শহরজুড়ে বিষন্নতা পর্ব-০৪

0
166

#শহরজুড়ে_বিষন্নতা
সাদিয়া মেহরুজ

৪.

সকালবেলা অনিক উপস্থিত হয় মেহতিশার ফুপির বাড়িতে। সে বেশ কয়েকদিন যাবৎ মেহতিশাকে খুঁজে পাচ্ছেনা। তবে একটা চিঠি পেয়েছে যা মেহতিশারই লিখা। চিঠিটা পড়ার পর হতে রাগের প্রকোপে বি শ্রী গা লা – গা ল করেছে মেহতিশাকে। যেই মেয়েকে সে এতোটা ক ষ্ট করে হাসিল করলো, সেই কিনা তাকে বোকা বানিয়ে পালিয়ে গেল! অনিক এই পর্যন্ত যতো মেয়ে বি ক্রি করেছে তার থেকে সবচেয়ে বেশি দাম উঠেছিল মেহতিশার। মেয়েটা শ্যামলা হলেও সৌন্দর্যের অধিকারীনি ছিল। কি নিখুঁত সেই সৌন্দর্য! দেখলে আর চোখ সরাতে ইচ্ছে করেনা। মেহতিশাকে অস্ট্রেলিয়ার বিত্তশালী এক লোক কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। দাম হাঁকিয়েছিল ত্রিশ লাখ। অনিক বর্তমানে মেহতিশার ফুপির বাসায় এসেছে মেহতিশার খোঁজে। তবে যখন জানতে পারলো মেহতিশা এখানে আসেনি তখন থেকে সে ভাঙচুর করা শুরু করলো। অনিকের অবস্থা দেখে মেহতিশার ফুপি ফিরোজা কর্কশ গলায় বললেন,

-‘ এই ছ্যামড়া থাম, ফাইজলামি পাইছস? তোরে আমি মেহতিশারে তুইলা দিছি এখন মেহতিশারে দেইখা রাখার দায়িত্ব তোর। তুই কোন সাহসে এখানে আইসা ভাঙচুর করতাছস? ‘

অনিক ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। ফিরোজার কঠিন গলা শুকিয়ে এলো সে চাহনি দর্শন করে। পায়ের কাছে পড়ে থাকা চেয়ারে লা ত্থি মে রে অনিক দ্রুত পায়ে এগিয়ে এসে বলল,

– ‘ এই বুড়ি চুপ! সব তোর দোষ। তুই আমাকে আগে বলবি না তোর ভাতিজি কেমন? ওর ভিতর এতো সাহস দিলো কে? মেহতিশাকে খুঁজে এনে না দিলে তোকে আর তোর মেয়েকে জ্যান্ত পু তেঁ দেব! ‘

– ‘ দেখি কি করস। সাহস তো কম না তোর। বেশি প্যাকপ্যাক করলে তোর কু কী র্তি সব পুলিশের কাছে গিয়ে বইলা দিমু। মনে রাখিস। এখন আমার বাড়ি থেকে বাইর হ। ‘

– ‘ হু ম কি দেস আমাকে বুড়ি? তুই মনেহয় খুব ভালো মানুষ। নিজের ভাতিজিকে আমার কাছে বিক্রি করছস দুই লাখ টাকার বিনিময়ে। এখন কিন্তু আমি তোকে ফাঁ সা য় দিতে পারি। পারি না? ‘

-‘ যা করার কর গা। এখনি আমার বাড়ি থেকে বাইর হ নাইলে বাড়িওয়ালারে ডাইকা মাইর খাওয়ামু। ‘

অনিক ফুঁসতে ফুঁসতে বেড়িয়ে এলো। ফিরোজার ভরসা নেই। ইনি এই মূর্হতে তাকে জে লে পাঠাতে পারেন। পরবর্তীতে কোনো এক সময় ফিরোজাকে উচিত শিক্ষা দেবে মনস্থির করে সে চলল নিজের গন্তব্যে।

দরজার আড়ালে এতক্ষণ লুকিয়ে ছিল ফিরোজার একমাত্র মেয়ে ইলা। অল্পবয়সী মেয়ে। তবুও মাত্র ঘটে যাওয়া ঘটনা এবং কথা শুনে তার ঘৃ ণা য় বুক কেঁপে উঠল! তার বিশ্বাস করতে ক ষ্ট হচ্ছে ইনি কি আসলেই তার জন্মদাত্রী মা? তার অতি পছন্দের ব্যাক্তিটা? ইলা বিষ্ময় নিয়ে ঘরে ঢুকল। ফিরোজা মেয়েকে অসময়ে ফিরতে দেখে কপাল কুঁচকালেন! সন্দিহান গলায় প্রশ্ন করলেন,

-‘ তুই আজকে এতো তাড়াতাড়ি আইছস ক্যান স্কুল থ্যাকা? ‘

ইলা মরা গলায় শুধাল,

-‘ তুমি মেহতিশা আপুকে বি ক্রি করে দিলা মা? কি দো ষ করছিলো আপু? মাত্র দুই লাখ টাকার জন্য তুমি এইভাবে আপার জীবনটাকে ধ্বংস করে দিলা মা। কেমনে পারলা? আজ যদি মেহতিশা আপার জায়গায় আমি থাকতাম তুমি কি এই কাজ করতে পারতা? ‘

ফিরোজা মেয়েকে ধমকালেন,

-‘ উল্টাপাল্টা কথা বলিস না। তুই আমার পেটে ধরা মাইয়া। তোরে ক্যান বি ক্রি করতে যামু আমি? ‘

-‘ মেহতিশা আপুও তো একজনের পেটে ধরা সন্তান মা। একজনের বোন সে। নিজে পেটে ধরোনি বলে এমন নি/ষ্ঠু/র/তা? আল্লাহ সইবে না মা! আল্লাহ সইবে না এই অ/ন্যা/য়। ‘

-‘ চুপ কর ইলা। বেশি জ্ঞান দিবি না আমারে। যা করছি তোর ভালোর জন্য। বাপ নাই তোর ভাবছস কি হইবো আমগো? ‘

ইলা আ হ ত দৃষ্টিতে তাকাল। তার রুচি উঠে গেছে ফিরোজার সাথে কথা বলার। মেহতিশার মুখোশ্রী অক্ষিপটে ভেসে উঠতেই সে ক্রন্দন চেপে ছুটলো নিজের ঘরে। পৃথিবীর মানুষ কতো নি ষ্ঠু র বিধাতা!

_

দূ র্ব ল, ক্লা ন্ত পায়ে হাঁটছে মেহতিশা। সায়াহ্ন নেমেছে বাতাবরণে। সাথে ঝেকে বসেছে শীতের প্রকোপ। কি ভীষণ শীতটাই না লাগছে! দাঁতে দাঁত লেগে আসার উপক্রম। হাত – পা মৃদু কম্পমান। কয়েক প্রহর পূর্বে নামা ঝুম বৃষ্টি এখন শা য়ি ত সড়কের আনাচে কানাচে। পাতা বিহীন গাছ গুলো বৃষ্টির পানিতে সতেজতা ফিরে পেয়ে কেমন দাম্ভিকতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বঙ্গোপ-সাগরে নিম্নচাপের কারণে এই অসময়ের বৃষ্টি। অম্বর নিকষ আলো। যেনো জগতের সকল আঁধার টেনে নিয়েছে নিজের মাঝে।শব্দহীন পথটায় মাঝে মাঝে পাখিরা তারস্বরে ডেকে জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। মেহতিশা যেতে যেতে খেয়াল করল, কত মানুষ কাঁপছে শীতে। জুবুথুবু হয়ে বসে আছে সিক্ত ফুটপাতে। তাদের চেহারা দেখে ভীষণ মায়া হলো তার, ক ষ্ট হলো! মেহতিশার নিজের শরীরেই তো পাতলা ওড়না। হাত শূন্য! সে চাইলেও তো আর পারবে না তাদের সাহায্য করতে। স্থানটা ছেড়ে আসার পূর্বে মানুষ গুলোকে চেয়ে দেখল একবার। তাদের মুখোশ্রী জুড়ে বহাল বি ষ ন্ন তা, কাতরতা! মেহতিশার মনে হলো শুধু তার আর এই মানুষগুলোর মাঝেই নয় এই শহরজুড়েই কেবল বিষন্নতার রাজ!

শাহরিয়ার ভিলা আজ অতিমাত্রায় শান্ত, শব্দহীন। প্রথম প্রথম যে এ বাড়িতে আসবে সে নিশ্চিত ধরে নেবে বাড়িটায় কেবল ভুতদের বসবাস! বাহির থেকে বেশ চাকচিক্যময় লাগলেও ভেতরটা কেমন অন্তঃসারশূন্য, নিস্তব্ধ! মেহতিশার মাঝেমধ্যে মনে হয় এমন অমোঘ নীরবতা বিরাজের নিশ্চিত কোনো কারণ রয়েছে। ছোটবেলায় সে যখন এ বাড়িটায় আসত তখন কতোটাই না প্রাণোচ্ছল, আনন্দঘন ছিলো আর আজ? অতীত এবং বর্তমানের কতোই না পার্থক্য। মেহতিশা মেহজাকে খুঁজতে লাগলো কিন্তু মেহজার দর্শন পেল না কোথাও। সালমার ঘরেও সে চক্কর দিয়ে এসেছে অথচ মেহজা সেখানেও নেই।মেহতিশাকে কেমন অবিন্যস্ত দেখাল এই পর্যায়ে। সালমা ওয়াজিদ আজ বাড়িতে নেই। জরুরি প্রয়োজনে নিজের বোনের বাসায় গিয়েছেন। বাড়িতে তিনজন কাজের লোক, দারোয়ান, মেহজা সে আর সারতাজ উপস্থিত। সারতাজের কথা স্বরণ হতেই মেহতিশা ভাবল, মেহজা ঐ ছেলেটার কাছে যাইনি তো? অতঃপর এক কাজের লোক তার আশঙ্কাকে নিশ্চিত করল। মেহজা সারতাজের কাছে রয়েছে। কিন্তু কেন? মেয়েটা সে বারবার করে না বলে গেল ঘর থেকে বের না হতে!

-‘ আপা, আপা.. ‘

সারতাজ সিক্ত কাপড়ের টুকরো মেহজার কপালে দিলো। হাতের ঘড়ির দিকে দৃষ্টি ফেলে খানিকটা বিরক্তি নিয়ে কপালের চামড়া কুঁচকাল। মেহজার জ্বর এসেছে, মাত্রাতিরিক্ত! সে যখন বাড়ি ফিরল কাজ শেষে তখন সিড়ি দিয়ে ওঠার সময় ছোট্ট মেহজার আ র্ত না দ তার কর্ণকুহরে এসে বাড়ি খায়। তারপর হতে মেহজা তার ঘরে। ঐ ছোট্ট আলো, বাতাসহীন রুমটায় থাকলে মেয়েটা আরো অসুস্থ হয়ে পড়বে এই চিন্তায় মেহজাকে সে নিজের রুমেই নিয়ে এসেছে। অপেক্ষা করছিল মেহতিশার আসার কিন্তু এতক্ষণ হয়ে গেল মেয়েটার কোনো খবরই নেই! বলে কয়ে মেহজাকে নিজ হাতে খাইয়ে ঔষধ খাওয়াতে পারলেও কিছুতেই কা ন্না বন্ধ করাতে পারছে না সারতাজ। মেহজা সেই কখন থেকে আপা, আপা করে কেঁ দে ই যাচ্ছে।

মেহতিশা হুড়মুড়িয়ে সারতাজের রুমে প্রবেশ করলো। বিহ্বল নয়নে তাকালো বোনের দিকে। মেহজা তাকে দেখেই ঠোঁট উল্টে এবার শব্দ করে কেঁদে দিয়ে হাত বাড়িয়ে তাকে কাছে ডাকল,

-‘ আপা…, আপা…,’

মেহতিশা এগিয়ে গিয়ে জড়তা নিয়ে বসলো বিছানায়। বোনকে আগলে নিয়ে সারতাজকে উদ্দেশ্য করে বলল,

-‘ ওকে এই রুমে আনার প্রয়োজন ছিল না। ‘

সারতাজের গুমোট গলায় জবাব,

-‘ ঐ আলো, বাতাস ছাড়া ঘরটায় থাকলে ও আরো অসুস্থ হয়ে যেত। ‘

-‘ আমাদের অভ্যাস আছে। ‘

সারতাজের ক্লান্ত লাগছে। বড্ড বেশি ক্লান্ত!অলসতা নিয়ে সে উঠে দাঁড়াল। সাইড টেবিল থেকে নিলো নিজের মানিব্যাগ, মুঠোফোন। রুম থেকে বেড়িয়ে যেতে যেতে বলে গেল,

-‘ আজকের রাতটা এখানেই থাকুন। মেহজা অসুস্থ। অসুস্থ মেয়েটাকে টানা-হেচড়াঁ করার দরকার নেই। আমি পাশের রুমে থাকব। ‘

রাত বাড়ছে তরতর করে। সাথে বাড়ছে মেহতিশার পেটের ক্ষুধা। ক্ষুধা নিবারনের তাড়না তার মাঝে দেখা গেল না। সে অবিরত হাতটা নাড়িয়ে যাচ্ছে মেহজার চুলে। কিয়ৎক্ষণ পর রুমের দরজা খুলে প্রবেশ করলো সারতাজ। হাতে থাকা খাবারের প্লেট টেবিলে রেখে বলল,

-‘ খেয়ে নিবেন।আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেন। আমি সাবিনা খালাকে এখানে পাঠাচ্ছি। আপনাকে হেল্প করবে। ‘

মেহতিশা নাকচ করলো সারতাজের কথা। বলল,

-‘ দরকার নেই ওনাকে কষ্ট দেয়ার। দরকার হলে আমি ডেকে নিব। আপনাকে ধন্যবাদ। ‘

সারতাজ প্রতিত্তোর না করে বেড়িয়ে গেল। ফিরেও তাকাল না পেছনে। মেহতিশার বড্ড অস্বস্তি হচ্ছে। না জানি সালমা ওয়াজিদ যখন জানতে পারবেন সে রাতে সারতাজের ঘরটাতে ছিলো, তখন ঠিক কিভাবে বিষয়টা নেবেন। অস্বস্তি, চিন্তায় গাটঁ হয়ে বসে রইল মেহতিশা।

_

নির্জন নিশীথ। দমকা হাওয়ার তোড়ে সারতাজের বিন্যস্ত করে রাখা কাগজগুলো উড়ে গেল লহমায়। সে বিরক্তি নিয়ে উঠে দাঁড়াল। কাগজগুলো সঠিক স্থানে রাখার পর তার খেয়ালো আসলো এ ঘরে সে ল্যাপটপটা আনেনি। অথচ এটার গুরুত্ব এখন অপরিসীম! সারতাজ নিজের ঘরটার দিকে পা বাড়াল। ইচ্ছে করছেনা যেতে। ভীষণ প্রয়োজন না হলে সে কক্ষণো ঐ রুমে পা রাখত না এসময়ে। দরজা হালকা চাপিয়ে রাখা। সারতাজ দরজা ঠেলে সরালো। তার দৃষ্টিপাত পড়লো বিছানায়। মেহতিশা ঘুমোচ্ছে! গভীর তন্দ্রায় আচ্ছন্ন দু’জনে। সারতাজ কয়েকপল চেয়ে দেখল। পরবর্তীতে রুমে প্রবেশ করার সিদ্ধান্ত বাতিল করে ফিরে চলল। তার এই মূর্হতে যেতে ইচ্ছে করছেনা ঘরটায়। ব্যাপারটা অদ্ভুত দেখায় না? সে নিজেই তো তাদের রুমে থাকতে বলল এখন তাদের অজান্তে চুপিসারে ঘরে প্রবেশ করা ব্যাপারটা বেশ অস্বস্তিদায়ক! সারতাজ ফিরে যেতে যেতে ভাবল মেহতিশার কথা। মেয়েটা আলাদা ধাঁচের। একটু শক্তমনা! আচানক পদচারণ থামাল সে। আশ্চর্য তো! মেহতিশার কথা সে কেন ভাবছে হুট করে? সারতাজ বিড়বিড় করে নিজেকে সান্ত্বনা দিল,

-‘ লেট ইট বি! মেয়েটা অন্যরকম তাই হয়ত তার কথা ভাবছিলাম। ‘

চলবে~