ভয়ংকর সে পর্ব-৩৬+৩৭

0
210

#ভয়ংকর_সে #পর্ব_৩৬
#M_Sonali

“কি বলছো তুমি এসব? ওই জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছো। আর এক রাত থেকে সেখান থেকে বেরিয়ে এসেছো! এটা কিভাবে সম্ভব? ওই জঙ্গলে কেউ গেলে ফিরে আসে বলে তো জানা যায় না। আজ অব্দি জঙ্গলের মাঝে রাতের বেলায় যে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। তুমি ফিরে এলে কিভাবে?”

লোকটার এমন কথায় চাঁদনী বেশ অবাক হলো। তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে মৃদু গলায় বললো,

“কিন্তু আমিতো জঙ্গলে এমন কোন কিছুই দেখিনি। যাতে কারো ক্ষতি হতে পারে। হ্যাঁ একরাত আমি জঙ্গলের মধ্যে ছিলাম আর সারারাত ঘুমিয়ে ছিলাম। আমার কোনো ক্ষতি হয়নি। আপনি হয়তো কোন ভুল শুনেছেন বা এই জঙ্গল নিয়ে কেউ মিথ্যা বানি রোটিয়েছে। আমার বাসায় পৌঁছানোর মতো রাস্তা বলে দিতে পারবেন। আমি এখানকার কিছুই চিনি না। আমাকে এইটুকু উপকার করুন দয়া করে।”

কথাগুলো বলেই করুন দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে রইল চাঁদনী। ওর কথায় লোকটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো। তীক্ষ্ণ নজরে পা থেকে মাথা পর্যন্ত ওকে দেখে নিয়ে মুখে ক্রু হাসি ফুটিয়ে বললো,

“আচ্ছা ঠিক আছে। তুমি টেনশন করো না। আমি তোমাকে তোমার বাড়িতে পৌছে দিব। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খাওনি। অনেক ক্লান্ত লাগছে। এসো আমার সাথে। প্রথমে আমার বাড়িতে গিয়ে কিছু খেয়ে নাও। তারপর তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো।”

লোকটার কথায় চাঁদনী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাড়িতে পৌঁছাবে বলে মনের ভেতর বেশ কিছুটা খুশি অনুভব হল। পরক্ষণেই শ্রাবণের কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল তার। যার জন্য এত কিছু করল তাকেই খুঁজে পেল না। শ্রাবণ হয়তো সত্যিই তাকে ছেড়ে চলে গেছে। আর কখনো ফিরে আসবে না তার জীবনে। কথাটি ভেবেই একটি দীর্ঘশ্বাস ফেলল চাঁদনী। চোখের কোন বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু জল। সে দ্রুত সেটা মুছে নিয়ে লোকটার পিছু পিছু হাটা শুরু করল। লোকটা তাকে নিয়ে বেশ কিছুটা দূরে একটি টিনের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো।

চাঁদনী বাড়িটার দিকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করতে লাগল। এদিক ওদিক তাকিয়ে দেখল বাড়িটার আশেপাশে তেমন কোন বাড়িঘর নেই। একদম নিরিবিলি বলা চলে। বারান্দায় এবং উঠানে অনেক ময়লা ও পাতা জড়ো হয়ে আছে। হয়তো অনেকদিন হলো কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না। সে কিছুটা অবাক হল। কারণ এখানে দেখে মনে হচ্ছে না এখানে কোন মহিলা মানুষ আছে। ওকে চুপ করে দাঁড়িয়ে থেকে এদিক ওদিক তাকাতে দেখে লোকটা গম্ভীর গলায় বলে উঠল,

“কি হল মেয়ে ওখানে দাঁড়িয়ে আছো কেন! ভিতরে আসো। আমার বউ বাপের বাড়ি গেছে কয়েকদিন হলো। তাই এগুলো পরিষ্কার করা হয়নি। তাই এমন লাগছে।”

লোকটির কথার উত্তরে চাঁদনী না চাওয়া সত্ত্বেও মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল। তারপর লোকটার পিছুপিছু দরজার সামনে গিয়ে দাঁড়াল। কেন যেনো তার মন চাইছে না রুমের মধ্যে প্রবেশ করতে। কিন্তু তবুও কোন উপায় নেই। এর ভরসাতেই আছে চাঁদনী। যদি সে সত্যি সত্যি তার বাবার কাছে পৌঁছে দেয়। তাই লোকটার সাথে ভিতরে ঢুকে গেল সে। কিন্তু রুমের মধ্যে ঢুকে বেশ বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে গেল সে। পুরো রুমটাতে বিশ্রী বিশ্রী সব মেয়েদের ছবি লাগানো। বাজে পোশাক পরা মেয়েদের ছবি লাগানো। দেখে মনে হচ্ছে এটা কোন খারাপ জায়গা।

ছবিগুলো দেখেই দরজার কাছেই থমকে দাঁড়াল চাঁদনী। আর ভিতরে যাওয়ার সাহস করলো না সে। সে বুঝতে পারল সে হয়তো বিপদের মধ্যে এগিয়ে এসেছে। ওকে দাড়াতে দেখে লোকটি দাঁত কিড়মিড় করে গম্ভীর গলায় বলল,

“আবার দাঁড়িয়ে গেলে কেন? এদিকে আসো। আর এসব দেখে ভয় পেওনা। আমার বউ এসব ছবি ভীষণ পছন্দ করে। তাই এগুলো লাগিয়ে রেখেছে। তুমি যদি নিজের বাবার কাছে ফিরে যেতে চাও তাহলে এখানে এসে বসো। তোমার খাওয়া হলে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব তোমার বাবার কাছে। চিন্তা করো না। এখানে বস আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।”

লোকটার কথায় চাঁদনী কি বলবে ভেবে পাচ্ছেনা। তবে সে যতটা বুঝতে পেরেছে সে খুব বাজে একটি জায়গায় এসে ফেঁসে গেছে। এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে তাকে। তবে এই মুহূর্তে পালানো সম্ভব না। এমনিতেই পায়ে বেশ ব্যথা পেয়েছে সে। হাঁটুতে ব্যথা থাকায় দৌড়ে পালানো সম্ভব নয়। তাই সুযোগের অপেক্ষা করতে হবে।

ওকে চুপচাপ দাড়িয়ে থেকে কিছু ভাবতে দেখে লোকটি আবারো ধমকের সুরে বলে উঠল,

“এই মেয়ে সমস্যা কি তোমার? তোমাকে বলছি না এখানে এসে বসো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এত কি ভাবছো দাঁড়িয়ে থেকে?”

চাঁদনী এবার মুখে মৃদু হাসির রেখা টেনে বললো,

” কিছু না আমি এখানে বসছি আপনি খাবার নিয়ে আসেন। বড্ড ক্ষুধা পেয়েছে আমার। তারপর বাড়িতে যাবো।”

ওর কথা শুনে লোকটা মৃদু হাসল। চাঁদনী গিয়ে বিছানার উপর বসলো। লোকটা পাশের রুমে চলে গেল ওর জন্য খাবার আনতে। লোকটা চলে যেতেই, এই সুযোগ কাজে লাগিয়ে চাঁদনী যত দ্রুত সম্ভব বিছানা থেকে উঠে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে আর কোন কিছু না ভেবে হাতের ডান দিকে এক নাগারে দৌড়াতে লাগল। পায়ে ব্যথা থাকায় জোরে দৌড়াতে না পারলেও শরীরের সর্বশক্তি দিয়ে প্রাণপণে ছুটতে লাগল সে। কিছুদূর যাওয়ার পরেই তার মনে হল সে যেন হাওয়ায় উড়ে যাচ্ছে। যদিও কোনো এক অজানা কারণে সে চোখ মেলে তাকাতে পারছে না। কিন্তু তার মন বলছে সে যেন হাওয়ায় উড়ে কোথাও চলে যাচ্ছে। সে যেন হাওয়ায় ভেসে আছে। সে অনেক চেষ্টা করল চোখ মেলে তাকানোর। কিন্তু কিছুতেই পেরে উঠলো না। এভাবে প্রায় ১৫ থেকে ২০ মিনিট কেটে যাওয়ার পর চাঁদনী চোখ মেলে তাকাতে পারলো। পরক্ষণে আশেপাশে তাকিয়ে দেখল সে নিজের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে।

সে দ্রুত এদিক ওদিক ফিরে তাকিয়ে কাউকে একটা খুঁজতে লাগলো। কিন্তু না তার আশেপাশে তো দুর। দূর দুরান্ত পর্যন্ত কেউই নেই। সবখানে একদম ফাঁকা। চাঁদনী সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। চিৎকার করে বললো,

“আমি জানি শ্রাবণ এটা আপনি। আপনি আমাকে এখান অব্দি নিয়ে এসেছেন। কেন এভাবে লুকোচুরি খেলছেন আমার সাথে। কেন সামনে আসছেন না। আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি যেসব করেছি সেগুলো ভুল ছিল। আপনার সাথে এমন আচরণ করা উচিত হয়নি আমার। কিন্তু আপনি কেন আমার সাথে এমন করছেন? এই কি তবে আপনার ভালোবাসা। কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন শ্রাবণ। প্লিজ ফিরে আসুন। আমি আপনার কাছে ক্ষমা চাই। আবারো আপনার কাছে ফিরে যেতে চাই। আপনি যা’ই হোন না কেন আমি শুধু আপনাকেই ভালোবাসি।”

কথাগুলো বলেই হাউমাউ করে কান্না করতে শুরু করলো চাঁদনী। ওর চিৎকারে বাড়ির মধ্য থেকে দৌড়ে বেরিয়ে এলেন রত্না বেগম। বাড়ির পিছনে এসে ওকে হাটু গেঁড়ে বসে থেকে কান্না করতে দেখে যেন দেহে প্রান ফিরে পেলেন তিনি। চিৎকার করে রতন মিয়া কে ডাকতে ডাকতে বললেন,

“ওরে রতন তুই কই গেলি। জলদি আয় দেখ আমাদের চাঁদনী ফিরে এসেছে।”

কথাটি বলেই তিনি দৌড়ে এসে চাঁদনী কে বুকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে গালে চোখে কপালে চুমু খেতে খেতে বললেন,

“ও বুবু তুই এতদিন কোথায় ছিলি। তুই জানিস তোকে পাগলের মত খুঁজে এসেছি আমরা। কোথায় ছিলি তুই গত দুদিন হল? তোর কোন খোঁজ খবর নাই। কোথায় গেলি কি খেলি কার সাথে গেলি কিছুই জানতাম না। আমরা তো ভীষণ রকম ঘাবড়ে গিয়েছিলাম। কোথাও গেলে তো বলে যেতে পারতি। ও বুবু তোর কপালে কি হয়েছে? তোর শরীরের এমন অবস্থা কেন?”

একনাগাড়ে এভাবে প্রশ্ন করেই চলেছেন রত্না বেগম। চাঁদনী ওনার প্রশ্নের উত্তর দিতে পারল না। তার আগেই ভীষণ ক্লান্ত শরীরে ঢুলে পরলো রত্না বেগমের কোলে। যদিও তার জ্ঞান হারায় নি। কিন্তু ক্লান্তির কারনে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে রইলো ওনার কোলের মাঝে। রত্না বেগমের চেঁচামেচিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেল। ততক্ষণে রতন মিয়া ও পৌঁছে গেছেন সেখানে। ওর এমন অবস্থা দেখে ওনার যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। কয়েকজন মহিলার সাহায্যে চাঁদনীকে ধরে নিয়ে বাসার মধ্যে যাওয়া হল। তাকে বিছানায় শুইয়ে দেওয়া হল। ওর মাথা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেওয়া হলো। রত্না বেগম ওকে তুলে ওর জামা কাপড় চেঞ্জ করে দিল। তারপর রতন মিয়া এসে সামনে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল,

“কোথায় ছিলি এ দুদিন? তোর এ অবস্থা কি করে হলো মা?”

চাঁদনী ওর বাবার প্রশ্নের কোন উত্তর দিল না। হু হু করে কান্না করে উঠলো। চোখের জল নাকের জল একসাথে করে ফেলছে সে। কোনভাবেই যেন নিজের কান্না কে আটকে রাখতে পারছেনা। ওকে এভাবে হাউমাউ করে কাঁদতে দেখে রতন মিয়া এবং রত্না বেগম এর মনটা যেন আরো বেশি খারাপ হয়ে গেল। তারা আরও বেশি টেনসনে পড়ে গেলেন। রতন মিয়া উত্তেজিত কণ্ঠে বললেন,

“এভাবে কাঁদিস না মা। সত্যি করে বল কি হয়েছে তোর সাথে? খারাপ কিছু হয়নি তো? তোর এমন অবস্থা কিভাবে হল। কোথায় ছিলি তুই। আমার আর সহ্য হচ্ছে না। টেনশনে এখনই যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে। বল মা তুই ঠিক আছিস তো।”

উনার কথা শুনে চাঁদনী নিজেকে সামলে নিল। চোখ মুছে কিছুটা শান্ত হয়ে বলল,

“আমি ঠিক আছি বাবা। আমার কিছু হয়নি।”

ওর উত্তর শুনে গম্ভীর গলায় রতন মিয়া বললেন,

“তাহলে গত দুদিন কোথায় ছিলি তুই? আর তোর এই অবস্থা কিভাবে হল? সত্যি করে বল আমার কাছে কিছু লুকাবি না।”

চাঁদনীর চোখ দিয়ে আবারো অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ মুছতে মুছতে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল,

“আমি শ্রাবণ কে খুঁজতে গিয়েছিলাম বাবা। সে কিভাবে পারলো আমাকে ছেড়ে এভাবে চলে যেতে। আমি জানি আমাকে সে’ই এখান অব্দি পৌঁছে দিয়েছে। কিন্তু কেন সে আমার সাথে এভাবে লুকোচুরি করছে। কেন আমার সামনে আসছে না। প্লিজ বাবা তোমরা ওনাকে ডাকো। ওনাকে আসতে বল। আমি ওনার কাছে প্রমিস করব আর কখনো ওনার কথার অমান্য করবো না। উনি যা বলবে তাই শুনবো। কখনোই ওনার সাথে বাজে আচরণ করব না। প্লিজ বাবা শ্রাবনকে এনে দাও। আমি ওনাকে বড্ড ভালোবাসি বাবা।”

কথাটা বলেই আবার হাউমাউ করে কাঁদতে লাগল চাঁদনী। ওর কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রতন মিয়া। কয়েক পা পিছিয়ে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে মেয়ের অবস্থা দেখলেন। রত্না বেগমের দিতে তাকিয়ে বললেন,

“মা তুমি ঠিকই বলেছ। এতবার বিয়ে ভাঙ্গার কারণে আমার মেয়েটা বুঝি সত্যিই পাগল হয়ে গেছে। ও এসব যা তা কি বলছে। ওকে তো এখন একা রাখাও উচিত না। তুই চিন্তা করিস না মা। আমি আজকে সারাদিনের মাঝেই তোর বিয়ে ঠিক করব। যেভাবেই হোক আজ সারাদিনের মাঝে তোকে বিয়ে দিব। তাও তুই এমন পাগলামি করিস না। তোর এমন পাগলামো দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই আমার মা মরা একমাত্র মেয়ে। তোর কিছু হলে আমি বাঁচব না মা। তুই চিন্তা করিস না দরকার হলে সারাদেশে ঘটক লাগিয়ে পাত্র খুঁজে বের করবো তোর জন্য। আজকের দিনের মাঝেই তোর বিয়ের ব্যবস্থা করব আমি। এটা তোর কাছে আমার প্রতিজ্ঞা রইলো।”

কথাটি বলেই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন রতন মিয়া। উনার এমন কথা শুনে বেশ অবাক হলো চাঁদনী।
,
,
,
রাত ১০:৪৫ মিনিট,
শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে চাঁদনী। তার মুখে কোনো রকম সাজসজ্জা নেই। যেন পাথরের মূর্তি হয়ে বসে আছে সে। না আছে কোন অনুভূতি না আছে কোন মনের ভাব প্রকাশ করা বাক্য। চুপচাপ মুর্তি হয়ে বসে আছে সে। তার ঠিক সামনেই বসে আছেন কাজী সাহেব এবং তার বাবা। তার বিয়ে পড়ানোর জন্য অনেকক্ষণ হলো কবুল বলতে বলছেন তাকে। কিন্তু সে কোনভাবেই কবুল বলছে না। চুপচাপ মূর্তির মত বসে আছে। রতন মিয়া তার কথা রেখেছেন। একটি ভালো ছেলেকে পাত্র বানিয়ে নিয়ে এসেছেন তিনি। মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। এমন সুপাত্র হঠাৎ করেই যেন পেয়ে গেছেন তিনি।

চাঁদনীকে অনেকবার বলার পরেও সে কিছুতেই কবুল বলছে না। ওকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে এবার বেশ রেগে গেলেন রতন মিয়া। তিনি উঠে এসে তার কাছে বসে ধমকের সুরে আস্তে করে বললেন,

“কি হচ্ছে কি চাঁদনী। আমার মান-সম্মান কি ডুবাবি নাকি। তাড়াতাড়ি কবুল বলে বিয়ের কাজ শেষ কর। এখন কিন্তু প্রচুর রাগ হচ্ছে আমার।”

বাবার ধমক খেয়ে আনমনেই তিনবার কবুল বলে দেয় চাঁদনী। বিয়ে পড়ানো হলে সবাই মোনাজাত ধরেন। সবাই যে যার মত সেখান থেকে চলে যায়। কিন্তু চাঁদনী যেন আগের মতোই মুর্তি হয়ে বসে আছে। সে কি করতে চাইল আর কি হয়ে গেল এসব তার সাথে। কার সাথে বিয়ে হল তার? শ্রাবন কি কখনোই আর তার জীবনে ফিরে আসবে না? সত্যিই কি তার জীবনটা এভাবেই বদলে যাবে? নিজের ভালোবাসার মানুষটিকে এভাবেই হারিয়ে ফেলবে সে।

চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,

#ভয়ংকর_সে #পর্ব_৩৭
#M_Sonali

জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে চাঁদনী। রাগে যেন সারা শরীর জ্বলছে তার। দুই হাত মুষ্টিবদ্ধ করে রাগে জোরে জোরে নিশ্বাস ফেলছে। এই মুহূর্তে শ্রাবণ কে সামনে পেলে হয়তো তাকে মেরেই ফেলতো সে। শ্রাবণ কিভাবে পারলো এভাবে তাকে ছেড়ে চলে যেতে। আজতো সে চিরদিনের মত অন্য কারো হয়ে গেল। আর তো কখনো শ্রাবণের কথা মনেও করতে পারবেনা সে। তবে কি ওর ভালোবাসা মিথ্যে ছিল। সব কিছুই মিথ্যে অভিনয় ছিল? এসব কথা ভেবে যেন আরো বেশি রাগ হচ্ছে চাঁদনীর। রাগে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো লাল হয়ে গেছে। হাতের মুঠো শক্ত করে জোরে জোরে নিশ্বাস ফেলে রাগ দমানোর চেষ্টা করছে। আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে।

হঠাৎ কারো কাশির শব্দে দরজার দিকে ফিরে তাকায় চাঁদনী। দেখে ওর দাদী রত্না বেগম দাঁড়িয়ে আছে। ওকে কাঁদতে দেখে তিনি কাছে এগিয়ে আসেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত গলায় বলেন,

“এভাবে কাঁদছিস কেন বুবু। আজ তোর খুশির দিন। দেখ তোর বিয়ে হয়ে গেছে। তোর জামাই টাকে দেখতে একদম রাজপুত্রের মতো। এমন সুন্দর ছেলে গোটা দেশে একটাও নাই। এর আগে যতগুলো বিয়ে এসেছিল সবগুলোর মধ্যে এটাই সেরা। পরিবারের কোন ঝামেলাও নেই। ছেলেটা এতিম। তবে বাড়ি ঘর টাকা পয়শা বেশ ভালোই আছে। তুই রাজরানী হয়ে থাকবি দেখিস। কপাল করে এমন বর পেয়েছিস।”

এতোটুকু একনাগাড়ে বলে থামলেন উনি। ওনার কথা শুনে বেশ কিছুটা অবাক হল চাঁদনী। কেন জানেনা ওর মনের ভেতর অজানা এক ভাবনা উঁকি দিতে লাগল। ও চট জলদি বলে উঠল,

“যার সাথে আমার বিয়ে হল তার নাম কি দাদি?”

ওর এমন প্রশ্নে দাঁত দিয়ে নিজের জিব্বাহ কেটে রত্না বেগম বললেন,

“ইস রে, দেখেছিস অতিরিক্ত খুশির কারণে জামাইয়ের নামটাই জিজ্ঞেস করা হয়নি। রতন জানে হয়তো। আমি অতটা জানিনা। তবে জামাইয়ের নাম যাই হোক না কেন। দেখতে কিন্তু রাজপুত্র কেও হার মানায়। আচ্ছা এখন কান্নাকাটি বাদ দিয়ে একটু হাত-মুখ ধুয়ে সুন্দর করে সেজেগুজে বসে থাক। একটু পর জামাই আসবে নিজেই নামটা জেনে নিস। আজ তোদের বাসররাত। দেখিস আবার কান্নাকাটি করে জামাইয়ের মনটা খারাপ করে দিস না। যা চাঁদনী বুড়ি তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি বরং ঐদিক টা দেখি।”

কথাটি বলেই রুম থেকে বেরিয়ে গেলেন রত্না বেগম। চাঁদনী সেখানেই দাঁড়িয়ে থেকে ভাবতে লাগল উনার কথাগুলো। ওর বারবার মনে হচ্ছে ওর শ্রাবন ফিরে এসেছে। হয়তো শ্রাবণের সাথেই নতুন করে বিয়ে হলো ওর।

এমন ভাবনা থেকে মুহূর্তেই চাঁদনীর মনটা খুশিতে উৎফুল্ল হয়ে উঠলো। সকল রাগ অভিমান কাটিয়ে মুখটা হাসিতে ভরে গেল। সে দ্রুত ওয়াশরুমে গিয়ে ভালো করে মুখ ধুয়ে এলো। কিছুটা সুন্দর হবার জন্য হালকা করে সাজগোজ করলো। তারপর বিছানার উপর বসে অপেক্ষা করতে লাগলো তার সদ্য বিবাহিত বর শ্রাবণের জন্য। তার মন যেন বারবার বলছে তার শ্রাবণের সাথেই বিয়ে হয়েছে। অন্য কারো সাথে নয়। তার দাদী যেভাবে তার বরের কথা বলেছে তাতে চাঁদনী ১০০% শিউর ওটা শ্রাবণই হবে। হয়তো এতদিন ওর কারণেই ওকে শাস্তি দেওয়ার জন্য এমন করেছে সে। কিন্তু আজ সে ঠিকই ফিরে এসেছে। চাঁদনী তাকে ক্ষমা করে দিবে। সে যা’ই করে থাকুক না কেন। কারণ বিচ্ছেদ হওয়ার দোষটা তার নিজেরি ছিলো।

তার ভাবনায় ছেদ কাটিয়ে দরজায় টোকা দিয়ে ভিতরে প্রবেশ করে কেউ। চাঁদনী লজ্জা শরম ভুলে ঘুমটা ফেলে তার দিকে ড্যাবড্যাব করে তাকায়। মুহূর্তে যেন পায়ের তলার মাটি সরে যায় তার। মুখটা অন্ধকারে ছেয়ে যায়। সেই সাথে অনেক বেশি ভয় বাসা বাঁধে মনে। তার সকল আশায় জল ঢেলে দিয়ে রুমের মাঝে যে প্রবেশ করেছে সে অন্য কেউ। শ্রাবন নয়। লোকটি ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে,

“আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনার তো ঘুমটা দিয়ে বসে থাকা উচিত ছিল।”

লোকটির এমন কথায় কি উত্তর দিবে সেটা যেন এই মুহূর্তে কোনভাবেই মাথায় আসছে না চাঁদনীর। তার মাথাটা ভীষণ রকম আউলাঝাউলা হয়ে যাচ্ছে। আর রাগে সারা শরীর পুড়ে যাচ্ছে। তার এতক্ষণের সব রকম আশা যেনো জলে ডুবে গেল। তবে কি সত্যি শ্রাবন সারা জীবনের মতো হারিয়ে গেল তার জীবন থেকে। অপরিচিত লোক কি হলো তার সারা জীবনের সঙ্গী। চাঁদনী এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তার দু চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পরল। সে কোন উত্তর দিল না। তাকে চুপচাপ সেখানে বসে থাকতে দেখে কিছু বলল না লোকটা। আস্তে করে দরজাটা লাগিয়ে দিয়ে তার কাছে এগিয়ে এলো। তার পাশে বসে তার দিকে এক নজরে বেশ কিছুক্ষন তাকিয়ে রইল। হালকা গলা খাকারি দিয়ে বললো,

“এভাবে কাঁদছেন কেন? আপনার কি বিয়েতে মত ছিল না?”

লোকটার কথার উত্তর দেওয়ার মতো কোনো রকম মনোভাব নেই এখন চাঁদনীর। তার এখন একটা কথাই মাথার মধ্যে ঘুরছে। তার সাথে এসব কি হচ্ছে। সে তো কোন কিছুই মেনে নিতে পারছে না। এ লোকটাকে কখনোই স্বামী বলে মেনে নেবে না সে। তার বিয়ে তো আগেই হয়ে গেছে। আর ইসলাম ধর্মে একটি মেয়ের বিয়ে হওয়া অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে পারে না। তার বাবা এবং দাদি না হয় সব ভুলে গেছে। কিন্তু সে তো ভোলেনি সে বিবাহিত। তাহলে কিভাবে মেনে নেবে সে এই লোকটাকে।

সে কোন উত্তর না দিয়ে বিছানা থেকে নিচে নেমে দাঁড়ালো। কোন রকম কথা না বলে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই লোকটা আচমকা তার হাত ধরে ফেলল। গম্ভীর গলায় বলল,

“এটা কোন ধরণের অসভ্যতা? আমার কথার কোন উত্তর না দিয়ে এভাবে কোথায় যাচ্ছ তুমি? আমি তোমার নব বিবাহিত স্বামী। আজ আমাদের ফুলসজ্জা রাত। তাকি ভুলে গেছো?”

ওনার এমন কথা এবং হাত ধরাতে ভীষণ রকম রেগে গেল চাঁদনী। সে নিজের হাতটা ঝাড়ি মেরে ছাড়িয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার করে বললো,

“কে আপনি, আপনাকে আমি চিনি না। আর না আপনার সাথে আমার বিয়ে হয়েছে। এ বিয়ে কখনোই সত্যিকারে বিয়ে নয়। আমাকে জোর করে বিয়ে দিয়েছে বাবা আপনার সাথে। কিন্তু আপনার সাথে বিয়ে আমার হয়নি। কারণ আমি আগে থেকেই বিবাহিত। আমার স্বামী আছে। আর একটি মেয়ের প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে কখনোই করতে পারে না। আপনি আমার স্বামী নন। আমার স্বামী অন্য কেউ।”

কথাটি বলেই ওর কাছ থেকে সরে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল চাঁদনী। ওর চিৎকার চেঁচামেচিতে অলরেডি পাশের রুম থেকে দরজার সামনে এসে দাঁড়িয়ে ছিলেন রতন মিয়া এবং রত্না বেগম। ওকে রুম থেকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে রতন মিয়া গম্ভির গলায় বলে উঠলেন,

“এসব কি হচ্ছে কি চাঁদনী? তুই এভাবে বাইরে বেরিয়ে এলি কেন? আর এভাবে জামাইয়ের সাথে চেচামেচি করছিলি কেন?”

চাঁদনী সোজা গিয়ে ওর বাবার সামনে দাঁড়ালো। চিৎকার করে দাঁত কিড়মিড় করে বললো,

“বাবা তোমরা আমাকে গলা টিপে মে-রে ফেলো। অথবা বিষ খাইয়ে মা-রো। নয় তো বলো আমি নিজেই গলায় দড়ি দিয়ে মা-রা যাচ্ছি। কিন্তু তবু আমার সাথে এত বড় পাপ করো না। তোমরা ভুলে গেছো কিন্তু আমি তো ভুলিনি। আমারতো বিয়ে হয়েছে বাবা। প্রথম স্বামী থাকা সত্ত্বেও আমি কিভাবে অন্য একটি পুরুষকে নিজের স্বামী হিসেবে মেনে নেই। প্লিজ বাবা আমার ওপরে এত বড় পাপ তোমরা চাপিয়ে দিও না। তোমরা প্লিজ মনে করার চেষ্টা করো শ্রাবনের কথা। ওর সাথে আমার বিয়ে হয়েছে বাবা। আমি তো শ্রাবনের বিয়ে করা বউ। তোমরা কেন সবকিছু ভুলে গেলে।”

কথাগুলো একনাগাড়ে বলে কান্না করতে করতে মেঝেতে বসে পরল চাঁদনী। ওর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। পিছনে লোকটি অলরেডি এসে দাড়িয়ে আছে।

চলবে,,,,,,,,,,,,,,,

লেখার পর রি-চেক করা হয়নি। বানানে ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।