ভালোবাসা অবিরাম পর্ব-১০

0
543

#ভালোবাসা_অবিরাম
#পর্বঃ১০
#আইরাত_বিনতে_হিমি

আকাশে মেঘ গর্জে উঠেছে উওর আকাশ থেকে ঝড়ো হাওয়া বইছে সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে আকাশ যেনো পৈশাচিক হাসি দিচ্ছি আকাশের এমন রূপ দেখে নিলুর আত্মা কেপে উঠছে প্রকৃতি কেনো এমন নির্মম খেলায় মেতে উঠেছে এমন ঝড় তুফানের আসফি চৌধুরী গাড়ির স্পিভ তুঙ্গে তুলে গাড়ি চালাচ্ছে আসে পাশে কি হচ্ছে সেটা এখন তার দেখার বিষয় নয় তার মাথায় এখন একটাই চিন্তা সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে তাকে এখনই বাসায় পৌছাতে হবে

চৌধুরীর বাড়ির মেইন গেইটের সামনে জোরে ব্রেক কশলো একটা গাড়ি। গাড়ি থেকে অতি তাড়াতাড়ি বাহির হয়ে আসলো আসফি সজা দৌড় লাগালো বারির ভেতরে এক দৌড়ে বাড়ির অন্দরে প্রবেশ করলো আসফি জোড়ে জোড়ে সে ডাক দিলো বাড়ির সবাইকে

আম্মু বড় আম্মু মামনি আব্বু বড় আব্বু চাচ্চু রিসাদ ভাই শাকিল ভাই বৌমনি আপি তোমরা সবাই কোথায় তাড়াতাড়ি ড্রয়িং এ আসো

আসফির এমন চিল্লাচিল্লি শুনে সবাই তাড়াতাড়ি তাদের রুম থেকে বাহিরে বের হয়ে আসলো এসেই সবার আগে আশরাফ চৌধুরী জিঙ্গাসা করলো

কি হয়েছে আসফি এর জরুরি তলব

সরি বড় আব্বু এখন সবকিছু বলার সময় নেই এখুনি আমাদের এই বাসায় থেকে বাহির হতে হবে Its any cost

আদনান চৌধুরী বললো কিন্তু আসফি কি কারনে বাহির হবো সেটা তো বলো

প্লিজ আব্বু এখন এতো কথা বলো না আমি যা বলছি তুমি আগে তাই শুনো আমাদের হাতে সময় নেই। ঐ তো গাড়ি চলে এসেছে সবাই বাহির হও

নেহা বলে উঠলো

কিন্তু আমরা কোথায় যাবো এই ঝড় তুফানের মধ‍্যে

ওহ ডেমেট সব ব‍্যবস্থা করা আছে শুধু আমি যা বলছি তোমরা শুধু তাই শুনো। বড় আমি প্লিজ তুমি সবাই কে বুঝাও এখন হাতে সময় নাই

এবার রুমানা চৌধুরী বলল

আমার মনে হচ্ছে আসফির কথা আমাদের শোনা উচিৎ চলে আমরা গাড়িতে যাই

এইবার আসফি ফলো করলো সবার মাঝে একটি মানুষ অনুপস্থিত। তাই সে বলল

একি নিলিমা কোথায়

সবার যেনো টনক নরলো বললো

তাই তো নিলু কোথায়

আসফি বুঝতে পারলো ওরা এখন রেড জনে আছে তাই আর দেরি না করে ওদেরকে পাঠিয়ে দিলো আর বললো আমি নিলুকে পাঠিয়ে দিবো

তখন তারা সবাই চলে গেলো

এইদিকে আসফি নিলুকে খুজতে লাগলো এবং তার গোপন টিমকে এলার্ড থাকতে বললো। তখনই উপর থেকে গোগানির আওয়াজ শুনতে পেলো আসফি তাই আর এক মিনিট দেরি না করে উপরে দৌড় লাগালো। আর দেখতে পেলো ছাদের গেটের সাথে নিলুকে হাত পা মুখ বেধে রাখা হয়েছে আসফি আর এক মুহুর্ত দেরি না করে নিলুর বাধন খুলে দিলো আর বললো

নিলু তুমি এখানে কি করছো। আর তোমাকে এইভাবে কে বেধে রাখছে

আমি এখানে শব্দ শুনে এসেছিলাম এসে দেখি দুইজন অচেনা লোক কথা বলছে আমি তাদের জিঙ্গাসা করলাম তোমরা কে তখনই তারা আমাকে এক থাপর দেয় আর সাথে সাথে এইখানে বেধে রেখে চলে যায়

তুমি কি শুনতে পায়ছো ওরা কি বলছে

হে পেয়েছি

তাহলে বলো

ওরা বলছিলো নির্জোনকে খতম করে দিয়েছে আর এখন চৌধুরীরা গোপন তথ‍্য পাবে না আজই চৌধুরীদের শেষ দিন

কি নির্জোনকে ওরা খুন করে দিছে

হ‍্যা কিন্তু আপনি কি নির্জোনকে চিনেন

হ‍্যা চিনি

এই কথা বলে আসফি নিলুর হাত ধরে বাড়ির বাহিরে নিয়ে গেলো আর যেতে যেতে একটা করলো

হ‍্যালো রাশেদ

জি স‍্যার

শোনো আমাদের সাথে যে নির্জোন আছে ওহ মুখোশ ধারি নির্জোনকে ওরা মেরে ফেলছে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনে তোমরা অন‍্য রাস্তা ধরে আসো আর ঐ মুখোশধারিকে আমার গোডাউনে পাঠায় দেও সবুজকে দিয়ে এইদিকে আমি সব ফিট করে রেখেছি তুমি শুধু দেখো হসপিটালের কোনো রুগির যেনো কোনো সমস‍্যা নাই আর আমাকে ইনফরমেশন জানায়ও।

ওকে স‍্যার

আসফি নিলুকে নিয়ে হোটেলে চলে গেলো যেই হোটেলে তার পরিবার আছে নিলুকে সেখানে ঠ্রপ করে দিয়ে সে গোডাউনে চলে গেলো গোডাউনে এসে দেখে আসামি হাজির আসফি তাকে বসতে বললো। তারই মধ‍্যে সেখানে একজন প্লাস্টিক সার্জন এসে হাজির। তাকে দেখে মুখোশধারী নির্জোন ভয়ে কুকরে গেলো আর বললো

স‍্যার আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন

আসফি ম্লান হাসলো আর বললো

এখনতো কিছু করিনি তাতেই এতো ভয়। আমার পিছে তোকে কে লাগিয়েছে বল আর নির্জোন কথায় বল Ans me demed

স‍্যার আমি কিছু জানিনা সত‍্যি বলছি

আসফি এইবার তার সামনে গেলো আর তার চুলগুলো খামছে ধরলো আর বললো

জা**র মরতে যদি না চাস তো সত‍্যি বল

স‍্যার আমি সত‍্যিই কিছু জানিনা

আসফি ওকে ছেড়ে দিলো আর বললো

বুঝেছি এইভাবে কাজ হবে না। এই কে কোথায় আছিস আর টাইগারকে নিয়ে আয়

স‍্যা..র টা টা টা টাইগার

হ‍্যা যেহেতু বলবিই না তাহলে মর

স‍্যারপ্লিজ এমনটা করবেন না সব বলছি আমি স‍্যার রিমি ম‍্যাম আমাকে এইসব করতে বলছে। সে বলেছে নির্জোনকে মারতে তাই ওকে মেরে দিছে ঐদিন নির্জোন যখন হিডেন ক‍্যামেরা দিয়ে সব ভিডিও করছিলো তখনই ম‍্যাম সব দেখে ফেলে তাই যাতে নির্জোন আপনাকে ফুটেজটা না দিতে না পারে সেজন্যই ওর গাড়ির ব্রেক ফেল করতে বলে আর আমাকে নির্জোন সেজে এখানে আসতে বলে যেনো আমি ম‍্যামকে সব ইনফোরমেশন দিতে পারি এখানে কি হচ্ছে

এইবার আসফি উচ্চো স্বরে একটা হাসি দিলো আর বল্লো

তোর ম‍্যাম বড্ডো কাচা খেলোয়াররে সে নির্জোনকে মেরে বড্ড ভুল করছি এই ভুলের সাজা সে পাবে আর নির্জোন যে হিডেন ক‍্যামেরা দিয়ে তোদের ভিডিও করছে সেটা আমার ল‍‍্যাপটপের সাথে লাইফ কানেক্ট ছিলো আর রইলো তোদের বাকি প্ল‍্যান তাও একটু পর সব ভেস্তে যাবে। তোর ম‍্যাম বড্ড বোকা এত বছর আসফি চৌধুরীর সাথে থেকেও আসফি চৌধুরীকে চিনতে পারলো না। আসফি চৌধুরীর ভালো রূপটা দেখছে এখনো রূপটা দেখে নাই আসফি চৌধুরী রেগে গেলে কি করতে পারে you have no idea আমি যেমন ভালোবেসে আগলে নিতে পারি ঠিক তেমনি কাটা ভেবে উপরে ফেলতেও পারি

এইকথা বলে আসফি এক ধাক্কায় মুখষধারীকে খাচার মধ‍্যে ফেলে দিলো আর সাথে সাথে টাইগার তাকে খুবলে খুবলে খেতে লাগলো আহ কি আর্তনাদ তার আর্তনাদে যেনো প্রত‍্যকটা দেওয়াল কেপে উঠছে তবুও আসফি চৌধুরীর হৃদয় কাপছে না সে এক পৈশাচিক হাসি দিয়ে বাহির হয়ে গেলো

শিকদার ভিলা পায়ের উপর পা তুলে চিন্তিত ভঙ্গিতে বসে আছে রিমি মনে তার ভীষন ভয় সব প্ল‍্যান সাকসেসফুল হবে তো নাকি সব ভেস্তে যাবে এমনই সময় তার ফোনে কল আসে সে তাড়াতাড়ি কলটা রিসিভ করে আর বলে

হ‍্যালো রায়হান কি খবর

ম‍্যাম সব শেষ ম‍্যাম সব শেষ

সব শেষ মানে

ম‍্যাম আমরা আপনার কথা মতোন আসফি চৌধুরীর বাড়ি এ‍্যাটাক করেছিলাম প্রত‍্যেকটা সদস্যদের রুমে গিয়ে তাদের এ‍্যাটাক করতে গেয়েছিলাম কিন্তু ম‍্যাম সেখানে চৌধুরীর পরিবারের কেউ ছিলো না তাদের বদলে ছিলো সামরিক বাহিনী আমাদের প্রত‍্যেকটা সদস‍্যকে তারা ইনকাউনটার করছে কেউ বেচে নেই ম‍্যাম

what.. hospital hospital এর কি খবর ঐখানে আগুন লাগাতে পারছো

ম‍্যাম আমাদের গাড়ি hospital এর পৌছানোর আগেই ব্লাস্ট হয়ে গেছে। ম‍্যাম আপনি যে গুপ্তচর আসফির পিছনে লাগিয়েছিলেন ওকেও খুন করে ফেলছে আসফি চৌধুরী। সব শেষ ম‍্যাম সব শেষ আসফি চৌধুরী সম্পূর্ণ খেলা পাল্টে দিছে নতুন চাল চেলেছে

ওহ নো আসফি আমি তোমাকে ছাড়বো না আই কিল ইউ ধ্বংস করে দিবো আমি তোমায় চিনো তুমি আমাকে তোমার পরিবারের এক একটা সদস্যকে আমি নিজ হাতে খুন করবো তাহলেই আমার শান্তি হবে নাহলে

#চলবে