#সেলিব্রেটি_লাভার❤
#part:16
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
একরাশ অস্থিরতা নিয়ে রুমের মধ্যে পায়চারি করছে আয়ান!!শুধুই ভাবছে কী মনে করল তার প্রিয়শী!!আর আয়ান তুমি নিজেও বা কি করে পারলে এমন করতে!!
-“কয়েক ঘন্টা আগে বৃষ্টির ভিতর মীমকে জড়িয়ে ধরাটাতে মীম কিভাবে নিয়েছে তার জন্যই একরাশ অস্থিরতা নিয়ে ভুগছে আয়ান!!এই মুহূর্তে নিজেকে অসহায় বলে মনে হচ্ছে তার!!!কিন্তু সে কি ইচ্ছে করে করেছিল নাকি!!হর্ঠাৎই কে জানে কি হয়েছিল তার!!এই ভাবনায় অস্থির হচ্ছে আয়ান অস্থির হয়ে বসে পরল বিছানায়!!হর্ঠাৎই ভাবল আয়ান একটা ফোন করলে কী খুব বেশি খারাপ হয়ে যাবে!!কিন্তু এখন যদি সে ফোন করে সরি না বলে তবে যে রাতে ঘুম আসবে না তার!!এই ভেবে আয়ান তার ফোনটা হাতে তুলে নিল!!তারপর প্রিয়শী নাম লিখে সেইভ করা নাম্বারে ডায়াল করল “সে”!!!!
__________________________________________
★
“অন্ধকার হয়ে এসেছে প্রায়…….
বাহিরে বৃষ্টি পরছে এখনো তবে অল্প অল্প!!বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকাল পেরিয়ে গেলো আমার!!অফিসে যাই নি আর!!বসকে কিছু ভুললাম বুঝিয়ে সুঝিয়ে আজকের মতো মানিয়ে নিলাম!!এই মুহূর্তে বিছানায় কাঁথা গায়ে বসে আছি!!অসম্ভব শীত করছে নিশ্চয়ই জ্বর আসবে!!এখন জ্বর আসলে আমার আম্মাজানে যে কী কী বলে বকা দিবে তা খুব ভালো করে জানা আমার!!বাসায় ভিজা অবস্থায় ডুকতেই আম্মাজানের বক বক শুরু হয়ে গেছে!!এখন যদি আবার জ্বর আসে তাহলে তো আর কিছু বলারই নেই!!এমন সময় রুমে প্রবেশ করল নিতু!!হাতে দুকাপ গরম গরম “চা”!!ভাবছি এখনি নিতুকে রুহানের ব্যাপারটা বলে দিবো!!যেই ভাবা সেই কাজ!!
“চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম আমিঃ
——“নিতু তোর সাথে কিছু কথা আছে!!!
“আমার কথার উত্তর না দিয়েই সে বলে উঠলঃ
——“আপু তুমি আগে আমার কথা শুনো!!
——“কি কথা!!
“নিতু কিছু বলবে তার আগেই ফোনটা বেজে উঠল আমার!!নাম্বারটা আয়ানের দেখে কিছু না বলেই কেটে দিলাম আমি!!কারন এখন নিতুর সামনে ওনার সাথে কথা বলা মোটেও ভালো দেখাবে না!!!
“নিতু সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বললঃ
——-“আপু তুমি কল কেটে দিলে কেন,,কে কল করছে????
——“কেউ না তুই তোর কথা বল!!!
“নিতু আবারো কিছু বলবে তার আগেই আবার ফোন বাজল আমার!!এবার না কেটে নিতুকেই বললামঃ
——-“তুই ওই রুমে যা!!আমি কথা বলব!!!
——“হুম বলো না!!আমি থাকলে কী হবে!!!
——“অনেক কিছু হবে তুই যা!!!
“নিতু কিছুক্ষন ভেবে বললঃ
—–“ঠিক আছে তবে কথা দেও আমি যা বলব তা তোমাকে রাখতে হবে!!!
——“আচ্ছা ঠিক আছে তা দেখবো আনে!!!এখন আগে তুই যা!!!
-“নিতু আর কথা বারালো না রুম থেকে বেরিয়ে গেল!!
“নিতু যেতেই ফোনটা কানে তুলে নিয়ে বললামঃ
——“হ্যালো!!!
“ওপাশ থেকে চিন্তিত স্বরে বলল আয়ানঃ
——-“এতক্ষণ কথা বলছিলে না কেন???আমি কতক্ষণ যাবৎ হ্যালো হ্যালো করতে ছিলাম!!!
——-“আসলে নিতু সামনে ছিল তো তাই!!!
——“ওহ….
——-“হুম এখন বলুন কি বলতে ফোন করেছেন!!!
——“আসলে…….(ঘাবড়ে গিয়ে)
——-“এত ঘাবড়ানোর কি আছে যা বলবেন নীর দ্বিধায় বলে ফেলুন!!
“আয়ান চট করে বলে ফেললঃ
—–“সরি মিস!!!
—–“সরি কেন??
——“ওই যে তখন তোমাকে জড়……
——“আর বলতে হবে না ওটায় আপনার কোনো দোষ নেই আমি তো……সে যাইহোক ভুলে যান!!আমি কিছু মাইন্ড করি নি!!!
—-“এমন সময় আয়ান হাঁচি দিতে শুরু করলো!!
—–“হায় রে আপনার ঠান্ডা লেগে গেছে “মিস্টার সেলিব্রেটি”
——“ও কিছু না হর্ঠাৎ ভেজার কারনেই এমনটা হয়েছে “মিস”!!!!!!
—–“আমার জন্যই এমনটা হয়েছে তাই না!!!
——-“আপনার কোনো দোষ নেই মিস!!তারপর কালকের কথা বলল আয়ান!!আমিও বললাম আমি কি এখনি নিতুকে বলে দিবো!!পরে শুনলে না ও না আবার অজ্ঞান হয়ে যায়!!!!
“আয়ান কিছুক্ষন ভেবে বললঃ
——-“না থাক বলতে হবে না!!কি হবে তা আগে না ভাবলেও চলবে মিস!!যা হবে পরে দেখা যাবে!!! তারপর আরো কিছুক্ষন কথা বলে ফোনটা কাটল আয়ান!!!
-“তারপর নিতু আসল রুমে!!এসে বললঃ
——“আপু এখন তবে কথাটা বলি!!!
——“হুম বল!!
——-“আপু তুমি আর একবার রুহানের সাথে দেখা করিয়ে দিবে প্লিজ!!
নিতুর কথা শুনে খুশি হলাম আমি তবে তা বাহিরে প্রকাশ করলাম না!!বললামঃ
——-“তোর সাথে দেখা করিয়ে কী লাভ!! তুই তো দেখেই অজ্ঞান হয়ে যাস!!!
——“আর এমন হবে না সত্যি বলছি!!!
——-“আচ্ছা ঠিক আছে!!!আমার কথা শুনে খুশিতে নাচল নিতু!!তারপর গালে একটা চুমু দিয়ে চলে গেল বাহিরে!!ওর এমন কাজে অটোমেটিক মুখ থেকে বেরিয়ে গেল
“পাগলী মেয়ে একটা””
__________________________________________
★
“মীমের সাথে কথা বলা শেষ করেই রুহানকে করল আয়ান!!তারপর রুহানের সাথে কথা বলে ফোনটা বন্ধ করে বিছানায় শুয়ে পরল “আয়ান”!!চোখ জ্বলাচ্ছে তার!!নিশ্চয়ই জ্বর আসবে!!কিন্তু মনে মনে বলছে সে “যেন এমনটা না হয়”!!!
.
.
.
.
★
“আর ভালো লাগছে না রোহানের যখন থেকে শুনেছে সে, যে কাল রাতে নিতুকে প্রপোজ করবে সেই থেকেই এক প্রকার অস্থির হয়ে গেছে রুহান!!আজ রাতে ঘুম আসবে না মনে হয় রুহানের!!কারন সে এখন আয়নার সামনে দাঁড়িয়ে কিভাবে নিতুকে কি কি বলবে সেটা প্রাকটিস করছে……
হয়তো এগুলো করতে করতেই আজকের রাতটা পার করে দিবে “রুহান”!!!!
__________________________________________
★
“সূর্যের আলোতে ঘুম ভাঙল আমার!!এই মুহূর্তে নিজেকে খুব ফিট বলে মনে হচ্ছে!! নিশ্চয়ই এটা কাল রাতের গরম চা খাওয়ার কেরামতি!!হর্ঠাৎ
আয়নার সামনে চোখ গেল আমার!!কারন নিতু আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বক বক করছে!!!
—-“অাশ্চর্য”!!পাগল হয়ে গেল নাকি!!!সেই ভেবে চললাম ওয়াশরুম!!!
—“বেশ কিছুক্ষন পর…….
“ওয়াশরুম থেকে বেরিয়েও দেখলাম এখনো নিতু বক বক করছে!! পিছন থেকে ঠাটিয়ে দিলাম একটা!!!
“হর্ঠাৎ এমন হওয়ায় নিতু লাফ দিয়ে উঠল!!!ঘাবড়ে গিয়ে বললঃ
——“কে কে,,
——“ভূত তুুই একা একা বক বক করছিস কেন???
——“ওহ আপু তুমি,, আসলে কী বলো তো রুহানের সাথে দেখা হলে কী কী বলব তারই একটু প্রাকটিস করছিলাম!!তুমি চিন্তা করো না আজকে আর কোনো গন্ডগোল করব না!!
—–“হুম তাই জেনো হয়!!
—-“মানে!!
——“কিছু না!!তুই প্রাকটিস কর আমি গেলাম!!এই বলে রেডি হয়ে চললাম আমি!!!আর যাওয়ার আগে এতটুকু বললাম শুধুঃ
——“আজ ভার্সিটি যাবি না!!!
“উওরে নিতু চট করে বলে দিলঃ
——না” পাল্টা আর কোনো কিছু বললাম না আমি!!নাস্তা করে চললাম “অফিসে”!!!
__________________________________________
★
“আয়ানদের বাসার সামনে দাঁড়িয়ে আছে রুহান আজকে কোনো কাজ না সে করবে আর না আয়ানকে করতে দিবে!!সারাদিন দুজন একসাথে থেকে প্রাকটিস করবে রুহান আয়ানের সামনে!!এমন পন করেই সবকাজ আজকের জন্য বন্ধ করে দিয়েছে রুহান!!আয়ানও আর কিছু বলে নি!!সব জায়গা থেকে অফ নিয়েছে সেও!!শুধু মাথায় তার একটা চিন্তা ঘুরছে!!
—-“রুহান তুই তো গেছোস…..
-“সকালে ঘুম থেকে উঠে কিছু খেয়ে তাড়াতাড়ি নাপা খেয়ে নিয়েছে আয়ান!এখন মোটামুটি সুস্থ সে!!!কলিং বেল বাজতে চট করে আয়ান দরজা খুলে দিল!!সাথে সাথে রুহান ভিতরে ঢুকে গেল!!!আয়ান আর কিছু না বলে মুচকি হেসে দরজা বন্ধ করে চললো তার রুমে!!!!
.
.
.
.
“রুমে ঢুকতেই আয়ান অবাক!!কারন রুহান!!হাতে ফুল নিয়ে তার সামনে দাঁড়িয়ে বসলেঃ
—–“will You marry me “nitu”………
“উওরে আয়ান কিছু বলল না!!সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসে চিপস খেতে শুরু করল সে!!আর ওদিকে রুহান বেচারা আয়নার সামনে দাঁড়িয়ে এটা ওটা বলে চলেছে!!!হয়তো পুরো দিনটাই এমন করে কাটাবে “সে”……
“হর্ঠাৎই আয়ান তার ফোনটা বের করে কাউকে কল করে বললঃ
—–“সবকিছু সুন্দর মতো সাজানো হয় যেন”
“ওপাশ থেকে কেউ বলে উঠলঃ
—–“নিশ্চিত থাকেন স্যার…….
“উওরে আয়ান কিছু না বলেই ফোনটা কেটে দিয়ে!! আবার চিপস খেতে শুরু করল “সে”……..
__________________________________________
“অফিসে ঢুকতেই রাইসা জড়িয়ে ধরল আমায়!!তবে জড়িয়ে ধরার কারনটা খুব ভালো ভাবেই বুঝতে পেরেছি আমি!!!
“হর্ঠাৎই রাইসা বলে উঠলঃ
—— “Thank You Apu……
—–“শুধু Thank You তে কাজ হবে না!!ট্রিট কই আর ওই ছাগলেই বা কই!!!!
“এমন সময় পিছন থেকে বলে উঠল দিহানঃ
—–“আমি এখানে…….
“ওর কথা আমি রাইসা দুজনেই হেসে দিলাম!!
“তারপর ওদের সাথে সারাদিন এটা ওটা আর অল্প স্বল্প কাজ করেই আজকের দিনটা পার করে দিলাম!!!
.
.
.
.
.
“রাত ৯ঃ০০টা___
“বিছানায় বসে আছি!! আর ওদিকে নিতু তার সাজগোজ নিয়ে ব্যস্ত!!!প্রায় ২ ঘন্টা ধরে সেজেগুজে তৈরি সে!!!এমন সময় ফোন বাজল আমার!!আর সেদিনের মতো আজও নিতে আসবে আয়ান”
“বেশকিছুক্ষন পর আবার কল করল আয়ান!!তার কথা মতো চললাম নিচে!!!গিয়ে গাড়িতে বসলাম তবে অবাক করার বিষয় হলো আজকে রুহান আসে নি!তাকে আমরা ওখানে গেলেই দেখতে পাবো এটাই বলেছে আয়ান!!তারপর আমিও আর কথা বারালাম না!!আমি সামনের সীটে আর নিতু পিছনের সিটে বসে পরল!!তারপর গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে……..
!
!
!
#চলবে………………
#TanjiL_Mim❤️