মুখোশের_আড়ালে পর্ব-১০

0
2947

#মুখোশের_আড়ালে
#Writerঃতাসনিম_রাইসা(আরিয়ানা)
#Partঃ10

হসপিটালে পৌঁছে রাই ওর মা বাবাকে খাইয়ে দিয়ে নীরবের কেবিনে যায়,নীরবের অবস্থা তেমন ভালো না।।ডাক্তার বলেছে নীরবের মাথায় কোনো ভারি বস্তু দিয়ে জোরে আঘাত করা হয়েছে।।যার জন্য প্রচুর রক্ত ঝরেছে।।২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তারা কিছুই বলতে পারবে না।।এদিকে রাজ কিছুটা ঠিক আছে,ওর তেমন কোন ক্ষতি হয় নি…মাথায় হাল্কা চোট আর হাত পায়ে চোট পেয়েছে…

নিজের ভাইয়ের এই অবস্থা দেখে রাই আর নিজেকে সামলাতে পারলো না,সেখানে বসেই কাঁদতে লাগলো।।রাইয়ের মা বাবার অবস্থাও তেমন ঠিক না।।রাই হসপিটাল থেকে মা বাবাকে বলে বেড়িয়ে পরলো।।তাকে এখন বসে থাকলে চলবে না,কিছু একটা করতে হবে।।

রাই রাস্তা দিয়ে হাঁটছে আর আনমনে সবটা ভাবছে,ও সব কিছু ঝাপসা দেখছে,রাই মাথা ঘুরে রাস্তায় পরে যায়।।এর পর ওর আর কিছুই মনে নেই।।রাই চোখজোড়া খুলতেই নিজেকে বিছানায় আবিষ্কার করলো।।ওর মাথাটা খুব যন্ত্রণা করছে…কারো কণ্ঠস্বর শুনে রাই চোখজোড়া ভালো মতো খুললো,চোখ খুলতেই ওর বয়সী একটা মেয়েকে দেখতে পেলো.।

মেয়েটিঃতোমার ঘুম ভেঙ্গে গেছে…এখন কেমন ফিল করছো??
.
রাইঃভালো তবে মাথাটা একটু ধরেছে
.
মেয়েটিঃতুমি বসো আমি ওষুধ আনছি

রাই ভাবছে ওতো রাস্তায় হাঁটছিল,এখানে আসলো কি করে??আর এই মেয়েটাই বা কে??কিছুক্ষণ পর মেয়েটা ওষুধ আর পানি নিয়ে রাইয়ের কাছে আসে,

মেয়েটিঃএই নাও পানি আর ওষুধ,খেয়ে নাও

রাই ওষুধ খেয়ে মেয়েটির দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো..

রাইঃআপনি কে??আর আমি এখানে কি করে আসলাম??
.
মেয়েটিঃআমি রিমি।।তুমি রাস্তায় মাথা ঘুরে পরে গিয়েছিলে তাই তোমায় আমি আমার বাসায় এনেছি
.
রাইঃওহ আচ্ছা আমি এখন পুরোপুরি সুস্থ আছি।।আমার ফোনটা দিন আমায় বাসায় যেতে হবে।।না হয় সবাই চিন্তা করবে
.
রিমিঃআচ্ছা তোমায় থাকার জন্য জোর করবো না তবে তোমার ফোন নাম্বারটা আমায় দাও,,তুমি বাসায় পৌঁছেছো কি না তা জেনে নেবো..

রাই আর কিছু না ভেবে ওর ফোন নাম্বার দিয়ে রিমিকে বিদায় বলে চলে আসলো।।ওর ফোন চার্জ নেই বাসায় গিয়ে ফোন চার্জে দিয়ে রুমে ক্রমাগত পায়চারি করছে।।ওর মাথা কিছুতেই কাজ করছে না কি করবে ও।।ফোন চালু হতেই ওর ফোনটা হঠাৎ বেজে উঠে..ফোনের দিকে তাকাতেই দেখে unknown একটা নাম্বার থেকে কল আসছে।।ফোন রিসিভ করতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো।।

রাইঃহ্যালো কে বলছেন??
.
রিমিঃআমি রিমি…তুমি বাসায় পৌঁছে গেছো
.
রাইঃজি কিছুক্ষণ আগেই ফিরেছি
.
রিমিঃওকে নিজের দিকে খেয়াল রেখো
.
রাইঃওকে বায়

ফোনটা রেখেই রাই ওয়াশরুমের দিকে পা বাড়ালো,ওয়াশরুমে যেতেই গল গল করে বমি করে দিলো।।ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেড়িয়ে কোনরকম নাস্তা বানিয়ে খেলো।।রাইয়ের ফোনটা আবার বেজে উঠলো,ফোনের স্ক্রিনে আরিয়ানের নামটা ভেসে উঠলো,রাই রিসিভ করে কানে ধরলো…

আরিয়ানঃহ্যালো রাই
.
রাইঃহুম বলো..
.
আরিয়ানঃকোথায় ছিলে তুমি আর তোমার ফোন অফ ছিল কেনো??
.
রাইঃফোন চার্জ ছিলো না
.
আরিয়ানঃওহ আচ্ছা শোনো আমি আসছি।।আম্মু আব্বুও আমার সাথে আসছে
.
রাইঃওকে ভাইয়া

রাই বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়।।ওর মাথাটা অসম্ভব যন্ত্রনা করছে,মিমির মা বাবার খবর নিয়ে ও ঘুমিয়ে পরে।।বিকেলের দিকে রাইয়ের ঘুম ভাঙ্গে,ফোনের দিকে তাকিয়ে দেখে ৪ টা বেজে গেছে।।ওকে তো হসপিটাল যেতে হবে,হসপিটাল থেকে সোজা থানায় যেতে হবে মিমির কেশটা নিয়ে কথা বলতে হবে।।ফ্রেশ হতে হতেই আরিয়ান আর ওর আব্বু আম্মু চলে আসে…ওনারা ফ্রেশ হয়ে রাইয়ের সাথে হসপিটালে যায়……

চলবে…….

(মন দিল ভালো না,কি লিখেছি নিজেও জানি না,