ভালোবাসা তেতো পর্ব-১৬

0
448

#ভালোবাসা_তেতো
#part_16
#sarika_Islam



9টায়,,

মা নাস্তা রেডি করলো,,আমি সাহায্য করতে চাইলে মানা করে দেন,,আমি সোফায় বসে আছি নিচের দিকে তাকিয়ে ভালোলাগছে না,,ইয়াজ আমার পাশে সেই কখন থেকে বসে ডাকছে আমার সেদিকে খেয়ালি নেই,,ইয়াজ আমাকে হাল্কা ধাক্কা দেয়,,

_এই পিচ্চি,,
_হুম,,

বলেই মাথা তুললাম,,

_আম্মু সেই কখন থেকে তোমাকে ডাকছে খাবে না আসো,,
_নাহ আমার খেতে ইচ্ছে করছে না,,(মুখটা মলিন করে)
_এই নাহ বললে চলবে না চলো,,,

বলেই আমার হাত ধরে টেনে নিয়ে গেল টেবিলে,,সেখানে মা বাবা বসে আছে,,মা বলল,,,

_কিরে ফারাহ কতক্ষন ধরে ডাকছি আসিস নি কেন?
_মা আসলে শুনি নি,,(মাথাটা নিচু করে)
_আচ্ছা বস,,

আমি মার পাশে বসলাম,,খাবার নিয়ে নারাচারা করছি মুখে দিতেও বিষাদ লাগছে,,কোনরকম হাল্কা খেয়ে উঠে গেলাম,,রুম এসে বারান্দায় চলে গেলাম,,,বারান্দায় রেলিং ঘেষে দারিয়ে আছি,,

পিছন থেকে আমাকে জরিয়ে ধরলো,,,,এই ধরা এই ঘ্রান যে আমার খুবি চেনা,,, এ যে আমার ইয়াদ,,,,আমার ঘারে থুতনি রেখে আমার পেটে হাত দিয়ে বলল,,

_আমাদের বেবি,,
_হুম আমাদের বেবি,,
_বেবির নাম কি রাখবে?
_আপনিই একটা ভাবুন,,
_উমমমমম,,

আর কিছু বলতে যাবে রুমে ইয়াজ আর মা আসে,,

_পিচ্চি,,,

ইয়াজের ডাকে আমি পিছে ফিরে তাকাই,,চারপাশে ইয়াদকে খুজতে থাকি,,

_কি খুজছো?
_ইয়াদ,,,,,,,

আর কিছু বললাম না রুমে চলে আসলাম,,মার হাতে প্লেট,,অনেক ফ্রুটস,, মা আমাকে বিছনায় বসিয়ে আমার পাশে সে বসে,,আমার মুখের সামনে ফ্রুটস ধরে বলে,,,

_নে মা খেয়ে নে,,
_নাহ মা মাত্রই তো নাস্তা করলাম,,
_তুই কি কিছু খেয়েছিস নাকি?চুপচাপ খেয়ে নে এটি,,
_নাহ মা একদম ভালো লাগছে না,,

তাও মা জোর করে মুখে ঢুকিয়ে দিল,,আমার মুখে দিতেই কেমন বমি চলে আসলো,,আমি মুখে হাত দিয়ে দৌড়ে ওয়াশ্রুমে চলে যাই,,,নাক মুখে পানি দিয়ে বাহিরে আসি,,মা চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে আছে,,

_বেশি খারাপ লাগছে?
_নাহ মা,,
_এই পিচ্চি কি খাবা?
_কিছু না ভাইয়া,,
_দারাও আমি আইস্ক্রিম নিয়ে আসি তোমার জন্য,,,

বলেই ইয়াজ আইস্ক্রিম আনতে চলে গেল,,মা আমাকে নিচে নিয়ে গেল তার সাথে,,,

_আমাদের সাথে বস ভালো লাগবে,,
_হুম,,

বাবা অফিসে গিয়েছে,মা আমার সাথে বসে গল্প করছে আমি শুধু হু হা করছি,,,একটা মেয়েকে ঘরে রান্না করতে দেখে মাকে জিজ্ঞেস করলাম,,

_মা মেয়েটা কে?
_নতুন রেখেছি কাজ করতে,,এই এক মাসে ওকেই রেখেছি,,এখন আর ভালোলাগে না,,

আমি একটা দীর্ঘ শ্বাস ছারলাম,,ইয়াজ আইস্ক্রিম নিয়ে আসলো,,অনেক গুলো,,আমার হাতে দিল,,

_এতগুলো?
_হুম সব তোমার আর আমাদের পুচকির জন্য,,

আমি হাতে একটা নিয়ে বাকিগুলো মা ফ্রিজে রাখতে গেল,,ইয়াজ আমার সাথে বসে আইস্ক্রিম খাচ্ছে,,

_কি পিচ্চি মজা?
_হুম,,

খেতে লাগলাম,,খেতে খেতে আমার কাপরে আইস্ক্রিম পরে গেল,,ইয়াজ তারাতারি করে উঠে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছিয়ে দিল,,

ইয়াদের আম্মু দূর থেকে ইয়াজের কেয়ার দেখছে ফারাহর প্রতি,,

সাত মাস পর,,

এখন আমার পেটটা ভালোই বড় হয়েছে,,হাটতে একটু কষ্ট হয়,, মা আমাকে অযথা উঠতেই দেয় না সারাদিন এখানে সেখানে বসে থাকতে হয়,,,এই সাত মাসে ইয়াজ ভাই আমার অনেক কেয়ার করেছে অনেক যত্ন নিয়েছে,, উপরে উঠতে কষ্ট হবে তাই নিচেই শিফট হয়ে গেছি,,আমার বমি করতে করতে অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে,,,মাঝ রাতে ঘুম ভেংগে গেলে পাশে যখন ইয়াদকে না পেতাম তখন মাঝরাতেই কাদতে থাকতাম,,,হঠাৎ মাঝরাতে খিদা লাগলে পাশে কেউকে পেতাম না ডাকার জন্য তখন খুব খারাপ লাগলো,,,ইয়াদের স্মৃতি আমাকে অনেক তারা করেছে,,এখন তার স্মৃতির সাথেই সারাজীবন কাটিয়ে দিতে পারবো,,

দুপুরে,,,

ইয়াজ আমাকে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসছে,,,এখন শুধু বাচ্চাটার জন্য বেচে আছি নাহলে কবেই মরে যেতাম,,এভাবে আর থাকতে ভালোলাগে না,,বিরক্ত হয়ে গেছি এই জীবন থেকে,,,এখনও ইয়াদের অপেক্ষায় আছি,,যদি আমার ইয়াদ ফিরে আসে,,,ইয়াজ আমাকে বসালো,,আজ ছুটির দিন বাবাও বাড়ি একসাথে খাচ্ছি,,সব খাবারেই কেমন গন্ধ বমি আসে,,,আমার সামনে খাবার রাখতেই আমি নাক ধরে ফেলি,,আমার এমন দেখে ইয়াজ আমার সামনে থেকে প্লেট সরিয়ে ফেলে,,

_পিচ্চি এমন করলে তো শরির আরো খারাপ হবে,,,
_ভাইয়া আমার বমি আসে,,

বলেই আমি উঠে গেলাম,,আস্তে আস্তে নিজে গিয়ে সোফায় বসলাম,,তাদের খাওয়া শেষ হলে মা আমার জন্য সুপ করে নিয়ে আসে,,

_নে মা এটাতো খা,,কিছুই খেতে চাস না,,
_নাহ মা,,
_নিজের জন্য না হয় বাচ্চাটার জন্য খা,,

বাচ্চাটার কথা ভেবেই তো বেচে আছি,,আমার ইয়াদের অংশ,,বাচ্চাটার কথা ভেবেই খেয়ে নিলাম,,,

_মা আমি আইস্ক্রিম খাবো,,
_দারা,,

বলেই মা নিতে গেলে ইয়াজ ধরে ফেলে,,

_এই পিচ্চি এই অবস্থায় আইস্ক্রিম খাবা?বেবির প্রবলেম হবে,, নাহ খাওয়া যাবে না,,
_ভাই,,,,(মুখ উল্টিয়ে)
_নোওওওও,,

বলেই আবার নিয়ে গেল,,আমি মুখ ফুলিয়ে বসে আছি,,দিলে কি হতো?হুহহ কথাই বলবো না ইয়াজের সাথে,,ইয়াজ আমার মুখ ফুলানো দেখে আমার পাশে বসে বলল,,,

_বেবির আম্মু রেগে আছে?
_হুম,,
_আচ্ছা সরি,,বেবি হক তারপর অনেক গুলো দিব,,
_সত্যি?
_হুম,,

খুশি হয়ে গেলাম,,ইয়াজ আমার এক গাল টেনে দিল,,

আমি মার কাছে গিয়ে বললাম,,

_মা অনেক তো হলো এ বাড়িতে আছি এখন না হয় নিজের বাবার বাড়ি যাই,,
_সেকি এখানে কি তোর কোন সমস্যা হচ্ছে নাকি?
_নাহ তবে আমি লাস্ট টাইমটা আম্মুর বাড়িতে কাটাতে চাই,,
_আচ্ছা যা তাহলে,,

বিলেকের দিকে ইয়াজ ভাইয়া আমাকে আমার বাড়ি দিয়ে আসলো,,,আম্মু আমাকে দেখে জরিয়ে ধরলো,,আমাকে দিয়ে ইয়াজ ভাই চলে গেল,,আমার এখন আর আগের মতো মার বাড়ি আসলে খুশি লাগে না মনের ভিতর আনন্দ লাগে না কেন জানি,,সব আনন্দ খুশি ইয়াদ তার সাথেই নিয়ে চলে গেছে,,,

মাস যত যাচ্ছে দিন দিন আমার অবস্থা আরো খারাপ হচ্ছে,,এখন আম্মুর বাসায় এসেও শান্তি লাগছে যাও,,

এক সপ্তাহ পর,,,,

_আম্মু বন্ধুরা মিলে টুরে যাবো রাংগামাটি,,(ইয়াজ)
_কবে?
_আজি,,
_আচ্ছা,,

বিকেলের দিকে ইয়াজ তার আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পরে রাংগামাটির উদ্দেশ্য,,ইয়াদের আম্মু তার স্বামীকে ধরে বলল,,

_আমার ইয়াদ গেছে সাথে আমাদের সবার খুশিও চলে গেছে,,

ইয়াজরা রাংগামাটি চলে এসেছে,,রাতে এসে পৌছালো,,,হোটেলে এসে শুয়ে পরলো,,

সকালে,,,

ইয়াজ আর তার ফ্রেন্ড মিলে বের হলো ঘুরতে,,অনেকক্ষন পথ হেটে অস্থির হয়ে গেল,,গাছের নিচে একটা বেঞ্চিতে বসতে যাবে তখনি ইয়াজ স্তব্দ হয়ে গেল,, মুখ থেকে আপনি আপনি বেরিয়ে গেল,,

_ভাইই,,,

চলবে,,
(ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন🖤)