ভালোবাসা তেতো পর্ব-০৮

0
716

#ভালোবাসা_তেতো
#part_8
#sarika_Islam



বেশ কিছুক্ষন পর আমরা একটি রেস্টুরেন্টে আসলাম,,গাড়ি থেকে নেমে ভিতরে গেলাম,,কর্নার সাইডের টেবিল বুক করলো,,আমরা সবাই সেখানে গিয়ে বসলাম,,ইয়াজ আবার আমার পাশে বসতে নিলে ইয়াদ উঠিয়ে দেয়,,,

_এই বউ তোর নাকি আমার?
_অফ কোর্স তোর,,
_তাহলে ওর পাশে কে বসবে আমি না তুই?
_আরে রেগে যাওয়ার কি হলো ভাবীর সাথেই তো বসতে চেয়েছি,,হুহহ যাহ তুই ই বস,,

বলে বাবা মার পাশে গিয়ে বসলো,,বাবা মা ইয়াজ আর ইয়াদের ঝগরা দেখে হাসছে,,মা বলল,,

_বাহ বউ পাগল জামাই,,

বলেই সবাই হেসে দিল,,ইয়াদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার হাত ধরলো,,আমি হাত ছারাতে চাইলে আমার দিকে রাগী চোখে তাকায়,,আমি আর হাত ছারাই নি,,কেমন লজ্জা সরম নেই বাবাহ,,এই কয়দিন এক্কেরে সহ্যই হতো আর এখন ভালোবাসা অনেক,,বাবা আর ইয়াজ অর্ডার করলো,,বেশ কিছুক্ষনের মধ্যে খাবার চলে আসলো,,খাওয়া দাওয়া শেষ করে নিলাম,,এখন যাওয়ার পালা কিন্তু আমার কোন মতেই যেতে ইচ্ছে করছে না,,আমার আরও ঘুরতে ইচ্ছে করছে,,কত শখ ছিল আমার প্রিয় মানুষটার সাথে রাতের শহর ঘুরবো,,হাতে হাত রেখে হাটবো,,একসাথে রিকশা চরে পুরো শহর দেখবো,,কিন্তু একটা জামাই পাইসি হুহহহ,,আমি আস্তে করে ইয়াদকে বললাম,,

_আমরা রিকশা করে যাই,,
_কেন?
_আমি যাবো মানি যাবো কেন টেন বুঝি না,,

ইয়াদ আর কিছু বলল না তাদের বলল,,

_তোমরা যাও আমরা রিকশা দিয়ে আসছি,,
_সেকি কেন?(মা)
_তোমার বউমা নাকি রিকশা করে যাবে,,
_আচ্ছা ঠিক ভাবে আসিস,,

তারা চলে গেল,,আমার কথা বলার কি দরকার ছিল নিজের টাই বলতো,,,ইয়াদ বলল,,

_চলো যাই,,
_হুম,,

বলেই বের হলাম,,দাঁড়িয়ে আছে রিকশার জন্য,, হায় আল্লাহ,,আমি বললাম,,

_চলেন একটু হাটি,,হাতে হাত রেখে শুধু আপনি আর আমি,,
_এই এই সময় একদম বাচ্চামো করবা না,,

আমি মুখটা ফুলিয়ে রাখলাম,,কেমন জামাই বউর মনের ফিলিংসই বুঝে না,,আমি মুখ গোমড়া করে রেখেছি দেখা ইয়াদ আমার হাত ধরে হাটা শুরু করলো,,মুহুর্তেই আমার মনটা ভালো হয়ে গেল আমি ইয়াদের দিকে তাকিয়ে এক গাল হাসলাম সেও,,লেম্প পোষ্টের আলোতে দুজনদুজনার হাত ধরে একসাথে কদম ফেলে হাটছি,,লাইফের বেস্ট ফিলিং এইটা,,গাড়ি চলাচল করছে আমরা কিনাড়া দিয়ে হাটছি,,হাটতে হাটতে নদির পার আসলাম,সেখানে নৌকা বইছে,,আমি ইয়াদকে বললাম,,

_আসেন নৌকায় চড়ি,,
_এই নাহ,,
_হুম হুম চলুন,,

বলেই আমি তার হাত ধরে টেনে নিয়ে গেলাম,,একটা নৌকার উপরে উঠলাম নৌকার চারদিকে লাইটিং করা,মাঝে একেক কালারের বাতি জালানো খুব সুন্দর ভবে সাজানো,,আমরা একদম কর্নারে বসলাম আমার জোরাজুরিতে,,নৌকা দিয়ে রাতের শহর দেখছি কি সুন্দরইনা এই শহর,, রাতের শহর তো খুবি মায়াবী,,আমি মাঝে মাঝে পানি নাড়ছি পানি নিয়ে ইয়াদের উপরে দিলাম,,

_এই এমন করছ কেন?
_হুহহ এমনি,,

বলে আবার দিলাম,,এইবার ইয়াদও পানি নিয়ে আমাকে মারলো,,বেশ কিছুক্ষন নৌকায় ঘুরলাম,,নৌকায় চড়া শেষ হলে নামলাম,,আবার রাস্তার কিনাড়া দিয়ে হাটছি,,আমি বললাম,,

_কি জামাইরে বাবা কতক্ষন ধরে হাটছি একটা আইস্ক্রিমও খাওয়ালো না,,
_এইভাবে না বলে বলতেই তো পারো আইস্ক্রিম খাবো,,

বলেই আইস্ক্রিম আনতে গেল,,দুটো আইস্ক্রিম আনলো আমার হাতে একটা দিয়ে নিজে আরেকটা নিল,,,আমরা হাটছি আর আইস্ক্রিম খাচ্ছি,,হঠাৎ ইয়াদ জিগ্যেস করলো,,

_তোমার কোন বয়ফ্রেন্ড ছিল?

আমি হাটা থামিয়ে দিলাম সে আমার দিকে তাকিয়ে বলল,,

_কি হলো বলো?
_আপনার কি মনে হয়?
_আমি কিভাবে বলবো?
_যদি বয়ফ্রেন্ড থাকতো বা এক্স থাকতো আপনের কাছে বিয়ে বসতাম না হুহহ,,

বলেই আবার আইস্ক্রিম খেতে লাগলাম আর হাটছি,,ইয়াদ আমার পাশে এসে বলল,

_ আমারটা জানতে চাইবে না?
_নাহ,,
_কেন?
_আমি পাস্ট দিয়ে কি করবো?যা আছে ফিউচার আর প্রেসেন্ট,,

ইয়াদ কিছু না বলে হাটতে লাগলো,হাটতে হাটতে আমরা আমাদের বাড়ির গলির ভিতর ঢুকলাম,,এইখানে খানিকটা নিজর্ন প্রকৃতি,গাড়ি গোড়া কম চলে হেটে শান্তি আছে,,হঠাৎ হোচট খেয়ে ইয়াদের আইস্ক্রিম পরে গেল ইয়াদ থেমে গেল,,হা হয়ে আইস্ক্রিমের দিকে তাকিয়ে রইলো,,আমার তার এই দৃশ্য দেখে খুব হাসি পেল,,আমি ফিক করে হেসে দিলাম,,পেটে হাত দিয়ে হাসছি,,আমার খুব হাসি পাচ্ছে তার এইরুপ দেখে,,

ইয়াদ ফারাহর হাসির দিকে একমনে তাকিয়ে আছে,,কেউ হাসলে এতটাও সুন্দর দেখায় হয়ত তাকে না দেখলে আমি জানতামই না,,হায় কত সুন্দর হাসি আমি তো বারবার ঘায়েল হতে চাই এই হাসিতে,,ইয়াদ এইসব ভাবছে মনে মনে,,

হঠাৎ আমার হাত থেকে আমার আইস্ক্রিম নিয়ে নিল,,আমি ভ্রু কুচকে তার দিকে তাকালাম সে আমার দিকে না তাকিয়ে আইস্ক্রিম খেতে লাগলো,,আমি কোমরে হাত দিয়ে বললাম,,

_এইটা কি হলো?আইস্ক্রিম ফেরত দিন,,
_এখন এইটা আমার,,চলো,,
_হুহহ চোর,,

বলেই হাটা ধরলাম,,ইয়াদ আমার পাশে এসে আমার দিকে আইস্ক্রিম ধরলো আমি খুশি হয়ে নিতে চাইলে আমার সরিয়ে ফেলে,,আবার আমাকে খাইয়ে দেয়,,এইভাবেই খুনসুটি করতে করতে রাস্তা দিয়ে হাটছিলাম,,হঠাৎ আমাদের সামনে আমার এক ফ্রেন্ড এসে দারালো,,আর খুশি হয়ে বলল,,

_কিরে ফারাহ!কেমন আছিস?
_হুম ভালো তুই?
_হুম আমিও,,বাহ ফারাহ তোকে তো শাড়িতে জাস্ট হট লাগছে,,
_ইয়াশ,,,,
_আমার কত শখ ছিল তোকে কালো শাড়িতে দেখবো এখন তা পুরন হলো,,ইসস মন চাইছে,,,,

ইয়াশ আজেবাজে বকেই চলছে আমি থামাতে পারছি না তাই ইয়াদকে দেখিয়ে বললাম,,

_ইয়াশ উনি ইয়াদ,,

ইয়াশ এতক্ষন ইয়াদকে না দেখেই উলটো পালটা বকছিল,,ইয়াদকে দেখে ইয়াদের দিকে হাত বাড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল,,

_কে বয়ফ্রেন্ড?
_নাহ জামাই,,
_কিহ!!!তুই বিয়েও করলি?আর বললিও না,,
_আরে হুটহাট হয়ে,,,,,,,

আর বলতে পারলাম না ইয়াদের পিছু দৌড় দিলাম,,আমাকে রেখেই আগে আগে হাটা ধরেছে,, আমি ইয়াদের কাছে গিয়ে ওর হাত ধরতে নিলে ঝারা মেরে দেয়,,উফফ আবার চেতেছে ধ্যাত শুধু চেতেই যায়,,বাড়িতে এসে পরলাম,,বাড়িতে ঢুকে সোজা উপরে চলে গেল,,আমি পিছু পিছু যেতে নিলে মা আমাকে দেখে থামিয়ে দেয়,,

_ফারাহ কোথায় ছিলি এতক্ষন?
_এইতো মা ঘুরছিলাম একটু,,

মার সাথে কথা বলছি আর বারবার উপরের দিকে তাকাচ্ছি না জানি কি হবে আজ,,,মা আমাকে বলল,,

_কিরে কিছু কি হয়েছে?
_নাহ মা,,
_যাহ ঘুমা,,

বলেই মা চলে গেল আমি এক দৌড়ে সিড়ি দিয়ে উঠে রুমে গেলাম,,ইয়াদ ওয়াশ্রুম থেকে বের হচ্ছে আমাকে দেখে দরজাটা ঠাসসস করে লাগিয়ে দিল,,আমি চোখ বন্ধ করে নিলাম,,আল্লাহ কি জিদরে বাবাহ,,এতটুকুর জন্য যিদ করতে হয় নাকি,,আমি কিছু না বলে নাইটিটা নিয়ে ওয়াশ্রুমে চলে গেলাম,,সেটা পরে এসে দেখলাম ইয়াদ বারান্দায় স্মোক করছে,,আমার এইসব খুবি বিরক্ত লাগে,,আমি সেখানে গিয়ে বললাম,,

_সিগারেট পেলেন কই?রাস্তার থেকে কিনেছেন?

কোন কথা বলছে না,,আমি আবার জিগ্যেস করলাম,,

_এই শুনছেন না?
_আমার কাছেই থাকে সব সময়,,

আকাশের দিকে তাকিয়ে আপনমনে বলল,,,আমি বললাম,,

_এইসব একদম আমার পছন্দ না খাবেন না,,
_আমারও তো কতো কিছু অপছন্দ,,

আমার দিকে তাকিয়ে বলে সিগারেটটা ফেলে রুমে গেল,,ইসসস যা অপছন্দ আমাকে বলুক এমন করার কি আছে,,যত্তসব আমি কি ওকে বলেছি এই এই আয় আমাকে হট বল হুহহ,,,এইসব ভেবেই আমিও রুমে গেলাম,,হায়হায় একি ঘুম?লাইট অফ করে ঘুমিয়ে আছে দেখি!যাক বাবা বহুত খেপেছে,,ধ্যাত এইসব আজগুবি ফ্রেন্ড যে কোথাথেকে আসে না,,

আমিও ঘুমুতে গেলাম,,ইয়াদ উল্টো দিক ফিরে শুয়ে আছে,,আমি ওকে ডাকতে গেলে উলটো হয়েই বলল,,

_এইসব নেকামী এখন আর করো না ফারাহ ভালোলাগছে না,,

আমি নেকামী করি?এইসব তার নেকামী মনে হলো?আমি আর তাকে ডাকলাম না আমিও উলটো দিক হয়ে শুয়ে আছি,,,,

চলবে,,,
(ভুল ত্রুটিগুলো হ্মমার দৃষ্টিতে দেখবেন🖤)