ধূসর কুয়াশা পর্ব-০১

0
4363

#ধূসর_কুয়াশা
#পর্ব_১
#Writer_Nusrat_Jahan_Sara

বিয়ের কনে পালিয়ে গেছে বলে তার অবর্তমানে এখন তার ছোট বোনকে বিয়ে দেওয়া হচ্ছে৷ সবাই তাকে কবুল বলার জন্য বলছে সে কবুল না বলে বিয়ে ভরা আসরে সবার সামনে চিল্লিয়ে বলে উঠলো,,,, আমি টয়লেটে যাবো৷ টয়লেটে না যাওয়া পর্যন্ত আমি কবুল বলবোনা৷

কনের মুখে এই কথা শুনে সবাই হতবুদ্ধি হয়ে গেছে৷ কনের বাবা সবার দিকে তাকিয়ে একটু মেকে হেঁসে কনে কে ইশারা করলেন যেনো টয়লেটে চলে যায়৷ কনে সাথে সাথে লেহেঙ্গা ধরে ভো দৌড়৷

অনেক্ষন হয়ে গেছে অথচ এখনো কনে আসছেনা দেখে কনের বাবা চেক করতে গেলেন৷ সমস্ত রুমের আনাচে কানাচে খুঁজে দেখছেন কোথায় আছে কিন্তু না সে কোথাও নেই৷ কনের বাবা এবার মাথায় হাত দিয়ে ধপ করে বসে পরলেন৷ উনার দুই মেয়েই উনার মুখে চুন কালি মাখিয়ে পালিয়ে গেছে এখন সবাইকে মুখ কী করে দেখাবেন সেটাই ভাবছেন৷
🍁
রাতে লুকিয়ে চুপিচুপি বাসায় ঢুকছে অনু আর মিতা৷ পড়নে তাদের সাদা শাড়ি৷ দেখে মনে হচ্ছে এই মুহুর্তে যেনো ওরা বিধবা হয়েছে৷ সদ্য বিধবা যাকে বলে আরকি৷

মেইন ডুরে হাল্কা ধাক্কা দিয়ে বাসার ভিতরে ঢুকে গেলো দুজন৷ হল রুমেই ওদের বাবা মুখ গম্ভীর করে বসে আছেন৷ অনু আর মিতা দুজনই থমকে গেলো৷

বাবাঃতোমরা কেনো এসেছো?বেড়িয়ে যাও আমার বাড়ি থেকে৷ যেই মেয়েরা তার বাবার সম্মানের দিকে তাকায় না তারা কোনদিন কারও মেয়ে হতে পারেনা৷ তোমাদের মুখও দেখতে চাই না আমি৷
.
অনু আর মিতা একজন আরেজনের দিকে তাকিয়ে ওদের বাবার পা জড়িয়ে ধরলো৷

অনুঃড্যাডি আমাদের ক্ষমা করে দাও৷ তুমি তো জানো যেই ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিলো তার কালচারের সাথে আমাদের কালচার কোন দিক থেকেই যায়না৷ কেমন যেনো ক্ষ্যাত মনে হয়৷
.
মিতাঃহ্যাঁ তার মধ্যে আবার টিনের বাড়ি৷ আমরা ওই বাড়িতে কীভাবে থাকতাম বলতে পারো৷ যে জায়গায় এতো উচো বিল্ডিংয়ে বাস করি৷
.
অনুঃও তো কোনদিক থেকেই আামাদের সাথে যায়না এক কথায়৷বাবা তুমি ভুলে গেছো যে আমরা কীভাবে লন্ডনে নিজেদের জীবন কাটিয়েছি৷ আমাদের কালচার,লাইফস্টাইল সম্পর্কে পর মিনিমাম ধারানাটুকুও নেই৷
.
মিতাঃশুধু কী তাই নাকি৷ গাইয়া,কাইল্লা আর চিকনা যে এইটাইতো মেইন প্রবলেম৷ এক কথায় আমাদের দিক থেকে কোন দিকেই ও পারফেক্ট না৷ ড্যাডি যে ওকে কেনো পছন্দ করলেন সেটাই নিজেই জানেন৷
.
চুপ একদম চুপ৷ কেউ কারও জন্য পারফেক্ট হয়ে জন্মায় না পারফেক্ট বানিয়ে নিতে হয়৷ তোমরা আজ যে অন্যায়টা করেছো সেটার ক্ষমার যোগ্য না তোমরা৷ জানো ছেলেটা কতো স্বপ্ন নিয়ে বিয়ে করতে এসেছিলো কিন্তু কী করবে তোমাদের ইগু অহংকারের কাছে ছেলেটার দেখা স্বপ্নটা যে হেরে গেলো৷.
.
অনুঃড্যাডি ও যদি স্বপ্ন দেখে থাকে তো সেটা আপুকে নিয়ে দেখেছে আমাকে নিয়ে নয় তাই আামাকে মাফ করে দাও৷
.
তোমাদের মতো অহংকারী মেয়েদের কোনো ক্ষমা নেই৷ আজ থেকে তোমরা যে আমার মেয়ে সেটা আমি ভুলে গেলাম৷ কতো কষ্ট করে মানুষ করেছি তোমাদের আর তোমরা একটা বারও আামার দিকে তোমার মার দিকে তাকালে না৷
.
অনুঃস্যরি ড্যাডি আর এমন হবেনা৷ আমাদের খেতে দাও এখন প্লিজ৷
.
কেনো যার কাছে গিয়েছিলে তারা বুঝি খেতে দেয়নি৷
.
অনু আর মিতা কিচ্ছু বললোনা মাথা নিচু করে নিলো৷
.
আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি৷

বাবা উঠে চলে গেলেন৷ ওরা দুইবোন তো সেই লেভেলের খুশি যে ওদের ড্যাডি ওদেরকে ক্ষমা করে দিয়েছে৷ দুই বোন মাটি থেকে উঠে আরামসে সোফায় বসে পরলো৷ প্রায় এক মিনিটের মধ্যেই ওদের বাবা ওদের জন্য প্লেটে করে কিছু একটা নিয়ে আসলেন৷ অনু আর মিতা কে সোফায় বসতে দেখে ভ্রু কুঁচকে ফেললেন উনি৷

মিতাঃড্যাডি লাভ ইউ৷ আমরা জানতাম তুমি আমাদের উপরে রাগ করে থাকতে পারবেনা৷
.
তোমার সোফায় কাকে জিজ্ঞেস করে বসেছো?৷
.
অনুঃসোফায় বসতে আবার কাাকে জিজ্ঞেস করবো৷
.
তোমরা ভুলে গেছো একটু আগে আমি কী বলেছিলাম যে আজ থেকে তোমরা না আমার মেয়ে আর না এই বাড়িতে কোন অধিকার আছে সব অধিকার তোমরা হারিয়েছো৷ সোফা থেকে নেমে ফ্লোরে এসে বসো৷
.
অনুঃড্যাডি,আর ইউ কিডিং আজ?
.
নো, আমি তোমাদের সাথে কেনো মজা করবো৷ আমি সিরিয়াসলি বলছি৷ফ্রম টোডে,ইউ টু আর দ্যা হাউসকিপারস্৷
.
মিতাঃওয়াট হাউসকিপারস্৷
.
হুম৷ আর এই নাও খাবার আর খেয়ে কাজে লেগে পরো৷
.
অনুঃএতো রাত্রে
.
কই রাত৷ মাত্র এগারোটা বাজে৷
.
ওরা দুইবোন ওদের বাবার কথামতো ফ্লোরে বসে পড়লো৷ ওদের বাবা ওদের দুজনের হাত প্লেট দুটো দিলেন৷
.
মিতাঃড্যাডি ওয়াট রাবিশ৷ কী এইগুলো৷ ভাতের মধ্যে পানি,কাচা মরিচ আর পেয়াজ৷
.
আজ থেকে এইসবই তোমাদের খেতে হবে৷
.
অনুঃবাট আমরা যে ফিশ আর চিকেন ছাড়া কিচ্ছু খেতে পারিনা৷
..
খেতে হবে এখন থেকে সব শিখতে হবে৷ নাও স্টার্ট৷
.
ওরা দুইবোন খুব কষ্ট করে দুই লোকমা মুখে দিয়ে আর দিতে পারলোনা৷
.
মিতাঃড্যাডি আর খেতে পারবোনা৷
..
কী এতক্ষন ধরে ড্যাডি, ড্যাডি করছো
.
অনুঃতো কী বলবো৷
.
স্যার বলবে৷
.
ওয়াট!!!!
.
হুম৷
.
আর সব খাবার শেষ করো নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বেড় করে দিবো৷

অনু আর মিতা খুব ভয়ে ভয়ে খাবারটা খেয়ে শেষ করলো৷

ওদের বাবা ওদের দুজনকে দেখে দেখে মুচকি হাসছেন৷

আচ্ছা তোমরা সাদা শাড়ি কেনো পড়েছো৷
.
অনুঃবিয়ের পরে নাকি সাদা শাড়ি পড়তে হয় এটাইতো বিডির নিয়ম৷
.
না এটা বিডির নিয়ম না৷ হাসবেন্ড মারা গেলে ওয়াইফকে সাদা শাড়ি পড়তে হয়৷ তোমাদের তো বিয়েই হয়নি৷ যাইহোক এখন সমস্ত হলরুম ঝাড়ু দাও৷ গুড নাইট৷ আর হ্যাঁ সকালে যেনো উঠে দেখি টেবিলে ব্রেকফাস্ট সাজানো আছে৷ অনু আর মিতার বাবা ওদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়ে উপরে চলে গেলেন৷
.
বুঝলি অনু ড্যাডি স্যরি স্যার আগে থেকেই জানতেন যে আমরা বাড়ি ফিরবো তাই আগে বাগেই কাজের লিস্ট বানিয়ে রেখেছিলেন৷
.
হুম আমারো তাই মনে হয়৷ চলো এখন হলরুমটা ঝাড়ু দিয়ে দেই নাহলে কিন্তু সত্যি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে৷
.
লন্ডনই ব্যাটার ছিলো৷
.
এক্সাক্টলি৷

অনু আর মিতা হলরুম ঝাড়ু দিয়ে গিয়ে ঘুমিয়ে পরলো৷
🍁
সকালে মুখে পানি পরাতেই ঘুম থেকে লাফিয়ে উঠলো অনু আর মিতা৷ একরুমেই থাকে দুইবোন৷
ওদের সামনেই ওদের ছোট ভাই বিহান বালতি হাতে দাঁড়িয়ে আছে৷

অনুঃহাও ডেয়ার ইউ বিহান!!! আমাদের উপরে পানি কেনো ঢাললি৷
.
লিসেন৷ কাজের লোক কাজের লোকের মতোই থাকবে৷ বাড়ির মালিকের ছেলের সাথে এভাবে কেনো কথা বলছো? ড্যাডি কাল কী বলেছিলো শুনোনি তোমরা৷ যাও উঠে গিয়ে নাস্তা বানাও৷ আর বেডে শুয়ার পারমিশন কে দিয়েছে আজ থেকে ফ্লোরে ঘুমাবা যত নবাব যাদার দল৷ এদের দেখলে মনে হয় এরাই মালকিন আর আমরা চাকর বাকর৷
কথাটা বলে বিহান একটা ভেঙচি কেটে চলে গেলো৷

অনুঃদেখলে খারাপ সময় ভাই ও বোনকে চিনেনা৷
.
আমার মনে হয় ওই গাইয়্যা কে বিয়ে করলেই ভালো হতো৷

চলবে♥️