#সেলিব্রেটি_লাভার❤
#part:04
#Writer:#TanjiL_Mim❤
.
.
🍁
-এমন সময় আবার জোরে গর্জন দিয়ে উঠল আকাশ সাথে সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম আমি আয়ানকে!!
!
আয়ান আমার এমন কাজে অনেকটাই ঘাবড়ে গেলেও পড়ে নিজেকে সামলে নিয়ে বললঃ
!
কিছু হবে না মিস আমি আছি তো!!
!
কিন্তু কে শুনে কার কথা!!আমি আয়ানের শার্টের হাতা খামচে ধরে আছি!!হয়তো আয়ান এখন অসস্তি ফিল করছে!!কিন্তু আমার কিছু করার নেই আমার খুব ভয় করছে!!
!
এমন সময় রুম আলোকিত হয়ে গেল!!মানে জেনারেটর চালু হয়েছে!!আমি এখনো চোখ বন্ধ করে আছি!!
!
আয়ানঃ মিস লাইট চলে এসেছে এখন আর ভয় নেই!!
!
আয়ান মীমের চোখের দিকে তাকিয়ে আছে!!অদ্ভুত মায়া লাগছে তার কিন্তু কেন??
!
আস্তে আস্তে চোখ খুললাম আমি!!আসলেই পুরো রুম আলোয় ভরে গেছে!!হর্ঠাৎ মনে পরল এতক্ষণ আমি কি করছিলাম!!লজ্জায় এখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে আমার!!আয়ানকে ছেড়ে মাথায় নিচু করে আয়ানকে বললামঃ
!
সরি সেলিব্রেটি আসলে….
!
আয়ানঃ আর কিছু বলতে হবে না,বুঝতে পেরেছি!!
!
আমি কাঁপা কাঁপা গলায় বললাম সেলিব্রেটি আমরা কী এক রুমে ঘুমাতে পারি!!মানে আপনি ওদিকে থাকবেন আমি এদিকে থাকব কিন্তু রুমে আপনিও থাকবেন আর আমিও!!
!
আমার এমন আহামকের মতো কথা শুনে আয়ান কী রিয়েকশন দিবে বুঝতে পারছে না সে!!আমার দিকে শুধু তাকিয়ে বললঃ
!
seriously miss,,,,
!
hm i am serious!!
!
আয়ান কিছুক্ষন ভেবে আচ্ছা ঠিক আছে!!
!
আয়ানঃ মিস আপনি এখানে দাঁড়ান আমি এক্ষুনি আসছি!!এই বলে আয়ান চলে গেল!!
!
!
!
!
!
!
রান্না ঘরে দাঁড়িয়ে আছে আয়ান!!জীবনে প্রথমবার হয়তো কফি বানাবে আয়ান তাও আবার একটা মেয়ের জন্য বিষয়টা খুবই অদ্ভুত লাগছে তার কাছে!!জীবনে একা থাকতে থাকতে এখন আর কোনো ফিল হয় না আয়ানের!!একা থাকা শিখে গেছে অনেক আগেই আয়ান!!এসব ভাবতে ভাবতেই দু-কাপ কফি বানিয়ে ফেলল আয়ান!!কফি কিভাবে বানাতে হয় তা দেখেছিল সে তার মায়ের কাছ থেকে!!কিন্তু কখনো বানানো হয় নি!!এই প্রথমবার তৈরি করল সে!!না জানি কেমন হবে!!এসব ভেবে ভিড় ভিড় করতে করতে রান্না ঘর থেকে হাঁটা দিল আয়ান!!
!
!
!
!
বেশকিছুক্ষন যাবৎ দাঁড়িয়ে আছি!!কিন্তু আয়ানের কোনো খবর নেই!!গেল কই!!এমন সময় দু-হাতে দু-কাপ কফি নিয়ে সামনে আসল আয়ান!!তাকে এইভাবে দেখে অবাক হয়ে গেলাম আমি!!হা হয়ে তাকিয়ে রইলাম আমি!!বললামঃ
!
সিরিয়াসলি মিস্টার সেলিব্রেটি আপনি কফি বানালেন!!
!
আয়ানঃ কী করব এই সময় কোনো সার্ভার আমার জন্য রুমে বসে থাকবে না!!আর ওদের আজকে বলে দিয়েছিলাম আসা লাগবে না!!!আমি পার্টি থেকে খাবার খেয়ে আসব তাই ওরাও আসে নি!!
!
এই মুহুর্তে কেমন যেন খারাপ লাগছে আমার!!আমার জন্যই ওনার এত কষ্ট করা লাগল!!
!
আয়ানঃ এতে কষ্টের কিছু নেই মিস!!
!
অবাক হয়ে তাকালাম আমি আয়ানের দিকে আশ্চর্য মনে কথা বুঝলো কিভাবে???
!
আয়ানঃ এতে অবাক হওয়ার কিছু হয় নি মিস জাস্ট গেস করেছি!!
!
ওহহ
!
চল তবে রুমে যাওয়া যাক!!
!
হুম!!তারপর আয়ান আমার হাতে এক কাপ কফি দিল!!আমিও হাতে নিলাম!!তারপর আয়ানের পিছন পিছন যেতে লাগলাম আমি!!
!
আয়ানঃ তা এত দেরি করেই কী প্রতিদিন রাতে বাসায় যাওয়া হয় নাকি মিস!!
!
আসলে তা নয় রোজ নয় মাঝে মাঝে তাই আর কি!!আজকে যদি আপনি ঠিক সময় না আসতেন তবে কী হতো কে জানে হয়তো আমার খবরে আমার নামেই খবর হতো!!
!
আয়ানঃহুম আপনি কিন্তু এখনো ধন্যবাদ দেন নি আমায়!!
!
আপনি দিয়েছিলেন সেদিন যেদিন আমি আপনাকে হেল্প করে ছিলাম!!
!
আয়ানঃওহ আমি তো সুযোগই পাই নি!!
!
আরে জাস্ট মজা করছিলাম মিস্টার সেলিব্রেটি!!আর Thank You so much আমাকে এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য!!!
!
it’s okk and Thank you so much miss,সেদিন আমাকে বাঁচানোর জন্য!!
!
বিনিময়ে দুজনে হাসলাম শুধু!!!
!
!
!
রুমে………..
!
মিস্টার সেলিব্রেটি ঘুমানোর দরকার নেই গল্প করেই কাটানো যাক!!আর খুব ভোরেই বেরিয়ে যাবো!!কেউ যদি দেখে ফেললে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে সেলিব্রেটি!!!
!
আয়ানঃ হু!! আচ্ছা ঠিক আছে!!
!
নিচে দেয়ালের সাথে মিশে বসে পরলাম আমি!!আমার এমন কান্ডে হয়তো আয়ান অনেকটাই অবাক হলো!!তাই বললামঃ
!
আপনি আসুন আমার পাশে সামনে বসুন!!আয়ানও আর কিছু না বলে বসে পরল আমার সামনে!!
!
কফিতে চুমুক দিতে দিতে বললামঃ
!
তা মিস্টার সেলিব্রেটি আপনি কী একাই থাকেন!!আপনার বাবা-মা কোথায়!!
!
আমার কথা শুনে কফিতে চুমুক দিতে গিয়ে থেমে গেল আয়ান!!মুহূর্তে মন খারাপ হয়ে গেল তার!!মন খারাপ নিয়েই বলল সেঃ
!
আসলে আমার বাবা মা ছোট বেলায় মারা যায়!!তারপর থেকেই একা একা থাকার অভ্যাস আমার!!
!
মুহূর্তেই মুখ কালো হয়ে গেল আমার!!ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি!!তাই আয়ানের দিকে তাকাতেই দেখলাম তার চোখে পানি টল টল করছে নিশ্চয়ই কান্না পাচ্ছে তার!!আমি আয়ানের এক হাত ধরে বললামঃ
!
সরি সেলিব্রেটি আসলে আমি জানতাম না….
!
আয়ানঃ it’s okk miss!!
!
আপনার খুব কষ্ট হয় তাই না!!
!
আয়ানঃহতো আগে এখন আর ওতোটা হয় না!!
যেদিন থেকে রুহানের মতো একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি সেদিন থেকেই সব ভুলে গেছি!!আগে প্রচুর কষ্ট হতো জানেন মিস!!খালি মনে হতো কেউ রাতের বেলায় ঘুমোনোর সময় কোলে মাথা দিয়ে ঘুম পারাতো!!দিন শেষে কান্ত হয়ে বাসায় ফিরলে আমার কান্তমাখা মুখ দেখে কপালে ছোট্ট একটা চুমু দিত!!যাক বাদ দিন!!আপনার কথা বলুন!!
!
ভাবতেই পারছি না এত বড় একজন সেলিব্রেটির মনেও এতো কষ্ট লুকিয়ে থাকতে পারে!!!কি অদ্ভুত আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই সবাই সুখে থাকে না!!!প্রকৃতি সুখ তো মনেই থাকে!!!
!
কোথায় হারিয়ে গেলেন মিস!!আয়ানের কথায় ধ্যান ভাঙল আমার!!বললামঃ
!
হ্যা না হুম বলুন!!
!
তারপর বলুন আপনার বিএফ এর খবর কী কেমন আছে!!
!
আয়ানের কথায় হাসলাম আমি!!আমার বিএফ মাথা খারাপ আপনার!!ওসব বিএফ টিএফ নেই!!আগেই ভেবে রেখেছি বিএফ টিএফ বানাবো না!!দু-মাস,একবছর রিলেশন করে বলবে তোমার সাথে আমার যায় না,তারপর সারাদিন কান্নাকাটি,ওসব এর টাইম নেই আমার!!সোজা বিয়ে করে নিবো!!তারপর বিএফ-টিএফ!!
!
আয়ান আমার কথা শুনে হাসতে লাগল!!
!
অদ্ভুত ব্যাপার এখানে হাসার কি আছে!!মনে যা ছিল তাই বললাম!!
!
আয়ানঃ সিরিয়াসলি মিস,আপনার ভাবনা আমার খুব ভালো লেগেছে!!
!
Thank you!!
!
আবারো হাসলো আয়ান!!মুগ্ধ করা হাসি তার!!এভাবেই নানা কথায় হাসি আলাপে কফি খেয়ে শেষ করতে করতে ফজরের আযান দিয়ে দিল!!বেশ অবাক হলাম আমরা!!এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না!!
!
মিস্টার সেলিব্রেটি, আমার মনে হয় এখনি আমার যাওয়া উচিত!!পরে না আবার কোনো সমস্যা হয়!!
!
আয়ানঃ এখনি যাবেন!!
!
হুম!!ঠিক আছে আপনি তৈরি হন আমি আপনাকে পৌঁছে দিবো!!এই বলে কফির কাপ দুটো নিয়ে চলে গেল আয়ান!!
!
!
!
!
!
আমার জামাকাপড়গুলো পড়ে তৈরি হয়ে গেলাম আমি অল্প ভিজে আছে তারপরও পড়ে নিলাম!!তারপর চলে গেলাম নিচে!!তারপর আয়ান অন্য একটা গাড়ি নিয়ে মুখে মাস্ক পড়ে তৈরি হয়ে বললোঃ
!
তাহলে যাওয়া যাক মিস!!!
!
হুম চলেন!!তারপর আয়ান ড্রাইভার সিটে আর আমি তার পাশে বসে পরলাম!!আমি বসতেই আয়ান গাড়ি চালাতে শুরু করলেন!!
!
এখনো অন্ধকার আছে আবছা আলো বটে!!পুরো পরিবেশটাই নিরবতায় ঘেরা!!এই মুহূর্তে রাস্তা পুরো ফাঁকা কেউ নেই বললেই চলে!!চারিদিকে হালকা বাতাস বইছে!!এমন একটা মুহুর্তে পাশে আছে একজন সেলিব্রেটি ভাবা যায়!!আয়ানের দিকে মুচকি হাসলাম আমি!!তারপর আবার প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেলাম ভিষন!!!
!
!
!
!
!
বাড়ির গেটের সামনে গাড়ি থামালেন আয়ান!!আমিও গাড়ির দরজা খুলে বাহিরে বেড়িয়ে এলাম!!তারপর আয়ানকে বললামঃ
!
Thank You so much “মিস্টার সেলিব্রেটি” আর আপনার কফিটা কিন্তু দারুণ ছিল!!একদিন সময় পেলে আসবেন আমাদের বাড়িতে আপনাকে কফি বানিয়ে খাওয়াবো আমি!!বলে মুচকি হাসলাম আমি সাথে আয়ানও!!
!
বলল ঠিক আছে!!ভালো থাকবেন!!আর সাবধানে চলা ফেলা করবেন মিস!!
!
ওকে!!তারপর আয়ান চললো তার গন্তব্যে!!আমিও কিছুক্ষন তার যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে গেলাম বাসায়………
!
!
দরজার কলিং টিপতেই আম্মাজান এসে হাজির!!আম্মাজান কিছু বলার আগেই বললামঃ
!
এখন নয় ঘুমিয়ে নেই তারপর বলব!!ব্যাস এতটুকু বলে চললাম রুমে!!রুমে গিয়ে কোনো মতে জামাটা চেঞ্জ করে আমি “ঘুম”!!!
!
!
!
!
!
এদিকে আয়ানও বাসায় এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পরল!!
!
!
!
!
!
!
সকাল ১০ঃ০০টা………..
-সূর্যের আলো মুখে পড়াতে ঘুম ভাঙল “রুহানের”!!কাল রাতে খুব ভালো ঘুম দিয়েছে সে!!এমন মুহুর্তে ফোনটা হাতে নিয়ে কল করল আয়ানকে!!বেশ কয়েকবার কল দেওয়াতে ধরলো না আয়ান!!
!
অদ্ভুত শালায় ফোন ধরছে না কেন!!তারপর কিছু একটা ভেবে ওয়াশরুমে দৌড়ালো সে!!
!
!
!
দেড় ঘন্টা পর………….
ওয়াশরুম থেকে বেরিয়ে আবার কল করল আয়ানকে রুহান!!কিন্তু এই বারও ফোন তুলছে না আয়ান!!এবার রুহান কিছুটা ঘাবড়ে গেল!!পরক্ষণেই কিছু না ভেবেই গাড়ির চাবি হাতে নিয়ে চলল সে আয়ানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে!!!
!
!
!
!
!
আজকে যেহেতু শুক্রবার!!প্রায় সবাই ফ্রি!!নিতু ঘুম থেকে উঠে “চা” বানাতে গেল রান্ন ঘরে!!পাশে মীমকে দেখে খুশি হয়ে গেল “নিতু”!!
!
!
!
!
!
!
আয়ানের বাসার সামনে এসে কলিং টিপ না দিয়েই ডুবলিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো রুহান!!দৌড়ে আয়ানের ঘরে গিয়ে আয়ানকে ঘুমন্ত অবস্থায় দেখে কিছুটা অবাক হলো!!এই মুহূর্তে তার ইচ্ছে লাথি মেরে আয়ানকে খাট থেকে ফেলে দিতে কতোটা ভয় পেয়ে গিয়ে ছিল সে!!রুহান আয়ানের পাশে গিয়ে বললঃ
!
শালা তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর আমি কখন থেকে তোকে ফোন দিচ্ছি ধরছিলি না কেন???
!
এদিকে আয়ানের কোনো সাড়াশব্দ নেই! সে তার নিজ ইচ্ছে মতো ঘুমাতে ব্যস্ত!!একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে রুহান আয়ানের মুখে পানি মারল!!সাথে সাথে আয়ান লাফ দিয়ে উঠল…….
!
সামনে রুহানকে দেখে বেশ অবাক হয়ে বলল আয়ানঃ
!
তুই……
.
.
.
.
.
.
.
—-নিতুর বাচ্চা তুই পানি দিলি কেন???
!
নিতুঃ আপু তোমায় সেই কখন থেকে ডাকছি আমি!! তুমি তো উঠছিলে না তাই আর কী!!
!
তবে রে নিতুর বাচ্চা!!
!
নিতুঃ দিস ইজ নট ফেয়ার আপু আমি এখনি বিয়ে করি নি তুমি বাচ্চা পেলে কোথায়…………
তার আগে বলো গাড়িতে কাকে মিষ্টি করে বাই দিয়েছিলে!!
!
What………….
!
#চলবে…………