প্রিয় দিও বিরহ পর্ব-১+২+৩

0
966

“প্রিয় দিও বিরহ ”
পর্ব-১

বধূবরণ শেষে একরাশ বিরক্তি জমিয়ে শেখ বাড়িতে পা রাখে মেহতিশা। এইসব আদিক্ষ্যেতা তার কোনোকালেই পছন্দ ছিলো না। তবুও, বাবার কথা অমান্য করতে না পেরেই বিয়েটা করতে হলো। বিয়ে নিয়ে তেমন একটা আগ্রহও ছিলো না। আর এখনও নেই। বাবার রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হতে কখনোই চায়নি মেহতিশা। মারামারি, দঙ্গল, তর্ক বির্তক, সমালোচনা এসব থেকে দশ মাইল দূরে থাকতে পারলে বাঁচে। কিন্তু চাপে পড়ে সেসবেই জড়িয়ে পড়তে হলো ওকে। এমনকি বাবার আদেশে বিয়েটাও করতে হলো। মেহতিশার একবার ইচ্ছে করছিলো চিৎকার করে বাড়ি মাথায় তুলে বলতে, ‘একটা পঙ্গু, প্রতিবন্ধী লোককে আমি মরে গেলেও বিয়ে করবো না, একদমই না! ‘ কিন্তু ঐ যে বাবার কড়া চোখের দিকে তাকিয়ে মেহতিশা প্রতিবারের মতোই ভেজা বেড়াল হয়ে যায়। তবে, মায়ের কাছে বেশ কয়েক বার আহ্লাদী সুরে নাইনুকুর গেয়েছিলো। এর ফলে মা কিছু করতে না পারলেও বাবার সুরক্ষাকর্মীরা নজরদারি আরও বাড়িয়ে ফেলেছিলো। জানালায় রশি বেঁধে একবার গেট পর্যন্ত পৌঁছাতে পারলেও ওর বাবা শামীউল্লাহ জামানের পোষা কুকুরটা গলা খেঁকিয়ে মেহতিশার পথের কাটা হয়ে দাঁড়ালো। পালানো আর হয়নি। তিক্ত মেজাজে তিন কবুলে বিয়ে করে নেয়। কিন্তু মনে মনে দূরছাই করেই যাচ্ছে বিয়েটাকে। মেহতিশা এটাই ভেবে কুলাতে পারছেনা, ওর মতো পাড়া কাঁপানো সুন্দরী, যোগ্যতা সম্পূর্ণ, উচ্চশিক্ষিতা মেয়েকে কেনো বাবা একটা পঙ্গু লোকের সঙ্গে বিয়ে দিলো। বাবার কী টাকার এতোই অভাব ছিলো! তাহলে বললেই পারতো। মেহতিশার চোখ ধাঁধানো রূপ নিয়ে এক তুড়িতে শত শত যোগ্য পাত্র এসে হাজির হতো। তবুও কেনো! এই কথাটা মনে উঠতেই রাগে খিটমিট করে উঠলো মনমেজাজ। বড়লোক ঘরের একমাত্র মেয়ে হওয়ায় কিছুটা ইগো নিয়েই বড় হয়েছে মেহতিশা। বড়লোক ঘরের মেয়েরা নাকি সুন্দরী হয়, কিন্তু মেহতিশার মতো সুন্দরী গোটা বংশেও জন্মায়নি।
এই কারণে সব জায়গাতেই একটা আলাদা সম্মান পেয়ে গেছে। কোনো সেমিনারে অংশগ্রহণ করে হেরে গেলে সেই হারও যেনো সুন্দর। পাকা ধানের মতো গায়ের রং আর লং বব করে রাখা কাঁধের একটু নিচ পর্যন্ত মেজেন্ডা কালার করা চুলগুলো কাট কাট মুখের সঙ্গে একশোতে একশো মিলে যায়। এই রূপকে কাচ কলা দেখিয়ে যখন বাবা একটা পঙ্গু লোকের সঙ্গে তাকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিয়ে দিলো, তখন মেহতিশা এটা মেনে নিতে পারলো না। বিয়ের জন্য জাঁকজমকপূর্ণ আয়োজনে সাজানো হয়েছে শেখ মহলকে। মেহতিশার শাশুড়ী লালিমা শেখ হাস্যজ্জ্বল মুখে হাতের গয়না নিয়ে মেহতিশাকে পড়িয়ে দিলো। মেহতিশা গোমড়া মুখে একবার মহিলাটিকে দেখে নেয়। মেদভরা শরীর, গায়ের রং টা কালো। সঙ্গে মুখের আদলটাও মোটামুটি। সব মিলিয়ে সুন্দর বলা যায় না। মেহতিশা মনে মনে ভাবে, ছেলেটাও নিশ্চয়ই নিজের মায়ের মতোনই হবে। ভেবে নিজের কপালকে আরও একবার গালমন্দ করে সে। আহারে! মেহতিশা যখন স্বামীকে নিজের বন্ধু বান্ধবের সামনে দাঁড় করাবে তারা তো ঠাট্টা করে বলবে,
‘এতকাল শত শত ছেলে রিজেক্ট করে শেষে কিনা এই পেটমোটা কালো লোককে বিয়ে করলি! ‘ আর ভাবতে পারেনা মেহতিশা। মাথা ঘুরিয়ে উঠলো ওর। মেহতিশা হাত দিয়ে সোফার হাতলটা ধরে দাঁড়ালো। ব্যাপারটা লালিমা শেখ খেয়াল করতেই অস্থির হয়ে মেহতিশাকে ধরে বললেন,

‘ইশ! দেখেছো মেয়েটা দুর্বল হয়ে গেছে। চলো মা, তোমাকে ঘরে দিয়ে আসি। দর্পণ মনে হয় এতক্ষণে খেয়ে নিয়েছে। এসো এসো। ‘

মেহতিশা বুঝতে পারে তার স্বামীর নাম দর্পণ । নামটা শুনেই গা খিটমিট করলো সে৷ লালিমা শেখ স্নেহশীল দৃষ্টির সহিত কথা বলতে বলতে পেঁচানো সিঁড়িটা বেয়ে একটা অদ্ভুত ঘরের সামনে তাঁকে নিয়ে আসলো। মেহতিশা ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে তাকালো। রুমের বাহিরে একটা বিশাল আয়না লাগানো। কী অদ্ভুত! এমন ঘর জীবনেও দেখেনি সে। দরজার উপরের দিকে একটা আর্ট করা। সম্ভবত আয়নার মতো ডিজাইন । সেখানে ছোট ছোট অক্ষরে লেখা,

‘আরশিজগতে স্বাগতম। আরশির রহস্য ভেদ করতে এসো না, নিজেই রহস্যে তলিয়ে যাবে। ‘

চলবে-

“প্রিয় দিও বিরহ ”

২.

কী সাংঘাতিক! গায়ে কাটা দিয়ে ওঠে মেহতিশার। লালিমা শেখ খেয়াল করে তাকে ঘরটির ভেতরে নিয়ে গেলো। দরজা খুলতে আরেকটা চমক অপেক্ষা করছিলো যেনো। তীব্র বেগে রশ্মির ফোয়ারা এসে মেহতিশার চোখে মুখে লাগলো। চোখের উপর হাত রেখে ঢেকে নিলো। লালিমা কিছু বিব্রত হয়ে বললেন,

‘ইয়ে মানে, মা কিছু মনে করো না। আসলে আমার ছেলেটা মাঝে মাঝেই এমন করে ঘরের সবগুলো আলো জ্বালিয়ে বসে থাকে। আমি এখনই হালকা আলো দিচ্ছি। ‘

বলেই তিনি দরজার ডানপাশের সুইচবোর্ড থেকে সবগুলো বাতি নিভিয়ে দিয়ে হালকা মিডিয়াম একটা বাতি জ্বালিয়ে দিলেন৷ মেহতিশা চোখ থেকে হাত সরালো। তবে, একধাপ এগিয়ে অবাক হলো। এটা ঘর নাকি কাপড় বিক্রির দোকান? কাপড়ের দোকানে যেমন রাশি রাশি টিউবলাইট লাগানো থাকে তেমন করেই এক লাইনে অসংখ্য ঝাড়বাতি লাগিয়ে রাখা৷ তার সাথে আবার কতগুলো বিরাট আয়না রুমের প্রতিটি দেয়ালে লাগানো। আশ্চর্য! এমন উদ্ভট ঘরে কীভাবে থাকবে মেহতিশা? এ কেমন ঘরে বিয়ে দিলো তার বাবা! মেহতিশা ভীরু চোখে তাকিয়ে তাকিয়ে পুরো ঘরটা অবলোকন করে। ঘরটা দেখে কেমন একটা নবাব নবাব ভাব আসছে। ঘরের বিরাট খাটটায় রাজবংশীয় ডিজাইন। অবশ্য মেহতিশা শুনেছিলো, অতীতের কোনো এক সময়ে শেখ পরিবারের সঙ্গে রাজা-বাদশাদের ভালো যোগ সংযোগ ছিলো। ঘরের আনাচে কানাচে নানান রকম দেয়ালচিত্র টাঙানো। মেহতিশাকে লালিমা শেখ তুলতুলে নরম বিছানাটায় বসিয়ে দিয়ে বললেন,

‘দর্পণ হয়তো ছাদে আছে, তুমি বসো মা। ও কিছুক্ষণের ভিতরে চলে আসবে। কোনো কিছু লাগলে আমাকে জানিও। অথবা দর্পণকে বলো৷ ‘

মেহতিশা মাথা নাড়িয়ে হ্যা বলে৷ লালিমা শেখ চলে গেলে বিরবির করে বলল,

‘হুহ! নিজেই একটা পঙ্গু আমাকে আর কী সাহায্য করবে? আমাকেই ওটাকে নিয়ে বয়ে বেরাতে হবে। ‘

রাগে নাক মুখ লালরঙা হয়ে ওঠে মেহতিশার। হাতের আঙুলে চেপে রাখা আংটিটা মোচড়াতে থাকে। মেহতিশার খুব মনে পড়ছে নিজের ঘরের কথাটা। এরকম এতো বড় ঘর ছিলোনা মেহতিশার। তাই বলে, আমোদপ্রমোদও কম নয়৷ ঘরের একপাশে পিয়ানো সেট করে রাখা ছিলো। মেহতিশার হালকা মেজেন্টা রং ভালো লাগে। সেই রঙের পেইন্টিং করা ছিলো দেয়ালে। একটা সফট মিউজিক সবসময়ই ঘরে মাদকীয় পরিবেশ তৈরি করে রাখতো। ল্যাভেন্ডার ফ্লেভারের রুমস্প্রের শিরশিরে ঘ্রাণ চঞ্চলে পায়ে ছুটে বেড়াতো। সব মিলিয়ে কম্ফোর্ট একটা জোন। অথচ এখানে শ্বাস নিতেও ফরমালিটি মেইনটেইন করছে৷ দমবন্ধ হয়ে যায় যেনো৷ মেহতিশা উঠে দাঁড়ায়। চারপাশেই ঘেরা চকচকে আয়না। তাই সহজেই একটা আয়নার সামনে দাঁড়িয়ে গলার ভারিক্কি গহনা গুলো খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। মুখ ফুলিয়ে লম্বা শ্বাস টেনে নিলো। ফরসা গলাটা টকটকে লালবর্ণ ধারণ করেছে।

মেহতিশা নিজের স্কিন নিয়ে ভীষণ প্রোটেক্টিভ। এই মুহুর্তে হালকা ঠান্ডা পানি দিয়ে গা মুছে নাইট ক্রিম মাখা দৈনিক রুটিন। যেটা এখন করতে না পেরে গা জ্বলজ্বল করছে। মেহতিশা হাত মুষ্টিবদ্ধ করে রাখে।
কপাল চাপড়ে মনে মনে নানাবিধ চিন্তা ভাবনা করতে থাকে। খট করে একটা আওয়াজ হলো। মেহতিশা তাকিয়ে দেখে দরজা খুলে গেছে। ভ্রু কুচকে তাকায় মেহতিশা। দরজা খুলে দুজন লোক ভেতরে এসেছে। গায়ে কালো এক ধরনের পোশাক। মেহতিশা ভেতরে প্রবেশ করার সময় খেয়াল করেছে, বাড়ির সকল কাজের মহিলা এবং পুরুষের গায়ের কাপড়ের রঙ কালো। লোক দু’টো মাথা নিচু করে দরজা পুরোটা খুলে বাহির থেকে খুবই যত্নসহকারে একটা হুইলচেয়ার টেনে নিয়ে আসছে। হুইলচেয়ারের দিকে তাকায় মেহতিশা। একজন পুরুষ যে ওটায় গুরুগম্ভীর নয়নের সহিত তাকিয়ে আছে এতোটুকু শুধু বুঝতে পারলো। লোক দুটো হুইলচেয়ার রেখে একে একে কিছু খাবারের থালা নিয়ে আসে। তিনটা রাজকীয় ট্রে টি-টেবিলে রেখে মাথা নিচু করে চলে গেলো দরজা বন্ধ করে। মেহতিশা তীক্ষ্ণ দৃষ্টিতে হুইলচেয়ারটির দিকে তাকালো। লোকটা তখনই মাথা তুললো। মেহতিশা হা করে তাকালো। চমকালো, ভড়কে শুঁকনো ঢোক গিলে ফেললো দুই তিনেক। লোকটার মুখের গৌড় বর্ণ সঙ্গে মুচকি হাসি এক মুহুর্তের জন্য থমকে দিলো মেহতিশাকে। বড়সড় চোখে মিনিট দুয়েক তাকিয়ে রইলো। হুইলচেয়ারে বসা মানবটি মৃদু কন্ঠে বলল,

‘আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন বউজান। ‘

মেহতিশার ঘোর কেটে গেলো। মনে পড়লো সামনের ব্যাক্তিটি তার স্বামী। যার সঙ্গে তার অনিচ্ছায় বিয়ে হয়েছে। যাকে মেহতিশা নিজের এই দুর্দশার মূলকারণ ভাবে। মনে মনে বিদ্রুপ করে অন্য দিকে তাকালো। চোখ মুখে ফুটে উঠলো অনীহা। লোকটা বোধ হয় জানতো এমনই হবে। কিছুটা অপ্রসন্ন হয়ে বলল,

‘বউজান,সালামের উত্তর দেয়া ফরজ। ‘

মেহতিশা রেগে ক্ষুব্ধ হয়ে তাকালো। বড় কদম ফেলে হনহনিয়ে সামনে এলো হুইলচেয়ারটার। হাতজোর করে ঝুঁকে চিৎকার করে বলল,

‘ওয়ালাইকুম আসসালাম! খুব ভালো আছি। এতোটাই ভালো যে আমার ইচ্ছে করছে ধেইধেই করে নাচতে। ‘

পুরুষটি হয়তো আহত হলো। মলিন হলো মুখ। বিনম্র গলায় বলল,

‘আপনি এমন করে বলছেন কেনো? ‘

মেহতিশার ক্রোধ একসঙ্গে বেরিয়ে আসতে চাইলো। চিৎকার করে গগণকে ধ্বংস করে দেয়ার প্রবল ইচ্ছে হলো। মেহতিশা হুইলচেয়ারের হাতলে দুই পাশে দুই হাত রেখে মুষ্ঠি করে কর্কশ কন্ঠে বলল,

‘আচ্ছা আপনার কী লজ্জা নেই? কোন মুখে আমাকে বিয়ে করলেন! পঙ্গু একজন মানুষ হয়ে সুস্থ একজনকে বিয়ে করে গর্বিত লাগছে বুঝি? কী যেনো নাম আপনার?ওহ দর্পওওণ। ‘

দর্পণের স্থির দৃষ্টি মেহতিশার দিকে এতোক্ষণ নিবদ্ধ থাকলেও এখন মাথাটা নিচু হয়ে গেলো। মেহতিশার সবচেয়ে বাজে স্বভাব হচ্ছে, মুখের কথায় যে কাউকে রক্তাক্ত করে ফেলতে পারে। সে যেই হোক না কেনো। মেহতিশা সবসময় রাগে না। কিন্তু যখন গুরুতর ভাবে কোনো কারণে রেগে যায় তখন সামনের মানুষটাকে না কাঁদানো পর্যন্ত ও থামেনা৷ মাথা ঠান্ডা হলে পরবর্তীতে নিজেই অনুতপ্ত হয় বটে। তবে ইগোর জন্য কখনো মাথা নত করে না। দর্পণ যখন ডান হাতের আঙুল দিয়ে চোখটা মুছলো ঠিক তখন মেহতিশার মুখে বাঁকা হাসি ফুটে উঠলো। মেহতিশা সোজা হয়ে দাঁড়ালো। দর্পণ তখন জোর করে হাসার চেষ্টা করে বলল,

‘আপনি যান হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। খাবার রাখা আছে খেয়ে নিন। ‘

মেহতিশা দর্পণকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেলো। হাত মুখ ধুয়ে এসে বিছানায় পা উঠিয়ে বসলো। প্রচন্ড ক্ষুধা অনুভব হচ্ছে ওর ৷ ঠান্ডা হাত ঘষে প্লেট উঠিয়ে নিলো। দুটো পরোটা, একবাটি সেমাই আর কিছুটা সালাদ নিয়ে খাওয়া শুরু করলো।
এ ঘরে নিজে ব্যতিত যে আরও একজন মানুষও বসে আছে। এই খেয়াল ওর মোটেও নেই। অথবা ইচ্ছে করেই অবহেলা করছে দর্পণকে। দর্পণ হালকা হেসে বলল,

‘আমাকে একটু বিছানায় বসাতে পারবেন? ‘

এবার একটু ভালো ব্যবহার আশা করেছিলো দর্পণ। নিজেও কিছু খায়নি সারাদিনে তেমন। রাতে আটটার ভেতরেই খাওয়া হয় সবার। কিন্তু দর্পণ সেসময় খায়নি ভেবেছিলো, নতুন বউটা না খেয়ে অপেক্ষা করছে। একসাথে খাবে। কিন্তু মেহতিশা ওকে একবারের জন্যও জিজ্ঞেস করলো না, মনে মনে একটু খারাপ লাগলো দর্পণের। এখন ভাবলো, মেহতিশা খেতে থাকুক বরং। ক্লান্ত লাগছে প্রচুর। তাই ক্ষুধার্ত পেট আর ক্লান্ত দেহেই বিছানায় বসার চেষ্টা করলো। কিন্তু অবস পায়ে সম্ভব না হওয়ায় অগত্যা মেহতিশাকে ডাকতে হলো। বিপরীতে মেহতিশা মুখের খাবারটা গিলে তাকালো। মনে মনে কিছু একটা শয়তানি বুদ্ধি এটে বলল,

‘ইশশ! আমি কী বোকা! ভুলেই গেছি আপনিও বসে আছেন। নিন হা করুন৷ ‘

বলেই এক টুকরো রুটি আলুভাজি মাখিয়ে দর্পণের মুখের সামনে ধরলো। দর্পণ ভীষণ খুশি হলো মনে মনে। অল্প একটু হা করতেই মেহতিশা খাবারটা নিচে ফেলে দিলো। দর্পণের টলমলে দৃষ্টি ফ্লোরের দিকে। লজ্জায়, অপমানে থমথমে মুখ হলো তার। মেহতিশা ভ্রুক্ষেপ না করে বলল,

‘ওপস! খাবারটা পড়ে গেলো। আপনি হয়তো খেয়েই এসেছেন৷ আমার খাওয়া শেষ। আমি এখন ঘুমাবো। আশা করি আর ডিস্টার্ব করবেন না। ‘

মাথা এলিয়ে, পা টানটান হয়ে শুয়ে পড়লো কাত হয়ে। দর্পণের মলিন হাসিটুকু ঠুনকো হয়ে পড়ে রইলো। কেউ জানতেই পারলো না নববধূবেশী ধনী রাজকন্যাটি কী সহজেই একজনের হৃদয়কে পা পিষে হত্যা করলো। আঁধারে নিমজ্জিত হয়ে হুইলচেয়ারেই একসময় নিদ্রায় চোখ বুঁজে নিলো দর্পণ।

চলবে-

“প্রিয় দিও বিরহ ”

৩.

কারো মোলায়েম কন্ঠস্বর। কানের পর্দায় মিষ্টি সুর হয়ে বাজছে। মেহতিশা একবার ঘুমের মাঝেই মুচকি হাসে।
অনবরত কারো ডাকে ঘুমে ব্যাঘাত ঘটে। চট করে চোখ মেলে তাকাতেই বুক ধক করে ওঠে। ঘুম ডানা ঝাপটা দিয়ে পালায়। কয়েক মুহুর্তের জন্য মোহাবিষ্ট হয়ে মূর্তরূপ ধারণ করে। সামনে উপুর হয়ে আছে দর্পন। মুখে কালকের মতোই মুচকি হাসি বিদ্যমান।
মেহতিশা থমকে গিয়ে ভাবে, আশ্চর্য! কালকের কুৎসিত কথার পরও লোকটা হাসছে! কীভাবে?
মনে মনে কিঞ্চিৎ অনুতপ্ত হয়। রাগের মাথায় কী করে নিজেরও হুঁশ থাকেনা। দর্পন হাসির রেখা বিদ্যমান রেখেই বলে,

‘ঘুম কেমন হলো বউজান? ‘

মেহতিশা তাকায়। কয়েকটিবার পলক ওঠানামা করে ,
মনের কথা মনে রেখে বাহিরে শক্ত হয়ে বলে,

‘সরুন। গাধার মতো ঝুঁকে আছেন কেনো? ‘

দর্পন সোজা হয়ে বসে। গালে হাত রেখে বলে,

‘গাধীটা উঠছিলো না তাই। ‘

মেহতিশা উঠে দাঁড়ায় ততক্ষণে। কাপড় ঠিকঠাক করে ভ্রু কুচকে বলে,

‘এক মিনিট, গাধী কাকে বললেন? ‘

‘গাঁধার বউকে। ‘

মেহতিশা তেড়েফুঁড়ে যায়। মুখ ফুলিয়ে রাগের বহিষ্কার ঘটায়। আঙুল উঁচু করে দাঁত কিড়মিড় করে বলে,

‘খবরদার! একদম ওভারস্মার্ট দেখানোর চেষ্টা করবেন না। কথায় কথায় বউ বলে কী প্রমাণ করতে চান? একদম দূরে দূরে থাকবেন। ‘

‘ঠিক আছে, একদম দূরে দূরে থাকবো। আপনি কাছে এসে পড়লে আবার আমাকে দোষারোপ করবেন না। ‘

‘আমার বয়েই গেলো আপনার কাছে আসতে! ‘

মুখ ঝামটি মেরে দেয় মেহতিশা। হনহনিয়ে চলে যায়। তবে দর্পণকে অতিক্রম করার আগেই হুইলচেয়ারের চাকায় ভারি শাড়ির একাংশ বেঁধে আচমকা অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে যায়। দর্পনের হুইলচেয়ার সামনে থাকায় ওটাকেই আঁকড়ে ধরে। দর্পনের কাঁধে এক হাত রেখে তাল সামলায় বহু কষ্টে। দর্পনের কপালের সঙ্গে মেহতিশার কোমল ওষ্ঠাধর ছুঁয়ে যায়। চমকে তাকাতেই দেখে দর্পণ খিলখিল করে হেসে বলে,

‘প্রথম স্পর্শটা আপনিই দিলেন! কাছে নাকি আসবেন না? ‘

মেহতিশা ভেতরে লজ্জা পেয়েও চুপচাপ উঠে দাঁড়ায়।
হঠাৎ এভাবে পড়ে যাবে ভাবেনি। অগত্যা মেঘমুখ করে লজ্জা ঢেকে একপ্রকার পা চালিয়ে পালায়।
দর্পণ সেদিকে তাকিয়ে মৃদু হাসে।

ক্ষুধায় পেট গুনগুন করে গাইছে। খিদে সহ্য হয়না মেহতিশার। অদ্ভুত হলেও সত্যি, মেহতিশা খেতে ভালোবাসে এবং একটু পর পরই খায়। নিজের বাপের বাড়িতে থাকতেও একজন কাজের মহিলাকে পেমেন্ট করা হতো শুধু মাত্র মেহতিশাকে একটু পর পর এটা ওটা বানিয়ে দেয়ার জন্য। ধনী বাবার ঘরে জন্ম হওয়ায় কোনো সমস্যাই হয়নি। বলার আগে, খাবার হাজির, চাওয়ার আগে পোশাক রেডি। এই রেডিমেড জীবনযাপনে অভ্যস্ত মেহতিশা। বিয়েটা যদিও ওর বাবার মতোই বড়লোক ঘরে হয়েছে। কিন্তু নতুন সদ্য বউ তো আর মুখ ফুটে বলতে পারেনা খিদের কথা। তবুও, রাগে দুঃখে মেহতিশার বলতে ইচ্ছে করছে,

‘এইসব ফালতু নিয়ম আমি মানি না, হ্যানত্যান না করে এবার আমাকে খেতে দাও! ‘

বলতে না পেরে খিল মেরে বসে আছে মেহতিশা। বউ ভাতের অনুষ্ঠান চলছে। আত্মীয় স্বজনরা এসে একের পর এক প্রশ্ন করছে। তবে, তার বেশিভাগই প্রশংসা বাকী কিছুটা হিংসা। অন্য আট দশটা মেয়ের মতো তো আর মেহতিশা নয়। রূপে, অর্থে টক্কা দেয়া তো মুশকিল। গুণের দিক থেকে যদিও তা শূন্য। কথায় আছে, মানুষ একদিক না একদিক থেকে কম হবেই। সেটা মেহতিশার গুণ। না পারে রান্নাবান্না, আর না কোনো মেয়েলি কাজ৷ মোটকথা সে সংসারের কাজ কারবারিতে সর্বদাই গোল্লা। কিন্তু ঐ যে, বাহ্যিক সৌন্দর্য! সৃষ্টিকর্তা গুণের খাতা শূন্য রাখলেও রূপের খাতাটায় নম্বর একেবারে দুই হাত ভরে ঢেলে দিয়েছেন। আর সেটার জন্যই মূলত আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী সকলেই খুঁটে খুঁটে দোষ খুঁজে পাচ্ছেনা বিধায় মুখভরে প্রশংসা করে যাচ্ছেন।
পাশে লালিমা শেখ গর্বে ফুলেফেঁপে একাকার। এতোদিন কিছু কিছু মানুষ তাঁকে খোঁচা দিয়ে বলেছিলো, ‘তোমার ছেলেটা তো একেবারেই অচল হয়ে গেলো! এখন একেবারে নিম্নবর্গের মেয়ে ছাড়া বিয়ে দিতে পারবেনা। ‘
এখন সেই কথাটাকে ভুল প্রমাণিত করে পুতুলের মতো অর্থবিত্ত সম্পন্ন বউ পেয়ে তাদের সবাইকে দেখিয়ে দেখিয়ে কথা বলছেন। যেমন, তার বড় ননদই একসময় বিদ্রুপ করেছিলো। এখন সুযোগ বুঝে তার জবাবটা দিলেন লালিমা। বড় ননদ সুহাসীনি বউ দেখে নাম টাম জিজ্ঞেস করছিলেন। লালিমা তাকে দেখে বললেন,

‘সুহা, দেখো দেখো, তুমি বলেছিলে না আমার ছেলেটার কপালে নাকি কানা, বয়রা কেউ জুটবে! ভালো করে দেখে নাও, ছেলের বউ কিন্তু সবদিক থেকেই পার্ফেক্ট! ‘

সুহাসীনি নাক কুঁচকে বলেন,

‘শুধু রূপই আছে! নাকি কাজকর্মও পারে! ‘

‘পারে পারে! ‘

সুহাসিনী চলে যান। মেহতিশা অবুঝের মতো এদিকে ওদিকে তাকায়। ক্ষুধায় এখন আর অন্য দিকে ধ্যান নেই। সে শুধু ঢোক গিলে পেটকে বুঝ দিচ্ছে। মেহতিশা ঠোঁট চেপে বসে থাকে। সাজিয়ে গুছিয়ে রাখায় দূর থেকে কোনো পুতুলই মনে হবে। মেহতিশা তখন মনে মনে কিছু ভাবছিলো, হঠাৎ করেই তীক্ষ্ণ আওয়াজে কেঁপে উঠলো। চারপাশের সবাই চুপ হয়ে গেছে। মেহতিশা বুঝতে না পেরে বসে থাকে হলরুমের বিরাট সোফাটায়। সেদিকেই নিস্তব্ধতা সৃষ্টি করা ব্যাক্তি এগিয়ে আসছে। দর্পণকে আসতে দেখে চমকায় । তবে, বুঝতে পারেনা কেন ওকে দেখে সবাই একসাথে চুপ হলো! দর্পণ একটা জায়গায় হুইলচেয়ার থামায়।
মেহতিশার পিলে চমকে ওঠে। এই প্রথম বার মেহতিশা দর্পণকে ভিন্নরূপে দেখলো। সেই গতকাল থেকে আজ সকাল পর্যন্ত যে হাসিটা মুখে লেগেছিল তা এখন নেই।
মুখে দেখা যাচ্ছে, একরাশ গম্ভীরতা ও রাগ। দর্পণ কাকে যেন চিৎকার করে ডাকে, লালিমা শেখ এসে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে বলেন,

‘কী হয়েছে বাপ? এতো রাগতেসো কেনো? ‘

দর্পণের চোখে মুখে প্রচন্ড ক্রোধ। সে হুংকার ছেড়ে বলে,

‘বউজানকে এখানে কে এনেছে?’

লালিমা শেখ তুতলিয়ে বলেন,

‘কেনো বাপ? আজ বউভাত না! বউ না আনলে মানুষ দেখবে কেমনে? ‘

দর্পণ দাঁত চেপে চেচিয়ে বলল,

‘বউজানের এক্ষুনি ঘরে যাওয়ার ব্যবস্থা করো, এক্ষুনি মানে এক্ষুনি!’

মেহতিশাকে লালিমা শেখ দ্রুত অন্দরে নিয়ে গেলেন। মেহতিশা বুঝতে পারলো, লালিমা শেখ যখন মেহতিশার হাত ধরেছিলো তখন কাঁপছিলেন। পাশে কাজের মহিলাদের মধ্যে কে যেনো বিরবির করে বলছেন,

‘ সর্বনাশ! শেখ মহলে আবারও কোনো লাশ পড়বে! ‘

চলবে-
লেখিকা-নাঈমা হোসেন রোদসী।