।
‘ আপনি কি অসুস্থ? কেমন যেন মনে হচ্ছে?
অনুরাগ হেসে ফেলল আচমকা। বলল
‘ আরেহ না। তুমি নিজে অসুস্থ তাই আমাকে ও অসুস্থ মনে হচ্ছে। আমি এতদিন অসুস্থ ছিলাম বুঝলে, এখন সুস্থ আছি। একদম ফিট।
আয়না বলল
‘ বুঝলাম। একটা কথা বলি, আপনি কত টাকা দিয়েছেন? মানে বিলের কথা বলছি।
অনুরাগ গর্জে বলল
‘ আরেহ আমি কি জানি? মনে নেই ওসব ফালতু কথা । মাথা খারাপ করো না। যাও। আমার সাথে কথা বলতে এসো না। তোমার সাথে আমার কিসের কথা? হ্যা? কিসের কথা? যাও৷ সব মেয়েরাই বিশ্বাসঘাতক,প্রতারক, মিথ্যেবাদী। শুধু উপরে সতীসাধ্বী ভালো সাজার নাটক করে। ভালো অভিনয় পারো তোমরা। যত্তসব।

অনুরাগ উঠে চলে গেল। আয়না মাথায় হাত চাপলো। ভাবলো, এই প্রফেসরের বউ পালালো টালালো নাকি? নাহলে এরকম পাগলামি করছে কেন? পালালে ভালো। না পালালে আর ও ভালো।
আয়ান ঔষধের দোকানে গিয়েছে। এসে দেখলো আয়নাকে পা খুড়িয়ে খুড়িয়ে হাঁটছে। আয়ান দৌড়ে আসলো। বোনকে ধরে বলল
‘ কি হচ্ছে টুনি? হাঁটতে নেমে গেছিস?
আয়না বলল
‘ আমি বাড়ি যাব ভাইয়া।
আয়ান বলল
‘এখন নাহ। কাল। কালই নিয়ে যাব তোকে। আম্মা আসছে তো। আব্বাকে মিরা দেখবে।
আয়না বলল
‘ আম্মা কি কাঁদছে?
আয়ান চুপসে গেল। বলল
‘ হ্যা।
আয়না বলল
‘ আম্মা তো আমায় দেখতে পায় না। আমি তো কুড়িয়ে পাওয়া মেয়ে। তাহলে কাঁদবে কেন?
আয়ান বলল
‘ ধুরর পাগলী, আম্মা তোকে অনেক দেখতে পায়। দেখায় না আর কি। মায়েরা এমনি হয়। মায়ের ভালোবাসা শাসনে প্রকাশ পায়।

__________

অনুরাগকে ঘরে আসতে দেখে আনহিতা ছুটে গেল। বলল
‘ বউ কোথায় সোহাগ? কি হয়েছে তোমার? এলোমেলো লাগছে কেন? চেহারার এই হাল কেন?
অনুরাগ নিজেকে সামলে নিয়ে বলল
‘ কিছু হয়নি। সরো। তোমাদের সবার কথা আমি আর শুনব না। এবার থেকে নিজের জীবনের প্রতিটা সিদ্ধান্ত নিজেই নেব। নিজের কথা নিজে শুনবো। নিজের যা মনে হয় তাই করব।
আনহিতা কিছুই বুঝলেন না। অনুরাগ আবার বলল
‘ কুহেলী তার বাপের বাড়ি। আমি না বলা পর্যন্ত কেউ ওর সাথে কথা বলার, যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি করো, তাহলে এই বাড়িতে আমার সেদিনই শেষ দিন হবে।
আনহিতা ভয়ে ভয়ে বললেন
‘ ঠিক আছে। কখনোই বলব না আব্বা। তুমি যা বলো তাই হবে।
অনুরাগ উপরে চলে গেল। পুরো ঘরটা এলোমেলো করে ফেলল। বিছানার বেডশীট,বালিশের কভার সব নামিয়ে দিল একটানে। সব এলোমেলো করে দিয়ে বললো
‘ কুহেলীর কোনো অস্তিত্বই রাখবো না আমি। বিশ্বাসঘাতক, প্রতারক।
আনহিতা বাইরে থেকে ছেলের গর্জন শুনে ভড়কে গেলেন। মাথায় হাত চাপড়ে বললেন
‘ হে খোদা কি হলো এটা? কুহেলী কি করলো আবার?
অনুরাগ ঘর থেকে বের হয়ে এল। সব বেডশিট, কুহেলীর তোয়ালে,শাড়ি বাকি সব নিয়ে বাইরে বের হয়ে গেল। বাগানের কাছে সব রাখলো। কেরোসিন ঢেলে দিল। আগুন ধরিয়ে দিল। দাউদাউ করে আগুন জ্বলে উঠলো। আনহিতা দরজার কাছে দাঁড়িয়ে দেখলেম, আগুনের পাশে দাঁড়ানো অনুরাগকে। তার চোখের ধারালো দৃষ্টি আগুনের চাইতে ও উত্তপ্ত। যেন রক্ত ঝড়বে কিছু পরেই।
আনহিতা কিছু ভালো করে জানতে ও পারলো না। অনুরাগ বাড়ি ছেড়ে চলে গেল ব্যাগপত্র গুছিয়ে। সে আর থাকবেনা এই নরকে।

চলবে,