ভালোবাসা তেতো পর্ব-০৯

0
457

#ভালোবাসা_তেতো
#part_9
#sarika_Islam



সকালে,,,

ঘুম থেকে উঠে দেখি ইয়াদ ওয়াশ্রুম থেকে বের হলো মাথা মুছতে মুছতে,,হয়ত গোসল করেছে,,আমি উঠে বসলাম তার দিকে তাকিয়ে আছি সে আমার দিকে তাকাচ্ছেও না,,কি এমন অপরাধ করে ফেলেছি আমি?আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম,,এসে দেখি লেপটপে কাজ করছে,,আমি তার সামনে গিয়ে দাড়ালাম,,দুজনি যদি রাগ করে থাকি তাহলে মানাবে কে?তাই আমি আর রাগ করলাম না,,আমি দাড়িয়েই আছি সামনে ইয়াদ লেপটপের থেকে মাথা তুলে জিজ্ঞেস করলো,,

_কি হয়েছে?এভাবে দাঁড়িয়ে আছো কেন?
_কফি খাবেন?আনবো?
_আমার লাগবে না ইয়াশকে দাও গিয়ে,,

বলেই উঠে গেল,,উফফফ যা ভাবছিলাম তাই হলো,,ধ্যাত,,ইয়াশ মনে হয় আমার এক্স ওকে নিয়ে এমন করছে গাধা বর কোথাকার,,ইয়াদ আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল হাত দিয়ে ঠিক করছে,,আমি তার সামনে গিয়ে চুলে হাত দিতে নিলেই বলে উঠে,,

_এত আদিক্ষতা দেখানের কিছুই নেই,,

বলেই চলে গেল যাক বাবা,,আমিও নিচে গেলাম,,একসাথে নাস্তা করলাম,বাবা বলল,,

_ইয়াদ আজ অফিস যাবে না?
_নাহ বাবা,,
_কেন?
_ভালো লাগছে না,,

বলেই গটগট করে উপরে চলে গেল,,মা আমার কাছে এসে বলল,,

_কিরে কিছু কি হয়েছে?
_নাহ মা,,চলো রান্না করি,,

আমি একবার উপরের দিকে তাকিয়ে রান্না করতে গেলাম,,আমি আর মা দুপুরের রান্না শেষ করলাম,,ইয়াজ আজ ভার্সিটি গিয়েছে অনেক দিন তো হলো ছুটি কাটানো,,দুপুরের দিকে তারাহুরো করে বাসায় ঢুকলো,,,মা জিজ্ঞেস করলো,,

_কিরে গরুর মতো ঢুকছিস কেন?
_মা অনেক জোরে খিদে লাগসে,,খাবার দাও,,
_আগে গোসল সেরে আয়,,

ইয়াজ তারাতারি করে রুমে গেল গোসল সারতে,,আমিও গেলাম,,গিয়ে দেখি ইয়াদ রুমে পাইচারী করছে,,আমি তার কাছে গিয়ে কিছু বলতে যাবো সে ঘুরে বারান্দায় চলে গেল,,উফফফ অসহ্য একটা কথাও শুনতে চায়না,,আমিও গেলাম গোসল করতে,গোসলে সেরে রুমে আসতেই দেখি সে বিছনায় বসে আছে মাথা নিচু করে আমি আবার সামনে গেলাম,,সে আবার উঠে চলে যেতে নিলে,,আমি বললাম,,

_এই কি হয়েছে হ্যা?কালকের থেকে কেমন শুরু করসেন?

ইয়াদ আমার দিকে ফিরে শান্ত স্বরে বলল,,

_কি হয়েছে জানো না?
_আরে বাবা ও তো আমার এক্স ও না আমার বয়ফ্রেন্ডও না,,

ইয়াদ এইবার বেশ চিল্লিয়ে বিছানার সাথে লাথি দিয়ে বলল,,

_বয়ফ্রেন্ড না এক্স না তাহলে তোকে কীভাবে চিনে?নাকি জাস্ট ফ্রেন্ড এর সাথে রংলীলা করতি,,
_ইয়াদদদ,,এইসব কি বলছেন?যা মুখে আসছে তাই বলছেন ও শুধুই বন্ধু কলেজে দুই একবার হয়ত দেখেছি টুকটাক কথা হয়,,
_টুকটাক কথাতেই হট বলে?তোকে কালো শাড়িতে দেখার ইচ্ছে ছিল?(আমার বাহু ধরে বলল)
_আমিও জানি না ও কেন বলল,,
_চুপ একদম চুপ,,(আমাকে ধাক্কা দিল)যা আমার চোখের সামনে থেকে,,

আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পরলো,,আমি কিছুই করিনি কিন্তু শাস্তি ঠিকি ভোগ করতে হচ্ছে,ইয়াদ নিচে চলে গেল,,আমি চোখ মুছে নিচে গেলাম খেতে বসলাম,,খাবার আমার গলা দিয়ে নামছে না বিষাক্ত লাগছে সব কিছু,,বারে বারে চোখ ঝাপসা হয়ে আসছে,,বারে বারে মুছে নিচ্ছি সবার আড়ালে,,হঠাৎ খেতে খেতে মা বলল,,

_কিরে ফারাহ খাবার নিয়ে নাড়াচাড়া করছিস কেন?খা,,
_মা আমার খাওয়া শেষ,,

বলেই উঠে গেলাম,,ইয়াদ দ্যিবি খেয়ে চলছে নিচের দিকে তাকিয়ে,,আমি চোখ মুছে উপরে চলে গেলাম,,বারান্দায় গিয়ে কান্না করছি খুব কান্না পাচ্ছে,,বিনা দোশে শাস্তি পাচ্ছি,,বেশ কিছুক্ষন পর ইয়াদ রুমে আসলো,,আমি রুমে আসলে ইয়াদ আমার দিকে একবার ফিরে তাকিয়ে সোফায় বসে পরলো লেপটপ নিয়ে,,আমার খুব কষ্ট হলো,,আমি তার সামনে গিয়ে দারিয়ে বললাম,,

_ইয়াদ ও জাস্ট আমার ফ্রেন্ড ফ্রেন্ডও না জাস্ট হায় হ্যালো পর্যন্তই পরিচয় আর কিছুই না,, আর ও কেন হঠাৎ এইসব বলল আমি নিজেও জানি না,,আর ওকেই জিজ্ঞেস করেন কেন বলসে এর জন্য শুধু শুধু আমার সাথে এমন করে কি হবে?

বলছি আর চোখ বেয়ে পানি পরছে,,ইয়াদ আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল,,

_আমি তোমার থেকে কোন সাফাই চাইনি,,তুমি যাও তো একটু প্লিজ যাও,,এখন আমার ভালোলাগছেনা,,

বলেই উঠে বারান্দায় চলে গেল,,আমি স্থির সেখানেই দাড়িয়ে রইলাম,,চোখের পানি মুছে আমি বারান্দার দরজার সামনে দারিয়ে বললাম,,

_আমি বাবা বাড়ি যাবো,,
_তাহলে যাও না কে না করেছে?

আমি আর কিছু বললাম না রুমে এসে ব্যাগ প্যাক করতে লাগলাম,,ইয়াদ বিছানায় এসে বসলো,,আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে,,আমার এখন খুব রাগ লাগছে,বাপের বাড়ি গয়ে আর ফিরবো না হুহহ থাক তুই,কাবার্ড থেকে জামা নিচ্ছি আর ইয়াদের দিকে তাকিয়ে জোরে জোরে রাখছি,,ব্যাগ প্যাক করা হলে বোরকা পরে নিলাম,,ইয়াদ আমাকে বোরকা পরতে দেখে বলল,,

_বোরকা?
_কেন চোখ কি কানা?
_তাহলে এই কয়দিন এটা কোথায় ছিল?
_মরতে গিয়েছিল,,

আমার উত্তর শুনে ইয়াদ জোরে একটা সোফায় লাথি দিয়ে রুম থেকে বের হয়ে ঠাস করে দরজা লাগিয়ে নিচে চলে গেল,,আমি চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ছাড়লাম তারপর ব্যাগ নিয়ে নিচে গেলাম,,আমার হাতে ব্যাগ দেখে ইয়াজ বলে উঠে,,

_পিচ্চি কোথাও যাচ্ছো?
_হুম বাবা বাড়ি,,

আমি মার রুমে গিয়ে মাকে বললাম,,

_মা,,
_একি ফারাহ কোথাও যাচ্ছিস?
_হুম মা বাবা বাড়ি যাই,,
_সেকি আবার জিগ্যেস করতে হয় যাহ,,কিন্তু কেন?
_মা এভাবেই অনেক দিন হলো যাইনা,,
_আচ্ছা সাবধানে যাস,,কে দিয়ে আসবে?
_আমি একা,,,,

পিছন থেকে ইয়াজ এসে বলল,,

_আমি দিয়ে আসবো,,
_আচ্ছা যা,,

মার থেকে বিদায় নিয়ে বেরুলাম রুম থেকে,, ইয়াজকে বললাম,,

_আরে ভাইয়া আপনাকে যেতে হবে না আমি একাই পারবো,,
_নাহ ভাই,,ইয়াদ বলেছে দিয়ে আসতে যদি না যাই আমার কপালে শনি আছে,,

ইয়াদ যেতে বলেছে?নিজে গেলে কি হতো?আর আমাকে আটকালেই বা কি হতো?মায়া দেখাচ্ছে আমার উপর?হুহহ লাগবে না তার মায়া,,আমি আবার বললাম,,

_নাহ আমিই পারবো,,
_এই পিচ্চি চলো তো,,

আমার আর কোন কথা শুনলো না গাড়িতে বসলাম,,গাড়ি গেটের বাহিরে বের হতে দেখি ইয়াদ দরজার বাহিরে দাঁড়িয়ে আছে,,আমি তার দিকে তাকিয়ে আছি সেও,,যে পর্যন্ত তাকে দেখা গেল তাকিয়েই ছিলাম,,চোখের আড়াল হতেই আমার আপনি আপনি চোখ দিয়ে পানি পরলো,,,ইয়াজ বলল,,

_পিচ্চি কি হয়েছে?
_নাহ কিছু না,,
_বাবা বাড়ি যাচ্ছো হাসো,,
_হুম,,

বেশ কিছুক্ষন পর গাড়ি বাবার বাড়ির সামনে এসে থামলো,,ইয়াজ না নেমেই চলে গেল,,আমি কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলল,,

_কিরে ফারাহ!!!

বলেই আম্মু আমাকে জোরিয়ে ধরলো,,আমিও আম্মুকে জোরিয়ে ধরে কান্না করে দিলাম,,আম্মু মাথায় হাত বুলাতে বুলাতে বলল,,

_মা আমার কি হয়েছে?
_কতদিন পর তোমাদের দেখলাম তাই আরকি,,

বলেই চোখের পানি মুছে নিলাম,,আম্মুকে কি আর এইসব বলা যায় ইয়াদের সাথে ঝগরা লেগে চলে এসেছি?কিনা কি ভাববে,,আম্মুর সাথে ভিতরে ঢুকলাম,,,আম্মু আমাকে সোফায় বসিয়ে শরবত এনে দিল,, আমার পাশে বসতে বসতে বলল,,

_ইয়াদ আসেনি?
_নাহ মা,,
_কে দিয়ে গেল?
_ইয়াজ,,
_ওকে ভিতরে আনবি না তাহলে?
_ও আসেনি,,
_ইয়াজ আসেনি কেন?
_জানি না,,
_ফারাহ?তোদের কি কিছু হয়েছে?
_নাহ মা,,

বলেই নিজের রুমে চলে গেলাম,,মা আর কিছু জিজ্ঞেস করলো না,,নিজের রুমে গিয়ে বোরকা খুলে ওয়াশ্রুমে গেলাম ফ্রেশ হয়ে এসে বারান্দায় চলে গেলাম,,বুকের বা পাশটা কেমন যেন খালি খালি লাগছে,,খুব অস্থির অস্থির লাগছে,,সন্ধ্যা হয়ে আসছে,,মাগরিবের আজান দিচ্ছে চারদিকে অন্ধকারে ছেয়ে গেছে,,আমার বারান্দা দিয়ে পুকুর দেখা যায় বারান্দার পাশেই পুকুর আছে,,সেখানে আপনমনে তাকিয়ে আছি পুকুরে কিছু কিছু মাছ আছে মাছ গুলো লাফালাফি করছে,,তারা তাদের সকল আপন মানুষদের সাথে মিশে আছে খুশি আছে তাদের সব সম্পুর্ন,,তাদের কোন ফিলিংস নেই যে যার মতো থাকে,,আমারও যদি সব কিছু ভালো থাকতো সম্পুর্ন থাকতো কি সুন্দরী না হতো,,আল্লাহ আমাদের তাহলে কেন ফিলিংস দিল? এত্ত মায়া দিল?সেই মায়ায় একবার জরিয়ে গেলে নিজেকে সেখান থেকে বের করা বড্ড কঠিন হয়ে পরে,, জীবন বড্ড কঠিন,, কখনো মনে হয় জীবন থেকে বিদায় নিয়ে নেই আবার এমন কিছু সুখ ধরা দেয় মন চায় সারাজীবন বেচেই থাকি,,

এইসব ভাবতে ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পরলো,,মনটা কেমন উসখুস উসখুস করছে,,মনে শান্তি একমাত্র এখন আল্লাহর দরবারে হাত পাতলেই হয়ত পাবো,,অজু করে নামাজ পরতে বসলাম,,নামাজ শেষে মোনাজাত ধরলাম,,

_হায় আল্লাহ জীবনকে এতও কঠিন বানিও না যেন বিদায় নিতে হয়,,কিছু সুখ ধরা দিয়েছিল আমার জীবনে তাকে আবার ছিনিয়ে নিও না,,ছিনিয়ে নিও না,,সে যে এখন আমার সবটা জুরে বিরাজ করে,,আমি অচল তাকে ছাড়া,, কিন্তু আদও কি সে অচল?আদো কি সে আমাকে ভালোবাসে?ভালোবাসলে এভাবে আমাকে এখানে আসতে দিত না,,তুমি যেভাবে ভাগ্যতে আমাদের বিয়ে লিখেছিলে হয়েছে না এখন তার মনেও জায়গা করে দাও এভাবে আমি পারছি না আল্লাহ পারছি না,,

মোনাজাতে এইসব বলে অঝোরে কান্না করছি,,,কান্না করে উঠে ওয়াশ্রুমে গেলাম মুখে পানির ছিটে দিলাম,,এখন খানিকটা ভালো লাগছে,,রুম থেকে বের হয়ে আম্মুর কাছে গেলাম,,আম্মু আমাকে দেখে আমাকে তার পাশে বসতে বলল,,আমার মাথায় হাত দিয়ে বলল,,

_কিরে মা এসেই সেই যে রুমে গেলি আর বেরুলি না কি হয়েছে?
_এভাবেই রুমটাকে মিস করছিলাম তো তাই,,আব্বু আসেনি?

তখনি দরজায় কলিং বেল বাজলো,,আমি গিয়ে দরজা খুললাম,,আব্বু আমাকে দেখে পুরুই শকড আমাকে জোরিয়ে ধরলো আমিও আব্বুকে জোরিয়ে ধরলাম,,আব্বু আমাকে বলল,,

_কিরে মা কখন এলি?
_এইতো কিছুক্ষন হলো,,

বলেই আব্বু আর আমি ভিতরে আসলাম,,আমাকে আব্বু বলল,,

_ইয়াহ বাবা আসেনি?

আমি মুখটা মলিন করে বললাম,,

_নাহ,,

আব্বু আর কিছু জিজ্ঞেস করলো না আমিও আর কিছু বললাম না,, কি ই বা বলতাম কেন আসেনি?ইয়াজ আমাকে দিয়ে গেছে?

চলবে,,
(ভুল ত্রুটিগুলো হ্মমার দৃষ্টিতে দেখবেন🖤)