পূর্নতা পর্ব-০২

0
298

#পূর্নতা
# নীল
#পার্ট_২

– আম্মুর ডাকে ঘুম ভাঙলে ! আম্মু খাওয়ার জন্য
অনেক জোর করে কিন্ত আমার খেতে ইচ্ছে করছে না । কেনো জানি না নীরার শূন্যতা আমি খুব করে অনুভব করছি ।

– এই ঘরটার মাঝেই নীরার আর আমার ভালোবাসার স্মৃর্তি জড়িয়ে রয়েছে আজ সে নেই
তাই হয়তো ঘরটার মধ্যে ফাকা ফাকা লাগছে ।

– নীরা এখন কি করছে ! পাগলীটা কি খেয়েছে নাকি । আগে তো আমাকে ছাড়া খেতো না ।

অনেক ভাবনা চিন্তার পর নীরার কাছে কল দিলাম। কলটা রিসিব করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো !

– কি হয়েছে ! কল দিয়েছেন কেনো ? (নিরা)
কন্ঠ টা খুব পরিচিত ! আর বুজতে বাকি রইলো না যে এটা নীরা ।

কথাটা শুনে মন টা খারাপ হয়ে গেলো । কেনো
জানি না আর কথা বলতে ইচ্ছে করছে না ।
তাই কিছু না বলে কলটা কেটে দিলাম।

বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে । আমার সাথে সাথে আকাশের ও মন খারাপ । কিন্ত সে পারছে তার মন খারাপের কষ্ট গুলো কে ঝরিয়ে দিতে আর আমি সেই কষ্টগুলোকে ঝরাতে পারছি না সেগুলো আরো বেশি করে জমা হচ্ছে । মন চাইছে খুব করে বৃষ্টিতে ভিজতে । যাতে করে কষ্টের অশ্রুর গুলো বৃষ্টির পানির সাথে ধুয়ে মুছে যায় ।

তাই আর বসে না থেকে ছাদে চলে আসলাম ।
বৃষ্টিতে ভিজার জন্য । শুনেছিলাম বৃষ্টি যেমন
পরিবেশকে জীবন্ত আর সতেজ করে তোলে তেমন ই নাকি মন কেও সতেজ করে জানি না সত্য কিনা তবে ধীরে ধীরে মন টা হালকা হচ্ছে ।

তিন মাস পর …….!!

– নীরা আর তার মা- বাবা আমার সামনে বসে আছে । আমি নীরার বাড়িতে এসেছি । একটি সত্য কথার উঠঘাটন করতে ।

আমি নীরার বাবা – মাকে বললাম
– আপনারা যদি অনুমতি দেন তাহলে ওর সাথে আমি একা কিছু কথা বলতে চাই ।(আমি)
– হ্যা নিশ্চয়ই- নীরা মা যাতো ওকে তোর
ঘরে নিয়ে যা (নীরার-বাবা)

নীরা কিছু না বলে উঠে চলে যাচ্ছে । আমি ও তার পিছু পিছু আসলাম । ঘরের মধ্যে আসতেই দরজা লাগিয়ে দিলাম ।

– নীরা ! (আমি)
– জি ? (নীরা)
– চলো আবার বিয়ে করি (আমি)
– সেটা সম্ভব না মানুষের বিয়ে একবার ই হয় দুবার নয় ! (নীরা)
– তো আমি কি অন্য মেয়েকে বিয়ে করছি নাকি
আমি তো আমার বউকেই বিয়ে করছি । আর বাংলাদেশের আইনে কোথাও এমন লেখা নাই যে নিজের বউকে দুইবার বিয়ে করা যাবে না (আমি)

– দেখুন পাগলামী বন্ধ করুন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমাদের ডিভোস হয়ে গেছে । (নীরা)
– আমি মানি না এই ডিভোস !(আমি)
– সমাজ মানে (নীরা)
– সমাজ কি মানে না মানে তাতে আমার কিছু যায় আসে না । আমি ব্যাস আমার বউকে ফেরত চাই তা যদি সমাজ না দেয় তাহলে ছিনিয়ে নিবো ! (আমি)
– বললেই হলো নাকি ! (নীরা)
– হ্যা ! তুমি ভালো করেই জানো আমি কি রকম জেদি । তাই চুপচাপ রেডি হও ! আমরা এখন বের হবো (আমি)
– কোথায় ? (নীরা)
– কাজী অফিস আবার আমাদের বিয়ে হবে (আমি)
– না আমি যাবো না (নীরা)

কথাটা শুনেই নীরার উপরে রাগ হলো তবুও নিজেকে শান্ত রাখলাম !
– তুই যাবিনা তোর বাপ যাবে (আমি) (রেগে)
– ভদ্র ভাবে কথা বলুন ? (নীরা)

– ঠাসসসসস !

একটা চড় মারলাম । মেয়েটা আগের থেকে কেমন একরোগা আর জেদি মেয়ে হয়ে গেছে ।
এবার ওকে মেরে শায়েস্তা করতে হবে ।

– যাবিনা তো ভালোবাসিস কেন (আমি)
নীরা গালে হাত দিয়ে কাদতে কাদতে বলল:
– আমি আপনাকে ভালোবাসি না ! আপনি বের হন ! যান এখান থেকে নয়তো ? (নীরা)

– ঠিক আছে আমি চলে যাবো তার আগে এই কথাটার মানে বল ( আমি )
– কোন কথা ! ( নীরা)

আমি পকেট থেকে একটি কাগজ বের করলাম ।
এটা নীরার ডায়রীর পৃষ্টা ! দুদিন আগে যখন আমি বাংলাদেশ ছেড়ে ইউএস চলে যাচ্ছিলাম
তখন ব্যাগ গুছানির আগে একটি ডায়রী পাই ।
আমি জানতাম নীরা ডায়রী লেখে কিন্ত কখনো পড়তাম না । কিন্ত সেদি ন কি মনে করে জানি
ডায়রী টা খুলে পড়তে লাগলাম । প্রথমে কিছু
ছন্দ আর কবিতা লেখা ছিলো । কিন্ত পরের পেইজ টায় একটা লেখা দেখে আমার চোখ আটকে যায় !

রবি ! আমাকে ক্ষমা করে দিও !
আমি ব্যর্থ । তোমাকে আমি পৃথিবীর সব থেকে বড় সুখ টা এনে দিতে পারলাম না ।

তাই তোমার জীবন থেকে চলে যাচ্ছি ।
জানি না বেচে থাকবো কিনা তবে কথা দিলাম
সারাজিবন ভালোবাসবো ঠিক আগের মতই
একটু কমবে না । জানি তোমার খুব কষ্ট হয় আমার অবহেলায় কিন্ত বিশ্বাস করো তোমার থেকেও হাজার হাজার গুন বেশি কষ্ট আমার হয় । আজ হয়তো তোমার সাথে কাটানো আমার শেষ দিন । ভুলে যেও আমাকে এটা তোমার কাছে
আমার চাওয়া ।

– কথাগুলো শুনেই নীরা কাদতে কাদতে বারান্দায় গিয়ে দাড়ায় ।
আমি তার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে নিতেই
সে জোরে জোরে কেদে উঠলো । তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম ।

– তুই তো আমাকে পৃথিবীর সব সুখ ই
এনে দিয়েছিস । আর কোন সুখ দেওয়ার জন্য
আমাকে ছেড়ে দিলি । আমি যে তোকে ছাড়া বাচবোনা তা কি তুই জানিস না ! তাহলে কেনো
করলি এরকম আমার সাথে বল !

নীরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ
করে কাদতে কাদতে বলল :

– আমি মা হতে পারবো না রবি ! আল্লাহ্ তায়ালা
আমার কপালে কোনো সন্তান দেয়নি । আমি তোকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না রবি
আমি বন্দা রবি – আমি কখনো মা হতে পারবো না!!

চলবে ……………..!!