তোমাকে ঘিরে আমার অনুভূতি ২ পর্ব-০৭

0
780

#তোমাকে_ঘিরে_আমার_অনুভূতি💖 (সিজন-২)
#পর্ব_০৭
#Anika_Fahmida

রাতে পড়ার টেবিলে বসে আছে অনু। টেবিলের উপর বই। অনুর হাতে কলম। কিন্তু মন কিছুতেই অনুর পড়ায় বসছে না। মাথার ভিতর এই দুই দিনেই আদ্র ভালো করেই গেঁথে গেছে। অনু দীর্ঘশ্বাস ফেলে পড়ায় মন দিতে চাইলো। এমন সময় অনুর ফোনটা বেজে উঠল। অনুর মেজাজ গরম হয়ে গেল। এতো রাতে কে ফোন দিয়েছে? অনু ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত ২ঃ২৩ বাজে। বইটা বন্ধ করে অনু মোবাইল ফোনটা হাতে নিয়ে চমকে উঠলো। একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা অনু রিসিভ করে শান্ত স্বরে বলল,

–হ্যালো কে বলছেন?

আদ্র হেসে অনুকে বলল,

–বলো তো অনু কে হতে পারি আমি?

অনুর কাছে কন্ঠস্বরটা চেনা চেনা লাগলো। কিন্তু তবুও ফোনের মধ্যে কথা হওয়ায় অনু বুঝতে পারল না কার কন্ঠস্বর । অনু না চিনতে পেরে বলল,

–আমি আসলেই আপনাকে চিনতে পারছি না। কে আপনি? এতো রাতে আমাকে কেন ফোন দিয়েছেন?

আদ্র অনুকে শান্ত স্বরে বলল,

–তোমার খুব কাছের কেউ বলছি।

অনু এবার বিরক্তি স্বরে আদ্রকে বলল,

–আমার কাছের কেউ? কিন্তু আমার জানা মতে কোনো ছেলে মানুষ আমার কাছের কেউ হতে পারে না। আমি তো কোনো ছেলের সাথে কথাই বলি না। আর না আছে আমার কোনো ছেলে বন্ধু। হেয়ালি না করে আপনার নাম কি বলুন তো? আর কে আপনি?

আদ্র এবার অনুকে বলে দিলো,

–অনু আমি তোমার আদ্র ভাইয়া।

অনু যেন হতবাক হয়ে গেল। মুখে কোনো কথা আসছে না। অনুর গলা শুকিয়ে যাচ্ছে। অনু কাঁপা স্বরে বলল,

–আদ্র ভাইয়া আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? কি করে সম্ভব?

আদ্র হেসে অনুকে বলল,

–সকালে তোমার বাসায় গিয়ে তোমার কাছ থেকে ফোন কি আমি এমনি এমনি চেয়েছিলাম নাকি? তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্যই তো তোমার কাছ থেকে মোবাইলটা আমি চেয়েছিলাম।

অনু আদ্রকে জিজ্ঞেস করল,

–আপনি কি আমাকে কিছু বলার জন্য ফোন করেছেন?

আদ্র বিরক্তি স্বরে অনুকে বলল,

–আমাকে আপনি করে বলবে না। তুমি করে বলো তো। এই আপনি আপনি ডাক বিরক্ত লাগে আমার কাছে।

অনু অবাক হয়ে চোখ বড় করে ফেললো। এখন যদি অনুর এই অবাক হওয়া মুখটা আদ্র দেখতে পেতো তাহলে নিশ্চয়ই আদ্র খুব হাসতো। কিন্তু আদ্র অনুর এই অবাক হওয়া মুখটা ফোনের মাঝে দেখতে পেল না। অনু আদ্রকে অবাক হওয়া স্বরে বলল,

–এটা আপনি কি বলছেন আদ্র ভাইয়া? আপনি আমার বয়সে অনেক বড়। আপনাকে আমি তুমি করে কেন বলতে যাবো? আমি আপনাকে আপনি করেই বলবো।

আদ্র এবার রেগে গিয়ে অনুকে বলল,

–আমাকে তোমার তুমি করে বলতেই হবে অনু। আমাকে তুমি করে বলবে নাহলে আমি কিন্তু তোমার বাসায় গিয়ে তোমাকে চড় মেরে আসবো?কোনটা চাও এবার বলো?

অনু এবার ভয় পেয়ে গেল। ফোনটা অনু রাখতেও পারছে না। আদ্র যেভাবে অনুকে হুমকি দিচ্ছে তাতে সত্যি সত্যি এখন অনুর বাসায় আদ্র এসে অনুকে চড় মেরে যাবে। তাই অনু কোনোরকম চোখ বন্ধ করে বলল,

–আমি তোমাকে তুমি করেই বলবো আদ্র ভাইয়া। প্লিজ আমার বাসায় এসে আমাকে চড় মেরো না।

আদ্র মনে মনে অনুকে বলল,

–বোকা মেয়ে। একটা হুমকিতেই ভয় পেয়ে গেল।

অনু আবারও আদ্রকে জিজ্ঞেস করল,

–আদ্র ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো?

আদ্র মুচকি হেসে অনুকে বলল,

–হ্যা সুইটহার্ট আমি শুনতে পাচ্ছি তোমার কথা।

আদ্রের মুখে সুইটহার্ট শুনে অনুর বুকের ভিতরটা ধক করে উঠলো। অনু আদ্রকে জিজ্ঞেস করল,

–কাকে সুইটহার্ট বলছো?

আদ্র অনুকে শান্ত স্বরে বলল,

–কাকে আবার? তোমাকেই বলছি।

অনুর মেজাজটা আবারও গরম হয়ে গেল। আদ্রের উপর অনুর ভীষণ রাগ হলো। অনু মনে মনে বলল,

–আমার সাথে মজা নিচ্ছে এই ছেলেটা। মন চাইছে এই আদ্রের বাচ্চাকে একটা লাথি মারি অসহ্য।

আদ্র অনুকে জিজ্ঞেস করল,

–কি হলো অনু? কথা বলছো না কেন?

অনু হাসার চেষ্টা করে আদ্রকে বলল,

–হ্যা আদ্র ভাইয়া বলো। আমি শুনছি।

আদ্র অনুকে গম্ভীর স্বরে বলল,

–আমিই তো কখন থেকে বকবক করে যাচ্ছি। তুমিও কিছু বলো অনু?

অনু মন খারাপ করে আদ্রকে বলল,

–আমি কি বলবো তাই তো বুঝতে পারছি না।

আদ্র হেসে অনুকে বলল,

–তোমাকে কিছু বলতে হবে না। এতক্ষণ যেহেতু আমিই কথা বলছি। বাকি কথাগুলো নাহয় আমিই বলি। তোমার জন্য বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে অনু। তুমি হয়তো কল্পনাও করতে পারবে না।

আদ্রকে অনু অবাক হয়ে জিজ্ঞেস করল,

–কি সারপ্রাইজ আদ্র ভাইয়া?

আদ্র অনুকে বলল,

–সারপ্রাইজ জিনিসটাকে সারপ্রাইজ রাখতে হয় অনু। বলে দিলে মজা নেই ।

অনু আদ্রকে গম্ভীর স্বরে বলল,

–ওহ আচ্ছা। আদ্র ভাইয়া আমার খুব ঘুম পাচ্ছে। আমি তাহলে এখন ঘুমাই?

আদ্র বুঝতে পারছে অনুর বিরক্ত লাগছে। কিন্তু আদ্রের যে অনুর সাথে কথা বলতে একটুও বিরক্ত লাগছে না। আরও কথা বলতে ইচ্ছে করছে অনুর সাথে। অনু যে কেন বুঝতে পারে না। আদ্র অনুকে বলল,

–ঠিক আছে ঘুমাও। আমি আর তোমাকে এখন ডিসটার্ব করবো না। কিন্তু ফোন রাখার আগে আমি তোমাকে একটা গান গেয়ে শুনাতে চাই। শুনবে অনু?

অনুর খুব রাগ হচ্ছে। তবুও অনু আদ্রকে বলল,

–হ্যা আদ্র ভাইয়া আমি তোমার গান শুনবো। তুমি গান গেয়ে শুনাও। আমি শুনছি।

আদ্র এবার মুচকি হেসে গান গাইতে শুরু করলো,

চোখে চোখে ভাসে কথা
মুখে তবু ফুটে না
মন জুড়ে দ্বিধা সাহস জুটে না
চোখে চোখে ভাসে কথা
মুখে তবু ফুটে না
মন জুড়ে দ্বিধা সাহস জুটে না
বলি বলি তোমায় আর
বলা হয় না
তোমায় ভালোবেসেছি
বলা তো যায় না
হৃদয় দিয়ে ডেকেছি
শোনা তো যায় না।

আদ্র একটু থামলো। অনু প্রচুর অবাক হলো। অনু নিজের বুকের মাঝে হাত দিয়ে দেখল বুকের ভিতরটা প্রচুর ধুকপুক করছে। আদ্রের গলা এমনিতেও খুব সুন্দর। গান গাওয়াতে আরও সুন্দর লাগছে। আদ্র যে এতো সুন্দর গান গাইতে পারে অনু জানতো না। জানার কথাও নয়। কারণ মাত্র দুইদিনের পরিচয়েই আদ্র যেভাবে অনুর সাথে কথা বলে যেন জনম জনমের চেনা। অনুর বিরক্তি, রাগ মুহুর্তের মাঝেই চলে গেল। আদ্র আবারও পরের লাইনগুলো গাইতে লাগল,

মাঝে মাঝে ইচ্ছে জাগে
করে ফেলি ভুল
চলার পথে হঠাৎ করে
ছুঁয়ে ফেলি আঙ্গুল
মাঝে মাঝে ইচ্ছে জাগে
করে ফেলি ভুল
চলার পথে হঠাৎ করে
ছুঁয়ে ফেলি আঙ্গুল
বলি বলি তোমায় আর
বলা হয় না
তোমায় ভালোবেসেছি
বলা তো যায় না
হৃদয় দিয়ে ডেকেছি
শুনা তো যায় না।

আদ্রের গান শুনে অনুর শ্বাস আঁটকে আসার উপক্রম হলো। তাই অনু ফোনটা কেটে দিল। অনু নিজের কপাল থেকে ঘাম মুছে ঘন ঘন নিশ্বাস ফেলে বলতে লাগলো,

–এই আদ্র ভাইয়া দুই দিনেই আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। আদ্র ভাইয়ার সাথে আরও কথা বললে বা দেখা হলে হয়তো আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না। এটা হতে পারে না। কিছুতেই না। আদ্র ভাইয়ার কন্ঠে নেশা আছে। আদ্র ভাইয়ার চাহনিতে আমার মাথা ঘুরায়। অনু তোর মন শক্ত করতে হবে। নিজেকে আকার কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। এমন পাগল হলে আমাকে পাগলাগারদে যেতে হবে। আমি পাগল হতে চাই না। কিছুতেই চাই না।

অনু ফোন কেটে দেওয়াতে আদ্রের মনটা একটু খারাপ হয়ে গেল। মোবাইল ফোনটার দিকে অনেক্ষণ তাকিয়ে থেকে তবুও নিজের মনকে বুঝালো হয়তো অনু তার গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ছিল তাই ফোন কেটে দিয়েছে।আদ্র ঘুমিয়ে পড়লো। কিন্তু সেদিন রাতে অনুর আর ঘুম এলো না। পড়ার টেবিলে বসে বই পড়তে নিলেও অনুর মাথায় আদ্রের গাওয়া গান ভনভন করে ঘুরতে লাগলো। অনু মনে মনে বিরক্ত হয়ে বলল,

–আমাকে আদ্র ভাইয়ার কাছ থেকে দূরে থাকতেই হবে। আমি আর তার কোনো ফোন ধরবো না। আশা করি আমাদের বাসায় আর কোনোদিন আদ্র ভাইয়া আসবে না। ও আদ্র ভাইয়া গো তুমি আর এসো না আমাদের বাসায়। তোমার মধ্যে কি যেন একটা আছে। আমি পাগল হতে চাই না। আমার থেকে হাজার মাইল তুমি দূরে থেকো। কিন্তু আদ্র ভাইয়া আমাকে কি যেন সারপ্রাইজ দিবে বলছিল। কি এমন সারপ্রাইজ দিবে?

#চলবে…