কিছু জোড়া শালিকের গল্প পর্ব-০২

0
551

গল্পের নাম: #কিছু_জোড়া_শালিকের_গল্প
পর্ব ২: #ইটস_ফাইনাল
লেখিকা: #Lucky_Nova (🚩গল্প কপি নিষেধ🚩)

“তোকে পছন্দ করেছে ছেলেপক্ষ।” বলল তৃণা।
চকিত ভঙ্গিতে ফিরে তাকালো ত্রয়ী। মাত্রই ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে নিজের রুমে ঢুকেছে ও। আর এরমধ্যেই এটা কী খবর দিলো ওর আপু ওকে!
“বেঁচে গেছি রে! জানিস আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যখন হুট করে দেখতে চলে আসলো। কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো একদম।” বলতে বলতে মুখটা মলিন করে পুনরায় আবার হাসলো তৃণা। বলল, “কিন্তু অবশেষে শুনলাম আমার না, তারা এসেছে তোর জন্য।”
এতোসময় হা করে কথা গুলো শুনছিলো ত্রয়ী। শেষোক্ত কথায় যেন আকাশ ভেঙে পড়লো ওর মাথায়। কাঁধের সাইডব্যাগটা বিছানায় নামিয়ে রেখে হয়রান হয়ে প্রশ্ন করলো, “আমাকে মানে কী? তুই না বড়!”
“এইজন্যই তো ভয় পেয়েছিলাম। বড় মেয়ে বলে আমাকেই সং সাজিয়ে নিয়ে গেলো। পরে শুনি আমি না। তুই। কী যে খুশি হয়েছিলাম। ভাবতে পারিস আমাকে দেখতে এলে কী হত! এমন হুট করে বিয়ের প্রস্তাব আসবে ভাবি নি। আমি মুমিনকে বলেছি জলদি বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। দেরি করলেই আবার কে না কে উড়ে এসে প্রস্তাব দিয়ে দেয়! বাবা!” হাঁফ ছাড়লো তৃণা।
ত্রয়ীর মুখটা পাংশুটে হয়ে গেছে ইতিমধ্যে। বেশ চিন্তায় পড়ে গেছে সে। এটা কী হয়ে গেলো? পছন্দ করেছে মানে টা কী! ওর-ও তো বয়ফ্রেন্ড আছে। ভেবেছিলো বড় বোনের বিয়ের প্রস্তাব আসার পর পরই ও ওর বয়ফ্রেন্ডকে বলবে বিয়ের প্রস্তাব আনতে। আব্বু যেহেতু প্রেমের বিয়ে মানবে না তাই ব্যাপারটা এরেঞ্জ ম্যারেজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। কিন্তু মধ্যিখান থেকে বড়বোনকে টপকে ওরজন্যই নাকি প্রস্তাব এসেছে! এ কেমন বিপদ!
“আপু, বিয়েটা কি পাকা করে ফেলেছে?” বিচলিত ভঙ্গিতে প্রশ্ন করলো ত্রয়ী।
তৃণা বিছানায় বসা থেকে শুয়ে পড়ে বলল,”বলতে গেলে হ্যাঁ। খুব সম্ভ্রান্ত ঘর থেকে প্রস্তাব এসেছে। খালুর নাকি চেনাজানা। যদিও খালুও জানতেন না তারা তোকে পছন্দ করে প্রস্তাব আনবে। অবাক হয়েছিলেন খালুও। আব্বু তো মনে হয় রাজি বলতে গেলে। সরাসরি পাকা কথা বলতে কালই আবার আসবে তারা।”
আতঙ্কে বুকটা হুহু করে উঠলো ত্রয়ীর। নুহাসকে কী বলবে ও! এমন কিছুর আশা যে করেই নি। যদিও নুহাস এব্যাপারে জানে যে ত্রয়ীর আব্বু লাভ ম্যারেজ সহ্যই করতে পারেন না। সব জেনে শুনেই সে ত্রয়ীর সাথে সম্পর্কে জড়িয়েছে। তবে এভাবে বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দেওয়াটার বিষয়টা ওরা চিন্তাও করতে পারে নি।

“কিরে তোর কী হলো?” জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকালো তৃণা।
চিন্তায় মগ্ন থাকায় চকিত হয়ে উঠলো ত্রয়ী। ম্লানমুখে মাথা নেড়ে বলল,”কিছু না।”
“তবে আশ্চর্যের বিষয় জানিস! ছেলে আসে নি। মা বাবা এসেছিলো শুধু। তবে ছেলের ছবি দেখিয়েছিলো। জোস দেখতে। বিএফ না থাকলে আমিই করে নিতাম বিয়ে।” বলেই ফিক করে হাসলো তৃণা।
“তবে ছেলে কাল হয়তো আসবে। সরাসরি দেখিস। পুরাই হট।”
ত্রয়ী মোটেই মজা পাচ্ছে না এসব কথায়। ওর চিন্তা বিয়েটা কীভাবে আটকানো যাবে সেটা। তবে তার আগে নুহাসকে জানাতে হবে।
তৃণা যাওয়ার অপেক্ষায় আছে ও। কারণ তৃণাও জানে না ত্রয়ীর বয়ফ্রেন্ড আছে। তৃণাকে না জানানোর পিছনেও কারণ আছে। সেটা হলো বড় বোন হিসেবে তৃণা প্রেম করলেও ছোট বোনকে সে প্রেম করতে দেবে না। কারণ তার মতে, অনার্সের ফাইনাল ইয়ারে এসেও নাকি ত্রয়ী ছোট। অবুঝ।
হাস্যকর কথা।

বেশ কিছুক্ষণ বকবক করে তৃণা ঘর থেকে বেরুতেই ত্রয়ী ফোন করলো নুহাসকে। হন্তদন্ত করে বলল সবকিছু। নুহাসও চিন্তায় পরে গেলো। ওর থেকে ত্রয়ী আরো অনেক বেশিই চিন্তায় পরে গেছে। ভয় পাচ্ছে খুব। নুহাস শান্ত হতে বলল ত্রয়ীকে। তারপর বলল যে ছেলের সাথে বিয়েটা পাকা হচ্ছে তার সাথে কথা বলতে। সে অবশ্যই বুঝবে। আর সে বিয়েতে নাকচ করে দিলেই বিয়েটা আটকে যাবে।
ত্রয়ী এতক্ষণে একটু স্বস্তি বোধ করলো। ঠিক করলো ছেলেটার সাথেই কথা বলবে।(লেখিকা – লাকি নোভা)

🌼
ত্রয়ী মুখ দিয়ে বড় করে নিঃশ্বাস ফেললো। এটুকু সময়ের মধ্যেই ছেলেটার ফোন নাম্বার যোগার করতে পেরেছে ও। তাও বাবার ফোন থেকে চুরি করে। ইনিয়েবিনিয়ে তৃণার থেকেই জানতে পেরেছিলো যে তারা ফোন নাম্বার দিয়ে গেছে।
ভাগ্যিস! নাহলে কী যে হতো! হয়তো কালই পাকাপাকি কথা হয়ে যেত বিয়ের। এমনিই আধপাকা কথা হয়েই আছে। তাই আজই যা করার করতে হবে।
ত্রয়ী নাম্বার ডায়াল করে ফোন কানে দিলো। কয়েকবার রিং বাজার পর রিসিভ হলো ফোন।
“হ্যালো?” ওপাশ থেকে ভেসে আসলো এক গাঢ় পুরুষালি কণ্ঠস্বর।
একটু অপ্রস্তুতই হয়ে গেলো ত্রয়ী। সম্পূর্ণ অজানা কারো সাথে সহজ হয়ে ত্রয়ী কখনোই কথা বলতে পারে না। হোক সে ছেলে বা মেয়ে। ছোট থেকেই ওর এমন অভ্যাস৷ এজন্যই নুহাসের সাথেও এখনো ফ্রি না ও।

“ত্রয়ী?”
বেশ চমকে উঠলো ত্রয়ী। পুরোদমে হতভম্ব হয়ে গেলো। লোকটা বুঝলো কী করে? ও তো এখনো কথাই বলে নি!
একটু সময় নিয়ে অবাক ভাবটা কাটালো ত্রয়ী। তারপর মিইয়ে যাওয়া কণ্ঠে বলল,”হ্যাঁ। আপনি কি নীল?”
“হ্যাঁ।”
ফাঁকা ঢোক গিললো ত্রয়ী।
“আসলে আমার বিয়ে নিয়ে কিছু কথা বলার ছিলো আপনার সাথে।” অনেক সংকোচ নিয়ে কথাগুলো উচ্চারণ করলো ত্রয়ী।
“হু, বলো।” শান্ত স্বরে বলল নীল।
কপাল ঘেমে উঠেছে ত্রয়ীর। কেনো যে এতো নার্ভাস লাগছে তা ও বুঝতেই পারছে না।
ত্রয়ী বাম হাতের উল্টো পিঠ দিয়ে কপাল মুছতে মুছতে বিছানায় বসলো। ছটফটানি বাড়ছে। চোখমুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠেছে।
“আমি আসলে…।” আমতা আমতা করতে লাগলো ত্রয়ী।
ত্রয়ী মুখ খুলে পরের শব্দগুলো আওড়ানোর আগেই কেউ সজোরে তিন চারটা বাড়ি দিলো দরজায়।
“কিরে দরজা খোল! আমার ফোনটা তোর ঘরে। কী করছিস দরজা আটকে?” আহাজারি করে বলল তৃণা।
ত্রয়ী বিরক্ত হয়ে তাকালো দরজার পানে।
বিড়বিড়িয়ে বলল, “উফ! এখনি কেনো আসতে হলো!”
ত্রয়ী ইতস্তত করে বলল,”কেউ এসেছে তাই…।”
“হু। বুঝতে পারছি। এখনি যে কেনো আসতে হলো? কথাটাও বলা হলো না।” রসিকতা করে বলল নীল।
ত্রয়ী বুঝলো লোকটা ওর কথার অন্য মানে বুঝে বসে আছে। তবে ত্রয়ী কিছু বলতে গিয়েও বলতে পারল না। কারণ তৃণা দরজা টাকিয়েই যাচ্ছে।
আওয়াজ হয়তো ফোনের ওপাশ অব্দি যাচ্ছে।
ত্রয়ী কান্ত ভঙ্গিতে দরজার দিকে তাকালো একপলক।
তারপর একটা লম্বা শ্বাস টেনে সাহস সঞ্চয় করে বলল, “আপনি কি আজ একটু দেখা করতে পারেন?”
ওপাশ থেকে সঙ্গে সঙ্গেই সারা এলো না।
ত্রয়ী আঙুল কামড়ে উৎসুকভাবে অপেক্ষা করতে লাগলো উওরের। আর অবশেষে উওর এলোও।
“ওকে। তোমার বাসার সামনের ব্রেকটাইম কফি নামের ক্যাফেতে চলে এসো। বিকাল পাঁচটায়?! নাকি কখন সময় হবে?”
“হ্যাঁ হ্যাঁ, পাঁচটায় পাঁচটায়।” হুড়মুড়িয়ে দ্বিরুক্তি করলো ত্রয়ী। লোকটা যে কোনো বাড়তি কথা জিজ্ঞাসা না করেই রাজি হয়েছে এটাই অনেক।
“ওকে, সী ইউ!”
“আচ্ছা।” ত্রয়ী ফোন কাটলো। একহাতে ঠোঁটের উপরের বিন্দু বিন্দু ঘাম মুছে চট করে সময় দেখলো। এখন বাজে তিনটা সতেরো।
ফোন রেখে ত্রয়ী এগিয়ে গেলো দরজার কাছে।
তৃণা তখনো দরজা টাকাচ্ছে।
ত্রয়ী দরজা খুলতেই কোমড়ে হাত রেখে চোখ পাকিয়ে বলল, “এত সময় লাগে?”
ত্রয়ী মেকি হাসলো।

🌼
পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি। ফুচকা খাবার নাম করে ত্রয়ী বের হয়েছে ঘর থেকে। বের হতেও কাঠখড় পোড়াতে হয়েছে অবশ্য। একপ্রকার জেদ করে বের হয়েছে ত্রয়ী।
কারণ বিয়ের আগে বাড়ি থেকে বের হতে নেই বলে বাধ সেধে বসেছিলো ওর দাদি। আশ্চর্যের বিষয়! বিয়ে ঠিক হতে পারলো না আর আগেই এতো কাহিনী!

ঢাকার অলি-গলিতে ক্যাফে আর রেস্টুরেন্ট দিয়ে ভরা। ত্রয়ীর বাসা থেকে পাঁচ মিনিট হাটলেই ব্রেকটাইম নামক ক্যাফে।
ত্রয়ী এদিক ওদিক সাবধান নজরে দেখে ঢুকে পড়লো ক্যাফেটাতে। যদিও হরেক রকম চিন্তা হানা দিয়ে আছে মস্তিষ্কে। কেউ দেখে ফেললে ত সমস্যা আছেই, সাথে সম্পূর্ণ অচেনা একটা পুরুষ মানুষেকে কীভাবে সব গুছিয়ে বলবে সেটার জন্যও চিন্তা হচ্ছে। নুহাসের সাথেই তাই একা বের হতো না ত্রয়ী। এজন্য ভার্সিটিতেই যত দেখাসাক্ষাৎ চলতো।

সাত পাঁচ ভাবতে ভাবতেই ক্যাফের ভিতরে পা দিলো ত্রয়ী। হলুদ রঙের বাতি জ্বলছে ক্যাফেটাতে। চারিপাশে আভিজাত্যের ছাপ। একটা গান বাজছে হিন্দি।
বলতে গেলে আজ ক্যাফেটা ফাঁকা। তেমন কেউ নেই। সোজাসুজি দুইটা টেবিলে দুই জোড়া কাপল আছে।
ত্রয়ী ইতস্তত ভঙ্গিতে কাঙ্ক্ষিত লোকটাকে খুঁজতে চোখ ঘুরিয়ে দেখলো আশপাশ।
চোখ আটকালো বাম দিকের একদম কর্নারের একটা টেবিলে।(লেখিকা – Lucky Nova)
হাস্যোজ্জ্বল মুখের অধিকারী এক সুদর্শন পুরুষ। পরনে গাঢ় খয়রী রঙের শার্ট। যার হাতার প্রান্তভাগ আর কলার কালো। সাথে কালো রঙের জিন্স। ডানহাতের কালো ঘড়ির গ্লাস রোদের ঝলকানিতে চকচক করছে। মনোযোগের সাথে ফোনের ক্রিন স্ক্রোল করছে সে।

হ্যাঁ, এটাই সে। ত্রয়ী ছবি দেখেই এসেছে যাতে চিনতে পারে।
ত্রয়ী গুটিগুটি পায়ে এগিয়ে গেলো তার দিকে।
ও এগিয়ে যেতে যেতেই ফিরে তাকালো নীল। ত্রয়ীকে দেখার সাথে সাথে মুখের হাসিটা প্রসারিত হয়ে গেল।
ফোনটা রেখে উঠে দাঁড়িয়ে উজ্জ্বল হাসির সাথে তাকিয়ে বলল,”Hi.”
প্রত্যুত্তরে ত্রয়ী হালকা হাসার চেষ্টা করলো।
“প্লিজ!” সামনে বসতে ইশারা করে বলল নীল।
ত্রয়ী বসলো। নীলও বসে নিজের দুহাত একত্রে ধরে টেবিলের উপর রাখলো।
ত্রয়ী নামানো দৃষ্টিতে টেবিলে চোখ বুলাতে লাগল। সরাসরি তাকাতে পারছে না। খুব অস্বস্তি হচ্ছে তার৷ শ্বাস আটকে আটকে আসছে। কীভাবে শুরু করবে বুঝতেই পারছে না।
“কী খাবা?”
ত্রয়ী চোখ তুলে তাকালো একপলক। খুবই সীমিত সময়ের জন্য। তারপর চোখ সরিয়ে মিনমিনে গলায় বলল, “কিছু না। কিছু খাব না।”
“শুধু শুধু বসে থাকতে দেবে না যে ওরা।” ঠোঁটে এলিয়ে হেসে টেবিলে রাখা ডান হাতের তর্জনী উঁচিয়ে রিসিপশনের দিকে ইশারা করে বলল নীল।
ত্রয়ী বোকা বনে গেলো৷ তাই তো! এমনি তো বসতে দেবে না।
“আমি অবশ্য কফি অর্ডার করেই রেখেছি।” মৃদু হেসে বলল নীল।
সৌজন্যতার খাতিরে ত্রয়ী হাসার চেষ্টা করলো।
নীল পূর্ণদৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে।
হালকা হলুদ রঙের থ্রিপিসের সাথে সাজগোছহীন স্নিগ্ধ চেহারা। একটা বসন্ত বসন্ত ভাব আছে।
নীল কোমল হাসির সাথে তাকিয়ে রইলো ওর দিকে। খেয়াল করলো ত্রয়ী এদিক, ওদিক, সবদিক তাকাচ্ছে কিছু সরাসরি চোখের দিকে তাকাচ্ছে না।
নীল সুক্ষ্মভাবে হাসলো।(লেখিকা-লাকি নোভা)

ত্রয়ী কথা গোছাতে ব্যস্ত। কিন্তু অজানা দ্বিধাতে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। এমনকি লোকটার দিকে তাকাতেও পারছে না।
বেশ কয়েক মিনিট পরে নীল আঙুল ভাঁজ করে ঠকঠক করে শব্দ করলো টেবিলে।
ত্রয়ী চট করে চোখ তুললো।
“আমাকে সরাসরি দেখতে এসেছো? নাকি কিছু বলতেও?” মুচকি হেসে বলল নীল।
ত্রয়ীর দৃষ্টি এলোমেলো হয়ে গেল। সময় নিয়ে আমতা আমতা করে বলল,”না। আসলে…।”
ঢোক গিলে কানের পাশে চুলগুলো গুজে নিলো ত্রয়ী।
সেই মুহূর্তেই এক ওয়েটার ট্রে তে করে দুটো কফির মগ নিয়ে এসে দাঁড়ালো।
“স্যার, আপনাদের কফি।”
নীল মাথা নাড়তেই সে মগ দুটো নামিয়ে দিয়ে চলে গেলো।
নীল একটা মগ ত্রয়ীর কাছে ঠেলে দিয়ে অন্য মগটা ধরে চুমুক বসাতে বসাতে বলল,”হ্যাঁ বলো।”
ত্রয়ী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ইতস্তত ভঙ্গিতে বলল,”আসলে কিছু বলতে এসেছি।”
নীল কফির মগটা নামিয়ে রেখে বলল, “হুম, শুনছি। বলো।”
ত্রয়ী ঢোক গিলে কোলের উপর দুইহাত একত্রে ধরে নীলের দিকে তাকিয়ে বলল,”আমি এ বিয়ে করতে পারবো না।”
নীল স্বাভাবিক ভাবেই ত্রয়ীর চোখের দিকে তাকালো।

“আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। সেও আমাকে বাসে। কিন্তু প্রেমের বিয়েতে আব্বুর একদমই মত নেই। আর আমিও বুঝিনি যে এভাবে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ড বিয়ের প্রস্তাব নিয়ে আসতো কিন্তু তার আগেই এসব হয়ে গেলো। ও নিজের বাসায় জানিয়েছে। তাই এই বিয়েটা ভেঙে গেলে ওর বাসা থেকেই প্রস্তাব নিয়ে আসবে।” কোনমতে বলে দম নিলো ত্রয়ী।
উওরের আশায় চেয়ে রইল উৎসুক ভাবে। যদিও স্থির দৃষ্টিতে তাকাতে পারছে না। দৃষ্টি এলোমেলো হয়ে যাচ্ছে।
নীল শুনলো। তার মুখোভাব গম্ভীর কিন্তু স্বাভাবিক।
সে শান্ত ভঙ্গিতে পুনরায় কফির মগে চুমুক দিলো। কফির মগের দিকে তাকিয়ে উদাসীন একটা ভাবের সহিত বলল, “সো?!”
ত্রয়ী একটু ভ্যাবাচেকা খেয়ে গেলো। পলক ফেললো বার দুই তিনেক।
“না মানে, আপনার পরিবার তো আমাকে পছন্দ করেছে। তারাই সব ঠিক করেছে। তাই যদি আপনি আপনার বাসায় বলে দেন যে আপনার আমাকে পছন্দ না। তাহলে আরকি এই বিয়েটা আটকে যেত।” ইনিয়েবিনিয়ে বলল ত্রয়ী।
“বাট আমার তো তোমাকে খুব পছন্দ।” স্বাভাবিক ভাবে বলেই চোখে চোখ রাখলো নীল।
চোখ বড়সড় হয়ে গেলো ত্রয়ীর। বোকা বনে গেলো সে পুরোই।
“ম..মানে?”
নীল কফির মগটা নামিয়ে টেবিলে রেখে তাকালো সে ত্রয়ীর দিকে। উদ্দেশ্যপূর্ণ হাসি দিয়ে বলল,”আমার পরিবার না, আমি পছন্দ করেছি তোমাকে। চারদিন আগে বসুন্ধরা শপিং মলের সামনে প্রথম দেখেছিলাম তোমায়। তখন থেকেই আমার নজর পরে গেছে তোমার উপর। বুঝেছো?”

ত্রয়ী হতবুদ্ধি হয়ে গেল। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলো নীলের দিকে।
“বিয়েটা আমি তোমাকেই করছি। এন্ড ইট’স ফাইনাল।” শান্ত গলায় বলল সে।
ত্রয়ী ভারি চমকালো।

(চলবে…)
লেখিকা – লাকি নোভা

(বানান ভুল ধরিয়ে দেবেন।)
(গল্প কপি করা সম্পূর্ণ নিষেধ)