কাব্য গোলাপ পর্ব-১০ এবং শেষ পর্ব

0
445

#কাব্য_গোলাপ
১০(অন্তিম পর্ব)
#Neel

কাব্য হঠাৎ রৌজী কে ছেড়ে দু কদম পিছনে গেল, কাব্য রৌজীর থেকে দূরে সরে গেল দেখে রৌজী ভুরু কুঁচকে কাব্যের দিকে তাকালো, হঠাৎ কাব্য এক হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লো মাথা উঁচু করে, কোর্টের ভেতর থেকে, লাল কালো গোলাপ ফুলের গুচ্ছ বের করে রৌজীর দিকে এগিয়ে দিয়ে বলল – আমি তুমি হতে চাই গোলাপ ফুল, তুমি কি আমার হবে?

রৌজী মুখ ফুলিয়ে কাব্যের সামনে ফ্লোরে পা ছড়িয়ে বসে পড়লো। বলল-আগে আমি মিতুর সম্পর্কে জানতে চাই!! তারপর , ভেবে দেখবো। তবে যা বলার এভাবেই হাঁটু মুড়ে বসে বলবেন।হু।(রাইটার -নীল)

কাব্য তার গোলাপ ফুলের পাগলামি দেখে মুচকি হাসলো। বলল – আমি জানতাম না, সেদিন মিতু আমাকে প্রোপজ করবে। আর ফুল টা ও প্রথমে দিয়েছিল যখন, তখন বলে নাই ভালোবাসার কথা।
(কাব্য সমস্ত ঘটনা টা রৌজী কে খুলে বলল)
রৌজীর মনে হয় রাগ টা উবে গেছে, মুচকি হেসে কাব্যের হাত থেকে ফুলটা নিয়ে বলল – আমি ও তুমি হতে চাই কাব্য।

আকাঙ্ক্ষার ডায়েরিতে আক্ষেপের অন্ত নেই!!
… একটা না হয় সঠিক প্রিয় মানুষ হোক!!
… প্রাপ্তির ডায়েরিতে জীবনের চাওয়া পাওয়া শূন্য!!
… দুহাত পেতে চাওয়ার আগে…
…সব আবদার না হয় দূর করুক!!
…. উষ্ণতায়…
মন খারাপ দূর হোক!!
…..পরশের বুলিতে…
আঁখিদ্বয়ের অশ্রু থামুক!!
…… আবেশে….
ওষ্ঠদ্বয়ে বিজয়ের রেখা ফুটুক!!

… খুব করে হোক না একটা সঠিক মানুষ!!
…. একান্তই ব্যক্তিগত প্রিয় ….
…সিক্ততার আর্শীবাদে , আবার আমির এক নতুন পুনর্জন্ম হোক!!

#Noor

কাব্য মুচকি হেসে উঠলো আর রৌজী কাব্যর উপর আনন্দে ঝাঁপিয়ে পড়লো। কে বলবে এই রৌজী কাল আত্নহত্যার পথ বেছে নিয়েছিলো।সময় মতো রাত না এলে অনেক কিছু হয়ে যেতে পারতো।

জীবনে সঠিক মানুষ দরকার। সত্যি ই দরকার। খুব করে হোক আগলে রাখার মানুষ। এই যে, কাব্যের মতো প্রত্যেক মেয়েই তার ভবিষ্যৎ পার্টনার চায় আর রৌজীর মতো ভাগ্য।

কাব্য আর রৌজী নিচে নামতেই সোফায় বসে থাকা কাব্যের মা বাবা,রৌজীর মা বাবা হাসিমুখে তাকিয়ে আছে।

কাব্যের মা – আমার খুব পছন্দ হয়েছে, আমার ঘরের লক্ষী কে ।
(এগিয়ে এসে দুহাতে দুটো বালা পরিয়ে দিল)
আবার বলতে লাগলো – জানিস মা তোর জন্য আমার পাগল ছেলের কি কান্না । মাঝরাতে আমার পা ধরে কান্না, সে তোকে চায়। তাহলে আমি মা হয়ে কি করে তা আপত্তি করি। শত রাজনৈতিক কাজ ফেলে এসেছি আমার ঘরের লক্ষী কে দেখতে।একদম রাজ লক্ষীর মতো।

আজ সবার মুখে হাসি ফুটে উঠলো। কাব্য আর গোলাপের বিয়ে ঠিক বলে কথা। রৌজীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ধুম ধাম করে বিয়ে হবে। এটাই বড়রা ঠিক করে গেল।

৬ মাস পর…

রাতটা পোহালেই কাব্য_গোলাপ একসাথে এক বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু রৌজীকে ইমার্জেন্সি কাব্য দেখা করতে বলেছে। রৌজীর চোখে মহা ঘুম আর বিরক্ত ও , কাব্য কেন তাকে আজ রাতে এই মধ্যরাতে দেখা করতে বলল।ধেৎ । বাধ্য হয়ে রাতের দেওয়া স্থানে অর্থাৎ গেইটের বাইরে এসে দাঁড়ায়। রাত গাড়ি নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে।রৌজী বিনা বাক্যে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়লো।(রাইটার -নীল)
ইদানিং রৌজীর একটা বাজে স্বভাব হয়েছে, চুপচাপ থাকলেই ঘুমিয়ে পরে। বসে বসে ফ্রন্ট সিটে ই ঘুমিয়ে পড়লো।

কাব্য রৌজীকে দেখে নিজের মাথায় হাত দিয়ে বলল-কি ঘুমখোড় মেয়েকে বিয়ে করতে যাচ্ছি রে। বিয়ের পর আদর করতে গেলে ও বলবে, একটু ঘুমিয়ে নেই।হাহ্।

কাব্য নিজের গন্তব্যে পৌঁছে গেল। রৌজীকে জাগাতেই ধরফরিয়ে উঠল।
কাব্য বলল-চল এখন। আমার পিছু পিছু।

রৌজী কাব্যের আদেশ মেনে কাব্যের পিছনে পিছনে হাঁটছে। রৌজীর কাব্যের উপর এতোটাই বিশ্বাস আশেপাশে তাকিয়ে দেখছে ও না, সে কোথায় এসেছে। অথবা এই জায়গাটা কোথায়? হাঁটছে আর ঝিমুচ্ছে রৌজী।

কাব্য একটা রুমের কাছে এসে থমকে গেল। ভেতর এ প্রবেশ করলো। রৌজী ও কাব্যের পথ অনুসরণ করলো। হঠাৎ একটা কথা শুনে রৌজীর ঘুম ছুটে গেল, দৌড়ে এসে কাব্যের বুকে মাথা গুজলো।

কথাটি, “তুই তো অনেক বড় হয়ে গেছিস গোলাপ ফুল, তোর পিছনে অনেক ভোমরা, আমি তোকে বিয়ে করবো, তুই বিয়ে করবি, এই দাঁড়া তোকে বিয়ে করবো।”

কাব্যের বুক থেকে মাথা উঁচু করে কাঁপা কাঁপা গলায় বলল – এ এটা লায়ন লায়ন পাগলা??

কাব্য মুচকি হেসে বলল – চলো , আমার সাথে, আমি তো আছি ,তাই না। আমি গোলাপ আমার কাছে থেকেও ভয় পায়। চলো…

একপ্রকার জোর করেই কাব্য রৌজীকে বিছানার পাশে নিয়ে গেল।লাইট অন করে দিল। বিছানায় অসুস্থ অবস্থায় লায়ন পাগলা শুয়ে আছে। তাকে দেখে বোঝা ই যাচ্ছে না এই সেই লায়ন পাগলা। লায়ন পাগলা হাতের ইশারায় কাব্য আর রৌজী কে বসতে বলল।(রাইটার -নীল)

রৌজীর ভয় কিছুটা কমেছে। লায়ন পাগলার পাশে এসে বসেছে কিন্তু এক হাতে কাব্যকে ধরে রেখেছে।

লায়ন পাগলা মুচকি হেসে বলল – আমি তোকে ভয় দেখানোর জন্য তোর পিছু নিতাম না রে গোলাপ ফুল। তুই সত্যিই একটা গোলাপ ফুল। তোকে আমি নজরে নজরে রাখতাম,যেন তোর পিছনে লাগা ভোমরা গুলো তোকে ছুঁতে না পারে। আমার কি এখন বিয়ে করার বয়স আছে, যে তোকে বিয়ে করবো।

একটু থেমে বড় করে নিঃশ্বাস নিয়ে বলল – তুই অনেক দুষ্টু আমার প্রিয়তমার মতো। সেদিন আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই বলে ওকে ওরা মেরে ফেলেছে। আমি ও ওদের মেরে ফেলেছি। ছাড় দেই নাই। এই কাব্য (কাব্য মাথা উঁচু করে তাকালো) আমার দেখা দ্বিতীয় গোলাপ ফুলের সারাজীবন খেয়াল রাখবি কিন্তু।

কাব্য মুচকি হেসে বলল – আমি রাখব কথা দিলাম।

লায়ন পাগলা রৌজীর হাত ধরে বলল- আমি সেদিন তোর শাড়ি ধরে না আটকালে মেম্বার এর পোলা সেদিন তোর জীবনটা আমার প্রিয়তমার মতো নষ্ট করে দিত। পরে আমি তোর বন্ধুদের বলেছিলাম, ওরা ওর ব্যবস্থা করেছিল।এই গোলাপ ফুল বন্ধুদের কখনো ভুলে যাবি না। আমাকে ভয় পাস নে, পারলে ক্ষমা করে দিস।

রৌজী কি বলবে ভাষা হারিয়ে ফেললো। কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে জানা নেই।

লায়ন পাগলা – কাল তোদের নাকি বিয়ে, এই কাব্য আর লেইট করিস না, যা গোলাপ ফুল কে নিয়ে যা। আর এই উপহার টা আমার পক্ষ থেকে।

কাব্য আর রৌজী হাসি মুখে উপহার নিল। আর ও কিছু ক্ষন কথা বলে চলে গেল।
এই দেওয়ানা লায়ন পাগলা মুচকি হেসে বলল – প্রতিটা মেয়েই গোলাপ ফুল। প্রত্যেক এর উচিত কাব্যের মতো সঠিক মানুষ।
আমি ও আসছি খুব শীঘ্রই প্রিয়তমা তোমার নিকট, যেখান‌ থেকে আমাদের কেউ আর আলাদা করতে পারবে না।

…………..সমাপ্ত……..