মন গহীনের গল্প পর্ব-২৬+২৭+২৮

0
582

#মন_গহীনের_গল্প
পর্ব -২৬
#রূবাইবা_মেহউইশ
💞

পাতা ঝরার মৌসুম, ত্বকের পানি শূন্যতাও বুঝি হয় এই মৌসুমটাতেই! বিরক্তিমাখা স্বরে বলল মেহউইশ। মাত্রই আয়নার সামনে বসে লোশন মাখছিলো হাতে সে। পাহাড়ের বুকে আজ সন্ধ্যেটাই যেন খুব ধীরে নামলো। কারণ কি? মেহউইশ কি আজ মনে মনে রিশাদের বাড়ি ফেরার অপেক্ষা করছিলো একটুখানি! হয়তো করেছিলো তাই তার সময়ের এত ব্যবধান অনুভব হচ্ছে। সেই যে তিশমাকে দেখলো তখন থেকেই বিড়বিড় করে কথা বলছে। রিশাদকে বকছে আবার নিজেকেও বকছে কেন আজ সে রিশাদকে ভাবছে এত! যেখানে খুশি যাক ওই লোক, যার কাছে থাকুক তার কি! ওই নায়িকার কোলে বসে থাকুক গে সে কেন ভাববে এসব! বলেই আয়নায় তাকিয়ে নিজেই নিজেকে ভেংচি কাটলো। হঠাৎ মনে হলো দরজার কপাট নড়েছে। চকিতেই তাকালো সে কিন্তু নাহ, দরজায় কেউ নেই। ঠান্ডার তীব্রতা বাড়ার আগেই নির্জনকে গরম কাপড় পরাতে হবে। আয়নার সামনে থেকে সরে গেল মেহউইশ। ঘরে হেয়ার ড্রায়ার আছে সেটা দিয়েই প্রতিদিনকার মত নির্জনের কাপড় গুলোকে হালকা একটু গরম করে তাকে পরাতে লাগলো। বাইরে থেকে রেহনুমার গলা শোনা গেল এ ঘরেই আসছে সে।

‘রিশাদ, তোর কফি হয়ে গেছে এই নে,,,’ বলে ঘরে ঢুকতেই সে দেখলো ঘরে রিশাদ নেই।
‘রিশাদ কই?’

‘হোটেলে’ মেহউইশ জবাব দিলো।

‘আবার গেল! তো কফি চাইলো কেন?’ বোকা বনে গেল যেন রেহনুমা।

‘আবার গেল মানে? বাড়িই তো আসেনি।’

‘একটু আগেই তো এলো।’

‘ফুপি কফি হয়েছে?’ বলতে বলতেই রিশাদ এসে ঘরে ঢুকলো।রেহনুমা কফি তার দিকে এগিয়ে দিয়ে বলল, ‘ জিরিয়ে নাও। তারপর আমার ঘরে একটু এসো।’ রেহনুমা কফির মগটা দিয়েই বেরিয়ে যাচ্ছিলো রিশাদ তাকে থামিয়ে দিলো।

‘ফুপি একটু দাঁড়াও আমার একটু কথা আছে।’

‘কথা আমারও আছে কিন্তু আগে তুমি কফি খাও,ফ্রেশ হও তারপর। ততক্ষণে আমি রাতের খাবারের ব্যবস্থা করি।’

আঁড়চোখে মেহউইশ বারকয়েক রিশাদের দিকে তাকালো। আজ কোট পড়ে গিয়েছিলো কিনা বাড়ি থেকে তার জানা নেই৷ কিন্তু এখন উলের গলাবন্ধ সুয়েটার পড়ে আছে। চমৎকার তো এই সুয়েটারটা! এমন একটা সুয়েটার সে দেখেছিলো কোরিয়ান এক্টর লি মিন কে সেম সুয়েটার কিন্তু সেটা কচি লেবু রঙের ছিলো আর রিশাদেরটা পাকা বুড়িয়ে যাওয়া লেবুর হলদে রঙ। আরে বাহ্ মেহউইশ তুই তো খুব ভালো রঙ চিনিস! বলেই মেহউইশ মনে মনে নিজেকে বাহবা দিলো। এদিকে রিশাদ কফি শেষ করে কাপড়ও বদলেছে তার সেদিকে খেয়াল নেই। কুয়াশায় ঘেরা অন্ধকারে হিম বাতাসে দূর থেকে ভেসে আসছে তিতিরপাখির ডাক৷ এ রাতেও তিতির ডাকে! মেহউইশ ভুলেই গেছে আজ সারা বিকেল সে বকে বকে রিশাদের পিন্ডি চটকেছিলো। রিশাদ মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে পুনরায় গরম কাপড় পরে মেহউইশের মুখোমুখি বসলো। হতচকিত মেহউইশ রিশাদের এমন কান্ড দেখে কিন্তু কিছু বলল না। তারা এমনিতেও কথাবার্তা স্বাভাবিকভাবে একদিনও বলেনি। প্রয়োজনের বাইরে তো নয়ই। নির্জন হাত পা ছুঁড়ে রিশাদের দিকে গা এলিয়ে দিচ্ছে বারবার তা দেখে সে ছেলেকে একটানে কোলে তুলে নিলো। কপালে,মুখে অনবরত কয়েকটা চুমু খেয়ে মেহউইশের দিকে তাকিয়ে বলল, ‘আমরা কাল সকালে কক্সবাজার চলে যাবো।’ মেহউইশ চুপচাপ শুনলো কিন্তু কোন প্রতিত্তোর করলো না৷ রিশাদ আবার বলল, ‘আমরা হয়তো তিন মাস থাকবো সেখানে তাই প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যেতে হবে ইনফ্যাক্ট সেখানে আমরা ছোট খাটো একটা সংসারই গড়ে তুলবো।’ এতক্ষণে মেহউইশের স্বাভাবিক চেতনা অস্বাভাবিক হলো। তার চক্ষু দুটোই অতি মাত্রায় বড় হলো। আশ্চর্যজনক ভাবে তার বন্ধ মুখ ‘হা’ হয়ে গেল। সন্ধ্যে থেকে লাগা শীতটা এবার যেন উত্তেজনায় একদমই কেটে গেল৷ সে অনুভব করলো তার শীতল নাক আর কান দুটো ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। এটা কি সত্যি! এ জীবনে সে কখনো পাহাড়,সমুদ্র দেখতে পারবে কিনা তা নিয়ে বরাবরই ভাবতো আর মন খারাপ করতো৷ কিন্তু একি! গত বিশ,বাইশ দিন ধরে সে পাহাড়ে থাকছে এখন কিনা আবার কক্সবাজারে? ভাবতেই মনে মনে শিহরণ জাগছে। চমকপ্রদ জীবন তাকে আরো কত কত চমক দিবে আল্লাহ জানে! খুশিতে একবার মনে হলো সে রিশাদকে একটু জড়িয়ে ধরবে আবার মনে হলো বাড়াবাড়ি হবে। দরকার কি এসব ঢংয়ের? লোকটা তো নিজ স্বার্থে নিয়ে যাবে নিশ্চিত। কি অসভ্য বিয়ে করেছে এখন হানিমুন করার জন্য আবার কক্সবাজারে নিয়ে যেতে চায়? হানিমুনের কাজ তো বদমাশ তুই আগেই করেছিস আর কি চাস! মেহউইশের বিষ্মিত মুখের ভাব এবার বদলে গিয়ে রাগী রাগী মনে হলো। রিশাদ অপলক তাকিয়ে আছে মেহউইশের দিকে আর মেহউইশের আদল বারবার পরিবর্তন হচ্ছে তা দেখছে। নির্জন মুখে অদ্ভুতরকম শব্দ করছে কিছু আবার সোজা বসবারও চেষ্টা করছে। মেহউইশের হুঁশ এলো সে রিশাদের মুখোমুখি বসা তাই উঠে গেল বসা থেকে নিঃশব্দে।

‘যা বললাম আশা করি মাথায় ঢুকেছে। ফুপিকে একটু পরই জানাবো। তোমার যা যা নেওয়ার গুছিয়ে নাও। নির্জনের কাপড়চোপড়, খেলনা, খাবার সেগুলো আমি গুছিয়ে নিবো।’ রিশাদ কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। মেহউইশ ভাবনায় পড়লো এবার কি নেবে কি নেবে না! একদিকে মুক্তি নির্জনের কাজ লোকটা নিজেই করবে।

জেবুন্নেসা আবার চলে গেছে বাপের বাড়ি৷ তার নিজের নামে যে সম্পত্তি আছে তার বাবার বাড়িতে তাই দিয়ে সে তার খরচ চালাতে পারবে কিন্তু সমস্যা হলো রিহান,রাইমাকে নিজের কাছে নিলে সম্ভব হবে না কিছু। দামী স্কুল,কলেজে পড়ে তারা সে খরচ বহন করে কত বছর ঠিকঠাক চলবে ধারণা নেই। তবে তার নিজের গাড়িটা বিক্রি করলে যা টাকা আসে তা ব্যাংকে ডিপোজিট রাখা যাবে আবার একটা চাকরি করলে হয়তো একদমই টাকা পয়সায় হিমশিম খাবে না। কিন্তু! এখানেও কথা থাকছে তার বয়স নিয়ে। চল্লিশ পেরিয়েছে বয়সটা আবার চুলেও দু, একটা রঙবদল হয়েছে৷ এ বয়সে সরকারি চাকুরি তো দূর বেসরকারীতেও সুযোগ কতটুকু পাবে সন্দেহ৷ বাগানে বসে বসে এসবই ভাবছে সে সেই সন্ধ্যে থেকে। ঢাকায় শীত নেই নেই করেও গত দু দিনে ভালোই ঠান্ডা পড়েছে। বৃষ্টিও হয়েছে একটু আধটু আর তাতেই গায়ে পশম কাঁটা দিয়ে উঠছে। এ বাড়িতে একমাত্র ভাইয়ের ছেলে মেয়েরা কেউ থাকে না। জেবুন্নেসা এসেছে বলে তার ভাই অনেক খুশি৷ বড় ভাই আর ভাইয়ের বউ আর তাদের কিছু চাকর বাকর নিয়েই সংসার। ছেলে,মেয়ে সবাই বিদেশে স্যাটেল আর তাই বাবা মাকে মাসে মাসে দু হাত ভরে টাকা পাঠায় তারা, যা তার ভাইয়ের আর ভাবীর জন্য অনেক। রিহান এলে তার মামা খুব খুশি হয় কিন্তু রিশাদ আসে না এখানে। জেবুন্নেসা ভাবছে ভাইকে বলে রিহানের কোন একটা ব্যবস্থা করা দরকার তারপর রাইমাকে না হয় নিজের কাছে এনে রাখবে। বড় হয়ে যাচ্ছে মেয়েটা কিন্তু বিয়ের সময় হলে রিশাদ আর তার বাবাকেই লাগবে বেশি। দোটানায় ভুগছে জেবুন্নেসা ছেলে মেয়ের ভবিষ্যত নিয়ে যেখানে নিজেরই বসতি নড়বড়ে হয়ে গেল সেখানে তাদের জন্য কি করা উচিত বুঝে পায় না৷

ফুপুর ঘরে ঢুকতেই রিশাদকে তার ফুপু প্রশ্ন করে, ‘ মেয়েটা কি শুধু তোমার বন্ধুই?’

‘কোন মেয়েটা!’

‘ভিডিও কলে যাকে পরিচয় করালে।’

‘ওহ, তিশমা! তোমাকে তো বললামই আমার বান্ধবী সে।’

‘এত ফালতু মেয়ে তোমার বান্ধবী হয় কি করে বুঝি না’ বলেই রেহনুমা নিজের বিছানার কম্বলটা ছড়িয়ে দিলো। রিশাদ খাটে উঠে কম্বলের নিচে পা ঢুকিয়ে বসতে বসতে বলল, ‘ ফালতু বলছো কেন ফুপু? ও খুব ভালো মেয়ে।’

‘ভালো না ছাই! একটা সালাম পর্যন্ত দিতে পারে না ঠিকঠাক । আর ওই মেয়ে এত গায়ে পড়া কেন?’ রেহনুমার চোখ,মুখ কু্ঁচকানো দেখে রিশাদ বেশ অবাক হলো। সে নির্জনের আঙ্গুল নিজের আঙ্গুলে পুরে খেলতে খেলতে জিজ্ঞেস করলো,’কি হয়েছে ফুপু? তিশমা সত্যিই ভালো মেয়ে। ‘

‘থাক ভালো হোক কি মন্দ তা আমি আর জানতে চাচ্ছি না। আমি তোমার সুন্দর একটা পরিবার দেখতে চাই,আগেও চাইতাম যা আগে হয় নি। মেহউইশ খুব ভালো মেয়ে আর সে সংসার করবে মন দিয়েই তুমি যদি সৎভাবে সঙ্গ দাও।’

‘এসব বলছো কেন ফুপু ?’

‘কারণ, তোমার ওরকম অন্য মেয়েদের সাথে মেলামেশা তার খারাপ লাগতে পারে৷ বিয়েটা তো তুমি ভদ্রভাবে করোনি তাই না!’ এ পর্যায়ে রেহনুমার কথার ধরণ বদলে গেছে৷ কন্ঠস্বরও ভারী লাগলো রিশাদের, মনে হলো ইনি সত্যিই খান বাড়ীর মেয়ে তা কথা দিয়েই বুঝিয়ে দিচ্ছেন। রক্তের তেজস্বীভাব ফুটে উঠছে তার কথাতেই৷ রিশাদের হাসি পেল খুব ফুপুর রাগ দেখে।

‘ মেয়েটা তোমাকে ভালো না বাসলেও তোমার সংসার করবে। তোমার ছেলেকে তো খুব যত্ন করেই আগলে রাখছে সময়ের সাথে সাথে তোমারও শুভাকাঙ্ক্ষী হয়ে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চাইবে৷ তাই বলি সময় থাকতে নিজের আমানত যত্ন করে নিজের কাছে ধরে রাখা শেখো নইলে মরচে পড়তে সময় লাগবে না।’ রিশাদ সব শুনে এ ব্যাপারে আর কথা বলল না। তার ধারণা হয়ে গেছে ফুপু কি চান। এবার তার বলার যা সে বলল, ‘ ফুপু আমরা কাল থেকে হোটেলে থাকবো, তুমি।’

‘কেন?’

আমরা মাত্র দুই কি তিন মাস থাকবো তারপরই ফিরে আসবো এখানে৷

‘ভালো কথা যাও।আগেও তো ঢাকায় থাকতে আবার এই সিজনে হোটেলে৷ কিন্তু মেহউইশ আর নির্জনকে মাঝেমধ্যে নিয়ে এসো আমার কাছে ভালো লাগবে আমার৷’

‘আমার কথা বুঝতে পারোনি মনে হয়! আমি বলেছি তুমিও যাবে।’

সবার কাপড়চোপড় গুছিয়ে বিছানায় যেতে যেতে রাত প্রায় বারোটা বাজলো শীতের রাত যতোই বড় হোক না কেন ঘুমিয়ে আশ মেটে না প্রায় বেশিরভাগ মানুষেরই৷ মেহউইশ তো এমনিতেই ঘুম কাতুরে। রিশাদ ঘুমানোর প্রস্তুতি নিয়ে আলো নেভাতে গেলে দেখলো মেহউইশ আলাদা কম্বলে। জেবুন্নেসারা চলে যাওয়ার পর আর এ ঘরে মেহউইশের আলাদা কম্বল আর আনার ইচ্ছে ছিলো না। একই কম্বলে বেশ লাগছিলো সবাই একসাথে ঘুমাতে। রিশাদ নিজের কম্বল সরিয়ে একপাশে রেখে দিলো। ঘুমন্ত নির্জনকে মেহউইশের দিকে চাপিয়ে নিজেও একটু আগালো তারপর চুপচাপ মেহউইশের কম্বলে ঢুকে নির্জনসহ মেহউইশকে জাপটে ধরলো। এবার ঠিক আছে! উষ্ণতা এবার তিনজনকেই ছাপিয়ে যাবে। কিন্তু মেহউইশ কি তা হতে দেয়! তার চোখে এখনও ভাসছে তিশমার মুখ। ওই সুন্দরী, অপ্সরা রিশাদের গা ঘেঁষে কি করছিলো। বিড়বিড় করে সে অনুচ্চ স্বরে বলতে শুরু করলো, ‘লুচ্চামার্কা বেডা বাইরে মাইয়া দিয়া পোষায় না? আবার আমার গায়েও হাত দেয়।’ মেহউইশ যা বলেছে প্রতিটি কথায়ই রিশাদের কানে পৌঁছেছে। সে নিজের হাতটা মেহউইশের গা থেকে ধীরে ধীরে সরিয়ে নিলো। আলতো করে নির্জনকে বুকে নিয়ে নিজের কম্বল জড়িয়ে নিলো। মেহউইশের মুখটা মলিন হয়ে গেল, ফুঁপিয়ে কান্না উঠে এলো বুক থেকে। দূর থেকে ভেসে আসছে বাঁশির সুর । সেই সুরে কান্নামাখা আর্তনাদ যেন কত অভিমান নিয়ে হারিয়ে গেছে কারো প্রিয়জন । হুতুমের ডাকে চমকে উঠছে পাতার গায়ে লুকিয়ে থাকা কাঁচপোকারা, রাতের ঘুম তাদের হারিয়ে গেছে । বড্ড শূন্যতা রিশাদকে এই মধ্যরাতে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে,অভিমানের পাল্লা মেহউইশের মনে তার অজান্তেই তাকে ঘিরে ফেলছে।

চলবে।

#মন_গহীনের_গল্প
পর্ব-২৭
#রূবাইবা_মেহউইশ
💞

পাতলা ওড়নার মত একটা কাশ্মীরি শাল গায়ে জড়িয়ে হোটেল থেকে বেরিয়ে গেল তিশমা। খুব ভোরে ঘুম থেকে উঠলেও হোটেলের লনেই বসেছিলো সে। রিশাদ খুব ভালো করেই ম্যানেজারকে বলে দিয়েছে যেন তিশমার অযত্ন না হয়। ম্যানেজারও তার বসের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। তিশমা যখন জেগেছে তখন ম্যানেজার নিজের বাসায় ছিলো। সে হোটেলে এসেছে আটটায় আর তিশমা তখন সুইমিংপুলের পাশে বসে ছিলো সেখানে থাকা দোলনাটিতে। ম্যানেজার সাহেব এসেই প্রথমে চা, কফি অফার করেছে। খরচটা অবশ্য তিশমার নিজেরই বহন করতে হবে। হোটেলের দোতলার একপাশ আগে রেস্তোরাঁ ছিলো পরে তা আরো বড় করতেই রিশাদ খাবারের সবরকম ব্যাবস্থা নিচ তলায় করিয়েছে। অনেকেই সকালের নাস্তা ফুলে ভরা বাগানে বসে করতে পছন্দ করেন তাই বাগানে ছোট ছোট টেবিলও এ্যারেন্জ করিয়েছে। তিশমা জানালো সে একটু পরই নাস্তা করবে এবং তা বাগানে বসে। ম্যানেজার সাহেব তাই করলো। তিশমার জন্য বাহিরেই খাবারের ব্যবস্থা করতে বলে সে চতুর্থ ফ্লোরে গেল। রিশাদ হয়তো দশটার মধ্যেই আসবে তার ঘরগুলোও চেক করতে হবে ঠিকঠাক সব আছে কিনা! কিন্তু তিশমা তাকে জ্বালিয়ে মারলো। একটু পরপর সার্ভিস ভালো না বলে বলে ডেকে নিয়ে যাচ্ছে । আর না চাইতেও হোটেলের ম্যানেজার হিসেবে তাকে তিশমা অতি অপ্রয়োজনীয় ব্যপারেও জবাব দিতে হচ্ছে । একটা সকালই যেন যথেষ্ট ছিলো তিশমার জন্য ম্যানেজারকে নাজেহাল করতে। ম্যানেজার সাহেবও বুঝলেন এই অপরূপ সুন্দরী তরুণীটি তার পেছনে ইচ্ছে করেই লেগেছে তাই পারতপক্ষে সে আর লনে কিংবা দোতলার দিকে পা বাড়াচ্ছে না। তৃতীয় তলায় গিয়ে সে রিসেপশনে ফোন দিলো যে কোন প্রয়োজনে তাকে তৃতীয় তলায় তার জন্য বরাদ্দ কেবিনটিতেই যেন আসে সবাই । বস আসলেই সে কোন একটা ব্যবস্থা করবে এই মডেলকন্যার৷

সকালের নাস্তা শেষ করেই রেহনুমা বাড়ির চারপাশ চেক করলো। প্রয়োজনীয় সকল জিনিসের পাকাপোক্ত সুরক্ষা নিশ্চিত করে আনতুংকে ডেকে বলল এ মাসটা সে যেন এ বাড়িতে একা একা না আসে। দারোয়ান আর উকাচুং এ বাড়িরই বাইরের একটা ঘরে থাকবে। বাড়ির পাহারার জন্য হলেও কাউকে রাখতেই হতো তাই দারোয়ান আর উকাচুংই থাকবে। আর রিশাদ এক এক করে রেহনুমা,নির্জন আর মেহউইশের লাগেজ গাড়িতে উঠিয়ে রেখেছে। এবার শুধু তাদের বের হওয়ার পালা কিন্তু রেহনুমার যেন কাজই শেষ হচ্ছে না। আনতুং মন খারাপ করে রেখেছে খুব। গত প্রায় তিনটি বছরেরও বেশি সময় ধরে রেহনহমা এখানে থাকছে আর তখন থেকেঔ আনতুংয়ের যাতায়াত এই বাড়িতে। বাড়িটি অবশ্য তৈরি করা হয়েছে তারও আগে তখন কেউ থাকতো না। রিশাদ শখেই গড়েছিলো এই বাড়ি বলা যায় তার বিলাসিতার এক অংশ। কিন্তু প্রয়োজনের খাতিরেই একদিন এই পাহাড়ের গায়ে তোলা বাড়িটিতে থাকার জায়গা করতে হয় রেহনুমা আর তার সঙ্গী হিসেবে পাশে এসে দাঁড়ায় এই উপজাতি মেয়েটি আর কিছু প্রতিবেশী। এই বাড়িতে প্রায় বন্দী জীবন কাটাতে চাওয়া রেহনুমা আজ প্রথম কোথাও থাকতে যাচ্ছে। চোখ ছলছল তার যা রিশাদ দেখেও না দেখার ভান করছে। সে চায় না এখন ফুপুর এই অশ্রুসজল চোখ দেখে তাকে এখানে ছেড়ে যেতে। একটু তো বের হোক ফুপুটা তার। বাইরের কত সৌন্দর্যও তো আছে চোখ মেলে দেখার মত। শুধু অতীতের কষ্ট আঁকড়ে ধরে কেন এক জায়গায় পড়ে থাকবেন তিনি! নিজে হোটেলে থাকবে ভাবতেই তার মনে হয়েছিলো এবার ফুপুও যাক সাথে। গতবছরও যখন নীলিমা ছিলো তখনও সে ফুপুকে এসেছিলো নিয়ে যেতে। এও বলেছিলো, ‘থাকতে হবে না তোমার অন্তত ভাতিজার বউকে দেখার উছিলায় আসো। ঘন্টা দুয়েক থেকে দেখো। ভালো না লাগলে আমিই তোমাকে এখানে রেখে যাবো৷’ রেহনুমা রাজী হয়নি আর তাই জেদ করেই রিশাদ তাকে নীলিমার ছবিটাও দেখায় নি। কিন্তু এবার আর রেহনুমা নিজের কথায় বহাল থাকতে পারেনি। সত্যি বলতে গত দিন গুলোতে তার একলা জীবন অনেকটা হৈ হুল্লোড়েই কেটেছে নির্জন আর মেহউইশকে পেয়ে। মায়া জন্মে গেছে খুব তাদের প্রতি। এখন তার একাকীত্বের চেয়ে তাদের কথাবার্তা আর শোরগোলটাই যেন বেশি ভালো লাগে। আর তাই রাতে খাওয়ার পর রিশাদ পুনরায় কক্সবাজার যাওয়ার কথা তুললে বেশিক্ষণ আপত্তি করতে পারে না রেহনুমা।

আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে গাড়ি চলছে সমতলের দিকে। রিশাদ অতি মনযোগে ড্রাইভিং করছে আর পেছন থেকে নির্জন রেহনুমার কোল বারবার লম্ফঝম্প দিয়েই যাচ্ছে। পেছন থেকে বাবাকে সে তার ছোট ছোট হাত দিয়ে ধরারও চেষ্টা করছে যা তার পক্ষে অসম্ভব । মেহউইশ চুপচাপ বসে আছে অপলক বাইরের দিকে তাকিয়ে। ভেতরে ভেতরে চিন্তায় অস্থির সে। চিন্তাটা সকালে ফোনের স্ক্রীণে আজকের ডেট টা দেখেই হয়েছে সে। হিসেবমতে গতকাল তার পিরিয়ড ডেট ছিলো। প্রয়োজনীয় জিনিসটাই সাথে নেই তার। আর না সে মিজের বাড়িতে আছে। এখানে রিশাদের মতের বাইরে এক পাও রাখেনি সে তারওপর দোকানপাটও কিছু চোখে পড়েনি। এ অবস্থায় তার নিজেকে বড্ড অসহায় লাগছে। আজ কক্সবাজার যাচ্ছে সেখানে তো দোকান,ফার্মেসি সবই আছে কিন্তু রিশাদকে কি বলে বের হবে? অনেকগুলো টাকা আছে তার ছোট্ট পার্সটাতে যা দিন কয়েক আগেই রিশাদ দিয়েছিলো। গাড়ি চলতে চলতে হোটেলের রাস্তায় চলে এসেছে তখনই মেহউইশ বুদ্ধি করে রেহনুমাকে বলল, ‘ফুপু আমার একটু ফার্মেসিতে যাওয়ার ছিলো।’ ফিসফিসানো কথার আওয়াজ রিশাদের কানেও গিয়েছে তাই সে আঁড়চোখে ফ্রন্ট মিররে তাকালো। মেহউইশ কিছু বলছে দেখে সে তার দৃষ্টি ড্রাইভিং আর মেহউইশের ঠোঁটে রাখার চেষ্টা করলো। কিন্তু না বোঝা সম্ভব নয় তার কথা। মেহউইশের কথা শেষ হতেই রেহনুমা বলল এদিকে কোন ফার্মেসী থাকলে নিয়ে চল তো।

‘কি হয়েছে ফুপি?’

‘কিছু না।’

‘ঔষধ লাগবে?’

‘তোকে যা বলেছি তা কর না বাবা।মেয়েদের মত এত প্রশ্ন করছিস কেন?’

ফুপুর এ কথার পর রিশাদ আর শব্দ করলো না। চুপচাপ গাড়ি নিয়ে হোটেলের সামনেই থামালো। সেখানেই অনেকগুলো দোকান আর দুটো ফার্মেসিও চোখে পড়লো মেহউইশের। রিশাদ গাড়ি থেকে বের হতে নিলেই রেহনুমা বলল, ‘ তুই কোথায় যাচ্ছিস?’

‘ফার্মেসিতে। কি কিনতে হবে বলো।’

‘তুই চুপ করে এখানেই বোস আর এই নে তোর ছেলেকে। এখন তোরা বাপ, ব্যাটা গল্প কর আমরা আসছি।’ বলেই রেহনুমা নির্জনকে রিশাদের কোলে দিলো। রিশাদ বোকার মত নির্জনকে কোলে নিয়ে গাড়ির সামনেই দাঁড়িয়ে রইলো। মেহউইশ আর রেহনুমা চলে গেল ফার্মেসির দিকে। একটিবার তারা পেছন ফিরে তাকালে দেখতে পেত চব্বিশঘন্টা চোখে মুখে রাজ্যের গম্ভীরতা আর ক্রোধ নিয়ে চলা ছেলেটার মুখ এখ এখন কেমন নির্বোধ আর গোবেচারার মতো হয়েছিলো। রিশাদ সত্যি বোকা বনে গেছে। কে অসুস্থ ফুপি নাকি মেহউইশ! আর অসুস্থ হলেই বা কি রকম অসুখ সে কেন বুঝতে পারেনি তাতেই ভীষণ বোকা লাগছে তার নিজেকে।

ফার্মেসির সামনে এসে মেহউইশ ইতস্তত করতে থাকায় রেহনুমাই কথা বলল। ফার্মেসিতে দুজন লোক একজন মধ্যবয়সী আর অন্যজন ছোকরা টাইপ। রেহনুমা ছোকরাটাকেই ডেকে বলল, স্যানিটারি ন্যাপকিন দিতে। রোগাপটকা চেহারার ছোকরা কাজে খুব চটপটে দেখেই বোঝা গেল। দু মিনিটেই সে প্যাডের প্যাকেট ভালো করে আলাদা আরেক প্যাকেট করে দিলো৷মেহউইশ টাকা দিতে চাইলে রেহনুমা দিয়ে চলে আসতে চাইলে মেহউইশ আবার দাঁড়াতে বলে।

‘আরো কিছু কি লাগবে?’

ইতস্তত করতে করতে মেহউইশ বলল, ‘প্র্যাগনেন্সি কিট,,,’ কথাটা বলার সময় মেহউইশের চোখ ছিলো মাটির দিকে৷ রেহনুমা এবার যেন চমকিত হলো মেহউইশের কথায়। তবে কি তার ধারণা ভুল! সে ভেবেছিলো বিয়েটা তাদের শুধু নামমাত্র। গাড়িতে বসেও মেহউইশ যখন তাকে বলল প্যাড কেনা লাগবে তখনও ভেবেছিলো তাদের সম্পর্ক গভীর নয়। কিন্তু মেহউইশের এখনকার বলা কথায় ধারণা বদলে গেছে। হয়তো হেজিটেশনটা রয়ে গেছে তাদের মধ্যে এ কারণেই হয়তো রিশাদকে বলতে পারেনি কথাটা৷ রেহনুমাই আবার ফার্মেসীর ছেলেটাকে বলল একটা প্রেগন্যান্সি কিট দিতে। তারা নিজেদের কেনা শেষ করে গাড়ির সামনে আসতেই রিশাদ চুপচাপ ড্রাইভিং সিটে বসে গেল নির্জনকে নিয়ে। রেহনুমা তাকে নিতে চাইলে বলল, ‘চলেই এসেছি ফুপি ও আমার কোলেই থাক।’

সকালের নাস্তা সেরেই রাইমা ঢুকলো মায়ের ঘরে। রাশেদ খান আজ বাড়িতেই আছেন। জেবুন্নেসা চলে যাওয়ার পর সে আর বিদেশে যাননি। আপাতত যাবে না বলেই ঠিক করেছে৷ রাইমাকে খালি বাড়িতে রেখে যেতে তাঁর মন সায় দেয় নি। জেবুন্নেসা নেই, রিশাদ নেই বাড়ি ভর্তি কাজের লোকের ভীড়ে মেয়েকে রেখে যেতে এই প্রথম সে ভয় পাচ্ছে৷ এত বছরে জেবুন্নেসাই ছিলো ছেলে মেয়ের সাথে কিন্তু এই প্রথম এমন সে মেয়েকে একা দেখছে৷ রিশাদ আর ফিরবে না সে চায়ও না ফিরুক৷ নীলিমার বাবার সাথে সকল প্রকার ব্যবসার সংযুক্ততা এ মাসেই আলাদা হবে। নিজ স্বার্থে ছেলের বিয়ে দিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলেছেন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু এই ক্ষতির আরো ক্ষতিপূরণও উঠে আসার মত আরও এক সুযোগ পেয়েছিলেন যা রিশাদের দ্বিতীয় বিয়ের কারণে হাতছাড়া হলো। মূলত সেই কারণেই রিশাদের সাথে মনোমালিন্যতা অতঃপর বাবা ছেলের সম্পর্কে ফাটল৷ তিনি এখনও পড়ে আছেন নিজের স্বার্থ নিয়ে। অর্থের মোহে ভুলে গেছেন তার সন্তানরা কেউ সুখে নেই। ভুলে গেছেন এই মোহ ভাঙলে তিনি নিজেকে ধ্বংস হয়ে যেতে দেখবেন।

হোটেলে ঢুকতেই তিশমা হন্তদন্ত হয়ে ছুটে এলো রিশাদের সামনে।

‘আজ এত দেরি করলে কেন? তোমার সাথে নাস্তা করবো বলে অনেকক্ষণ ওয়েট করেছিলাম৷ তারপর ভাবলাম একাই খেয়ে নিই কিন্তু তোমার ম্যানেজারের কারণে আমার খাওয়াটা হলো না৷’ তিশমার কোন খেয়ালই নেই রিশাদের পাশেই দাঁড়ানো দুজন নারীকে। সে অনর্গল ম্যানেজারের নাম নিয়ে এটা সেটা বলছে৷ তা দেখে বিরক্তিতে রেহনুমার কপাল কুঁচকে এসেছে আর অপরদিকে মেহউইশ তার মুখ ‘হা’ করে তিশমার দিকে তাকিয়ে আছে। তিশমার কথা শেষ হতেই রিশাদ কিছু বলতে যাবে তার আগেই আবার তিশমা বলল, ‘ তুমি আজকে ওকেও নিয়ে এসেছো সাথে করে? ওলেলে কেউট বাবাটা আসো তো দেখও আমার কোলে।’ রিশাদের কোল থেকে নির্জনকপ নিতে নিতে যতরকম আহ্লাদী শব্দ তার জানা ছিলো সবটাই সে প্রয়োগ করতে থাকলো৷ এতে করে রেহনুমার বিরক্তি যেন আকাশসম হয়ে গেল৷ তাই সে বলল, ‘ রিশাদ, আমি কি নিজের জন্য কোন রুম পেতে পারি?’

রিশাদ বুঝলো তার ফুপি তিশমাকে বিশেষ পছন্দ করছেন না তাই সে একজন স্টাফকে ডেকে ফুপিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলল। তিশমার তখন হুঁশ এলো রিশাদের ফুপিও এসেছে। সে সালাম দিতে এগিয়ে গেল রিশাদ তার হাত ধরে আটকে দিলো।

‘পরে কথা বলো ফুপির সাথে এখন আপাতত ফুপি রেস্ট নেবে।’

মেহউইশ এখন হা হয়ে দেখছে তিশমাকে। সমুদ্রের শো শো হাওয়ার শব্দ তার কানে যেন ভায়োলিনের সুর মনে হচ্ছে আর সামনে নায়িকা দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে সে যদি ছেলে হতো তবে নিশ্চিত এই মুহূর্তে এই অপ্সরীর প্রেমে পড়ে পা, হাঁটু সব ভেঙে ফেলতো। রিশাদ খেয়াল করলো মেহউইশের এমন করে তাকিয়ে থাকা। বিরক্তিকর মেয়ে তো! মন বলছে, মেয়েটা এমন হ্যাংলা কেন? তাকাতে হয় তো কোন ছেলের দিকে তাকা৷ মেয়ে হয়ে মেয়ের দিকেই কেন এমন করে তাকাবি! ডিসগাজস্টিং।’

নির্জন বেশিক্ষণ থাকলো না তিশমার কোলে। অচেনা মুখ দেখেই হয়তো তার অস্বস্তি হলো। কয়েক মিনিট থেকেই সে কান্না শুরু করে দিলো আর তাই তিশমাও তাকে রিশাদের কোলে ফিরিয়ে দিলো। মেহউইশকে দেখে তার দিকে হাত বাড়িয়ে হ্যালো বলতেই মেহউইশ খপ করে তিশমার হাত ধরলো৷ কি তুলতুলে হাত তিশমার আহা! এত নরম কেন মেয়েটার হাত।

রিশাদ ভ্রু কুঁচকে বলল, ‘ তুমি এমন ছ্যাচড়ামো করছো কেন ওকে দেখে?’

‘জ্বী!’

‘বাংলা বুঝো না? বললাম নিচে এমন তিশমাকে দেখে হা করেছিলে কেন?’ পায়ের জুতো মুজা খুলতে খুলতে প্রশ্ন করলো রিশাদ।

‘উনি কি লিপস্টিক এর বিজ্ঞাপন করে সেই মডেলটা না?’ কৌতূহলী হয়েই বলল মেহউইশ। সে এই প্রথম কোন টিভির কোন অভিনেতাকে সামনে থেকে দেখলো। ঢাকা শহরে থেকেও আজ অব্দি কোন নায়ক,নায়িকা, মডেল,শিল্পী কাউকেই দেখেনি। তিশমাকে ফোনে সেদিন রিশাদের পাশে দেখে সে সন্দেহ করে ওভাবে তাকায়নি বরং তাকিয়েছিলো কন্ঠ শুনে। বিজ্ঞাপনে একটা জায়গায় তিশমার কন্ঠ শুনে তার চেনা মনে হয়েছিলো এবং দেখার পর সে বিষ্ময়ে হতবাক হয়ে তাকিয়েছিলো। যা দেখে,তিশমা,রিশাদ আর রেহনুমা তিনজনই ধরে নিয়েছে সে রিশাদকে সন্দেহ করছে।

চলবে

#মন_গহীনের_গল্প
পর্ব-২৮
#রূবাইবা_মেহউইশ
💞
সন্ধ্যা থেকেই পেটের ব্যথায় ছটফট করছে মেহউইশ । কখনো বিছানায়, কখনো বেলকোনিতে যাচ্ছে পায়চারী করছে। স্থির হয়ে বসলেই যেন ব্যথা বাড়ছে। রিশাদ দুপুরে খাওয়ার পর আর রুমে আসেনি। নির্জনকে নিয়েই বেরিয়েছিলো প্রথমে পরে কোন কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার প্রয়োজন হওয়ায় স্টাফকে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। রেহনুমা মাগরিবের নামাজের পর বসে তসবীহ জপছিলেন। এখানে এসে করার মত কোন কাজই খুঁজে পাননি তিনি আজকে। রুম দুটো আগেই হোটেল স্টাফ দ্বারা পরিষ্কার করিয়ে সাজানো ছিলো। তারা এসে শুধু যার যার আলমারি গুছিয়ে নেওয়ার ছিলো। রেহনুমা তার নিজেরটা বিকেলেই গুছিয়েছে আর মেহউইশ নিজেরটা গোছানোর অবস্থায় নেই। নির্জন আজকাল হাত,পা খুব নাড়ায়, অনেকরকম কথাবার্তা বলে যদিও তার কোন শব্দই স্পষ্ট নয়। আজও মেহউইশ যখন বিছানায় ছটফট করেছে বাচ্চাটা তখন তারই পাশে শুয়ে ছোট ছোট হাতে তার গাল ছুঁয়ে দিচ্ছিলো, চিবুক ধরছিলো। কোমল সেই ছোঁয়া যেন অলৌকিক ভাবেই মেহউইশের ব্যথা উপশম করছিলো অথবা তার মস্তিষ্ক কিছু সময়ের জন্য ব্যথা ভুলে সেই স্পর্শ অনুভব৷ করছিলো। সেও একটু ঝুঁকে নির্জনের চোখে,মুখে আদুরে চুমুতে ভরিয়ে দিচ্ছিলো। কি এক যাদু আশ্চর্যজনকভাবেই তার মনে মায়ার সৃষ্টি করে দিয়েছে এই বাচ্চাটার প্রতি। রিশাদের প্রতি ভালোলাগা বিন্দু পরিমাণও জন্মায়নি। তবুও রাত বিরাতে দেহের ভেতর তার অবাধ স্পর্শ যেমন কাঁপিয়ে দেয় তার তরুণী দেহটাকে ঠিক তেমনি দিনের আলোয় ঘৃণার সমুদ্র এক ঝটকায় রিশাদকে তার নজরে পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্য ব্যক্তিও বানিয়ে দেয়। এই ঘৃণা আর নিষিদ্ধ সেই শিহরণে জীবনটা কেমন কাটবে দুজনের তা জানা নেই মেহউইশের আদৌও সারাটা জীবন একসাথে কাটবে কিনা তাও জানে না। শুধু এইটুকু জানা, এই ছোট্ট নির্জনটার মায়ায় সে ফেঁসে যাবে খুব বাজেভাবে। ‘মমতা’ বড্ড কঠিন এক বাঁধন যার বন্ধনে আটকা পড়লে ছেড়ে যাওয়া মুশকিল। মেহউইশ ধীরে ধীরে সেই বাঁধনেই বাঁধা পড়ছে তা সে নিজেও বুঝতে পারছে না।

সারাটাদিন কাটলো বাড়ির প্রতিটি ঘরের কোণায় কোণায় তল্লাশি চালিয়ে তবুও রাইমার হাতে লাগলো না কিছুই। কিছুই কি নেই এমন যা দিয়ে কিছু মানুষের জীবনের গোপন রহস্যগুলো জানা যাবে! বাবা আর মায়ের মধ্যকার সম্পর্ক কি করলে ঠিক করা যাবে তা সেই রহস্যের জাল খুললেই জানা যাবে। মনে মনে একবার রিশাদের কাছে হেল্প চাইবে বলে সিদ্ধান্ত নিলেও পরে তা বাতিল করা হলো৷ দাদাভাই নিশ্চিত জানে সব আর লুকানোর মত বলেই দাদাভাইও খুব সুক্ষ্মভাবে কিছু জিনিস সবসময়ই লুকিয়ে যায়। যেমনটা লুকিয়েছে তাদের একমাত্র ফুপির কথা৷ফুপি আছে সেও জীবিত অথচ রিহান আর সে জানেই না কথাটা কিন্তু দাদাভাই ফুপির বাড়িতে গিয়ে থাকছে! মা ফুপিকে সহ্য করতে পারে না আবার আব্বু বলেছে ফুপির স্বামীর মৃত্যুর জন্য মা দ্বায়ী! অন্যমনস্ক হয়ে রাইমা নিচ তলায় তার দাদার ঘর থেকে বেরিয়ে আসছিলো। বেখেয়ালে তার ধাক্কা লাগে বাড়ির সবচেয়ে পুরাতন আর বয়স্ক কাজের লোক মালা কাকীর সাথে। নিঃশব্দে হাঁটাচলা করা এই মহিলাটির বয়স প্রায় সত্তরের কাছাকাছি । কাজের দিকেও খুব পটু কিন্তু জেবুন্নেসার খিটখিটে মেজাজের কারণে মহিলাটি সবসময় থাকেন না এখানে আবার অভাবের তাড়নায় কাজও ছাড়েননি। রিশাদের বাবাকে বলেই তিনি রয়ে গেছেন এখানে। রিশাদের বাবা যখন খুব ছোট তখন থেকেই এই মহিলা এই বাড়িতে। কাজ বলতেও তেমন কিছু করা লাগে না তার তবে শক্তিবল এখনো ভালো থাকায় বাড়ির মাছ কাটার কাজটা তিনি অনায়েসেই করেন। কাজেও খুব পরিচ্ছন্ন হওয়ায় জেবুন্নেসাও তাকে তাড়ানোর পায়তারা করেনি কখনও।

‘এরুম করে হাঁটতেছো ক্যা।অহনই তো চোট লাগতো নাহে,মুহে (নাকে,মুখে)’

‘স্যরি কাকী খেয়াল করিনি।’

‘এ্যাই মাইয়া আবার কাকী কইতাছো! কইছি না কয়দিন দাদী কইয়া ডাকবা তোমার বাপ আমারে কাকী কয়।’

‘আচ্ছা স্যরি, আমার মনে থাকে না৷’ রাইমা চলে যাচ্ছিলো দোতলার দিকে আর বৃদ্ধা কাজ শেষ বলে নিজের বাড়ির যাবেন বলেই বেরুচ্ছিলেন। রাইমা হঠাৎ মাঝ সিঁড়িতে থেমে গিয়ে পেছন ফিরলো৷ মহিলাটি সদর দরজা ছেড়ে বেরিয়ে গেছে। তার কি মনে হলো সে জানে না। হুট করেই সে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরের দিকে দৌঁড় লাগালো।

‘মালা কাকী দাঁড়ান, একটু শুনুন আমার কথা।’ রাইমার ডাকে গেইটের কাছাকাছি যাওয়া বৃদ্ধা থেমে গেলেন৷ পেছন ফিরে রাইমার দিকে বিরক্তিমাখা দৃষ্টিতে তাকালেন।

‘কত দিন বুঝাইছি আমি তোমার কাকী না তোমার বাপের কাকী।’

‘স্যরি স্যরি, আমার মনে থাকে না বাড়িতে তো সবাই আপনাকে কাকীই বলে।’

‘সবাই কয় কারণ হেরাও তোমার বাপ, মার বয়েসি তুমি তো আর তেমন না।’

‘আচ্ছা আর ভুল হবে না। আপনি কি এখন বাড়ি যাচ্ছেন?’ রাইমা বিনয়ের সুরে জানতে চাইলো। বৃদ্ধা মাথার আঁচল আরেকটু টেনে কপালে তুললেন, ‘ তয় আর কি করমু৷ আজকা এমনই অনেক দেরি অইছে কামে৷ দুইফরে( দুপুরে) যাওনের কথা আইজকা মাগরিবের সমায় অইয়া গেছে। বাগানের কামও আমারে দিয়া করাইছে তোমগো হেই মেনেজারে।’ বৃদ্ধার কথা শুনে খারাপ লাগলো রাইমার। সেও জানে এই বৃদ্ধাকে তার বাবা কাজের নামে রাখলেও আসলে তাকে এমনিতেই রাখা হয়েছে। মায়া পড়ে গেছে অনেকটা বছরে আর বৃদ্ধা কাজ ছাড়া পয়সা নিবেন না তাই কাটাকুটির বাহানায় রাখা হয়েছে। সন্তান সন্ততিহীন এই বৃদ্ধার স্বামী আর একটি ঘর ছাড়া নিজের বলতে কিছুই নেই তার স্বামী মানুষটাও অচল অনেকবছর ধরে। রাইমা বৃদ্ধাকে বলতে চেয়েও বলল না। আজ যাক কাল না হয় সুযোগ বুঝে কথা বলা যাবে।

-আচ্ছা, আপনি আজ যান।

বৃদ্ধার আর অপেক্ষা না করে চলে গেছেন নিজের গন্তব্যে। রাইমাও বাড়ির ভেতর পা ফেলতেই দেখলো তার বাবা রাশেদ খান। পঞ্চান্ন পেরিয়ে ছাপান্ন ছুঁই ছুঁই বয়সেও অনেক শক্ত সামর্থ্য মানুষ রাশেদ খান৷ গায়ের রং ফর্সা হলেও তা এখন আর বোঝা যায় না তেমন।

-বাইরে কি করছিলে মা! রাশেদ মেয়েকে প্রশ্ন করলেন।

-কিছু না আব্বু। একটু হাঁটাহাঁটি করছিলাম।

-‘সন্ধ্যের পর বাইরে না যাওয়াই ভালো মা। ভেতরে এসো’ বলেই রাশেদ খান নিজের ঘরের দিকে পা বাড়ালেন। রাইমাও আর দেরি না করে চলে গেল নিজের ঘরে।রাশেদ খান আজ আর বাড়ির বাইরে যাবেন না তাই কাজের লোককে ডেকে চা চাইলেন এক কাপ।

কূটবুদ্ধিসম্পন্ন একজন চতুর মানুষ এই লোকটা জীবনের প্রথম দিকে যথেষ্ট সৎ ছিলেন। টাকার পাহাড় গড়ার নেশায় পড়ে সততা বিসর্জন দিয়েছেন অনেক বছর হলো। রাগ আর ক্রোধ হয়তো উত্তরাধিকার সূত্রেই পেয়েছিলেন তিনি আর তা ভুল কাজেই বেশি লাগাচ্ছেন আজকাল। আর এই উত্তরাধিকার সূত্রে রাগটা রিশাদ এবং রিহান দুজনেই পেয়েছে। তবে আরও একটা জিনিস তারা পেয়েছে রক্তসূত্রেই তা হলো, নিজের মেয়ে কিংবা বোনের জন্য অন্যকে কষ্ট দেওয়া৷ যা কোন একসময় করেছিলো রাশেদ খান এবং বর্তমানে করছে রিশাদ।

চট্টগ্রাম থেকে কাজ শেষ করে কক্সবাজার পৌঁছুতে বেশ রাত হয়েছে রিশাদের। ততক্ষণে মেহউইশ নির্জনকে নিয়ে ঘুমিয়েও পড়েছিলো। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় রেহনুমা নিজে হোটেল থেকে বেরিয়ে মেডিসিন এনেছে মেহউইশের জন্য আর তা দেখে ম্যানেজার বারবার করে বলে গেছে যেন প্রয়োজন পড়লেই তাকে ডাকে। রিশাদ হোটেলে পৌঁছেই বলেছিলো আজ থেকে তাদের সংসার এই হোটেলের দু’কামরা আর বিশাল আকৃতির কাঁচঘেরা বেলকোনিতেই। শুধু সিজনাল কাজের কারণেই এখানে থাকা তার। সত্যি বলতে পিঠ পিছে তার বাবা অনেক লোক লাগিয়ে রেখেছেন তার এই হোটেলের ক্ষতি করতে হয়তো এই ক্ষতির পরই সে বাবার কাছে ফিরে যাবে। বাবার ধারণাকে ভুল প্রমাণ করতেই সে এখানে সজাগ দৃষ্টি রাখতে চব্বিশঘন্টা এখন হোটেলেই কাটাবে। হয়তো এটা সমস্যার সমাধান নয় তবুও সে তার পরিশ্রম নষ্ট করতে দেবে না এমনটাই চেষ্টা । আজ চট্টগ্রাম যাওয়ার পেছনে প্রথম কারণ ছিলো লোনের জন্য ব্যাংকে যাওয়া, দ্বিতীয় কারণ তার উকিল আজ ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলো কোন কাজে। তাই ফাঁক বুঝে সে উকিলের সাথেও দেখা করে এসেছে। একটা কিছু সে করতে যাচ্ছে খুব গোপনে হয়তো এটা করার পরই জেবুন্নেসা কিংবা রাশেদ খান দুজনেই তার ওপর চড়াও হবে কিন্তু কিছুই করার নেই। সে ঠিক ততটুকুই করবে যতটুকু তার সাধ্যে আছে৷

হোটেলে ফিরে নিজের রুমে নক করলে সে ভেতর থেকে কোন সাড়া পেলো না। হাতের ঘড়িটাতে তাকিয়ে দেখলো রাত এগারোটা পেরিয়ে গেছে। এতোটা লেট হবে ফিরতে ফিরতে তা বুঝতে পারেনি সে। পকেট থেকে ওয়ালেট বের করে চেক করলে। নাহ, এই রুমের চাবি তার কাছে নেই। আগে সে যে ঘরে থাকতো সে ঘরের চাবিটা পকেটে আছে। মনে পড়লো এ ঘরের দু’টো চাবি আর দুটোই সে মেহউইশের সামনে রেখেছিলো সকালে যাওয়ার আগে। ভুলে গেছে ওয়ালেটে ঢুকিয়ে নিতে। উপায়ন্তর না পেয়ে মেহউইশের নাম্বারে কল দিলে সে প্রথম দু বারে উঠলো না। তৃতীয়বার কল করতেই মেহউইশ কল রিসিভ না করে সোজা এসে দরজা খুলে দিলো। ভেতরে সে ঘরের বাতিটাও জ্বালায়নি। অবাকের চেয়ে রাগটাই যেন বেশি হলো রিশাদ। মেহউইশ আবার গিয়ে বিছানায় শুতেই বাহু ধরে হ্যাচকা টানে রিশাদ তাকে বিছানা থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলো। আকস্মিক আক্রমণে ঘুমের ঘোর কেটে ভয়ার্ত চোখে তাকালো মেহউইশ। থরথর করে কাঁপছে তার শরীর হয়তো আধঘুমে এমন ঝটকা খেয়েই তার এমন হাল। রিশাদ চোখ,মুখ শক্ত করে জানতে চাইলো, ‘ফোন রিসিভ না করে কেন সে দরজা খুলল!’

মেহউইশ মুখ খুলবে কি খুলবে না করেই বলল, ‘ আপনি দরজা ধাক্কাচ্ছিলেন তাই।’

‘আমি ধাক্কিয়েছি কে বলল? আমি কি একবারও নাম ধরে ডেকেছি?’

‘ডাকা লাগবে কেন? কল দিচ্ছেন আপনি আবার দরজায় ধাক্কা। আপনি ছাড়া আর কে এ দরজায় ধাক্কা দেবে এমন করে? বাকিরা তো আপনার মত জংলী নয় তারা অবশ্যই আগে সুন্দর করে ডেকে তবেই ধাক্কা দেবে’ বলেই মেহউইশ নিজের বাহু রিশাদের হাত ছাড়িয়ে নিলো। রিশাদ আবারও মেহউইশের হাত ধরতে গেলে মেহউইশ ধমকে উঠলো, ‘ খবরদার, একদম ধরবেন না। কি পেয়েছেন কি আপনি! টাকা আছে বলেই যা খুশি করবেন? যখন যা মর্জি তাই বলবেন! নিজের কেনা গোলাম মনে হয় সবাইকে? বিয়ে করেছেন জোর করে, মা আর ভাইয়ের দ্বায়িত্ব আমি দেইনি আপনার কাঁধে আপনি নিজের করা অন্যায়ের মাশুল হিসেবেই তাদের জন্য করছেন সবটা। আপনি আমায় বিয়ে না করলেও তারা জলে ভাসতো না আল্লাহ্ আমায় তৌফিক দিয়েছেন তাদের খরচ বহন করার। আমি চুপ করে থাকি বলে গায়ে লাগে না আপনার করা অন্যায়গুলো তাই না?’ এক নাগাড়ে এইটুকু বলেই হাঁপাতে লাগলো মেহউইশ । তার শরীরে শক্তি বলতে কিছুই যেন নেই। সারাদিনের ব্যথায় আর না খাওয়া শরীরটা বড্ড দূর্বল থাকায় এখন ঘুম ভাঙতেই তার কষ্ট হচ্ছিলো খুব। তারওপর রিশাদের আচরণ তাকে ক্ষেপিয়ে তুলেছে বলেই এখন দিক দিশা ভুলে ধমকে উঠেছে। পরে কি হবে তা পরে দেখা যাবে আপাতত মেজাজ যা তিরিক্ষি হয়ে আছে এতে সে রিশাদের অগ্নিমূর্তি চেহারাকেও ভয় পাচ্ছে না আর। রিশাদেরও কি হলো কে জানে সেও আর কথা বাড়ায় না। চুপচাপ মেহউইশের সামনে থেকে সরে গেল। ভেবেছিলো হোটেলে ফিরেই রাতের খাবার খাবে তা আর হলো না। চুপচাপ বেলকোনিতে গিয়ে সেখানে রাখা একটি কাউচে বসে পড়লো। গা থেকে কোট টা খুলে পাশেই ফেলে রাখলো৷ বাইরে চাঁদটা আবছা ঢাকা মেঘের আড়ালে। কোন তারা চোখে পড়ছে না। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের শো শো শব্দ কানে প্রচণ্ড লাগছে তার। সারাদিনের ক্লান্তি এই মুহূর্তে দুটো কাঁধেই যেন এসে ভর করলো তার। সমস্ত সত্তা জুড়ে যে ক্রোধ তার অবিরত বইতে থাকে সে সত্তা এই মুহূর্তে নির্লিপ্ত। বড্ড অসহায় সে এই দুনিয়ায় আর নিজের অসহায়ত্ব লুকাতেই হয়তো দূর্বলের প্রতি কঠোরতা প্রয়োগ করে। কিছু মানুষ বাস্তব জীবনে এমনই হয় নিজের অসহায়ত্বকে ঢাকতে অন্যের দূর্বলতাতে আঘাত করে।

খুব ভোরে ঘুম ভেঙেছে মেহউইশের । নির্জন আজ এখনও উঠেনি দেখে মেহউইশ অবাক হলো। বাচ্চাটা কি দিনকে দিন অলস হয়ে যাচ্ছে! মা বলে অলস ব্যক্তিরাই নাকি দেরি করে ঘুম থেকে উঠে এসব ভেবেই হাসি পাচ্ছিলো তার অমনি মনে পড়লো কাল রাতের ঘটনা। রিশাদকে সে ধমকেছে! প্রথমেই চোখ পড়লো দরজায়। ভেতর থেকে লাগানো দরজা তারমানে সে ঘরের ভেতরেই আছে। বিছানায় নেই, বাথরুমের দরজা ধাক্কা দিয়ে দেখলো সেখানেও নেই।

কোথায় গেল জংলীটা? বেলকোনির পর্দা সরানো বলে কাঁচ গলে সূর্যের আলো ফ্লোর ছুয়ে মেহউইশের পায়ে পড়ছে। সেই আলোর রশ্মি ধরে বাইরে তাকাতেই কাউচে থাকা ঘুমন্ত রিশাদকে দেখতে পেল সে। জেগে থাকা ব্যক্তিটা যতোটা দানব ঠিক ততোটাই শান্ত,কোমল আর মায়াবী সে ঘুমন্ত অবস্থায়।

চলবে